West Bengal News : বকেয়া বেতন চাওয়ায় ইটভাটার চুল্লিতে ঠেলে ফেলার অভিযোগ
West Bengal News Live : জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবর একনজরে।
১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। দেওয়া হবে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। ঘোষণা রাজ্য বাজেটে।
নির্মাণকাজে উৎসাহ দিতে বাড়ি-ঘর ক্রয়ে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস। সার্কেল রেটেও ৬ মাস ছাড় রাজ্য বাজেটে।
বকেয়া বেতন চাওয়ায় ইটভাটার চুল্লিতে ঠেলে ফেলার অভিযোগ
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল ইডি। যাতে গা ঢাকা না দিতে পারে, তারজন্যই সতর্কতামূলক পদক্ষেপ। এমনটাই দাবি ইডির। অন্যদিকে, সূত্রের দাবি, জেরায় কুন্তল ঘোষ জানিয়েছেন, নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে মানিক ভট্টাচার্যের কাছেও।
নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনে চার্জশিট দিল পুলিশ। ফলে এদিনও খারিজ হয়ে গেল ভাঙড়ের বিধায়কের জামিনের আবেদন। তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নৌশাদ। জবাব দিয়েছে তৃণমূলও।
মোদিকে নিয়ে তথ্যচিত্র তৈরি মাশুল, বিজেপিকে আক্রমণে কংগ্রেস
হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে গেলেন সস্ত্রীক রাজ্যপাল। সৌজন্য সাক্ষাত বলে রাজভবন সূত্রে খবর। ফুল-মিষ্টি নিয়ে গিয়েছিলেন রাজ্যপাল, সূত্রের খবর।
মার্চ থেকেই বর্ধিত ডিএ কার্যকর, ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর
৫০ লক্ষের বিনিময়ে তৃণমূলে যোগের অভিযোগ, শুভেন্দুকে চ্যালেঞ্জ কানাইয়ের
ষাট বছর হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা। মিলবে মাসে হাজার টাকা। রাজ্য বাজেটে ঘোষণা চন্দ্রিমার।
জামিনের আর্জি খারিজ, ফের পুলিশ হেফাজতে নৌশাদ সিদ্দিকি
নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে নিল রাজ্য সরকার। নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হল। জারি করা হয়েছে এই সংক্রান্ত নির্দেশিকা।
'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়'। অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা। ভোটে কেন্দ্রীয় বাহিনী, অনগ্রসর শ্রেণির আসন পুনর্বিন্যাসের দাবিতে মামলা। বিরোধী দলনেতার করা মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
রাজ্য বাজেটের সমালোচনায় বিরোধী দলনেতা
'অসংখ্য ফাঁক-ফোকর পূরণ করার বৃথা চেষ্টা রাজ্য বাজেটে'
বাজেট পেশের সময়ই নিরাপত্তাবেষ্টনী ভেঙে বিধানসভায় বহিরাগত!
'গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প'
'১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ'
বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্র। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিষদীয় মন্ত্রীর বৈঠকের পর, বীরেন্দ্রর নাম ঘোষণা করা হয়।
'৫ বছর চাকরি করেছি। বিদ্যালয়ে নিজের শ্রম দিয়েছি। কেন ফেরত দেব বেতন? 'এই প্রশ্ন তুলে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরিহারা কয়েকজন গ্রুপ ডি কর্মী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গত ১০ ফেব্রুয়ারি ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে মামলা করেছেন চাকরিহারাদের একাংশ।
ধর্মতলাকাণ্ডে হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট থানার মামলায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ অন্যান্যদের জেল হেফাজত শেষে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ। আদালতে পেশের আগে রাজ্য সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ নৌশাদের।
আবাস দুর্নীতির অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হলেন উপপ্রধান। জেলাশাসকের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক। শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয় সেই মোতাবেক। যোগ দিচ্ছেন না বৈঠকে, ট্যুইট করে জানালেন শুভেন্দু
পঞ্চায়েত ভোটের আগে আজ বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। দুপুর ২টোয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের পেশ হওয়া বাজেট প্রস্তাব থেকেই আগামী এক বছরের উন্নয়নের অভিমুখ ঠিক করবেন রাজ্যের অর্থমন্ত্রী।
SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রথম লুকআউট নোটিস সার্কুলার জারি করল ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্যর নামে সার্কুলার জারি হয়েছে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ও অভিবাসন দফতরের কাছে সৌভিকের ছবি, পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-পুত্রের বিরুদ্ধে কী অভিযোগ, সেই সমস্ত তথ্য পাঠানো হয়েছে।
বেলা সাড়ে ১২টায় তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী ও বিরোধী দলনেতার। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। মমতা-শুভেন্দুর মুখোমুখি বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে
জোর জল্পনা।
চেতলা লক গেট এলাকায় ঝুপড়িতে আগুন। ৪টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। দেরিতে আসার অভিযোগে দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীদের দাঁড় করিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান।
বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিলেন ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়াল। সকাল ১১টা নাগাদ যেতে বলা হলেও, সকাল সাড়ে ১০টাতেই ইডি-র দিল্লির দফতরে পৌঁছে যান মনজিৎ। কেন্দ্রীয় এজেন্সির কাছে ৩ বছরের আয়কর রিটার্ন, জমি সংক্রান্ত নথি জমা দেবেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। সম্প্রতি বালিগঞ্জে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারে নাম জড়ায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের।
বাড়ি-গাড়ির রেজিস্ট্রেশনে মিলবে সুবিধা? থাকবে চমক? আজ রাজ্য বাজেট।
তথ্য কমিশনার নির্বাচন নিয়ে বৈঠক, আজ মুখোমুখি মমতা-শুভেন্দু?
ধর্মতলাকাণ্ডে হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট থানার মামলায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ অন্যান্যদের জেল হেফাজত শেষে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। সূত্রের খবর, নৌশাদ সিদ্দিকিকে এবার নিউ মার্কেট থানার মামলায় হেফাজতে চাইবে পুলিশ। হেয়ার স্ট্রিট ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ২টি মামলায় জেল হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পুলিশ সূত্রে দাবি, তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করে আজ ফের হেফাজতে চাওয়া হবে।
বকেয়া DA নিয়ে এবার সরকারকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। আজকের মধ্যে সরকার পদক্ষেপ না করলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আইএসএফের প্রতিষ্ঠা দিবসে অশান্তির ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ অন্যান্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে, আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সমাবেশের আয়োজন করেছে বাম ও আইএসএফ। অশান্তি এড়াতে ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
প্রেক্ষাপট
১। সিপিএম ( CPM ) থেকে তৃণমূলে ( TMC ) আসতে ৫০ লক্ষ টাকা, স্করপিও গাড়ির শর্তে রফা! নবগ্রামের বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু।
২। টাকা-গাড়ি নিয়ে সিপিএম থেকে ২০১৯-এ তৃণমূলে আসার অভিযোগ শুভেন্দুর ( Suvendu Adhikari ) । খারিজ নবগ্রামের বিধায়কের।
৩। বিধায়ক কেনাবেচা নিয়ে বিস্ফোরক শুভেন্দু। এতদিনে মনে পড়ল, খোঁচা তৃণমূলের। মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন, ভাল করেই জানবেন, কটাক্ষ সিপিএমেরও।
৪। বাংলার ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন বিদ্যাসাগর, ১০০ বছর পিছিয়ে দিয়েছেন পার্থ ( Partha Chatterjee )। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের বিরোধিতা করে সওয়াল ইডির।
৫। পার্থই অর্পিতার ( Arpita Mukherjee ) ফ্ল্যাটে উদ্ধার ৫০ কোটি, ৫ কেজি সোনার গয়নার মালিক! অর্পিতার বয়ানের উল্লেখ করে চার্জশিট ইডির। একাধিক ভুয়ো কোম্পানি খোলার অভিযোগ।
৬। মানিক-ঘনিষ্ঠ তাপসের ধূসর ডায়েরিতেই আছে যুব তৃণমূল নেতাকে দেওয়া কোটি কোটি টাকার হিসেব! আছে কুন্তলের সই-ও। নিয়োগ দুর্নীতির তদন্তে দাবি ইডির।
৭। ফের খারিজ জামিনের আর্জি। নিয়োগ মামলায় জেলেই কাটাতে হবে পার্থকে। আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ আছে কেস ডায়েরিতে, জানাল আদালত।
৮। রাজ্যপাল নিয়ে সুর বদলের ইঙ্গিত তৃণমূলের। সরকারের কথা না শুনলেই অসৌজন্য, পাল্টা বিরোধীরা।
৯। বকেয়া ডিএ না পেলে পঞ্চায়েত ভোটে কাজ নয়। চাপ বাড়িয়ে কমিশনকে চিঠি আন্দোলনকারীদের। সরকারের সমস্যার কথাও ভাবা উচিত, দাবি তৃণমূলের।
১০। নৌশাদদের নিঃশর্ত মুক্তির দাবি। পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত বাম-আইএসএফ-সহ একাধিক দলের মহামিছিল। ভাঙ়ড়ে পাল্টা সভা আরাবুলের।
১১। আজ ভাঙড়ে বাম-আইএসএফের সভা। অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা। অশান্তির আশঙ্কায় জারি ১৪৪ ধারা। এলাকায় ঢোকার মুখে পুলিশের নাকা তল্লাশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -