West Bengal News Live: ওমিক্রন আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও ১
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই
যথোচিত মর্যাদায় পালিত সুন্দরবন দিবস। দুই ২৪ পরগনার উনিশটি ব্লকজুড়ে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হচ্ছে।
কেন্দ্র, রাজ্যের সংঘাত নয়। স্থায়ীভাবে ভাগীরথীর পাড় বাঁধাইয়ের দাবি নদিয়ার শান্তিপুরের বাসিন্দাদের।
জেলা বন দফতর অভিযান চালিয়ে গাইঘাটা থানার পাঁচপোতা বাজার থানা এলাকা থেকে ১০০ টি কচ্ছপসহ ৪ জনকে গ্রেফতার করল।
নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক। গুরুতর অসুস্থ অবস্থায় ১৪ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।
বারাসাতে চন্দনপুরে বিজেপি নেতা খুনের ঘটনার তদন্তে সি বি আই। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ
কারখানা লকআউটের পর পরই বন্ধ করে দেওয়া হয়েছিল হিন্দুস্থান মোটরের শ্রমিক আবাসনের জল বিদ্যুৎ। প্রায় আট বছর নানা ভাবে আন্দোলন করেছেন শ্রমিকরা। আজ হঠাৎ ই এক ঘন্টার জন্য বিদ্যুৎ দেওয়া হয় শ্রমিকদের। দীর্ঘদিন পর বাল্ব জ্বলে উঠল পাখা ঘুরল কোয়ার্টারে স্বাভাবিক ভাবেই খুশি শ্রমিকরা।
ওমিক্রন আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি আরও ১। বেলেঘাটা আইডিতে ভর্তি বারাসতের বাসিন্দা। গতকালই বাংলাদেশ থেকে ফেরেন ওই ব্যক্তি।
এ যেন একেবারে 'হাতে চাঁদ পাওয়া'। সকালে কপাল ঠুকে লটারি টিকিট কাটেন অনেকেই। কিন্তু দুপুরেই সেই টিকিট জিতে কোটিপতি হতে পারে ক'জন? ঠিক এমনভাবেই কোটিপতি হলেন শক্তিগড়ের বাম এলাকার বাসিন্দা শেখ হীরা।
রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ''দুর্যোগে কৃষিকাজে প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যবাসীর সমস্যা নিয়ে উদাসীন রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা তুলে ধরতে রাজ্যপালের কাছে এসেছি। রাজ্যে তিন জন কৃষক আত্মহত্যা করেছেন। মালদা, নকশালবাড়ি, পশ্চিম মেদিনীপুরে কৃষক আত্মহত্যা করেছেন। দামি গাড়ি চড়া কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সমস্যার কথা শুনতে পারে না। সারের কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স কী করেছে? ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ দিক রাজ্য।''
এবার কলকাতার পুরপ্রচারে কাঁচা বাদাম। সোশ্য়াল সাইটে জনপ্রিয় কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন অমল চক্রবর্তী।
কলকাতা পুরসভার টক টু মেয়রের মতো শিলিগুড়িতেও টক টু চেয়ারম্যান অনুষ্ঠান চালু করলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।
কলকাতা পুরভোট উপলক্ষ্যে তৃণমূলের ইস্তেহার। দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্প রূপায়িত হয়েছে। '১০ দিগন্ত কলকাতা' নামে উন্নয়ন কর্মসূচি।
পুরভোটের আগে কলকাতায় অস্ত্র উদ্ধার। গ্রেফতার দুই অস্ত্র বিক্রেতা। গোপন সূত্রে খবর পেয়ে সিঁথির রামলীলা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। আজ ভোরে ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয় সুরজ মণ্ডল ও রাজেশ কুড়মি নামে দুই অস্ত্র বিক্রেতাকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এই অস্ত্র বিক্রির জন্য আনা হয়েছিল বলে পুলিশের দাবি। কোথায়, কী উদ্দেশ্যে অস্ত্র পাচারের চেষ্টা, খতিয়ে দেখা হচ্ছে।
কালিম্পঙে গিয়ে গোর্খাদের জন্য স্বায়ত্তশাসনের সওয়াল করলেন সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি জিটিএ-র সাংবিধানিক রক্ষাকবচেরও প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। আর সিপিএমের রাজ্য সম্পাদকের এই মন্তব্যের একযোগে বিরোধিতা করেছে তৃণমূল, বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা। সূর্যকান্ত মিশ্রর একথা শুনেই তার তীব্র বিরোধিতা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খা জনজাতির উন্নতির জন্য সিপিএম কিছুই করেনি বলে দাবি তাদের।
প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। এই অভিযোগে পথ অবরোধ কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কামিনী তিওয়ারির। বিজেপি প্রার্থীর দাবি, আজ জোড়াবাগানের পাঁপড় গলিতে পথসভা ছিল। আসার কথা অর্জুন সিংয়ের। অভিযোগ, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও পথসভার জন্য মঞ্চ বাঁধতে বাধা দেয় তৃণমূল। কারণ বিকেলে ওই জায়গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিছিল করার কথা। পুলিশের দাবি, মিছিলের জন্য জায়গা রেখে বিজেপিকে মঞ্চ তৈরি করতে বলা হয়েছে। যদিও নিজেদের অবস্থানে অনড় বিজেপি। মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী ইলোরা সাহার।
ফুটপাথ দখলমুক্ত করতে ব্যবসায়ীদের নির্দেশ উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার। নির্দেশ পেয়েও জায়গা ছাড়তে নারাজ ব্যবসায়ীরা। পুনর্বাসনের দাবিতে সোচ্চার বিজেপি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার আশ্বাস পুর কর্তৃপক্ষের।
কেন্দ্রীয় সরকারের শর্ত মেনে, কৃষাণ সম্মান নিধির টাকা ফেরাতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ব্লকে কৃষি দফতরের সামনে লাইন চাকরিজীবীদের। কেন্দ্রের শর্ত ছিল, পরিবারের কেউ চাকরিজীবী হলে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করা যাবে না। প্রশাসন সূত্রে খবর, নারায়ণগড় ব্লকে এমন ১৮ জনের সন্ধান মিলেছে, চাকরিজীবী হওয়া সত্ত্বেও যাদের অ্যাকাউন্টে কৃষাণ সম্মান নিধির টাকা ঢুকেছে। এর মধ্যে ১৪ জন টাকা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, তৃণমূলের প্ররোচনায় কয়েকজন চাকরিজীবী হয়েও নিয়ম বহির্ভূতভাবে আবেদন জানান। তৃণমূলের পাল্টা দাবি, দ্বিচারিতা করছে মোদি সরকার। মুখ্যমন্ত্রীর কৃষক বন্ধু প্রকল্পে জমি থাকলেই মিলবে টাকা।
এম আর বাঙুর হাসপাতালে এখন থেকে আর শুধু করোনা চিকিৎসা নয়। ৩ জানুয়ারি থেকে চালু হচ্ছে কোভিড ছাড়া অন্য চিকিৎসা পরিষেবাও। এর পাশাপাশি, এম আর বাঙুর সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের পুরোটাই নন কোভিড করে দেওয়া হয়েছে। কোভিড ওয়ার্ড থাকবে পুরনো বিল্ডিংয়ে। এম আর বাঙুরে করোনা বেডের সংখ্যা ৭১৩ থেকে কমে হচ্ছে সাড়ে ৩০০।
মালদায় আরও একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। ভোটাভুটিতে অপসারিত পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান। ২০১৮-য় ২৩ আসনের সাহাপুর গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৪, কংগ্রেস ৪ এবং সিপিএম ও নির্দল একটি করে আসন পায়। মাসখানেক আগে বিজেপির ৩ন, কংগ্রেসের ৩, সিপিএমের ১ এবং একজন নির্দল তৃণমূলে যোগ দেন। গতকাল দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে বিজেপি প্রধানকে অপসারণ করা হয়।অভিযোগ অস্বীকার অপসারিত প্রধানের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তাদের সদস্যদের ভয় দেখিয়ে, তুলে নিয়ে গিয়ে অনাস্থা আনা হয়। পাল্টা তৃণমূলের দাবি, ভয় প্রলোভনের রাজনীতিতে তারা বিশ্বাসী নয়।
BSF-এর এক্তিয়ার নিয়ে রাজ্যপাল-তৃণমূল পত্রযুদ্ধের পর ফের সরব জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছেন। রাজ্যের উচিত বিএসএফের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। বিএসএফ ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের।
তামিলনাড়ুতে কপ্টার-দুর্ঘটনায় মৃত সতপাল রাইয়ের দেহ দার্জিলিঙের বাড়িতে ফেরার অপেক্ষায় পরিবার। তাকদার বাসিন্দা মৃত সেনা কর্মীর পরিবারের দাবি, দেহ সনাক্তকরণে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে। পরিবারের ক্ষোভ, মৃত্যুর পর চারদিন কেটে গিয়েছে। দেহ না ফেরায়, শেষকৃত্যের দিন স্থির ও পারিবারিক প্রথা পালন করা যাচ্ছে না। তাই কেন্দ্র ও রাজ্যের কাছে দ্রুত দেহ ফেরানোর আবেদন জানিয়েছে মৃত সেনাকর্মীর পরিবার।
হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে সুর আরও চড়ালেন রাজ্যপাল। সাংবিধানিক অধিকারবলে ২৪ নভেম্বর বিল সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। এখনও তার জবাব দেয়নি সরকার। উল্টে সংবাদমাধ্যমে স্পিকারের দাবি, রাজ্যপাল বিল আটকে রেখেছেন।
আসানসোলে অনলাইন বিপণন সংস্থার অফিসে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। ভয় দেখিয়ে, মারধর করে টাকা লুঠের অভিযোগ। কর্মীদের অভিযোগ, গতকাল রাত পৌনে ৯টা নাগাদ আসানসোলের উত্তর কন্যাপুরে ই কমার্স সংস্থার দফতরে হানা দেয় তিন সশস্ত্র দুষ্কৃতী। ২ জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। দফতরের কর্মীদের মারধর করে ২ লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয়। যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কর্তা। অভিযুক্তরা অধরা।
কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের মতো কালজয়ী কার্টুনের স্রষ্টা নারায়ণ দেবনাথ। এদিন সস্ত্রীক রাজ্যপাল তাঁর শিবপুরের বাড়িতে যান। কার্টুন শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খড়দার ১৮ বছরের তরুণকে খুনের অভিযোগে প্রেমিকার স্বামী-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পরিবার সূত্রে খবর, পেশায় গাড়িচালক রাহুল ঝা ১ ডিসেম্বর বাইক নিয়ে পানিহাটির জয়প্রকাশ কলোনির বাড়ি থেকে বের হন। তারপর থেকেই নিখোঁজ ওই তরুণ। পরিবারের দাবি, এলাকার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রাহুল। মহিলার স্বামীই ওই তরুণকে অপহরণ করে খুনের পর দেহ গঙ্গায় ফেলে দেয় বলে অভিযোগ। বৃহস্পতিবার প্রেমিকার স্বামী অভিযুক্ত বাপ্পা কর ও তার সঙ্গী সুশান্ত নন্দীকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ধৃতদের জেরা করে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর প্রস্তুতি শুরু হয়েছে।
রাজ্যজুড়ে মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ। সোমবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে কিছুটা চড়বে পারদ। ঝঞ্ঝা কাটলেই শীতের হাতছানি। আজ সকালে কুয়াশা থাকলেও, পরে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আসানসোলের মহিশীলা কলোনি থেকে অভিযুক্ত দীপু দাসকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। সূত্রের খবর, নবান্নের মহিলা কর্মীকে প্রতারণার অভিযোগে কিছুদিন আগে মামলা রুজু হয়। তদন্তে নামে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। তথ্য আদানপ্রদানের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে আরও ৬ জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। গতকাল গভীর রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। গুলিবিদ্ধ পঙ্কজ সাহা গোষ্ঠীর রিঙ্কু দাস, রাজীব দত্ত ও পিয়াল বড়ুয়া এবং ধৃত ভিক্টর ভট্টাচার্যর অনুগামী বিট্টু দাস, অভিজিৎ দাস ও সায়ন কুট্টিকে গ্রেফতার করে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। সিন্ডিকেটের ভাগ বাঁটোয়ারা নিয়ে বচসার জেরেই গুলি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ফুলশয্যার রাতে বরের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। হতবাক দুই পরিবার। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। কী কারণে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক।>
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। সকাল থেকে প্রচারে ডান-বাম সব পক্ষের প্রার্থীরা।
জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মালদার চাঁচলে রক্তারক্তি। জখম উভয়পক্ষের ৪। চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের বাসিন্দা আবেদ আলির পরিবার। পুলিশ সূত্রে খবর, জমি নিয়ে আবেদের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। অভিযোগ, গতকাল এ নিয়ে বচসা চলাকালীন আবেদ আলির ছেলের ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় আত্মীয়রা। এরপরই দু’ পক্ষের সংঘর্ষ বেধে যায়। আহত চারজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। উভয় পক্ষই চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আগামী সপ্তাহেই পাকাপাপাকি শীত আসবে রাজ্যে। আগামী কয়েকদিনে কমবে রাতের তাপমাত্রা। যদিও সপ্তাহান্তে কুয়াশা সতর্কতা রয়েছে রাজ্যে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানান হয়েছে।
কপ্টার ক্র্যাশে নিহত জেনারেল বিপিন রাওয়াতের দেহরক্ষী সতপাল রাইয়ের মরদেহ কাল ফিরতে পারে দার্জিলিংয়ে। পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে দার্জিলিংয়ের তাকদা।
দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম কাশেম আলি। বয়স ৫৫। ঘটনায় জখম হয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে আজ দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কাশেম আলি নামে এক ব্যক্তি। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তদের খোঁজ চলছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদেরকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
মানবাধিকার দিবসেও রাজ্যপাল ও রাজ্য সরকার সংঘাত। BSF-এর এক্তিয়ার নিয়েও পত্রযুদ্ধ। উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুন। BSF-এর কর্মক্ষেত্রের এক্তিয়ার নিয়ে রাজ্যপালকে লেখা চিঠিতে এমনই আবেদন করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। BSF নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যই উস্কানিমূলক। পাল্টা চিঠিতে বললেন রাজ্যপাল।
প্রেক্ষাপট
কলকাতা: কপ্টার ক্র্যাশে (Chopper Crash) নিহত জেনারেল বিপিন রাওয়াতের (Gen. Bipin Rawat) দেহরক্ষী সতপাল রাইয়ের (Satpal Rai) মরদেহ কাল ফিরতে পারে দার্জিলিংয়ে (Darjeeling)। পরিবার সূত্রে এমনটাই জানানো হয়েছে। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে দার্জিলিংয়ের তাকদা।
দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম কাশেম আলি। বয়স ৫৫। ঘটনায় জখম হয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে আজ দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কাশেম আলি নামে এক ব্যক্তি। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তদের খোঁজ চলছে।
ডায়মন্ডহারবার এমপি কাপের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর করোনার কারণে হয়নি এই ফুটবল প্রতিযোগিতা। ১২৮টি দল এ বছর টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ফাইনাল হবে পয়লা জানুয়ারি। ফুটবলকে সামনে রেখে আজ সম্প্রীতির বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
শহরের দু’জায়গায় বিক্ষোভ-মিছিল। হাজরায় এসএসসি উত্তীর্ণদের মিছিল ঘিরে অশান্তি। সল্টলেকে প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশের বিক্ষোভ। দু’জায়গাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের।
ব্ল্যাকমেল করে মধুচক্র চালাতে বাধ্য করা এবং সেই চক্র থেকে বেরিয়ে আসার পর হুমকি দেওয়ার অভিযোগ। বিধানননগর পলিশ কমিশনারেটের দ্বারস্থ মূক ও বধির মহিলা। তাঁর দাবি, ৪ বছর আগে পরিচারিকার কাজের নাম করে তাঁকে খড়দার একটি বাড়িতে নিয়ে যান এক মহিলা ও এক ব্যক্তি। সেখানে মাদক খাইয়ে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে বাধ্য করা হয়।
উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকুন। BSF-এর কর্মক্ষেত্রের এক্তিয়ার নিয়ে রাজ্যপালকে লেখা চিঠিতে এমনই আবেদন করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। BSF নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যই উস্কানিমূলক। পাল্টা চিঠিতে বললেন রাজ্যপাল।
ফুলশয্যার রাতে বরের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। হতবাক দুই পরিবার। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। কী কারণে এই ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -