West Bengal News Live: আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের
West Bengal News: এক নজরে আজকের শিরোনাম ।
রাতের কলকাতায় ফের বেপরোয়া গতি। মেট্রোপলিটনের কাছে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকল গাড়ি। ধাক্কা মারল উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সোয়া দশটা নাগাদ বেপরোয়াভাবে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটামুখী একটি গাড়িতে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূ্ত্রে দাবি, গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুলই। মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে। পুলিশ বেপরোয়া গাড়িটিকে আটক করেছে। আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রগতি ময়দান থানায় পৌঁছোলেন আরাবুল ইসলাম।
সাগরদিঘিতে বাম-কংগ্রেসের অনৈতিক জোট হয়েছে, তীব্র নিন্দা করছি, প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর।
লাল-সবুজ আবির মিলে মিশে গেল সাগরদিঘির উপনির্বাচনের ফলে। পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। বামের সমর্থনে বিধানসভায় খাতা খুলল কংগ্রেস, হাতে এল সাগরদিঘি।
জামিনের আবেদন খারিজ, ফের জেল হেফাজতে পার্থ, শান্তিপ্রসাদরা। পার্থ, শান্তিপ্রসাদ, কল্যাণময়, সুবীরেশ, চন্দন-সহ ১৩জনেরই জেল হেফাজত। নিয়োগ দুর্নীতে ১৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের।
'বোমা বাঁধতে পারলে কি বাড়তি নম্বর পাওয়া যায়?' 'বীরভূমে পেটো বাঁধলে কত নম্বর পাওয়া যায়?' প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলার শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বিরোধী জোটের ভোট কাটলেই বিজেপির লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করেন। আক্রমণে অধীররঞ্জন চৌধুরী।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেও অনেকের সঙ্গে লড়েছেন, কিন্তু ভোট তো বাড়েইনি, বরং কমেছে, তাই হয়তো একলা চলোর সিদ্ধান্ত, কটাক্ষের সুরে মন্তব্য দিলীপ ঘোষের।
এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার বিভ্রাট! কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার! দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে, লেখা ছিল প্রশ্নপত্রে। তাও কোনও পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার!
বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 'শীতকালে সন্ধে ৬টায় গঙ্গা আরতি হবে, গরমকালে হবে সন্ধে ৭টায়, বিসর্জনের সময় কয়েকটা দিন গঙ্গা আরতি বন্ধ থাকবে,' বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৪-এর ভোটে একা লড়ার বার্তা মমতার। 'আমরা একা লড়ব মানুষের সমর্থন নিয়ে, তৃণমূল কংগ্রেস আর মানুষের জোট হবে', মন্তব্য মমতার।
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রায় মানুষের। জয়ের পর প্রতিক্রিয়া সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের।
'১২টি কেসের মধ্যে মাত্র ২টি ক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসের হদিশ। ভয় পাওয়ার কারণ নেই, ৫ হাজার বেড তৈরি আছে। চিকিৎসার জন্য ৬০০ চিকিৎসক রেডি। এটা ঋতুভিত্তিক সংক্রমণ, আক্রান্তর সংখ্যা ক্রমে কমছে', বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
অ্যাডেনোভাইরাস নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
দিদির দূত কর্মসূচিতে গিয়ে দলের কর্মী ও গ্রামবাসীরদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক । প্রায় ৪০ মিনিট ধরে বিধায়ককে আটকে রাখে সাধারণ তৃণমূল কর্মীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মিনাখাঁ বিধানসভার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলা বাজারে। পরে মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভের মুখ থেকে ঊষা রাণী মন্ডলকে উদ্ধার করে।
কোর্টে ফের পেশ পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা।
জামিন পেলেন নৌশাদ সিদ্দিকি।
আবাস যোজনায় ঘরের জন্য কাটমানি না দেওয়ায় প্রাণনাসের হুমকি! অভিযুক্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ।
নানুর থানার রামকৃষ্ণপুর গ্রামের কাছে একটি ইঁটভাটার পাশে একটি তাল গাছের বন থেকে তিনিটি প্লাস্টিক ড্রাম উদ্ধার করে পুলিশ।
দিদির দূত কর্মসূচিতে গিয়ে দলের কর্মী ও গ্রামবাসীরদের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক । প্রায় ৪০ মিনিট ধরে বিধায়ককে আটকে রাখে সাধারণ তৃণমূল কর্মীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মিনাখাঁ বিধানসভার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের দেবিতলা বাজারে। পরে মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভের মুখ থেকে ঊষা রাণী মন্ডলকে উদ্ধার করে।
সাগরদিঘিতে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বায়রন বিশ্বাস।
নবম-দশমের অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার। অযোগ্যদের সুপারিশপত্র প্রত্যাহার করল এসএসসি।
এবার অ্যাডিনো ভাইরাস নিয়ে উত্তরবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। মমতা-শুভেন্দু, সুকান্ত-দিলীপকে ট্যাগ করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন শঙ্কর ঘোষ।
অর্পিতা মুখোপাধ্য়ায়ের পর এবার এস পি সিনহা। নিয়োগ দুর্নীতির মামলায় আরেক অভিযুক্তর ফ্ল্য়াটে মিলল ৫০ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনা! সেই সঙ্গে ফ্ল্য়াট থেকে দেড় হাজার প্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এই টাকা কি চাকরি বিক্রির? তা জানতে জেলে গিয়ে এস পি সিন্হাকে জেরা করা হতে পারে।
সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও অস্বস্তি বহাল নবম ও দশমের ৯৫২ জন শিক্ষকের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ওপর কোন স্থগিতাদেশ নয়, জানিয়ে দল ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হল সিঙ্গল বেঞ্চে। ১৩ জন শিক্ষককে মামলায় যুক্ত করার নির্দেশ।
নবম-দশমের অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার। অযোগ্যদের সুপারিশপত্র প্রত্যাহার করল এসএসসি। ৮ ফেব্রুয়ারি কমিশনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের নির্দেশে কমিশন ৬১৮ জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করে। বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় চাকরিচ্যুতদের একাংশ।
প্রেক্ষাপট
ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya), নাগাল্য়ান্ডে (Nagaland) উঠবে গেরুয়া ঝড়? ত্রিপুরা-মেঘালয়ে কেমন হবে তৃণমূলের (TMC) ফল?
বেসরকারি কেন্দ্রে খরচ সাড়ে ৪ হাজার থেকে ২২ হাজার! বেড, আইসিইউয়ের পরে এবার সরকারি কেন্দ্রে অ্যাডিনো টেস্ট (Adenovirus Test Kit) কিটেরও সঙ্কট। ১ সপ্তাহ বন্ধ পরীক্ষা।
কো মর্বিডিটিতে (Co morbidity) বাড়ছে শিশু মৃত্যু, দাবি স্বাস্থ্য সচিবের। দুর্বল পরিকাঠামো, তাই শুধুই রেফার, কটাক্ষ বিরোধীদের। করোনাকাল মনে করিয়ে জবাব তৃণমূলের।
অর্পিতার পর এবার শান্তিপ্রসাদের (S P Sinha) বাড়িতে কেজি কেজি সোনা, কাঁড়ি কাঁড়ি টাকা, দেড় হাজার প্রার্থীর তালিকা পেল সিবিআই। সন্তোষপুরের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি।
জেলবন্দি এসএসসির প্রাক্তন উপদেষ্টার ফ্ল্যাট থেকে সোনা-টাকা-প্রার্থীর তালিকা উদ্ধার। বেনামে সন্তোষপুরের ফ্ল্যাট, সম্পত্তির নথিও পাওয়ার দাবি সিবিআইয়ের।
দুর্নীতিতে উপকৃত, কাটাতেই হবে কিছু বিনিদ্র রাত, তাড়াহুড়ো নেই কোর্টের। চাকরিচ্যুতদের জানিয়ে দিলেন বিচারপতি। সহানুভূতি চাইবেন না বলেও কড়া বার্তা।
মেধার ভিত্তিতে প্রাথমিকে শূন্যপদ পূরণের নির্দেশ হাইকোর্টের। ২০০৯-এ দক্ষিণ ২৪ পরগনায় ৩২৮টি শূন্যপদ। ১৭ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -