West Bengal News Live: 'ডিপ্রেশনে ভুগছিলেন পল্লবী', দাবি লিভ-ইন পার্টনারের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
ট্রমা কেয়ার সেন্টার তৈরি হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে। ১০০ বছরের পুরনো দুই বিল্ডিং ভেঙে, সেখানে তৈরি হচ্ছে নতুন ভবন। এছাড়াও, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ভেঙে সেখানে তৈরি হবে ৮তলা মডেল ইমার্জেন্সি।
যাত্রার জন্য ছিল নির্দিষ্ট ট্রেন, হাতে ছিল কনফার্ম টিকিট। নির্দিষ্ট সময়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেন উধাও কোচ ! চরম বিপাকে রেল যাত্রীরা। হাওড়া থেকে দুপুর ২.০৫ এ মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল আপ গীতাঞ্জলি এক্সপ্রেসের। হাতে কনফার্ম টিকিট নিয়ে নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছেও গিয়েছিলেন যাত্রীরা। তবে মিলল না নির্দিষ্ট কামরার আসন। চরম বিপাকে গীতাঞ্জলি এক্সপ্রেসের এসি ৩ টায়ারের যাত্রীরা। পরে অন্য কামরায় উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন ৩২ জন রেলযাত্রী। খড়্গপুর স্টেশনে ট্রেন ঢোকামাত্রই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। রেল কর্তৃপক্ষ নিজের ভুল স্বীকার করে গীতাঞ্জলি এক্সপ্রেসের শেষে থাকা পার্সেল ভ্যানকে আলাদা করে ট্রেনে জোড়া হয় নতুন ৩ টায়ার কোচ। সেই কোচেই যাত্রীদের বসিয়ে রওনা করিয়ে দেওয়া হয় গন্তব্যের উদ্দেশ্যে।
গড়ফায় অস্বাভাবিক মৃত্যু টিভি সিরিয়ালের নামী অভিনেত্রী পল্লবী দে-র। লিভ ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ‘ডিপ্রেশনে ভুগছিলেন পল্লবী’। ‘বর্তমান সিরিয়ালের কাজ ছিল শেষের পর্যায়ে’। ‘নতুন কোনও কাজ আসছিল না পল্লবীর কাছে’। দাবি লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর, পুলিশ সূত্রে খবর। ‘ঋণের মাধ্যমে সোনার গয়না কিনেছিল পল্লবী’। ‘ঋণের ইএমআই শোধ করা নিয়ে ডিপ্রেশনে ছিল’। দাবি লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর, পুলিশ সূত্রে খবর। গড়ফায় গাঙ্গুলিপুকুরে কলকাতা পুলিশের ফরেন্সিক দল। ‘কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি অভিনেত্রীর পরিবার’। লিখিত অভিযোগ পেলে পরবর্তী তদন্ত, জানাল পুলিশ।
যেসব নির্বাচিত জনপ্রতিনিধি দাদাগিরি করবেন তাঁরা দলে থাকতে পারবেন না। এই ভাষাতেই দলীয় নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
কর্মক্ষেত্রে কি চাপ বাড়ছিল ? সেই চাপ নিতে না পেরেই কি নিজেকে শেষ করে দিয়েছেন অভিনেত্রী? না কি সম্পর্কের টানাপোড়েন? পল্লবী দে-র মৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন।
বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোডে গাছ ভেঙে ২ জনের মৃত্যু। ২ জন আহত। ঘটনায় একঘণ্টা যশোর রোড অবরোধ করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, দোকানঘরের ওপর ভেঙে পড়ে শিরিষ গাছের বড় ডাল। সেইসময় দোকানে ৪ জন ছিলেন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে ভর্তি।
পুরসভার মেয়াদ ফুরনোর প্রায় ৪ মাস আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় শুরু হল ‘দুয়ারে চেয়ারম্যান’ পরিষেবা। নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যা ও দাবিদাওয়ার কথা শুনলেন তৃণমূলের পুর চেয়ারম্যান। বিজেপির কটাক্ষ, দুয়ারে ভোট, ভিক্ষা করতে যাচ্ছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে শাসকশিবির।
টানা নয় দিন মৃত্যু-শূন্য। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি। এমনই খবর রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর সূত্রের। এদিকে গতকালের তুলনায় কমেছে সংক্রমণও। একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত ৪০ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৭। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫০।
নরেন্দ্রপুরে প্রাক্তন বিচারকের গাড়ি ভাঙচুর । প্রাক্তন বিচারকের গাড়ি ভাঙচুর, চালককে মারধর। বন্দুক দেখিয়ে গাড়ি আটকে মারধরের অভিযোগ। ‘গাড়ি ঘুরিয়ে কলকাতায় নিয়ে যেতে হবে’। ‘বন্দুক দেখিয়ে দাবি করে দুষ্কৃতীরা’। রাজি না হলে গাড়ি ভাঙচুর, মারধর করে দুষ্কৃতীরা, অভিযোগ চালকের।
বউভাতের অনুষ্ঠানে শেষ ব্যাচে খেতে বসাকে কেন্দ্র করে হাতাহাতি। কেটারিং সংস্থার কর্মীদের সঙ্গে হাতাহাতি। সংঘর্ষে আহত হয়ে জামুড়িয়ায় মৃত্যু বর্ধমানের যুবকের। গ্রেফতার জামুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। ঘটনায় জড়িত থাকার অভিযোগ গ্রেফতার তৃণমূল নেতা যদুপতি পাল। গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। ‘কোনও দল না দেখে গ্রেফতার এই রাজ্যের বৈশিষ্ট্য’। প্রতিক্রিয়া আইনমন্ত্রী মলয় ঘটকের
"বিরোধী দলনেতা জানিয়েছেন তাঁর নন্দীগ্রামের এমএলএ অফিস ভাঙচুর হয়েছে। নন্দীগ্রামের এমএলএ অফিসে হামলা চালিয়েছে পুলিশ। দ্রুত মুখ্যসচিবের রিপোর্ট তলব।" ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের
গড়ফায় টিভি সিরিয়ালের অভিনেত্রীর রহস্যমৃত্যু। ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। আত্মহত্যা নয়, মেয়েকে খুন করা হয়েছে, অভিযোগ বাবার। তদন্তে গড়ফা থানার পুলিশ। পল্লবী দে’র লিভ-ইন-পার্টনারকে গড়ফা থানায় জিজ্ঞাসাবাদ ।
ফের মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত ট্রাফিক সার্জেন্ট। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় দুর্ঘটনা। বাইকে করে আসার সময় আহত ট্রাফিক সার্জেন্ট হাসানুজ্জামান।
আমাদের পিছনে সিবিআই ইডি লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা চোর, ওরা বড় বড় ডাকাত। দিল্লির বুকে কোটি কোটি টাকা চুরি করছে। বোলপুরে তৃণমূলের কর্মিসভায় বেফাঁস মন্তব্য মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার। ‘চুরি না করলে সিবিআই-ইডিকে এত ভয় কীসের? ‘একসময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ই সিবিআই-ইডি চাইতেন’। চন্দ্রনাথ সিন্হাকে কটাক্ষ করে মন্তব্য বিজেপির।
বউবাজারে ফাটল-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা। বাসিন্দাদের দাবি, বাড়ি ভাঙা নিয়ে KMRCL কর্তৃপক্ষের প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে সংশয়। কখনও আংশিক, কখনও বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। শেষপর্যন্ত আগামীকাল দুর্গা পিটুরি লেনের ১৬ ও ১৬/A, এই দুটি বাড়ি আংশিক ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। KMRCL সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কিনা। পাশাপাশি, দুর্গা পিটুরি লেনের ১৫ নম্বর বাড়িটি আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। পাশের ১৪ নম্বর বাড়ির ওপর হেলে পড়ায়, বিপজ্জনক বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকুরিয়া ব্রিজের ওপরে ফুটপাথে ধস। গোলপার্ক থেকে যাদবপুরমুখী রাস্তায় বাঁ দিকের ফুটপাথে ধস। গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা
দক্ষিণ ২৪ পরগনার কলাগাছিয়ায় গুলি। গুলিবিদ্ধ সুরজের দাদাকে গ্রেফতার করল পুলিশ। প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ‘ভাইকে আগ্নেয়াস্ত্র দেখানোর সময় আচমকাই চলে গুলি’। জেরায় স্বীকার ধৃত সুরজিৎ রায়ের, দাবি পুলিশের। ‘২ বছর আগে এক বন্ধ আগ্নেয়াস্ত্র দিয়েছিল বলে দাবি করেন সুরজিৎ’। কিন্তু কেন অস্ত্র কাছে রেখেছিলেন, সদুত্তর দেননি সুরজিৎ, দাবি পুলিশের। ধৃতকে সঙ্গে নিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
ডোমজুড়ের মাকড়দহে জেলফেরত দুষ্কৃতীকে গুলি করে খুন।সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার। এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস গলুই ওরফে কাঠ তাপস নামে ওই দুষ্কৃতী। অভিযোগ, মাকড়দহ বাজারের কাছেই তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। ওই দুষ্কৃতীর মাথায় একটি ও বুকে দুটি গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় কাঠ তাপস নামে ওই দুষ্কৃতী। মৃতের বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। পুরনো আক্রোশের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বর্ষার আগে সল্টলেক এফবি মার্কেটে প্লাস্টিক-বিরোধী অভিযান বিধানননগর পুরসভার। মেয়র পারিষদ স্বাস্থ্য বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, ৭৫ মাইক্রনের নিচে কোনও প্লাস্টিক বাজারে ব্যবহার করা যাবে না। বিধিভঙ্গ করায় এদিন কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।ভবিষ্যতে বিধিভঙ্গের প্রমাণ পেলে প্রয়োজনে আইনি পদক্ষেপ এমনকি গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলে মেয়র পারিষদ স্বাস্থ্য জানিয়েছেন। বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডেই প্লাস্টিক-বিরোধী অভিযান চলবে, জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
'যাঁরা মাতব্বরি করবেন, দাদাগিরি করবেন, তাঁরা তৃণমূলে থাকতে পারবেন না।' কর্মিসভায় এই হুঁশিয়ারি দিয়েই কার্যত পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরের বাঁশপুল এলাকায় পঞ্চায়েত স্তরের কর্মী ও নেতাদের নিয়ে দলীয় সভায় তৃণমূল বিধায়ক বলেন, নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদের কেউ কেউ নিজেদের বিশাল কিছু ভেবে হম্বিতম্বি করেন, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমন করলে তৃণমূলে থাকা যাবে না বলে হুঁশিয়ারি দেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বিধায়ক আগে নিজের ব্যবহার পাল্টান, পাল্টা তোপ বিজেপির।
নাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন সিংহ। অর্জুনের নিশানায় রাজ্য বিজেপি নেতৃত্ব। ‘তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের গুরুত্ব দেয় না, রাজ্য বিজেপি নেতৃত্ব সোশাল মিডিয়ায় আবদ্ধ হয়ে আছেন।' মন্তব্য তাঁর।
গড়ফার বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি। পরিবারের দাবি, আজ সকালে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।
বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কেএমআরসিএলের বৈঠক। বউবাজার বিপর্যয়ের জন্য ফের ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইল KMRCL কর্তৃপক্ষ। সবরকম সাহায্যের আশ্বাস।
এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দুয়ারে চেয়ারম্যান কর্মসূচি। গতকাল ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে অভাব-অভিযোগের কথা শোনেন তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র। রাস্তাঘাট থেকে পানীয় জল সরবরাহ, পুর পরিষেবা নিয়ে চেয়ারম্যানের কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সেপ্টেম্বরে শেষ হচ্ছে পাঁশকুড়া পুরসভার মেয়াদ। তার আগে পরিষেবা দেওয়ার নামে দুয়ারে গিয়ে ভোটভিক্ষা, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দেওয়াই লক্ষ্য, দাবি পুর চেয়ারম্যানের।
আজই আন্দামান সাগরে ঢুকছে বর্ষা। কেরলেও সময়ের আগেই শুরু হবে বর্ষার ধারাপাত। জানাল মৌসম ভবন। নির্ধারিত সময়ের চারদিন আগে, ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা। তবে কি বঙ্গেও এবার সময়ের আগেই বর্ষার প্রবেশ? উঠছে প্রশ্ন।
হাওড়ার উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিজেপি নেতার। মৃত অমল মাইতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ পিক আপ ভ্যানে বরানগরের আলমবাজার থেকে পণ্য নিয়ে কোলাঘাটে ফিরছিলেন বিজেপি নেতা। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বাণীতবলার কাছে ৬ নম্বর জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা মারে উল্টে যায় পিক আপ ভ্যান। গুরুতর জখম বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিজেপি নেতার সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে জেল থেকে ছাড়া পায় কাঠ তাপস নামে ওই দুষ্কৃতী। মৃতের বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে।
পুরনো আক্রোশের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ডোমজুড়ের মাকড়দহ বাজারের কাছে এক দুষ্কৃতীকে গুলি করে খুন। স্থানীয় সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ স্কুটারে চড়ে বাজারে যাচ্ছিল তাপস দলুই ওরফে কাঠ তাপস নামে ওই দুষ্কৃতী। অভিযোগ, তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাকে গুলি করে। ওই দুষ্কৃতীর মাথা ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। শেক্সপিয়ার সরণি থানা এলাকার একটি অফিস থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বউবাজারে ফাটল-বিপর্যয়ের জের। প্রাথমিকভাবে দুর্গা পিটুরি লেনের দুটি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে KMRCL কর্তৃপক্ষ। আজ থেকেই ভাঙা হতে পারে ক্ষতিগ্রস্ত বাড়ি। দুর্গা পিটুরি লেনের বাকি বাড়িগুলির বিষয়ে কলকাতা পুরসভার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে KMRCL কর্তৃপক্ষ।
উত্তর ২৪ পরগনার আমডাঙার কামদেবপুরহাটে আমের গুদামে আগুন। স্থানীয় সূত্রে খবর, রাত ২টো নাগাদ আমের গুদামে আগুন লাগে। দমকল কর্মীরা এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের আশঙ্কা। আগুন লাগার কারণ জানা যায়নি।
পরে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। SLST চাকরিপ্রার্থীদের দাবি, ইদের দিন ফোনে কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও শিক্ষা দফতরের তরফে তাঁদের নিয়োগ নিয়ে কোনও হেলদোল নেই। শহিদ মিনারে SLST উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের ধর্না অবস্থান আজ নিয়ে ৩৮ দিনে পড়ল।
মাঝরাতে শহিদ মিনারের ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে মিছিল করে যাওয়ার চেষ্টা SLST উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের। এই নিয়ে উত্তেজনা। পুলিশ SLST চাকরিপ্রার্থীদের শহিদ মিনারের সামনেই আটকে দেয়। ঘণ্টাদুয়েক ধরে চলে চাপানউতোর।
বধূ নির্যাতনের অভিযোগ। বিতর্কে জড়ালেন জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। পুত্রবধূর করা মামলায়, তৃণমূল বিধায়ক, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত। অভিযোগ উড়িয়ে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
বউবাজারে পরপর বাড়িতে ফাটল। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর রুট বদল নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। রুট বদলের জন্য বিপত্তির কথা মানতে নারাজ মেট্রো রেল কর্তৃপক্ষও।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাংলা আবাস যোজনায় টাকা পেয়েও বাড়ি না করায়, তিন উপভোক্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিডিও। শরিকি সমস্যার কারণে বাড়ি তৈরিতে সমস্যা, দাবি দুই উপভোক্তার। আবাস যোজনার টাকা ফেরত আরেক অভিযুক্তের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রেক্ষাপট
পুরভোটের (Municipal election) সময় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। ত্রিপুরা পুলিশের চার্জশিটের পর কুণালের বিরুদ্ধে কোর্টের সমন। ৩০ মে হাজিরার নির্দেশ।
রাজনৈতিক উদ্দেশেই মামলা, ত্রিপুরা পুলিশের চার্জশিট নিয়ে পাল্টা আক্রমণে কুণাল।
তেলঙ্গানাকেও বাংলা করতে চান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদেও অমিত শাহের (Amit Shah) মুখে বাংলার ‘হিংসা’। ফাঁকা আওয়াজ, খোঁচা তৃণমূলের (TMC)।
চলছে দমন-পীড়নের সরকার। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে থাকতে হবে অবিচল। ডিওয়াইএফআইয়ের (DYFI) সম্মেলনে বার্তা দিলেন বুদ্ধদেব।
বকেয়া নিয়ে এবার মোদিকে চিঠি শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর দাবি বিবেচনার আগে কেন্দ্রীয় প্রকল্পের নাম ব্যবহারে নির্দেশ দেওয়ার দাবি। চক্রান্ত দেখছেন কুণাল।
জিটিএ ভোটের (GTA Election) আগে সমাধান করতে হবে পাহাড় সমস্যার। হস্তক্ষেপ চেয়ে মমতাকে চিঠি গুরুঙ্গের। সহযোগী হিসেবে তৃণমূলের পাশে থাকার বার্তা।
রহড়া থানার কাছে কৌটো বোমা বিস্ফোরণ, কিশোরের মৃত্যু। গণতন্ত্রের গ্যাস চেম্বার বাংলা, আক্রমণে শুভেন্দু। চক্রান্তর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তৃণমূল।
বহরমপুরে প্রিজন ভ্যানের মধ্যেও নির্লিপ্ত ছাত্রী খুনে ধৃত সুশান্ত।
বউবাজারে পরপর বাড়িতে ফাটল। ক্ষমা চাইল কেএমআরসিএল। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চেয়ে মেট্রোর জিএমের কাছে ৩ বিজেপি কাউন্সিলর।
ছুটির মধ্যেই একদিনে হাজারের বেশি শিক্ষক বদলি! ছুটির মধ্যেই এত তাড়াতাড়ি কেন? প্রশ্ন শিক্ষক সংগঠনের। নিয়ম মেনেই পদক্ষেপ, পাল্টা পর্ষদ।
৫দিনে আইআইএম জোকার ক্যাম্পাসে করোনা আক্রান্ত বেড়ে ২৮। প্রয়োজনে পুরো ক্যাম্পাসকে করা হতে পারে কনটেনমেন্ট জোন, ইঙ্গিত মেয়রের।
বীরভূমে প্রবল বৃষ্টি, রেল লাইনে গাছ পড়ে দুবরাজপুর, সিউড়িতে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বিপর্যস্ত। দুর্ভোগের শিকার অসংখ্য যাত্রী।
গম রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের। কৃষকবিরোধী পদক্ষেপ, অভিযোগ চিদম্বরমের। অপদার্থতা, ট্যুইট পার্থর। ধাক্কার আশঙ্কা অর্থনীতিবিদদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -