West Bengal News Live Updates: খড়দায় একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 19 Nov 2023 03:03 PM
West Bengal News LIVE Updates: খড়দায় একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার

খড়দায় একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার। বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতি ও ২ সন্তানের পচাগলা মৃতদেহ। স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী, অনুমান পুলিশের

WB News LIVE Updates: ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৯জন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৯জন ডাকাতকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত দের রবিবার দুপুর ১২টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে
শনিবার মধ্য রাতে কাঁকসার মিনি বাজারের কাছে একটি মারুতি ওমনি ভ্যান ও একটি লরি নিয়ে এক দল ডাকাত ডাকাতির উদ্দেশে জড়ো হয়। কাঁকসা থানার পুলিশের টহলরত পুলিশ ভ্যান টহল দেওয়ার সময়। পুলিশ কর্মীদের সন্দেহ হলে কাঁকসা থানার পুলিশ কর্মীরা তাদের আটকাতে গেলে সকলেই পালানোর চেষ্টা করলে কাঁকসা থানার পুলিশ ৯ জনকে ধরে ফেলে। তাদের তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র ও   দুটি গ্যাসের সিলিন্ডার ও গ্যাস কাটার উদ্ধার করে পুলিশ।

West Bengal News LIVE Updates: বিশ্ব ক্রিকেটে ভারতের জয়ের জন্য করে দণ্ডি কেটে মানত করছেন এক ক্রিকেট পাগল ফ্যান

বিশ্ব ক্রিকেটে ভারতের জয়ের জন্য করে দণ্ডি কেটে মানত করছেন এক ক্রিকেট পাগল ফ্যান। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ থেকে প্রায় দুই কিমি দূরে শহরের রাস্তা দিয়ে দণ্ডি কেটে চক বাজার কালী মন্দির পর্যন্ত এই যাত্রা করেন ওই যুবক। সেখানে ভারতের জয়ের কামনায় কালী মায়ের পুজো দিলেন ওই যুবক ।

WB News LIVE Updates: ফের প্রকাশ্যে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্ব, এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে

ফের প্রকাশ্যে তৃণমূলের আদি-নব্য দ্বন্দ্ব, এবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। বিজেপি থেকে তৃণমূলে যোগদান নিয়ে শাসকের অন্দরেই ভিন্ন সুর। বিজেপি থেকে আসা কর্মীদের অশুভ শক্তি বলে আক্রমণ দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের। সম্প্রতি দাঁতনে তৃণমূলের ব্লক সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কয়েকজন কর্মী। বিজেপি থেকে আসা কর্মীদের নিয়ে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ দাঁতনের তৃণমূল বিধায়কের । '২০২১-এ যারা বিজেপি করছিলেন, তাঁদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে', অশুভ শক্তির হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হচ্ছে, দাবি দাঁতনের তৃণমূল বিধায়কের। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনে কাজ করছি', এখানে অশুভ শক্তি বলে কিছু নেই, পাল্টা জবাব তৃণমূল ব্লক সভাপতির 

West Bengal News LIVE Updates: ভারতের জয় হোক এই মঙ্গল কামনায় তারাপীঠে তারা মায়ের কাছে পুজো

ভারতের জয় হোক, এই কামনা নিয়ে জাতীয় পতাকা নিয়ে তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দেন মন্দিরের সেবায়েতরা।  ভারতীয় ক্রিকেটারদের ছবি নিয়ে কীর্ণাহারে পদযাত্রায় সামিল হন স্থানীয় বাসিন্দারা।

WB News LIVE Updates: জয়নগরে সিপিএমের প্রতিনিধিদলকে ফের বাধা দিল পুলিশ

জয়নগরে সিপিএমের প্রতিনিধিদলকে ফের বাধা দিল পুলিশ। এদিন দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে যাচ্ছিলেন সিপিএম কর্মী, সমর্থকরা। দলুয়াখাকি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে গুদামের হাট এলাকায় তাঁদের আটকে দেয় পুলিশ। বাধা দেওয়ায় সিপিএম কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। জয়নগরের বামনগাছিতে তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর খুনের পর ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে বেছে বেছে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশি নিরাপত্তায় সিপিএম কর্মী, সমর্থকদের পরিবারগুলি গ্রামে ফিরলেও, সর্বস্ব হারিয়েছেন তাঁরা। এর আগেও দলুয়াখাকি গ্রামে যেতে বাধা দেওয়া হয় সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়-সহ সিপিএম নেতাদের। 

West Bengal News LIVE Updates: DYFI-এর ইনসাফ যাত্রায় বিশ্বকাপের আঁচ

DYFI-এর ইনসাফ যাত্রায় বিশ্বকাপের আঁচ। ১৭ তম দিনে আজ মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে মীনাক্ষী মুুখোপাধ্যায়ের নেতৃত্বে পদযাত্রায় সামিল হয়েছেন সিপিএমের যুব সংগঠনের নেতা, কর্মীরা। নবগ্রাম ছুঁয়ে ৯ কিলোমিটার হেঁটে আজ খড়গ্রামে শেষ হবে DYFI-এর ইনসাফ যাত্রা। বিশ্বকাপ ফাইনালের জন্য দুপুরের পর ইনসাফ যাত্রায় সাময়িক বিরতি। রসুলপুরে সবাই মিলে খেলা দেখার পর, কাল খড়গ্রাম থেকে বীরভূমের পথে রওনা দেবেন DYFI-এর নেতা, কর্মীরা।

WB News LIVE Updates: বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের আশায় জেলায় জেলায় চলছে পুজো, যজ্ঞ

বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের আশায় জেলায় জেলায় চলছে পুজো, যজ্ঞ। ভারতের জয় হোক, এই কামনা নিয়ে জাতীয় পতাকা নিয়ে তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দেন মন্দিরের সেবায়েতরা। ভারতীয় ক্রিকেটারদের ছবি নিয়ে কীর্ণাহারে পদযাত্রায় সামিল হন স্থানীয় বাসিন্দারা।

West Bengal News LIVE Updates: আমদাবাদে ফাইনাল হলেও গোটা দেশের মতো কলকাতাও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে

আমদাবাদে ফাইনাল হলেও গোটা দেশের মতো কলকাতাও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে। উল্টোডাঙা যুববৃন্দ পাড়া সাজানোর কাজ চলছে। জাতীয় পতাকা নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান দিচ্ছে কচিকাঁচারাও। খেলা দেখার জন্য পাড়ায় বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। 

WB News LIVE Updates: অ্যন্টিবায়োটিক খাচ্ছেন, অথচ কোনও লাভ হচ্ছে না?

অ্যন্টিবায়োটিক খাচ্ছেন, অথচ কোনও লাভ হচ্ছে না? চিকিৎসক কি বলেছেন, আপনার শরীরেও বাসা বেঁধেছে অ্যন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া!! তাহলে কোথা থেকে মানব শরীরে আসছে সেই সব জীবাণু? রাজ্য পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

West Bengal News LIVE Updates: ফের নিজের জেলায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

ফের নিজের জেলায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। গতকাল বাঁকুড়ার ছাতনার বাঁদরডিহা গ্রামে উজালা গ্যাসের বিতরণ শিবিরে যান বিজেপি সাংসদ। গ্রামবাসীরা কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে ধরে ১০০ দিনের কাজের টাকা দাবি করেন। একই সঙ্গে সাংসদ তাঁর লোকসভা ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রাখেননি বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এটা সাধারণ মানুষের বিক্ষোভ নয়, নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। গ্রামের মহিলারাই বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভে দলীয় যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এটা জনরোষ। 

WB News LIVE Updates: আজ ও কাল ছটপুজো

আজ ও কাল ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। প্রবেশ নিষিদ্ধ বলে দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে নোটিস। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

West Bengal News LIVE Updates: দলবদল নিয়ে বিস্ফোরক দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান

বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে দলবদল নিয়ে বিস্ফোরক দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। দলের বিরুদ্ধেই উগরে দিলেন ক্ষোভ। দলবদল নিয়ে বিধায়কের গলায় তৃণমূলে আদি-নব্যের লড়াই স্পষ্ট। সম্প্রতি দাঁতনের চকইসমাইলপুর এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি প্রতুল দাসের হাত ধরে বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। গতকাল সেই চকইসমাইলপুর এলাকা থেকেই নাম না করে দলের ব্লক সভাপতিকে কটাক্ষ করেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। ব্লক সভাপতির প্রতিক্রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মেনে কাজ করছি। এখানে অশুভ শক্তি বলে কিছু নেই। শাসকদলের মালিকানা নিয়ে গন্ডগোল, কটাক্ষ বিজেপির। 

WB News LIVE Updates: পৃথক রাজ্যের দাবিতে এবার বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দিল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি

পৃথক রাজ্যের দাবিতে এবার বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি  দিল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। রবিবার জল্পেশ ময়দানে সভার অনুমতি না মেলায় প্রশাসনকে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন KLO নেত্রী জ্যোৎস্না রায়। সভা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত না জানানোয় অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। ভোটের আগে বিজেপির উস্কানিতে হাওয়া গরমের চেষ্টা বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত বলেই পৃথক রাজ্যের দাবি উঠছে, বলে মন্তব্য গেরুয়া শিবিরের একাংশের। তবে কামতাপুরি আন্দোলন সমর্থন করেন না তাঁরা বলেও সাফাই দিয়েছে জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব। 

West Bengal News LIVE Updates: ৮ হাজার কোটি টাকার আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দাফাঁস

৮ হাজার কোটি টাকার আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দাফাঁস। উত্তরাখণ্ডের দেরাদুনের হোটেল থেকে চক্রের কিংপিন সহ ৬ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

WB News LIVE Updates: 'INDIA' ভাঙার চক্রান্তে জড়িয়ে পড়ছেন মহম্মদ সেলিম?

'INDIA' ভাঙার চক্রান্তে জড়িয়ে পড়ছেন মহম্মদ সেলিম? কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমঝোতা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের আক্রমণের পাল্টা আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কোন হাকিম ডাক্তার কী বলছে না বলছে দেখে লাভ নেই, জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ফের ফিশফ্রাই জোট কটাক্ষ করল বিজেপি। 

West Bengal News LIVE Updates: প্রধানমন্ত্রীর আগেই অমিত শা-কে কলকাতায় আনতে তৎপর রাজ্য বিজেপি

প্রধানমন্ত্রীর আগেই অমিত শা-কে কলকাতায় আনতে তৎপর রাজ্য বিজেপি। আগামী ২৯ নভেম্বর, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে তারা। এই সমাবেশেই অমিত শা-কে আনতে চাইছে বঙ্গ বিজেপি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে কলকাতায় আসার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত মেলেনি বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে। 

প্রেক্ষাপট

 


কলকাতা: চব্বিশে ডিসেম্বর 'ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' অনুষ্ঠান ঘিরে রাজনীতির (Politics) পারদ চড়ছে। নেতাদের বাক্যবাণে কৌরব-পাণ্ডব শিবিরও ভাগ হয়ে যাচ্ছে! ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বঙ্গ বিজেপি (BJP) সূত্রে আগেই এই দাবি করা হয়েছে। আয়োজক সংগঠন জানিয়েছে, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সহ রাজ্যের সব বিধায়ককেও আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে।


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন এক নজরে- 


জিনের নাম করে গভীর রাতে ফোন। প্রথমে সাত ঘড়া মোহরের প্রলোভন ও পরে ভয় দেখিয়ে প্রতারণা। লোভের বশে প্রতারণার নতুন ফাঁদে পড়ে প্রায় তিন লক্ষ টাকা খুইয়েছেন বলে দাবি, ওন্দার এক ব্যক্তির। দ্বারস্থ হয়েছেন বাঁকুড়া সাইবার ক্রাইম থানার।


আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আঁচ কলকাতাতেও। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল উপলক্ষে তৈরি অভিনব মিষ্টিও। সেই মিষ্টি পাঠানো হচ্ছে রোহিত-বিরাটদের।


৮ হাজার কোটি টাকার আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের পর্দাফাঁস। উত্তরাখণ্ডের দেরাদুনের হোটেল থেকে চক্রের কিংপিন সহ ৬ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 


'INDIA' ভাঙার চক্রান্তে জড়িয়ে পড়ছেন মহম্মদ সেলিম? কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমঝোতা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদকের আক্রমণের পাল্টা আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কোন হাকিম ডাক্তার কী বলছে না বলছে দেখে লাভ নেই, জবাব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। ফের ফিশফ্রাই জোট কটাক্ষ করল বিজেপি।                                                              


প্রধানমন্ত্রীর আগেই অমিত শা-কে কলকাতায় আনতে তৎপর রাজ্য বিজেপি। আগামী ২৯ নভেম্বর, আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে তারা। এই সমাবেশেই অমিত শা-কে আনতে চাইছে বঙ্গ বিজেপি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে কলকাতায় আসার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত মেলেনি বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে।                                              

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.