WB News Live Updates: নদিয়ার হাঁসখালিকাণ্ডে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে
বাগুইআটির অশ্বিনীনগরে চাল ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ। দাদুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ব্যবসায়ীর দুই নাতিকে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ৭২ বছরের ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে, প্রাথমিক তদন্ত এমনটাই পুলিশের অনুমান।
‘মাঝেমধ্যে মদ্যপান করত নির্যাতিতা, এমনই বলেছে অভিযুক্ত’ নদিয়ার হাঁসখালিকাণ্ডে এমনই দাবি পুলিশ সুপারের
বীরভূমের নানুর থেকে ফের উদ্ধার হল বোমা! এবার থুপসাড়া গ্রাম থেকে। পুলিশ সূত্রে খবর, প্রায় একশোটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পাইকর থেকেও প্রায় ৪০টি বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিজেপির কটাক্ষ, তৃণমূলের শাসনে বোমার কুটিরশিল্প চলছে বীরভূমে। বোমা রাখছে বিজেপি। পাল্টা অভিযোগ করেছে তৃণমূল।>
তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভায় পুরবোর্ড নিয়ে অসন্তোষ উগরে দিলেন তৃণমূলেরই একাংশ। বিক্ষোভ নেমে এল রাস্তায়। প্রতিবাদ গড়াল পথঅবরোধে। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সাফাই দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
অতিরিক্ত সলিসিটর জেনারেল পদে ওয়াই জে দস্তুরের ইস্তফা। কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে ইস্তফা দিলেন ওয়াই জে দস্তুর। রাজ্যের সমস্ত মামলায় কেন্দ্রের দায়িত্বে ছিলেন ওয়াই জে দস্তুর।
কুণালের লাগাতার আক্রমণ, মুখ খুললেন ফিরহাদ
উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসল। বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
ফোর লেনের রাস্তার জন্য জমি অধিগ্রহণ ঘিরে ধূপগুড়ির কলেজ পাড়ায় তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের। আটক ১০। এলাকাবাসীর অভিযোগ, অগ্রিম নোটিস ছাড়াই এদিন জমি মাপার কাজ চলছিল। শুরু রাজনৈতিক তরজা।
কাল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের নিরাপত্তায় থাকছে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দেগঙ্গায় নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের।
নদিয়ার হাঁসখালিকাণ্ডে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
রাত পোহালেই বালিগঞ্জ-আসানসোলে উপনির্বাচন। আসানসোলে মোতায়েন হচ্ছে আরও ৫ কোম্পানি বাহিনী। বালিগঞ্জ-আসানসোলে মোতায়েন হচ্ছে ১৩৮ কোম্পানি বাহিনী । আসানসোলের ১০০ শতাংশ বুথই স্পর্শকাতর, খবর কমিশন সূত্রে।
কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের সিবিআই তদন্ত চলাকালীন ঝালদার পুরনো থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে থানার মধ্যে বাজেয়াপ্ত করে রাখা সারি সারি বাইকে আগুন ধরে যায়। সেই আগুন থানার অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের একটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই থানাতেই রাখা আছে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ। গত কয়েকদিন ধরে দফায় দফায় এখানেই তদন্তের কাজে এসেছেন সিবিআই অফিসাররা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্নপূর্ণা পুজোর শোভাযাত্রা থেকে বাজি ছোড়ার কারণে আগুন লাগে বাইকে।
বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় সঙ্গে বাবা যুক্ত ছিলেন বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। আটক মূল অভিযুক্ত দীপ্তি ঘোষ, বাবার খোঁজ চালাচ্ছে পুলিশ।
গ্রুপ ডি নিয়োগে আদালতে রিপোর্ট পেশ। রিপোর্ট পেশ করল বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি।
‘তৃণমূলকে টানার কী দরকার? সবাই তো তৃণমূল’ হাঁসখালির ঘটনায় মন্তব্য মমতার
বিধানসভায় চেম্বারে ঢুকতে শুভেন্দুকে ঢুকতে ‘নিষেধ’। সাসপেনশনে আছেন, ইনার লবি-চেম্বারে ঢুকতে নিষেধ। সাসপেনশনের কারণ দেখিয়ে নিষেধ করলেন অধ্যক্ষ। প্রতিবাদে বিধানসভা চত্বরে বিক্ষোভ-অবস্থানে শুভেন্দু।
‘প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি?’ ‘না জানিয়ে পুড়িয়ে দেওয়া হল কেন?’ হাঁসখালিতে গণধর্ষণের পর খুনের অভিযোগে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
‘একটা বাচ্চা মেয়ে মারা গেছে, নাকি রেপড হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল...’‘আপনি ধর্ষিতা বলবেন না, প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার্স বলবেন?’ ‘ঘটনাটা খারাপ, কিন্তু গ্রেফতার হয়েছে’ ‘প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি?’
নদিয়ার হাঁসখালির পরে দঃ ২৪ পরগনার কাকদ্বীপ। কাকদ্বীপে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। গায়ে কেরোসিন ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ।
পূর্ব বর্ধমানের ভাতারে ডাইনি অপবাদে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের রোষের হাত থেকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ। গ্রামবাসীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে শুরু হয়েছে সচেতনতা প্রচার।
উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাড়ি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে জমির ফসল। বইখাতা ভিজে যাওয়ায় সমস্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রশাসনের তরফে সাহায্য না মেলার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে দ্রুত সাহায্যের আশ্বাস। কোচবিহারে নাগাড়ে বৃষ্টি পাট চাষে ব্যাপক ক্ষতি।
বাগুইআটির অশ্বিনীনগরে চাল ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিশ। দাদুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল ব্যবসায়ীর দুই নাতিকে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ৭২ বছরের ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে, প্রাথমিক তদন্ত এমনটাই পুলিশের অনুমান।
বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের আগের দিন ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর প্রশ্ন, ‘জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ, কাউন্সিলররা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?’ সেই সঙ্গেই রাজ্যের ইমেজ মেকওভারের বার্তা দিয়েছেন জগদীপ ধনকড়।
গ্রুপ ডি নিয়োগে আদালতে রিপোর্ট পেশ করল বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। রিপোর্টে বলা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে তৈরি কমিটি বেআইনি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়।
ঝালদা পুরনো থানায় আগুন। এই থানাতেই সংরক্ষিত সব সিসিটিভি ফুটেজ। আগুনে ভস্মীভূত থানার একাংশ। এই থানাতেই তদন্তে এসেছিল সিবিআই-এর টিম।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যার তদন্তে আজ তাঁর ব্যবসার পার্টনার পিন্টু চন্দকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। সেই সঙ্গে আজ স্থানীয় এক তৃণমূল কর্মী বিশ্বনাথ কান্দুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুরভোটের ফল ঘোষণার দিন গন্ডগোল হয় কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে। তা নিয়ে ঝালদা থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনার বিষয়ে জানতেই বিশ্বনাথ কান্দুকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।
ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে খুনে অভিযুক্ত কলেবর সিংহকে হেফাজতে নেওয়ার পর আগ্নেয়াস্ত্র উদ্ধারে তত্পর হল সিবিআই। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজে রাতভোর বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এর আগে ম্যাগাজিন ও গুলি উদ্ধার হলেও আগ্নেয়াস্ত্রর হদিশ মেলেনি। একটি নির্মীয়মাণ বাড়ির কুয়ো ও আশপাশে আগ্নেয়াস্ত্রের খোঁজে চলে তল্লাশি।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ কয়েকদিন আগে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ওই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত কাউন্সিলরের স্ত্রী। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়ার পর আজ খুলল জিডি বিড়লা, অশোক হল ও মহাদেবী বিড়লা শিশু বিহার। জিডি বিড়লা স্কুলের গেটে নোটিস টাঙিয়ে বলা হয়েছে, যে সব পড়ুয়ার ফি মেটানো রয়েছে, সেই পড়ুয়ারাই ক্লাস করতে পারবে। যাদের ফি বকেয়া রয়েছে তাদের সম্পর্কে কিছু বলা হয়নি নোটিসে। অর্থাত্, আগের অবস্থানেই অনড় রইল স্কুল কর্তৃপক্ষ। আজ যাদের ফি বকেয়া নেই, সেই পড়ুয়াদেরই স্কুলে ঢুকতে দেওয়া হয়।
রামপুরহাটে হত্যাকাণ্ডের তদন্তে ক্যাম্প করে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর তারই মধ্যে নানুরের থুপসাড়া গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ১০০টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, একটি বাড়ির পিছনের পুকুরপাড়ে তিনটি বালতিতে বোমাগুলি রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নানুর থানার পুলিশ ওই গ্রামে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে।
বেসরকারি কেন্দ্রে প্রাপ্ত বয়স্কদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে থেকে। সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক ভ্যাকসিনের দাম কমানোর পর ২২৫ টাকাতে মিলছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। তার সঙ্গে বাড়তি দিতে হচ্ছে পরিষেবা ফি ও জিএসটি।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখে পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল রাতে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে ওই ঘটনা ঘটে। বিজেপি নেতা জীতেন চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় দুই বাইক আরোহী যুবক তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর উখরা পুলিশ ফাঁড়িতে চলে আসেন বিজেপি নেতা। ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও। রাতেই দায়ের হয় অভিযোগ। তৃণমূলের নাম না করে শাসক দলের দিকেই এই ঘটনায় আঙুল তুলেছেন বিজেপি নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ সূত্রে দাবি, গাড়ির ভিতরে গুলির কোনও খোল মেলেনি। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে।
পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তত তিনটি বিধানসভায় ভয়ের পরিবেশ রয়েছে, মন্তব্য দিলীপ ঘোষের।
রামনবমীর মিছিলে একাধিক জায়গায় অস্ত্রের দাপাদাপি। তৃণমূল ও বিজেপি, দু’দলের শোভাযাত্রাতেই অস্ত্র হাতে দেখা গেল নেতা-কর্মীদের। এদিকে রামনবমী পালন নিয়ে তরজায় জড়িয়েছে দুই যুযুধান শিবির।
মগরাহাটে জোড়া খুনে টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত জানে আলমকে। আগেও চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে, সিআইডি-র জালে ধরা পড়েছিলেন তিনি। এদিকে দুই নিহতের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য দিল রাজ্য সরকার।
রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্তে গতকাল তাঁর বাড়িতে তিনঘণ্টা তল্লাশি চালাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাড়ির নিচে অফিস ছিল ভাদুর। সেখান থেকে একটি সবুজ ও একটি কালো রঙের কভারের দু’টি ডায়েরি ও একটি পকেট নোটবুক বাজেয়াপ্ত করা হয়েছে। কারা খুন করল, সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ভাদু শেখের পরিবারের সঙ্গেও কথা বলেন সিবিআইয়ের অফিসাররা।
বাড়ির সামনে কয়েকজন যুবকের মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক আইনজীবী দম্পতি। গতকাল বিকেলে এই ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বনহুগলিতে। অভিযোগ, ৫-৭ জন যুবক দম্পতির বাড়ির সামনে মদ খেয়ে গালিগালাজ করছিল। অভিযোগ, তার প্রতিবাদ করায় প্রথমে মহিলার স্বামীকে মারধর করতে শুরু করে যুবকরা। মহিলা তাঁর স্বামীকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় নরেন্দ্রপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ।
নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, পরে মৃত্যু। গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে আলোড়ন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে আজ বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তরফে হাঁসখালিতে ১২ ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে। বনধের জেরে এলাকায় দোকানপাট বন্ধ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অল্প।
রামনবমীতে মঞ্চের ওপর অস্ত্র হাতে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পাশেই গদা হাতে দাঁড়িয়ে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে মঞ্চ বাঁধা হয়। রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার জন্য গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়। তখনই দেখা যায়, তাঁদের একজনের হাতে তরোয়াল অন্যজনের হাতে গদা।
বেসরকারি কেন্দ্রে প্রাপ্ত বয়স্কদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হল। সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক ভ্যাকসিনের দাম কমানোর পর, ২২৫ টাকাতে মিলছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। তার সঙ্গে বাড়তি দিতে হচ্ছে পরিষেবা ফি ও জিএসটি।
জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আজ ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অভিভাবকরা। যে সব পড়ুয়াদের কোনও বকেয়া নেই, শুধুমাত্র তাদের জন্য আজ থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে নতুন সংঘাত।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়! বিরোধীদের অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের জেরে নাম ঘোষণা করতে পারছে না তৃণমূল। তার জেরে ব্যাহত হচ্ছে পুর পরিষেবার কাজ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, দ্রুত সিআইসি-দের নাম ঘোষণা করা হবে।
নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পরে মৃত্যু। ঘটনার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার হাঁসখালি বনধের ডাক দিল বিজেপি। আর এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। যদিও শাসক দলের বক্তব্য, দোষ করলে রেয়াত করা হবে না।
নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, পরে মৃত্যু। গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। মৃতের পরিবারের দাবি, থানায় অভিযোগ না জানানোর জন্য হুমকি দেয় অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের পরিবার।
প্রেক্ষাপট
এসএসসি দুর্নীতি মামলায় ফিরহাদের পাল্টা কুণাল (Kunal Ghosh)।
রামপুরহাট (Rampurhat Case) হত্যাকাণ্ডে সিবিআইয়ের জালে অভিযুক্ত লালন শেখের শ্বশুরও। ২১ মার্চের রাতে কী ঘটেছিল ? সিসি ক্যামেরার ফুটেজ পেতে ভাদু শেখের বাড়িতে সিবিআই।
তপন কান্দু খুনের দিন ৪০০ মিটার দূরে ছিল পুলিশের আরটি ভ্যান। যেতে চাইলেও বাধা এসআইয়ের। চাঞ্চল্যকর দাবি ক্লোজ হওয়া ৫ পুলিশ কর্মীর, খবর সূত্রের।
ঝালদাকাণ্ডে ধৃত তিনজনকে হেফাজতে নিল সিবিআই। দুষ্কৃতীদের চিহ্নিত করতে প্রত্যক্ষদর্শীদের বয়ান শুনে স্কেচ তৈরির চেষ্টা। মিলিয়ে দেখা হচ্ছে প্রত্যক্ষদর্শী ও অভিযুক্তদের বয়ান।
মগরাহাটে জোড়া খুনে টালিগঞ্জ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। মাথার পিছনে গুলি করার পর মৃত্যু নিশ্চিতে ধারাল অস্ত্রের কোপ।
গুজরাত থেকে পশ্চিমবঙ্গ, রামনবমী উপলক্ষে উত্তেজনা। শালিমার, বাঁকুড়ায় ধুন্ধুমার। ভাটপাড়ায় মিছিলে অস্ত্রের ঝনঝনানি।
রামনবমী পালন ঘিরে জেএনইউতে ধুন্ধুমার। কাবেরি হস্টেলে আমিষ খাবার রান্না করতে বাধার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। বামেদের সঙ্গে সংঘর্ষ, আহত প্রায় ৬০ পড়ুয়া।
হাঁসখালিতে নাবালিকা প্রেমিকাকে ধর্ষণ, মৃত্যু। তড়িঘড়ি সৎকার। হুমকির অভিযোগ পরিবারের। অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। প্রতিবাদে আজ বনধের ডাক বিজেপির।
তৃতীয়বারের জন্য সিপিএমের সাধারণ সম্পাদক হলেন ইয়েচুরি। পলিটব্যুরোতে রামচন্দ্র ডোম, অব্যাহতি বিমান, হান্নান মোল্লাকে। কেন্দ্রীয় কমিটিতে শমিক, দেবলীনা, সুমিত দে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -