WB Live News Updates: শাসক নেতার ঘরেই 'ভুয়ো' চাকরি!

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 12 Mar 2023 11:53 PM
West Bengal News Live:প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা

প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তার জন্য ১০ থেকে ৪০ হাজার কাটমানিও নিয়েছেন তাঁরা। দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। বিধায়কই কাটমানি নেন বলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

WB News Live Update:নিয়োগ থেকে গরু-কয়লা, একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের

নিয়োগ থেকে গরু-কয়লা, একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতা। আর এই প্রেক্ষাপটেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর মন্তব্য, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে আর সততার প্রতীক লিখতে পারছেন না। এটা আমাদের কাছে দুঃখজনক। এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় নন, আমরা দায়ী, আক্ষেপের সুরে মন্তব্য উদয়ন গুহর

West Bengal News Live:জেলমুক্তির পর প্রথমবার ভাঙড়ে গিয়ে এই ভাষাতেই সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি

পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হলে শাসককে খুঁজে পাওয়া যাবে না। জেলমুক্তির পর প্রথমবার ভাঙড়ে গিয়ে এই ভাষাতেই সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পাল্টা ফিরহাদ হাকিমের জবাব, তৃণমূলকে শূন্য করার ক্ষমতা নৌশাদ সিদ্দিকিদের নেই। ভাঙড়ের যে হাতিশালা গ্রাম থেকে গত ২১ জানুয়ারির অশান্তির সূত্রপাত, এদিন সেখান থেকেই মিছিল শুরু করেন নৌশাদ সিদ্দিকি। 

WB News Live Update:আরও দীর্ঘ হল ইডির হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের সাম্রাজ্যের ব্যাপ্তি

আরও দীর্ঘ হল ইডির হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের সাম্রাজ্যের ব্যাপ্তি! হুগলির বলাগড় ও চন্দননগরের পর যুব তৃণমূল নেতার সম্পত্তির তালিকায় যুক্ত হল চুঁচুড়াও। খোঁজ মিলল একটি বাংলোর। একটি ফ্ল্য়াটের হদিশ মিলেছে। ৭০ লাখি বাড়িতে প্রোমোটিং-এর পরিকল্পনার তথ্যও সামনে এসেছে

West Bengal News Live:হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিলি ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার

হিমঘরে আলু রাখার জন্য বন্ড বিলি ঘিরে ইসলামপুরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে আলুচাষিদের ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

WB News Live Update:শাসক নেতার ঘরেই 'ভুয়ো' চাকরি!

শাসক নেতার ঘরেই 'ভুয়ো' চাকরি! চাকরিচ্যুত মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতার মেয়ে-জামাই। চাকরি-হারা হরিশ্চন্দ্রপুরের কুশিদার প্রাক্তন অঞ্চল চেয়ারম্যানের দুই মেয়ে-জামাই

West Bengal News Live:গ্রুপ সি-র চাকরি চুরিতে বাড়ছে তৃণমূল-যোগ

গ্রুপ সি-র চাকরি চুরিতে বাড়ছে তৃণমূল-যোগ। আদালতের নির্দেশে চাকরি বাতিল আমতার পঞ্চায়েতের প্রধানের। গ্রুপ সি-র চাকরিচ্যুতের তালিকায় তৃণমূল পরিচালিত সাবসিট গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম

WB News Live Update: হাওয়াই ভাসিয়ে লাভ নেই। তথ্য থাকলে সঠিক জায়গায় জানান। কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলীপ ঘোষের

হাওয়াই ভাসিয়ে লাভ নেই। তথ্য থাকলে সঠিক জায়গায় জানান। কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলীপ ঘোষের। 

West Bengal News Live:ডিএ আন্দোলনকারীদের ফের অনশন প্রত্যাহারের বার্তা রাজ্যপালের।

ডিএ আন্দোলনকারীদের ফের অনশন প্রত্যাহারের বার্তা রাজ্যপালের। 'মানুষের জীবন মূল্যবান। যে কোনও জটিল সমস্যার সমাধান আছে। আমাদের সমাধানের চেষ্টা করা উচিত', বার্তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

WB News Live Update: ফের চাকরি-চুরিতে তৃণমূল যোগ

ফের চাকরি-চুরিতে তৃণমূল যোগ। বিধায়ক-পুত্র, বিধায়কের ভাইয়ের পর এবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। বিনতা কামারহাটির নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়ের গ্রুপ সি কর্মী ছিলেন। চাকরি-হারাদের তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম রয়েছে ১৪১ নম্বরে। শুক্রবার তৃণমূলের হয়ে DA-ধর্মঘট-বিরোধিতায় স্কুলে গিয়েছিলেন বিধায়ক কন্যা। বিকেলে জানা যায়, তাঁর চাকরি গিয়েছে। গতকাল আর 
স্কুলে যাননি তৃণমূল বিধায়কের মেয়ে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ২০১৮ সালে করণিক পদে যোগ দেন বিধায়ক-কন্যা।

West Bengal News Live: চাকরি-বিক্রিতে দলীয় যোগ রয়েছে বলে জেরায় স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।

চাকরি-বিক্রিতে দলীয় যোগ রয়েছে বলে জেরায় স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জেরায় শান্তনু দাবি করেছেন, চাকরিপ্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাঁদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে। কাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল নথি? শান্তনুকে জেরা করে আপাতত তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত নগদ ও সোনাদানা মিলিয়ে ১১১ কোটি টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। 

WB News Live Update: মানিক-শান্তনু-কুন্তলের ত্র্যহস্পর্শে ছড়িয়েছে দুর্নীতির জাল, দাবি ইডির

মানিক-শান্তনু-কুন্তলের ত্র্যহস্পর্শে ছড়িয়েছে দুর্নীতির জাল, দাবি ইডির। অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু
মানিকের মতো শান্তনুর বাড়ি থেকেও উদ্ধার প্রচুর চাকরিপ্রার্থীর নামের তালিকা। মানিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তালিকার বেশ কিছু নাম ছিল শান্তনুর বাড়ি থেকে মেলা তালিকাতেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে আরও দাবি, শান্তনুর সুপারিশে ৩১২ জনের মধ্যে ১০ জনকে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন মানিক!

West Bengal News Live: হুগলির বলাগড়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের  বিলাসবহুল তিনতলা বাড়ির খোঁজ

হুগলির বলাগড়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের  বিলাসবহুল তিনতলা বাড়ির খোঁজ! যেখানে রয়েছে ৭টি সিসি ক্যামেরা। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দু'টি গাড়ি।

WB News Live Update: মোবাইল মেকানিক থেকে বেতাজ বাদশা। বিলাসবহুল বাড়ি-রিসর্ট-ধাবা-ফ্ল্যাটের পাশাপাশি, কোথায় কোথায়, আর কত সম্পত্তি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের?

মোবাইল মেকানিক থেকে বেতাজ বাদশা। বিলাসবহুল বাড়ি-রিসর্ট-ধাবা-ফ্ল্যাটের পাশাপাশি, কোথায় কোথায়, আর কত সম্পত্তি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের? এইসব প্রশ্নের মাঝেই চুঁচুড়ার এক ব্যক্তির দাবি, তাঁর বাড়ি কিনে সেখানে ফ্ল্যাটবা়ড়ি তৈরি করতে চেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ৭০ লক্ষ টাকার চুক্তিও হয়েছিল। অগ্রিম বাবদ দেওয়া হয়েছিল ১৫ লক্ষ টাকা। 

West Bengal News Live: রাজ্য সরকার ত্রিপাক্ষিক বৈঠককে বসবে কী না সেবিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে: শান্তনু সেন

রাজ্য সরকার ত্রিপাক্ষিক বৈঠককে বসবে কী না সেবিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।

WB News Live Update: শওকত মোল্লার মন্তব্য

২০২১ সালের বিধানসভা ভোটে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে ভাঙড় বিধানসভায় জিতেছিল নৌশাদ সিদ্দিকি। মানুষের উন্নয়নে কোনও কাজ করতে পারেননি তিনি। মন্তব্য শওকত মোল্লার।

West Bengal News Live: অ্যাডিনো-আতঙ্ক, শিশু মৃত্যু এবং DA-আন্দোলন নিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু

অ্যাডিনো-আতঙ্ক, শিশু মৃত্যু এবং DA-আন্দোলন নিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, অ্যাডিনো-ভাইরাসে পেডিয়াট্রিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেই, শিশুদের মৃত্যু হচ্ছে। DA হিসেবে মুখ্যমন্ত্রী ৩ শতাংশ অথবা তাঁর মুণ্ড নিতে বলছেন। আর পঞ্চায়েত ভোটের আগে রাস্তাশ্রী প্রকল্পের প্রচারের বিজ্ঞাপনে কোটি কোটি খরচ করা হচ্ছে। কারণ গ্রাম পঞ্চায়েতগুলো তৃণমূলের রুটি-রুজির জায়গা। খাজনার চেয়ে বাজনা বেশি। একটা দেউলিয়া হয়ে যাওয়া সরকার রাজনৈতিক স্বার্থে জনগণের টাকা নয়ছয় করছে। ট্যুইটে লেখেন শুভেন্দু অধিকারী। 

WB News Live Update: রবিবার স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব তৃণমূল নেত্রীর

DA-ধর্মঘটের জেরে শুক্রবার বন্ধ ছিল স্কুল। তার বদলে রবিবার স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করলেন তৃণমূল নেত্রী ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। প্রধান শিক্ষকের সঙ্গে চলল উত্তপ্ত বাক্য বিনিময়। মুচলেকা না দেওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখা হয়। এই নিয়ে উত্তেজনা ছড়াল বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে। প্রধান শিক্ষক জানিয়েছেন, শুক্রবার স্কুল বন্ধ থাকায়, শিক্ষকরা সিদ্ধান্ত নেন রবিবার ক্লাস নেবেন। এমনকি নিজেদের টাকায় এদিন মিড ডে মিলেরও ব্যবস্থা করেন শিক্ষকরা। যদিও তৃণমূল নেত্রী ও ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের দাবি, এক্ষেত্রে  রবিবার স্কুল খোলা রেখে সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান শিক্ষক।

West Bengal News Live: নদিয়ার কালীগঞ্জে পুলিশকে বোমা ছোড়ার পর, এবার উদ্ধার হল অস্ত্র ও বিস্ফোরক

নদিয়ার কালীগঞ্জে পুলিশকে বোমা ছোড়ার পর, এবার উদ্ধার হল অস্ত্র ও বিস্ফোরক। গতকাল কালীগঞ্জের পলাশি থেকে ৪ অস্ত্র কারবারিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃৃতেরা নদিয়া ও মুর্শিদাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ৪ অস্ত্র কারবারি দুটি মোটরবাইকে করে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে ওঁৎ পেতেছিল এসটিএফ। ধৃতদের কাছ থেকে ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও প্রায় ১০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। এসটিএফের দাবি, ধৃতরা আন্তঃ-রাজ্য অস্ত্র চোরাচালানে যুক্ত। এই চক্রে আর কারা জড়িত, কোথায় অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত সোমবার পুরনো মামলায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে জখম
হন ওসি-সহ ৫ পুলিশ কর্মী। 

WB News Live Update: সম্পত্তি নিয়ে পোস্টার পড়ল চুঁচুড়ার তৃণমূল বিধায়কের নামে

সম্পত্তি নিয়ে পোস্টার পড়ল চুঁচুড়ার তৃণমূল বিধায়কের নামে। গতকাল সিঙ্গুরে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে চাকরি-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এরপরই আজ সকালে বিধায়কের প্রচুর সম্পত্তি রয়েছে বলে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় একাধিক পোস্টার দেখা যায়। লকেট পার্থ-মদনদের বান্ধবী, তিনিই পার্থর নাম করে চাকরি-বিক্রির কোটি কোটি টাকা তুলেছেন, বিজেপি সাংসদকে পাল্টা আক্রমণ শানিয়েছেন চুঁচুড়ার তৃণমূল
বিধায়ক।  

West Bengal News Live: অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠকে বসছে টাস্ক ফোর্স

অ্যাডিনো-মোকাবিলায় আজ ভার্চুয়াল বৈঠকে বসছে টাস্ক ফোর্স। দুপুর ২টো নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা। বিভিন্ন হাসপাতালে কতজন শিশু ভর্তি রয়েছে, তাদের মধ্যে কতজন অ্যাডিনো আক্রান্ত, পরিকাঠামোর কোনও খামতি রয়েছে কি না, বেডের জন্য অতিরিক্ত ব্যবস্থাপনা প্রয়োজন কি না, কীভাবে হাসপাতাল পরিদর্শন করা হবে, এসব নিয়েই মূলত আলোচনা করবেন টাস্ক ফোর্সের সদস্যরা।

WB News Live Update: ফের চাকরি-চুরিতে তৃণমূল যোগ

ফের চাকরি-চুরিতে তৃণমূল যোগ। বিধায়ক-পুত্র, বিধায়কের ভাইয়ের পর এবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল উত্তর ২৪ পরগনার মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। বিনতা কামারহাটির নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়ের গ্রুপ সি কর্মী ছিলেন। চাকরি-হারাদের তালিকায় ত-তৃণমূল বিধায়কের মেয়ের নাম রয়েছে ১৪১ নম্বরে। শুক্রবার তৃণমূলের হয়ে DA-ধর্মঘট-বিরোধিতায় স্কুলে গিয়েছিলেন বিধায়ক। কন্যা। বিকেলে জানা যায়, তাঁর চাকরি গিয়েছে। গতকাল আর স্কুলে যাননি তৃণমূল বিধায়কের মেয়ে। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, ২০১৮ সালে করণিক পদে যোগ দেন বিধায়ক-কন্যা। সেদিন বিধায়ক নিজেই মেয়েকে নিয়ে এসেছিলেন স্কুলে। এই নিয়ে বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি। কটাক্ষ করেছে বিজেপি। যদিও বিধায়কের স্বামী তথা মিনাখাঁ বিধানসভার তৃণমূল চেয়ারম্যানের দাবি, সুুপারিশ নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে মেয়ে।  

West Bengal News Live: জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার ভাঙড়ে গেলেন এলাকার বিধায়ক নৌশাদ সিদ্দিকি

জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রথমবার ভাঙড়ে গেলেন এলাকার বিধায়ক নৌশাদ সিদ্দিকি। ৪২ দিন জেলবন্দি থাকার পর ৪ মার্চ ছাড়া পান আইএসএফ বিধায়ক। আজ ভাঙড়ে পা রাখার পর ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় নৌশাদকে। 

WB News Live Update: প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা

প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এর জন্য ১০-৪০ হাজার টাকা কাটমানিও নিয়েছেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে তোপ দাগলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। 

WB Live News: ক্যালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে রবিবার সকালে শহরে অনুষ্ঠিত হল মহিলাদের ম্যারাথন

ক্যালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে রবিবার সকালে শহরে অনুষ্ঠিত হল মহিলাদের ম্যারাথন। পার্ক স্ট্রিট মোড় থেকে এই ম্যারাথনের সূচনা হয়। ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন হাজার বারোশো মহিলা প্রতিযোগী। মহিলাদের শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়। 

West Bengal News Live: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। গতকাল রাতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৮ জন শিশুর। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা থাকায়, বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে ৭ মাস বয়সী শিশুকে বি সি রায় হাসপাতালে আনা হয়। আইসিইউ-তে থাকা ওই শিশুর সিভিয়ার নিউমোনিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতালের রিপোর্টে জানানো হয়। 


 

WB Live News: মদন মিত্রর নিশানায় আইনের রক্ষকরা

পুলিশের মধ্যে চর রয়েছে। বিজেপি, সিপিএমকে বাবা বলে ভাবছে পুলিশ। এবার মদন মিত্রর নিশানায় আইনের রক্ষকরা। ভাইরাল হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্য। সেখানে বিরোধীদেরও একহাত নিতে দেখা গিয়েছে তাঁকে। পাল্টা জবাব দিতে দেরি করেনি বাম, কংগ্রেস, বিজেপি। 

West Bengal News Live: সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়

শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া নয়, সরকারি কর্মীদের বদলিতেও টাকা নিতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ট্রান্সফার পোস্টিংয়ে মোটা অঙ্কের লেনদেন হত। তাতেও লাভবান হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা। চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সরকারি কর্মীরা কোথায় বদলি হবেন, তার জন্য আলাদা আলাদা দর ঠিক করা হয়েছিল। ইডি-র দাবি, শান্তনুর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে মিলেছে সরকারি কর্মীদের বদলির সুপারিশের চিঠি। 

WB Live News: DA-আন্দোলনকারীদের রাজভবনে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের

DA-আন্দোলনকারীদের রাজভবনে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের। সকাল ১১টায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা। রাজ্যপাল DA-আন্দোলনকারীদের অনশন তোলার বার্তা দেওয়ার পরেই এই বৈঠক ডাকা হয়েছে। DA-আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


 

WB Live Updates: অনুষ্ঠিত হল মহিলাদের ম্যারাথন

ক্যালকাটা পুলিশ ক্লাবের উদ্যোগে রবিবার সকালে শহরে অনুষ্ঠিত হল মহিলাদের ম্যারাথন। পার্ক স্ট্রিট মোড় থেকে এই ম্যারাথনের সূচনা হয়। ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন হাজার বারোশো মহিলা প্রতিযোগী। মহিলাদের শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়।

WB Live News: ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি নিয়ে চাঞ্চল্য়কর দাবি করেছে ইডি

ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের সম্পত্তি নিয়ে চাঞ্চল্য়কর দাবি করেছে ইডি। রিমান্ড লেটারে বলা হয়েছে, হুগলিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হোটেল, ধাবা, একাধিক জমি এবং দুটি বাড়ি-সহ প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। রয়েছে বেনামে সম্পত্তিও। যে সব সম্পত্তি ২০১৫ সালের পর কেনা হয়েছে, তার বেশিরভাগই নগদে কেনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০১৪ সালের টেটে যখন দুর্নীতি হয়, তারপরই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায় শান্তনুর সম্পত্তি। তার আগে তাঁর সম্পত্তি বলতে সেরকম কিছুই ছিল না। বিদ্যুৎ দফতরের সামান্য কর্মচারী ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। বছরে বেতন ছিল ২-৬ লক্ষ টাকা। সেখান থেকে এত বিপুল সম্পত্তি কীভাবে তাঁর নামে এল? তাঁর নামে কোম্পানি কীভাবে হল? তার কোনও উত্তর মেলেনি শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে।

WB Live Updates: দলীয় যোগ রয়েছে বলে জেরায় স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

চাকরি-বিক্রিতে দলীয় যোগ রয়েছে বলে জেরায় স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জেরায় শান্তনু দাবি করেছেন, চাকরিপ্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাঁদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে। কাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল নথি? শান্তনুকে জেরা করে আপাতত তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত নগদ ও সোনাদানা মিলিয়ে ১১১ কোটি টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।

WB Live News: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

উত্তর ২৪ পরগনার হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি শেখ নুরুল ইসলামকে নিয়ে পোস্টার পড়েছিল কয়েকদিন আগে। এবার তারই প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। পোস্টারের নেপথ্য়ে বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ও আইএসএফ। 

WB Live Updates: আরাবুল-কাইজারদের কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব

পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে দলীয় কোন্দল রুখতে, আরাবুল-কাইজারদের কড়া বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব তুলে দেওয়া হল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হাতে। তা নিয়েই কটাক্ষ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি।

প্রেক্ষাপট

কলকাতা: ৮ বছরেই বলাগড়ের বেতাজ বাদশা! রিসর্ট, গেস্ট হাউস, ধাবা, বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট-হুগলি জুড়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার (TMC Leader) একের পর এক সম্পত্তির হদিশ! 


হকের দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা। মোবাইল মেকানিক থেকে অসংখ্য সম্পত্তির মালিক শান্তনু। নিয়োগ দুর্নীতি মামলায় ১৩ মার্চ পর্যন্ত ইডি হেফাজত।


টিনের চালের মোবাইলের দোকান থেকে রকেট গতিতে উত্থান। স্কুলে চাকরি বিক্রির কালো টাকাতেই কি ধনকুবের শান্তনু? উৎসের খোঁজে ইডি। 


অযোগ্যদের চাকরির সুপারিশ করতেন মানিকের কাছে। নিতেন প্রার্থীপিছু ৪-৫ লক্ষ টাকা, দাবি ইডি-র (Enforcement Directorate)।


কুন্তলের (Kuntal Ghosjh) সঙ্গে জুটি বেঁধে চাকরি বিক্রি। অন্তত ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ, রিমান্ড লেটারে দাবি ইডির। 


চাকরি বিক্রিতে মানিকের কাছেই সুপারিশ করতেন শান্তনু। কখনও টাকা নিতেন সরাসরি, কখনও কুন্তলের মাধ্যমে। প্রার্থী পিছু পেতেন ৪-৫ লক্ষ, দাবি ইডির। 


মাত্র কয়েক মাসের আলাপেই কীভাবে ৫০ লক্ষের ঋণ? কুন্তল-ঘনিষ্ঠ সোমাকে নিয়ে বাড়ছে রহস্য। 


নিয়োগে বেলাগাম দুর্নীতি, চাকরি গেল ৮৪২জনের। তালিকায় তৃণমূল বিধায়কের ছেলে, ভাই থেকে কাউন্সিলর, জেলা পরিষদের সদস্যও! 


হাইকোর্টের নির্দেশে চাকরি হারাচ্ছেন একের পর এক অযোগ্য। সরকারের উপর চাপ বাড়িয়ে দ্রুত নিয়োগের দাবি আন্দোলনকারীদের। 


গরুপাচারের কালো টাকার সন্ধানে এবার কেষ্ট-কন্যাকে ইডির ফোন। আগামী সপ্তাহেই দিল্লিতে হাজিরার জন্য তৈরি থাকার নির্দেশ। ফোন সিএ-কেও। কেষ্ট-কন্যাকে ইডির ফোন 


ডিএ- ধর্মঘটে সামিল হওয়ার মাসুল! জেলায় জেলায় তৃণমূল নেতাদের রক্তচক্ষুর মুখে শিক্ষকরা। কোথাও স্কুলে তালা, কোথাও বাইরেই দাঁড় করিয়ে শাস্তি! 


ডিএ নিয়ে এবার লাগাতার ধর্মঘটের পথে যাওয়ার ভাবনা আন্দোলনকারী কর্মচারীদের। ফের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার বার্তা রাজ্যপালের।এবার লাগাতার ধর্মঘট?


বিধানসভায় সেচমন্ত্রীকে গ্রেফতার করানোর হুমকির অভিযোগ। বিরোধী দলনেতার বিরুদ্ধে আসছে স্বাধিকারভঙ্গের নোটিস। লোক দেখানো চেষ্টা, পাল্টা শুভেন্দু।  
শুভেন্দুকে স্বাধিকার-নোটিস


ভাঙড় তৃণমূলে এবার সওকত মোল্লা অবজার্ভার। সুব্রত বক্সির অফিসে বৈঠকে আরাবুল-কাইজাররা। মমতা কিংবা অভিষেক দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ নওশাদের। 


 সাগরদিঘি জয়ের পরে এখনও শপথ অধরা। বিধানসভায় গিয়ে ধোঁয়াশা বাড়ালেন বায়রন।


বিরোধীদের সঙ্গে এবার পুলিশকে হুঁশিয়ারি মদনের।


অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই একের পর এক শিশুর মৃত্যু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চিঠি গেল সব রাজ্যে। ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল নবান্ন। 


লালবাজারের কাছে আর এন মুখার্জি রোডে বহুতলে আগুন। বন্ধ অফিস থেকে ধোঁয়ায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। 
বহুতলে আগুন


৮ বছরেই সম্পত্তির পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু। চাকরি বিক্রির টাকাতেই ধনকুবের? গ্রুপ সি-র চাকরি বাতিলের তালিকায় একের পর এক তৃণমূল নেতার আত্মীয়! 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.