West Bengal News Live : আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক: অধীর

West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।

ABP Ananda Last Updated: 02 Dec 2023 02:58 PM
Adhir Chowdhury News : আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক: অধীর

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান অধীর চৌধুরী। 'বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে বিশ্বাস-ভরসা অর্জন করেছে, আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক। আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াব'

WB News Live : বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনা

ফের ভোর রাতে শহরে বেপরোয়া গতির বলি? বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ভোর ৩টে ১৫মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ।গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

WB News Live : কল্যাণীতে বিজেপি কর্মীর উপর হামলা, প্রতিবাদ চুঁচুড়ায়

কল্যাণীতে বিজেপি কর্মীর উপর হামলা। প্রতিবাদে চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ। অবস্থান তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 

West Bengal News LIVE Updates: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর হয়ে 'ব্যাট ধরলেন' কংগ্রেসের অধীর চৌধুরী

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর হয়ে 'ব্যাট ধরলেন' কংগ্রেসের অধীর চৌধুরী। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি লোকসভার বিরোধী দলনেতার

WB News Live : মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন অধীর

মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন অধীর। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে লোকসভার স্পিকারকে চিঠি। বাংলায় তৃণমূল বিরোধিতায় বিশ্বাসযোগ্য হারাচ্ছেন, পাল্টা বিজেপি।

WB News Live : সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাকদ্বীপ মহকুমায় সাদা বালির ব্যবসা

দিনের পর দিন সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কাকদ্বীপ মহকুমায় বেআইনিভাবে চলছে সাদা বালির রমরমিয়ে ব্যবসা। বিভিন্ন নদীচর ও সমুদ্র সৈকত থেকে বেআইনিভাবে সাদা বালি তুলে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। নামখানা ব্লকে মুড়িগঙ্গা নদীর চরে ভুটিভুটিতে করে বালি কাটার সময় হাতে নাতে পাকড়াও। 

WB News Live : খাদি মেলায় আমন্ত্রণ পেলেন না কাকলি ঘোষ দস্তিদার

রাজ্য সরকার আয়োজিত উত্তর ২৪ পরগনার খাদি মেলায় আমন্ত্রণ পেলেন না খোদ তৃণমূল সাংসদ। সুভাষ ময়দানে অনুষ্ঠিত খাদিমেলার প্রতিবছরই প্রধান অতিথি হিসেবে দেখা যায় কাকলি ঘোষ দস্তিদারকে। কিন্তু এবার তাঁকে ডাকাই হয়নি। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মঞ্চে বক্তব্য রাখতে উঠে এনিয়ে সমালোচনায় সরব হন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বিষয়টি খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁকে জানিয়েছেন তিনি।

WB News Live : মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধেই!

মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধেই! দেগঙ্গার রাজুুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে মিলল ড্রামভর্তি চাল! চাল চুরি করে লুকিয়ে রাখার অভিযোগে শিক্ষকদের তালা মেরে আটকে রাখলেন গ্রামবাসী। এমনকী, শিক্ষকদের মারধর করারও অভিযোগ উঠেছে। 

WB News Live : কয়লা পাচার মামলায় সিবিআইয়ের নজরে আইনমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ইডি বারোটি নোটিস পাঠালেও মাত্র একবার হাজিরা দিয়েছিলেন মলয় ঘটক। এবার কয়লা পাচার মামলায় সিবিআইয়ের নজরে আইনমন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের দাবি, অ্যাকাউন্ট খোলার দিন থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত লেনদেন সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও এ নিয়ে যোগাযোগ করা হলেও, প্রতিক্রিয়া মেলেনি মলয় ঘটকের। 

WB News Live : রাত পোহালেই লোকসভা ভোটের সেমিফাইনালের ফল

রাত পোহালেই লোকসভা ভোটের সেমিফাইনালের ফল। রায় দেবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা। মিজোরামের ফলপ্রকাশ সোমবার।

WB News Live : তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার ১০০ ভরি সোনা

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার ১০০ ভরি সোনা, মিলল নিয়োগ সংক্রান্ত নথি। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি থেকেও নথি উদ্ধার, সিবিআই সূত্রে খবর।

WB News Live : FIR এ নাম বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়কের।

এফআইআরে নাম বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়কের। ক্লারিক্যাল মিস্টেক, প্রতিক্রিয়া সুমন কাঞ্জিলালের। পরিণতি বুঝতে পারছেন, কটাক্ষ শঙ্কর ঘোষের।

WB News Update : অজয় নদ থেকে চলছে অবাধে বালি চুরি

কাটোয়া শহরে অজয় নদ থেকে চলছে অবাধে বালি চুরি। পাইপ লাইনের মাধ্যমে মাঝ নদী থেকে বালি তুলে পাচার করা হচ্ছে। 
 মহকুমা শাসকের বাংলোর পিছনের ঘাট থেকেই বালি তুলে পাচার করা হচ্ছে। 

Mahua Moitra Update : ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে সোমবার রিপোর্ট জমা দেবে এথিক্স কমিটি

ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে লোকসভায় সোমবার রিপোর্ট জমা দেবে এথিক্স কমিটি। মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভায় রিপোর্ট জমা দেবে লোকসভার এথিক্স কমিটি। ৯ নভেম্বর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলে সিলমোহর দেয় লোকসভার এথিক্স কমিটি। 

West Bengal Earthquake : ফের ভোর রাতে শহরে বেপরোয়া গতির বলি

ফের ভোর রাতে শহরে বেপরোয়া গতির বলি? বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ভোর ৩টে ১৫মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: ঘূর্ণিঝড় মিগজাউম-এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে বাংলায়?

ঘূর্ণিঝড় মিগজাউম-এর পরোক্ষ প্রভাবে বৃষ্টি হবে বাংলায়? আবহাওয়ার পরিবর্তন আগামী সপ্তাহে। কার্যত শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি উপরে। 

WB News Live : বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, দায়ের হল দ্বিতীয় FIR

বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, দায়ের হল দ্বিতীয় FIR. নাম রয়েছে সাতজন বিজেপি বিধায়কের। অন্যদিকে প্রথম FIR-এ নাম থাকা পাঁচ বিজেপি বিধায়ককে সোমবার লালবাজারে তলব করা হয়েছে। পুলিশকে এর ফল ভুগতে হবে। হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

Bengal BJP News : ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সভার অনুমতি পেল বিজেপি

ধর্মতলার পর এবার পূর্ব মেদিনীপুরের খেজুরি! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সভার অনুমতি পেল বিজেপি। রাজ্য সরকারের উদ্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুললেন, সবসময় কেন বিরোধী দলকেই অনুমতির জন্য আদালতে আসতে হবে? শুক্রবার বিজেপির আরও একটা সভা নিয়ে রাজ্য় সরকার আদালতে ধাক্কা খাওয়ার পর, দলের একাংশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। 

West Bengal News : মমতা ব্য়ানার্জি প্রথম এবং শেষ কথা, তাঁর ছবিই যথেষ্ট, তাৎপর্যপূর্ণ মন্তব্য সৌগতর

নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি থাকা নিয়ে কার্যত বিদ্রোহের সুর ধরা পড়েছিল কুণাল ঘোষের গলায়। এবার তা নিয়ে কার্যত ব্য়াখ্য়া দিলেন সৌগত রায়। বললেন, মমতা ব্য়ানার্জি প্রথম এবং শেষ কথা। তাঁর ছবি আছে, এটাই যথেষ্ট। সৌগত রায়কে কি বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে? পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। 

প্রেক্ষাপট


  • নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচিতে অভিষেকের ছবি না থাকা নিয়ে কুণালের পাল্টা সৌগত ( Saugata Roy )। ' মমতাই প্রথম ও শেষ কথা, তাঁর ছবি আছে, এটাই যথেষ্ট'

  • 'মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) শেষ কথা, এটা কি সৌগত রায়কে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে নাকি ?' , বললেন কুণাল

  •  ধর্মতলার পর খেজুরি। হাইকোর্টের দ্বারস্থ হয়ে শনিবার সভার অনুমতি পেল বিজেপি। সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য কোর্টে আসতে হবে? প্রশ্ন বিচারপতির।

  • 'চার আনার নকলদানা আট আনার প্রচার পাচ্ছে। সরকারের যে যে বিভাগ অনুমতি দেওয়ার বিষয় গুলো দেখেন তারা  একটু দেখুক।'
    আদালতে ধাক্কা, সরব কুণাল

  • জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দ্বিতীয় এফআইআরে আরও ৭ বিজেপি বিধায়কের নাম। প্রথম এফআইআরে থাকা ৫ বিজেপি বিধায়ককে তলব লালবাজারের।

  • এফআইআরে নাম বিজেপি ( BJP ) থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়কের। ক্লারিক্যাল মিস্টেক, প্রতিক্রিয়া সুমন কাঞ্জিলালের। পরিণতি বুঝতে পারছেন, কটাক্ষ শঙ্কর ঘোষের।

  • বিধানসভা চত্বরে নাটকীয় দৃশ্য। অম্বেডকর মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্নাস্থল শুদ্ধকরণ বিজেপির। চোরেরা অপবিত্র করে গেছে, আক্রমণ শুভেনদুর। নিজেদের পাপস্খালন, পাল্টা তাপস রায়।

  • অম্বেডকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুয়ে আদিবাসী সমাজকে অপমান বিজেপির। আজ রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আমার বিরুদ্ধে কেন এফআইআর ? প্রশ্ন মনোজ টিগ্গার।

  • ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার ১০০ ভরি সোনা, মিলল নিয়োগ সংক্রান্ত নথি। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি থেকেও নথি উদ্ধার, সিবিআই সূত্রে খবর।

  • চাই না, এটা সারদা মামলা হোক। নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য হাইকোর্টের। এই কেসের আদি আছে, অন্ত নেই। বললেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। 

  • কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী, আহতকে দেখতে হাসপাতালে শুভেনদু। হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। দাবি বিরোধী দলনেতার। মঙ্গলবার কল্যাণীতে ধিক্কার মিছিলের ডাক।

  • ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে সোমবার লোকসভায় রিপোর্ট জমা দেবে এথিক্স কমিটি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের দাবি নিয়ে রিপোর্ট পেশ।

  • রাজস্থান, ছত্তীসগঢ়, তেলেঙ্গনা বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে রবিবার। একদিন পিছিয়ে মিজোরামের ফল ৪ ডিসেম্বর। বিশেষ প্রার্থনার জন্য আবেদনে দিন বদল, জানাল কমিশন। 

  • আজ সকালের পর বিঘ্নিত হবে পূর্ব ও দক্ষিণ পূর্ব কলকাতার ১৮টি ওয়ার্ডের জল সরবরাহ। জয় হিন্দ জল প্রকল্পের মেরামতিতে দুপুর ও বিকেলে বন্ধ থাকবে পরিষেবা।

  • থিম, লিডিং উইথ পারপাস। উদ্বোধন হল ইনফোকম ২০২৩-এর। চলবে রবিবার পর্যন্ত।শহরে তথ্যপ্রযুক্তি সম্মেলনে হাজির একঝাঁক শিল্পপতি, বিশিষ্টজন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.