WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ২৮
Get the latest West Bengal News and Live Updates: বেলাইন হওয়ার পরেই জলে ডুবল বিকানের এক্সপ্রেসের একটি কামরার একাংশ। করোনার বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেলে সংঘাত। ‘তফাত শুধু শিরদাঁড়ায়।’ অপরূপা পোদ্দারের ‘ঘরশত্রু বিভীষণ’ আক্রমণের পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সবাইকেই সতর্ক করলেন পার্থ চট্টোপাধ্যায়।
রাজভবন মনোনীত উপাচার্যকে বদলে দিল রাজ্য। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ। যুদ্ধংদেহী মনোভাব ছাড়ুন, কটাক্ষ ব্রাত্যর।
আপাতত হচ্ছে না ৪ পুরসভার ভোট। ২-৩ সপ্তাহ নির্বাচন পিছোতে কমিশনে আবেদন তৃণমূলের। ২২ জানুয়ারির বদলে ভোট হতে পারে ১২ ফেব্রুয়ারি।
শুধু কলকাতাতেই একদিনে ৭ হাজারের কাছে করোনা আক্রান্ত, ৭ জনের মৃত্যু। ২৯ থেকে বেড়ে ৪৪টি কনটেনমেন্ট জোন। চালু হল হেল্প লাইন নম্বর।
৩০ বছর ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে চন্দননগর ইন্ডোর স্টেডিয়াম। দখল হয়ে যাচ্ছে স্টেডিয়ামের জায়গা। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকা পরিণত হচ্ছে দুষ্কৃতীদের আখড়ায়। যা নিয়ে পুরভোটের মুখে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অসুস্থ নারায়ণ দেবনাথের হাতে তুলে দেওয়া হল পদ্মশ্রী পুরস্কার। হাসপাতালে ভর্তি শিল্পীকে দেখে এলেন মন্ত্রী অরূপ রায়। পদ্মশ্রী হাতে নেওয়ার মুহূর্তে না থাকতে পারায় আক্ষেপ কোভিড আক্রান্ত ছেলের।
তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু। ২২ হাজারের উপরেই আক্রান্ত। সংক্রমণের শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা।
এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে ট্র্যাক্টর উল্টে বিমানবন্দর কর্মীর মৃত্যু। ট্র্যাক্টর থেকে ছিটকে পড়ে পিষ্ট হয়ে গ্রাউন্ড স্টাফের মৃত্যু। কলকাতা বিমানবন্দরেই জলপাইগুড়ির বাসিন্দা সঞ্জিৎ রায়ের মৃত্যু। গ্রাউন্ড স্টাফের মৃত্যু নিয়ে এখনও মেলেনি বিমানবন্দরের প্রতিক্রিয়া।
ওয়াপ ফোর পুরনো ইঞ্জিন থেকে খসে পড়ে ট্র্যাকশন মোটর। পথ আটকে যায় ট্রেনের। তাতেই বিপত্তি, মত বিশেষজ্ঞদের একাংশের।
জনস্বার্থেই পিছনো যেতে পারে পুরভোট, বলছেন চিকিত্সকরা। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক কমিশন, মত বিকাশরঞ্জন ভট্টাচার্যের। ভোট স্থগিত চায় বিজেপি।
আসতে চাইলেও যেন তৃণমূলে না ফেরানো হয় বিজেপিতে যাওয়া ইটাহারের প্রাক্তন বিধায়ককে। অমলের বিরুদ্ধে মমতাকে চিঠি ৮ বিধায়কের।
২ সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ৪ পুরসভার ভোট, খবর সূত্রের। ভোট পিছোতে কমিশনের কাছে আবেদন তৃণমূলের, খবর সূত্রের। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, এই ৪ পুরসভার ভোট হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। করোনার সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে আবেদন তৃণমূলের।
ভোর না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার। সমুদ্র সৈকতে পুণ্যার্থীর ভিড়। চলছে পুণ্যস্নান। মুখে নেই মাস্ক। সর্বত্রই বিধিভঙ্গের ছবি। দর্শক পুলিশ।
ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত ৩৬।
রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই কাল বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত তৃণমূলের।
কলকাতার কনটেইনমেন্ট জোন ২৯ থেকে বেড়ে ৪৪ হল। সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন ১০ নম্বর বরোতে।
জঙ্গলমহল উৎসব কি পিছিয়ে দেওয়া সম্ভব? ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে জেলাশাসককে নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে নির্দেশ। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা জঙ্গলমহল মেলা। তিনদিন ধরে চলার কথা জঙ্গলমহল মেলা। জঙ্গলমহল মেলা স্থগিতের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বেনজির সংঘাত। রাজ্যপালের মনোনীত উপাচার্যকে বদলে দিল সরকার। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সংঘাত। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ করে নতুন উপাচার্য নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের ডিন তপন মণ্ডলকে উপাচার্য মনোনীত করেন রাজ্যপাল। তা খারিজ করে সোমা বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য হিসেবে দায়িত্ব দিল সরকার। ‘রাজ্যপাল মনোনীত উপাচার্য পদে থাকতে চান না তপন মণ্ডল’, সোমা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে দাবি রাজ্য সরকার সূত্রে। ‘মনোনীত আচার্যকে এখনও বলব সহযোগিতা করুন। তৃতীয়বার নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করুন। যুদ্ধংদেহী মনোভাব শিক্ষা দফতরের উপর চাপাবেন না’, আচার্যকে আক্রমণ করে ট্যুইট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
পুরভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় কি? এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এনিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। সংক্রমণ লাফিয়ে বাড়ছে। ফলে সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়টি মাথায় রাখতে হবে। এই সময়ে পুরভোট হলে তা কি মানুষের স্বার্থে হবে? সেই ভোট কি অবাধ ও সুষ্ঠু হবে? সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটি বিষয় মাথায় রাখতে হবে। হাইকোর্ট আরও জানিয়েছে, ভোট পিছনোর ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের।
গুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়ে আগামী পুরবোর্ড কাজ করবে, চন্দননগরে দলীয় ইস্তেহার প্রকাশ করে জানালেন চন্দননগরের বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন চন্দননগরের খলিসানীতে সাংবাদিক সম্মেলন করে আগামী চন্দননগর কী হবে, পাঁচ বছরে কী কী কাজ করা হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করেন মন্ত্রী। ইস্তেহারে নাগরিক পরিষেবার উপর জোর দেওয়া হয়েছে।
ময়নাগুড়িতে দুর্ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুথে হালকা ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফেরেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। চলছে পুণ্যস্নান। ঘুচেছে দূরত্ববিধি। মুখে নেই মাস্ক। কেন মাস্ক পরেননি? প্রশ্ন করতেই হাজারো যুক্তি দিচ্ছেন পুণ্যার্থীরা। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।
ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে? আপ বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইঞ্জিনের যে সমস্যা ছিল প্রাথমিক তদন্তে তা স্পষ্ট হয়েছে।
এই ইঞ্জিন ছিল ওয়াপ ফোর ক্যাটিগরির। এতে চারটি করে ট্র্যাকশন মোটর থাকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনের একটি ট্র্যাকশন মোটর ভেঙে পড়েছিল। তাতেই বিপত্তি ঘটে। ট্র্যাকশন মোটরের ভূমিকা হল, এটি ইঞ্জিনের চাকাকে রেল লাইনে ধরে রাখতে ও চাকাকে ঘোরাতে সাহায্য করে।
পাথরপ্রতিমা থানার সৃপতিনগর গ্রামের নদীর চরে আজ সকালে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরকে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে পাথরপ্রতিমা থানার পুলিশ। মনে করা হচ্ছে, পাশের ঠাকুরের নদী পেরিয়ে এসেছে বাঘ। তবে বাঘটি এলাকায় আছে কিনা তার খোঁজ চালাচ্ছেন গ্রামবাসীরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে সংঘাত আরও চরমে উঠেছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। শ্রীরামপুরের সাংসদকে আক্রমণ করে বলেন, ‘লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক হিসেবে তাঁর যদি কোনও বক্তব্য থাকত, তাহলে দলের মধ্যেই বলতে পারতেন। ওঁর মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করা উচিত।’ পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ‘ঘরের শত্রু বিভীষণ’ বলেও তোপ দেগেছেন অপরূপা পোদ্দার।
কাঁকুলিয়ায় জোড়া হত্যাকাণ্ডে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট। আলিপুর আদালতে চার্জশিট পেশ পুলিশের। ৮৭ দিনের মাথায় ৫০০ পাতার চার্জশিট পেশ। মোট ৮০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাগরমেলায় সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য সকাল থেকেই মাইকে চলছে প্রচার। স্যানিটাইজ করা হচ্ছে মেলা চত্বর, সমুদ্র সৈকত। যেসব পুণ্যার্থীর মুখে মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দেন স্বেচ্ছাসেবকরা। তবে সর্বস্তরে সতর্কতামূলক প্রচার চললেও, স্বাস্থ্যবিধি না মানার ছবিও ভালমতোই দেখা যাচ্ছে। কোভিডবিধির তোয়াক্কা করছেন না বহু পুণ্যার্থীই।
‘অতীতের কথা ছেড়ে দিন, আর হবে না, বিধাননগরে যা কাজ হয়েছে, জবরদস্তির দরকার নেই।’বিধাননগরে ভোটের ইস্তেহার প্রকাশ করে দাবি সৌগতর। ‘জোর করে ভোট করার চেষ্টা হলে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ’, বিধাননগর পুরসভার ভোট নিয়ে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের
আজ মকর সংক্রান্তির দিনে ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরে উষ্ণ প্রসবনে চলছে মকর স্নান। তবে উষ্ণ প্রসবন স্নানের ঘাটে সামান্য ভিড় থাকলেও মন্দির চত্বর একেবারে ফাঁকা বললেই চলে। এবছর পুণ্যার্থীদের পুজো দেওয়ার ভিড় নেই।
উত্তর দিনাজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি ও ইটাহারের প্রাক্তন বিধায়ক অমল আচার্যকে যাতে দলে না নেওয়া হয়, তারজন্য জেলার ৮ বিধায়ক চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা ভোটের আগেই বিজেপি যোগ দেন অমল। অবিশ্বাস্য ফল করেছে তৃণমূল। দলে নিলে সংগঠন দুর্বল হবে। এখন সবাই একত্রিত হয়ে কাজ করছেন। তা হবে না। বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি
লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সেকারণে উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের সবকটি বাজার সপ্তাহে প্রতি বৃহস্পতি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নির্দেশমতো গতকাল বন্ধ ছিল বাজার। আবার বন্ধ থাকবে আগামী রবিবার
বীরভূমের ইলামবাজারে অজয়ের তীরেও চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। তবে এখানেও করোনা বিধি মানার লক্ষণ প্রায় দেখাই যাচ্ছে না পুণ্যার্থীদের মধ্যে। এনিয়ে সাফাই দেওয়ার মরিয়া চেষ্টা করেছেন তাঁরা। তবে মন্দির চত্বর থেকে অজয়ের ঘাট পর্যন্ত সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ। রয়েছে বিপর্যয় মোকাবিলার দল। করোনার কারণে এবার ছোট আকারে বসেছে জয়দেবের কেঁদুলি মেলা।
গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের আনা ভেসেলগুলি স্যানিটাইজ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের লট ৮-এর ৫টি জেটিতেই স্যানিটাইজেশনের কাজ চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংক্রমণ যাতে না ছড়ায় তাতেই এই ব্যবস্থা করা হয়েছে।
মকর সংক্রান্তির সকালে গঙ্গাসাগরের পরিস্থিতি খতিয়ে দেখলেন হাইকোর্ট নিযুক্ত কমিটির দুই সদস্য। সর্বত্র কোভিড বিধি মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখে ওই কমিটি। এদিকে, উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথন।
‘পুরভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় কি?’, রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের। ‘৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে কমিশনকে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ, সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখতে হবে।মানুষের স্বার্থে অবাধ-সুষ্ঠু ভোটের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা’
জানাল কলকাতা হাইকোর্ট
শুক্রবার ভোর রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের লট নম্বর আটের চার নম্বর জেটির রাস্তায় সাগরমেলার জন্য বসানো ডিজি জেনারেটরে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে জেনারেটর সহ গাড়ি। আগুন লাগার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় কর্তব্যরত পুলিশ খবর দেয় দমকলে। তারপর দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনা। তবে হতাহতের কোন খবর নেই।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলের জেলাগুলিতে তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভবনা। কমতে পারে তাপমাত্রা। এদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি
আমহার্স্ট স্ট্রিটে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় ভিনরাজ্য থেকে গ্রেফতার ২ অভিযুক্ত। বিহারের জামুই থেকে দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম, রাকেশ দাস ও মণীশ দাস।
মকর সংক্রান্তির সকালেও বাবুঘাট থেকে পুণ্যার্থী বোঝাই বাস রওনা দিল গঙ্গাসাগরের উদ্দেশে। কিন্তু, বাস স্ট্যান্ডে যথেষ্টই ঢিলেঢালা ছিল নজরদারি। চেক করা হচ্ছে না RTPCR টেস্টের রেকর্ড। শুধুমাত্র ভ্যাকসিনেশনের কাগজ দেখেই পুণ্যার্থীদের গঙ্গাসাগরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে। এদিকে, আজ সকাল থেকেই পুণ্যস্নান চলছে বাবুঘাটেও।
মকর সংক্রান্তির সকালেও বাবুঘাট থেকে পুণ্যার্থী বোঝাই বাস রওনা দিল গঙ্গাসাগরের উদ্দেশে। কিন্তু, বাস স্ট্যান্ডে যথেষ্টই ঢিলেঢালা ছিল নজরদারি। চেক করা হচ্ছে না RTPCR টেস্টের রেকর্ড। শুধুমাত্র ভ্যাকসিনেশনের কাগজ দেখেই পুণ্যার্থীদের গঙ্গাসাগরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে। এদিকে, আজ সকাল থেকেই পুণ্যস্নান চলছে বাবুঘাটেও।
ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগেই ফুটে উঠল বিধিভঙ্গের ছবি। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। চলছে পুণ্যস্নান। ঘুচেছে দূরত্ববিধি। মুখে নেই মাস্ক। কেন মাস্ক পরেননি? প্রশ্ন করতেই হাজারো যুক্তি দিচ্ছেন পুণ্যার্থীরা। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।
সাতসকালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে ট্রেনের সামনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। এই মুহূর্তে ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চালানোর চেষ্টা চলছে।
জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আজই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আজ থেকে শুরু বিখ্যাত জয়দেব-কেঁদুলি মেলা। করোনা বিধি মেনে মেলা হচ্ছে বলে দাবি প্রশাসনের। মেলা প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
আজ মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে পুণ্যস্নান। কোভিড আবহে ই-স্নানে জোর প্রশাসনের। কোভিড বিধি মানতে তৎপর জেলা প্রশাসন।
জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আহত হয়েছেন ৪২ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে, উদ্ধারকাজ শেষ, এখন রেল লাইন থেকে ইঞ্জিন সরানোর কাজ চলছে। আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আজই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় মৃত বেড়ে ৭, আহত অসংখ্য। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে আটকে পড়া যাত্রীদের উদ্ধার। উদ্ধারকাজে এনডিআরএফ, বিএসএফ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
প্রেক্ষাপট
কলকাতা: উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (North Bengal Train Accident) । ময়নাগুড়িতে (Maynaguri town of Jalpaiguri district) বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)। মৃত বেড়ে ৭, আহত বহু। আশঙ্কাজনক ১৫।
গুয়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাইন বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা। গ্যাস কাটার দিয়ে কামরা কেটে উদ্ধার।
ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আহতদের উদ্ধারে গেল ৯৫টি অ্যাম্বুল্যান্স। তদন্তের নির্দেশ রেলের।
বেলাইন হওয়ার পরেই জলে ডুবল বিকানের এক্সপ্রেসের একটি কামরার একাংশ। করোনার বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।
ময়নাগুড়িতে দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্য ঘোষণা রেলের। কলকাতা থেকে দুর্ঘটনাস্থলের পথে রেলমন্ত্রী। ট্র্যাকের সমস্যাতেই দুর্ঘটনার অনুমান।
মহাত্মা গাঁধী রোড-সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ক্রশিংয়ে দুর্ঘটনা। ট্রাফিক কনস্টেবলকে পিষে দিল লরি। টার্ন নেওয়ার সময় পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ২৪ হাজারের কাছে। তৃতীয় ঢেউয়ে রেকর্ড ২৬জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা।
একদিনে রেকর্ড মৃত্যু
কলকাতার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনা। ৬জনের মৃত্যু। হাওড়া, হুগলিতে আরও ৪জনের মৃত্যু। পজিটিভিটি রেট ৩২ শতাংশের উপরে।
রাজ্যে বেলাগাম করোনার সংক্রমণ। বাবুঘাট থেকে কাকদ্বীপ-গঙ্গাসাগরের পথে কাতারে কাতারে পুণ্যার্থী।
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লক্ষ ছুঁইছুঁই, গত ৭ মাসে সর্বাধিক। ২৭ শতাংশ বাড়ল সংক্রমণ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী।
পুরভোট পিছনোর দায়িত্ব নিয়ে শুরু দায় ঠেলাঠেলি। বিজ্ঞপ্তি জারির ক্ষমতা নেই, দাবি রাজ্যের। বিপর্যয় ঘোষণা হলে পিছোতে পারে, পাল্টা কমিশন।
পুরভোট নিয়ে রাজ্যের স্পষ্ট অবস্থান কী? জানতে চাইল হাইকোর্ট। রায়দান স্থগিত। একতরফা ভোটের অভিযোগ বিরোধীদের। বিধি মেনেই ভোট, পাল্টা তৃণমূল।
আসানসোলের পর এবার বিধাননগর। ফের দিলীপের প্রচার ঘিরে ধুন্ধুমার। বিধি ভঙ্গের অভিযোগে পুলিশের বাধা। তৃণমূলকে কেন ছাড়? প্রশ্ন বিজেপির।
অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদে বিক্ষোভ। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। যোগ্যরা সবাই চাকরি পেয়েছেন, পাল্টা দাবি সভাপতির
- - - - - - - - - Advertisement - - - - - - - - -