WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে

abp ananda Last Updated: 12 Apr 2022 11:39 PM
WB News Live Updates: বালিগঞ্জের উপনির্বাচনেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এই নিয়ে চারবার। বালিগঞ্জের উপনির্বাচনেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে ছাড়াই ভোট দিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা। দু’জনেই জানালেন, নিজের ভোট না দিতে পারার আক্ষেপ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর।

WB News Live: রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে ২ দিনের জব ফেয়ার

রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে ২ দিনের জব ফেয়ার। আজ হল যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে। আগামীকাল হবে টালিগঞ্জ আইটিআই-তে। প্রায় ৪ হাজার পড়ুয়া চাকরির সুযোগ পাবেন, দাবি উদ্যোক্তাদের।

WB News Live Updates: ঘরে ফিরতে পারছেন না কোচবিহারে বিজেপির বেশ কিছু নেতা, কর্মী!

প্রায় এক বছর হতে চললেও, ঘরে ফিরতে পারছেন না কোচবিহারে বিজেপির বেশ কিছু নেতা, কর্মী। তৃণমূলের পাশাপাশি দলের একাংশের ভূমিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। যদিও তৃণমূলের দাবি, বিজেপির তরফে কোনও তালিকা দিলে ঘরছাড়াদের ফেরানো হবে।

WB News Live: এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পড়ল আম আদমি পার্টির পোস্টার

এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় পড়ল আম আদমি পার্টির পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে কেজরিওয়ালের দলের। যদিও পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। অভিযোগ উড়িয়ে আপের পোস্টার গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

WB News Live Updates: বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? এই প্রশ্ন তুলে বালিগঞ্জ বিধানসভার একাধিক বুথে সরব হলেন বিজেপি প্রার্থী

বুথের মধ্যে কলকাতা পুলিশ কেন? এই প্রশ্ন তুলে বালিগঞ্জ বিধানসভার একাধিক বুথে সরব হলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। যদিও বিজেপি প্রার্থীর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের কটাক্ষ, প্রচারে আসতে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা বিজেপি প্রার্থীর।

WB News Live: হাঁসখালিকাণ্ডে কেস ডায়েরি দেখে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

হাঁসখালিকাণ্ডে কেস ডায়েরি দেখে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

WB News Live Updates: হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের 

WB News Live: তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভায় কাউন্সিলরদের ভাতা বাড়ানোর উদ্যোগ

তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভায় কাউন্সিলরদের ভাতা বাড়ানোর উদ্যোগ। আর এই নিয়ে বাম-কংগ্রেসের সমালোচনার মুখে পড়েছে শাসক দল। পদক্ষেপ বেআইনি বলে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: কেন্দ্রীয় মন্ত্রীর নামে ভুয়ো লেটার হেড ও ইমেল আইডি তৈরি করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

কেন্দ্রীয় মন্ত্রীর নামে ভুয়ো লেটার হেড ও ইমেল আইডি তৈরি করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মালদার ইংরেজবাজার থেকে গ্রেফতার বাবা-ছেলে। পুলিশের দাবি, ধৃতদের বাড়ি থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভুয়ো লেটারহেড উদ্ধার হয়েছে।

WB News Live: ঝালদায় তপন কান্দু খুনের তদন্তে তৎপর সিবিআই

ঝালদায় তপন কান্দু খুনের তদন্তে তৎপর সিবিআই। অভিযুক্ত আসিফ খানকে নিয়ে কুটিডি গ্রামে তল্লাশি সিবিআইয়ের। তালা ভেঙে আসিফের বাড়িতে ঢুকলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

WB News Live Updates:সিঙ্গল বেঞ্চ বয়কটের দাবিতে ‘বিভক্ত’ বার অ্যাসোসিয়েশন

সিঙ্গল বেঞ্চ বয়কটের দাবিতে ‘বিভক্ত’ বার অ্যাসোসিয়েশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বয়কটের দাবিতে হাতাহাতি। বার অ্যাসোসিয়েশনের বৈঠকে আইনজীবীদের মধ্যে বিভাজন। দু’পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি, প্রধান বিচারপতিকে নালিশ। রেজিস্ট্রার জেনারেলকে পদক্ষেপ করতে নির্দেশ প্রধান বিচারপতির। 

WB News Live: আচমকা রাজভবনের সামনে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ

‘আর ট্যুইট দেখতে চাইছে না বাংলার মানুষ, চাইছে কিছু করুন’। রাজ্যপালের ট্যুইটের পাল্টা বিজেপি মুখপাত্রের মন্তব্যের পরেই বিক্ষোভ। আচমকা রাজভবনের সামনে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ। 

WB News Live Updates: বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা

ভোটের শেষলগ্নে বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা। ভুয়ো ভোটার অভিযোগে এক মহিলাকে বুথ থেকে বের করে দিল তৃণমূল। নির্দল প্রার্থীর এজেন্ট বলে নিজেকে দাবি করেন ওই মহিলা। যদিও শাসক দলের অভিযোগ বিজেপির হয়ে ভোট দিতে এসেছিলেন ভবানীপুরের ভোটার ওই মহিলা।

WB News Live: একাধিক ইস্যুতে রাজপথে বামেরা

হাঁসখালি, বোলপুর, কাকদ্বীপ সহ একাধিক ইস্যুতে রাজপথে বাম ছাত্র সংগঠন এসএফআই। এজেসি বোস রোডে মিছিল।

WB News Live Updates: ঝালদায় থানায় আগুন লাগার ঘটনায় পুলিশের নিশানায় কংগ্রেস কাউন্সিলর

ঝালদা পুরনো থানায় আগুন লাগার ঘটনায় কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। এফআইআরে ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের নাম। পুজোর শোভাযাত্রা থেকে ছোড়া হয় বাজি। সেই বাজি থেকে আগুন লাগে বলে অভিযোগ। পুজোর সঙ্গে জড়িত থাকায় কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর, দাবি পুলিশের। 

WB News Live: পিংলায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টা

বিশেষভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা পিংলায়, রক্তাক্ত অবস্থায় আদালতে নির্যাতিতা

WB News Live Updates: আশঙ্কাজনক বোলপুরে নির্যাতিতা নাবালিকা

বোলপুরে নির্যাতিতা নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। অবস্থা সঙ্কটজনক হওয়ায় রেফার করা হল এসএসকেএমে। 

WB News Live: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার বাড়িতে মহুয়া মৈত্র

হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার বাড়িতে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কথা বলেন পরিবারের সঙ্গে। ঘটনার কথা শুনে সাংসদের প্রতিক্রিয়া, দল এই ধরনের ঘটনা সমর্থন করে না। সেই কারণে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত।

WB News Live Updates: বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা

বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে উত্তেজনা। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী, দু’ জনেই ওই বুথে যান। পুলিশকে ধাওয়া করেন বিজেপি প্রার্থী।

WB News Live: কাল সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি

পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশে আজকের মতো ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। আজকের মতো সিবিআইয়ের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরায় স্থগিতাদেশ। 
কাল সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি। 

WB News Live Updates: বুধবার ডিভিশন বেঞ্চে শুনানি

বুধবার সকাল সাড়ে দশটায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। 

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশে স্থগিতাদেশ

পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশে আজকের মতো ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।

WB News Live Updates: পার্থকে হাজিরার নির্দেশে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ

পার্থকে হাজিরার নির্দেশে আজকের মতো ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।

WB News Live: পার্থ চট্টোপাধ্য়ায় আরও চাপে

‘প্রয়োজন মনে হলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারও করতে পারবে সিবিআই’, নির্দেশ কলকাতা হাইকোর্টের।

WB News Live Updates: প্রয়োজন মনে হলে গ্রেফতারও করতে পারবে সিবিআই: হাইকোর্ট

‘প্রয়োজন মনে হলে গ্রেফতারও করতে পারবে সিবিআই’। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ হাইকোর্টের।

WB News Live Updates: হাসপাতালে ভর্তি নিয়েও নির্দেশ আদালতের

‘কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়’। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

WB News Live Updates: বিকেলের মধ্যেই হাজিরার নির্দেশ

সাড়ে ৫টার মধ্যে সিবিআইয়ের কাছে পার্থকে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ  

এসএসসি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
 

WB News Live Updates: "হাঁসখালিতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকা মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে'' ট্যুইট রাজ্যপালের

"হাঁসখালিতে লজ্জাজনক ধর্ষণ ও নাবালিকা মৃত্যু নিয়ে ফৌজদারি তদন্তে দাগ লেগেছে। যাঁরা দায়িত্বে আছেন এবং সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন, তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এই বেআইনি মনোভাব স্বচ্ছ ও স্বাধীন তদন্তকে বিপথগামী করে। কারণ পুলিশও এই পথই অনুসরণ করে," ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। 

WB News Live Updates: ঢাকা দেওয়া হয়নি স্কুটারে, সেই কারণেই সমস্যা

দিনকয়েক আগে বৃষ্টির সময় থানার সামনে ওই স্কুটার ঢাকা না দিয়ে বাইরে ফেলে রাখা হয়। সেই কারণেই নমুনা সংগ্রহে সমস্যায় পড়েন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা।

WB News Live Updates: স্কুটার পরীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়ে CFSL

সিবিআই সূত্রে খবর, ভাদুর স্কুটারে ছিল না নম্বর প্লেট। এমনকি গাড়ির নথির বদলে ছিল লরির কাগজ। স্কুটার পরীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়তে হয় CFSL-কে।

WB News Live Updates: ভাদু শেখ খুনের অকুস্থলে সিবিআই, নমুনা সংগ্রহ

ভাদু শেখ খুনের অকুস্থলে সিবিআই। নমুনা সংগ্রহ করল CFSL। এরপর রামপুরহাট থানায় যান সিবিআই আধিকারিকরা

WB News Live Updates: দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর পর এবার তাঁর খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী ও সাক্ষী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। দুটি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। এফআইআর দায়ের হয়েছে, উদ্ধার হয়েছে সুইসাইড নোট, প্রতিবেশীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। ফরেন্সিক আধিকারিকদের আসতে বলা হয়েছে, তাঁরা এখনও আসেননি। তিনি যে ছাত্রদের পড়াতেন, তাদের কাছ থেকে খাতা নিয়ে হাতের লেখা মিলিয়ে দেখা হবে। আদালতে জানাল রাজ্য। 

WB News Live Updates: বালিগঞ্জে কংগ্রেস প্রার্থীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বেনিয়াপুকুরে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বেনিয়াপুকুর বিদ্যাপীঠে বেআইনি জমায়েতের অভিযোগ পেয়ে সেখানে যান কংগ্রেস প্রার্থী। অভিযোগ, তাঁকে ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি। নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেস প্রার্থীর।

WB News Live Updates: এফআইআরে কংগ্রেস কাউন্সিলরের নাম, পুলিশকে তোপ নেপাল মাহাতোর

ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর। নাম স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের। গোটা ঘটনায় পুলিশকে নিশানা নেপাল মাহাতোর।  

WB News Live Updates: ঝালদাকাণ্ডে আরও একটি সিবিআই তদন্তের নির্দেশ

নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইকে দিল আদালত।

WB News Live Updates: হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে হাইকোর্টকে পদক্ষেপের আর্জি আইনজীবীর

হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত, অভিযোগ তুলে হাইকোর্টে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন আইনজীবীর। বিবেচনা করে দেখার আশ্বাস প্রধান বিচারপতির।

WB News Live Updates: হাঁসখালিতে তৃণমূল সাংসদ

হাঁসখালিতে পৌঁছলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 

WB News Live Updates: দময়ন্তী সেনের নজরদারিতে চারটি ধর্ষণ মামলায় তদন্ত

চারটি ধর্ষণ মামলায় দময়ন্তী সেনের নজরদারিতে তদন্ত। মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী মামলায় তদন্ত হবে দময়ন্তী সেনের নজরদারিতে। জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

WB News Live Updates: ঝালদা থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কংগ্রেস কাউন্সিলর

ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের করল ঝালদা পুলিশ। এফাআইআরে কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের নাম। পুজোর শোভাযাত্রা থেকে ছোড়া বাজিতে আগুন লাগার অভিযোগ। এই থানাতেই সংরক্ষিত ছিল ঝালদাকাণ্ডের সব সিসিটিভি ফুটেজ।

WB News Live Updates: বাবুলকে বাধা, রিপোর্ট চাইল কমিশন

সাউথ পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী বাধা দিয়েছে প্রার্থী বাবুলকে, অভিযোগ তৃণমূলের। রিপোর্ট চাইল কমিশন। 

WB News Live Updates: আজ জনস্বার্থ মামলার শুনানি

হাঁসখালিতে গণধর্ষণ-খুন মামলায় তৃণমূল নেতার ছেলের পর গ্রেফতার আরও ১। জনস্বার্থ মামলার আজ শুনানি। ১৩ এপ্রিলের মধ্যে মুখ্যসচিবের রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল।

WB News Live Updates: নির্বাচন ঘিরে আসানসোলের বারাবনিতে ধুন্ধুমার

বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর। পাথরবৃষ্টির পাশাপাশি গাড়িতে লাঠির বাড়িও মারা হয়। রক্তাক্ত অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষী।

WB News Live Updates: বোলপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও ২

বোলপুরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার আরও ২ জন। ধৃত বেড়ে ৪। 

WB News Live Updates: বারাবনির আন্দিহায় একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার অভিযোগ

বারাবনির আন্দিহায় ২৮৩/২৪৩ নম্বর বুথে একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার অভিযোগ। দেখা যায়, এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হচ্ছে। ভোটার চেষ্টা করার ফাঁকেই ইভিএমের দিকে বাঁ হাত বাড়িয়ে দিতে দেখা যায় দ্বিতীয় ব্যক্তিকে। ঘটনার কথা স্বীকার করেননি প্রিসাইডিং অফিসার।

WB News Live Updates: সাউথ পয়েন্ট হাইস্কুলের বুথে উত্তেজনা

বালিগঞ্জ উপনির্বাচনে সাউথ পয়েন্ট হাইস্কুলের বুথে উত্তেজনা।

WB News Live Updates: বালিগঞ্জে ভোটগ্রহণে হোঁচট

একঘন্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও ভোটগ্রহণ শুরু হয়নি বালিগঞ্জের সৈইফি হল স্কুলে।

WB News Live Updates: হাঁসখালির ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্তর বন্ধু

নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে আরও একজনকে গ্রেফতার হাঁসখালি থানার পুলিশের। ধৃত প্রভাকর পোদ্দার মূল অভিযুক্ত সোহেল গয়ালি ওরফে ব্রজর বন্ধু। সোহেলকে জেরায় প্রভাকরের নাম জানা যায়, দাবি পুলিশের। 

WB News Live Updates: ভোটের শুরুতেই বালিগঞ্জের বুথে উত্তেজনা

ভোট শুরুর আগেই বালিগঞ্জের অশোক হল স্কুলের বুথে উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা। পাল্টা যুক্তি প্রিসাইডিং অফিসারের।

WB News Live Updates: ভোট শুরু হতেই উঠছে অভিযোগ

ভোট শুরু হতেই বালিগঞ্জ ও আসানসোলে নানা অভিযোগ বিরোধীদের।

WB News Live Updates: হাঁসখালির ঘটনায় ফের গ্রেফতার

হাঁসখালির ঘটনায় আরও একজন গ্রেফতার।

WB News Live Updates: হাঁসখালিতে তৃণমূলের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগ বিরোধীদের

তড়িঘড়ি করে শেষকৃত্য, প্রমাণ কীভাবে পাওয়া যাবে? হাঁসখালিকাণ্ডে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তৃণমূলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ বিরোধীদের। 

WB News Live Updates: SSC’র গ্রুপ-D নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ

SSC’র গ্রুপ-D নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি।

WB News Live Updates: রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন

আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। আসানসোলে ১২১ ও বালিগঞ্জে ১৭, সব মিলিয়ে দুটি কেন্দ্রে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

প্রেক্ষাপট

আজ আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন। লড়াই চতুর্মুখী। নিরাপত্তায় মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলপ্রকাশ শনিবার।


নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণের পর খুনের অভিযোগ। তৃণমূল নেতার ছেলে গ্রেফতার। হাইকোর্টে জনস্বার্থ মামলার আজ শুনানি।  হাঁসখালিকাণ্ডে ৫জনের জবানবন্দি রেকর্ড। থানায় গেল শিশু অধিকার সুরক্ষা কমিশন। ১৩ এপ্রিলের মধ্যে মুখ্যসচিবের রিপোর্ট চাইলেন রাজ্যপাল। এদিকে হাঁসখালিকাণ্ডে অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তড়িঘড়ি করে শেষকৃত্য, প্রমাণ কীভাবে পাওয়া যাবে? হাঁসখালিকাণ্ডে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তথ্যপ্রমাণ তো নষ্ট করেছে তৃণমূলই, পাল্টা বিরোধীরা। 


বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্রেফতার। নামখানায় ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২। 


আইকোর-মঞ্চের বক্তা এখন মন্ত্রী। জেলে ঢোকানো উচিত। এসএসসি নিয়ে পার্থকে খোঁচার মধ্যেই কোর্টে বিস্ফোরক কুণাল। দলকে বিব্রত না করলেই ভাল, মন্তব্য তাপসের। পার্থর বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগ। কুণালের বিরুদ্ধে বিক্ষোভ। বহিষ্কারের দাবিতে পরপর ফেসবুক পোস্ট। দলবিরোধী কিছু বলিনি, পাল্টা কুণাল। 


পার্থর অনুমতিতে এসএসসির উপদেষ্টা কমিটিই বেআইনি। ছিল আলাদা রেজিস্টার। রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রিপোর্ট দিল হাইকোর্টের কমিটি। দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন পর্ষদ সভাপতি ও এসএসসির প্রাক্তন উপদেষ্টা। ষড়যন্ত্রে যুক্ত আরও ২, বলছে রিপোর্ট। এফআইআরের সুপারিশ। 


ভাদুর সবুজ-কালো-বাদামি রঙের ৩টি ডায়েরিতে একাধিক রাজনৈতিক নেতা ও আধিকারিকের নাম। ১৭জনকে চিহ্নিত করে তদন্তে সিবিআই। 


ফোন নিয়ে স্কুলে ঢুকতে পারবে না পড়ুয়ারারা। ক্লাসে শিক্ষকদের ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা পর্ষদের। জরুরি প্রয়োজনে নিতে হবে অনুমতি। 


স্কুল খুললেও জিডি বিড়লা, অশোক হল-মহাদেবী বিড়লা শিশু বিহারে ঢুকতে পারল পুরো ফি মেটানো পড়ুয়ারা। চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.