West Bengal News Live : ভাঙড়ে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আনা হয়েছে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে
জেলা থেকে জেলা - গুরুত্বপূর্ণ খবর এক নজরে, এক ক্লিকে ।
দিকে দিকে মনোনয়ন প্রত্যাহার করতে বিরোধী প্রার্থীদের হুমকির অভিযোগ, আক্রমণে শুভেন্দু। "সশব্দ বিপ্লব" অথবা মাননীয়ার কথায় বললে "প্রতিবাদ" হচ্ছে প্রতিরোধের !
আসলে এই ভাবে বিপ্লব বা প্রতিবাদ করে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার না করাতে পারলে, তোলামূল দলটাই যে বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
রাজভবনে কন্ট্রোল রুমে খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ১০০-র বেশি অভিযোগ। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে রাজভবনের দ্বারস্থ দার্জিলিঙের বিজেপি সাংসদ। রাজভবনের কন্ট্রোল রুমে ফোন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের। মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের। দার্জিলিঙের জেলাশাসককে ফোন করে দ্রুত পদক্ষেপ নিতে বলল রাজ্য নির্বাচন কমিশন।
নির্দলদের সমর্থনে প্রচারে যাব। নিজের জন্য় যেটা করতে পারতাম না, ওদের জন্য় করব। পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নিয়ে ফের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পাশাপাশি, তৃণমূলনেত্রীর উদ্দেশে বললেন, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবেন না। তৃণমূলের অন্দরে এই বিদ্রোহের সুর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অবাঞ্চিত মন্তব্য়, পাল্টা সাফাই তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের আগে, ভাঙড়ে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আনা হয়েছে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে! তৃণমূল নেতার দাবি, ভাঙড়ে সন্ত্রাসের নেপথ্যে অতিসক্রিয় বামেরা। অন্য়দিকে, ভাঙড়ের অবজার্ভার, তৃণমূল বিধায়ক সওকত মোল্লার নিরাপত্তা ওয়াই ক্য়াটিগরি থেকে বাড়িয়ে জেড ক্যাটিগরির করা হয়েছে। আর এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
মনোনয়ন শেষ হতেই উত্তর ২৪ পরগনায় একের পর এক বিরোধী প্রার্থীকে 'হুমকি'। হাবড়া ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীকে বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ। অশোকনগর থানায় অভিযোগ দায়ের বিজেপি প্রার্থী অর্চনা সিংহ মুন্ডার। বারাসাতেও আইএসএফ প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকির অভিযোগ। বদনাম করতেই মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের।
'তৃণমূল সবসময় পাশে থাকে, তাই মানুষ আমাদেরই চায়। ২১-এ বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের যে ব্যবধান ছিল, তা আরও বাড়বে। বিজেপির সঙ্গে ইডি-সিবিআই-টাকা সব আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছে।' ফলতার সভা থেকে হুঙ্কার অভিষেকের
পঞ্চায়েতে মনোনয়ন নিয়ে বিরোধীদের কটাক্ষ অভিষেকের। '১০০ শতাংশ আসনে মনোনয়ন দিতে পেরেছে বিরোধীরা, দু-চারজন অভিযোগ করছে, বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি, কোনও দিন পঞ্চায়েতে এত মনোনয়ন জমা পড়েনি, সিপিএম গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তৃণমূল পুনরুদ্ধার করেছে,' ফলতার সভা থেকে বিরোধীদের কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
'নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতেই জিতবে', বাকি ৬টিতেও যাতে তৃণমূল জিততে না পারে, সেই ব্যবস্থা করা হবে, হুঙ্কার শুভেন্দুর
কেন্দ্রীয় বাহিনী নিয়ে কটাক্ষ অভিষেকের। 'অনেকে বাজার গরম করতে বলছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, তৃণমূল মজা বুঝবে। আদালতকে ধন্যবাদ, কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়ে উপকার করেছে। একুশের ভোটেও বাহিনী ছিল, কিন্তু ভোটের ফল কী হয়েছিল? পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী থাকলে সর্বত্র তৃণমূল জিতবে', ফলতার সভা থেকে দাবি অভিষেকের।
জলপাইগুড়ির ধূপগুড়িতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। পঞ্চায়েত ভোটের পোস্টার লাগানো নিয়ে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত দু'দলের ৭ জন। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের।
বিজেপি থেকে তৃণমূলে ফিরতে দণ্ডি, নির্যাতিতাকে প্রার্থী করল রাজ্যের শাসক দল। দণ্ডিকাণ্ডে নির্যাতিতা ৩ মহিলার মধ্যে একজনকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরের তপনে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। লোকদেখানো কাজ, এভাবে পাপের প্রায়শ্চিত্ত হয় না, আক্রমণে বিজেপি। বিজেপি ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল, ফিরে আসায় প্রার্থী করেছে দল, পাল্টা তৃণমূল।
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোটের কাজ করা সম্ভব নয়। বাহিনীর দাবিতে বহরমপুরে ভোটের প্রশিক্ষণ শিবিরে সরব সরকারি কর্মীদের একাংশ।
মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা অভিযুক্তরা। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। পুলিশকে ডেডলাইন বেঁধে দিলেন জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সী। বিরোধীদেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করানোর চেষ্টা করছে তৃণমূল। বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটালে, আমরা চুড়ি পরে বসে নেই। তৃণমূল রুখে দাঁড়ালে পালানোর কূল-কিনারা পাবে না, বিরোধীদের নিশানা তৃণমূল জেলা সভাপতির।
পঞ্চায়েত ভোটে প্রার্থীতালিকায় ঠাঁই হয়নি তৃণমূল বিধায়কের মনোনীতদের! দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর বাদুড়িয়ার তৃণমূল বিধায়কের। তিনি বলেন, 'দল যাঁদের প্রার্থী করেছেন, সেই সম্পর্কে কিছু জানায়নি। ২০২১-এর সঙ্কটের সময় যাঁরা পাশে ছিল তাঁদের প্রার্থী করলে ভাল হত। তাঁদের প্রার্থী না করলে মানুষ বিচার করবে', দলের পাশে আছি বলেও বার্তা বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম কাজির।
মালদার সুজাপুরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা অভিযুক্তরা। পুলিশকে হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি
'দিনহাটায় নিহত শম্ভু দাস বিজেপি প্রার্থী বিশাখা দাসের প্রস্তাবক ছিলেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক খুন', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওর খুন, নিহতের বাড়িতে নিশীথ প্রামাণিক। 'দলদাসে পরিণত হয়েছে পুলিশ', অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।
কলকাতায় মাদক কারবারের পর্দাফাঁস। এমজি রোডে গ্রেফতার অসমের ২ মাদক কারবারি। কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে উদ্ধার ১ কেজির বেশি মাদক।
নদিয়ার গাংনাপুরে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
এবার আরামবাগে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা। সিপিএমের মহিলা প্রার্থীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ। ভাঙচুর করা হয় সিপিএম প্রার্থীর বাড়ি, লাঠি-বাঁশ নিয়ে হামলার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের দেওয়া ৪৮ ঘণ্টার ডেডলাইন শেষ। পঞ্চায়েত ভোটের আগে লাগামছাড়া সন্ত্রাস সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী রুখতে তৎপর রাজ্য ও কমিশন। হাইকোর্টের বাহিনী-নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য ও কমিশন
২৫ বছর ধরে তৃণমূলের বিশ্বস্ত সৈনিক। দিদির দূত কর্মসূচিতে গিয়ে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছিলেন বিধায়ক জুন মালিয়া।তৃণমূলের সেই দাপুটে নেতাই এবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিপিএমের প্রার্থী হয়েছেন। মেদিনীপুর সদরের কর্ণগড় ১০ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য ছিলেন সুকুমার ওরফে চণ্ডী ঘোষ
ভাঙড়ে মনোনয়ন-সন্ত্রাসে নিহত তৃণমূল কর্মী রাজু নস্করের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল। ভাঙড়ের হাটগাছিতে নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা।
'যাঁরা মনোনয়ন দিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। মানুষ যাতে ভোট দিতে না পারে সেই জন্য ভয় দেখানো শুরু হয়েছে', তৃণমূলকে নিশানা করে অভিযোগ দিলীপ ঘোষের
গ্রাম বাংলার ভোটযুদ্ধের আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমাবাজি। উদ্ধার হল এক ব্যাগ ভর্তি বোমা।
মনোনয়ন শেষ হতেই উত্তর ২৪ পরগনায় একের পর এক বিরোধী প্রার্থীকে 'হুমকি'। হাবড়া ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীকে বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ। অশোকনগর থানায় অভিযোগ দায়ের বিজেপি প্রার্থী অর্চনা সিংহ মুন্ডার
খড়গ্রাম, ভাঙড়, নবগ্রামের পর এবার সুজাপুর। মালদায় পিটিয়ে খুন করা হল তৃণমূল নেতাকে। ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসা ঠেকাতে যেদিন সর্বোচ্চ আদালতে গেল কমিশন, সেই দিনই রাজ্যে আরও একটি রাজনৈতিক খুনের ঘটনা। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল।
মনোনয়ন শেষ হতেই উত্তর ২৪ পরগনায় একের পর এক বিরোধী প্রার্থীকে 'হুমকি'। হাবড়া ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থীকে বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ
ভাঙড়ের পর আজ সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যপালকে ফের কুৎসিত আক্রমণ মদন মিত্রর।
বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কোচবিহারের দিনহাটায়
মহাকবি কালীদাসের জন্মদিনে হাওড়ায় উন্মোচন করা হল তাঁর মূর্তির। প্রতি বছরের মতো এবছরও কালীদাসের জন্মদিবস পালন করল হাওড়া পণ্ডিত সমাজ। মূর্তি উন্মোচন করেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন।
ফের রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্যপাল এবং বিজেপিকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিমও। এনিয়ে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। রাজ্যপালকে আক্রমণের সমলোচনায় সরব হয়েছে সিপিএম।
সন্ত্রাসের অভিযোগ নিতে রাজভবনে কন্ট্রোল রুম, পাল্টা আক্রমণে তৃণমূল। 'এক্তিয়ার পেরিয়ে বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দেওয়ার চেষ্টা', '৩-৪টি বুথে পরিকল্পিত অশান্তি বাদে গোটা রাজ্য স্বাভাবিক'
নৌশাদ সিদ্দিকি, আব্বাস সিদ্দিকিদের বিজেপি-যোগ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। সামনে আনা হল, হোয়াটস অ্যাপের স্ক্রিনশট থেকে ভিডিও। এই ইস্যুতেই বাম-কংগ্রেস-বিজেপি ও আইএসএফের মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছে তৃণমূল। এঁটে উঠতে না পেরে, নতুন গুজব রটাচ্ছে শাসকশিবির। পাল্টা সুর চড়িয়েছেন নৌশাদও।
এলাকা কার দখলে থাকবে? তাই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আবহে দফায় দফায় সংঘর্ষ হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল বোমাবাজি, দোকান ভাঙচুর। দুপক্ষেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলার চেষ্টা এবং তাঁর গাড়ি লক্ষ্য করে তির মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল।
প্রেক্ষাপট
মনোনয়ন পর্বেই (Nomination Chaos) অবাধে সন্ত্রাস, ভাঙড়-ক্যানিং (Canning) থেকেই ফিরেই গ্রিভান্স সেল খুললেন রাজ্যপাল (Governor C V Ananda Bose)। অভিযোগ পাঠানো হবে কমিশন-রাজ্য সরকারের (West Bengal Government) কাছে।
গ্রিভান্স সেল খুলে বেনজির পদক্ষেপ রাজভবনের। এক্তিয়ার বহির্ভূত হস্তক্ষেপ, আক্রমণে তৃণমূল। নিষ্ক্রিয় কেন কমিশন-প্রশাসন (West Bengal State Election Commission)? পাল্টা বিরোধীরা।
ভাঙড়ের পর সন্ত্রাস বিধ্বস্ত ক্যানিংয়ে রাজ্যপাল। কথা বললেন মনোনয়ন না দিতে পারা বাম-বিজেপি-আইএসএফ প্রার্থীদের (ISF Candidate) সঙ্গে।
ভাঙড়, ক্যানিং ঘুরে দেখার পরে আজ মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল।ফোনে কথা বললেন খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবারের সঙ্গে।
মনোনয়নের পর সক্রুটিনি পর্বেও ঝরল প্রাণ। মালদার সুজাপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। প্রতিবাদে অবরোধ।
ভোটের আগেই ৯ দিনে সন্ত্রাসের বলি ৬। সুজাপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ মন্ত্রী। শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অধীর।
মনোনয়নপর্ব থেকেই বেলাগাম সন্ত্রাস, পরপর খুন। তাও কিছুই জানে না রাজ্য নির্বাচন কমিশন! অভিযোগ না পাওয়ার দাবি করে এখনও রিপোর্টের অপেক্ষা!
ফের অশান্ত দিনহাটা। পুলিশের সামনেই বোমা! নিশীথের গাড়িতেও হামলার অভিযোগ। সুরক্ষিত নন মন্ত্রীও, আক্রমণে শুভেনদু। সব নাটক, পাল্টা তৃণমূল।
কোর্টের নির্দেশে মনোনয়ন দিয়েও নেই রেহাই। হুমকির মুখে ঘর ছেড়ে পার্টি অফিসে সন্দেশখালির বিজেপি প্রার্থীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা তৃণমূল।
রাজ্যপালকে ফের কুরুচিকর আক্রমণে মদন।
উত্তর থেকে দক্ষিণ। দিকে দিকে সন্ত্রাস। তাও সর্বত্র কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি রাজ্যের। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে রাজ্য ও কমিশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -