West Bengal News Live: কাল সন্দেশখালি যাচ্ছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম

Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে রাজ্য, দিনভর গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে, সবার আগে।

ABP Ananda Last Updated: 15 Feb 2024 10:33 PM
WB News Live Updates: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সুকান্ত মজুমদারের অভিযোগ

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সুকান্ত মজুমদারের অভিযোগ। রাজীব কুমার-সহ ৩ পুলিশ অফিসারকে সংসদীয় কমিটির তলব। সন্দেশখালি যেতে বসিরহাট-টাকিতে সুকান্তকে পুলিশের বাধা। অসুস্থ হওয়ার পরেও হাসপাতালে পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ। রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানকে তলব। বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকেও সংসদীয় কমিটির তলব। উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদীকেও সংসদীয় কমিটির তলব। 

West Bengal News Live: মুখ্যসচিব, ডিজিপি, জেলা শাসক, এসপি, অতিরিক্ত এসপিকে তলব

মুখ্যসচিব, ডিজিপি, জেলা শাসক, এসপি, অতিরিক্ত এসপিকে তলব। সন্দেশখালি যেতে সুকান্তকে বাধা, মুখ্যসচিব-ডিজিপিকে সংসদে তলব। লোকসভার অধ্যক্ষের কাছে সুকান্তর নালিশ, মুখ্যসচিব-ডিজিপিকে তলব। মুখ্যসচিব, ডিজিপিকে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির তলব। উত্তর ২৪ পরগনা জেলা শাসককেও সংসদীয় কমিটির তলব। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় ৫জনকে সংসদে তলব। 

WB News Live Updates: কাল সন্দেশখালি যাচ্ছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম

কাল সন্দেশখালি যাচ্ছে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম। বিজেপির প্রতিনিধি দলের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী যাদব। প্রতিনিধি দলে ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক। 

West Bengal News Live: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সংসদে তলব

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সংসদে তলব। রাজীব কুমারকে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির তলব। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজীব কুমারকে হাজিরার নির্দেশ।

WB News Live Updates: ৪১ দিন ধরে ফেরার শেখ শাহজাহান, ক্লিনচিট নেত্রীর?

৪১ দিন ধরে ফেরার শেখ শাহজাহান, ক্লিনচিট নেত্রীর? শেখ শাহজাহানকে টার্গেট করে সন্দেশখালি দখলের চেষ্টার অভিযোগ। ইডিকে সামনে রেখে সন্দেশখালি দখলের চেষ্টার অভিযোগ মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: ভোটের মুখে গরুপাচার মামলায় ফের দেবকে ইডির তলব

ভোটের মুখে গরুপাচার মামলায় ফের দেবকে ইডির তলব। এনামুল যোগে এবার দিল্লিতে ২১ ফেব্রুয়ারি দেবকে হাজিরার নোটিস। বেআইনি আর্থিক লেনদেনের মামলায় দিল্লির ইডির অফিসে তলব। যতবার ডাকবে, ততবার যাব, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দেব, খবর সূত্রের। 

WB News Live Updates: সন্দেশখালির মহিলাদের নিয়ে বেলাগাম বিধায়ক, পাশে আরেক বিধায়ক!

সন্দেশখালির মহিলাদের নিয়ে বেলাগাম বিধায়ক, পাশে আরেক বিধায়ক! তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর পাশে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। যা বলেছেন নারায়ণ গোস্বামী, ঠিকই বলেছেন বলে দাবি। 

West Bengal News Live: 'সন্দেশখালির ঘটনা সাজানো', রাজ্যপালের কাছে নালিশ তৃণমূলের

সন্দেশখালির ঘটনা সাজানো, রাজ্যপালের কাছে নালিশ তৃণমূলের। 'সন্দেশখালিতে যাঁরা মুখ ঢেকে অভিযোগ করছেন, তাঁদের মধ্যে কয়েকজন বিজেপি নেত্রী। গোটা ঘটনা পূর্ব পরিকল্পিত, বিজেপি ও সিপিএমের সাজানো ঘটনা', সন্দেশখালি নিয়ে রাজ্যপালের কাছে নালিশ তৃণমূলের। 

WB News Live Updates: জেলায় জেলায় বিজেপির এসপি অফিস অভিযান

জেলায় জেলায় বিজেপির এসপি অফিস অভিযান। আসানসোলেও সিপি অফিস অভিযানে ধুন্ধুমার। বর্ধমানে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে তুলকালাম।
কার্যন গেটের সামনে পুলিশ-বিজেপি ধস্তাধস্তি। বিক্ষোভ হঠাতে পুলিশের জল কামান। 

West Bengal News Live: হাজরা মোড়ে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ

হাজরা মোড়ে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে পথে বামপন্থী বিশিষ্টরা। লেক মার্কেট থেকে হাজরা মোড় পর্যন্ত সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে মিছিল। 

WB News Live Updates: পটাশপুরের তৃণমূল বিধায়ককে ফের আয়কর নোটিস

পটাশপুরের তৃণমূল বিধায়ককে ফের আয়কর নোটিস। ই-মেলে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিককে নোটিস। কাল দুপুর ২টোয় আয়কর ভবনে তৃণমূল বিধায়ককে হাজিরার নোটিস। ২০১৬-২০২২ পর্যন্ত ব্যবসা সংক্রান্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ।

West Bengal News Live: জাতীয় মহিলা কমিশনের পর এবার সন্দেশখালিতে জাতীয় SC কমিশন

জাতীয় মহিলা কমিশনের পর এবার সন্দেশখালিতে জাতীয় SC কমিশন। ১০ সদস্যের দলে রয়েছেন তিন মহিলা। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর

মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর। এখনও পর্যন্ত ইস্তফাপত্র গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও। সংসদের দুটি কমিটি থেকে ইস্তফার পরই মিমি-কে নিয়ে জল্পনা শুরু হয়। 

প্রেক্ষাপট

ভোটে বেলাগাম সন্ত্রাসের আশঙ্কা। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দৌড়ে কাশ্মীরের (Jammu Kashmir) চেয়েও এগিয়ে বাংলা! শুধু এরাজ্যের জন্যেই ৯২০ কোম্পানি চাইল কমিশন (Election Commission)! উপত্যকা পাচ্ছে ৬৩৫ কোম্পানি।

খোঁজ পাচ্ছে না পুলিশ, শাহজাহান-শাগরেদ (Sheikh Shahajahan) শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ (ABP Ananda)! পাশে দল, তাই তৃণমূল নেতা নিয়ে হাত গুটিয়ে পুলিশ। আক্রমণে বিরোধীরা।

সন্দেশখালিতে (Sandeshkhali Incident) মেলেনি ধর্ষণের অভিযোগ। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিকে উদ্ধৃত করে পোস্ট রাজ্য পুলিশের। ভয় দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে বাধা পুলিশেরই। পাল্টা দাবি কমিশনের।

আত্মসমর্পণ নয়, লুকিয়ে থেকেও হুঙ্কার সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তর। আত্মগোপন থাকাটাই অপরাধের প্রমাণ, দাবি বিকাশের। এরাই দলের সম্পদ, কটাক্ষ শুভেন্দুর।

নির্যাতন থেকে জমি দখল, সন্দেশখালিতে অভিযোগের বন্য়া। প্রতিবাদী মহিলাদের নিয়ে বেলাগাম তৃণমূল বিধায়ক।

সন্দেশখালি যেতে বাধা। টাকিতে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত। ভর্তি অ্যাপোলোয় (Apollo Hospital)। প্রতিবাদে জেলায় জেলায় এসপি অফিস ঘেরাওয়ের ডাক বিজেপির (BJP)।

পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ সুকান্ত। ভর্তি নিউরো আইসিইউতে। দিল্লি থেকে ফিরেই দেখতে গেলেন রাজ্যপাল। গেলেন শুভেন্দু। পুরোটাই নাটক, কটাক্ষ তৃণমূলের।

তৃণমূলের হাতিয়ার চোপড়া। নিহত ৪ শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। বিএসএফ ব্যবস্থা নিলে এড়ানো যেত পরিণতি, মত কমিশনের। আজ রাজ্যপালের কাছে তৃণমূল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.