West Bengal News Live: রাতের কলকাতায় ভারী বর্ষণ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার সমস্ত খবরের আপডেট

abp ananda Last Updated: 13 May 2022 10:29 PM
West Bengal News Live: নন্দনে জায়গা মেলেনি অপরাজিত’র, ক্ষুব্ধ সায়নী

নন্দনে জায়গা পেল না সায়নী-অভিনীত ‘অপরাজিত’। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। 

WB News Live Updates: গরমে স্বস্তি দিয়ে বৃষ্টি কলকাতায়

অসহ্য গরমে খানিক স্বস্তি। রাতের কলকাতায় ভারী বৃষ্টি।

West Bengal News Live: মেট্রোর রুট বদল নিয়ে তরজা শাসক-বিরোধীর

কিছু মানুষের স্বার্থ দেখতেই মেট্রোর রুট বদলে বাধ্য করা হয়েছিল, কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বিজেপি, পাল্টা তোপ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।

WB News Live Updates: রুট বদল নিয়ে প্রশ্ন বিজেপির

উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন হল রুট বদল? প্রশ্ন তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

West Bengal News Live: আগামী সপ্তাহে পুরসভাকে রিপোর্ট মেট্রো কর্তৃপক্ষের

বউবাজারে ধস, একাধিক বাড়িতে ফাটল। পরিস্থিতি পর্যালোচনা করতে পুর কর্তৃপক্ষের সঙ্গে কেএমআরসিএলের বৈঠক। আরও ৩ মাস পিছিয়ে যাবে মেট্রোর কাজ, বললেন কেএমআরসিএল-এর এমডি। আগামী সপ্তাহে পুরসভাকে রিপোর্ট দেবে কেএমআরসিএল। 

WB News Live Updates: বউবাজার-বিপর্যয়ের পর ফের মেট্রোর রুট বদল নিয়ে বিতর্ক

বউবাজার-বিপর্যয়ের পর ফের মেট্রোর রুট বদল নিয়ে বিতর্ক। কাদের বাঁচাতে মেট্রো রেলের রুট বদল করাল সরকার? প্রশ্ন শমীক ভট্টাচার্যের। 

West Bengal News Live: পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

প্রায় ২ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ বিজেপির। মৃত মহিলার সৎ ভাইকে গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ। পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, দাবি তৃণমূলের। বৃহস্পতিবার রাতে রাস্তার ধারে ঝোপ থেকে উদ্ধার হয় মহিলার মৃতদেহ।

WB News Live Updates: মহিলার দেহ উদ্ধার ঘিরে তুলকালাম কুমারগঞ্জে

মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। ধর্ষণ করে খুনের অভিযোগে তুলকালাম। বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ।

West Bengal News Live: মালদা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের এডিজি ও মুখ্যসচিবকে তলব দিল্লিতে

মালদা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের এডিজি ও মুখ্যসচিবকে তলব। দিল্লিতে তলব করল জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। মালদার কালিয়াচকের গোলাপগঞ্জে বোমা ফেটে ৫ জন শিশু আহত হয়েছিল।

WB News Live Updates: দিল্লি থেকে ফিরেই তৃণমূলে যোগদান-প্রশ্নে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

দিল্লি থেকে ফিরেই তৃণমূলে যোগদান-প্রশ্নে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্জুন সিংহের। ‘তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে’। বললেন অর্জুন।

West Bengal News Live: ফিরহাদের ক্ষোভের মুখে কেএমআরসিএল

বউবাজারে পরপর বাড়িতে ধস, ফিরহাদের ক্ষোভের মুখে কেএমআরসিএল। একবার বিপর্যয়ের পরেও কীভাবে ফের দুর্ঘটনা? সাবধানতা কী অবলম্বন করা হয়নি? কেএমআরসিএলকে প্রশ্ন ফিরহাদ হাকিমের। সাবধানতা অবলম্বন করেই কাজ, জানিয়েছে কেএমআরসিএল।

WB News Live Updates: নরেন্দ্রপুর, সোনারপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নরেন্দ্রপুর, সোনারপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। সঙ্গে গেল বিজেপির প্রতিনিধি দল।

West Bengal News Live: মেট্রো টানেল আদৌ সুরক্ষিত তো? প্রশ্ন মেয়রের

মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধের দাবি কেএমআরসিএলের। টানেলে জল ঢোকা বন্ধ হলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন মেয়রের। ভিতরে থাকা জল কতটা ক্ষতি করেছে, জানা যাবে কী ভাবে? মেট্রো টানেল আদৌ সুরক্ষিত তো? প্রশ্ন মেয়র ফিরহাদ হাকিমের।

WB News Live Updates: বড়বাজারে ব্রেবোর্ন রোডের কাছে ধস

বড়বাজারে নন্দরাম মার্কেটের কাছে রাস্তায় ধস। নেতাজি সুভাষ রোডে ধসে ভাঙল জলের পাইপলাইন। ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়ার ও বড়বাজার থানার পুলিশ

West Bengal News Live: জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে করোনার থাবা

আক্রান্ত প্রত্যেকেই একই বর্ষের পড়ুয়া। মৃদু উপসর্গ নিয়ে রয়েছেন আইসোলেশনে। 

WB News Live Updates: জোকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনার থাবা

জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে করোনার থাবা। ৪ দিনে ২৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত।

West Bengal News Live: রাজ্যপালের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। জগদীপ ধনকড় তাঁর সঙ্গে ব্রাত্য বসুর এই সাক্ষাতের কথা ট্যুইটে জানান। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। 

WB News Live Updates: আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ, শাস্তি মকুব বিচারকের

আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দোষী সাব্যস্ত করলেন এমপিএমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য। দোষী সাব্যস্ত হলেও শাস্তি মকুব বিচারকের।  ‘এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না’, উল্লেখ বিচারক মনোজ্যোতি ভট্টাচার্যর। কুণালের সামাজিক সম্মানের কথা ভেবে শাস্তি মকুবের সিদ্ধান্ত বিচারকের।

WB News Live Updates: সমস্যায় নিত্যযাত্রীরা

থার্ড লাইনে সম্প্রসারণের কাজ চলায় আজ থেকে ১৪ দিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও ট্রেন ঢুকবে না ব্যান্ডেল স্টেশনে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সাময়িক সমস্যা হলেও পরে সুবিধা হবে যাত্রীদেরই, দাবি রেল কর্তৃপক্ষের।

WB News Live Updates: রিজেন্ট পার্ক এলাকার এক বাসিন্দাকে অপহরণের অভিযোগে বজবজের পূজালি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

রিজেন্ট পার্ক এলাকার এক বাসিন্দাকে অপহরণের অভিযোগে বজবজের পূজালি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ওই ব্যক্তি রবিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বাড়িতে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে বলে অপহৃতের পরিবারের দাবি। রিজেন্ট পার্ক থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির স্ত্রী। শেষপর্যন্ত পূজালি থেকে অভিযুক্ত শেখ সিরাজুলকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয় রিজেন্ট পার্কের বাসিন্দাকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, সেই টাকা তিনি ফেরত দিচ্ছিলেন না। টাকা আদায়ের জন্যই ওই ব্যক্তিকে জোর করে আটকে রাখা হয় বলে অভিযোগ। 

WB News Live Updates: হাওড়ার বাকসাড়ায় রেলের ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা

হাওড়ার বাকসাড়ায় রেলের ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংয়ে রেলের গেট পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবিকে সমর্থন করে কেন্দ্রকে আক্রমণ করেছেন দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক সেরে আশাবাদী অর্জুন

দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক সেরে ফিরে পাটের দাম কমার বিষয়ে আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র।  তৃণমূলে তিনি যোগ দিতে পারেন, এই নিয়ে যে জল্পনা চলছে, সে প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানান, সময় এর উত্তর দেবে।  

WB News Live Updates: ব্যান্ডেল স্টেশনে আজ থেকে ১৪ দিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও ট্রেন ঢুকবে না

হুগলির ব্যান্ডেল স্টেশনে আজ থেকে ১৪ দিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও ট্রেন ঢুকবে না। থার্ড লাইনে সম্প্রসারণের কাজ চলছে ব্যান্ডেল ও মগরার মাঝখানে। সেই কারণে ২ সপ্তাহ চার ঘণ্টা করে ব্যান্ডেলে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।   

WB News Live Updates: মোবাইল ফোনের টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা নতুন করে চালুর টোপ দিয়ে প্রতারণা

মোবাইল ফোনের টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা নতুন করে চালুর টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। সংস্থার কর্ণধার সন্দীপ বিশ্বাস-সহ ২০ জনকে গ্রেফতার করল সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা-সহ বেশ কিছু নথি। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে

WB News Live Updates: বাংলাদেশ থেকে রাজ্যে টাকা পাচারের অভিযোগ

বাংলাদেশ থেকে রাজ্যে টাকা পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে সেই টাকার খোঁজে তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। উত্তর ২৪ পরগনার অশোকনগরে কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলে দমদম ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ঠিকানাতেও। 
অভিযোগ, ৬০টি ভুয়ো কোম্পানির নামে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৩০০ কোটি টাকা তোলা হয়।  তারপর তা হাওয়ালা রুটে পাচার করা হয় এ রাজ্যে।  সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে ইডি। 

WB News Live Updates: স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীর পরিবারের থেকে বাড়তি টাকা চাওয়ার অভিযোগকে ঘিরে অশান্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে

স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রোগীর পরিবারের থেকে বাড়তি টাকা চাওয়ার অভিযোগকে ঘিরে অশান্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নার্সিং সুপারের অফিসের সামনে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। ডেপুটি সুপারের অফিসেও ঘেরাও করেন তাঁরা। ঘটনার সূত্রে গত ১১ মে। ওইদিন এক রোগিণীর পরিবার এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে USG করাতে গেলে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ তোলে। সুপারের কাছে জানানো হয় অভিযোগ। হাসপাতালের তরফে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা তদন্তে নামে। 

WB News Live Updates: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।  গতকাল রাত ৮টা নাগাদ কুমারগঞ্জ থানার সোমজিয়ায় রাস্তার পাশে ঝোপের ধারে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ওই মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে।  সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি দক্ষিণ দিনাজপুরে ফিরছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।পুলিশ সূত্রে খবর, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার সত্‍ ভাইকে আটক করা হয়েছে। 

WB News Live Updates: এসএসসি-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট পেশ

এসএসসি-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট পেশ। রিপোর্টে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়ার উল্লেখ। ‘৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না’

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ভরতগড় গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাগানে ব্যাগের মধ্যে বোমাগুলি রাখা ছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে বাসন্তী থানার পুলিশকে খবর দেন। কে বা কারা বোমাগুলি রেখে গেছে, সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।

WB News Live Updates: মোবাইল টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা নতুন করে চালুর টোপ দিয়ে প্রতারণার অভিযোগ

মোবাইল টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা নতুন করে চালুর টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। গতকাল রাত থেকে শহরের তিন ঠিকানায় তল্লাশি চালাল সিআইডি। প্রতারণা সংস্থার মালিক সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হেয়ার স্ট্রিট থানা এলাকার আর এন মুখার্জি রোডেও একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় সিআইডি।  

WB News Live Updates: বাংলাদেশ থেকে রাজ্যে টাকা পাচারের অভিযোগ

বাংলাদেশ থেকে রাজ্যে টাকা পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে সেই টাকার খোঁজে তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি। উত্তর ২৪ পরগনার অশোকনগরে কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলে দমদম ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ঠিকানাতেও। 
অভিযোগ, ৬০টি ভুয়ো কোম্পানির নামে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৩০০ কোটি টাকা তোলা হয়।  তারপর তা হাওয়ালা রুটে পাচার করা হয় এ রাজ্যে।  সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে ইডি

WB News Live Updates: ‘অশনি’র টানে কি এবার রাজ্যে আগেই আসবে বর্ষা?

‘অশনি’র টানে কি এবার রাজ্যে আগেই আসবে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে ১৫ মে-র মধ্যে প্রবেশ করতে পারে।এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। 

West Bengal News Live: ‘অশনি’র টানে কি এবার রাজ্যে আগেই আসবে বর্ষা

‘অশনি’র টানে কি এবার রাজ্যে আগেই আসবে বর্ষা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে ১৫ মে-র মধ্যে প্রবেশ করতে পারে।এর প্রভাবে রাজ্যে নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা আসতে পারে বলে অনুমান আবহবিদদের। আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত সময় ২১ থেকে ২২ মে। 

WB News Live Updates: কল্যাণী AIIMS-এ একটি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার

কল্যাণী AIIMS-এ একটি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বহিরাগতদের বদলে স্থানীয়দের চাকরির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে কয়েকজনকে আটক করল পুলিশ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live: ফাটল নজরে আসার ৪৮ ঘণ্টা পর অবশেষে মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধ করা সম্ভব হয়েছে

ফাটল নজরে আসার ৪৮ ঘণ্টা পর অবশেষে মেট্রোর টানেলে জল ঢোকা বন্ধ করা সম্ভব হয়েছে বলে KMRCL সূত্রে দাবি। বউবাজারে দুর্গা পিটুরি লেনে মেট্রোর কাজ চলাকালীন দেড় মিটার জায়গা জুড়ে ১১টি পকেট দিয়ে টানেলে জল ঢুকতে শুরু করে। ১০টি জায়গা দিয়ে জল ঢোকা বন্ধ করা সম্ভব হলেও, একটি জায়গা তখনও বন্ধ করা যায়নি। 

WB News Live Updates: তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে হুমকি, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুললেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দা

তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে হুমকি, মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুললেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দা। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মিথ্যে মামলা নয়, পুলিশকে সমস্তটা জানাব বলেছি, পাল্টা সাফাই কাউন্সিলরের।

West Bengal News Live: আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না

আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না। বীরভূমের দেউচা-পাঁচামিতে মিছিল করে সুর চড়াল বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত। পাল্টা অভিযোগ শানিয়েছে তৃণমূল। সুকান্ত-শুভেন্দুকে গোব্যাক স্লোগান আদিবাসীদের একটি সংগঠনের। তাতে আমল দিতে নারাজ গেরুয়া শিবির।

WB News Live Updates: ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর মামলায় সিটের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট

ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর মামলায় সিটের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। গত ১৮ ফেব্রুয়ারি রাতে আনিসের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে পুলিশ কর্মীরা কী দেখেছিলেন? তার উল্লেখ নেই কেন রিপোর্টে? প্রশ্ন বিচারপতির। ৩০৪-এর এ ধারায় মামলা কেন প্রযোজ্য হবে, সে  প্রশ্নও তুলেছে হাইকোর্ট। বিষয়টিকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজা

West Bengal News Live: আড়াই বছর পর, ফের একই ঘটনার পুনরাবৃত্তি

আড়াই বছর পর, ফের একই ঘটনার পুনরাবৃত্তি। KMRCL সূত্রে খবর, এবারও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। মেট্রোর টানালে জল ঢুকে মাটি বসে, বাড়িতে ফাটল ধরেছে। সুড়ঙ্গে জল ঢোকা বন্ধ হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে KMRCL সূত্রে দাবি করা হয়েছে।

WB News Live Updates: ফের বউবাজারের দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে ফাটল

ফের বউবাজারের দুর্গাপিটুরি লেনের একাধিক বাড়িতে ফাটল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন আবারও ফাটল দেখা দিল একাধিক বাড়িতে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই এলাকায় কম্পন অনুভূত হচ্ছিল। তারপরই ফাটল দেখা দেয়। ঘটনাস্থলে আসেন KMRCL-এর ঠিকাদার সংস্থার আধিকারিকরা।

West Bengal News Live: পাট নিয়ে সংঘাতের আবহেই দিল্লি গেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন

পাট নিয়ে সংঘাতের আবহেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর ডাকে দিল্লি গেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। একই দিনে মজদুর ভবনের সামনে গত ১২ মার্চের বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলরের ছেলে। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনে বাড়ছে ফাটল? কেএমআরসিএলের আশ্বাসের মধ্যেই আতঙ্ক। শুরু হল সিমেন্ট দিয়ে ফাটল বোজানোর কাজ। 


১৯-এর আতঙ্ক ফিরল বউবাজারে। পরপর বাড়িতে ফাটল। মধ্যরাতে গৃহহীন অসংখ্য মানুষ। কেউ হোটেলে, কেউ সারারাত কাটালেন রাস্তায়। 


সুড়ঙ্গে জল ঢুকেই বিপত্তি, মনে করছে কেএমআরসিএল (KMRCL)। দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা। পুরনো বাড়ি রাখা নিয়েই সন্দিহান মেয়র (Mayor)। 


বউবাজারে কেন বারবার বিপত্তি, দায় নিয়ে চাপানউতোর। পরপর বাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের। ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ।


আড়াই বছর পর আগে পাওয়া বাড়ির ফিট সার্টিফিকেট (Certificate) নিয়ে প্রশ্ন বউবাজারের ঘরছাড়াদের। 


আনিস-খুনে (Anish Murder Case) সিটের রিপোর্ট নিয়েই প্রশ্ন হাইকোর্টের। পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলে কেন ৩০৪-এ ধারার প্রয়োগ? প্রশ্ন আদালতের। 


পালাতে গিয়ে পড়ে মৃত্যু হলে কেন দায়ী পুলিশ? আনিসকাণ্ডে প্রশ্ন (Anish Murder Case) কোর্টের। পলিগ্রাফ টেস্টের রিপোর্টের উল্লেখ রাজ্যের। মানতে নারাজ পরিবার। 


অর্জুনের (Arjun Singh) বাড়ির কাছে বোমা, এনআইএ-র হাতে ভাটপাড়ার তৃণমূল (TMC) কাউন্সিলরের ছেলে গ্রেফতার। খুশি করার চেষ্টা, খোঁচা কুণালের। 


জোর করে জমি দখল করে নন্দীগ্রামের মতোই সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর। শুধুই নাটক, খোঁচা কুণালের। 


আদিবাসী-উচ্ছেদ করে শিল্পের বিরুদ্ধে বিজেপির দেউচা পাঁচামি অভিযান।প্রতিবাদে জমি-বাঁচাও কমিটির বিক্ষোভ। অশান্তি তৈরির চেষ্টা, অভিযোগ তৃণমূলের। 


দিল্লিতে অভিষেককে তলব, প্রশ্নের মুখে ইডি। সস্ত্রীক সাংসদ অভিযুক্ত না সাক্ষী? কলকাতায় জিজ্ঞাসাবাদে কী সমস্যা? জানতে চাইল সুপ্রিম কোর্ট। সময় চাইল ইডি। 


৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় বরাদ্দেরও দাবি। 


স্থানীয়দের চাকরির দাবিতে কল্যাণী এইমসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। 


ফের বিতর্কে নির্মল মাজি (Nirmal Maji)। রোগী ভর্তিতে দেরী কেন? প্রশ্ন তুলে প্রবীণ চিকিৎসককে হেনস্থার অভিযোগ। রোগী ফেলে রাখার পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। 


ঘুচল রাজ্যে আইএএস ও ডব্লুবিসিএস প্রোমোটি অফিসারদের বিশেষ ভাতার ব্যবধান। পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 


প্রয়োজনে আরও জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আগেই করা উচিত ছিল, কার্যত সমর্থন দিলীপের। নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছে বাম-কংগ্রেস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.