West Bengal News Live Updates: খাস কলকাতায় মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 11 Oct 2023 10:46 PM
West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের খবর, মূলত লিপস অ্যান্ড বাউন্ডস নিয়েই তাঁকে দু দফায় এদিন জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা। এদিন বয়ানও রেকর্ড করা হয় অভিষেক-পত্নীর। 

WB News Live Updates: খাস কলকাতায় মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন

খাস কলকাতায় মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। ভরসন্ধেয় রায়বাগান স্ট্রিটে মহিলাকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। ছেলের ওপরেও হামলা, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। 

West Bengal News Live: দিল্লি হাইকোর্টে ফের পিছোল অনুব্রত-শুনানি

দিল্লি হাইকোর্টে ফের পিছোল অনুব্রত-শুনানি। অন্য মামলায় ব্যস্ত অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, গরুপাচার মামলায় আরও সময় চাই। আদালতে আবেদন ইডির। পরবর্তী শুনানি ১৮ অক্টোবর। 

WB News Live Updates: এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে ইডি

এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে ইডি। নদিয়ার ৮ জায়গায় একযোগে হানা। একের পর এক ব্যবসায়ীর বাড়ি, চালকলে ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির।

West Bengal News Live: পুজোর আগে কাউন্সেলিং, নিয়োগের দাবিতে পথে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

করুণাময়ীর পর কালীঘাট। পুজোর আগে কাউন্সেলিং, নিয়োগের দাবিতে পথে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। হাজরা মোড়ের আগেই আটকাল পুলিশ। তুমুল ধস্তাধস্তি।

WB News Live Updates: সাড়ে ৮ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরোলেন রুজিরা

লিপস অ্যান্ড বাউন্ডসে কী ভূমিকা? কয়লা পাচার মামলার পর নিয়োগ দুর্নীতি মামলাতেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদ। সাড়ে ৮ ঘণ্টা পর বেরোলেন সিজিও থেকে।

West Bengal News Live: বহরমপুরে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বহরমপুরে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু। গতকাল বহরমপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি, আজ মৃত্যু। 

WB News Live Updates: ফের জেল হেফাজতেই পার্থ চট্টোপাধ্যায়

ফের জেল হেফাজতেই পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থর জামিনের আবেদন খারিজ। এবার পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। মিলেছে নতুন তথ্য, সিবিআই সূত্রে খবর। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে গিয়ে জেরা করতে আদালতে আবেদন জমা দিল সিবিআই। 

West Bengal News Live: কাল হাইকোর্টে মানিক-পুত্রর জামিন মামলার পরবর্তী শুনানি

'আপনারা কি এই দুই সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন?' জানতে চান বিচারপতি। 'আমরা এখনও তদন্ত করছি', হাইকোর্টে জানাল ইডি। কাল হাইকোর্টে মানিক-পুত্রর জামিন মামলার পরবর্তী শুনানি। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতিতে সরাসরি সুবিধাভোগী মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক, আদালতে দাবি ইডির

নিয়োগ দুর্নীতিতে সরাসরি সুবিধাভোগী মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক, আদালতে দাবি ইডির। নিয়োগ দুর্নীতির ২ কোটি ৪৭ লক্ষ টাকা সরাসরি সৌভিকের অ্যাকাউন্টে ঢুকেছে। পার্থ যেমন তাঁর স্ত্রীর নামে স্কুল তৈরি করে টাকা সরিয়েছিলেন, একই পদ্ধতি নেন মানিক-পুত্রও। স্কুল ও ক্লাবের মাধ্যমে টাকা সরিয়েছিলেন সৌভিক ভট্টাচার্য, আদালতে দাবি ইডির।

West Bengal News Live: ৬ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী

৬ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের

সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও বারাসাত জেলা সভাপতি তরুণ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ।

West Bengal News Live: শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দফায় দফায় উত্তেজনা

৭ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দফায় দফায় উত্তেজনা ছড়াল। চলল ভাঙচুর। মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহার বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ কর্মীরা আক্রান্ত হন বলে দাবি। নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ কর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ৩০ সেপ্টেম্বর, এলাকার একটি বাগানবাড়িতে ৭ বছরের বালিকাকে যৌন নিগ্রহ করে প্রতিবেশী। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

WB News Live Updates: বিচারের দাবিতে এবার দিল্লি পৌঁছলেন কামদুনির প্রতিবাদীরা

বিচারের দাবিতে এবার দিল্লি পৌঁছলেন কামদুনির প্রতিবাদীরা। আজই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন কামদুনিকাণ্ডের প্রতিবাদীরা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি। রাজ্যের গাফিলতিতেই গণধর্ষণ-খুনের মামলায় সাজাপ্রাপ্তরা মুক্তি পেয়েছে, অভিযোগ প্রতিবাদীদের। 

West Bengal News Live: ৩ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী

৩ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০.৫৭:  সিজিও কমপ্লেক্সে ঢোকেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ। এর আগে কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক-জায়াকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল। 

WB News Live Updates: সল্টলেক করুণাময়ীতে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

সল্টলেক করুণাময়ীতে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের প্রতিবাদ। পুজোর আগেই কাউন্সেলিং ও নিয়োগের দাবিতে বিক্ষোভ-আন্দোলন। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি। চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে সরিয়ে দিল পুলিশ। 

West Bengal News Live: চাকরির দাবিতে রাতভর রাস্তায় চাকরিপ্রার্থীরা

চাকরির দাবিতে রাতভর রাস্তায় চাকরিপ্রার্থীরা। প্রায় ২৪ ঘণ্টা ধরে রাস্তায় ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিক্ষোভ। গতকাল এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকাল পুলিশ। পুলিশের দেখানো নির্দিষ্ট জায়গাতেই বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। দুপুর ১টায় আদালতের দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ। পুলিশের তরফে বলা হলে মাইক বন্ধ করে দিলেন আন্দোলনকারীরা। পাঁচজনের প্রতিনিধি দল এখনও এসে পৌঁছায়নি। পুলিশের কাছে অতিরিক্ত সময় চেয়ে নিলেন আন্দোলনকারীরা। 

WB News Live Updates: ২ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী

২ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০.৫৭:  সিজিও কমপ্লেক্সে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে অভিষেক-পত্নীকে তলব। এর আগে কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক-জায়াকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল। 

West Bengal News Live: পুরুলিয়ার ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

পুরুলিয়ার ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রাম সংসদের ১১ নম্বর আসনে জয়ী ঘোষণা করে সার্টিফিকেট দিতে হবে কংগ্রেস প্রার্থী তীজেন্দ্রনাথ মাহাতোকে, নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। এবারের পঞ্চায়েত নির্বাচনে ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতে ৬ ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী।  কংগ্রেস অভিযোগ করে, বেআইনিভাবে পুনর্গণনা করিয়ে, তাদের প্রার্থীর হার দেখিয়ে জয়ী ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। সেই মামলাতেই আজ কংগ্রেস প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। 

WB News Live Updates: ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে মাঠে নামল ED, নদিয়া জেলার ৮টি জায়গায় চলছে তল্লাশি

এবার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তে মাঠে নামল ED। নদিয়া জেলার ৮টি জায়গায় চলছে তল্লাশি। ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া শান্তিপুরের কন্দখোলায় একটি চালকল এবং আটাকলে হানা দিয়েছেন ED আধিকারিকরা। হরিণঘাটার সাত শিমুলিয়া, গাংনাপুরের আইশমালিতেও দুটি চালকলে চলছে তল্লাশি। পাশাপাশি, কৃষ্ণনগরের মল্লিকপাড়ায় চাল ব্যবসায়ী প্রদীপ দে-র বাড়ি ও দোকানেও তল্লাশি চালাচ্ছে ED। ধুবুলিয়ার মায়াখোলে চাল ব্যবসায়ী দিলীপ ঘোষের বাড়ি এবং কোতয়ালি থানা এলাকার ভালুকায় ভুসিমাল ব্যবসায়ী কল্যাণ সাধুখাঁ-র বাড়ি ও দোকানে তল্লাশি চলছে।

West Bengal News Live: খাস কলকাতায় বোমাতঙ্ক! কলামন্দিরের কাছে এজেসি বোস রোডে পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে আতঙ্ক

খাস কলকাতায় বোমাতঙ্ক। গতকাল রাতে কলামন্দিরের কাছে এজেসি বোস রোডে পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই খবর দেন শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ এসে রাস্তা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রাত ১২টা নাগাদ স্যুটকেস উদ্ধার করে দেখা যায়, তার ভিতরে রয়েছে ইটের টুকরো আর খবরের কাগজ। 

WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০.৫৭: সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে অভিষেক-পত্নীকে তলব। এর আগে কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক-জায়াকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল। 

West Bengal News Live: একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী

চুয়ান্ন হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। যার কোনও অডিটই হয়নি। মঙ্গলবার হাইকোর্টে এই দাবি করে, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। কোনও কোনও ক্ষেত্রে রাজ্য সরকারের ভুল থাকতে পারে বলে এদিন বলেন রাজ্য সরকারের আইনজীবী।

WB News Live Updates: চাকরির দাবিতে রাতভর রাস্তায় চাকরিপ্রার্থীরা

চাকরির দাবিতে রাতভর রাস্তায় চাকরিপ্রার্থীরা। রাস্তায় রাত কাটালেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বিক্ষোভ। গতকাল এপিসি ভবনে যাওয়ার আগেই বিক্ষোভকারীদের পথ আটকাল পুলিশ। পুলিশের দেখানো নির্দিষ্ট জায়গাতেই বিক্ষোভ দেখাচ্ছেন টেট উত্তীর্ণরা। 

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তলবে আজ সাড়া দেবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়?

নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তলবে আজ সাড়া দেবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়? সিজিও কমপ্লেক্সে কড়া পাহারা। পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে ডাকা হয়েছে অভিষেক-পত্নীকে। একই ভাবে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবা লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করে ED। সূত্রের খবর, লতা ও অমিত বন্দ্যোপাধ্যায় নথি জমা দিয়েছেন। আদালতের নির্দেশে গতকাল ED-র কাছে নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

Kamduni Case Update : বিচারের দাবিতে এবার দিল্লি গেলেন কামদুনির প্রতিবাদীরা।

বিচারের দাবিতে কলকাতার রাজপথ পেরিয়ে এবার দিল্লি গেলেন কামদুনির প্রতিবাদীরা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজই সুপ্রিম কোর্টে মামলা।

Kamduni Case : কামদুনিতে রাজনীতির রং, মিছিল শুভেন্দুর, এলাকা ঢাকল তৃণমূলের পতাকায়

কামদুনিতে রাজনীতির রং। লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়ে মিছিল শুভেন্দুর। এলাকা ঢাকল তৃণমূলের পতাকায়। কলকাতায় পতাকা সরিয়ে বিশিষ্টদের সঙ্গে পথে বাম-কংগ্রেস

WB News Live Updates: সাতসকালে বাড়ির সামনে জনবহুল এলাকায় গুলি করে খুন সুদের কারবারিকে

সাতসকালে বাড়ির সামনে জনবহুল এলাকায় গুলি করে খুন সুদের কারবারিকে। কুলটির চিনাকুড়ি এলাকার ঘটনা।ম্ভু পণ্ডিত। স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৭টা নাগাদ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন বছর পঞ্চাশের ওই সুদের কারবারি। অভিযোগ, বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। আততায়ীদের সন্ধান চালাচ্ছে কুলটি থানার পুলিশ।

West Bengal News Live: কামদুনিতে যেদিন মিছিলেন হাঁটলেন শুভেন্দু অধিকারী, সেদিনই গোটা কামদুনি নিজেদের দলীয় পতাকায় মুড়ে দিল তৃণমূল

কামদুনি জুড়ে রাজনীতির রং! লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়ে, কামদুনিতে যেদিন মিছিলেন হাঁটলেন শুভেন্দু অধিকারী, সেদিনই গোটা কামদুনি নিজেদের দলীয় পতাকায় মুড়ে দিল তৃণমূল। একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা

WB News Live Updates: আবার কলকাতার রাস্তায় নামল কামদুনি, বিচারের দাবিতে গর্জে উঠলেন কামদুনিবাসীরা

কলেজ ছাত্রীর গণধর্ষণ ও খুনের বিচার চেয়ে আবার কলকাতার রাস্তায় নামল কামদুনি। আবার বিচারের দাবিতে গর্জে উঠলেন কামদুনিবাসীরা। কামদুনি গণধর্ষণ ও হত্য়াকাণ্ডের ৪ জন দোষীর মুক্তি ও ২ সাজাপ্রাপ্তের মৃত্য়ুদণ্ড রদের রায়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

West Bengal News Live: রাজভবনে সোমবারের বৈঠকের পর কি এবার মিটতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের সংঘাত?

রাজভবনে সোমবারের বৈঠকের পর কি এবার মিটতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের সংঘাত? রাজ্যপালকে কৃতজ্ঞতা জানিয়ে সোশাল মিডিয়ায় অভিষেকের পোস্ট ঘিরে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও, এখনও সেটিং তত্ত্বেই অনড় রয়েছে বাম-কংগ্রেস।এরই মধ্যে, দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকও সারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  

WB News Live Updates: দিনহাটায় আক্রান্ত বিজেপির জেলা সম্পাদক

দিনহাটায় আক্রান্ত বিজেপির জেলা সম্পাদক। সুকারুর কুঠি থেকে ফেরার পথে বিজেপি নেতা জয়দীপ ঘোষের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি শাসক দলের। 

West Bengal News Live: জেলে পূর্ণ সময়ের সহায়ক দেওয়া যাবে না, পার্থ চট্টোপাধ্যায়ের অনুরোধ ফিরিয়ে দিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ

জেলে পূর্ণ সময়ের সহায়ক দেওয়া যাবে না। পার্থ চট্টোপাধ্যায়ের অনুরোধ ফিরিয়ে দিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তবে, ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

WB News Live Updates: যোগেশচন্দ্র ল'কলেজের অধ্যক্ষ অপসারণের মামলায় প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

যোগ্যতা খতিয়ে না দেখে, কেন অধ্যক্ষকে অপসারণ করা হল? যোগেশচন্দ্র ল'কলেজের অধ্যক্ষ অপসারণের মামলায় প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জানতে চাইল, কীসের ভিত্তিতে সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে অধ্যক্ষ পদের জন্য সুপারিশপত্র দিয়েছিল কলেজ সার্ভিস কমিশন? পাশাপাশি মামলাকারী ছাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলল ডিভিশন বেঞ্চ।

প্রেক্ষাপট

বিচারের দাবিতে কলকাতায় আছড়ে পড়ল প্রতিবাদ (West Bengal News)। বিশিষ্টদের সঙ্গে পতাকা সরিয়ে পথে নামল বাম-কংগ্রেসও। কামদুনিতে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মহামিছিল (West Bengal News Live Updates)। তদন্তে গাফিলতির অভিযোগে ফের পথে নামল কামদুনি। বিজেপির মিছিলের আগেই তৃণমূলের পতাকায় মুড়ল কামদুনি (West Begal News Live Blog)। শাসকের বিজয় সমাবেশ, কটাক্ষ শুভেন্দুর। পাল্টা দ্বিচারিতার অভিযোগে আক্রমণে জয়প্রকাশ। অভিযুক্তদের বাড়ির সামনে পুলিশ, আর আতঙ্কে নির্যাতিতার পরিবার, আক্রমণে শুভেন্দু। বিচারের দাবিতে কামদুনির তেইশের মিছিলে দেখা নেই তেরোয় পা মেলানো অধিকাংশ বিশিষ্টকেই। 


১০০ দিনের কাজের টাকা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, মানল রাজ্য। দুর্নীতির অভিযোগে পাল্টা সিবিআইয়ের সওয়াল কেন্দ্রের।


৫৪ হাজার কোটির অডিট কোথায়? আর্থিক দুর্নীতি হলে সিবিআই হোক, হাইকোর্টে দাবি কেন্দ্রের। দিনের শেষে বলতে হবে মানুষেরই কথা, পাল্টা রাজ্য। সোমবার শুনানি। 


রাজ্য-রাজ্যপাল সম্পর্কে কী নতুন সমীকরণ? জল্পনা বাড়িয়ে তৃণমূলের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লি গিয়ে শাহ-সাক্ষাতে বোস। পাল্টা কৃতজ্ঞতা জানালেন অভিষেক।


অভিষেকের সঙ্গে সাক্ষাতের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল। ১০০দিনের কাজের বকেয়ার দাবিতে তৃণমূলের ধর্না নিয়ে রিপোর্ট পেশ। জানালেন আইনশৃঙ্খলা পরিস্থিতিও।


১০০ দিনের বকেয়া টাকা নিয়ে সংঘাতের মধ্যেই এবার দিনহাটায় বিজেপি নেতার গাড়িতে হামলা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ভাঙচুর, পাল্টা দাবি তৃণমূলের। 


অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার! দুপুর থেকে রাত পর্যন্ত করুণাময়ীতেই আন্দোলনকারীদের অবস্থান। 


২০১৬, ২০২০-র প্রাথমিকে নিয়োগের প্যানেল ফের প্রকাশ করতে হবে পর্ষদকে। তদন্ত কবে শেষ, কেউ জানে না। কীভাবে বঞ্চিতদের সুযোগ, ভাবতে হবে, মন্তব্য হাইকোর্টের। 


হাইকোর্টের সময়সীমা শেষের আগেই ইডির কাছে জমা পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি। বুধবার থেকে খতিয়ে দেখা হবে, খবর এজেন্সি সূত্রে। 


উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসিকে কালো পতাকা। উপাচার্যর ঘরে গিয়ে বিক্ষোভ টিএমসিপি-র।


বকেয়া DA-সহ চার দফা দাবিতে রাজ্যজুড়ে ২ দিনের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চর। অবস্থান-বিক্ষোভ পা দিল ২৫৭ দিনে। 


তৃণমূলের সঙ্গে তৃণমূল দ্বন্দ্বে রণক্ষেত্র বালি। পারিবারিক বিবাদের জেরে বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়ি, রেস্তোরায় তাণ্ডব। প্রাক্তন বিধায়কের অনুগামী-সহ আটক ৪০।


অমর্ত্য সেনের মৃত্যুসংবাদ নিয়ে ফেক নিউজ। সম্পূর্ণ সুস্থ আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, আগের মতোই কাজে ব্যস্ত। এক্স হ্যান্ডলে পোস্ট কন্যা নন্দনা সেনের। 


মুচিপাড়ায় বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। ছেলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ। ছেলের মানসিক সমস্যা থাকার অনুমান পুলিশের, আনা হল এসএসকেএমে।


ইসলামপুরে বাড়ির মধ্যেই খুন চা বাগান মালিকের ছেলে। ঘুমন্ত অবস্থাতেই গলা কেটে খুন। বাধা দিতে গেলে মাকেও এলোপাথাড়ি কোপ। পুত্রবধূ আটক। 


ইজরায়েল-হামাস সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়াল ১৬০০। গাজা সীমান্তে তিন লক্ষ ইজরায়েলি সেনা। পাল্টা দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি হামাসের। 


গাজাকে পুরোপুরি ঘিরে হামাসকে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি তেল আভিভের। ভারতের প্রধানমন্ত্রীকে ফোন ইজরায়েলের প্রধানমন্ত্রীর। সঙ্কটে পাশে থাকার বার্তা মোদির।


লাগাতার হামাসের হামলা। ইজরায়েলে আটকে পড়া বাঙালিদের জন্য উদ্বেগে পরিবার। 


ডেঙ্গি আক্রান্ত দমদমের বাসিন্দা যুবকের মৃত্যু বেলেঘাটা আইডি-তে। এসএসকেএমে ডেপুটি মেয়র। লেবার কোয়ার্টারের অপরিচ্ছন্নতা ও জল জমা নিয়ে নালিশ।
 
বিশ্বকাপে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে অনিশ্চিত ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। চোট-উদ্বেগ ভারতীয় শিবিরেও। অনুশীলনে থাই মাসেলে হালকা চোট রোহিত শর্মার।


ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার ইতিহাস পাকিস্তানের। হায়দরাবাদে শ্রীলংকার বিরুদ্ধে ৩৪৫ রান তুলে রেকর্ড। ২০১১ বিশ্বকাপে রেকর্ড ছিল আয়ারল্যান্ড এর দখলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.