West Bengal News Live : কোচবিহারে ১ হাজার কিলোমিটার পদযাত্রা তৃণমূলের, তার আগে দলীয় কোন্দল প্রকাশ্যে

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 13 Nov 2022 11:19 PM
West Bengal News Live Updates: কোচবিহারে ১ হাজার কিলোমিটার পদযাত্রা তৃণমূলের, তার আগে দলীয় কোন্দল প্রকাশ্যে

জনসংযোগ বাড়াতে ২০ নভেম্বর, কোচবিহারে ১ হাজার কিলোমিটার পদযাত্রার ডাক দিয়েছে তৃণমূল। কিন্তু তার আগেই মাথাভাঙায় ফের প্রকাশ্যে চলে এল দলের কোন্দল। পদযাত্রা করে কোনও কোন্দল মেটানো যাবে না। কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের মিউজিক ভিডিও নিয়ে হাজির মদন

ফোকাসে পঞ্চায়েত ভোট ও আসন্ন ফুটবল বিশ্বকাপ। এই আবহে রিলিজ হওয়ার মুখে মদন মিত্রের আরও একটি মিউজিক ভিডিও। গ্রামবাংলার ভোট নিয়ে গানের সুরে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

West Bengal News Live Updates: তৃণমূলের দখলে পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায়

তৃণমূলের দখলে পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায়। তমলুকের ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়। ৬৮ আসনের মধ্যে ৬১ আসনে জয় তৃণমূলের । বিজেপির ঝুলিতে ২টি আসন, বাম-কংগ্রেস ‘জোট’ ৫টি আসনে জয়ী । 

WB News Live Updates: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ বিজেপির

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য। প্রতিবাদে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চেয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির। পাটুলি থেকে পানাগড়, প্রতিবাদ-বিক্ষোভ। বাঁকুড়ার রাইপুরের পাশাপাশি দুর্গাপুর, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরেও বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজ।

West Bengal News Live Updates: চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীদের নিশানা নির্মল মাজির, বললেন অভিষেকের কাছে গেলেই সমস্যা মিটে যেত

চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বিরোধীদের নিশানা নির্মল মাজির। ‘আদালতে না গিয়ে অভিষেকের কাছে গেলেই সব সমস্যা মিটে যেত। চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য তৃণমূল বিধায়ক নির্মল মাজির। নাম না করে বিকাশ ভট্টাচার্যকে নিশানা নির্মল মাজি। ‘বামপন্থী প্রাক্তন মেয়র কথায় কথায় মামলা করছে’, বিজেপি টাকার জোগান দিচ্ছে, আক্রমণে নির্মল মাজি।

WB News Live Updates: মেরে মাথা ফাটালে মামলা হবে, হাঁটু আর পশ্চাৎদেশে মারুন! বললেন তৃণমূল নেতা

মেরে মাথা ফাটালে মামলা হবে। তাই হাঁটু আর পশ্চাৎদেশে মারুন! পঞ্চায়েত ভোটে বিরোধীদের রুখতে মারের দাওয়াই দিলেন তৃণমূল নেতা! ফের বিতর্কে দক্ষিণ ২৪ পরগনার ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান মোদাস্সর হোসেন। বোঝাই যাচ্ছে কেমন হবে পঞ্চায়েত ভোট। সংশয় প্রকাশ বিরোধীদের। মোদাস্সরের বক্তব্যকে অনুমোদন করে না দল।

West Bengal News Live Updates: গোসাবায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গৃহবধূর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধুর। মৃতার নাম সাবিত্রী বিশ্বাস(৩৮)। শনিবার সন্ধেয় ঘটেছে গোসাবার বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর কলোনী এলাকায়। শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দা সঞ্জয় মণ্ডল ঘরের মধ্যে জ্বলন্ত অবস্থায় দেখতে পান সাবিত্রীকে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। পুলিশকে খবর দিলে পুলিশ অগ্নিদগ্ধ অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

WB News Live Updates: অভিষেকের ছেলের জন্মদিন পালন তাজ বেঙ্গলে! শুভেন্দুর দাবি ওড়াল তৃণমূল

শুভেন্দুর দাবি, তাজ বেঙ্গলে জন্মদিন অভিষেকের ছেলের। পুলিশ, বম্ব ও ডোগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।  যদিও তাজ বেঙ্গলে রবিবার অভিষেকের ডায়মন্ড হারবার ক্লাবের একটি বিশেষ অনুষ্ঠান ছিল। সেই ভিডিও-ও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ক্লাবের তরফেই তা পোস্ট করা হয়। তাই তাজ বেঙ্গলের ওই পার্টিতে অভিষেকের ছেলের জন্মদিন বলে শুভেন্দু চালিয়ে দিতে চাইছেন, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

Dengue Situation: রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি, কলকাতার ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য

রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতি। পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। কলকাতার ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। মানিকতলা ব্লাড ব্যাঙ্ক, এসএসকেএম, আরজিকর, এমআর বাঙুরে প্লেটলেট শূন্য। শিশুমঙ্গল, ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ, ন্যাশনাল মেডিক্যাল কলেজেও একই অবস্থা। 
পিয়ারলেস হাসপাতাল, লাইফ কেয়ারেও প্লেটলেটের সংখ্যা শূন্য। একই অবস্থা জেলার ব্লাড ব্যাঙ্কেও। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে রয়েছে মাত্র ৩৫ ইউনিট প্লেটলেট। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রয়েছে ৩৩ ইউনিট। মালদা মেডিক্যাল কলেজে রয়েছে ২১ ইউনিট। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ রয়েছে ২৭ ইউনিট প্লেটলেট। 

West Bengal News Live Updates: গরুপাচার থেকে জঙ্গি অনুপ্রবেশ, বিএসএফ-বিজিবি বৈঠক

গরুপাচার থেকে জঙ্গি অনুপ্রবেশ। সীমান্ত সমস্যা রুখতে কলকাতায় শুরু হল বিএসএফ-বিজিবি বৈঠক। রাজারহাটের একটি অভিজাত হোটেলে আজ থেকে শুরু হল বৈঠক। চলবে ১৬ তারিখ পর্যন্ত। 

WB News Live Updates: বেহালার যুবকের রহস্যমৃত্যু, বাগনানে রূপনারায়ণে উদ্ধার মৃতদেহ

বেহালার যুবকের রহস্যমৃত্যু, বাগনানে রূপনারায়ণে উদ্ধার মৃতদেহ। শুক্রবার বাড়ি থেকে বেরনোর পর নিখোঁজ, আজ মৃতদেহ উদ্ধার। ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার ক্যাশ অফিসারের রহস্যমৃত্যু। খুনের অভিযোগ পরিবারের। 

West Bengal News Live Updates: একজনের হয়ে পরীক্ষা অন্যজনের, হাসনাবাদে গ্রেফতার বিহারের ৩ যুবক

একজনের হয়ে পরীক্ষা অন্যজনের, হাসনাবাদে গ্রেফতার বিহারের ৩ যুবক। বিএসএফে চাকরির ফিটনেস টেস্ট দিতে এসে গ্রেফতার ৩ ‘ভুয়ো’ পরীক্ষার্থী। চাকরিপ্রার্থী ৩ জনের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট না মেলায় গ্রেফতার, খবর সূত্রের। ধৃত ৩ ‘ভুয়ো’ পরীক্ষার্থীর বাড়ি বিহারের মুঙ্গেরে। ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। 

WB News Live Updates: বারাসাতে ইলিশ উৎসবে বিশৃঙ্খলা, খাবার না পেয়ে বিক্ষোভ

বারাসাতে ইলিশ উৎসবে বিশৃঙ্খলা। খাবার না পেয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের অভিযোগ ৫০০ টাকা দিয়ে টিকিট কেটেও তারা খাবার পাচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর সমীর তালুকদারের। 

West Bengal News Live Updates: ভরা হেমন্তেও ছড়াচ্ছে ডেঙ্গি, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ভরা হেমন্তেও ছড়াচ্ছে ডেঙ্গি। তাও ফেরেনি হুঁশ! জোড়াবাগান এলাকায় ২৪ নম্বর ওয়ার্ডের নিমতলা ঘাট স্ট্রিটে পরিত্যক্ত জমিতে জঞ্জালের স্তূপ! স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহী মশার আঁতুড়ঘর তৈরি হয়েছে ওই জায়গা। পরিত্যক্ত জমির মালিককে চিহ্নিত করে আবর্জনা পরিষ্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আধঘণ্টা পথ অবরোধ। তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা জানিয়েছেন, জমিটি ব্যক্তিগত মালিকানাধীন, সেই কারণে পুরসভার তরফে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না।

WB News Live Updates: জল নেওয়াকে কেন্দ্র করে হুগলির বাঁশবেড়িয়ায় তুলকালাম

জল নেওয়াকে কেন্দ্র করে হুগলির বাঁশবেড়িয়ায় তুলকালাম। বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে ‘লাথি’! অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগে গ্রেফতার ৪। গ্রেফতার অভিযুক্ত তৃণমূল কর্মী সহ ৪। ধৃত ৪ জনই তৃণমূল কর্মীর পরিবারের সদস্য। আক্রান্তদের দেখতে গেলে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ বিজেপির। প্রভাব খাটিয়ে আক্রান্তদের ছাড়াতে এসেছেন বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। 

West Bengal News Live Updates:নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী

নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী। এফআইআরে নাম রয়েছে শুভেন্দু সহ একাধিক বিজেপি নেতার। ধৃতদের নাম কার্তিক বারিক, গৌরাঙ্গ মণ্ডল ও সঞ্জীব মণ্ডল। ৩ বিজেপি কর্মীকে খেজুরি থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্যে চুপ কেন মুখ্যমন্ত্রী! প্রশ্ন লকেটের

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুমন্তব্যের পর দেড়দিন পার। ‘এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী? এখনও কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে? ‘অখিলের সভায় উপস্থিত রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রীও চুপ। এর থেকেই বোঝা যায় বাংলায় মেয়েদের কী অবস্থা!’ দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় এফআইআর করে মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live Updates: বাঁকুড়ার রাইপুরে মঙ্গলবার শুভেন্দুর সভার অনুমতি বাতিল।

বাঁকুড়ার রাইপুরে মঙ্গলবার শুভেন্দুর সভার অনুমতি বাতিল। ছাড়পত্র দিয়েও সভার আবেদন নাকচ প্রশাসনের। ১০ নভেম্বর বিজেপিকে সভার অনুমতি দেয় প্রশাসন। ১১ নভেম্বর সভার অনুমতি বাতিল। ‘সভার জন্য ওইদিন প্রয়োজনীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়’, নিরাপত্তার কারণ দেখিয়ে জানিয়ে দিল পুলিশ। 

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম, বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান

পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। গতকাল কর্মিসভায় তৃণমূল প্রধান মোদাস্সর হোসেন দাবি করেন, পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিরোধীদের মাথায় না মেরে, হাঁটু ও পশ্চাদ্ দেশে মারার বিধান তৃণমূল নেতার। গতকাল ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তৃণমূল প্রধান।

West Bengal News Live Updates: পরিত্যক্ত জমির মালিককে চিহ্নিত করে আবর্জনা পরিষ্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ভরা হেমন্তেও ছড়াচ্ছে ডেঙ্গি। তাও ফেরেনি হুঁশ! জোড়াবাগান এলাকায় ২৪ নম্বর ওয়ার্ডের নিমতলা ঘাট স্ট্রিটে পরিত্যক্ত জমিতে জঞ্জালের স্তূপ! স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহী মশার আঁতুড়ঘর তৈরি হয়েছে ওই জায়গা। পরিত্যক্ত জমির মালিককে চিহ্নিত করে আবর্জনা পরিষ্কারের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আধঘণ্টা পথ অবরোধ। তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা জানিয়েছেন, জমিটি ব্যক্তিগত মালিকানাধীন, সেই কারণে পুরসভার তরফে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না।

WB News Live Updates: সচেতনতা প্রচারে বেরিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তৎপর তৃণমূল কাউন্সিলর

সচেতনতা প্রচারে বেরিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তত্পর তৃণমূল কাউন্সিলর। ডেঙ্গি আক্রান্তের বাড়ির পাশেই দুটি বন্ধ ঘরে আবর্জনার স্তূপ। ঘরের মালিকদের হাতে নোটিস ধরাল পুরসভা। এদিন উল্টোডাঙায় ডেঙ্গি প্রতিরোধ অভিযানে বের হন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত। জানা যায়, তাঁর ওয়ার্ডে সাড়ে ৩ বছরের শিশুকন্যা ডেঙ্গিতে আক্রান্ত। শিশুর বাড়ির পাশেই দুটি বন্ধ ঘরে নোংরা, আবর্জনা ডাঁই করে রাখা আছে দেখে ঘরের মালিকদের ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়। 

West Bengal News Live Updates: অখিল গিরির মন্তব্য সমর্থন করি না, মন্তব্য খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির

অখিল গিরির মন্তব্য সমর্থন করি না। বাঁকুড়ায় খাতড়ায় আদিবাসী সমাজের বিক্ষোভের মুখে পড়ে এমনই মন্তব্য করলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি।

WB News Live Updates: রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করার সময় থামানো হয়েছে অখিলকে, দাবি শশীর

অখিল-বিতর্কে অবশেষে মুখ খুললেন মন্ত্রী শশী পাঁজা। শুক্রবার রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের সময় হাজির ছিলেন শশীও । কেন প্রতিবাদ করেননি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী? উঠছিল প্রশ্ন। রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করার সময় থামানো হয়েছে অখিলকে, দাবি শশীর।

West Bengal News Live Updates: বাঁকুড়ার রাইপুরে শুভেন্দুর সভার অনুমতি বাতিল

বাঁকুড়ার রাইপুরে মঙ্গলবার শুভেন্দুর সভার অনুমতি বাতিল। ছাড়পত্র দিয়েও সভার আবেদন নাকচ প্রশাসনের। ১০ নভেম্বর বিজেপিকে সভার অনুমতি দেয় প্রশাসন। ১১ নভেম্বর সভার অনুমতি বাতিল। ‘প্রয়োজনীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়’। নিরাপত্তার কারণ দেখিয়ে জানিয়ে দিল পুলিশ।

WB News Live Updates: কারা প্রতিমন্ত্রীর গ্রেফতারি চেয়ে কাঁকসার পানাগড় বাজারে বিজেপির বিক্ষোভ

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের জেরে আজও বিজেপির বিক্ষোভ অব্যাহত। কারা প্রতিমন্ত্রীর গ্রেফতারি চেয়ে কাঁকসার পানাগড় বাজারে বিজেপির বিক্ষোভ। জিটি রোড ধরে মিছিল করে এসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে মিনিট কুড়ি বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

West Bengal News Live Updates: ‘এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী?’ অখিল গিরি-ইস্যুতে প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়ের

‘এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী?’ ‘এখনও কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে?’ দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় এফআইআর করে প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়ের।

WB News Live Updates: অখিল গিরির কুরুচিকর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ, খাতরায় খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ । বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ আদিবাসীদের। অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ।

West Bengal News Live Updates: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুমন্তব্য, দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের

রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুমন্তব্যের জের। দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

WB News Live Updates: নতুন অঞ্চল সভাপতি নিয়ে কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিক্ষোভ অব্যাহত

নতুন অঞ্চল সভাপতি নিয়ে কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। অঞ্চল সভাপতি অপসারণের দাবিতে গতকাল মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপোতা এলাকায় অঞ্চল চেয়ারম্যান জগদীশ বর্মনের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। দলীয় কর্মীদের ক্ষোভে গুরুত্ব দিতে নারাজ নতুন অঞ্চল সভাপতি প্রসেনজিৎ বর্মন। এর আগে মাথাভাঙা ২ নম্বর ব্লকের ফুলবাড়ি, রুইডাঙ্গা, প্রেমেরডাঙ্গা ও বড় শৌলমারিতে অঞ্চল সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। পঞ্চায়েত ভোটের আগে দলীয় বিবাদ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। কাশীপুর থানা এলাকার উত্তর স্বরূপনগর এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার করল পুলিশ।  আশিক আজম গাজি নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে উত্তর স্বরূপ নগর এলাকায় হানা দেয় কাশীপুর থানার পুলিশ।

WB News Live Updates: আনন্দপুরে ৩ বছরের শিশুর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার বাবা

একসপ্তাহ পর, আনন্দপুরে ৩ বছরের শিশুর রহস্যমৃত্যুর কিনারা। বাবার হাতেই খুন শিশু, দাবি পুলিশের। গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত রবিবার বাড়িতে বসে মদ্যপান করছিলেন বিজয় বড়াল। অভিযোগ, তাঁর ৩ বছরের ছেলে রোহন শৌচাগারে যেতে চাওয়ায় তিনি রেগে যান। শৌচাগারে নিয়ে গিয়ে শিশুকে ধাক্কা মারায় দেওয়ালে আঘাত পেয়ে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। বাচ্চাকে ওই অবস্থায় রেখেই ফ্ল্যাটের দরজা বন্ধ করে বেরিয়ে যান বিজয়। এরপর স্ত্রীকে ফোনে জানান, শৌচাগারে জলের বালতিতে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। শিশুর মাকে নিয়ে পালিয়েও যান। পরে শিশুর দিদিমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মা-বাবার খোঁজ মেলে। ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ছেলেকে খুনের কথা কবুল করে অভিযুক্ত। 

West Bengal News Live Updates: পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ, কলকাতায় একধাক্কায় ১৮-র ঘরে নামল পারদ

পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ। কলকাতায় একধাক্কায় ১৮-র ঘরে নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা কুড়ির নীচে থাকবে। জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে। পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। 

WB News Live Updates: এসএসসিকাণ্ডে ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের জমির দলিল, আক্রমণে তৃণমূল

এসএসসিকাণ্ডে ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের জমির দলিল, আক্রমণে তৃণমূল। সিজার লিস্টে দিলীপের দলিলের উল্লেখ, সিবিআইয়ের বিরুদ্ধে তথ্য গোপনের চেষ্টার অভিযোগ তৃণমূলের। অবিলম্বে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে গ্রেফতারের দাবি তৃণমূলের। দিলীপ-এসএসসিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্নর যোগের অভিযোগে ইডি তদন্তের দাবি তৃণমূলের। প্রভাবশালী তত্ত্বে এবার পাল্টা দিলীপকে গ্রেফতারের দাবি তৃণমূলের।

West Bengal News Live Updates: শুভেন্দুর লাগাতার প্ররোচনায় মেজাজ হারিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে বেফাঁস অখিল গিরি : কুণাল ঘোষ

শুভেন্দু অধিকারীর লাগাতার প্ররোচনার কারণেই মেজাজ হারিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছেন অখিল গিরি। যদিও দল তাঁর এই মন্তব্য সমর্থন করে না, মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।

WB News Live Updates: ৪ দশক পরে ভোট হতে চলেছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে

৪ দশক পরে ভোট হতে চলেছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে। ২০ আসনের সেই ভোটে মনোনয়ন দিয়েছেন এক ঝাঁক তৃণমূল নেতা। এত মনোনয়নের নেপথ্যে তৃণমূল বিধায়ক জুন মালিয়া ও জেলা সভাপতির মধ্যে টানাপোড়েন, কটাক্ষ করেছে বিরোধীরা। দলগত কোনও বিষয় নেই বলে পাল্টা দাবি তৃণমূলের। 

West Bengal News Live Updates: অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে, দাবি তুললেন কুণাল

অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্যানের বাড়িতে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির নামে দলিল মেলায়, এমনই দাবি তুললেন কুণাল ঘোষ। তথ্য গোপন করিনি, হিম্মত থাকলে গ্রেফতার করুন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষও।

WB News Live Updates: আজ থেকেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমবে

আজ থেকেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমবে। কয়েকদিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এর জেরে শীতের আমেজ অনুভূত হবে কলকাতায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের ছোট স্পেলের সম্ভাবনা। 

West Bengal News Live Updates: দুই যুবকের বচসার জেরে গুলি চলল কলকাতায়, গ্রেফতার ২

কলকাতার বুকে ফের গুলি চলার অভিযোগ। বন্ডেল গেট রোডে দুই যুবকের বচসার জেরে গুলি চলে বলে অভিযোগ। দু-জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও আদালতে জামিন পেয়েছেন তাঁরা।

প্রেক্ষাপট

কলকাতা : নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের মঞ্চে আগুন, এফআইআরে শুভেন্দুর (Suvendu Adhikari) নাম । নন্দীগ্রাম থানায় তৃণমূলের (TMC) অভিযোগ, এফআইআরে প্রথমেই নাম শুভেন্দুর. তৃণমূলের অভিযোগের পরেই স্থানীয় বিজেপি নেতার বাড়িতে পুলিশ। বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কেন মেঘনাদ পালের বাড়িতে তল্লাশি? প্রশ্ন পরিবারের। এফআইআরের ভিত্তিতেই অভিযান, বলছে নন্দীগ্রাম থানার পুলিশ। 


প্রায় ৫০ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার (Brown Sugar) সহ এক পাচারকারীকে গ্রেফতার করল ইসলামপুর (Islampur) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম রামগঞ্জ নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালায়।


মালদার মোথাবাড়ি সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যুর ঘটনার (Student Death) পর প্রকাশ্যে এল আরও একাধিক স্কুলের ভয়াবহ অবস্থা। স্কুলে খসে পড়ছে পলেস্তারা , স্কুল বিল্ডিংয়ের চারিদিকে ফাটল। যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। এই অবস্থায় বাঙ্গিটোলা স্কুলের ঘটনার আতঙ্ক নিয়ে ক্লাস করছেন পড়ুয়ারা। এমনই শোচনীয় মালদার হবিবপুরের আইহো বালিকা বিদ্যালয় এবং মালদার চাঁচল ২ নং ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের। আইহো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কুলের দুর্দশার জন্য আঙ্গুল তুলেছেন প্রশাসনের দিকে। অন্যদিকে স্কুলের দুর্দশার কথা স্বীকার করে নিয়েছেন চাঁচলের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।


রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকায় বিধায়ক কিনছে বিজেপি, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সিতাইয়ের তৃণমূল বিধায়কের। বিজেপি নেতাদের জমির দালাল ও কাটমানি-খোর বলে কটাক্ষ বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার। গতকাল সিতাইয়ের বড় আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হ্যামিলটন বাজারে তৃণমূল কার্যালয়ের উদ্বোধনে গিয়ে নাম না করে বিজেপি নেতা অজয় রায়কে হুমকিও দেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। হুমকিতে ভয় পাই না, পাল্টা তোপ অজয় রায়ের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.