West Bengal News Live: বর্ধমান স্টেশনের ঘটনায় আর্থিক সাহায্য রাজ্য সরকারের

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 14 Dec 2023 11:33 PM
West Bengal News Live: গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথে হকার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হল

গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথে হকার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হল। আজ টাউন ভেন্ডিং কমিটি, পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে ১১৬টি দোকানের জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়। কিন্তু, ২৩টি দোকানকে সরানোর সিদ্ধান্ত ঘিরে বেধে যায় বিশৃঙ্খলা।  

WB News Live Updates: নদিয়ায় পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে এবার সিবিআই

নদিয়ায় পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগে এবার সিবিআই। রিপোর্ট দিতে হবে ২ মাসের মধ্যে, পুলিশকে অবিলম্বে নথি হস্তান্তরের নির্দেশ দিল হাইকোর্ট। 

West Bengal News Live:বিধানসভায় কাঁসর-ঘণ্টা বাজানোর মামলায় আপাতত স্বস্তি বিজেপির

বিধানসভায় কাঁসর-ঘণ্টা বাজানোর মামলায় আপাতত স্বস্তি বিজেপির। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানিয়ে দিল হাইকোর্ট। 

WB News Live Updates: বর্ধমান স্টেশনের ঘটনায় আর্থিক সাহায্য রাজ্য সরকারের

বর্ধমান স্টেশনে হতাহতদের আর্থিক সাহায্য রাজ্য সরকারের। নিহতদের ২ লক্ষ টাকা 
আর্থিক সাহায্য। হাসপাতালে গিয়ে আহতদের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এরপরেই আহতদের দেখতে বর্ধমান মেডিক্যালে যান 
রাজ্যপাল। 

West Bengal News Live: সংসদে তাণ্ডবেও এবার বং-কানেকশন! বড়বাজারে ভাড়া থাকতেন অন্যতম অভিযুক্ত ললিত ঝা!

সংসদে তাণ্ডবেও এবার বং-কানেকশন!
বড়বাজারে ভাড়া থাকতেন অন্যতম অভিযুক্ত ললিত ঝা!

WB News Live Updates: অবাধ উত্তুরে হাওয়া, সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ

সামান্য বাড়ল তাপমাত্রা। যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ
বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে।

West Bengal News Live: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে যোগ দিতে ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে যোগ দিতে ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তার আগে একযোগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তুলল আয়োজক সংস্থা ও বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ধর্মের রাজনীতি নিয়ে দুই দলকেই খোঁচা দিয়েছে সিপিএম।

WB News Live Updates: প্রায় ৬ ঘণ্টা, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো এখনও বন্ধ

প্রায় ৬ ঘণ্টা, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো এখনও বন্ধ ---
নোয়াপাড়া থেকে বরানগরের মধ্যে আপ লাইনে সমস্যা
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ-ডাউন লাইনে বন্ধ মেট্রো --
আপাতত দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো রেল

West Bengal News Live: ২দিন ধরে আসানসোলে ছাঁট লোহা কারবারির বাড়িতে আয়কর হানা

২দিন ধরে আসানসোলে ছাঁট লোহা কারবারির বাড়িতে আয়কর হানা 

WB News Live Updates: ১০ বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস

সিবিএসইর ধাঁচে এবার রাজ্যের সিলেবাস। ১০ বছর পরে পুরো বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। 
শনিবার বৈঠক, আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকরের ভাবনা। 

West Bengal News Live:কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই, রাজ্য জুড়ে তল্লাশি

কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই, রাজ্য জুড়ে তল্লাশি
কলকাতা, আসানসোল, মালদা-সহ ১২ জায়গায় একযোগে তল্লাশি

WB News Live Updates: 'কেন বিজেপি সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না', প্রশ্ন কুণাল ঘোষের

'কেন বিজেপি সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না', প্রশ্ন কুণাল ঘোষের

West Bengal News Live: এসএসকেএমে বালুর কেবিনে সিসি ক্যামেরা, আপত্তি হাইকোর্টের

এসএসকেএমে বালুর কেবিনে সিসি ক্যামেরা, আপত্তি হাইকোর্টের --
সিসি ক্যামেরার বদলে সিআইএসএফ বা সিআরপিএফ মোতায়েনের ভাবনা 

WB News Live Updates: সংসদ তাণ্ডব, ললিত-যোগে হালিশহরে রাজ্য পুলিশের গোয়েন্দারা

সংসদ তাণ্ডব, ললিত-যোগে হালিশহরে রাজ্য পুলিশের গোয়েন্দারা। হালিশহরে কলেজ ছাত্র নীলাক্ষ আইচের বাড়িতে গোয়েন্দারা। বিক্ষোভের ভিডিও রেকর্ডিং করে নীলাক্ষকেই পাঠিয়েছিলেন ললিত ঝা। 

West Bengal News Live: সাসপেন্ডেড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে প্রস্তাব পাস রাজ্যসভায়

সাসপেন্ডেড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে প্রস্তাব পাস রাজ্যসভায়। ডেরেকের আচরণ নিয়ে তদন্ত করবে প্রিভিলেজ কমিটি। আচরণ পরীক্ষা ও তদন্তের পর প্রিভিলেজ কমিটিকে তিনমাসের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। সংসদ ভবনে স্মোক-ক্যান হামলাকাণ্ডে প্রতিবাদের জেরে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। চলতি শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে রাজ্যসভায় ঢুকতে পারবেন না ডেরেক। বারবার আসনে গিয়ে বসতে বলার পরেও, না শোনায় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়

WB News Live Updates:দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা, ২ দিন ধরে তল্লাশি

দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা, ২ দিন ধরে তল্লাশি। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে ১৮ ঘণ্টা তল্লাশি। হিসাব বহিভূর্ত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে আয়কর অভিযান

West Bengal News Live: বসিরহাটে ইটিন্ডা ঘাট এলাকায় ইটভাটায় বিস্ফোরণ

বসিরহাটে ইটিন্ডা ঘাট এলাকায় ইটভাটায় বিস্ফোরণ
ইটভাটায় বিস্ফোরণে মৃত ৪ শ্রমিক, আহত ৩

WB News Live Updates: রাজভবনের উত্তর গেটের নাম হবে রবীন্দ্রনাথ ঠাকুর গেট

রাজভবনের উত্তর গেটের নাম হবে রবীন্দ্রনাথ ঠাকুর গেট
আজ বিশ্বভারতীতে গিয়ে ঘোষণা রাজ্যপালের

West Bengal News Live: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির

প্রেক্ষাপট

সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে (Security Breach in Lok Sabha) বাংলা-যোগ? বড়বাজারে ভাড়া থাকতেন সন্দেহভাজন ললিত ঝা। গৃহশিক্ষক বলে পরিচয় দিতেন নিজেকে। দাবি প্রতিবেশীদের। বছর দেড়েক আগে আচমকাই উধাও।


সংসদের বাইরে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা। বিস্ফোরক দাবি এ রাজ্যের কলেজ ছাত্র নীলাক্ষ আইচের।


সংসদে তাণ্ডবের ঘটনার মূল ষড়যন্ত্রী অন্য কেউ! অভিযুক্তরা সকলেই ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি গ্রুপের সদস্য। আগেও সংসদে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ধৃত সাগর শর্মা। খবর পুলিশ সূত্রে। 


সংসদে তাণ্ডবের ৩ দিন আগেই দিল্লির ইন্ডিয়া গেটে জড়ো হন অভিযুক্তরা। সবার হাতে তুলে দেওয়া হয় স্মোক গান। ধৃত ৪ জনের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা। মাথা কে? খুঁজছে পুলিশ।


নতুন সংসদ ভবন উদ্বোধনের ৬ মাস কাটতে না কাটতেই বেআব্রু পার্লামেন্টের নিরাপত্তা। বিরোধীদের তুমুল হট্টগোল। রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। লোকসভায় সাসপেন্ড ৫ কংগ্রেস সাংসদ।


নিরাপত্তা বলয় এড়িয়ে কীভাবে স্মোক ক্যান নিয়ে সংসদে? কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড সংসদের ৮ নিরাপত্তা আধিকারিক। গতকালের ঘটনার পর সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা।


কয়লা পাচারকাণ্ডে ভবানীপুর, আসানসোল, মালদা-সহ ১২ জায়গায় একযোগে সিবিআই তল্লাশি। লালা ঘনিষ্ঠ মানি হ্যান্ডলারদের ঠিকানায় হানা। স্ক্যানারে সিআইএসএফের প্রাক্তন কনস্টেবল।


দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে ১৮ ঘণ্টা তল্লাশি। ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাড়িতে ২ দিন ধরে রেড।


বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যু। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রেল অফিসারদের বিরুদ্ধে এফআইআর বর্ধমান জিআরপির। গাফিলতির জেরে মৃত্যু-সহ একাধিক ধারায় মামলা।


শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনা। হত না রক্ষণাবেক্ষণ। শেষ মুহূর্তের ঘোষণায় ট্রেন ধরতে রোজই হুড়োহুড়ি। বর্ধমান স্টেশনে একাধিক অব্যবস্থার অভিযোগ যাত্রীদের। 


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিল ইডি। 


বিধানসভায় কাঁসর-ঘণ্টা বাজানোর মামলায় আপাতত স্বস্তি বিজেপির। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.