West Bengal News Live: সাড়ে ৫ ঘণ্টা পার, এখনও জ্বলছে ট্যাংরার গুদাম

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Mar 2022 11:47 PM
WB News Live Update: উচ্চমাধ্যমিকের সময়ই আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন

উচ্চমাধ্যমিকের সময়ই আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন। সঙ্কট নিয়ে রাজ্য সরকারের সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কথা। 

WB News Live : ট্যাংরার গুদামে ভয়াবহ আগুন, ভাঙল পাঁচিলের একাংশ

ট্যাংরার গুদামে ভয়াবহ আগুন, ভাঙল পাঁচিলের একাংশ

WB News Live Update: নন্দীগ্রামের ভোট নিয়ে বিস্ফোরক দাবি জয়প্রকাশ, রাজীবের

নন্দীগ্রামের ভোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া জয়প্রকাশ মজুমদার ও রাজীব বন্দ্যোপাধ্যায়

WB News Live : ৪ ঘণ্টা পার, এখনও জ্বলছে ট্যাংরার গুদাম

৪ ঘণ্টা পার, এখনও জ্বলছে ট্যাংরার গুদাম

WB News Live Update: বিক্রমগড়ে রান্নার গ্যাস লিক করে বিপত্তি

বিক্রমগড়ে রান্নার গ্যাস লিক করে বিপত্তি। মশা তাড়ানোর ধূপ জ্বালতেই বাড়িতে বিস্ফোরণ। 

WB News Live : ট্যাংরার বিধ্বংসী আগুন, গুদামের শেড কেটে দেওয়া হচ্ছে জল

ট্যাংরার বিধ্বংসী আগুন, গুদামের শেড কেটে দেওয়া হচ্ছে জল

WB News Live Update: এখনও জ্বলছে ট্যাংরার গুদাম

এখনও জ্বলছে ট্যাংরার গুদাম

WB News Live : ট্যাংরার গুদামে ভয়াবহ আগুন, আহত ৩ দমকলকর্মী

ট্যাংরার গুদামে ভয়াবহ আগুন, আহত ৩ দমকলকর্মী

WB News Live Update: এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার

এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার

WB News Live : ট্যাংরার রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে আগুন

ট্যাংরার রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে আগুন

WB News Live Update: ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম দমকল

ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম দমকল

WB News Live : ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন

ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন

WB News Live Update: জমাদার সেজে মানবপাচারের অভিযোগ

জমাদার সেজে মানবপাচারের অভিযোগ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তৎপরতায় চক্রের পর্দাফাঁস

WB News Live : ট্যাংরায় চামড়ার গুদামে আগুন

ট্যাংরায় চামড়ার গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা। 

WB News Live Update:শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেউচা পাঁচামিতে যাবে বিজেপির একটি প্রতিনিধিদল

বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দেউচা পাঁচামিতে যাবে বিজেপির একটি প্রতিনিধিদল।

WB News Live : ১২ এপ্রিল আসানসোল লোকসভা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

১২ এপ্রিল আসানসোল লোকসভা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

WB News Live Update: আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ-অনশন কর্মসূচি

আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ-অনশন কর্মসূচি

WB News Live : মোহনবাগানে নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার

মোহনবাগানে নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার। মোহনবাগান ক্লাবের বাইরে মারামারি। ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ। 

WB News Live Update: সল্টলেকে প্রেসিডেন্সির ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে ফরেন্সিক

সল্টলেকে প্রেসিডেন্সির ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে ফরেন্সিক। ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ আবাসনে ফরেন্সিক দল। পুতুল নিয়ে ঘটনার পুনর্নির্মাণ তদন্তকারীদের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। 

WB News Live : নন্দীগ্রামে শুভেন্দুর জয় নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ-রাজীব

নন্দীগ্রামে শুভেন্দুর জয় নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ-রাজীব

WB News Live Update: পুরুলিয়ায় চিতাবাঘ, গ্রামবাসীদের সতর্ক করতে বনদফতরের তরফে শুরু প্রচার

পুরুলিয়ায় চিতাবাঘ। কোটশিলার সিমনিজাবর জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরায় দেখা মিলল লেপার্ডের। গত ২ বছর ধরে বনাঞ্চলে একের পর এক গবাদি পশুর মৃত্যু ও কঙ্কাল উদ্ধারের ঘটনায় সন্দেহ দানা বাঁধে বন দফতরের। এরপর ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। তাতেই ধরা পড়ল চিতাবাঘের ছবি। ক্যামেরা ট্র্যাপে চিতাবাঘের ছবি ধরা পড়ার পর, গ্রামবাসীদের সতর্ক করতে বনদফতরের তরফে প্রচার শুরু হয়েছে।

WB News Live :কোনও বিশেষ শ্রেণি নয়, সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত, প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

কোনও বিশেষ শ্রেণি নয়, সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত। প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

WB News Live Update: এবার আনিসকাণ্ডে পথে নামল ফরওয়ার্ড ব্লকও

এবার আনিসকাণ্ডে পথে নামল ফরওয়ার্ড ব্লকও। দোষীদের গ্রেফতারের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে মিছিল। 

WB News Live : খেজুরি বিস্ফোরণ তদন্তে এবার তৃণমূল নেতা-নেত্রীদের নোটিস

খেজুরি বিস্ফোরণ তদন্তে এবার তৃণমূল নেতা-নেত্রীদের নোটিস। জিজ্ঞাসাবাদের জন্য তলবের নোটিস দিল এনআইএ।

WB News Live Update: জয়ী প্রার্থীদের চাপ দিয়ে দলবদল করানোর চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

পুরসভা দখলের পরেও খড়গপুরে বিরোধীদলের জয়ী প্রার্থীদের চাপ দিয়ে দলবদল করানোর চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিরোধীদলের ৬-৭ জন জয়ী প্রার্থী শাসকদলে যোগদানের আবেদন করেছেন বলে দাবি তৃণমূলের জেলা সভাপতির। ৩৫ আসনের খড়গপুর পুরসভায় ২০টি ওয়ার্ড দখল করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল। এরপরও ভয় দেখিয়ে বা টাকার বিনিময়ে বিরোধীদলের জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগদান করানোর চেষ্টা চলছে বলে একযোগে অভিযোগ জানিয়েছে বিজেপি ও কংগ্রেস। অভিযোগ নস্যাৎ করে তৃণমূল নেতৃত্বের দাবি, দলের এত দুর্দিন হয়নি যে, যোগদানের জন্য কোনও কিছুর টোপ দিতে হবে।

WB News Live : আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ-অনশন কর্মসূচি

আনিস খানের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ-অনশন কর্মসূচি। ধর্মতলায় ওয়াই চ্যানেলের সামনে অধীর চৌধুরীর নেতৃত্বে অবস্থানে বসেছেন কংগ্রেসের নেতা, কর্মীরা। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই সরব কংগ্রেস। এর আগে আনিসের আমতার বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

WB News Live Update: চাষের জমি থেকে উদ্ধার হল হাতির মৃতদেহ

চাষের জমি থেকে উদ্ধার হল হাতির মৃতদেহ। বাঁকুড়া সদর থানা এলাকার চুয়াগাড়া গ্রামের ঘটনা। এদিন সকালে চাষের জমিতে পূর্ণবয়স্ক হাতির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে যান বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে খবর, হাতির মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু কিনা খতিয়ে দেখা হচ্ছে। বন দফতর জানিয়েছে, এই মুহূর্তে বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জে ৬৩টি হাতি রয়েছে। 

WB News Live : পুরভোটে নির্দল হিসেবে জিতে এবার তৃণমূলে ফিরতে চান দুই জয়ী প্রার্থী

পুরভোটে নির্দল হিসেবে জিতে এবার তৃণমূলে ফিরতে চান দুই জয়ী প্রার্থী। নদিয়ার বীরনগর পুরসভার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থীরা। টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়ে ভোটে জিতেছি। তৃণমূলে থাকলে মানুষের জন্য কাজ করতে পারব। তাই পুরনো দলেই ফিরতে চাই। জানিয়েছেন ভোটে জয়ী দুই নির্দল প্রার্থী। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই শিরোধার্য, জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। নির্দলদের ফিরিয়ে নিলে প্রমাণ হবে শাসকদলে কোনও আদর্শ নেই, কটাক্ষ বিজেপির। 

WB News Live Update: জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়

ভাটপাড়ায় জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়। এলাকা থেকে উদ্ধার হল ৪৬টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীতা সিং। তাঁর ছেলে নমিত সিংয়ের অভিযোগ, আজ সকালে তাঁর ওপর চড়াও হয়ে মারধর করেন অর্জুন সিংয়ের দুই আত্মীয় সঞ্জয় ও প্রমোদ সিং। ভাটপাড়ার ১৮ নম্বর গলি থেকে গিয়ে ৪৬টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তৃণমূল ও বিজেপি দু পক্ষই একে অপরের বিরুদ্ধে বোমা মজুত করার অভিযোগ তুলেছে। পরে অর্জুনের আত্মীয় প্রমোদ সিংকে গ্রেফতার করে পুলিশ। অর্জুন সিংয়ের দাবি, বোমা মজুত করায় জয়ী তৃণমূল প্রার্থীর ছেলেকে ধাওয়া করে জনতা। 

WB News Live : সবচেয়ে ভাল কাজ হয়েছে বাংলায়

খারাপ পারফরম্যান্স তো দূরের কথা! মোদির স্বপ্নের জল জীবন মিশন প্রকল্পে সারা দেশে সবচেয়ে ভাল কাজ হয়েছে বাংলায়। কেন্দ্রীয় রিপোর্ট তুলে ধরে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর অভিযোগ খারিজ করল রাজ্য সরকার। তা নিয়ে শুরু হয়েছে তরজা।

WB News Live Update: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করল সিট

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করল সিট। আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেছেন? জানতে চাইলেন বিচারপতি। এদিকে, নিহত আনিসের পরিবারের অভিযোগ, তাঁরা এখনও আইনি নথি পাননি। আনিসের মৃত্যু নিয়ে আজ ধর্মতলায় অনশনে কর্মসূচি প্রদেশ কংগ্রেস সভাপতির। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live : সাসপেনশন প্রত্যাহারের দাবি

সাসপেনশন প্রত্যাহারের দাবি। রাজ্যপালকে চিঠি দিলেন সাসপেন্ড হওয়া দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়। এদিনও, বিধানসভার পোর্টিকোতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।>>

WB News Live Update: বেলেঘাটায় মহিলা আইনজীবীকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী

বেলেঘাটায় মহিলা আইনজীবীকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী। ধৃতও পেশায় আইনজীবী। এর আগে এই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের ভাড়াটে গুণ্ডা হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাদের গ্রেফতার করে জেরার পর, পুলিশ জানতে পারে ঘটনার মাস্টার মাইন্ড মহিলা আইনজীবীর স্বামী। 

WB News Live : কুকুরে কামড়ানো শিশুর চিকিত্সাই শুরু হয়নি বলে পরিবারের অভিযোগ

৩টি সরকারি হাসপাতাল ঘুরে, ৯ ঘণ্টা পর এসএসকেএমে ভর্তি হলেও, কুকুরে কামড়ানো শিশুর চিকিত্সাই শুরু হয়নি বলে পরিবারের অভিযোগ। শিশুর পরিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। 

WB News Live Update: অফলাইনে পরীক্ষার বিরোধিতায় অশান্তি বিশ্বভারতীতে

অফলাইনে পরীক্ষার বিরোধিতায় অশান্তি বিশ্বভারতীতে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরুর দিনই তা বয়কটের ডাক দিলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে চলল বিক্ষোভ। এই বিষয়ে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষের।

WB News Live : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের বলে চালাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে নিজেদের বলে চালাচ্ছে তৃণমূল সরকার। বাজেটে যে সব প্রকল্পের উল্লেখ করা হয়েছে, তার অধিকাংশই কেন্দ্রের বলে অভিযোগ বিজেপির। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার।

WB News Live Update: ১০ দিন তাঁর কথা বলা বারণ মদন মিত্রের

হাসপাতাল থেকে ছুটি পেলেন মদন মিত্র। তবে ১০ দিন তাঁর কথা বলা বারণ। দেড় মাসের মধ্যে কোনও জনসভা বা জোরে বক্তৃতাও না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

WB News Live : মালদা শহরে আম আদমি পার্টির নামে পড়ল পোস্টার

মালদা শহরে আম আদমি পার্টির নামে পড়ল পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান কেজরিওয়ালের দলের। পঞ্চায়েত ভোটে লড়বে বলে জানিয়েছে আপ। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। 

WB News Live Update: চাষের জমি থেকে উদ্ধার হল হাতির মৃতদেহ

চাষের জমি থেকে উদ্ধার হল হাতির মৃতদেহ। বাঁকুড়া সদর থানা এলাকার চুয়াগাড়া গ্রামের ঘটনা। এদিন সকালে চাষের জমিতে পূর্ণবয়স্ক হাতির দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে যান বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে খবর, হাতির মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু কিনা খতিয়ে দেখা হচ্ছে। বন দফতর জানিয়েছে, এই মুহূর্তে বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জে ৬৩টি হাতি রয়েছে। 

WB News Live : কলকাতা মেট্রোর লাইনের কিছু জায়গার পাশাপাশি ক্ষয়ে যাচ্ছে রেকের চাকাও

কলকাতা মেট্রোর লাইনের কিছু জায়গার পাশাপাশি ক্ষয়ে যাচ্ছে রেকের চাকাও। পরিস্থিতি সামলাতে প্রায় দেড় হাজার চাকার বরাত দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ১০ দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে।

WB News Live Update: শুক্রবার মোদি সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পাঁচ রাজ্যে ভোট-পর্ব মেটার পর, এবার কি  শীঘ্রই বাড়তে পারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম? জল্পনা উস্কে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর ভাষণে শোনা গেছে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। শুক্রবার এনিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি-ও।

WB News Live : কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ

কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। ইডির সমনকে চ্যালেঞ্জ করে অভিষেক-রুজিরার পিটিশন খারিজ করল দিল্লি হাইকোর্ট।

WB News Live Update: বন্দুক হাতে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট যুব তৃণমূল নেতার

বন্দুক হাতে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট যুব তৃণমূল নেতার। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক গোলাম সিরাজউদ্দিন আলি ওরফে পুকালু খান বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় বন্দুক হাতে একটি ছবি পোস্ট করেন। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে, যুব তৃণমূলের নেতার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল। 

WB News Live : দুটি করোনা হাসপাতালকে জরিমানা

করোনা রোগীর চিকিত্সায় অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগে কলকাতার একটি হাসপাতাল ও একটি নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। দুর্ব্যবহারের জন্য রোগীর আত্মীয়ের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইবারও নির্দেশ দেওয়া হয়েছে

WB News Live Update: মধুচন্দ্রিমায় গিয়ে গৃহবধূর রহস্যমৃত্যু

বিয়ের একমাসের মধ্যে হিমাচলে মধুচন্দ্রিমায় গিয়ে গৃহবধূর রহস্যমৃত্যু। স্বামীকে আটক করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারি আগরপাড়ার জয়িতা দাসের সঙ্গে বিয়ে হয় পাইকপাড়ার বাসিন্দা রাহুল পোদ্দারের। ৪ মার্চ মধুচন্দ্রিমায় যান নবদম্পতি।গতকাল কিন্নরে যান তাঁরা। 

WB News Live : হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হল।  মৃতের সহকর্মী কুন্দন কুমারকে আগেই গ্রেফতার করা হয় বিহার থেকে

WB News Lve : সাসপেনশন প্রত্যাহারের দাবি, রাজ্যপালকে চিঠি দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়ের

সাসপেনশন প্রত্যাহারের দাবি। রাজ্যপালকে চিঠি দিলেন সাসপেন্ড হওয়া দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়। এদিনও, বিধানসভার পোর্টিকোতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live : উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন জয়দীপ ঘোষ

কোচবিহারের দিনহাটা পুরসভা তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব হলেন সতীর্থ প্রাক্তন কাউন্সিলর।  উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন জয়দীপ ঘোষ। তৃণমূল জেলা নেতৃত্ব যদিও বিষয়টি ভালভাবে নেয়নি। তবে এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি

WB News Lve : মধুচন্দ্রিমায় গিয়ে  মহিলার অস্বাভাবিক মৃত্যু

মধুচন্দ্রিমায় গিয়ে  মহিলার অস্বাভাবিক মৃত্যু । মৃত্যু আগরপাড়ার বাসিন্দার। ক্রমেই ঘনাচ্ছে আতঙ্ক। সুইসাইড পয়েন্টে ছবি তুলতে গিয়েই এই ঘটনা। 

WB News Live : ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুন

ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১১ টি ঘর। আবাসিকরা বেরিয়ে এসেছেন। ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন। 

WB News Live : কাটোয়ায় উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রের অগ্নিদগ্ধ মৃতদেহ

বাড়িতে নিজের ঘর থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ছাত্রের অগ্নিদগ্ধ মৃতদেহ (Charred body)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ার (Katwa) মাধবীতলায়। মৃত পড়ুয়া আত্মহত্যা (Suicide) করেছে না অন্য কোনওভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Cops)। 

প্রেক্ষাপট

কলকাতা : রাজ্য বাজেটে (State budget ) বাড়ি ও ফ্ল্যাট কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়।  এছাড়াও একনজরে আজ সকালের শিরোনাম  (Morning Headlines)। 



  •  ৪ রাজ্যে জয়ের পর আমদাবাদে রোড শো মোদির (Narendra Modi) । উত্তরপ্রদেশে ইভিএমের (EVM) কারসাজিতে জয়। ইভিএমের ফরেন্সিক পরীক্ষার দাবি মমতার। পুরভোটের সিসিটিভির ফরেন্সিক হোক, পাল্টা শুভেন্দু।

  • ৪ রাজ্যে জিতে ডুগডুগি বাজাচ্ছে কেন্দ্র, ২০২৪-এ কী হবে কেউ জানে না। দাবি মমতার। চাপ বাড়ানোর কৌশল, খোঁচা পিকে-র। বেনারসে মমতাই বলেছিলেন এটা সেমিফাইনাল, পাল্টা শুভেন্দু (Suvendu Adhikari) ।
    ৪ রাজ্যে জয়ের পরেই দুদিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী। গাঁধীনগরে মায়ের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদি।

  • গোয়ায় ভোটের (Goa) পরেই দলত্যাগ মারগাঁওয়ের পরাজিত তৃণমূল প্রার্থীর। ৩ মাসের মধ্যে ৬ শতাংশ ভোট তৃণমূলের। এমজিপি কী করবে তাদের সিদ্ধান্ত, জানালেন মমতা। গোয়ায় গোল্লা তৃণমূলের, কটাক্ষ লকেটের।

  • গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)  রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে। গৃহবন্দি থাকার মতো অবস্থা নয়, মনে করছে আদালত। সিবিআই-এর চা খেতে হবে, খোঁচা সুকান্তর।

  • কয়লা পাচার মামলায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। ইডির সমনকে চ্যালেঞ্জ করে অভিষেক-রুজিরার পিটিশন খারিজ করল দিল্লি হাইকোর্ট।

  • নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা কোথায় ? দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। পর্যবেক্ষণ হাইকোর্টের।

  • চাকরির দাবিতে মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ এসএসসির চাকরিপ্রার্থীদের। সামিল শুভেন্দু। বিরাট দুর্নীতি, আন্দোলনের যৌক্তিকতা আছে, দাবি বিরোধী দলনেতার। তৃণমূল আমলেই স্বচ্ছতা, পাল্টা কুণাল।

  • আনিস খুনের মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিট। আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন, জিজ্ঞাসাবাদ করা হয়েছে ? সিটকে প্রশ্ন বিচারপতির। আজ ধর্মতলায় অনশনে অধীর।

  • সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালকে চিঠি বিজেপির সাসপেন্ডেড ২ বিধায়কের। বিধানসভার পোর্টিকোতে অবস্থান-বিক্ষোভ। প্রোটোকল ভাঙা হয়নি, জানালেন রাজ্যপাল।

  • ভোট শেষে এবার বাড়বে পেট্রোল-ডিজেলের দাম। আশঙ্কা জানিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার। লখনউতে ডিজেলের দাম বাংলার থেকে ১২ টাকা কম। সেস কমাক বাংলা, পাল্টা বিজেপি।

  • ভারতের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল পাকিস্তানে। রুটিন দেখভাল চলাকালীন ক্ষেপণাস্ত্র পড়ে পাকিস্তানে। বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ, পিটিআই সূত্রে খবর।

  • বাজেট বক্তৃতা চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমাকে বাধা বিজেপির। স্লোগানের পরে ওয়াক আউট। সামাজিক সুরক্ষার বাজেট, দাবি মুখ্যমন্ত্রীর। দিশাহীন রাজনৈতিক বাজেট, পাল্টা শুভেন্দু।

  • রাজ্য বাজেটে বাড়ি ও ফ্ল্যাট কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়।

  • সিএনজি চালিত যানবাহনের উপর রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ২ বছরের জন্য মকুব। ২ বছরের জন্য ব্যাটারি চালিত গাড়ির উপর রেজিস্ট্রেশন ও রোড ট্যাক্সও মকুব।

  • শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ আসন্ন। বাংলাদেশের ক্লাবের আমন্ত্রণে রবিবার ঢাকা যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা, খবর ক্লাবসূত্রে। বাংলাদেশি বিনিয়োগ নিয়ে জল্পনা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.