West Bengal News Live: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 18 Apr 2022 11:32 PM
WB News Live Updates: বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা

বর্ষায় জল জমার সমস্যা মেটাতে এবার উদ্যোগী হল হাওড়া পুরসভা। প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার রুখতে গঠন করা হবে টাস্কফোর্স। কথা না শুনলে দিতে হবে জরিমারা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা। 

West Bengal News Live: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস

টাকা পেয়ে বাড়ি মেরামত করেন ক্ষতিগ্রস্তরা। আমফানের প্রায় ২ বছর পরে টাকা ফেরত চেয়ে ক্ষতিগ্রস্তদের নোটিস। নোটিস পেয়ে বিপাকে ক্ষতিপূরণ প্রাপকরা। ‘এতদিন বাদে টাকা ফেরত চাইলে কোথা থেকে দেব?’ দাবি আমফানে টাকা পাওয়া ক্ষতিগ্রস্তদের। 

WB News Live Updates: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস

‘সরকারি ক্ষতিপূরণ ৫০০০ টাকার বদলে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত দেওয়া হয় টাকা। অবিলম্বে ৫০০০ টাকা ফেরত দিতে হবে।' শালবনির বিডিও-র দেওয়া নোটিসে উল্লেখ।

West Bengal News Live: আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস

আমফানে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা ফেরত চেয়ে নোটিস। পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ১০ নম্বর কর্ণঝড়ের ভাদুতলার ঘটনা। আমফানে ৫ জন বাসিন্দার বাড়ি ভেঙে যাওয়ায় দেওয়া হয় ক্ষতিপূরণ। 

WB News Live Updates: ইটভাটায় কাজ করতে গিয়ে মৃত্যু দিনহাটার দুই শ্রমিকের

ইটভাটায় কাজ করতে গিয়ে ইট চাপা পড়ে মৃত্যু হল দিনহাটা ২ নম্বর ব্লকের দুই শ্রমিকের। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দেরকুঠি এলাকার বাসিন্দা যোগেন বর্মন এবং বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকার বাসিন্দা মজনু শেখ বিহার রাজ্যের কিসানগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। 

West Bengal News Live: আলিয়ার পর এবার যাদবপুরে টিএমসিপির নেতার হুমকি, ভাইরাল অডিও

আলিয়ার পর এবার যাদবপুরে টিএমসিপির নেতার হুমকি, ভাইরাল অডিও। যদিও ভাইরাল অডিওটি প্রথমে তাঁর বলে স্বীকার করে নিলেও, পরে তা অস্বীকার করেন টিএমসিপি নেতা সঞ্জীব প্রামাণিক। 

WB News Live Updates: যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে বিঘ্নিত মেট্রো পরিষেবা

যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে বিঘ্নিত মেট্রো পরিষেবা। সপ্তাহের প্রথম কাজের দিনেই চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

West Bengal News Live: পায়ের হাড় ভেঙে যাওয়া জখম ব্যক্তির মৃত্যু

পায়ের হাড় ভেঙে যাওয়া জখম ব্যক্তির মৃত্যু। এম আর বাঙুর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলল মৃতের পরিবার। গাফিলতির অভিযোগ না মানলেও, মৃত্যুর কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।

WB News Live Updates: এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে হাসপাতাল, জারি নির্দেশিকা

হাসপাতালে আইসিইউতে রোগী ভর্তি থাকলে জলের চার্জ আলাদা নয়। জলের জন্য আলাদা করে চার্জ নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি। স্যালাইন সহ অন্যান্য ওষুধ দিতে চ্যানেল করতে হলে আলাদা চার্জ নয়। নির্দেশিকা জারি স্বাস্থ্য কমিশনের

West Bengal News Live: এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে হাসপাতাল, জারি নির্দেশিকা

এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। এমনই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন। 

WB News Live Updates: বেহালার রেশ কাটার আগেই এবার সিন্ডিকেট-লড়াই লেক গার্ডেন্সে

বেহালার রেশ কাটার আগেই এবার সিন্ডিকেট-লড়াই লেক গার্ডেন্সে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির কাছেই সিন্ডিকেট-তাণ্ডব। গণ্ডগোল শুনে বাইরে বেরিয়ে এলেন খোদ তৃণমূল সাংসদ। সিন্ডিকেট-তাণ্ডব দেখে পুলিশ ডাকতে হল খোদ তৃণমূল সাংসদকে।

West Bengal News Live: ‘বিজেপির দুর্বলতার জন্যেই উপনির্বাচনে তৃণমূলের জয়’, বললেন সৌমিত্র খাঁ

‘বিজেপির দুর্বলতার জন্যেই উপনির্বাচনে তৃণমূলের জয়। রাজ্য বিজেপির রোগ হয়েছে, চাই দিল্লির দাওয়াই,’ উপনির্বাচনে হার নিয়ে মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র।

WB News Live Updates: ফের অমানবিকতার সাক্ষী কলকাতা, পথেই চিকিৎসা ভবঘুরের

ফের অমানবিকতার সাক্ষী কলকাতা, পথেই চিকিৎসা ভবঘুরের। ফুটপাথ থেকে পড়ে মাথায় সংক্রমণ, সরকারি  হাসপাতালের বিরুদ্ধে প্রত্যাখানের অভিযোগ। গরমের মধ্যেই দমদম আন্ডারপাসের নিচেই চলছে চিকিৎসা। পুরসভার হাসপাতাল চিকিৎসা করানোর আশ্বাস দঃ দমদম পুরসভার চেয়ারপার্সনের। 

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে মৃতের পরিবারকে হুমকি কারা দিয়েছিল, জানতে চাইছে সিবিআই

নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের তদন্তে মৃতের পরিবারকে হুমকি কারা দিয়েছিল, এখন সেটাই জানতে চাইছে সিবিআই। নাবালিকাকে ঘটনার দিন যাঁরা বাড়িতে দিয়ে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে মৃতার পরিবারকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নাবালিকার পরিবার অভিযোগ করেছিলেন, যাঁরা তাঁদের মেয়েকে বাড়িতে দিয়ে গিয়েছিলেন, তাঁরাই হুমকি দিয়েছিলেন।

WB News Live Updates: ‘এরকম চললে সঙ্কটে পড়ে যাবে দলের অস্তিত্বই’, বিস্ফোরক অনুপম হাজরা

'এরকম চললে সঙ্কটে পড়ে যাবে দলের অস্তিত্বই।' উপনির্বাচনে হারের পরে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। ‘ঘাটতি নিয়ে আলোচনা না করলে, সংগঠন মজবুত হবে কি করে? সমালোচনা করা যাবে না, এরকম চললে অস্তিত্বই সঙ্কটে পড়বে। সব সময়ই যদি বলেন, সব ঠিক আছে, তাহলে কী করে হবে?' উপনির্বাচনে হারের পরে বিস্ফোরক অনুপম হাজরা। 

West Bengal News Live: তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে গেল সিএফএসএল টিম

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে গেল সিএফএসএল টিম। নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই।

WB News Live Updates: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এমআর বাঙুর হাসপাতালে

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ। এমআর বাঙুর হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিজনদের অভিযোগ। ভাঙা পা নিয়ে ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি, আজ রোগীর মৃত্যু। পথ দুর্ঘটনায় পা ভাঙা রোগীর কীভাবে মৃত্যু? প্রশ্ন পরিবারের। চিকিৎসায় গাফিলতি, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রাখার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। 

West Bengal News Live: মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট

মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় জঙ্গলমহলের জেলাগুলিতে সফর করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

WB News Live Updates: আসানসোল-বালিগঞ্জে উপনির্বাচনে হার, জেলায় জেলায় বিজেপিতে অসন্তোষের ছবি

আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচনে হারের পর, জেলায় জেলায় অসন্তোষের ছবি ধরা পড়েছে বিজেপিতে। এরই মধ্যে, হুগলি সাংগঠনিক জেলায়, মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেও বাতিল করল গেরুয়া শিবির। 

West Bengal News Live: আলিয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়! ভাইরাল অডিও ক্লিপ ঘিরে সরগরম ক্যাম্পাস

আলিয়ার পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভাইরাল একটি অডিও ক্লিপ ঘিরে সরগরম ক্যাম্পাস। যে অডিও ক্লিপে এক ছাত্রনেতাকে বলতে শোনা গেছে, যাদবপুরের কোন শিক্ষকের কলার ধরতে হবে? আমি ধরে নেব। এতবড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক। অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। 

WB News Live Updates: হুগলি সাংগঠনিক জেলায়, মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেও বাতিল করল গেরুয়া শিবির

হুগলি সাংগঠনিক জেলায়, মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করেও বাতিল করল গেরুয়া শিবির

WB News Live Updates: বঙ্গ বিজেপিতে বিদ্রোহ অব্যাহত, মুখ খুললেন জলপাইগুড়ির বিজেপি নেতা

বঙ্গ বিজেপিতে বিদ্রোহ অব্যাহত, মুখ খুললেন জলপাইগুড়ির বিজেপি নেতা

WB News Live Updates: সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়ির কাছে ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’, আহত ২

সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়ির কাছে ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’, ধুন্ধুমার। তুমুল সংঘর্ষ, ধারাল অস্ত্রের কোপ, আহত ২। 

WB News Live Updates: অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্যের জের, বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল

অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্যের জের, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করল তৃণমূল

WB News Live Updates: যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন

যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন। আজ বেলা ১২টা ১৮ নাগাদ নিউ গড়িয়াগামী একটি রেক বিকল হয়ে দাঁড়িয়ে যায় শোভাবাজার স্টেশনে। এর জেরে ওই লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত সেন্ট্রাল স্টেশন থেকে নিউ গড়িয়া মেট্রো চলাচল করছে।  

WB News Live Updates: যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন

যান্ত্রিক ত্রুটির কারণে রেক বিকল হয়ে মেট্রো পরিষেবায় বিঘ্ন। আজ বেলা ১২টা ১৮ নাগাদ নিউ গড়িয়াগামী একটি রেক বিকল হয়ে দাঁড়িয়ে যায় শোভাবাজার স্টেশনে। এর জেরে ওই লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। মেট্রো রেল সূত্রে খবর, আপাতত সেন্ট্রাল স্টেশন থেকে নিউ গড়িয়া মেট্রো চলাচল করছে।  

West Bengal News Live: কোচবিহার ১ নম্বর ব্লকে প্রবল ঝড়ের তাণ্ডবে মৃত্যু হল ২ জনের

কোচবিহার ১ নম্বর ব্লকে প্রবল ঝড়ের তাণ্ডবে মৃত্যু হল ২ জনের। গতকাল সন্ধে ৬টা নাগাদ মিনিট ২০-র প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। পুলিশ সূত্রে খবর, ঝড়ে টিনের চাল উড়ে এসে পড়ার কারণে একজনের মৃত্যু হয়েছে। আর একজনের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে। 

WB News Live Updates: উত্তর ২৪ পরগনায় তোলা-‘দৌরাত্ম্য’, ব্যবসায়ীদের উপর ‘হামলা’

উত্তর ২৪ পরগনায় তোলা-‘দৌরাত্ম্য’, ব্যবসায়ীদের উপর ‘হামলা’

West Bengal News Live: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় ফের ঘটনাস্থলে কেন্দ্রীয় ফরেন্সিক দল

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় আজ ফের ঘটনাস্থলে গেল কেন্দ্রীয় ফরেন্সিক দল। সেখান থেকে নমুনা সংগ্রহ করে তারা। ঘটনাস্থলে ডাকা হয় খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদেরও। 

WB News Live Updates: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষকে পিটিয়ে খুন

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষকে পিটিয়ে খুন 

West Bengal News Live: নদিয়ায় তৃণমূল কাউন্সিলরের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে

নদিয়ায় তৃণমূল কাউন্সিলরের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত পৌনে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে নবদ্বীপের ফাঁসিতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোষ্ঠ ভট্টাচার্য যখন পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন, তখনই এই ঘটনা ঘটে। আচমকা তাঁকে রাস্তার মধ্যে ঘিরে ধরে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। তবে সে সময় কাউন্সিলরের সঙ্গীরা বাধা দিলে দুষ্কৃতীরা একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালায়। রাতেই নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। পরে পুলিশ ৩ জনকে আটক করে।

WB News Live Updates: উপনির্বাচনে ধাক্কার পর বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ছেই

উপনির্বাচনে ধাক্কার পর বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়ছেই। দলীয় নেতৃত্বের সমালোচনা করে এবার মুখ খুললেন জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সভাপতি অলক চক্রবর্তী। তাঁর দাবি, খাঁটি সোনা ছাড়া দল চলতে পারে না। এখন দলে অদক্ষ কর্মীদের সামনে এনে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে দক্ষ কর্মীদের, এই অভিযোগ এনেছেন তিনি।  তাঁর দাবি, দলে ইঞ্জিন বদলের সময় এসেছে। অলক চক্রবর্তীর এই মন্তব্যের প্রেক্ষিতে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানান, যাঁরা বিধানসভা ও পুরসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার চালিয়েছেন, তাঁদের দল মান্যতা দেয় না।

West Bengal News Live: মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট

মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় জঙ্গলমহলের জেলাগুলিতে সফর করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পরিস্থিতি পর্যালোচনায় গতকাল বাঁকুড়া ও পুরুলিয়ায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। বাঁকুড়া জেলার মাওবাদী প্রভাবিত রানিবাঁধ, রায়পুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করা হয়েছে। এই ৫ থানা এলাকায় নাকা তল্লাশি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গলমহল এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজিপি।

WB News Live Updates: মা উড়ালপুলের উপর আগুন, অফিসটাইমে যানজট

মা উড়ালপুলের উপর আগুন। আগুন লাগায় অফিসটাইমে উড়ালপুলের উপর যানজট। 

West Bengal News Live: শান্তিনিকেতনকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

বীরভূমের শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন নাবালক। বৃহস্পতিবার মেলা থেকে ফেরার পথে শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার ৩ দিন পর মূল অভিযুক্তর ২ সঙ্গীকে গতকাল রাতে পাড়ুই থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ গ্রেফতার করা হয় ২ নাবালককে।  
বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, নাবালিকার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়। তার ভিত্তিতেই গতকাল রাতে প্রথমে পাড়ুই থেকে গ্রেফতার করা হয় সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেনকে। 

WB News Live Updates: সকালে প্রথম ট্রেন চালুর দাবি, শিয়ালদা মেন লাইনে ট্রেন অবরোধ

শিয়ালদা মেন লাইনে ট্রেন অবরোধ। সকালে প্রথম ট্রেন চালুর দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে হকারদের রেল অবরোধ। 

West Bengal News Live: দেশে টেলি মেডিসিন পরিষেবায় দ্বিতীয় পশ্চিমবঙ্গ

দেশে টেলি মেডিসিন পরিষেবায় দ্বিতীয় পশ্চিমবঙ্গ। ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প শুরুর প্রায় ৯ মাসের মাথায় নতুন নজির গড়ল স্বাস্থ্য দফতর। 

WB News Live Updates: আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, বিক্ষোভ কর্মীদের

আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। হাতছাড়া হয়েছে ২ বারের জেতা আসন। বিজেপি সূত্রের খবর, প্রতিবাদে গতকাল সন্ধ্যায় আসানসোলে জেলা পার্টি অফিসের মধ্যে বিক্ষোভে ফেটে পড়েন কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীরা। বিজেপির দেওয়া ভিডিওয় ধরা পড়েছে সেই বিক্ষোভের ছবি। ক্ষুব্ধ দলীয় কর্মীদের প্রশ্ন, আসানসোল দক্ষিণে একাধিক বিজেপি নেতার বাড়ি, আসানসোল দক্ষিণ বিধানসভা আসনের বিধায়ক অগ্নিমিত্রা পাল-তা সত্ত্বেও এই ফল কী করে হল? সূত্রের খবর, নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলেও জেলা সভাপতি দিলীপ দে-র সামনে ক্ষোভ উগরে দেন তাঁরা।

West Bengal News Live: সাধু সেজে বাড়িতে এসে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, টাকা, গয়না লুঠের অভিযোগ

সাধু সেজে বাড়িতে এসে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, টাকা, গয়না লুঠের অভিযোগ। ২ অভিযুক্তকে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতরা বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এর আগে তাঁরা কোনও প্রতারণা করেছেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের খুনে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার

হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের খুনে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার

West Bengal News Live: শান্তিনিকেতন গণধর্ষণকাণ্ডে গ্রেফতার ২

শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। বীরভূমের পাড়ুই থেকে গ্রেফতার ২। পুলিশের দাবি, ধৃতরা মূল অভিযুক্তর সঙ্গী। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের স্কেচের ভিত্তিতে গ্রেফতার। এখনও অধরা মূল অভিযুক্ত। 

WB News Live Updates: ধানতলায় নাবালিকা ধর্ষণ-খুনে এক বিজেপি বিধায়ক সহ ২ নেতার কথোপকথনের অডিও ভাইরাল

ধানতলায় নাবালিকা ধর্ষণ-খুনে এক বিজেপি বিধায়ক সহ ২ নেতার কথোপকথনের অডিও ভাইরাল

West Bengal News Live: উপ নির্বাচনে পরাজয়ের পরেই প্রকাশ্যে বিজেপির অন্দরে বিদ্রোহ

উপ নির্বাচনে পরাজয়ের পরেই প্রকাশ্যে বিজেপির অন্দরে বিদ্রোহ

প্রেক্ষাপট

উপ নির্বাচনে (West Bengal By Poll) পরাজয়ের পরেই প্রকাশ্যে বিজেপির অন্দরে বিদ্রোহ। নেতৃত্বকে তোপ দেগে দলীয় পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিধায়ক সহ ৩ নেতা। বিক্ষুব্ধ বহরমপুরের বিধায়কও।


জেলা সভাপতির ওপর ক্ষোভ। পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপির নদিয়া উত্তরের ১০ পদাধিকারীর। দলের ক্ষতি হবে না, পাল্টা নদিয়া উত্তরের বিজেপি সভাপতি।


সংগঠনে বড় ধাক্কা। রাজ্য বিজেপির গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা উচিত। সৌমিত্র খাঁর পর এবার সরব অনুপম হাজরা। জানানো হবে কেন্দ্রীয় নেতৃত্বকে, প্রতিক্রিয়া সুকান্তর।


 দলীয় কর্মীর ওপর হামলার পরেও পাশে দাঁড়াননি নেতারা। আসানসোলে ভরাডুবির পর বিস্ফোরক বিজেপির মিডিয়া সেলের নেতা। প্রার্থী না করায় ক্ষোভ, পাল্টা লক্ষ্ণণ ঘোড়ুই।


 ধানতলায় নাবালিকা ধর্ষণ-খুনে এক বিজেপি বিধায়ক সহ ২ নেতার কথোপকথনের অডিও ভাইরাল। 


ধর্ষণ হলে বিরোধীরা ইস্যু করবেই। ধানতলাকাণ্ডে বিজেপির ২ নেতার অডিও টেপ ভাইরালের পর দাবি সুকান্তর। তৃণমূলকে বদনাম করতে বৃহত্তর ষড়যন্ত্র, পাল্টা কুণাল।


হাঁসখালিকাণ্ডে ডিএনএ টেস্টের জন্য মূল অভিযুক্ত-সহ ৩ জনের ডিএনএ-র জন্য নমুনা সংগ্রহ সিবিআইয়ের। যাঁদের বয়ান নিয়েছিল পুলিশ, তাঁদের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।


শান্তিনিকেতনে নাবালিকা গণধর্ষণের অভিযোগে এখনও অধরা অভিযুক্তরা। বিক্ষোভ বাম-বিজেপির। সিবিআই তদন্তের দাবি। নাটক, পাল্টা তৃণমূল।


৫ দিনে ৮ বার জায়গা বদল। ফোন-সিম পাল্টেও হল না শেষরক্ষা। ৫ দিনের মাথায় হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়-সহ ৭।


বেহালাকাণ্ডে ধরা পড়ার পরেই বিস্ফোরক বহিষ্কৃত তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়। (বাইট- একুশের স্বার্থ শেষ তাই ফাঁসানো হয়েছে)


 ভোট বৃদ্ধির জন্য বালিগঞ্জে মিছিল পরাজিত সিপিএম প্রার্থীর। হেরেও নির্লজ্জের মতো আচরণ। ক্লাস নেই, ট্যুইট বাবুলের। কার কী ক্লাস ট্যুইটেই বোঝা যায়। পাল্টা সায়রা।


১০ দিনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের রিলে অনশন, অসুস্থ ৫। অনশনমঞ্চে একসঙ্গে বাম-বিজেপি। নিশানা রাজ্য সরকারকে। আন্দোলনে ইন্ধন বিরোধীদের, পাল্টা 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.