WB News Live Updates: রাজ্য়-কমিশন, পুরভোটের দায় নিয়ে ঠেলাঠেলি

Get the latest West Bengal News and Live Updates:গঙ্গাসাগরের পথে পুণ্যার্থীদের ঢল। কোর্টের নির্দেশে বাবুঘাটে আরটিপিসিআর টেস্ট। পরীক্ষা করেই যেতে হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

abp ananda Last Updated: 13 Jan 2022 11:29 PM
West Bengal News Live: রাজ্য আরও বেলাগাম করোনা সংক্রমণ

কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা। ৬জনের মৃত্যু। হাওড়া, হুগলিতে আরও ৪জনের মৃত্যু। পজিটিভিটি রেট ৩২ শতাংশের উপরে। 
আরও বেলাগাম সংক্রমণ।

WB News Live Updates: রাজ্য়-কমিশন, পুরভোটের দায় নিয়ে ঠেলাঠেলি

পুরভোট পিছনোর দায়িত্ব নিয়ে শুরু দায় ঠেলাঠেলি। বিজ্ঞপ্তি জারির ক্ষমতা নেই, দাবি রাজ্যের। বিপর্যয় ঘোষণা হলে পিছোতে পারে, পাল্টা কমিশন। 
দায় নিয়ে ঠেলাঠেলি।

West Bengal News Live: আসানসোলে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু

আসানসোলে একই পরিবারের ৩ জনের রহস্যমৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় মেয়ে। মায়ের মৃত্যুর শোকে আত্মঘাতী ২ ছেলে, দাবি প্রতিবেশীদের।শোকে আত্মঘাতী?

WB News Live Updates: অভিষেক নন, মমতাই আমার নেত্রী, ডায়মন্ড-মডেল বিতর্কে বিস্ফোরক কল্যাণ

‘অভিষেক নন, মমতাই আমার নেত্রী। ডায়মন্ড-মডেল বিতর্কে বিস্ফোরক কল্যাণ। বিজেপি আর অভিষেকের বক্তব্য এক হয়ে যাচ্ছে। আগে ত্রিপুরা-গোয়ায় সরকার গড়ে দেখাক’, অভিষেককে  নিয়ে বিস্ফোরক কল্যাণ ।

West Bengal News Live: ময়নাগুড়ি নিয়ে মমতা-হিমন্তর কথা

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা (Guwahati-Bikaner Express Derailed) নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনে কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। সাহায্যের জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন।

WB News Live Updates: সপ্তাহে দু'দিন বন্ধ দমদম পৌরসভার সব বাজার

দমদম পৌরসভার অধীনস্থ যে ক'টি বাজার আছে সপ্তাহে দু'দিন বন্ধ রাখার সিদ্ধান্ত। এর আগে দক্ষিণ দমদম পৌরসভার সবক’টি বাজার সপ্তাহে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

West Bengal News Live: শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে পড়ে নষ্ট কোভিড চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ইঞ্জেকশন

করোনাকালে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে পড়ে নষ্ট হল, কোভিড চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভির ইঞ্জেকশন।

WB News Live Updates: ফের বাড়ল দৈনিক সংক্রমণ, নতুন করে আক্রান্ত প্রায় সাড়ে ২৩ হাজার, মৃত ২৬

রাজ্যে দৈনিক সংক্রমণ ২৩ হাজার ৪৬৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬ জন করোনা রোগীর। কলকাতায় এক দিনে সংক্রমিত ৬ হাজার ৭৬৮ জন। মৃত্যু ৬ জনের। 

West Bengal Train Accident Live: কলকাতা পুলিশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, করোনা আক্রান্ত আরও ৬৪ জন

কলকাতা পুলিশে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৬৪ জন। কলকাতা পুলিশে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৯০ জন। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন মোট ৭৩৫ জন।

WB News Live Updates: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মত্যু বেড়ে ৫, আহত ৪৫

বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মত্যু বেড়ে ৫, আহত ৪৫। সংবাদ সংস্থা পিটিআই এমনটাই জানাচ্ছে।

West Bengal Train Accident Live: হাড়োয়ায় করোনা সচেতনতা অভিযান তৃণমূলের

সাধারণ মানুষকে সচেতন করতে মাস্কহীন পথচারী এবং গাড়িচালকদের হাতে মাস্ক, গোলাপ ফুল এবং মিস্টি তুলে দিলেন হাড়োয়ার এক নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব। 

WB News Live Updates: পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গড়বেতায়

পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল গড়বেতায়। পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার রাধানগর এলাকায় বালির গাড়িতে ধাক্কা মারে সাইকেল আরোহীকে।  ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী । 

West Bengal Train Accident Live: দুর্ঘটনার খবরে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনার খবরে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়।  উদ্ধারকার্য তদারকির নির্দেশ আধিকারিকদের।

WB News Live Updates: শুক্রবার ময়নাগুড়ি আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো

শুক্রবার ময়নাগুড়ি আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। নরেন্দ্র মোদিকে পরিস্থিতি বিশদে জানানো হয়েছে। 

West Bengal Train Accident Live: মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের

ক্ষতিপূরণের ঘোষণা রেলের। মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।


 

WB News Live Updates: মৃতের সংখ্যা বেড়ে ৪, আহত ৪০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে

মৃত বেড়ে ৪। মোট ৪০ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ২৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। ময়নাগুড়ি হাসপাতালে রয়েছেন ১৬ জন। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

West Bengal News Live: লাইনের সমস্যা থেকেই দুর্ঘটনা, অনুমান রেলের

সিগনাল বা পয়েন্টের সমস্যা ছিল না। লাইনের সমস্যা থেকেই দুর্ঘটনা বলে অনুমান রেলের। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ।

WB News Live Updates: চালু একাধিক হেল্পলাইন নম্বর

নিউ জলপাইগুড়ির হেল্পলাইন নম্বর ৯০০২০৪১৯৫১/৫৫। রেলের হেল্পলাইন নম্বর ০৩৬১২৭৩১৬২২/২৩। রেলের হেল্পলাইন নম্বর ৮১৩৪০৫৪৯৯৯।

West Bengal News Live: বিকল্প আলো এনে চলছে উদ্ধারকার্য

সকাল ৫.৪৫-এ পাটনা থেকে রওনা দেয় বিকানের এক্সপ্রেস। সকাল ৯টায় বারাউনি পৌঁছয়। বেলা ১২টায় কাটিহার পৌঁছয় বিকানের এক্সপ্রেস। বিকেল ৪টেয়  জলপাইগুড়ি পৌঁছয় ট্রেন। 

WB News Live Updates: কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল, বললেন আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংহ

বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল। ঘটনা প্রসঙ্গে আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংহ জানান, "একটি কোচ উল্টে গেছে, বাকি ৩টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানতে পারছি। হতাহতদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে মোট সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের দল পৌঁছে গেছে।"

West Bengal News Live: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ২ জনের দেহ উদ্ধার, চলছে উদ্ধারকার্য

বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর মিলেছে এখনও পর্যন্ত। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। গ্যাস কাটার দিয়ে ট্রেনের বগি কেটে উদ্ধাররে চেষ্টা চলছে যাত্রীদের। হেল্পলাইন নম্বর-৮১৩৪০৫৪৯৯। উদ্ধার করা গিয়েছে দু’টি দেহ। ১০-১২ জন হাসপাতালে ভর্তি।

WB News Live Updates: বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা ক্ষতিগ্রস্ত

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ট্রেনের ১২টি কামরা ক্ষতিগ্রস্ত। একটি কামরা পড়ে গিয়েছে জলেও। খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের পৌঁছনোর নির্দেশ।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী: সূত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মধ্যেই খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

WB News Live Updates: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। বিকেল ৫: বেলাইন ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বিকানের এক্সপ্রেসের ৪টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস।

West Bengal News Live: উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস

উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, উল্টে গেল পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনি এলাকায় দুর্ঘটনা। বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে গেল বেশ কয়েকটি কামরা। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল।

WB News Live Updates: কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

হুহু করে বাড়ছে দেশে কোভিড সংক্রমণ। কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। মুখ্যমন্ত্রীরা ছাড়াও বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও ক্যাবিনেট সচিবও।

West Bengal News Live: ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের : শমীক ভট্টাচার্য

ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের। বাংলার মানুষকে বঞ্চিত করে শুধু ডায়মন্ড হারবার নিয়ে হইচই কেন? ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : শমীক ভট্টাচার্য। ‘পরিকল্পিতভাবে ডায়মন্ড ছককে সামনে আনা হয়েছে। ‘ডক্টর অন হুইল’ কর্মসূচির সমালোচনা বিজেপি-র। সব কিছু চাপিয়ে দেওয়ার রাজনীতি করছে তৃণমূল’।

WB News Live Updates: ব্যারাকপুরেও এ বার করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রশাসনের

ব্যারাকপুরেও এবার করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রশাসনের। রাস্তায় মাস্ক না পরে বেরোলেই পুরসভার কিয়স্কে নিয়ে গিয়ে র‍্যাপিড টেস্ট। র‍্যাপিড টেস্ট পজিটিভ হলে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে পুরসভার সেফ হোমে। আজ পুলিশ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। উপস্থিত ছিলেন মহকুমা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ৮টি পুর এলাকায় সোম-বৃহস্পতি বাজার-দোকান বন্ধ থাকবে।এই দুদিন প্রতিটি বাজারকে জীবাণুমুক্ত করা হবে।

West Bengal News Live: করোনা বিধিভঙ্গ, ডানলপ সুপার মার্কেটে অভিযান পুলিশের

করোনা আবহে সরকারি নির্দেশ অগ্রাহ্য করে খোলা দোকান। ডানলপ সুপার মার্কেটে যৌথ অভিযান চালায় বরানগর পুরসভা ও বরানগর থানার পুলিশ। দোকান খোলা রাখায় বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। করোনা ঠেকাতে সোম, বুধ, শুক্র বাদে সপ্তাহের বাকি দিনগুলি ডানলপ সুপার মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

WB News Live Updates: পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পড়ুয়াদের বিক্ষোভ। অ্যাডমিট কার্ড না পেয়ে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের মেন গেটে তালা মারলেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ে আটকে রয়েছেন শিক্ষক-অশিক্ষক কর্মীরা। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: বকেয়া পুরভোট আদৌ পিছনো হবে কি, দোলাচল অব্যাহত

পুরভোট (WB Municipal Elections) পিছোনোর ক্ষমতা কার? প্রশ্ন হাইকোর্টের (Calcutta High Court)। বিজ্ঞপ্তি জারির পর তাদের হাতে ক্ষমতা নেই, আদালতে দাবি রাজ্যের।রাজ্য বিপর্যয় ঘোষণা করলে, তবে ভোট পিছোতে পারে, পুরভোট পিছিয়ে দেওয়া সংক্রান্ত মামলার শুনানিতে জানাল কমিশন। রাজ্য বলছে, দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর কমিশনের এক্তিয়ার। কমিশন বলছে, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে। রাজ্য অবস্থান পরিষ্কার করুক তারা নির্বাচন চায় কি চায় না। পুরভোট পিছিয়ে দেওয়া সংক্রান্ত মামলায় মন্তব্য প্রধান বিচারপতির। চার পুরসভার করোনা পরিস্থিতি নিয়ে এদিন হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। করোনা আবহে পুরভোট করাতে পর্যাপ্ত কর্মী রয়েছে কিনা, তা নিয়ে হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন।

WB News Live Updates: করোনা আটকাতে জাঙ্গিপাড়ার দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বন্ধ দোকান-বাজার

সংক্রমনের চেন ভাঙতে জাঙ্গিপাড়া ব্লকের রাজবলহাট -১ ও রাজবলহাট-২ গ্ৰামপঞ্চায়েত এলাকা আজ বৃহস্পতিবার  সম্পূর্ণ বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। সেই অনুযায়ী সরকারী প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবা বাদে বন্ধ রয়েছে এলাকার সমস্ত দোকান ,পাট, হাট-বাজার । রাস্তা ঘাটে লোক সংখ‍্যা ও কম। 

West Bengal News Live: আসানসোলে একই পরিবারের ৩জনের রহস্যমৃত্যু, সঙ্কটজনক মেয়ে

আসানসোলে একই পরিবারের ৩জনের রহস্যমৃত্যু, সঙ্কটজনক মেয়ে। সকাল থেকে বাড়ির দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ।দরজা ভেঙে ৩জনের মৃতদেহ উদ্ধার, সঙ্কটজনক অবস্থায় মেয়ে উদ্ধার

WB News Live Updates: করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরে বিক্ষোভ।
এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ‘সরকারি প্রতিশ্রুতি পরেও চাকরি হয়নি , দাবি বিক্ষোভকারীদের।
‘যাঁরা যোগ্য তাঁরা সকলেই চাকরি পেয়েছেন।  ১৬৫০ শূন্য পদে নিয়োগ হয়েছে। ৭৩৮ পদে এখনও নিয়োগ হয়নি।’দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির

West Bengal News Live: করোনার থাবা এবার ব্যারাকপুর কমিশনারেটে, আক্রান্ত ১৪৩ জন

করোনার থাবা এবার ব্যারাকপুর কমিশনারেটে। কমিশনারেটে মোট করোনা আক্রান্ত ১৪৩ জন।সংক্রমিত ২ যুগ্ম সিপি অজয় ঠাকুর ও ধ্রুবজ্যোতি দে।
সংক্রমিত ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রাল ও ডিসি নর্থ।করোনা আক্রান্ত হয়েছেন কমিশনারেটের এক এসিপি-ও।আক্রান্তদের মধ্যে আছেন ৭ জন আইসি

WB News Live Updates: যে সময় ঘটনাটি ঘটে, আমি ছিলাম না, মন্তব্য এসএসসি-র বিদায়ী চেয়ারম্যানের

নতুনকে দায়িত্ব বোঝাতে এসে বিস্ফোরক এসএসসি-র বিদায়ী চেয়ারম্যান। ‘যে সময় ঘটনাটি ঘটে, আমি ছিলাম না।‘নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়’, প্রতিক্রিয়া এসএসসি-র বিদায়ী চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের। 
‘আগামী দিনে লক্ষ্য থাকবে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়।  অতীতে ভুল হয়ে থাকলে, দায়িত্ব নিতে হবে সমাধানের’,মন্তব্য এসএসসি-র নতুন চেয়ারম্যানের। 

West Bengal News Live: অটোচালক ও হকারদের সংঘর্ষের জের, গড়িয়া-গোলপার্ক রুটে বন্ধ অটো চলাচল

গড়িয়ায় অটোচালক ও হকারদের সংঘর্ষের জের।গড়িয়া-গোলপার্ক রুটে বন্ধ অটো চলাচল।দোষীদের গ্রেফতারের দাবিতে অটোচালকদের বিক্ষোভ।
বিক্ষোভকারীদের হঠাল পুলিশ

WB News Live Updates: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

ভারতীয় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ।২ জনকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ।বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়িও

West Bengal News Live: কোভিডের বুস্টার ডোজের নামে লিঙ্ক পাঠিয়ে প্রতারণার ছক সম্পর্কে সতর্কবার্তা পুলিশের

‘প্রতারকরা মানুষকে প্রতারণার নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। কোভিডের বুস্টার ডোজ নেবেন কীনা জানতে চেয়ে ফোন কিংবা মেসেজ আসতে পারে।
যদি আপনি হ্যাঁ বলেন তাহলে একটি লিঙ্ক পাঠিয়ে তাতে ক্লিক করতে বলা হবে। এরপর আপনার কাছে ওটিপি চাওয়া হবে।সাবধান এটি কিন্তু আপনার টাকা হাতিয়ে নেওয়ার পথ। এরকম কোনও ফোন কল বা মেসেজ পেলে লিঙ্ক ডাউনলোড করবেন না। ওটিপিও শেয়ার করবেন না’, ট্যুইট করে সতর্কবার্তা জয়েন্ট সিপি ক্রাইমের

WB News Live Updates: পুরভোট মামলার শুনানি শেষ হাইকোর্টে, রায়দান স্থগিত

পুরভোট পিছিয়ে দেওয়া মামলার শুনানি। ‘কে সিদ্ধান্ত নিতে পারবে ভোট পিছিয়ে দেওয়ার ? রাজ্য বলছে দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর কমিশনের এক্তিয়ার। কমিশন বলছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে। একে অন্যের কোর্টে বল ঠেলছে। রাজ্য অবস্থান পরিষ্কার করুক তারা নির্বাচন চায় কি চায় না।’প্রশ্ন প্রধান বিচারপতির

West Bengal News Live: নির্দেশ অগ্রাহ্য করে খোলা দোকান, ডানলপ সুপার মার্কেটে যৌথ অভিযান বরানগর পুরসভা ও পুলিশের

করোনা আবহে সরকারি নির্দেশ অগ্রাহ্য করে খোলা দোকান। ডানলপ সুপার মার্কেটে যৌথ অভিযান চালায় বরানগর পুরসভা ও বরানগর থানার পুলিশ। দোকান খোলা রাখায় বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। করোনা ঠেকাতে সোম, বুধ, শুক্র বাদে সপ্তাহের বাকি দিনগুলি ডানলপ সুপার মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

WB News Live Updates: বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় বাধা পেয়ে ফিরলেন দিলীপ ঘোষ

বিধাননগরের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় দিলীপ ঘোষকে বাধা। পুলিশ দিলীপ ঘোষের প্রচারে বাধা দেয় বলে অভিযোগ।বিজেপি প্রার্থী মলি পালের হয়ে প্রচার করছিলেন দিলীপ ঘোষ। পাঁচজনের বেশি সমর্থক নিয়ে প্রচার করায় বাধা দাবি পুলিশের।বাধা পেয়ে ফিরে যান দিলীপ ঘোষ

West Bengal News Live: বীরভূমে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন জেলার সহ সভাপতি ও জেলা সম্পাদক

ফের বীরভূমে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। এবার গ্রুপ ছাড়লেন জেলার সহ সভাপতি উত্তম রজক ও জেলা সম্পাদক অরিন্দম মুখোপাধ্যায়। জেলা সহ সভাপতির দাবি, অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ায়, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত। জেলায় বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করেন জেলা সহ সভাপতি। 

WB News Live Updates: করোনাকালে কোভিড হাসপাতালে নষ্ট সাড়ে ৮০০ রেমডেসিভির ইঞ্জেকশন

করোনাকালে কোভিড হাসপাতালে নষ্ট সাড়ে ৮০০ রেমডেসিভির ইঞ্জেকশন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের তরফে চিঠি দিয়ে জানানো হল স্বাস্থ্য দফতরকে। গতবছরের জুন মাসে পাঠানো হয় রেমডেসিভির ইঞ্জেকশন। জীবনদায়ী এই ওষুধের তিনমাসের মেয়াদ ফুরোয় গত সেপ্টেম্বরেই। এর সঙ্গে নষ্ট হয়েছে আরও তিনধরনের জীবনদায়ী ওষুধ। শম্ভুনাথ পণ্ডিত কোভিড হাসপাতালের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরকে।

West Bengal News Live: কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল দেড় কেজিরও বেশি সোনা,আটক দুবাই ফেরত দুই যাত্রী

জিন্সের প্যান্টের খোপে প্লাস্টিকের মোড়কে পেস্ট। শুল্ক দফতরের অফিসাররা তা টেনে বের করতেই উদ্ধার হল দেড় কেজিরও বেশি সোনা। কলকাতা বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে আটক দুবাই ফেরত দুই যাত্রী।

WB News Live Updates: গঙ্গাসাগর পরিদর্শন করে সরকারকে প্রাথমিক রিপোর্ট হাইকোর্ট নিযুক্ত কমিটির

গঙ্গাসাগর পরিদর্শন করে প্রাথমিক রিপোর্ট কমিটির। রাজ্য সরকারকে রিপোর্ট হাইকোর্ট নিযুক্ত কমিটির।মেলার পরিকাঠামো নিয়ে সন্তুষ্ট নয় কমিটি, খবর সূত্রের। রিপোর্ট পাওয়ার পরেই প্রশাসনিক তত্পরতা।হাইকোর্টের রায় মেনে মেলা চালু রাখার উপায় নিয়ে আলোচনা।দফায় দফায় প্রশাসনিক বৈঠক, খবর সূত্রের। গতরাত থেকেই চলছে দফায় দফায় বৈঠক

West Bengal News Live: গঙ্গাসাগর মেলা উপলক্ষে কাকদ্বীপের হারউড পয়েন্টে থিকথিকে ভিড়

গঙ্গাসাগর মেলা উপলক্ষে কাকদ্বীপের হারউড পয়েন্টে থিকথিকে ভিড়। বাস থেকে নেমে ভেসেলে উঠছেন পুণ্যার্থীরা।বিনা মাস্কে থাকলে সতর্ক করা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট। তবে ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি।

WB News Live Updates: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে, পরিস্থিতি পরিদর্শনে মেলায় উপস্থিত মন্ত্রী শশী পাঁজা

ধীরে ধীরে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। কাকদ্বীপের লট এইট থেকে শুরু হয়েছে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। পরিস্থিতি পরিদর্শনে মেলায় উপস্থিত মন্ত্রী শশী পাঁজা। আজ সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার।

West Bengal News Live: পুরভোট মামলায় পর্যাপ্ত ভোট কর্মী ও পরিকাঠামো রয়েছে বলে হাইকোর্টে জানাবে নির্বাচন কমিশন

পুরভোট মামলায়, রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে আদালত। সূত্রের খবর, তাদের কাছে পর্যাপ্ত ভোট কর্মী ও পরিকাঠামো রয়েছে বলে হাইকোর্টে জানাবে নির্বাচন কমিশন।

WB News Live Updates: গঙ্গাসাগর উপলক্ষে বাবুঘাটে ভিড়, ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালে মিলছে বাসের টিকিট

গঙ্গাসাগর উপলক্ষে বাবুঘাটে ভিড়। এখান থেকেই ছাড়ছে সাগরমুখী বাস। টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট। মাস্ক পরা বাধ্যতামূলক। কাউকে বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, বাবুঘাটে করোনা পরীক্ষা করা হচ্ছে পুণ্যার্থীদের।

West Bengal News Live: ধীরে ধীরে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে, সন্ধেয় গঙ্গারতির আয়োজন

ধীরে ধীরে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়াগামী ভেসেল পরিষেবা। সন্ধেয় গঙ্গারতির আয়োজন করা হয়েছে। কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্যস্নান। করোনা আবহে এবারও ই-স্নানে জোর দেওয়া হয়েছে। সংক্রমণ মোকাবিলায় তত্পর প্রশাসন। নজরদারি চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। বিনা মাস্কে দেখলেই সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। কপিল মুনির আশ্রম, মেলা চত্বর মাঝেমধ্যেই স্যানিটাইজ করা হচ্ছে।

WB News Live Updates: করোনা আবহে বন্ধ মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মেলা

করোনা আবহে বন্ধ করে দেওয়া হল মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মেলা।স্থানীয় বিধায়ক জানিয়েছেন, আগে মানুষের জীবন, তারপর মেলা খেলা হবে।


 

West Bengal News Live: হরিশ্চন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে চার লক্ষ টাকা লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে লুটপাট। চার লক্ষ টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা।বুধবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা।সিসিটিভি ক্যামেরায় লুটপাটের ছবি ক্যামেরাবন্দি। চারজনের দুষ্কৃতী দল হানা দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

WB News Live Updates: আপাতত বন্ধ হাওড়ার দেউলটির শরৎমেলা

হাওড়ার দেউলটির শরৎমেলাও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ।২১ জানুয়ারি, থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। এবার ছিল মেলার ৫০ বছর।আপাতত সেই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


 

West Bengal News Live: বারুইপুর পুর এলাকায় আজ ও কাল বন্ধ সমস্ত দোকান-বাজার

কোভিডের শৃঙ্খল ভাঙতে বারুইপুর পুর এলাকায় আজ ও কাল বন্ধ সমস্ত দোকান-বাজার। রবিবার পর্যন্ত বন্ধ থাকছে গোসাবা বাজার। আগামী সপ্তাহে মঙ্গল ও বুধবার বন্ধ থাকবে জয়নগর-মজিলপুরের দোকান-বাজার। 

প্রেক্ষাপট

কলকাতা: রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত (Coronavirus) ২২ হাজার পার! তৃতীয় ঢেউয়ে (Third Wave)  রেকর্ড ২৩জনের মৃত্যু। সংক্রমণের শীর্ষে কলকাতা, মৃত্যুতে উঃ ২৪ পরগনা।


 ৩০ শতাংশের বেশি রাজ্যে সংক্রমণের হার। সাপ্তাহিক হারে দেশে শীর্ষে বাংলা! অ্যাক্টিভ কেসে দ্বিতীয়। পজিটিভিটি রেটে ১ নম্বরে কলকাতা। উদ্বেগ প্রকাশ করে জানাল কেন্দ্র। 


এবার করোনা আক্রান্ত প্রসেনজিৎ। সংক্রমণের শিকার স্বস্তিকাও। বিপন্মুক্ত লতা মঙ্গেশকর। আপাতত থাকতে হবে ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই। 


উদ্বেগ বাড়িয়ে গঙ্গাসাগরের জন্য কলকাতায় কাতারে কাতারে পুণ্যার্থীর ভিড়। সাগরদ্বীপেও উধাও করোনা বিধি। 


গঙ্গাসাগরের পথে পুণ্যার্থীদের ঢল। কোর্টের নির্দেশে বাবুঘাটে আরটিপিসিআর টেস্ট। পরীক্ষা করেই যেতে হবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 


বেশি লোক পাঠাবেন না গঙ্গাসাগরে, মানতে হবে হাইকোর্টের নির্দেশ। সংক্রমণ-রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 


গঙ্গাসাগরে কী আয়োজন? মানা হচ্ছে আদালতের নির্দেশ? খতিয়ে দেখলেন হাইকোর্টের তৈরি কমিটি সদস্যরা। ঘুরে দেখলেন কন্ট্রোল রুম।


অভিষেকের মডেল ডায়মন্ডহারবার। গ্রামে গ্রামে টেস্টিং অন হুইল। ১০ ঘণ্টায় ৫৩ হাজার টেস্ট! এগারোশোর বেশি পজিটিভের আইসোলেশন। 


অভিষেকের মতই দলের মত, জানালেন পার্থ। এমন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তাও এখনও প্রশাসনের অংশ নন, আক্ষেপ দেবাংশুর। 


গঙ্গাসাগর মেলার কমিটি থেকে বাদ পড়ার পরেই আক্রমণে শুভেন্দু। তৃণমূল ভয় পেয়েছে বলে খোঁচা। তুচ্ছ লোককে কীসের ভয়? পাল্টা ফিরহাদ।


 রাজ্যে চলছে শাসকের আইন, আইনের শাসন নয়। মুখ্যসচিব-ডিজি না আসায় ক্ষুব্ধ রাজ্যপাল। সরকারকে বারবার উত্যক্ত করার চেষ্টা, পাল্টা সৌগত।


কলকাতায় ফের শ্যুটআউট, ব্যবসায়ীর মৃত্যু। টাকা নিয়ে বিবাদে ভর দুপুরে আমহার্স্ট স্ট্রিটে দোকানে ঢুকে পরপর গুলি। আততায়ীরা অধরা। 
কলকাতায় শ্যুটআউট, মৃত্যু


অটো চালকদের সঙ্গে হকার ইউনিয়নের সংঘর্ষে রণক্ষেত্র গড়িয়া। পরপর দোকান, অটো ভাঙচুর।


আতঙ্কের অবসান। একদিন পরে খাঁচাবন্দি গোসাবার বাঘ। গরু-ছাগল মেরে জঙ্গলে গা ঢাকা। বন দফতরের চেষ্টয় পাকড়াও। 


স্বামীজির ১৬০তম জন্মদিবসে সিমলা স্ট্রিটে বিশেষ অনুষ্ঠান। বেলুড় মঠ ও মায়ের বাড়িতেও রীতি মেনে স্মরণ। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। 


পৌষ শেষে বৃষ্টি ভিজল বাংলা, ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দার্জিলিঙে শিলাবৃষ্টি। কাল থেকে কমবে বৃষ্টি। শনিবার থেকে পারদ নামার সম্ভাবনা

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.