West Bengal News Live : 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার

West Bengal News : জেলা থেকে জেলার খবর, এক নজরে এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 13 Feb 2023 11:42 PM
WB News Live : 'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার

'জালিয়াতি' করে একই স্কুলে ছেলের চাকরি, মুর্শিদাবাদে প্রধান শিক্ষক গ্রেফতার । হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি, প্রধান শিক্ষক আশিস তিওয়ারি গ্রেফতার ।নিয়োগপত্র-সুপারিশপত্র 'জাল' করে একই স্কুলেই ভুগোলের শিক্ষক ছেলে। নথি জাল করে ছেলে অনিমেষের চাকরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার। দফায় দফায় জেরার পরে সুতির গোঠা এ রহমান স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার । 

West Bengal News Live : পুলিশের চার্জশিটে নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর!

সুইসাইড নোটে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আর কারা দুর্নীতিতে যুক্ত, রয়েছে তাঁদের নামও। তারপরও পুলিশের চার্জশিটে নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর! লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্তে দাবি করেছে মৃতের পরিবার।

WB News Live : পুরাতন মালদা পুরসভায়, কাউন্সিলরদের মাসিক ভাতা এক লাফে বেড়েছে দ্বিগুণেরও বেশি

পুরাতন মালদা পুরসভায়, কাউন্সিলরদের মাসিক ভাতা এক লাফে বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যায়ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আপত্তি জানিয়েছেন তৃণমূলেরই এক কাউন্সিলর। যদিও নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভাইস চেয়ারম্যান। তবে কাউন্সিলরের পাশেই দাঁড়িয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

West Bengal News Live : বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু

বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হোমগার্ডের মৃতদেহ। দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করল বেহালা থানার পুলিশ। পাশেই উদ্ধার সুইসাইড নোট
কীটনাশক খেয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের। 

WB News Live : শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ

শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  বিজেপিই উস্কানি দিচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূলের বীরভূমের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।  

West Bengal News Live : পঞ্চায়েত ভোটের আগে ফের ৩ জেলায় অস্ত্র বোমা উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের ৩ জেলায় অস্ত্র বোমা উদ্ধার হল। আমাডাঙায় সাত সকালে চলল বোমাবাজি। বোমার আঘাতে জখম হয়েছে এক জন। মালদার হরিশচন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেফতার করা হল ২ দুষ্কৃতীকে। এদিকে, বাসন্তীতে মিলল ৫টি বোতল বোমা।

WB News Live : নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ নিশীথের

নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের, পাল্টা চ্যালেঞ্জ নিশীথের। কোচবিহারে বিএসএফের গুলিতে মৃত্যু যুবকের, নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের।১৯ ফেব্রুয়ারি সকাল ১০-সন্ধে ৬ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক। 'বাড়িতে বয়স্ক মা-বাবা থাকেন, ক্ষমতা থাকলে দিল্লিতে এসে ঘেরাও করুন', আমার অফিস দিল্লির নর্থ ব্লকে, ক্ষমতা থাকলে সেখানে আসুন, পাল্টা নিশীথ প্রামাণিক। 

WB News Live : রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মধ্যেই পূর্বসূরীর কাছে রাজ্যপাল

রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মধ্যেই পূর্বসূরীর কাছে রাজ্যপাল। উপ রাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে আনন্দ বোস। 

Mamata Banerjee: রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে, বিধানসভায় আক্রমণে মুখ্যমন্ত্রী

'রাজনীতি করতে গিয়ে শিক্ষকদের চাকরি খাচ্ছে সিপিএম', রাম-বাম-শ্যাম এক হয়ে গেছে, বিধানসভায় আক্রমণে মুখ্যমন্ত্রী। 'চাকরি দিতে গেলে কোর্টে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে', আইন মেনেই চাকরি দেব, কেউ আটকাতে পারবে না, চ্যালেঞ্জ মমতার। 

WB News Live : রাজ্যপালের সচিব পদে নন্দিনীকে অব্যাহতি, নবান্নকে চিঠি রাজভবনের

রাজ্যপালের সচিব পদে নন্দিনীকে অব্যাহতি, নবান্নকে চিঠি রাজভবনের। ফের কি সংঘাতের পথে রাজভবন-রাজ্য সরকার? বাড়ছে জল্পনা। রাজ্যপালের ইচ্ছেয় প্রধান সচিব পদে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি: সূত্র

West Bengal News Live : আদানি ইস্যুতে প্রতিবাদ সভার অনুমতি মেলেনি বলে অভিযোগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আদানি ইস্যুতে প্রতিবাদ সভার অনুমতি মেলেনি বলে অভিযোগ। উপাচার্যকে অপসারণের দাবিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। এব্যাপারে উপাচার্যর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, বাইরের লোকেদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সভা করতে অনুমতি দেওয়া হয় না। বিক্ষোভের জেরে পঠনপাঠনের পরিবেশ নষ্ট হয়েছে। 

WB News Live : রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় বিধানসভায় তুলকালাম

রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনায় বিধানসভায় তুলকালাম। বক্তৃতার প্রতিলিপি ছিঁড়ে ওড়ালেন বিজেপি বিধায়করা। শাসক শিবিরের সঙ্গে সংঘাত, ওয়াকআউট। 

West Bengal Assembly News Live: ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব

২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব। প্রথমে প্রস্তাব এনেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। অধ্যক্ষর চেয়ারের অসম্মান করা হয়েছে, এই অভিযোগে আনা হয় সাসপেনশনের প্রস্তাব। অধ্যক্ষর চেয়ারের অসম্মান হয়ে থাকলে ক্ষমা চাইছি, বিধানসভায় বক্তব্য মমতার। 

Mamata Suvendu News Live :  ফের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী

 ফের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী ।  তথ্য কমিশনার, ঠিক করতে বৈঠক।  ১৫ তারিখ ১২:৩০-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার ঘরে বৈঠক হবে। বৈঠকে থাকার জন্য আমন্ত্রণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

Bengal News Live : আজ বিধানসভায় বক্তব্য রাখবেন মমতা ও শুভেন্দু

রাজ্যপালের ভাষণের ওপর আজ বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু 
অধিকারী। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। ২ দিন ধরে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা চলেছে। এদিন আলোচনা শেষ দিনে রীতি মেনে রাজ্যপালের ভাষণের ওপর জবাবি বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী ও
বিরোধী দলনেতা। 

WB News Live : মোদির পরেই আজ ত্রিপুরায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিধানসভা ভোটের প্রচারে মোদির পরেই আজ ত্রিপুরায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপাহিজলা জেলার বক্সনগরে দুুপুরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

WB News Live : লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের

মুর্শিদাবাদের লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের হল। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হবে।

WB News Live

মুর্শিদাবাদের লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের হল। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হবে।

WB News Update : উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজি

উত্তর ২৪ পরগনার আমডাঙার সাধনপুরে সাতসকালে বোমাবাজি। দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে এক দুষ্কৃতী। বোমার আঘাতে জখম
হন এক ব্যক্তি। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

WB News Update : ফলের দাম চাওয়ায়, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে মত্ত যুবকদের হাতে আক্রান্ত প্রৌঢ়

ফলের দাম চাওয়ায়, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে মত্ত যুবকদের হাতে আক্রান্ত প্রৌঢ়। বাঁচাতে যাওয়ায় ইটের ঘায়ে জখম হলেন এক ব্যবসায়ী। এমনই অভিযোগ উঠল নরেন্দ্রপুরের গোপালনগরে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়, দুই অভিযুক্তের খোঁজ চলছে। 

WB News Live : আজ সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক

বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। এরই মধ্যে, আজ সরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চ। হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা ছাড়া, সমস্ত কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী, স্কুল-কলেজ, বিশ্ববিদ্য়ালয়ের শিক্ষাকর্মীদের কর্মবিরতিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

WB News Live: 'ঘণ্টার কর্মবিরতি, অনশনের পর এবার আজ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

বকেয়া ডিএ-র দাবিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। দু'ঘণ্টার কর্মবিরতি, অনশনের পর এবার আজ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। 

West Bengal News Update : ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের

কোচবিহারে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যু, ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি।

WB News Update : কুলতলিতে হোম গার্ডের বেপরোয়া গাড়ির ধাক্কা, গুরুতর আহত  শিশু ও কিশোরী

পথ নিরাপত্তা সপ্তাহর শেষদিনে কুলতলিতে হোম গার্ডের বেপরোয়া গাড়ির ধাক্কা, গুরুতর আহত  শিশু ও কিশোরী। হোম গার্ড প্রশান্ত দে গ্রেফতার।  মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, অভিযোগ স্থানীয়দের।

WB News Update : জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত। ২ জনের অবস্থা আশঙ্কাজনক । আনা হল কলকাতায়। দুর্ঘটনার তদন্তে পুলিশ।

West Bengal Weather Update : এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ

ভালবাসার মরশুমে শীতের কামব্যাক। ফের এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল পারদ। রাজ্যজুড়েই ফিরল শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Asansol News : মেলায় বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনা

আসানসোলের সালানপুরে মেলায় বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে দুর্ঘটনা। এক শিশু ও এক মহিলা-সহ ৯ জন জখম হন। এদের মধ্যে ৩ জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে

Birchum News : ' শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায় কিল, ঘুষি , লাঠি '

শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ায়, বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপির বুথ সহ সভাপতি কিরণ বিত্তারকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে

WB News Update : বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহ. গৃহবধূকে কুপিয়ে খুন করল স্বামী

শাঁখা-সিঁদুর পরা বন্ধ করায়, সন্দেহ হয়েছিল স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই গৃহবধূকে কুপিয়ে খুন করল স্বামী। এমনই ঘটেছে বলে অভিযোগ উঠল শিলিগুড়ির ভক্তিনগরে।

WB News Live : বাতিল শিক্ষাকর্মীদের শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল SSC

হাইকোর্টের নির্দেশে বাতিল শিক্ষাকর্মীদের শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা ১ হাজার ৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে, জানিয়েছে কমিশন। 

WB News Live : জেলে বসেই কি সংগঠন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল? বিস্ফোরক প্রশ্ন কাজল শেখের

জেলে বসেই কি সংগঠন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল? অনুব্রত-ঘনিষ্ঠ সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর প্রসঙ্গ টেনে বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কাজল শেখ। জেলা তৃণমূলের কোর কমিটির এই সদস্যের মন্তব্য, হয়ত বিকাশ রায়চৌধুরীর সঙ্গে ফোনে অনুব্রত মণ্ডলের কথাবার্তা হচ্ছে! আর এ নিয়েই শুরু হয়েছে তরজা। 

WB News Live : গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে ৪ জনের

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে ৪ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন, ২ জনের অবস্থা আশঙ্কাজনক । তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ

প্রেক্ষাপট

১। রাজভবন অব্যাহতি দিল নন্দিনী চক্রবর্তীকে (  IAS officer Nandini Chakraborty )। রাজভবনের ইচ্ছায় সরানো হল রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারিকে, সূত্রের খবর।


২। রাজ্যপালকে ( West Bengal governor C V Ananda Bose  ) করতে চায় বিজেপি ( BJP ) , আক্রমণ শান্তনুর। রাজ্যপালের বোধোদয় হয়েছে বলে কি সরানো হল ? প্রশ্ন সুজনের। সিদ্ধান্তকে স্বাগত, প্রতিক্রিয়া শমীকের।


৩। কোচবিহারে বিএসএফের ( BSF ) গুলিতে তরুণের মৃত্যু, ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের ( Abhishek Banerjee ) । দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি।


৪। ' মানুষকে উস্কাচ্ছে, বর্ডারে গরু পাচার বন্ধ, লাভ বাড়িতে পৌঁছচ্ছে না ' কোচবিহারের মৃত্যু নিয়ে অভিষেককে পাল্টা আক্রমণ সুকান্তর ( Sukanta Majumdar ) ।

৫। ' কয়লা, গরু পাচারের টাকা লুকিয়ে আছে টালির চালে। চাকরির কোটি কোটি চুরি করেছে হাওয়াই চটি ', নাম না করে মমতাকে আক্রমণ নাড্ডার। 

৬। ' বিজেপি শাসিত রাজ্যে ইডি-সিবিআই রেড হয়না কেন, এরা কি ধোয়া তুলসীপাতা। সরকার পাল্টালেই জেলে ঢুকবে' আক্রমণ অভিষেকের। 
৭ । বকেয়া ডিএ-র দাবিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। দু'ঘণ্টার কর্মবিরতি, অনশনের পর এবার আজ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। 


৮। রহড়ায় রিসর্টে চাঁদার জুলুম। ৫০ হাজার টাকা না মেলায় তাণ্ডব, মারধর। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতির ভাই। অভিযোগের পর গ্রেফতার।


৯। মেলার জন্য চাঁদা চাওয়ার কথা স্বীকার করেও হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এটাই এখন বাংলার সংস্কৃতি, কটাক্ষ রাহুল সিনহার। দল সমর্থন করে না, পাল্টা শান্তনু।


১০ । হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া ১৯১১টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু। ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ। যদিও এই তালিকা চূড়ান্ত নয়, জানাল এসএসসি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.