West Bengal News Live: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 17 Mar 2024 11:26 PM
West Bengal News Live:পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়

পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচারে নামলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার পুজো দেওয়ার পর হুড খোলা গাড়িতে চড়ে  জনসংযোগ করেন রচনা।

WB News Live Updates:আগামী দু-তিন দিনের মধ্য়ে বাংলায় লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস

আগামী দু-তিন দিনের মধ্য়ে বাংলায় লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। সূত্রের খবর, ১০ থেকে ১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। প্রদেশ কংগ্রেসের তরফে প্রার্থীদের নাম ইতিমধ্য়েই হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, হাইকমান্ডের তরফে সবুজ সঙ্কেত এলেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। 

West Bengal News Live:একের পর এক গ্রেফতারির পরও আতঙ্ক কাটছে না সন্দেশখালির

একের পর এক গ্রেফতারির পরও আতঙ্ক কাটছে না সন্দেশখালির! রবিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালির রামপুর বাজার! অন্যদিকে, শনিবারের পর রবিবার ফের বিজেপির আইনজীবী সেলের ক্যাম্পে এসে ক্ষোভ উগরে দেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ! 

WB News Live Updates:ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই নিতে পারেনি বাম ও আইএসএফ। একে অপরের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ২ দলই। এদিকে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এবারে আর ইচ্ছাপ্রকাশ নয়, প্রস্তুতির কথা বললেন নৌশাদ সিদ্দিকি। নৌশাদের প্রার্থী হওয়াতে আপত্তি নেই সিপিএমেরও। কিন্তু তবু কি কোথাও, নৌশাদের এই কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে একটা চাপ বজার রাখছে বামেরা?

West Bengal News Live:বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বাঁকুড়ায় জোরদার জনসংযোগ সুভাষ সরকারের

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বাঁকুড়ায় জোরদার জনসংযোগ সুভাষ সরকারের। শনিবার কেশিয়াকোলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির আশ্রমে পুজো দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। পুজোর পাশাপাশি চলল জনসংযোগও।

WB News Live Updates:'সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ইচ্ছা ছিল বরকত গনিখান চৌধুরীর', আক্রমণ ফিরহাদ হাকিমের

'সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ইচ্ছা ছিল বরকত গনিখান চৌধুরীর। সেই আদর্শে বিশ্বাস করে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেসই', মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস-সিপিএমকে একযোগে আক্রমণ ফিরহাদ হাকিমের

West Bengal News Live:প্রচারে গিয়ে 'হুঙ্কার' মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর

প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের। পাল্টা জবাব জবাব মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর।

WB News Live Updates:অধীর চৌধুরী বিজেপির দালাল, আক্রমণে ফিরহাদ হাকিম

অধীর চৌধুরী বিজেপির দালাল, আক্রমণে ফিরহাদ হাকিম। 'বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে আঁতাঁত অধীর চৌধুরীর', মালদায় কর্মিসভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ ফিরহাদ হাকিমের

West Bengal News Live:সন্দেশখালিকাণ্ডের পর কি মানুষের কাছে যেতে লজ্জা পাচ্ছেন তৃণমূল কর্মীরা? কার্যত মেনে নিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী

সন্দেশখালিকাণ্ডের পর কি মানুষের কাছে যেতে লজ্জা পাচ্ছেন তৃণমূল কর্মীরা? কার্যত মেনে নিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। 'তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলেরই কর্মীরা', মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। তৃণমূল কর্মীদের ট্রেনের ফেরিওয়ালার মতো হতে নির্দেশ

WB News Live Updates:প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

'নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে। ভাল করে জল-টল দিয়ে দেবেন, অযত্ন করবেন না। শুধু বলবেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় খেলতে এসেছে। বুটের দপদপানি, একে ফর্টি সেভেন, এসএলআর দিয়ে লাভ নেই', প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live:অর্জুনের বিরুদ্ধে ভোট-যুদ্ধ জিততে পুরস্কারের টোপ পার্থর

অর্জুনের বিরুদ্ধে ভোট-যুদ্ধ জিততে পুরস্কারের টোপ পার্থর। বুথ থেকে বেশি ভোটের লিড দিলেই পুরস্কার! 'যে অঞ্চল সবথেকে বেশি লিড দেবে, সেই অঞ্চলের জন্য বড় প্রাইজ', আমডাঙায় কর্মিসভায় গিয়ে ঘোষণা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের।

WB News Live Updates:ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী নৌশাদ

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী নৌশাদ

West Bengal News Live:ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ, জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে সরব, পুলিশের হাতে ধৃতদের পরিবার।

ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ, জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে সরব, পুলিশের হাতে ধৃতদের পরিবার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ।

WB News Live Updates:অর্জুনের বিরুদ্ধে ভোট-যুদ্ধ জিততে পুরস্কারের টোপ পার্থর

অর্জুনের বিরুদ্ধে ভোট-যুদ্ধ জিততে পুরস্কারের টোপ পার্থর। 'বুথ থেকে বেশি ভোটের লিড দিলেই পুরস্কার! যে অঞ্চল সবথেকে বেশি লিড দেবে, সেই অঞ্চলের জন্য বড় প্রাইজ', আমডাঙায় কর্মিসভায় গিয়ে ঘোষণা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের। 'আদর্শ আচরণ বিধি ভাঙছেন তৃণমূল প্রার্থী। ভোটারদের কেনার চেষ্টা করছেন, নির্বাচন কমিশনে নালিশ করব', পাল্টা হুঁশিয়ারি বিজেপি নেতা অর্জুন সিংহর

West Bengal News Live:সন্দেশখালিতে ফের প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের দল

সন্দেশখালিতে ফের প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনজীবীদের দল। সন্দেশখালির বাসিন্দাদের বয়ান নথিভুক্ত আইনজীবীদের। জমি দখল থেকে সন্ত্রাস, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ 

WB News Live Updates: গারদে দাদা শেখ শাহজাহান, এবার লকআপে ভাই আলমগীরও

গারদে দাদা শেখ শাহজাহান, এবার লকআপে ভাই আলমগীরও। আলমগীর-সহ ধৃত ৩ জনকে আদালতে পেশ সিবিআইয়ের। কার নির্দেশে ইডির ওপর হামলা?

West Bengal News Live: আজ থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শাসক-বিরোধী-সহ সব দলের প্রার্থীরা

গতকালই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শাসক-বিরোধী-সহ সব দলের প্রার্থীরা।

WB News Live Updates: গারদে দাদা শেখ শাহজাহান, এবার লকআপে ভাই আলমগীরও

গারদে দাদা শেখ শাহজাহান, এবার লকআপে ভাই আলমগীরও
আলমগীর-সহ ধৃত ৩ জনকে আদালতে পেশ সিবিআইয়ের
কার নির্দেশে ইডির ওপর হামলা?

West Bengal News Live: চিরাচরিত রীতি মেলে বেলুড় মঠে পালিত হল শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্ম মহোৎসব

চিরাচরিত রীতি মেলে বেলুড় মঠে পালিত হল শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্ম মহোৎসব। রীতি অনুযায়ী প্রতিবছর শ্রীরামকৃষ্ণের জন্ম তিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। শ্রীশ্রী মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসবের সূচনা করেন স্বামী বিবেকানন্দ। এদিন ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর রয়েছে নানা অনুষ্ঠান। এদিন বেলুড় মঠে প্রচুর ভক্ত সমাগম হয়। শ্রী রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উপলক্ষে এদিন মঠ প্রাঙ্গণে মেলাও বসে। 

WB News Live Updates: ভোটের মুখে এখনও উত্তপ্ত সন্দেশখালি

ভোটের মুখে এখনও উত্তপ্ত সন্দেশখালি। একের পর এক গ্রেফতারির পর এখনও আতঙ্কে গ্রামবাসীরা।

West Bengal News Live: কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

লোকসভা ভোটের একমাস আগে থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রবিবার সকালে লেকটাউনের কালিন্দী, দক্ষিণদাঁড়ি, পাতিপুকুর-সহ বিভিন্ন এলাকায় টহল দেন BSF জওয়ানরা। নেতৃত্ব দেন লেকটাউন থানার IC। 

West Bengal News Live: 'নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে', প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর

'নির্বাচন সদনকে এই স্কুলেই বসিয়ে রাখতে হবে', প্রচারে গিয়ে হুঙ্কার মালদা উত্তরের তৃণমূল প্রার্থী, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live: 'তমলুকে তৃণমূল জিতবে, এখনও সময় আছে, প্রার্থী হবেন না' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ কুণাল ঘোষের

'তমলুকে তৃণমূল জিতবে, এখনও সময় আছে, প্রার্থী হবেন না' বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ কুণাল ঘোষের

West Bengal News Live: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আজ কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি।রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওড়িশা
থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে 
সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার প্রভাবেই চৈত্রের 
শুরুতে এই বৃষ্টি। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে 
বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বৃষ্টির জেরে আগামী কয়েকদিন পারদ সামান্য নামবে।

West Bengal News Live: ভোট ঘোষণা হতেই সন্ত্রাসের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আক্রান্ত বিজেপি কর্মী

ভোট ঘোষণা হতেই সন্ত্রাসের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আক্রান্ত বিজেপি কর্মী

West Bengal News Live: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও, আজ তোলা হবে বসিরহাট আদালতে

দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও, আজ তোলা হবে বসিরহাট আদালতে

West Bengal News Live: আজ থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শাসক-বিরোধী-সহ সব দলের প্রার্থীরা

গতকালই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ থেকেই জোরকদমে প্রচারে নেমেছেন শাসক-বিরোধী-সহ সব দলের প্রার্থীরা। রবিবার সকালে বালুরঘাটের বড়বাজার এলাকায় জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

West Bengal News Live: নির্বাচন ঘোষণার পর প্রথম রবিবারের সকাল, জোরকদমে চলছে ভোটপ্রচার

ভোট ঘোষণার পর প্রথম রবিবারের সকালে বেলেঘাটা এলাকায় জনসংযোগ সারলেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ 
বন্দ্যোপাধ্যায়। সুভাষ সরোবরে গিয়ে প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে হেঁটে ভোটের প্রচার করেন তৃণমূলের বিদায়ী সাংসদ। অন্যদিকে বাঁকুড়াতে জনসংযোগ বিজেপি প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। গেলেন মন্দিরেও।

West Bengal News Live: 'তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা', মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর

'তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা'
মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর
তৃণমূল কর্মীদের ট্রেনে বাদামওয়ালার সঙ্গে তুলনা
'তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন দলেরই কর্মীরা'
কার্যত মেনে নিলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সভাধিপতি

West Bengal News Live: ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জের, আজও বাতিল একাধিক ট্রেন

সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। তার জেরে গতকালের পর আজও বাতিল করা হয়েছে অনেকগুলি লোকাল ট্রেন। শুক্রবার রাত ১২টা থেকে আগামীকাল ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় মোট ১৪৩টি লোকাল ট্রেন বাতিল হয়েছে।
বাতিল করা হয়েছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। তবে আজ রবিবার হওয়ায় পরিষেবার ওপর সেভাবে প্রভাব পড়বে না। 

West Bengal News Live: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আজ কালবৈশাখীর সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি।রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওড়িশা
থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে 
সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার প্রভাবেই চৈত্রের 
শুরুতে এই বৃষ্টি। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে 
বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বৃষ্টির জেরে আগামী কয়েকদিন পারদ সামান্য নামবে।

WB News Live Updates: দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও

দাদার পর গ্রেফতার শেখ শাহজাহানের ভাইও
সিবিআইয়ের হাতে গ্রেফতার শেখ আলমগির-সহ ৩
ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগির-সহ ধৃত ৩
গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ টিএমসিপি নেতা মাফিজুর মোল্লা ও সিরাজুল মোল্লা

West Bengal News Live: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই মমতা বন্দ্য়োপাধ্যায়ের কপালের সেলাই কাটা হবে। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। সন্ধেয় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। তাঁর কপালে ৩টি ও নাকে একটি সেলাই করা হয়। সেদিন রাতেই বাড়ি ফিরে যান তিনি। এরপর থেকে বাড়িতেই চলছে চিকিৎসা। মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানা গেছে, আগের তুলনায় ব্যথা কমেছে। তবে চলছে অ্যান্টিবায়োটিক। 

WB News Live Updates: সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের পর গ্রেফতার হলেন তাঁর ভাই শেখ আলমগীর

দাদার পর এবার ভাই। সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের পর গ্রেফতার হলেন তাঁর ভাই শেখ আলমগীরও। প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শেখ আলমগীরের পাশাপাশি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আরও দু'জনকে গ্রেফতার করেছে CBI. কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছিলেন না তাঁরা। 

West Bengal News Live: দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে লোকসভা ভোট

দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে লোকসভা ভোট। শুরু ১৯ এপ্রিল। বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। গণনা ৪ জুন। 

WB News Live Updates: এবারও ৭ দফায় লোকসভা ভোট

এবারও ৭ দফায় লোকসভা ভোট। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশ, বিহারেও ৭ দফা। হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা কমিশনের।

প্রেক্ষাপট

এবারও ৭ দফায় লোকসভা ভোট (Loksabha Election 2024)। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশ, বিহারেও ৭ দফা। হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা কমিশনের।


দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে লোকসভা ভোট। শুরু ১৯ এপ্রিল। বাংলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী। গণনা ৪ জুন। 


রাজ্যে ১ম দফায় ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট। তৃতীয় দফায় ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে। 


চতুর্থ দফায় বহরমপুর সহ নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমের ভোট। পঞ্চম দফায় হাওড়া, হুগলির সঙ্গে ব্যারাকপুর ও বনগাঁ। ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুরে ভোটগ্রহণ।


১ জুন সপ্তম দফা। ভোট দেবে কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর। দমদম, বারাসাত, বসিরহাটের সঙ্গে ভোট ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়গনগরেও।


লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। একদিনে বাংলার ২ কেন্দ্রে জোড়া ভোট। ৭ মে ভগবানগোলা, বরানগরে উপনির্বাচন ১ জুন। 


ভোটে সন্ত্রাস রুখতে কড়া কমিশন। প্রতি জেলায় কন্ট্রোল রুম। সন্ত্রাসমুক্ত ভোট করাতে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। অভিযোগের ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপের আশ্বাস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.