WB News LIVE Blog: লালবাজার থেকে ছাড়া হল সুকান্তকে, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি শুভেন্দু-র

Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন জেলার গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 10 Oct 2022 11:34 PM
West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সেলিম

মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় '৪৮ ঘন্টা ধরে' উত্তপ্ত এলাকা।  দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার। মোমিনপুরকাণ্ডে  সুকান্ত আটক হতেই এদিন লালবাজারের সামনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি সেলিমকেও কটাক্ষ করেন মোমিনপুর ইস্যুতে। এরপরেই মোমিনপুর ছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদল-সহ শুভেন্দুকে তোপ দাগলেন বাম নেতা মহম্মদ সেলিম।  এদিন বাম নেতা মহম্মদ সেলিম বলেন, 'যেহেতু দুর্নীতি ইস্যুতে..চোর ধরতে বলছি, তাই সব চোরের জ্বালা ধরেছে।  তৃণমূলে বেশি চোর, যেমন জ্বালা ধরেছে, পাশাপাশি তৃণমূলের যে চোর পালিয়ে বিজেপিতে গিয়েছে, তারও জ্বালা ধরেছে।' 

West Bengal News Live: পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী মালদায়

পারিবারিক অশান্তির জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী মা ও মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার বিলায় কান্দরের  মালিপাড়া এলাকায়।মৃতরা হলেন শ্রীদেবী হাজদা বয়স(৩০) বছর। মেয়ে মৌসুমী কিস্কু বয়স ১০ বছর। 

West Bengal News Live: মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। গত ১৭ ই জানুয়ারি বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় ইয়াছউদ্দিন শেখ নামে এক ব্যক্তির। বিস্ফোরণের জেরে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙা ঘর থেকে ৭৫ টি সকেট বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। এরপর এই ঘটনায় তিন মাসের মধ্যে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

West Bengal News Live: বর্ধমানে চলন্ত বাসে ধোঁয়া

চলন্ত বাসে ধোঁয়া । অগ্নিকাণ্ডের ভয়ে যাত্রীরা নেমে গেলেন বাস থেকে। বর্ধমানের  উল্লাস বাসস্ট্যাণ্ডের কাছে ঘটনাটি ঘটে। তবে বড় কোনও বিপর্যয় হয়নি। খবর পেয়ে তড়িঘড়িই ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ।

West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে বিজেপিকে তোপ কুণালের

কুণাল ঘোষ বলেন, দুর্গোৎসব এবং কার্নিভ্য়াল সফলভাবে হওয়ার পর, অতৃপ্ত আত্মা, মানসিকভাবে হতাশাগ্রস্থ বিজেপি, শকুনের রাজনীতি করছে। এই যে এত জায়গায়,  লোক নেমেছে, ১০ থেকে ১২ টা লোক।  টিভি ক্যামেরা, পুলিশ যত আছে, তার থেকে বিজেপির লোক কম ! জনগণকে একটু বিরক্ত করে ওরা প্রচারে থাকতে চাইছে। যেখানে একটা বিচ্ছিন্ন গণ্ডগোল। অন্য রাজ্য দেখুন...বলে পশ্চিমবঙ্গের কথা ইঙ্গিত করে বলেন, একটা গণ্ডগোল হয়েছে, সেটা দুটি ব্যক্তির মধ্যে হতে পারে, ক্লাবের মধ্যে হতে পারে,  সেটা মানুষ থামিয়েছেন, পুলিশ থামিয়েছেন, সেটা ধর্মীয় রং দিয়ে, যেভাবে প্ররোচনার রাজনীতি করছে বিজেপি,  আর তার সঙ্গে তার দুই লেজুর, কংগ্রেস এবং সিপিএম কুৎসা করতে নেমেছে !

West Bengal News Live: শাড়ি কেনার নামে গৃহস্থের বাড়িতে লুটপা দুষ্কৃতীদের

শাড়ি কেনবার নাম করে গৃহস্থের বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে, মারধর করে দিন-দুপুরের লুটপাট চালালো দুষ্কৃতীরা। সিঙ্গুরের বেড়াবেড়িতে এই  ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে চাঞ্চল্য ছড়াল।অন্যদিকে   এক গৃহস্থের বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে আড়াই ভরি সোনার হার ছিড়ে নিয়ে পালালোর অভিযোগ এক দুস্কৃতির বিরুদ্ধে । দুটি ঘটনা নিয়েই তদন্তে নেমেছে পুলিশ।

West Bengal News Live: পুলিশ কুকুর নিয়ে খুনের ঘটনার তদন্তে বাঁকুড়া সদর থানার পুলিশ

পুলিশ কুকুর নিয়ে খুনের ঘটনার তদন্তে বাঁকুড়া সদর থানার পুলিশ। রয়েছেন উচ্চপদস্থ জেলা পুলিশের আধিকারিকরা। বাঁকুড়ার কেশিয়াকোলে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। গত ৭ তারিখ কেশিয়াকোলে বাড়ির ঢিল ছোড়া দুরত্বে ঝোপ থেকে সুজন রুইদাস নামে (২৪) এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়।

West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি শুভেন্দুর

মোমিনপুরকাণ্ডে ঘটনাস্থলে যেতে চাওয়ায় গ্রেফতার হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এরপরেই সুকান্তের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে প্রতিবাদে নামেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু । অমিত শা-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেন বিরোধী দলনেতা। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ করেন শুভেন্দু। এরপর এদিন সিইএসসি ভবনে একের পর এক প্রশ্ন তোলেন, সিইএসসি আধিকারিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু।মোমিনপুরকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবি শুভেন্দুর।

West Bengal News Live: লালবাজার থেকে ছাড়া হল সুকান্তকে

  লালবাজার থেকে ছাড়া পেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় উত্তপ্ত এলাকা।  দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় আটক হন সুকান্ত মজুমদার। এদিন লালবাজার থেকে ছাড়া পেতেই বলেন, 'মোমিনপুরের ঘটনা উদ্বেগজনক।' 

West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে প্রতিক্রিয়া সজল-সেলিমের

 মোমিনপুরকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন সজল ঘোষ, মহম্মদ সেলিম এদিন বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আমরা লালবাজার অভিযান করব। হয় আমাদের শান্তিপূর্ণভাবে লালবাজার যেতে দেওয়া হোক, নইলে আমরা এখানে বসে থাকব। পাশাপাশি অপরদিকে বাম নেতা মহম্মদ সেলিম বলেন, আমরা গোটা দেশে যেমন দেখেছি, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে,  খোদ দিল্লিতে, উত্তরপ্রদেশে যা ঘটেছে, আজকে এখানে তাই ঘটছে।  রথ যাত্রার সময়, গুজরাটে যেমন দেখেছি, রাজস্থানে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গে অ্যাক্সন রি-প্লে হল ! গোটা রাজ্যের মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত না। তাই দুর্নীতি নিয়ে অনেক বড় প্রশ্ন, তা যে ঝাণ্ডা নিয়েই করুক !

West Bengal News Live: রাজ্য বিজেপির পার্টি অফিসের সামনে সজল-রুদ্রনীলরা

মোমিনপুরকাণ্ডে সুকান্ত আটক হতেই রাজ্য বিজেপির পার্টি অফিস, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে বসে পড়েন এদিন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ। উল্লেখ্য, মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় উত্তপ্ত এলাকা।  দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

West Bengal News Live: মোমিনপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর

মোমিনপুরকাণ্ডের (Mominpore) পর মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় উত্তপ্ত এলাকা।  দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় আটক হন সুকান্ত মজুমদার।

West Bengal News Live: বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণকাণ্ডে এবার তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। গত ১৭ ই জানুয়ারি বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়        
ইয়াছউদ্দিন শেখ নামে এক ব্যক্তির। বিস্ফোরণের জেরে একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ওই ভাঙা ঘর থেকে ৭৫ টি সকেট বোমা এবং বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে। এরপর এই ঘটনায় তিন মাসের মধ্যে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

West Bengal News Live: মানসিক অবসাদে আত্মঘাতী এসএসবি কর্মী

লক্ষাধিক টাকা ঋণ করে বন্ধুকে দিয়ে, সেই টাকা ফেরত না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন কৌশিক বিশ্বাস নামে এক এসএসবি কর্মী। মৃত ওই এসএসবি কর্মীর বাড়ি নদিয়ার চাকদা থানার চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২৮ এর কৌশিক ২০১৭ সালে এসএসবি-তে চাকরি পান। বর্তমানে তিনি এসএসবি-র অসম সদর দপ্তরে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে নদিয়ার করিমপুরের অমৃতা বিশ্বাসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত এসএসবি জওয়ানের বাবা কৃত্তিবাস বিশ্বাস পেশায় কৃষিজীবী।

West Bengal News Live: মোমিনপুরে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ

মোমিনপুরে অশান্তির ঘটনায় ঘটনাস্থলে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। এদিন চিংড়িঘাটা মোড়ে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয় সুকান্ত মজুমদারের। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

West Bengal News Live: বাঁকুড়ার খাতড়ায় বসবাস ছিল গুহামানবের?

বাঁকুড়ার খাতড়ায় বসবাস ছিল গুহামানবের? পোড়া পাহাড়ে হদিশ মেলা গুহাকে ঘিরে শুরু হয়েছে এমনই সব জল্পনা। গুহার ভিতরে রয়েছে একাধিক কুঠুরি। যা বসবাসের যোগ্য বলে মনে করছেন অনেকে। 

West Bengal News Live: পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত একটি বাড়ি থেকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ছয়

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত একটি বাড়ি থেকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ছয়। জানা গেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের  স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও মাটিগাড়া থানার পুলিশ মাটিগাড়ার সাধন মোড়ে  একটি বাড়িতে গতকাল বিকালে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। 

West Bengal News Live: মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী

মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী। পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হল এসএসকেএমে। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সহমর্মিতা জানাতে অবস্থান মঞ্চে হাজির পরিবারের সদস্যরা।

West Bengal News Live: মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী

মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী। পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হল এসএসকেএমে। অন্যদিকে, ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সহমর্মিতা জানাতে অবস্থান মঞ্চে হাজির পরিবারের সদস্যরা।>>

WB News Live Updates: ডেপুটি পুলিশ সুপারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

মাত্র ৬০ হাজার টাকায় মিলবে ওয়াশিং মেশিন, ডবল ডোর ফ্রিজ, খাট, টিভি-সহ আরও অনেক পুরনো আসবাবপত্র। খোদ ডেপুটি পুলিশ সুপারের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে

West Bengal News Live: সুপ্রিম কোর্টে পিছোল অনুব্রত-মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পিছোল অনুব্রত-মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি ১৮ অক্টোবর। ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই মামলারই শুনানি পিছোল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। 


 

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রকাশ্যে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রকাশ্যে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের।পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: ধর্না-অবস্থানে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী

মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে SSC চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থানে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী। ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৮ দিনে পড়ল। এদিন সকালে ধর্নামঞ্চে একজন অসুস্থ হয়ে পড়েন। নিয়ে আসা হল অ্যাম্বুল্যান্স। পাশেই অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান আজ ৫৭৫ দিনে পড়ল।

WB News Live Updates: মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। অমিত শা-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি বিরোধী দলনেতার। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: দুর্নীতি মামলায় কাঁথি থানায় দ্বিতীয়বার তলব শুভেন্দু অধিকারীর ভাই ও কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে

দুর্নীতি মামলায় কাঁথি থানায় দ্বিতীয়বার তলব শুভেন্দু অধিকারীর ভাই ও কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে। সৌমেন্দু বর্তমানে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আজ সকাল ১০টা নাগাদ তিনি কাঁথি থানায় যান। এর আগে শুক্রবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সৌমেন্দুর আইনজীবী জানিয়েছেন, কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট সংক্রান্ত অভিযোগে আজ প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

WB News Live Updates: পুরুলিয়ার হুড়া থেকে আটক গরু, মোষ বোঝাই ২২টি গাড়ি

পুরুলিয়ার হুড়া থেকে আটক গরু, মোষ বোঝাই ২২টি গাড়ি। উদ্ধার শতাধিক গবাদি পশু। বেশ কয়েকটি বাছুরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করেছে হুড়া থানার পুলিশ। গতকাল গভীর রাতে হুড়ার হাটতলা এলাকায় গরু, মোষ বোঝাই গাড়ি আটক করেন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, পুলিশ ও বিজেপির আঁতাঁতে গরু পাচার চলছে। প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ শাসক-নেতার। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

West Bengal News Live:দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের।পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতি আজ SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ

নিয়োগ দুর্নীতি আজ SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আদালতে পেশ। গতবার শুনানিতে সুবীরেশকে একদিন জেরা করার জন্য সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে ভর্ত্‍‍সনা করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। এরপরই সিবিআই হেফাজতের পরিবর্তে SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা করার জন্য আজ আদালতে আবেদন জানাতে পারে সিবিআই। 

West Bengal News Live: পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক তরুণীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ

পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক তরুণীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই তরুণী ভর্তি এনআরএস হাসপাতালে। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়াতেই গাড়িতে তুলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর পরিবারের। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত যুবক

WB News Live Updates: পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ধারে বৃক্ষ নিধন।

পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ধারে বৃক্ষ নিধন। বিজেপির অভিযোগ, দুই তৃণমূল নেতার মদতে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। বন দফতরের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ধারে বৃক্ষ নিধন

পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ধারে বৃক্ষ নিধন। বিজেপির অভিযোগ, দুই তৃণমূল নেতার মদতে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। বন দফতরের কাছে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা

WB News Live Updates: হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দূর সম্পর্কের এক আত্মীয়-সহ ৪

হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দূর সম্পর্কের এক আত্মীয়-সহ ৪। দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ১২ বছরের বালিকা। তিনদিনের মাথায় বাড়ির এক কিলোমিটার দূরে ডোবা থেকে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মৃত নাবালিকার পরিবার। এই ঘটনায় গতকাল রাতে হরিপাল থেকে মৃতের এক আত্মীয়-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

West Bengal News Live: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, আগামী ২ থেকে ৩ দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, আগামী ২ থেকে ৩ দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। পার্বত্য এলাকায় ধস ও নদীতে বাড়তে পারে জলস্তর, নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  মঙ্গল ও বুধবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

WB News Live Updates: বোলপুর থেকে নিখোঁজ দুই শিশুর সন্ধান মিলল বর্ধমানে

বোলপুর থেকে নিখোঁজ দুই শিশুর সন্ধান মিলল বর্ধমানে। মায়ের কাছ থেকেই উদ্ধার ৫ ও ৭ বছরের দুই শিশুপুত্র। পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে বিবাদের জেরে ২ অক্টোবর, শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান দুই শিশুর মা। অভিযোগ, ৮ তারিখ সকালে এসে দুই ছেলেকে নিয়ে বর্ধমানে চলে যান মহিলা। নিখোঁজ ডায়েরি করেন দুই শিশুর বাবা। মায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে দুই শিশু কোথায় আছে। গতকাল বাবাকে নিয়ে তল্লাশি চালিয়ে বর্ধমান থেকে উদ্ধার করে বোলপুরে ফিরিয়ে আনা হয় দুই শিশুকে। >>

West Bengal News Live: দলীয় নেতৃত্বের একাংশকে নিশানা করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক হুময়ুন কবীর

এবার দলীয় নেতৃত্বের একাংশকে নিশানা করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক হুময়ুন কবীর। সেই সঙ্গে ঘোষণা করলেন, দলে ২৫ শতাংশ পুরনো মুখ রেখে ৭৫ শতাংশ নতুন মুখ আনবেন। বিধায়কের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বই পদক্ষেপ করতে পারে। প্রতিক্রিয়া দিয়েছেন মুর্শিদাবাদের তৃণমূল সভানেত্রী। 

WB News Live Updates: জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যু

জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যু। গ্রেফতার ১ আত্মীয় সহ গ্রেফতার ৪। ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। ৩ দিনের মাথায় বাড়ির ১ কিমি দূরে ডোবা থেকে উদ্ধার হয় দেহ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে নিহত নাবালিকার পরিবার। 

West Bengal News Live: নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল মৃতের পরিবার

লিশে আস্থা নেই। হুগলির জাঙ্গিপাড়ায় নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল মৃতের পরিবার। এদিকে, যে সাইকেল নিয়ে দশমীর দিন বেরিয়েছিল নাবালিকা, এখনও খোঁজ মেলেনি তার। দিনভর ডুবুরি নামিয়ে, ড্রোন উড়িয়ে ঘটনাস্থলের চারপাশে তল্লাশি চালাল পুলিশ। রবিবার জাঙ্গিপাড়ায় যায় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

WB News Live Updates: চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন।

উৎসব ভুলে নিয়োগের দাবিতে আন্দোলনে বসে থাকা চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন। আজ কালো পোশাকে সপরিবারের কৌশিক সেন যান এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলনমঞ্চে। তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা বলার আশ্বাস দেন তিনি। যদিও এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: প্রতিবাদে সামিল এসএসসি থেকে গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা

কেউ লক্ষ্মী সাজলেন। কারও কারও হাতে লক্ষ্মী প্রতিমা। কেউ সাদা কাগজকে পুজো করলেন অদৃশ্য লক্ষ্মী রূপে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে এভাবেই নিয়োগের দাবিতে প্রতিবাদে সামিল হলেন এসএসসি থেকে গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চলল জোরদার।

প্রেক্ষাপট

কলকাতা: কেউ সাজলেন লক্ষ্মী, কারও হাতে লক্ষ্মী প্রতিমা। কোজাগরি লক্ষ্মীপুজোর দিন নিয়োগের দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা।


চাকরি উৎসবের চেয়ে জরুরি নয়। মন্তব্য সৌগতর। সরকারি টাকায় উৎসব করে মানুষকে দুর্দশা থেকে ভুলিয়ে রাখা, কটাক্ষ দিলীপের (Dilip Ghosh)। উৎসবে কোটি কোটি মানুষের অন্নসংস্থান, পাল্টা কুণাল।


 উৎসব ভুলে নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে কৌশিক, ঋদ্ধি। সিপিএম জমানার (Left front) দুর্নীতিতে ত্রিপুরাতে চাকরি চলে যাওয়াদের কাছেও যান, পাল্টা কুণাল (Kunal Ghosh)।


কামারহাটিতে প্রত্যেক পার্টি অফিসে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। উদ্বৃত্ত টাকা জমা দেবেন দলের কর্মীরা, প্রয়োজনে দুঃস্থদের দান। ঘোষণা মদনের। প্রচার পাওয়ার কৌশল, পাল্টা বিজেপি।


কাঁথিতে শিশিরের শান্তিকুঞ্জে সুকান্ত, অভ্যর্থনা শুভেন্দুর (Suvendu Adhikari)। সৌজন্য সাক্ষাত, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতির। নিজেদের মধ্যে আগে কোন্দল মেটাক, কটাক্ষ চন্দ্রিমার।


দলেরই একাংশকে হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়কের। 


হুমায়ুনের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জেলা নেতৃত্বের। গরম বেশি পড়েছে, হুমায়ুনের মাথা খারাপ হয়েছে, প্রতিক্রিয়া মদনের। কোন্দল প্রকাশ্যে, কটাক্ষ কংগ্রেসের। 


নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু পাচারকারীর। গরুপাচারে বাধা দিলে জওয়ানদের ওপর অস্ত্র নিয়ে হামলা, পাল্টা গুলিতে মৃত্যু গরুপাচারকারীর, দাবি বিএসফের।


গরুপাচার মামলায় হাওয়ালা-যোগ। বাংলাদেশের পাচারকারীদের টাকা পৌঁছত রাজ্যে। ভাগ যেত বিএসএফ, পুলিশ, নেতাদের কাছে। অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে দাবি সিবিআইয়ের।


গরুপাচার মামলায় অনুব্রতর (Anubrata Mandal) দেহরক্ষী সায়গলকে হেফাজতে পেতে হাইকোর্টে জরুরি শুনানির আবেদন ইডির। সাড়া দিল না হাইকোর্ট (High Court) । মঙ্গলবারই হবে শুনানি।


নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে হুগলির জাঙ্গিপাড়ায় ধুন্ধুমার। পুলিশে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি পরিবারের। কীভাবে খুন । অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের।


রাজনীতি চায় না জাঙ্গিপাড়া। কংগ্রেসের (Congress) প্রতিনিধিদলকে তাড়া স্থানীয়দের। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা গেরুয়া শিবিরের। কুৎসার রাজনীতি চায় না মানুষ, পাল্টা তৃণমূল।


প্রেমের প্রস্তাব ফেরানোয় পিংলায় কলেজ ছাত্রীকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলার অভিযোগ। মাথায় চোট, ভর্তি এনআরএসে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১। 


দশমীতে ভোররাত পর্যন্ত বেঁচেছিলেন অয়ন, করেছিলেন ফোনও। হরিদেবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি নিহতের বন্ধুর। সাড়ে পাঁচ ঘণ্টার কম সময়ে পরিকল্পনা করেই দেহ লোপাট ? উঠছে প্রশ্ন।


দশমীতে বান্ধবীর বাড়ির দোতলায় খুন অয়ন। প্রমাণ লোপাটে মাস্টার প্ল্যান। দেহ সরিয়ে মোছা হয় রক্তের দাগও। ফরেন্সিকে মেলেনি রক্তের দাগ। খবর পুলিশ সূত্রে।


অয়নের মোবাইলে ছিল বান্ধবী ও তার মায়ের আপত্তিকর ছবি। বললেও ডিলিট করেনি। ভাইরাল হওয়ার আশঙ্কায় ফোন কেড়ে খুন, অনুমান পুলিশের।


ধর্মান্তরণ অনুষ্ঠানে গিয়ে বিতর্কের মুখে কেজরিওয়াল সরকারের মন্ত্রী। বিতর্কের মুখে ইস্তফা। আপকে চাপে ফেলতে চাইছিল বিজেপি (BJP) , প্রতিক্রিয়া রাজেন্দ্র পাল গৌতমের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.