West Bengal News Live Updates: '৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ই', আদালতে বিস্ফোরক দাবি ইডির

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 12 Nov 2023 11:49 PM
WB News LIVE Updates:শক্তি আরাধনায় তারকারাও। বেলেঘাটায় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় বনি সেনগুপ্ত। 

শক্তি আরাধনায় তারকারাও। বেলেঘাটায় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় বনি সেনগুপ্ত। 

WB News LIVE Updates:বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, সব দিকেই নজর রয়েছে তাঁর।

WB News LIVE Updates:লেক কালীবাড়িতে এখন চলছে নিশিপুজো।

লেক কালীবাড়িতে এখন চলছে নিশিপুজো।

WB News LIVE Updates:কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব!এরকমই, বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ বিশেষ সম্মান। 

কোথাও মণ্ডপে অভিনবত্ব, তো কোথাও প্রতিমায় বিশেষত্ব! দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। আলোর জোয়ারে ভাসছে রাজপথ। কোথাও সাবেকিয়ানা, কোথাও বিষয় ভাবনার অভিনবত্ব। এরকমই, বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ বিশেষ সম্মান। 

WB News LIVE Updates:আলোর উৎসবে পরিবারের সঙ্গে খোশমেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক

বেহালা চৌরাস্তায় ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ির পুজোয় সৌরভ। আলোর উৎসবে পরিবারের সঙ্গে খোশমেজাজে প্রাক্তন ভারত অধিনায়ক। ১০৮টি প্রদীপ জ্বালিয়ে শক্তির আরাধনায় ডোনা গঙ্গোপাধ্যায়। 

WB News LIVE Updates:রাজ্যজুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন।

রাজ্যজুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷

WB News LIVE Updates:কালীপুজো উপলক্ষে পেন্টিং প্রতিযোগিতার আয়োজন করল বিষ্ণুপুর থানার পুলিশ

কালীপুজো উপলক্ষে পেন্টিং প্রতিযোগিতার আয়োজন করল বিষ্ণুপুর থানার পুলিশ

WB News LIVE Updates:শক্তির সাধনা। কোথাও সাবেকিয়ানা, কোথাও অভিনব বিষয় ভাবনা। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান পেল চেতলা অগ্রণীর কালীপুজো

শক্তির সাধনা। কোথাও সাবেকিয়ানা, কোথাও অভিনব বিষয় ভাবনা। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান পেল চেতলা অগ্রণীর কালীপুজো। 

WB News LIVE Updates:বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, সব দিকেই নজর রয়েছে তাঁর

বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি আপ্যায়ন থেকে পুজোর তদারকি, সব দিকেই নজর রয়েছে তাঁর।

WB News LIVE Updates:যোগীরাজ্যের তুলনা টেনে ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

যোগীরাজ্যের তুলনা টেনে ফের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

WB News LIVE Updates:রেশন থেকে শিক্ষা, দুর্নীতি ইস্যুতে নাম না করে তৃণমূলকে নিশানা শিশির অধিকারীর

রেশন থেকে শিক্ষা, দুর্নীতি ইস্যুতে নাম না করে তৃণমূলকে নিশানা শিশির অধিকারীর

WB News LIVE Updates: ১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

১৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। আজ জামিনের আবেদন জানাননি জ্যোতিপ্রিয় মল্লিক 

WB News LIVE Updates:ফের ED দফতরে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা

ফের ED দফতরে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা। বেরোনোর সময় রামস্বরূপ জানিয়েছেন, যা বলার ED-কে বলেছেন। জ্যোতিপ্রিয়র জন্য বাড়ি থেকে খাবার এনেছেন। সেটা দিতেই সিজিও-তে আসা। 

WB News LIVE Updates: শক্তির সাধনা। কোথাও সাবেকিয়ানা, কোথাও অভিনব বিষয় ভাবনা। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান পেল সল্টলেক মৈত্রী সঙ্ঘ

শক্তির সাধনা। কোথাও সাবেকিয়ানা, কোথাও অভিনব বিষয় ভাবনা। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান পেল সল্টলেক মৈত্রী সঙ্ঘ। 

WB News LIVE Updates:'৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ই', স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় স্বীকার করেছেন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

'৩ ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়ই', স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় স্বীকার করেছেন মন্ত্রী, আদালতে বিস্ফোরক দাবি ইডির

West Bengal News LIVE Updates:তপন কান্দু খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যু পুরুলিয়া সংশোধনাগারে বন্দি ছিলেন সত্যবান প্রামাণিক

তপন কান্দু খুনের মামলায় বিচারাধীন বন্দির মৃত্যু পুরুলিয়া সংশোধনাগারে বন্দি ছিলেন সত্যবান প্রামাণিক। আজ ভোরে সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েন সত্যবান প্রামাণিক। 

WB News LIVE Updates: মায়ের টানে উলুবেড়িয়ার খলিসানি কালী মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড়

মায়ের টানে উলুবেড়িয়ার খলিসানি কালী মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড়। মা এখানে বুড়িমা বলে খ্যাত। দীপান্বিতা অমাবস্যায় আজ মন্দিরে সারাদিনই বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে।

West Bengal News LIVE Updates: কালীপুজোর ৯দিন আগে চন্ডীপাঠের মাধ্যমে বোধন হয়েছে সিঙ্গুরের ডাকাত কালী মায়ের

কালীপুজোর ৯দিন আগে চন্ডীপাঠের মাধ্যমে বোধন হয়েছে সিঙ্গুরের ডাকাত কালী মায়ের। আজ থেকে এক সপ্তাহ আগে শুরু হয়েছে অষ্ঠ মঙ্গলা উপাচার।এক সপ্তাহ আগে গ্রামের মহিলারা বাড়ি থেকে বরণডালা নিয়ে এসে মাকে  বরন করেছেন। তারপর দূর্বা,হলুদ সহকারে সুতো মা কালী ও শিবের  হাতে বেঁধে দেন পুরোহিত। কালীপুজোর পরের দিন অর্থাৎ সুতো বাঁধার আট দিনের মাথায় পুনরায় ডাকাত কালী মা কে বরন করে বরনডালা ফিরিয়ে নিয়ে যাবেন গ্ৰামের রমনীরা। গোধূলি বেলায় হাত থেকে খোলা হবে সুতো। বন্ধ হয়ে যাবে মায়ের দরজা। পরের দিন সকাল ৬টায় পুনরায়  খোলা হয় মন্দির।। প্রায় সাড়ে ৫০০ বছরের পুরনো সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে এইরকম একাধিক প্রাচীন রীতিনীতি মেনে পুজো অর্চনা হয়ে আসছে।

WB News LIVE Updates: কালীপুজো উপলক্ষে দেবী দুর্গার পাশাপাশি, মা কালী রূপে পুজো হয়ে থাকে মা ফুল্লরা

সারাবছর দুর্গা রূপে পুজিতা হন মা ফুল্লরা। কিন্তু কালী পুজোয় মা কালী রূপে পুলিত হন।  ৫১ পিঠের অন্যতম সতীপীঠ বীরভূমের লাভপুরের ফুল্লরা। সারা বছর এখানে দেবী দুর্গার রূপে পুজিত হয়ে থাকেন। কালীপুজো উপলক্ষে দেবী দুর্গার পাশাপাশি, মা কালী রূপে পুজো হয়ে থাকে মা ফুল্লরা।

West Bengal News LIVE Updates: কালীপুজোতে সকাল সন্ধ্যাতে হালকা শীতের আমেজ

আজ কালীপুজোতে সকাল সন্ধ্যাতে হালকা শীতের আমেজ। কিন্তু ভাইফোঁটাতে আবহাওয়া বদলের সম্ভাবনা। সোমবার ঘূর্নাবর্ত তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার এর মধ্যে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের অভিমুখে এগোবে। বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং অভিমুখ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। এর প্রভাবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলে। উপকূল সংলগ্ন জেলা গুলিতেও বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার।

WB News LIVE Updates: ৪০০ বছরের পুরনো কাটোয়ার খ্যাপা কালি তলার পুজো যা খেপিমা নামেই পরিচিত

৪০০ বছরের পুরনো কাটোয়ার খ্যাপা কালি তলার পুজো যা খেপিমা নামেই পরিচিত। ৫ কেজি সোনার গহনা দিয়ে সাজানো হয় মাকে। ডাকাতদের হাত দিয়ে শুরু হওয়া কালীপুজো আজ কাটোয়া শহরের মা। সকাল থেকে লম্বা লাইন ভক্তদের

West Bengal News LIVE Updates: দীপাবলিতে মহালক্ষ্মী বন্দনা

দীপান্বিতা অমাবস্যায় মহালক্ষ্মীর বন্দনা। কালীঘাটে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের পুজো। সকাল থেকেই ভক্তদের ভিড়। গভীর রাত পর্যন্ত খোলা থাকবে মন্দির। নবরূপে সেজে উঠছে মন্দির চত্বর। 

WB News LIVE Updates: ঐতিহ্যের পুজো

লেক কালীবাড়িতে নিষ্ঠাভরে উপাসনা। ঠনঠনিয়ায় বিশেষ পুজোর আয়োজন। করুণাময়ী কালী মন্দিরে রীতি মেনে কুমারী পুজো। 

West Bengal News LIVE Updates: যোগী রাজ্যের তুলনা টেনে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

'এই রাজ্যের সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। ভাতা, বোনাস কিছুই দেওয়া হয় না। উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা টানা বৃথা,'  যোগী রাজ্যের তুলনা টেনে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

WB News LIVE Updates: কালীঘাটে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা

কালীঘাটে মহালক্ষ্মী রূপে শ্যামা মায়ের আরাধনা। সকাল থেকেই ভক্তদের ভিড়। গভীর রাত পর্যন্ত খোলা থাকবে মন্দির। নবরূপে সেজে উঠছে মন্দির চত্বর।

West Bengal News LIVE Updates: শক্তির আরাধনা

আজ শক্তির আরাধনা। কালীঘাট থেকে কামাখ্যা। দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ। সকালে মঙ্গলারতি, বিশেষ পুজো। দেশজুড়ে দেবীর বন্দনায় ভক্তদের ঢল।

WB News LIVE Updates:বাকিবুরের আরও সম্পত্তি!

চালকল, আটাকল, রেস্তারাঁ, পানশালার পর বাকিবুরের আরও সম্পত্তির হদিশ। বারাসাতে বিঘার পর বিঘা জমিতে ধানের গুদাম। ঢুকেছে দুর্নীতির টাকা? খতিয়ে দেখছে এজেন্সি। 

West Bengal News LIVE Updates: সুদ ছাড়াই ৯ কোটি ঋণ!

সুদ ছাড়াই জ্যোতিপ্রিয়র পরিবারকে ৯ কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর! আদালতে দাবি ইডির। নেপথ্যে কী রহস্য? উত্তর খুঁজছে এজেন্সি। 

WB News LIVE Updates: আজ ফের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা

আজ ফের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা। কাল আদালতে পেশ করা হবে। 

West Bengal News LIVE Updates: রেশনের 'কালোবাজারি'র পর্দাফাঁস

রাজ্যজুড়ে রেশন দুর্নীতির তদন্তের মধ্যেই তাহেরপুরে সরকারি আটার কালোবাজারির পর্দাফাঁস। চুরি করছে তৃণমূল, অভিযোগ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। ভেসে থাকার চেষ্টা, পাল্টা তৃণমূল।

WB News LIVE Updates: একই বাড়িতে তিন তিন জন খুন

একই বাড়িতে তিন তিন জন খুন, নিহতদের সকলেরই মোবাইল ফোন উধাও- কাঁকসা হাড়হিম করা হত্যকাণ্ডে বাড়ছে রহস্য

West Bengal News LIVE Updates: 'সাহেব সই করতে বলেছেন', বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয়র পরিচারকের

সাহেব সই করতে বলেছেন, একজন বলেছিল। তাই রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই করেছিলাম। এবার বিস্ফোরক দাবি করলেন জ্য়োতিপ্রিয় মল্লিকের পরিচারক! অন্যদিকে, সুদ ও সিকিউরিটি ছাড়াই জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে ৯ কোটি টাকার ঋণ দিয়েছিলেন ধৃত ব্যবসায়ী বাকিবুর, শনিবার আদালতে দাবি করল ED. এবিষয়ে বাকিবুরকে জেলে গিয়ে জেরা করতে পারবে ED, অনুমতি দিয়েছে আদালত।

WB News LIVE Updates: দুঃসাহসিক চুরি বর্ধমান শহরের দুটি স্কুলে

দুঃসাহসিক চুরি বর্ধমান শহরের দুটি স্কুলে। কোথাও দরজা জানলা ভেঙ্গে আবার কোথাও গ্যাস কাটার দিয়ে তালা কেটে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের ঘর ও স্টাফরুমে ঢোকে চোরেরা।  গতকাল রাত্রে বর্ধমান শহরে ৩ নম্বর ইছলাবাদ উচ্চ বিদ্যালয় ও ৪ নম্বর ইছলাবাদ বিবেকানন্দ  বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ৪ নম্বর ইছলাবাদ বিবেকানন্দ  বালিকা বিদ্যালয় থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা এছাড়াও দুটি স্কুলেরই সমস্ত নথি তছনছ করে দেওয়া হয়। 

West Bengal News LIVE Updates:আরও ২টি বন্দেভারত ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ

আরও ২টি বন্দেভারত ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ। শনিবার রাতে উলুবেড়িয়ার শুড়িখালি সাথী ফুটবল ক্লাবের শ্যামা পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথী ফুটবল ক্লাবের এই বছরের পূজোর থিম বন্দেভারত ট্রেন। সেই দেখেই তিনি বলেন এখন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ও হাওড়া থেকে পুরী দুটি বন্দেভারত চলছে, আরো দুটো বন্দেভারত আসছে। আমরা আর কিছু দিনের মধ্যেই সেগুলো পেয়ে যাবো।

WB News LIVE Updates: বাগনান বাঙালপুর বয়েজ ক্লাবের কালীপুজো এই বছর ১০১ বছরে পা

বাগনান বাঙালপুর বয়েজ ক্লাবের কালীপুজো এই বছর ১০১ বছরে পা দিল। আদিবাসীদের জীবনযাত্রা কে বিভিন্ন মাটির তৈরি মডেলের মাধ্যমে মন্ডপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মাদলের ধ্বনি তুলে ধরা হয়েছে মন্ডপের মধ্যে। প্রতিমা তৈরি করা হয়েছে দক্ষিণা কালী রূপে। প্রতিমার গায়ে ডাকের অলংকারের সাজে সজ্জিত করা হয়েছে।

West Bengal News LIVE Updates: বাংলাজুড়ে আজ শক্তির আরাধনা

বাংলাজুড়ে শক্তির আরাধনা। আজ কালীপুজো। শুভ শক্তির হাতে, অশুভ শক্তির পরাজয়। মঙ্গল আরতি দিয়ে শক্তির আরাধনা শুরু মন্দিরে মন্দিরে। দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়।

প্রেক্ষাপট

কলকাতা: বাংলাজুড়ে (West Bengal)  শক্তির আরাধনা। আজ কালীপুজো (Kalipuja)। শুভ শক্তির হাতে, অশুভ শক্তির পরাজয়। মঙ্গল আরতি দিয়ে শক্তির আরাধনা শুরু মন্দিরে মন্দিরে। দীপাবলির (Diwali) আনন্দ শহর থেকে জেলায়।


আজ কালীপুজোর রাতের আকাশ বাজির রঙে হয়ে উঠবে মোহময়ী। বাংলার ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করার রীতি তো আছেই। আলোর রোশনাই চতুর্দিকে। সেইসঙ্গে বাজির গন্ধ মিশে তৈরি এক নস্ট্যালজিক পরিবেশ। কালী পুজোর সঙ্গে ধনদেবীর আরাধনাও হয় বাংলায়। সংসারের মঙ্গল কামনায় অলক্ষ্মীকে বিদায় জানিয়ে লক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর রীতি প্রতি ঘরে ঘরে।


ভৌম অমাবস্যার রাতে আজ মহাশক্তির আরাধনা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে মানুষের ঢল। ভক্তদের ভিড়ে পা ফেলার জায়গা নেই কালীঘাট চত্বরে। একই ছবি দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠেও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.