West Bengal News Live: শিলিগুড়িতে চরক মেলায় দুর্ঘটনা, আচমকা দড়ি খুলে আহত ৪

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে

abp ananda Last Updated: 14 Apr 2022 11:39 PM
West Bengal News Live: শিলিগুড়িতে চরক মেলায় দুর্ঘটনা, আচমকা দড়ি খুলে আহত ৪

শিলিগুড়িতে চরক মেলায় দুর্ঘটনা। আচমকা দড়ি খুলে ৪জন আহত হয়েছেন। আহতদের ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে। দুর্ঘটনার পরেই মেলা বন্ধ করে দেয় মেলা কর্তৃপক্ষ। ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ।

West Bengal News Live: চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুতে রণক্ষেত্র শান্তিপুর, নার্সিংহোম ভাঙচুর

চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুতে রণক্ষেত্র শান্তিপুর। নার্সিংহোম ভাঙচুর। মৃত্যুর ২ ঘণ্টা পরে পরিবারকে খবর দেওয়ার অভিযোগ। 

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে এবার এক টোটোচালককে গ্রেফতার করল সিবিআই

রামপুরহাট হত্যাকাণ্ডে এবার এক টোটোচালককে গ্রেফতার করল সিবিআই। তাঁর টোটো করেই গ্রামে পেট্রোল নিয়ে যাওয়া হয় বলে সিবিআই সূত্রে দাবি। যে পাম্প থেকে পেট্রোল কেনা হয়েছিল, তা-ও চিহ্নিত করা হয়েছে বলে গোয়েন্দাদের দাবি।

West Bengal News Live: তৃণমূল নেতা-পুত্র গ্রেফতারের পর আতঙ্কে হাঁসখালি, "বাঁচতে চাই", সিবিআইয়ের কাছে আবেদন গ্রামবাসীর

তৃণমূল নেতা-পুত্র গ্রেফতারের পর আতঙ্কে হাঁসখালি। "বাঁচতে চাই", সিবিআইয়ের কাছে কাতর আবেদন জানালেন গ্রামবাসী। সিবিআইয়ের ডিআইজির কাছে আবেদন জানানো হয়। স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, "ওর ভয়ে ছেলেরা রাতে বাইরে বেরোতে পারে না। আমরা শান্তিতে বাঁচতে চাই, ছেলেদের ধরে ধরে মারে। আমরা বাঁচতে চাই, থানায় গেলে অভিযোগ নেয় না।" সিবিআইকে সামনে পেয়ে কাতর আবেদন গ্রামবাসীর।

West Bengal News Live: বিধানসভার অধ্যক্ষের সামনেই আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণে রাজ্যপাল

বিধানসভার অধ্যক্ষের সামনেই আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণে রাজ্যপাল। অন্য রাজ্যে কী হয়? পাল্টা তৃণমূল। কিছু করে দেখান, খোঁচা কংগ্রেসের। 

West Bengal News Live: বেহালায় তাণ্ডবের দেড়দিন পার, এখনও অধরা মূল অভিযুক্ত

বেহালায় তাণ্ডবের দেড়দিন পার, এখনও অধরা মূল অভিযুক্ত। মূল অভিযুক্ত সোমনাথ ওরফে বাবন বন্দ্যোপাধ্যায় ‘ফেরার’। ‘আগেও থানায় বাবনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়’। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই গ্রেফতার হয়নি বাবন, অভিযোগ বিরোধীদের

West Bengal News Live: ময়দানের ফুটবলে এবার আত্মপ্রকাশ করছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব

ময়দানের ফুটবলে এবার আত্মপ্রকাশ করছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কাল পয়লা বৈশাখে মহেশতলার বাটা স্টেডিয়ামে আনুষ্ঠানিক পথ চলা শুরু। থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রথম ডিভিশনে খেলার জন্য আবেদন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

West Bengal News Live: বীরভূমের নানুরে বাজ পড়ে মহিলার মৃত্যু, আহত আরও ২

চৈত্রের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শিলাবৃষ্টি। বীরভূমের নানুরে বাজ পড়ে মহিলার মৃত্যু, আহত আরও ২। গরমের মধ্যে স্বস্তি গিয়ে বহরমপুর, কাটোয়াতেও শিলাবৃষ্টি।

West Bengal News Live: ভাদু শেখের খুনির চিহ্নিতকরণে ফুটেজ পেল না সিবিআই

ভাদু শেখের খুনির চিহ্নিতকরণে ফুটেজ পেল না সিবিআই। রামপুরহাটের বগটুই মোড়ের কাছে ট্রাফিক পুলিশের ক্যামেরা। ঘটনাস্থলের দিকে মুখ করে থাকা ক্যামেরার ফুটেজ পেল না সিবিআই। শুধু ২-৩দিনের ফুটেজ থাকে, সিবিআইকে জানাল ট্রাফিক পুলিশ। বগটুই মোড় থেকে খালি হাতেই ফিরল সিবিআই

West Bengal News Live: কলকাতায় এলেন হাঁসখালিকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সাংসদ রেখা বর্মা

কলকাতায় এলেন হাঁসখালিকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সাংসদ রেখা বর্মা। উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা বর্মা। কাল হাঁসখালি যাওয়ার কথা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। হাঁসখালি থেকে দিল্লি ফিরে রিপোর্ট যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার কাছে। 

West Bengal News Live: কাল নববর্ষ, কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

কাল নববর্ষ। বছরের শেষ দিন কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: খুনের আশঙ্কা করছেন খোদ আরাবুল-পুত্র, প্রাণভয়ে সুরক্ষা চেয়ে পুলিশকে চিঠি

খুনের আশঙ্কা করছেন খোদ আরাবুল-পুত্র। প্রাণভয়ে সুরক্ষা চেয়ে পুলিশকে চিঠি আরাবুল পুত্রের। বিরোধী গোষ্ঠীর একাংশের বিরুদ্ধেই খুনের হুমকির অভিযোগ।
খুনের হুমকি আসছে বিরোধী দল থেকেও, অভিযোগ আরাবুল-পুত্রের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুনের ভয়, পাল্টা খোঁচা বিরোধীদের।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়ির দরজা ভেঙে ঢুকল সিএফএসএল

হাঁসখালিকাণ্ডের তদন্তে সিবিআই, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়ির দরজা ভেঙে ঢুকল সিএফএসএল।

West Bengal News Live: ফের সিবিআই ক্যাম্পে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ

সকালে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের সিবিআই ক্যাম্পে ঝালদা থানার আইসি। ফের সিবিআই ক্যাম্পে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ।
কংগ্রেস কাউন্সিলর খুনে ঝালদা থানার আইসিকে সিবিআই জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live: বেহালার চড়কতলাকাণ্ডে অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল তৃণমূল

বেহালার চড়কতলাকাণ্ডে অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনকে বহিষ্কার করল তৃণমূল। ঘটনার পর এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নালিশ অভিযুক্তর পরিবারের। নালিশ করে অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়ের পরিবার। অভিযুক্ত বাবনকে আত্মসমর্পণের নির্দেশ বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ড নিয়ে সরব সৌগত, ভিন্নসুর শতাব্দীর

হাঁসখালিকাণ্ড নিয়ে সরব সৌগত, ভিন্নসুর শতাব্দী রায়। ‘মহিলা মুখ্যমন্ত্রী কী চান এটা? কোনও সরকার কী চায়? তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের ভিন্নসুর শতাব্দী রায়ের।

West Bengal News Live: "যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার", হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক সৌগত

হাঁসখালিকাণ্ড নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। "যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত নয়। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত ।" মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

West Bengal News Live: তপন কান্দুর খুনের ঘটনার তদন্তে ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার তদন্তে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আজ সকাল ১০টায় তিনি সিবিআইয়ের ক্যাম্পে যান। সেখানে সাড়ে ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, কাছাকাছি পুলিশের নাকা পয়েন্ট থাকলেও সেখানকার কর্মীরা কেন দ্রুত ঘটনাস্থলে যাননি, সে বিষয়ে আইসি-র কাছে জানতে চাওয়া হবে। সেইসঙ্গে ভাইরাল একটি অডিও ক্লিপে তাঁর কণ্ঠস্বর শোনা গেছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে আইসি-কে। 

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে তদন্ত শুরু সিবিআইয়ের, থানায় গিয়ে কেস ডায়েরি নিল সিবিআই

হাঁসখালিকাণ্ডে তদন্ত শুরু সিবিআইয়ের। থানায় গিয়ে হাঁসখালিকাণ্ডের কেস ডায়েরি নিল সিবিআই। তদন্তভার নেওয়ার কথা জানাতে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী দল। হাঁসখালিতে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দলও। কৃষ্ণনগরে সিবিআই ক্যাম্প থেকে বেরোল ফরেন্সিক টিম

West Bengal News Live: বৈঠকে আমন্ত্রণ পাননি নেতা, দোলা সেনকে ঘিরে বিক্ষোভ অনুগামীদের

নন্দীগ্রামে দলীয় বৈঠকে কেন আমন্ত্রণ পাননি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের? দোলা সেনকে গাড়ি ঘিরে অনুগামীদের বিক্ষোভ। ব্লক সভাপতি স্বদেশ দাসকে অপসারণের দাবি। কোনও বিক্ষোভ হয়নি, দাবি দোলা সেনের।

West Bengal News Live: রাজ্যপালকে পাল্টা প্রশ্ন অধীর চৌধুরীর

ওঁর জ্ঞান অনেক শুনেছি। কেন্দ্রকে আপনি কী পরামর্শ দিচ্ছেন, সেটা এবার জানতে চাই। রাজ্যপালকে নিয়ে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।

West Bengal News Live: বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেসে ছোড়া হল পাথর, আহত এক মহিলা

চলন্ত ট্রেনে হামলা। আহত এক মহিলা যাত্রী। বালুরঘাটগামী কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের ঘটনা। সংরক্ষিত কামরায় আসন ছিল তাঁর। ট্রেনটি ঝাড়খন্ডের পাকুড় স্টেশন ছাড়তেই বাইরে থেকে পাথর ছোড়া শুরু হয়। তখনই আঘাত লাগে ওই মহিলার। রেলপুলিশের সাহায্য মেলেনি বলে অভিযোগ।

WB News Live Updates: অধরা খুনের অস্ত্র

ভোট পরবর্তী হিংসা মামলায় উত্তর ২৪ পরগনার জগদ্দলে খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুকুরে তল্লাশি চালাল সিবিআই। যদিও ৩ ঘণ্টা পরেও মিলল না বছরখানেক আগে আকাশ যাদবকে খুনে ব্যবহৃত অস্ত্র। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: কালীঘাটে গিয়ে বোঝান, সৌগতকে পরামর্শ সুকান্তর

যা বলেছেন, সেটা সত্যিই মন থেকে বিশ্বাস করলে, কালীঘাটে গিয়ে বোঝান। সৌগত রায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়

হাঁসখালিকাণ্ড নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত নয়। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

West Bengal News Live: সাধারণ মানুষের কেন হেনস্থা হবে, বেহালার ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক

আজ স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নালিশ করেন অভিযুক্ত বাবন বন্দ্যোপাধ্যায়ের পরিবার। বিধায়ক সাফ জানিয়েছেন, অভিযুক্ত বাবন যেন আত্মসমর্পণ করেন।

West Bengal News Live: চড়কতলার ঘটনায় বিধায়কের কাছে নালিশ স্থানীয়দের

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর থমথমে বেহালার চড়কতলা। ঘটনার দেড়দিন পর বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 

West Bengal News Live: রাজ্যপালের নিশানায় রাজ্য প্রশাসন

বি আর আম্বেডকরের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষকে পাশে নিয়ে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব রাজ্যপাল। 

West Bengal News Live: পেট্রোল নিয়ে গিয়েছিলেন রিটন, দাবি সিবিআইয়ের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, পেশায় টোটোচালক রিটন ঘটনার রাতে মনসুবা মোড়ের পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে বগটুই গিয়েছিলেন। ঘটনার রাতে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে রিটনকে দেখা গেছে। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানেও উঠে এসেছিল তাঁর নাম। 

West Bengal News Live: সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেফতার

সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার। বেশ কিছুদিন ধরেই রিটনকে খুঁজছিল সিবিআই। 

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১

রামপুরহাট হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ১। বগটুই থেকেই গ্রেফতার রিটন শেখ।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে পুলিশকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার তদন্তে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই

হাঁসখালিকাণ্ডের তদন্তে সিবিআইয়ের ৩ সদস্যের টিম। আজ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের পরিবারের সঙ্গে কথা বলার সম্ভাবনা।

West Bengal News Live: তৃণমূল বিধায়কের নিশানায় পুলিশ

মালদায় বালি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বিধায়ক। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বালি মাফিয়াকে মদত দিচ্ছে রতুয়া থানার আইসি। অভিযোগ অস্বীকার পুলিশের তরফে। 

West Bengal News Live: জমি বিবাদে একঘরে করার অভিযোগ, কাঠগড়ায় গ্রাম কমিটি

জমি না লিখে দেওয়ায় মহিষাদলে এক পরিবারকে একঘরে করার অভিযোগ উঠল গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কমিটির সদস্যরা।

West Bengal News Live: এখনও থমথমে বেহালার চড়কতলা

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের পর থমথমে বেহালার চড়কতলা। ঘটনার দেড়দিন পরও মূল অভিযুক্ত বাবুন বন্দ্যোপাধ্যায় অধরা।

West Bengal News Live: কলকাতা শহরের বুকেই বিপুল অস্ত্র উদ্ধার

কলকাতার কাছেই আগ্নেয়াস্ত্র ও ১৪৫ রাউন্ড কার্তুজ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু তিনদিনের রুদ্ধদ্বার বসন্ত উৎসব

বুধবার থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে তিনদিনের রুদ্ধদ্বার বসন্ত উৎসব।

West Bengal News Live: সংগ্রহ করা হয়েছে কেস ডায়েরি

২ মহিলা-সহ সিবিআই-এর ৩ আধিকারিক গিয়ে সংগ্রহ করলেন কেস ডায়েরি ও অন্যান্য তথ্য

West Bengal News Live: মগরাহাটে জোড়া খুনের ঘটনার পুনর্নির্মাণ

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে এক সিভিক ভলান্টিয়ার সহ ২ জনকে গুলি করে ও কুপিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ। বুধবার ধৃত জানে আলমকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

West Bengal News Live: গভীর রাতে তথ্য সংগ্রহ সিবিআইয়ের

হাঁসখালিকাণ্ডের তদন্তে নেমে বুধবার গভীর রাতে থানায় গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআইয়ের ৩ সদস্যের টিম।

West Bengal News Live: এনসিবি রিপোর্ট তুলে সামাজিক অবক্ষয়ের ব্যাখ্যা সুখেন্দুশেখরের

অধিকাংশ যৌন হেনস্থার ঘটনা ঘটছে পরিবারের মধ্যে। এনসিবি রিপোর্ট তুলে সামাজিক অবক্ষয়ের ব্যাখ্যা সুখেন্দুশেখরের। সরব বিরোধীদের।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিজেপির

হাঁসখালিকাণ্ডেও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়েছে বিজেপি। যাওয়ার কথা শনিবার। উন্নাও-হাথরসে কোথায় থাকে কমিটি? পাল্টা কটাক্ষ তৃণমূলের।

West Bengal News Live: এফআইআর দায়েরের পরেই হাঁসখালিতে সিবিআই

এফআইআর দায়েরের পরেই হাঁসখালিতে সিবিআই। থানা থেকে কেস ডায়েরি হস্তান্তর। আজ যেতে পারে নির্যাতিতার বাড়ি ও ঘটনাস্থলে। 

West Bengal News Live: হুমকির জন্যই থানায় যেতে পারেননি, বললেন নির্যাতিতার বাবা

হুমকি দিয়েছিল, ভয়ে থানা, হাসপাতালে যেতে পারিনি। বললেন হাঁসখালির নির্যাতিতার বাবা। 

প্রেক্ষাপট

আবির ইসলাম, সিউড়ি: রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সিউড়িতে (Suri Rally) বিজেপি-র (BJP Rally) আইন অমান্য মিছিল। মিছিল চলাকালীন আঘাত পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের ব্যারিকেড পায়ে পড়ে আঘাত পান শুভেন্দু (Suvendu Adhikari Injured)। নিয়ে যাওয়া হল নার্সিংহোমে। তাঁর পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে। 


একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বুধবার বীরভূমের সিউড়িতে 'আইন আন্দোলন কর্মসূচি' ছিল বিজেপি-র। দুপুরে অগ্রভাগে নেতৃত্ব দিতে দিতে সেই মিছিল নিয়ে এগোতে থাকেন শুভেন্দু। পরিস্থিতি তেতে উঠতে পারে আঁচ করে মিছিল অভিমুখে থাকা জেলাশাসকের দফতরের সামনে বসানো হয় ব্যারিকেড। মিছিল সেখানে পৌঁছলে পরিস্থিতি চরমে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী-সমর্থকদের। 


শুভেন্দু গুরুতর আহত হয়েছেন বলে খবর


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারিকেড ভেঙে বিজেপি-র নেতা-কর্মীরা মিছিল এগিয়ে নিয়ে যেতে উদ্যত হন। সেই সময়ই পুলিশের বসানো ব্যারিকেড শুভেন্দুর পায়ের উপর পড়ে যায়। তাতে রাজ্যের বিরোধী দলনেনা মারাত্মক আহত হন বলে দাবি বিজেপি-র কর্মী-সমর্থকদের। তড়িঘড়ি সিউড়ির বেসরকারি আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। বিজেপি-র এই মিছিল ঘিরে সিউড়ির পরিস্থিতি উত্তপ্ত।


আরও পড়ুন: Nadia Rape: হাঁসখালিতে গণধর্ষণ, খুনের অভিযোগে এফআইআর সিবিআই-এর । Bangla News


নদিয়ার হাঁসখালি-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিগত ক.য়েক দিনে একের পর এক মেয়েদের উপর নির্যাতনের খবর সামনে এসেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে শাসকদলের সঙ্গে সংযোগ ধরা পড়েছে অভিযুক্তদের। তা নিয়েই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছে গেরুয়া শিবির।  রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে বিরোধী শিবির থেকে। 


হাঁসখালি নিয়েও বিজেপি-র অনুসন্ধান কমিটি


হাঁসখালির ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মৃত মেয়েটির পরিবার যে ভাবে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন, তাতে অস্বস্তি বেড়েই চলেছে তৃণমূলের। তাদের উপর চাপ বাড়াতে এ বার বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব হাঁসখালিতেও 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি' পাঠাতে উদ্যোগী হয়েছেন। বুধবারই কমিটি গড়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই অনুসন্ধান কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ রেখা বর্মা। যোগী মন্ত্রিসভার সদস্য, শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন। বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.