West Bengal News Live: জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার

West Bengal News Live : জেনে নিন জেলা থেকে জেলার সবথেকে গুরুত্বপূর্ণ খবর একনজরে ।

ABP Ananda Last Updated: 15 Jan 2023 11:31 PM
WB News Live: জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার

জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে জামিন পেলেন ধৃত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে অঙ্কুর দাসের জামিন মঞ্জুর। 
'সত্যের জয়, আমি দোষ করিনি, মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রকৃত দোষীদের আড়াল করতেই ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়। হাজার টাকার ভাড়া যাঁরা ৩ হাজার টাকা নিচ্ছে, তাঁদের কেন গ্রেফতার করা হল না? অমানবিক আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাকে কেন গ্রেফতার?
'এর পিছনে প্রভাবশালীর হাত রয়েছে', জামিন পেয়ে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। 

West Bengal Live News:এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে! কীর্ণাহারে আজব দৃশ্য

এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে। পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে কীর্ণাহারে গ্রামবাসীদের সঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরিচয় করালেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। ভোটে জেতার এতদিন পর, ভোটারদের সঙ্গে পরিচয় কেন? ব্লক সভাপতির সাফাই, নতুন বিধায়ক হয়েছেন। তাই কাজের মধ্যে দিয়ে চেনাতে চাইছি। যদিও গ্রামবাসীদের দাবি, ভোটে জেতার পর এলাকায় দেখা যায়নি নানুরের তৃণমূল বিধায়ককে। কথা বলতে গেলে বিধায়ক মুখ ঘুরিয়ে চলে যান বলে গ্রামবাসীদের দাবি। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। গতকাল সিয়ান মুলুক গ্রাম  পঞ্চায়েতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন নানুরের বিধায়ক। 


 

WB News Live: ১২৫ বছরে পড়ল রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকা

১২৫ বছরে পড়ল রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধন পত্রিকা। গিরিশ মঞ্চে বাগবাজার রামকৃষ্ণ মঠের তরফে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে করা হল উদযাপন।
উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

West Bengal Live News:উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার!

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ছিনতাইয়ে নাম জড়াল তৃণমূল নেতার! এক পরিবহণ ব্যবসায়ীর অভিযোগ, রাস্তায় তাঁর বাইক দাঁড় করিয়ে নগদ এক লক্ষ টাকা ও সোনার হার ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তরা এলাকা ছাড়া। 

WB News Live: মন্ত্রীর দিদির দূত কর্মসূচির ২ দিন পরেই সিঙ্গুরে রাস্তা মেরামতির দাবিতে পথে নামল ডিওয়াইএফআই

মন্ত্রীর দিদির দূত কর্মসূচির ২ দিন পরেই, সিঙ্গুরে রাস্তা মেরামতির দাবিতে পথে নামল ডিওয়াইএফআই। সিঙ্গুরে আথালিয়া থেকে বাইক মিছিল করে প্রতিবাদ জানালেন সিপিএমের যুব সংগঠনের কর্মীরা। বামেদের অভিযোগ, দিদির দূত কর্মসূচিতে শুধুই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাস্তার টেন্ডার হয়ে গেছে, কয়েকদিনেই শুরু হবে মেরামতির কাজ, আশ্বাস দিয়েছেন এলাকার তৃণমূল বিধায়ক।

West Bengal Live News: দেগঙ্গায় বেআইনি মাটি ব্য়বসার প্রতিবাদ করায় যুবককে হুমকি তৃণমূল সদস্য়ের!

দেগঙ্গায় বেআইনি মাটি ব্য়বসার প্রতিবাদ করায় যুবককে হুমকির অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অভিযোগকারীর দাবি, তিনি নিজেও তৃণমূল কর্মী। তৃণমূলের অন্দরে এই কোন্দল নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live: ভুল বোঝাতে গেলে চোখে লঙ্কার গুঁড়ো দিন, ফরমান দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের উন্নয়ন চোখে দেখতে পাচ্ছে না বিরোধীরা। তারা গ্রামে ভুল বোঝাতে গেলে চোখে লঙ্কার গুঁড়ো দিন। মালদায় চলো গ্রামে যাই কর্মসূচির সাংগঠনিক সভা থেকে এমনই ফরমান দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

Weather Updates: মকর সংক্রান্তিতে ঠান্ডা উধাও, প্রতিদিনই পারদ চড়ছে

কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এবার মকর সংক্রান্তিতে ঠান্ডা উধাও। পৌষের শেষবেলায় প্রতিদিনই পারদ চড়ছে।

West Bengal Live News: কীভাবে মৃত্য়ু? কেন মাঝরাত পর্যন্ত খোলা দরজা, গড়ফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যুতে রহস্য

গড়ফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। কীভাবে মৃত্য়ু? কেন মাঝরাত পর্যন্ত খোলা ছিল বাড়ির সদর দরজা? খতিয়ে দেখছে গরফা থানার পুলিশ। 

Dilip Ghosh: 'অমর্ত্য সেনরা মোদিকে সরাতে চান, তাই মমতাকে নিয়ে স্বপ্ন দেখছেন', বললেন দিলীপ

"মমতা তো বাংলার বাইরে টাকার থলি নিয়ে ঘুরেও একজনকে জেতাতে পারলেন না। পুরনো অভ্যাস মতো অমর্ত্য সেনরা মোদিকে সরাতে চান। তাই মমতাকে নিয়ে স্বপ্ন দেখছেন," মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

WB News Live: 'দিদির সুরক্ষাকবচ' নিয়ে ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

'দিদির সুরক্ষাকবচ' নিয়ে ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ক্যানিং পশ্চিমের বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতির অনুগামীদের হাতাহাতি।
দলীয় কোন্দলের জেরে গোপালপুর পঞ্চায়েতে ভেস্তে গেল 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি। বিধায়কের নির্দেশে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে বাধা পুলিশের, অভিযোগ ব্লক সভাপতির। বিধায়কের নির্দেশে সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির। অভিযোগকারীরা তৃণমূলের কেউ নন, দাবি ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। '২১-এর ভোটের সময় বিজেপির হয়ে কাজ করেছিল, অভিযোগ পরেশরাম দাসের। 

West Bengal Live News: চব্বিশেও প্রধানমন্ত্রী হবেন মোদি, বদল এ রাজ্যেও, অমর্ত্য সেনকে খোঁচা বিজেপি-র

চব্বিশেও প্রধানমন্ত্রী হবেন মোদি। এরাজ্যেও বদল দেখবেন, অমর্ত্য সেনকে খোঁচা বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যর।

WB News Live: বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা ও চড়কাণ্ডে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হল

দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা ও চড়কাণ্ডে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হল। যদিও মূল অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায় এখনও অধরা। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, মারধর, ৩৪১, বাধাদান এবং ৫০৬, হুমকি-সহ একাধিক জামিন যোগ্য ধারায় মামলা রুজু করেছে দত্তপুকুর থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার না হলে আজ ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। গতকাল দত্তপুকুরে দিদির দূত কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে প্রথমে ঘাড়ধাক্কা ও পরে সপাটে চড় কষান তৃণমূল কর্মী শিবম রায়। 


 

Locket Chatterjee: 'চড় মারলে ছাড়বেন না, ধরে চার-পাঁচটা আপনারাও দিন', বললেন লকেট

'কথা শুনতে না চাইলে ঘরের মধ্যে বেঁধে রেখে অভিযোগ শোনান। চড় মারলে আপনারাও ছাড়বেন না, ধরে চার-পাঁচটা আপনারাও দিন', হুঙ্কার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। 'চড় দেওয়ার দরকার আছে, টাকা লুট করবে আবার চড়ও মারবে। আমি সামনে থাকলে তো চারটে থাপ্পড় মারতাম', কেউ ভয় পাবেন না, সবাই এগিয়ে চলুন, হঙ্কার লকেটের। 

Didir Doot: জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূত

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূত। জায়গায় জায়গায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের নেতা-নেত্রীরা।  

Makar Sankranti: মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন রাজ্যের দুই মন্ত্রী

মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন রাজ্যের দুই মন্ত্রী। প্রতিবার আসি। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেলার দায়িত্ব পালনের পর সাগরে স্নান করি। মন্তব্য দমকলমন্ত্রী সুজিত বসুর। এদিন গঙ্গাসাগরে পুণ্যস্নান করেন আরেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে ত্রিবেণী ঘাটে পুণ্যস্নান করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দুর্গাপুরে পুণ্যস্নান করতে দেখা যায় বিজেপি নেতা সৌমিত্র খাঁকে। 

Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অনুসন্ধানে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায়, গতকাল রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। দার্জিলিং এবং কালিম্পঙে আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে কেন্দ্রীয় দল। গতকাল শিলিগুড়িতে দার্জিলিঙের জেলা শাসক ও বিডিওদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ২ আধিকারিক। সূত্রের খবর, মাটিগাড়া-খড়িবাড়ি, দার্জিলিং-কার্শিয়ং এবং কালিম্পঙের একটি ব্লক থেকে আসা আবাস-অভিযোগ সরেজমিনে 
গ্রামে গিয়ে খতিয়ে দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

West Bengal Live News: দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের ডাকে দিদির দূত কর্মসূচি ঘিরে উত্তেজনা

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের ডাকে দিদির দূত কর্মসূচি ঘিরে উত্তেজনা। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙ্গা বাজারে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ক্যানিং থানা পুলিশ।

WB News Live: এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে, নানুরে গ্রামবাসীদের সঙ্গে পরিচয় করালেন ব্লক সভাপতি

এলাকার মানুষ চেনেনই না তৃণমূল বিধায়ককে। পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গিয়ে কীর্ণাহারে গ্রামবাসীদের সঙ্গে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরিচয় করালেন তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। ভোটে জেতার এতদিন পর, ভোটারদের সঙ্গে পরিচয় কেন? ব্লক সভাপতির সাফাই, নতুন বিধায়ক হয়েছেন। তাই কাজের মধ্যে দিয়ে চেনাতে চাইছি। যদিও গ্রামবাসীদের দাবি, ভোটে জেতার পর এলাকায় দেখা যায়নি নানুরের তৃণমূল বিধায়ককে। কথা বলতে গেলে বিধায়ক মুখ ঘুরিয়ে চলে যান বলে গ্রামবাসীদের দাবি।

West Bengal Live News: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অনুসন্ধানে গতকাল রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায়, গতকাল রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। দার্জিলিং এবং কালিম্পঙে আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে কেন্দ্রীয় দল। গতকাল শিলিগুড়িতে দার্জিলিঙের জেলা শাসক ও বিডিওদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ২ আধিকারিক। 

WB News Live: জলপাইগুড়িতে বিক্ষোভের মুখে 'দিদির দূত' বুলু চিক বরাইক

জলপাইগুড়িতে দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এদিন জলপাইগুড়ির বিকাশনগরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক। মন্ত্রীর কাছে বয়স্ক ভাতা না পাওয়ার। 

West Bengal Live News: মকর সংক্রান্তিতে মুখ ফিরিয়ে শীত

মকর সংক্রান্তিতে মুখ ফিরিয়ে শীত। কলকাতার পারদ কুড়ির কাছেই। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কাল থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

West Bengal Live News: মকর সংক্রান্তিতে মুখ ফিরিয়ে শীত

মকর সংক্রান্তিতে মুখ ফিরিয়ে শীত। কলকাতার পারদ কুড়ির কাছেই। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। কাল থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা।

WB News Live: মিড ডে মিলে মরা টিকটিকি, সাসপেন্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল সাব ইনস্পেক্টর

চাঁচলে মিড ডে মিলের চালে মরা টিকটিকি, ইঁদুর। কেন্দ্রীয় দল আসার আগে কড়া পদক্ষেপ। সাসপেন্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল সাব ইনস্পেক্টর। বরখাস্ত চুক্তিভিত্তিক কর্মী।

West Bengal Live News: আবাসে দুর্নীতির খোঁজে রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় দল

আবাসে দুর্নীতির খোঁজে রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় দল। যাবে দার্জিলিং ও কালিম্পঙে। বাংলারে হেনস্থার চেষ্টা, আক্রমণ তৃণমূলের। দুর্নীতি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।

WB News Live: পৌষ সংক্রান্তিতে টুসু ঘিরে উৎসবের ধুম বিষ্ণুপুরে

আজ পৌষ সংক্রান্তি। সারা পৌষ মাস জুড়ে ঘরের মেয়ে টুসুকে গানে গানে আরাধনা করে আসছিল রাঢ় বাংলার মানুষ রীতি মেনে আজ তার বিদায় নেওয়ার দিন। ঘরের মেয়ের বিদায় বেলাতেও উৎসবের ধুম প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে। 

West Bengal Live News: 'বাইরে থেকে দেখে মন্তব্য করেছেন, বিরোধী জোট ভাঙতে মোদির অস্ত্র মমতাই'

'বাইরে থেকে দেখে মন্তব্য করেছেন, বিরোধী জোট ভাঙতে মোদির অস্ত্র মমতাই', অমর্ত্যর মমতা-মন্তব্য়ে বললেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

WB News Live: বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামে হাতির হানা, ক্ষতি আলু চাষে

হাতির হানায় ক্ষতিগ্রস্থ বিঘের পর বিঘে জমির আলু গাছ। প্রতিবাদে রাতভর বন দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের গ্রামে আটকে রাখলেন স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা। বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামের ঘটনা। আজ সকালে বেলিয়াতোড় থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে বন দফতরের আধিকারিকদের উদ্ধার করেন। স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি, বারবার হাতির হানায় বিপুল ক্ষতি হলেও বন দফতরের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ মিলছে না। উপযুক্ত ক্ষতিপূরণ না মিললে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষ। 

West Bengal Live News: গড়ফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য

গড়ফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃতের নাম রমা পাল। গরফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা। গতকাল রাত ১২টা নাগাদ বাড়ির দরজা খোলা ছিল, দেখতে পান প্রতিবেশীরা। ঘরেই পড়েছিল মহিলা আইনজীবীর নিথর দেহ। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে গরফা থানার পুলিশ। 

WB News Live: মমতাকে নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যের তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

মমতাকে নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যের তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। 'প্রধানমন্ত্রী হতে গেলে আসন জেতা প্রয়োজন, টাকার থলি নিয়ে বাইরের রাজ্যে ঘুরেও তো একটা আসন জেতাতে পারলেন না মমতা, পুরনো অভ্যাস মতো অমর্ত্য সেনরা মোদিকে সরাতে চান। তাই মমতাকে নিয়ে স্বপ্ন দেখছেন', কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

West Bengal Live News: মিড ডে মিলের চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপ

মালদার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মি়ড ডে মিলের জন্য মজুত চালে মরা টিকটিকি এবং ইঁদুর উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা রায় ও সাব ইন্সপেক্টর অফ স্কুলস আব্দুল হানিফকে। সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, স্কুলের চুক্তিভিক্তিক কর্মী স্বপ্না সরকারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। গত বুধবার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য মজুত করা চালের ড্রামের ভিতর মেলে মরা টিকটিকি ও ইঁদুর। 

West Bengal Live News: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার : অমর্ত্য সেন

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশাকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সেই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, লোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তৃণমূলের পাশাপাশি, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি একাই দৌড়বে, এমনটা ভাবা ঠিক নয়। আগামী লোকসভা ভোটে আঞ্চলিকদলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

WB News Live: সিউড়িতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, ২ তৃণমূল কর্মী গ্রেফতার

বীরভূমের সিউড়িতে বিজেপির অঞ্চল সম্মেলনে হামলা ও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে ২ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা। যদিও মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল এখনও অধরা। বিজেপির অভিযোগ, গতকাল সিউড়ির মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে তাদের অঞ্চল সম্মেলনে হামলা চালায় তৃণমূল। বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভাণ্ডারীর চোখে আঘাত লাগে বলে অভিযোগ। আগেই হামলা-যোগ অস্বীকার করে তৃণমূল জেলা নেতৃত্ব।

West Bengal Live News: মকর সংক্রান্তিতে ভিড়ে ঠাসা বীরভূমের জয়দেবের কেন্দুলির মেলা

ভোরের আলো ফোটার আগেই বীরভূমে অজয়ের পাড়ে মানুষের ঢল। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যস্নান উপলক্ষ্যে ভিড়ে ঠাসা বীরভূমের ইলামবাজারের জয়দেবের কেন্দুলির মেলা। চারদিন ধরে মেলা চলবে। প্রশাসনের তরফে অজয়ের বুকে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বোলপুর স্টেশন থেকেও মেলায় যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে পর্যটক ও পুণ্যার্থীরা এসেছেন।

WB News Live: সকাল থেকে ঘন কুয়াশা, ট্রেন চলাচল ব্যাহত

সকাল থেকে ঘন কুয়াশা। তার জেরে হাওড়া স্টেশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ছে। হাওড়ায় দেরিতে ঢুকেছে আরও কয়েকটি ট্রেন। তবে লোকাল ট্রেন চলাচলের ওপর তেমন প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর। 

'পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার!'

পঞ্চায়েত ভোটের আগে বোমার বদলে বোমা, গুলির বদলে গুলির হুঙ্কার! হরিণঘাটার জনসভা থেকে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অসীম সরকারের। 'আমাদের ভোটারদের ভয় দেখালে ও ১টা বোমা ফাটালে আমরা ১০টা ফাটাব। ওরা ১টা গুলি মারলে আমরা ১০টা গুলি মারার ক্ষমতা অর্জন করব। এবার তোমরা কামড়াতে এলে মাথাটা ছেঁচে দেব', হুমকি হরিণঘাটার বিজেপি বিধায়কের।

West Bengal Live News: দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা, অধরা অভিযুক্ত

দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা ও চড়কাণ্ডে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হল। যদিও মূল অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায় এখনও অধরা। 

WB News Live: ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার

ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সাগর সঙ্গমে। চলছে মকর সংক্রান্তির পুণ্যস্নান। মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছে গতকাল সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। আজ সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে। মকর সংক্রান্তির পুণ্যস্নানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকরা এসেছেন।


 

West Bengal Live News: গলসির তৃণমূল বিধায়ককে ঘিরে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের

ভোটে জেতার পর থেকে আর দেখা মেলেনি এলাকায়! এই অভিযোগ তুলে, দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করতে যাওয়া গলসির তৃণমূল বিধায়ককে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কর্মীদের একাংশও! যদিও তাঁকে ঘিরে বিক্ষোভের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।

WB News Live: টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ, নিশানায় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক

টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে। এই চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অশোক কীর্তনিয়া। এই আবহেই টাকার বিনিময়ে চাকরি নিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যদিও এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়নি।

প্রেক্ষাপট

খারাপ রাস্তা, দিদির সুরক্ষাকবচে অভিযোগ জানাতে গিয়ে জুটল চড়! দত্তপুকুরে খাদ্যমন্ত্রীর সামনেই বিজেপি নেতাকে ঘাড়ধাক্কা, থাপ্পড় তৃণমূল (TMC) কর্মীর।

অভিযোগ শোনার কর্মসূচিতেই আক্রান্ত অভিযোগকারী! ঘাড়ধাক্কা, চড়েও রেহাই নেই! পরে হুমকি! প্রতিবাদে অবরোধ। বাড়িতে ঢুকে হুমকি বিজেপির (BJP), পাল্টা অভিযুক্তের পরিবার। 


শতাব্দীর পর অসিত মাল। দিদির দূত কর্মসূচিতে দফায় দফায় বিক্ষোভের মুখে বোলপুরের (Bolpur) তৃণমূল সাংসদ। গ্রামেই ঢুকতে পারলেন না গলসির বিধায়ক। পটাশপুরে ক্ষোভের মুখে জুন।


জেলায় জেলায় ক্ষোভের মুখে দিদির দূত। দুর্নীতির বিরুদ্ধে জাগছে মানুষ। তৃণমূলকে নিশানা দিলীপের (Dilip Ghosh)। কিছু জায়গায় উদ্দেশ্যপ্রণোদিত বিক্ষোভ, পাল্টা ফিরহাদ।


প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PMAY) দুর্নীতির অভিযোগ। খতিয়ে দেখতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল। শিলিগুড়িতে (Siliguri) বৈঠক। রাজনৈতিক পর্যটক, কটাক্ষ তৃণমূলের। দুর্নীতি হলে আসবেই, পাল্টা বিজেপি।


আবাসের পর মিড ডে মিল। পর্যালোচনায় আসছে কেন্দ্রীয় দল। 


দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য অমর্ত্য সেনের। আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ হবে বলেও মত।

'বোমার বদলে বোমা, গুলির বদলে গুলি', হুঙ্কার হরিণঘাটার বিজেপি বিধায়কের। বিজেপিতে কুকথার প্রতিযোগিতা, পাল্টা তৃণমূল।

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই (CBI) স্ক্যানারে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট। ৫ বছরে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত নথি-সহ ফের তলব। সোমবার পর্যন্ত চাইলেন সময়।


এবার চাকরির নামে টাকা তোলার অভিযোগ বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বিশ্বজিতের কাঠগড়ায় অশোক কীর্তনিয়া। প্রমাণ দিলে বিধায়ক পদ ছেড়ে দেব, চ্যালেঞ্জ অশোকের। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.