WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের

Get the latest West Bengal News and Live Updates: কলকাতায় একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু।

abp ananda Last Updated: 12 Jan 2022 07:49 PM
West Bengal News Live: IAS অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশন-সংশোধনী বিতর্ক

IAS অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ হলে, রাজ্যের আপত্তি গ্রাহ্য হবে না। একটা সময়ের পর কেন্দ্রের সিদ্ধান্তই কার্যকর হবে। IAS’দের ডেপুটেশন বিধিতে এই সংশোধন আনার প্রস্তাব দিয়ে মতামত চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে কেন্দ্র। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates:শীতের শহরে এক সার্কাসের তাঁবুতে উঁকি দিল এবিপি আনন্দর ক্যামেরা

ভালো-মন্দ যাই ঘটুক, এগিয়ে যেতে হবে প্রতিকূলতাকে জয় করে। কারণ, জীবনের শো কখনও বন্ধ হয় না। এই মন্ত্র আঁকড়ে ধরে এখনও টিকে আছে বেশ কিছু সার্কাস। শীতের শহরে এক সার্কাসের তাঁবুতে উঁকি দিল এবিপি আনন্দর ক্যামেরা।

West Bengal News Live: ডোনার নিয়ে গিয়েও রক্ত না পাওয়ার অভিযোগে এসএসকেএমের ব্লাড ব্যাঙ্কে ভাঙচুর

ডোনার নিয়ে গিয়েও রক্ত না পাওয়ার অভিযোগে এসএসকেএমের ব্লাড ব্যাঙ্কে ভাঙচুর। সদ্যোজাতের রক্ত না পাওয়ায় অভিযোগে ভাঙচুর। ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার করোনা আক্রান্ত হয়ে না থাকার অভিযোগে তাণ্ডব। ২জন আটক। 

WB News Live Updates: বেলগাছিয়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে তৃণমূলকর্মীরই শ্লীলতাহানির অভিযোগ

বেলগাছিয়ায় তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে তৃণমূলকর্মীরই শ্লীলতাহানির অভিযোগ। ১০ জানুয়ারি ওয়ার্ড অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে গেলে বাধা, শ্লীলতাহানির অভিযোগ। পাল্টা অভিযোগকারিণীর বিরুদ্ধেই পাল্টা অভব্য আচরণ, মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর। দু’পক্ষেরই অভিযোগ এসেছে, খতিয়ে দেখা হচ্ছে, খবর পুলিশ সূত্রে। 

West Bengal News Live: কোচবিহারের শীতলকুচিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

কোচবিহারের শীতলকুচিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মারধর করা হয়েছে জেলার সহ সভাপতিকেও। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন, অভিযোগ প্রসঙ্গে মন্তব্য তৃণমূলের।

WB News Live Updates: ভর দুপুরে কলকাতায় শ্যুটআউট, ব্যবসায়ীর মৃত্যু এসএসকেএমে

ভর দুপুরে কলকাতায় শ্যুটআউট, ব্যবসায়ীর মৃত্যু। এসএসকেএমে ব্যবসায়ী দীপক দাসের মৃত্যু। 

West Bengal News Live: জমায়েতের ওপর লাগাম টানতে দিকে দিকে বাজারের ওপর রাশ টানছে প্রশাসন

দুরন্ত গতিতে ছড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে জমায়েতের ওপর লাগাম টানতে দিকে দিকে বাজারের ওপর রাশ টানছে প্রশাসন। অশোকনগর কল্যাণগড় পুরসভা সূত্রে খবর, ৩১ জানুয়ারি পর্যন্ত পুর এলাকার সমস্ত বাজার শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। অন্যদিকে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় হাবড়া পুর এলাকায় শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WB News Live Updates: গোটা রাজ্যের পাশাপাশি ভয় ধরাচ্ছে জেলার সংক্রমণ চিত্রও

গোটা রাজ্যের পাশাপাশি ভয় ধরাচ্ছে জেলার সংক্রমণ চিত্রও। তারপরও একাংশের উদাসীনতায় ঘাটতি নেই। বিধিভঙ্গের ছবি দেখা গেল জলপাইগুড়ির বাজারগুলিতে। পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ৫০ বেডের কোভিড ইউনিট।

West Bengal News Live:উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা!

উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা! মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি! যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়!

WB News Live Updates: রাজ্যে একদিনে সংক্রমণের হার ৩০ দশমিক ৮৬ শতাংশ

রাজ্যে একদিনে করোনা পরীক্ষার সংখ্যা ৭১ হাজার ৭৯২। সংক্রমণের হার ৩০ দশমিক ৮৬ শতাংশ। 

West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার! মৃত্যু ২৩ জনের

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ১৫৫জন। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৩জনের মৃত্যু। কলকাতায় একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু। হাওড়ায় একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। উত্তর দিনাজপুরে একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। 

WB News Live Updates: পূর্ব রেলে দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ, ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত

পূর্ব রেলে দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ। পূর্ব রেলে ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত। ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই হোম আইসোলেশনে। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, দাবি পূর্ব রেলের। 

West Bengal News Live: কোভিড কালে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল, ঢাকি, রণপা সহযোগে মিছিল বিধাননগরে

কোভিড কালে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। ঢাকি, রণপা সহযোগে মিছিল করলেন বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ওই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন পাঁচজনের বেশি কর্মী, সমর্থক।

WB News Live Updates:করোনার উপসর্গ থাকলে করতেই হবে পরীক্ষা, জানাল আইসিএমআর

করোনার উপসর্গ থাকলে করতেই হবে পরীক্ষা। অতিরিক্ত কোমর্বিডিটি থাকলে সংস্পর্শে এলেই করতে হবে টেস্ট। অতিরিক্ত কোমর্বিডিটি না থাকলে উপসর্গহীনদের টেস্টের প্রয়োজন নেই। করোনা টেস্ট নিয়ে জানিয়ে দিল আইসিএমআর। 

West Bengal News Live: শেষ পর্যায়ে ভোট দিতে পারবেন কনটেনমেন্ট জোনের ভোটাররা, জানাল নির্বাচন কমিশন

শেষ পর্যায়ে ভোট দিতে পারবেন কনটেনমেন্ট জোনের ভোটাররা। ২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট নিয়ে নির্দেশিকা কমিশনের। ২২ জানুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট। বিকেল ৪টা থেকে এক ঘণ্টা কনটেনমেন্ট জোনের জন্য বরাদ্দ। একই সময় ভোট দিতে পারবেন করোনা পজিটিভরাও। নোডাল স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে ভোট, জানাল কমিশন। 

WB News Live Updates: সাগরদ্বীপে লট এইটে আজ সকাল ৮টায় শুরু হয় ফেরি পরিষেবা

সাগরদ্বীপে লট এইটে আজ সকাল ৮টায় শুরু হয় ফেরি পরিষেবা।  পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে।  প্রশাসনের তরফে লট এইটে ঢোকার মুখে স্যানিটাইজেশন টানেল করা হয়েছে। দেখা হচ্ছে, পুণ্যার্থীদের দুটি ডোজ নেওয়া আছে কি না, বা ৭২ ঘণ্টা আগের RT-PCR রিপোর্ট আছে কিনা।  

West Bengal News Live: প্রায় ২৪ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার বাঘ

প্রায় ২৪ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার বাঘ।  সোমবার গভীর রাতে বাঘটি গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকে গরু-ছাগল মারে। তারপর লুকিয়ে পড়ে পাশের জঙ্গলে। বন দফতরের কর্মীরা এসে প্রায় ১ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে দেয়।  তারপর দিনভর তোড়জোড় চলে বাঘ ধরার। ঘেরা এলাকায় পাতা হয় ২টি খাঁচা। বন দফতর সূত্রে খবর, অবশেষে আজ ভোর ৫টা নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয়।  বন দফতর সূত্রে খবর, ৮ বছরের প্রাপ্তবয়স্ক বাঘটিকে চিকিত্‍সক পরীক্ষা করবেন। বাঘটি সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছাড়া হবে।

WB News Live Updates: মুখ্যসচিব ও ডিজি রাজভবনে না আসায় ফের ট্যুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

তিনি ডাকা সত্ত্বেও মুখ্যসচিব ও ডিজি রাজভবনে না আসায় ফের ট্যুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  


তিনি ট্যুইটারে লেখেন, ‘মুখ্যসচিব ও ডিজি ফের রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট করেছেন।  তিনদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার।  শীর্ষস্তরের আধিকারিকদের সাংবিধানিক দায়িত্ব পালন না করার উদাহরণ।  পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। ’
 
কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতাই সফর ঘিরে চাপানউতোর শুরু হয়। এবিষয়ে আলোচনার জন্য মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। তাঁরা আইসোলেশনে থাকার জন্য বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন মুখ্যসচিব ও ডিজি। ফের তাঁদের তলব করেন রাজ্যপাল। 

West Bengal News Live: গড়িয়ায় অটো ইউনিয়নের সঙ্গে হকার ইউনিয়নের সংঘর্ষ

গড়িয়ায় অটো ইউনিয়নের সঙ্গে হকার ইউনিয়নের সংঘর্ষ। একাধিক দোকান, অটো ভাঙচুর। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী। 

WB News Live Updates:করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা। হোম আইসোলেশনে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

West Bengal News Live: শহরে ফের শ্যুটআউট, আমহার্স্ট স্ট্রিট এলাকায় চলল গুলি

শহরে ফের শ্যুটআউট। আমহার্স্ট স্ট্রিট এলাকায় চলল গুলি। প্রোমোটিং বিবাদের জেরে হামলা, প্রাথমিক অনুমান পুলিশের। কেশবচন্দ্র সেন রোডের কাছে ঘটনা। অফিসে ঢুকে গুলি চালানোর অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। দীপক দাস নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি কলকাতা মেডিক্যাল কলেজে। 

WB News Live Updates: বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র

৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। বাংলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।


 

West Bengal News Live: শিলিগুড়ি পুরসভার ২৪ ওয়ার্ডের নির্দল প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা

শিলিগুড়ি পুরসভার ২৪ ওয়ার্ডের নির্দল প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা। অভিযোগ, গতকাল রাতেও বেশ কিছু পোস্টার ছেঁড়া হয় নির্দল প্রার্থী বিকাশ সরকারের। আজ বিকাশ সরকারের নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভ শুরু হতেই, পুলিশ বিকাশ সরকারকে আটক করে বিক্ষোভ সরিয়ে দেয়।

WB News Live Updates: ভ্যাকসিনের ২টি ডোজ না নেওয়া থাকলে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না

ভ্যাকসিনের ২টি ডোজ না নেওয়া থাকলে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না।  আজ সকাল থেকেই বাবুঘাটে এ নিয়ে প্রচার চালায় পুলিশ। যে সব কাউন্টার থেকে বাসের টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে গিয়ে সতর্ক করে দেন পুলিশকর্মীরা।  গোটা ব্যবস্থা তদারকি করার জন্য আজ বাবুঘাটে হাজির ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।  পুলিশের তরফে জানানো হয়, যাঁদের ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, তাঁদের বাবুঘাটেই দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা হয়েছে।  


তবে আজ সকালে বাবুঘাটে দেখা যায় থিকথিকে ভিড়। অনেকের মুখেই মাস্ক নেই।  মাস্ক না পরার কারণ হিসেবে শোনা যাচ্ছে বিচিত্র সব অজুহাত।

West Bengal News Live: গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার বিমার ব্যবস্থা করেছে, জানালেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার বিমার ব্যবস্থা করেছে। এখন যা পরিস্থিতি, সবাইকে নিজেদেরই সুস্থ রাখতে হবে। কেউ এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

'হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে,’ গঙ্গাসাগর মেলার আগে বার্তা মুখ্যমন্ত্রীর

'হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে,’ গঙ্গাসাগর মেলার আগে বার্তা মুখ্যমন্ত্রীর

West Bengal News Live: স্বামীজির ১৬০তম জন্মদিবসে সিমলা স্ট্রিটে গিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

স্বামীজির ১৬০তম জন্মদিবসে সিমলা স্ট্রিটে গিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: বীরভূমের নলহাটিতে ফের দেওয়াল কেটে সোনার দোকানে দেড় লক্ষ টাকার গহনা চুরি

ফের দেওয়াল কেটে সোনার দোকানে চুরি।বীরভূমের নলহাটি থানার চামটি বাগানের ঘটনা।আজ সকালে দোকানের মালিক দোকান   খুলতে দেখতে পায় দোকানে থাকা আলমারি ভাঙা।, তাতে থাকা সোনা রুপার গয়না চুরি গিয়েছে। প্রায় দেড় লক্ষ টাকার গহনা চুরি যায়। পিছন দিকে দেওয়াল কাটা ছিল।সেখান দিয়ে  চোরেরা ঢোকে।দোকানে থাকা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়।।ঘটনার তদন্ত শুরু করে নলহাটি থানার পুলিশ। এই মাসে ৪ তারিখ নলহাটি শহরেএকটি সোনার  দোকানের পিছনে দেওয়াল  কেটে চুরি হয়।বার বার চুরির ঘটনায় আতংকিত এলাকার ব্যবসায়ীরা ।

West Bengal News Live: পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক, ফার্মাসিস্ট সহ কয়েকজন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ

পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে 3 জন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট ও বেশ কয়েক জন স্বাস্থ্য কর্মী করোনা পজিটিভ। একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য পরিষেবার কাজ।

WB News Live Updates: ঝড়ে লন্ডভন্ড হওয়ার পর গত রাত থেকেই বিদ্যুৎহীন পশ্চিম মেদিনীপুরের বসন্তপুরের অগড়া

গত কাল বিকেলের ঝড়ে এলাকা লন্ডভন্ড হওয়ার কারণে গতকাল রাত থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার বসন্তপুরের অগড়া এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। স্থানীয় লোকেরা গতকাল থেকে রাস্তায় পড়ে থাকা গাছ উদ্ধারের কাজ চালাচ্ছেন। প্রশাসনের লোকেরা এলাকায় পৌঁছে বিদ্যুতের খুঁটি ও তার মেরামতের কাজ শুরু করেছেন।

West Bengal News Live: সাগরদ্বীপে লট এইটে ঢোকার মুখে স্যানিটাইজেশন টানেল

সাগরদ্বীপে লট এইটে আজ সকাল ৮টায় শুরু হয় ফেরি পরিষেবা।  পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে।  প্রশাসনের তরফে লট এইটে ঢোকার মুখে স্যানিটাইজেশন টানেল করা হয়েছে। দেখা হচ্ছে, পুণ্যার্থীদের দুটি ডোজ নেওয়া আছে কি না, বা ৭২ ঘণ্টা আগের RT-PCR রিপোর্ট আছে কিনা।

WB News Live Updates: করোনা আক্রান্তদের চিকিত্‍সায়  নার্সিং পড়ুয়াদের যুক্ত করার নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে আক্রান্তদের চিকিত্‍সায়  নার্সিং পড়ুয়াদের যুক্ত করার জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।  

West Bengal News Live: ডাকা সত্ত্বেও মুখ্যসচিব ও ডিজি রাজভবনে না আসায় ফের ট্যুইটারে সরব রাজ্যপাল

তিনি ডাকা সত্ত্বেও মুখ্যসচিব ও ডিজি রাজভবনে না আসায় ফের ট্যুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  তিনি ট্যুইটারে লেখেন, মুখ্যসচিব ও ডিজি ফের রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট করেছেন।  তিনদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার।  শীর্ষস্তরের আধিকারিকদের সাংবিধানিক দায়িত্ব পালন না করার উদাহরণ।  পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়।  

WB News Live Updates: করোনা মোকাবিলায় অভিষেকের ডায়মন্ড হারবার মডেল নিয়ে চর্চা শুরু তৃণমূলের অন্দরে

করোনা মোকাবিলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের সাংসদ ট্যুইটারে লেখেন, 
‘স্বামী বিবেকানন্দের জন্মদিনে জানাই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কড়া পদক্ষেপের পাশাপাশি অভিনব উপায়ে করোনা মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজই ৩০ হাজার করোনা পরীক্ষা হবে। ’

West Bengal News Live: আমাকে ভয় পাচ্ছে রাজ্য সরকার, গঙ্গাসাগর মেলার কমিটি নিয়ে মন্তব্য শুভেন্দুর

আমাকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলার কমিটি থেকে বাদ পড়া প্রসঙ্গে মন্তব্য শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: করোনা পরিস্থিতির কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

করোনা পরিস্থিতির কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমস্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি থেকেই কাজকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে পঠন পাঠন যেমন চলছিল সে রকমই চলবে বলে জানিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

West Bengal News Live: চায়ে পে চর্চায় ভিড়, ফের কোভিড বিধি অমান্যের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে

ফের কোভিড বিধি অমান্যের অভিযোগ উঠল দিলীপ ঘোষের বিরুদ্ধে।  আজ সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে বড়তোড়িয়া গ্রামে চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী।  কিন্তু দিলীপ ঘোষ যখন যাচ্ছেন, তখন ভিড় জমে যায়। কার্যত মিছিলের চেহারা নেয় সেই ভিড়। বিধি অমান্যর অভিযোগ ওঠে।

WB News Live Updates: টিকার ২ টি ডোজ না নেওয়া থাকলে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না, বাবুঘাটে প্রচার পুলিশের

ভ্যাকসিনের ২টি ডোজ না নেওয়া থাকলে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না।  আজ সকাল থেকেই বাবুঘাটে এ নিয়ে প্রচার চালায় পুলিশ। যে সব কাউন্টার থেকে বাসের টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে গিয়ে সতর্ক করে দেন পুলিশকর্মীরা।  গোটা ব্যবস্থা তদারকি করার জন্য আজ বাবুঘাটে হাজির ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।  পুলিশের তরফে জানানো হয়, যাঁদের ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, তাঁদের বাবুঘাটেই দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা হয়েছে।

West Bengal News Live: মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করছে রাজ্য সরকার,গঙ্গাসাগর মেলা নিয়ে সরকারকে আক্রমণ শুভেন্দুর

মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করছে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

WB News Live Updates: স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিনে কলকাতায় বিজেপির সদর দফতরে একগুচ্ছ কর্মসূচি

আজ স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিন।  এই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। কলকাতায় বিজেপির সদর দফতরেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে।  বিবেক বাহিনীর উদ্বোধনে থাকবেন অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য সহ বিজেপির অন্য নেতা নেত্রীরা।

West Bengal News Live: করোনা আবহে ঘাটাল পুরসভা বাতিল করল গঙ্গা মেলা

গঙ্গাসাগর বা জয়দেব কেঁদুলির মেলা সরকার বন্ধ না করলেও ঘাটাল পুরসভা বাতিল করল গঙ্গা মেলা। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে ঘাটালে শিলাবতী নদীতে গঙ্গাপুজো হয়। সেইসঙ্গে মেলাও বসে। গতকাল ঘাটাল পুরসভা নোটিস দিয়ে জানায়, এবছর করোনা পরিস্থিতির কারণে গঙ্গাপুজো উপলক্ষে মেলা হবে না। বসতে দেওয়া হবে না দোকানপাটও।  শুধু কোভিড বিধি মেনে পুরসভার নজরদরিতে গঙ্গাপুজো হবে।  

WB News Live Updates: আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন, শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটের বাড়িতে যাচ্ছেন একাধিক দলের নেতারা

আজ স্বামী বিবেকানন্দর একশো ষাটতম জন্মদিন। এই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে, সিমলা স্ট্রিটের বাড়িতে যাচ্ছেন একাধিক দলের নেতারা।

West Bengal News Live: গোসাবা থানার রাজা বাজারে বিধি ভঙ্গের ছবি, বিনা মাস্কে মানুষের ভিড়

গোসাবা থানার বালি ১ নং গ্রাম পঞ্চায়েতের রাজা বাজারে বিধি ভঙ্গের ছবি ধরা পড়লো।রাজা বাজারে সকালে মাছের দোকান থেকে চায়ের দোকানে বিনা মাস্কে মানুষের ভিড়।প্রশ্ন করতে আজব উত্তর মানুষের

WB News Live Updates: বারুইপুর পুর এলাকায় এখনও পর্যন্ত একশো বারো জন করোনা আক্রান্ত

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুর এলাকায় এখনও পর্যন্ত একশো বারো জন করোনা আক্রান্ত। গত আটচল্লিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন উনত্রিশ জন। এই পরিস্থিতিতে বারুইপুর পুর এলাকায় বৃহস্পতি ও শুক্রবার সব বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

West Bengal News Live: বেলদা, সবং ও ডেবরায় তিনটি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বেলদা, সবং ও ডেবরায় তিনটি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল।  বেলদায় রবীন্দ্রনগর এলাকায় একটি বাড়ির বাইরে নোটিস ঝুলিয়ে দেয় পুলিশ।

WB News Live Updates: করোনা মোকাবিলায় উত্তর ২৪ পরগনায় আরও কিছু এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা সংক্রমণ মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে আরও কিছু এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  অশোকনগর-কল্যাণগড় পুর এলাকায় সপ্তাহে দু’দিন, শুক্র ও শনি বাজার বন্ধ থাকবে বলে পুরসভা সূত্রে খবর।

West Bengal News Live: আজও রাজ্যের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

শীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অসময়ের বৃষ্টি। আজও রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির কারণে গতকালের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কমল তাপমাত্রা।আগামী ২ দিন তাপমাত্রা একইরকম থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

WB News Live Updates: প্রায় চব্বিশ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার বাঘ

প্রায় চব্বিশ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার বাঘ। সোমবার গভীর রাতে বাঘটি গোসাবার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকে গরু-ছাগল মারে। তারপর লুকিয়ে পড়ে পাশের জঙ্গলে। বন দফতরের কর্মীরা এসে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে দেয়। তারপর দিনভর তোড়জোড় চলে বাঘ ধরার। ঘেরা এলাকায় পাতা হয় দুটি খাঁচা। বন দফতর সূত্রে খবর, অবশেষে আজ ভোর পাঁচটা নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয়।

West Bengal News Live: বাড়ল কনটেনমেন্ট জোন

হাওড়া জেলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হাওড়ায় কনটেনমন্ট জোন ৪১ থেকে বাড়িয়ে করা হল ৬৬ টি। হাওড়া সদরের ৬৪ টি এলাকা ও আমতা ১ নম্বর ব্লকের দুটি এলাকায় কনটেনমেন্ট জোন ঘোষণা।

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্যে (West Bengal) করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily cases) ফের ২১ হাজার পার! একদিনে ১৯জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই (Kolkata) শীর্ষে। তারপরেই উঃ ২৪ পরগনা। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে দঃ ২৪ পরগনা, নদিয়া। হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জোন। 


 কলকাতায় কমল কনটেনমেন্ট জোন। ২ সপ্তাহের মধ্যে পুর পরিষেবা স্বাভাবিক হওয়ার দাবি মেয়রের। ৩ নম্বর বরোয় আরটিপিসিআর টেস্টে বিপত্তি। 


 ২২শে ৪ পুরভোটে অনড় কমিশন। নিষেধাজ্ঞা নেই, কেন বন্ধ? সওয়াল কমিশনের। করোনাকালে পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা, জানতে চাইল আদালত। 


বেলাগাম সংক্রমণ, ২ বছর ধরে বকেয়া ভোটে কেন এখন তাড়াহুড়ো? পুরভোট স্থগিত চেয়ে আক্রমণে বিরোধীরা। কমিশনের সিদ্ধান্ত, পাল্টা তৃণমূল। 


আসানসোলে পুরভোটে দিলীপের প্রচার ঘিরে ফের ধুন্ধুমার। পুলিশের বাধায় ধাক্কাধাক্কি। 


ডবল ডোজ ছাড়া সাগর দ্বীপে প্রবেশ নয়। বাধ্যতামূলক আরটিপিসিআর।নির্দেশ অমান্যে দায়ী মুখ্যসচিব, রায় হাইকোর্টের। সিদ্ধান্ত বদলে কেঁদুলি মেলাতেও সায়।


রাজ্যের আবেদনে সাড়া হাইকোর্টের। গঙ্গাসাগর মেলার কমিটিতে বাদ শুভেন্দু। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ২ সদস্যের নতুন কমিটি গঠন।


গঙ্গাসাগর নজরদারি কমিটিতে বাদ শুভেন্দু। নেপথ্যে তৃণমূলের চক্রান্ত,দাবি বিজেপির। সঠিক সিদ্ধান্তই নিয়েছে আদালত, পাল্টা তৃণমূল। 


হাইকোর্টের নির্দেশের পরেও বাবুঘাটে উধাও কোভিড বিধি। মাস্ক না পরার আজব সাফাই। 


২ মাস সব বন্ধে অভিষেকের মতই দলের বক্তব্য। দেরিতে বলায় বাস্তবায়ন সম্ভব ছিল না, দাবি সৌগতর। বলার পর বোধোদয়, কটাক্ষ বিরোধীদের।


কল্যাণীর জেএনএম হাসপাতালে আক্রান্ত শতাধিক। স্পেশাল আউটডোর বন্ধ শান্তিপুর হাসপাতালে। তারকেশ্বর হাসপাতালে বন্ধ সিজার বিভাগ। 


সংক্রমণের শৃঙ্খল ভাঙতে বর্ধমানে টানা ৭দিন বন্ধ হোটেল, ফাস্টফুড, চায়ের দোকান। বরানগর থেকে নৈহাটিতেও কড়াকড়ি। পুলিশি অভিযান। 


এসএলএসটি বিতর্কে হাইকোর্টের সুপারিশের পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান। শুভশঙ্কর সরকারের জায়গায় আজ থেকেই দায়িত্বে সিদ্ধার্থ মজুমদার। 


আবার গোসাবা। ২ সপ্তাহের মধ্যে চতুর্থবার বাঘের হানা। গবাদি পশু শিকারে আতঙ্ক। ফেন্সিং দিয়ে এলাকা ঘিরে জঙ্গলে পাঠানোর চেষ্টা। 


পৌষ শেষে উধাও শীতের দাপট। সপ্তাহান্তে ফের ঠান্ডার পূর্বাভাস দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। ঝড়ে লন্ডভন্ড খড়গপুরের বসন্তপুর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.