WB News LIVE Blog: বিজেপির সাংগঠনিক সভায় গরহাজির মুর্শিদাবাদের ২ বিজেপি বিধায়ক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের কোথায় কী ঘটছে, জেন নিন

ABP Ananda Last Updated: 02 Nov 2022 11:41 PM
West Bengal News Live: বিজেপির সাংগঠনিক সভায় গরহাজির মুর্শিদাবাদের ২ বিজেপি বিধায়ক

পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে বিজেপিতে ‘অন্তর্দ্বন্দ্ব’। বিজেপির সাংগঠনিক সভায় গরহাজির মুর্শিদাবাদের ২ বিজেপি বিধায়ক। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে নেই বহরমপুর, মুর্শিদাবাদের বিধায়ক। সভার বিষয় ঠিকমতো জানানো হয়নি, অভিযোগ বহরমপুরের বিজেপি বিধায়কের । বিধানসভা এলাকায় দলীয় কাজে ব্যস্ত থাকার সাফাই মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। অস্বস্তির মুখে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সাফাই বিজেপির রাজ্য নেতৃত্বের ।

WB News Live: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে শান্তনু সেন, নির্মল মাজির প্রত্যাবর্তন

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে শান্তনু সেন, নির্মল মাজির প্রত্যাবর্তন। মেডিক্যাল কাউন্সিলে সরকার মনোনীত সদস্য তৃণমূল সাংসদ-বিধায়ক।মেডিক্যাল কাউন্সিলে ভোটের পরে কাউন্সিল গঠনের বিজ্ঞপ্তি সরকারের। ভোটে না লড়লেও সরকার মনোনীত সদস্য হিসেবে ফিরছেন শান্তনু-নির্মল। গণনায় কারচুপির অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টে বিরোধীপক্ষ।

West Bengal News Live: ছাত্র পিছু ৫ হাজার যেত মানিকেরই কাছে, ইডির দাবিতে মান্যতা ঘনিষ্ঠের

ছাত্র পিছু ৫ হাজার যেত মানিকেরই কাছে। ইডির দাবিতে মান্যতা ঘনিষ্ঠের।

WB News Live: জগদ্ধাত্রী পুজোর নবমী উপলক্ষ্যে চন্দননগরে মানুষের ঢল

জগদ্ধাত্রী পুজোর নবমী উপলক্ষ্যে চন্দননগরে মানুষের ঢল। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় কলকাতার বাগবাজারের মতোই বজায় রাখা হয়েছে সাবেকিয়ানা। প্রতিমার ডাকের সাজ। এবার জাঁকজমক সহকারে পুজো হচ্ছে।

West Bengal News Live: ‘পঞ্চায়েত ভোটে আত্মরক্ষার জন্য ঘরে ঘরে ত্রিশূল রাখুন’, বরানগরে হুঁশিয়ারি রাজুর

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতাদের হুঁশিয়ারি। ‘বাড়িতে ত্রিশূল তৈরি করুন, এই ত্রিশূল দিয়েই অসুর বধ করতে হবে’। ‘বাড়িতে দা তৈরি করুন, তরোয়াল বানান’, হুঙ্কার বীরভূম বিজেপি জেলা সভাপতির। ঘরে ঘরে ত্রিশূল রাখার হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়েরও। ‘পঞ্চায়েত ভোটে আত্মরক্ষার জন্য ঘরে ঘরে ত্রিশূল রাখুন’, বরানগরে হুঁশিয়ারি রাজুর। ‘সন্ত্রাসের উস্কানি দিচ্ছে বিজেপি, পদক্ষেপ করা উচিত প্রশাসনের’। বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।

WB News Live: চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, ভাইরাল অডিও ঘিরে দাঁইহাটে শোরগোল

চাকরি চাওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। ভাইরাল অডিও ঘিরে পূর্ব বর্ধমানের দাঁইহাটে শোরগোল। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল। পাল্টা, চক্রান্তের অভিযোগ করেছেন দাঁইহাটের চেয়ারম্যান।

West Bengal News Live: D.EL.ED কলেজে অফলাইনে ভর্তিতে পড়ুয়া পিছু ৫ হাজার টাকা নেওয়ার স্বীকারোক্তি তাপসের

ED’র অভিযোগে মান্যতা। D.EL.ED কলেজে অফলাইনে ভর্তির জন্য পড়ুয়া পিছু ৫ হাজার টাকা নেওয়ার বিস্ফোরক স্বীকারোক্তি করলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। এর ফলে, আরও বিপাকে পড়লেন মানিক ভট্টাচার্য।

WB News Live: রাজ্যে চাষযোগ্য জমির ওপর হাইটেনশন তার গেলে জমিদাতাকে ক্ষতিপূরণ

রাজ্যে চাষযোগ্য জমির ওপর হাইটেনশন তার গেলে জমিদাতাকে ক্ষতিপূরণ। হাইটেনশন তার ৬৬ কেভি বা বেশি হলে মিলবে ক্ষতিপূরণ। জমির মালিককে ক্ষতিপূরণ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। বিদ্যুৎ দফতরের তরফে জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত।

West Bengal News Live: ‘পরিস্থিতি না বদলালে কাজ করা সম্ভব নয়’, ফের বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

৩ মাসের মধ্যে দ্বিতীয়বার, ফের বিস্ফোরক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ‘পরিস্থিতি না বদলালে কাজ করা সম্ভব নয়’। ‘আমার সম্মতি ছাড়াই দফতরের কর্মীদের তুলে নেওয়া হয়েছে’। শাসক দলের অনুগামী কর্মী সংগঠনের বিরুদ্ধে অভিযোগ সব্যসাচী বসু রায় চৌধুরীর। ‘মুখ্যমন্ত্রীকে ২ বার চিঠি দিয়েছি, শিক্ষামন্ত্রীও আশ্বাস দিয়েছেন’। ‘তারপরেও পরিস্থিতি আরও খারাপ হয়েছে’। দাবি রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর।

WB News Live: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ইডি দফতর থেকে বেরোলেন অনুব্রত-কন্যা

গরুপাচারকাণ্ডে কেষ্ট-কন্যা সুকন্যাকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ । সুকন্যাকে কেষ্টর দেহরক্ষী সায়গলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ । ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ইডি দফতর থেকে বেরোলেন অনুব্রত-কন্যা। কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি? দফায় দফায় জিজ্ঞাসাবাদ । ইডির তলবে সকাল ১০টা নাগাদ দিল্লিতে সুকন্যা মণ্ডলের হাজিরা।

West Bengal News Live: কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু বাংলাদেশি মহিলার

কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু । ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশি মহিলার। মৃতের নাম শিপ্রা দাস( ৫৮)। মস্তিস্কে টিউমারের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। তিন দিন আগে ঢাকুরিয়া আমরিতে জ্বর নিয়ে ভর্তি করা হয় শিপ্রাকে। আজ সকালে মৃত্যু হয় বাংলাদেশের এই নাগরিকের। 

WB News Live: ‘ভোট লুঠ করতে এলে সর্বস্ব লুঠ করে পাঠিয়ে দিন’, হুঙ্কার সুকান্তর

‘ভোট লুঠ করতে এলে সর্বস্ব লুঠ করে পাঠিয়ে দিন’। রামপুরহাটের জনসভা থেকে হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দুধ দিলে পায়েস খাওয়ান: সুকান্ত মজুমদার। কথার জবাব কথায় দিন, লাঠির জবাব লাঠিতে, বললেন সুকান্ত ।

West Bengal News Live: শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র ভাণ্ডারের হদিশ। শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার। উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র, ৫৪ রাউন্ড গুলি, ৮ কেজি বোমার মশলা। তৃণমূল নেতা সুকুর আলিকে গ্রেফতার করেছে এসটিএফ। বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তর অভিযোগ তৃণমূলের। ধৃত সুকুর আলির ১০ দিনের পুলিশ হেফাজত।

WB News Live: ৬ ঘণ্টা পার, গরুপাচারকাণ্ডে এখনও ইডির দফতরে কেষ্ট-কন্যা

৬ ঘণ্টা পার, গরুপাচারকাণ্ডে এখনও ইডির দফতরে কেষ্ট-কন্যা। কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি? দফায় দফায় জিজ্ঞাসাবাদ । ইডির তলবে সকাল ১০টা নাগাদ দিল্লিতে সুকন্যা মণ্ডলের হাজিরা। কেষ্টর দেহরক্ষী সায়গলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

West Bengal News Live: আসানসোলের হীরাপুরে দুর্ঘটনায় ২ তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার

আসানসোলের হীরাপুরে দুর্ঘটনায় ২ তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু, দাবি তৃণমূলের। হীরাপুর থানার সামনে বিক্ষোভ তৃণমূলের।

WB News Live: ‘নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্যে অশান্তি ছড়াতে পারে বিজেপি', মন্ত্রিসভাকে সতর্ক করলেন মমতা

‘নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্যে অশান্তি ছড়াতে পারে বিজেপি’। আশঙ্কা প্রকাশ করে মন্ত্রিসভাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা, খবর সূত্রের। রাজ্যে নাকা চেকিং বাড়ানো উচিত, বললেন মমতা, নবান্ন সূত্রে খবর।

West Bengal News Live: শ্রীরামপুরেও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

শ্রীরামপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে পরপর মৃত্যু। ২ দিনে শ্রীরামপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর ঘটনা। হুগলিতে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ৭০ জন।

WB News Live: লকেটের নিশানায় তৃণমূল

তৃণমূলের নেতারা নিজেদের মেয়ের উন্নতির কথা ভাবেন, বাংলার মহিলাদের উন্নয়নের কথা ভাবেন না, খোঁচা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

West Bengal News Live: ‘তাড়াহুড়ো করে সেতু খুলে দেওয়া ঠিক হয়নি', প্রতিক্রিয়া মমতার

‘তাড়াহুড়ো করে সেতু খুলে দেওয়া ঠিক হয়নি। ভোটের জন্য এমন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গড়া উচিত, যারা মানুষের জীবন নিয়ে খেলেছে, তাদের শাস্তি হওয়া উচিত। গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে আমি ব্যথিত’। গুজরাতে সেতু দুর্ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশের নাগরিকের। মৃতের নাম শিপ্রা দাস, বয়স ৫৮। মস্তিস্কে টিউমারের চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন শিপ্রা দাস। ৩ দিন আগে ঢাকুরিয়া আমরিতে জ্বর নিয়ে ভর্তি করা হয় শিপ্রাকে। আজ সকালে মৃত্যু হয় বাংলাদেশের নাগরিক শিপ্রার।

West Bengal News Live: ৩ ঘণ্টা পার, দিল্লিতে ইডির সদর দফতরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ

গরুপাচারকাণ্ডে দিল্লিতে অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ ইডির। ৩ ঘণ্টা পার, দিল্লিতে ইডির সদর দফতরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ। ‘কোথা থেকে এল অনুব্রত-কন্যার কোটি কোটি টাকার সম্পত্তি?’ জানতে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব ইডির।

WB News Live: অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারি জেতা নিয়ে এবার তদন্ত সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকা লটারি জেতার অভিযোগ নিয়ে এবার তদন্ত শুরু করল সিবিআই। বোলপুরের গাঙ্গুলি লটারির এজেন্টকে নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর লটারির টিকিট বোলপুরের এই দোকান থেকেই বিক্রি করা হয়েছিল। অনুব্রত নিজে এসে লটারির টিকিট কিনেছিলেন, না কি অন্য কে কিনেছিল, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লটারি এজেন্সির মালিককে। খবর সূত্রের।


 

West Bengal News Live: ফের এক শাসক নেতার কাঠগড়ায় পুলিশ

ফের এক শাসক নেতার কাঠগড়ায় পুলিশ। আমডাঙার বিধায়কের পর পুলিশকে নিশানা সোনারপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের। ‘পুলিশের মদতেই এলাকায় চলছে সাট্টা-জুয়ার ঠেক, সাট্টা-জুয়া-মদের ঠেকের থেকে টাকা তুলছে পুলিশ, পুলিশের মদতেই এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি’, বিধায়ক ফিরদৌসি বেগমের সামনেই পুলিশকে নিশানা তৃণমূল পঞ্চায়েত সদস্যের।

WB News Live: মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের

মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। ‘টাকা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক, ডিএলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তির টাকা যেত মানিকের কাছেই, ছাত্র পিছু ৫ হাজার টাকা করে দেওয়া হত মানিককে, মানিককে টাকা দেওয়া হত নগদেই’, সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে এসে বিস্ফোরক তাপস মণ্ডল। ৬০০ কলেজে পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ। ইডি-র অভিযোগে সিলমোহর তাপস মণ্ডলের।

West Bengal News Live: অনুব্রত-প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

অনুব্রত-প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। ‘অনুব্রত জামিন পেলে বীরভূমের ভোট শান্তিপূর্ণ হবে না, অনুব্রত ছাড়া পেলে পঞ্চায়েত ভোট রক্তাক্ত হবে। গতবছরের থেকেও পরিস্থিতি খারাপ হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনুব্রতকে ভিতরে রাখা দরকার। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট প্রয়োজন, তৃণমূলের মধ্যেই ৫০ শতাংশ নির্দল হয়ে যাবে’, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

WB News Live: উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে হদিশ মিলল বিপুল অস্ত্রভাণ্ডারের

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার। এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে হদিশ মিলল বিপুল অস্ত্রভাণ্ডারের। এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দেয় পুলিশ। সুকুর আলি নামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র, একটি রাইফেল, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা।

West Bengal News Live: ভাদু শেখ খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

ভাদু শেখ খুনকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার। ধৃত অভিযুক্তর নাম ফয়জুল খান ওরফে পলাশ। বগটুই থেকেই গ্রেফতার করল সিবিআই। ঘটনর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল ফয়জুল।

WB News Live: কৃষ্ণনগরেও সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো

কৃষ্ণনগরেও সাড়ম্বরে জগদ্ধাত্রী পুজো হয়। চন্দননগরে চারদিনের পুজো হলেও, এখানে নবমী তিথিতে একদিনেই চারদিনের পুজো হয়। কৃষ্ণনগরের কাঁঠালপোতা বারোয়ারির পুজোয় জগদ্ধাত্রী ছোট মা নামে পূজিত হন। সকাল থেকে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়।

West Bengal News Live: গরুপাচারকাণ্ডে ইডির তলবে দিল্লিতে অনুব্রত-কন্যা

গরুপাচারকাণ্ডে ইডির তলবে দিল্লিতে অনুব্রত-কন্যা। দিল্লিতে ইডি-র সদর দফতরে সুকন্যা মণ্ডল। ‘কোথা থেকে এল অনুব্রত-কন্যার কোটি কোটি টাকার সম্পত্তি?’, জানতে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব ইডির।

WB News Live: অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব সিবিআইয়ের

গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব সিবিআইয়ের। আজই সকাল ১১টার মধ্যে মলয়কে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। ‘মলয়ের ট্রাস্টের সঙ্গে অনুব্রত-ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার লেনদেন’, সেই টাকা বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ, অনুমান সিবিআইয়ের।

West Bengal News Live: মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে আজই হাজিরার নির্দেশ

নিয়োগ-দুর্নীতি মামলায় মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে আজই হাজিরার নির্দেশ। সিজিও কমপ্লেক্সে আজই হাজিরার নির্দেশ ইডি-র। ডিএলএড কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ। ৬০০ কলেজে পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ। সেই নগদ টাকা সরাসরি যেত মানিক ভট্টাটার্যর কাছে, অভিযোগ ইডির। কতজন পড়ুয়ার থেকে নেওয়া হয়েছে টাকা? জানতে চায় ইডি, সূত্রের খবর। তাপসের কাছে অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি তলব, খবর সূত্রের।

WB News Live: বেলুড় মঠের সারদা পীঠে জগদ্ধাত্রীর আরাধনা

বেলুড় মঠের সারদা পীঠে আজ সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে৷ গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। আজ সারাদিন ধরে পুজো চলবে। 

West Bengal News Live: পৃথক কামতাপুর রাজ্য ও ভাষার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিশ্রুতির পরও চাকরি মেলেনি। এবার আর চাকরি চাই না। পৃথক কামতাপুর রাজ্য ও ভাষার দাবিতে আন্দোলন হবে। পথসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেএলও-র প্রাক্তন সভানেত্রী। এর পিছনে বিজেপির উস্কানি রয়েছে, অভিযোগ করেছে তৃণমূল। গণতান্ত্রিক আন্দোলন হলে পাশে আছি, বার্তা বিজেপির।

WB News Live: শান্তিপ্রসাদ সিন্হার নিয়োগ নিয়ে চার্জশিটে একাধিক চাঞ্চল্যকর তথ্য়

নিয়োগ-দুর্নীতির অভিযোগে জেলবন্দি শান্তিপ্রসাদ সিন্হার নিয়োগ নিয়ে সিবিআই আগেও প্রশ্ন তুলেছে। এবার চার্জশিটেও এনিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল তারা। চার্জশিটে সিবিআই দাবি করেছে, শুধু এস পি সিন্হার নিয়োগের জন্য SSC’র একাধিক বিধি বদলানো হয়। তাঁর পথ পরিষ্কার করতে সরানো হয় একাধিক অফিসারকেও।

West Bengal News Live: তৃণমূলকে হুঁশিয়ারি আইএসএফ-এর, ভাইরাল ভিডিও

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক থেকে তৃণমূলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ -এর বিরুদ্ধে। এ নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ইস্যুতে আইএসএফ এর পাশেই দাঁড়িয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

WB News Live: আগামী শিক্ষাবর্ষেও পাঠ্যবইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাম?

ইতিহাসের সরকারি পাঠ্যবইয়ে সিঙ্গুর আন্দোলন অধ্যায় থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম মোছার দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। যদিও সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষে যে নতুন বই আসতে চলেছে, তাতেও থাকছে পার্থর নাম। তবে বাদ যাচ্ছে, মানিক ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম।

West Bengal News Live: মাদক কারবার নিয়ে ফের পুলিশকে নিশানা করলেন আমডাঙার তৃণমূল বিধায়ক

মাদক কারবার নিয়ে ফের পুলিশকে নিশানা করলেন আমডাঙার তৃণমূল বিধায়ক। বললেন, সব জেনেও মাদক কারবারীদের ধরছে না পুলিশ। 'ঠিকই বলেছেন বিধায়ক', মন্তব্য অধীর চৌধুরীর। 'থানাই তো তৃণমূলের পার্টি অফিসে পরিণত', কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের। পুলিশ ড্রাগ বিক্রিতে মদত দিতে পারে না, আমডাঙার বিধায়কের মন্তব্যে প্রতিক্রিয়া অর্জুন সিংহের।

WB News Live: ২০১৪ সাল ও ২০১৭ সালের টেটের নম্বর প্রকাশ করতে চায় পর্ষদ

২০১৪ সাল ও ২০১৭ সালের টেটের নম্বর প্রকাশ করতে চায় পর্ষদ। বৈঠকের পর দাবি মামলাকারীর আইনজীবীদের। কাল কোর্টে অবস্থান জানাবে পর্ষদ।

প্রেক্ষাপট

আরটিআইয়ের বাহানায় পুনর্মূল্যায়নের কথা বলে বারবার বদলেছিল এসএসসির মেরিস্ট লিট। ঢুকেছিল অযোগ্যরা। চার্জশিটে দাবি সিবিআইয়ের। 

টাকা দিয়ে চাকরি বিক্রির অভিযোগে কারাগারে। সেই শান্তিপ্রসাদকে পদে বসাতেই বদলে গিয়েছিল নিয়ম! চার্জশিটে পার্থর দিকেই সন্দেহ সিবিআইয়ের। 


নিয়োগ দুর্নীতিতে জেলে। তাও আগামী শিক্ষাবর্ষেও স্কুল পাঠ্যে থাকছে পার্থর নাম! বাদ যাচ্ছেন মানিক-কল্যাণময়। বদলে আসছেন গৌতম-রামানুজ।


নিয়োগ দুর্নীতিতে চিটিংবাজদের ছারপোকার মতো মারার দাওয়াই মদনের। সতীর্থদেরই তো আগে মারতে হবে, তা হয় নাকি! কটাক্ষ বিজেপির।

২০১৪ ও ২০১৭-র টেটের নম্বর প্রকাশ করতে চায় পর্ষদ। বৈঠকের পর দাবি মামলাকারীর আইনজীবীদের। কাল কোর্টে অবস্থান জানাবে পর্ষদ। 


করুণাময়ীতে এসএলএসটির চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবি।


গুজরাতে সেতু বিপর্যয়ের মধ্যেই বড় চমক। পাকিস্তান-বাংলাদেশ-আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। 


পঞ্চায়েত ভোটের মুখে ফিরল সিএএ-সংঘাত। গুজরাতে শুরু, এবার বাংলায়। হুঙ্কার শুভেন্দুর। ব্রিজকাণ্ডে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কুণাল। 

১৯৫৫ সালের আইনে নাগরিকত্ব দেওয়া হলে, সিএএ-র কী হল? শুভেন্দুর উল্টো সুর খোদ বিজেপি বিধায়কের।


পঞ্চায়েতের আগে শুভেন্দুর গড়ে তৃণমূলের হাতিয়ার কুণাল। হলদিয়ায় গিয়েই ২ বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ।


গরুপাচারে ধৃত এনামুল-যোগ নিয়ে হিরণের আক্রমণ, জবাব দেবের। 


গরুপাচার মামলায় নজরে কলকাতার ৪টি সংস্থা। কোটি কোটি টাকা লেনদেন, আরও ২৫-৩০টি সংস্থার সঙ্গে যোগাযোগ, দাবি সিবিআইয়ের।


শুধু বোমা নয়, নরেন্দ্রপুরে এবার আগ্নেয়াস্ত্রেরও ভাণ্ডার! ধৃতদের জেরা করে গুলি-অস্ত্রের হদিশ। তৃণমূল নেতার ঘনিষ্ঠের খোঁজে পুলিশের তল্লাশি।


গুজরাতের ব্রিজ বিপর্যয়ে মৃত বেড়ে ১৩৬। আহতদের মধ্যে বাংলার একজন। ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী। ২দিন পরে কেন? প্রশ্ন বিরোধীদের। ভোটের মুখে গুজরাতে ব্রিজ ভেঙে মৃত্যুমিছিল। মোদিকে সামনে পেয়েও ক্ষোভে ফুঁসছেন আহতরা। জং ধরা কেবলের উপর রং চাপানোরই কি মাসুল গুনতে হল মোরবিতে? উঠছে প্রশ্ন। তদন্তে কমিশন চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা।

ফি কমানোর দাবিতে কেশপুরের সুকুমার সেনগুপ্ত কলেজে ধুন্ধুমার।


জগদ্ধাত্রী পুজোর আজ নবমী। আলোর রোশনাইয়ে মাতোয়ারা চন্দননগর, কৃষ্ণনগর। ঘরে বসেই এবিপি আনন্দে সরাসরি জগদ্ধাত্রী দর্শন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.