West Bengal News Live: চোপড়ায় ঠিক কী হয়েছিল ? জানতে বিএসএফ আধিকারিকদের তলব রাজ্যপালের
West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, মঙ্গলবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।
রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে জাতীয় মহিলা ও এসসি কমিশনের সঙ্গে একমত শুভেন্দু অধিকারী। '৩৫৬ ধারার সুপারিশ নিয়ে রাজ্যবাসী ও রাজনীতিক হিসাবে জাতীয় মহিলা ও এসসি কমিশনের সঙ্গে একমত'। 'তবে মোদি এখনও পর্যন্ত কোনও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেননি'। এ রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে বিজেপি এখনও তাদের অবস্থান ঘোষণা করেনি, মন্তব্য শুভেন্দু অধিকারীর।
'সন্দেশখালিতে নিজেদের ভুল বুঝতে পেরেছে পুলিশ'। পুলিশের ভুল স্বীকার করে নিয়েছেন ডিজি, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। সন্দেশখালি থেকে ফেরার পর আজ ডিজির সঙ্গে বৈঠক করেন রেখা শর্মা। 'বৈঠকে পুলিশের ভুলের কথা স্বীকার করেছেন ডিজি'। 'পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে বলে জানিয়েছেন রাজীব কুমার'। 'শেখ শাহজাহান কেন অধরা? প্রশ্ন শুনে বিচলিত রাজ্য পুলিশের ডিজি'। 'ডিজি বলেছেন, আমরা কী করব, ইডি গ্রেফতার করবে'। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। বৈঠকের জন্য সময় দেননি মুখ্যসচিব, দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার। 'সন্দেশখালি তো দেশেরই অংশ, ওখানে যেতে গেলে তো ভিসা লাগে না, সবাইকে যেতে দেওয়া উচিত'। মুখ্যমন্ত্রীরও সন্দেশখালিতে যাওয়া উচিত, মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার।
সন্দেশখালির পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় বিএসএফ আউটপোস্টের কাছে ৪ শিশুর মৃত্যু। তৃণমূলের চাপের মুখে এবার চোপড়া গেলেন রাজ্যপাল। ঠিক কী হয়েছিল? জানতে বিএসএফ আধিকারিকদের তলব। রিপোর্ট দেব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, বললেন রাজ্যপাল।
কাউকে খালিস্তানি বলা হয়নি বলে এক্স হ্যান্ডলে দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। 'কেউ কাউকে খালিস্তানি বলেনি'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি কোনও প্রমাণ থাকে তাহলে তিনি সেই ভিডিও দেখান'। 'পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাস ছাড়া কিছু নয়'।
'সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণ হয়েছে, তাদের ওপর অত্যাচার হয়েছে'। 'শেখ শাহজাহান এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় উপভোগ করছেন'। 'মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না করে শেখ শাহজাহানকে গ্রেফতার করুন'। 'পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশের কাজ করুক রাজনীতি নয়'।
এবার শেখ শাহজাহানকে তলবের ভাবনা আদালতের, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন হাইকোর্টে প্রধান বিচারপতি। সেদিন রাজ্য পুলিশ, সিবিআই, ইডি সবাই উপস্থিত থাকবে, জানালেন প্রধান বিচারপতি। যাঁর জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাঁকে সমর্থন করতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির।
'যদি পুলিশ তাঁকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন'। পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। 'মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কী হবে?' সাধারণ মানুষের হয়রানি বাড়বে, মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যের বিভিন্ন পদক্ষেপে বাড়ছে সমস্যা, মন্তব্য প্রধান বিচারপতির। 'যাঁর কারণে সমস্যার সূত্রপাত তাঁকে এখনও ধরতে পারল না পুলিশ!' তিনি পালিয়ে বেড়াচ্ছেন? আমি বিস্মিত, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।
ধামাখালিতে পুলিশের সঙ্গে বিজেপির বচসাকে কেন্দ্র করে এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্য়ায়ের । 'আজ বিজেপির বিচ্ছিন্নতাবাদী রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমারেখা পর্যন্ত অতিক্রম করে গেছে '। 'বিজেপির মতে যে কোনও মানুষ পাগড়ি পরলেই তিনি খালিস্তানি'। 'আমাদের শিখ ভাই-বোনদের এভাবে অপমান করার চেষ্টার আমি তীব্র নিন্দা করি'। 'দেশের জন্য তাদের ত্যাগ এবং তিতিক্ষার কথা মনে রাখা উচিত' । 'আমরা বাংলার সামাজিক সংহতি বজায় রাখার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ '। 'সংহতি নষ্ট করার কোনও চেষ্টা হলে তাকে কড়া হাতে দমন করা হবে' ।
এবার শেখ শাহজাহানকে তলবের ভাবনা আদালতের, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন হাইকোর্টে প্রধান বিচারপতি। 'যদি পুলিশ তাঁকে ধরতে না পারে, তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন, পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির। 'মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে ১৪৪ ধারা জারি করে কী হবে? সাধারণ মানুষের হয়রানি বাড়বে', মন্তব্য প্রধান বিচারপতির।
প্রথমে বাধা, পরে সন্দেশখালিতে ঢুকলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাত। প্রথমে ১৪৪ ধারার কথা বলে আটকানো হয় বৃন্দা কারাতকে। পুলিশের বাধা পেয়ে ভিডিও কলে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বৃন্দা। পরে বৃন্দা কারাতকে সন্দেশখালি ঢোকার অনুমতি দেয় পুলিশ। সন্দেশখালি পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বৃন্দা কারাতের।
এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি। সেদিন রাজ্য পুলিশ, সিবিআই, ইডি সবাই উপস্থিত থাকবে, জানালেন প্রধান বিচারপতি। যার জন্য এই সব ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মানুষের প্রতি তিনি কোনও কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির।
সিঙ্গল বেঞ্চের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি কৌশিক চন্দর দুটি নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়।
হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও সমর্থক বা দলীয় কর্মী যেন তাঁদের সঙ্গে না যান, সেটা নিশ্চিত করতে হবে। এলাকায় যেন শান্তিভঙ্গ না হয় সেটা দেখবে রাজ্য পুলিশ, নির্দেশ দেয় হাইকোর্ট।
এবার শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন প্রধান বিচারপতি। সেদিন রাজ্য পুলিশ, সিবিআই, ইডি সবাই উপস্থিত থাকবে, জানালেন প্রধান বিচারপতি।
শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি প্রধান বিচারপতির। শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন, অনুমতি আদালতের।
পাঁচ বিধায়ককে নিয়ে সন্দেশখালির পথে শুভেন্দু অধিকারী। ধামাখালিতেই আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে, পথেই বসলেন বিরোধী দলনেতা। আটকে দেওয়া হল বৃন্দা কারাতকেও।
তৃণমূলকর্মীর ভাইকে পিটিয়ে 'খুন', দক্ষিণ দমদমে তুলকালাম। তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর ভাইকে খুনের অভিযোগ দলেরই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ দমদমের বড় কাঠপোলে পিটিয়ে খুনের অভিযোগ।
বামেদের অভিযোগ, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের কুকীর্তি ধামাচাপা দিতেই সিপিএমের রাজ্য কমিটির সদস্য নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
আজ সন্দেশখালিতে যাচ্ছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাতও। প্রতিনিধিদল নিয়ে সেখানে যাওয়ার কথা সিপিএম পলিটব্যুরো সদস্যের।
আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সন্দেশখালি ইস্য়ুতে যখন সুর চড়িয়েছে বিজেপি, তখন চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূল।
আজ সন্দেশখালিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির ৬ জনের টিম। এর আগে দু’বার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিন জায়গায় হানা কেন্দ্রীয় সংস্থার। পিএফের টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। ২১ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ করেছিলেন শ্রমিকরা।
জুটমিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডি হানা। সাঁকরাইল ডেল্টা জুটমিলে ও বালিগঞ্জে জুটমিলের মালিকের বাড়িতে তল্লাশি। কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসেও তল্লাশি ইডি আধিকারিকদের।
সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতিতে এবার ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায়। ট্রাভেল এজেন্সির আড়ালে কীভাবে ৪০০ কোটির সম্পত্তির মালিক? চাকরি চুরির কালো টাকাতেই কি ৪০০ থেকে ৪৫০টি সম্পত্তি? সিজিও কমপ্লেক্সে প্রায় ১০ ঘণ্টা জেরার পরে প্রসন্ন রায় গ্রেফতার।
সন্দেশখালি থেকে রিপোর্টিংয়ের সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনজিরভাবে গ্রেফতার করল পুলিশ। কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে এবিপি আনন্দ। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি আমরা।
জাতীয় তফসিলি কমিশনের পর, এবার, সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। এদিন, সন্দেশখালি থানায় নির্যাতিতাদের নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করান কমিশনের চেয়ারপার্সন। অভিযোগ থাকলে পুলিশকে জানান, যথাযথ ব্য়বস্থা নেওয়া হবে, মন্তব্য় বসিরহাটের পুলিশ সুপারের।
প্রেক্ষাপট
সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Chaos) তোলপাড়। এসসি কমিশনের (SC Commission) পর এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন চায় জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)।
সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে (Rajbhavan) জাতীয় মহিলা কমিশন। শান্তি ফেরাতেই হবে, বললেন রাজ্যপাল (Governor)।
শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে হুমকি, সন্ত্রস্ত সন্দেশখালিতে হাড়হিম করা অভিযোগ! রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব বিজেপিও। পারলে করে দেখান, চ্যালেঞ্জ তৃণমূলের।
উত্তম-শিবু গ্রেফতার, ৪৬দিনেও অধরা শেখ শাহজাহান। অত্যাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতেই হামলার অভিযোগ। উদ্বিগ্ন সন্দেশখালির জন্য রাজভবনে এবার পিস হোম।
অভিযোগ দায়েরের পরেই বাড়িতে হামলা, নিরাপত্তায় বাড়ির কাছেই বসল পুলিশের ক্যাম্প।
শেখ শাহজাহানদের দুর্নীতি-দখলদারির বিরুদ্ধে সরব সন্দেশখালি।
সন্দেশখালিতে এবার সমর্থনের বিনিময়ে সাহায্য়ের শর্ত শাসকের! আক্রমণে বিজেপি। মানুষ তৃণমূলেরই পাশে, পাল্টা তৃণমূল।
ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের। আজই সন্দেশখালি যাচ্ছেন শুভেনদু। নিরাপত্তা দেবে পুলিশ। বিঘ্নিত হলে ফল ভুগতে হবে, হুঁশিয়ারি আদালতের। ৭দিন ১৪৪ ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ।
৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা, সন্দেশখালি কি কাশ্মীর? প্রশ্ন শুভেনদুর আইনজীবীর। আগে কখনও যাননি, এখন যেতে চাইছেন, বিরোধিতায় রাজ্য। এসপির রিপোর্ট তলব হাইকোর্টের।
শেখ শাহজাহানদের অত্যাচার-দখলদারির বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালি! চাপে পড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? অভিযোগ শুনতে ঘুরছেন বিডিও। গ্রামবাসীদের বারাসাতে এনে সমস্যা সমাধানের আশ্বাস।
সন্দেশখালিতে কোর্টের নজরদারিতে তদন্তের আর্জি, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। মণিপুরের সঙ্গে এই মামলার তুলনা করবেন না। মন্তব্য সর্বোচ্চ আদালতের।
সংসদের কমিটির সামনে মুখ্যসচিব, ডিজি-সহ ৫ আমলার হাজিরায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ৪ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানি হবে ক্রমতালিকা মেনে, জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
সন্দেশখালিতে রিপোর্টিং করার সময় গ্রেফতার রিপাবলিক বাংলার রিপোর্টার সন্তু পান। সাংবাদিক গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবিপি আনন্দ।
সন্দেশখালির পাল্টা চোপড়া? ৪ শিশুর মৃত্যুতে বিএসএফকে নিশানা মমতার। দুটো ঘটনা এক নয়, পাল্টা শুভেনদু। তৃণমূলের দাবি মেনে আজ চোপড়ায় যাবেন রাজ্যপাল।
বিএসএফের গাফিলতিতে চোপড়ায় মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর অভিযোগ। নিহতদের পরিবারের সঙ্গে কথা চন্দ্রিমার।
তৃণমূলকর্মীর ভাইকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত দমদমের বড় কাঠপোল। দলেরই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। পার্টি অফিসে ভাঙচুর।
জামালপুর, কাঁকসা, কৃষ্ণগঞ্জের পর নাকাশিপাড়া, হুগলিতে আধার বাতিলের অভিযোগ! কারও আধার বাতিল করা হয়নি, জানাল ইউআইএডিআই।
ভোটের মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিলের অভিযোগ! এনআরসি-চক্রান্ত বলে কেন্দ্রকে আক্রমণ মমতার, বিকল্প কার্ডের ঘোষণা।
আচমকা আধার বাতিলের অভিযোগ, দ্রুত হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি মমতার।
আধার বাতিলের নামে ডিজিটাল এনআরসির অভিযোগ মমতাবালার। বেআইনি বলে আক্রমণ সেলিম। ডিঅ্যাক্টিভেট হলে ফর্ম ফিলআপ করে পাঠালেই হবে, আশ্বাস শান্তনু ঠাকুরের।
একশো দিনের টাকা মেটাতে নন্দীগ্রামে তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগে বিজেপিকে নিশানা অভিষেকের। পরীক্ষাকেন্দ্রের সামনে বিশৃঙ্খলা পাকালে মানুষই জবাব দেবে, পাল্টা শুভেন্দু।
সিবিআইয়ের পর নিয়োগ দুর্নীতিতে এবার ইডির জালে মিডলম্যান প্রসন্ন রায়। কীভাবে প্রায় ৪০০ কোটির সম্পত্তির মালিক? ১০ ঘণ্টা জেরার পরে গ্রেফতার।
বিধানসভার বাইরে ফের উঠল চোর স্লোগান। শুভেনদুকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ যুবকের। তৃণমূলকে পাল্টা চোর স্লোগান বিজেপি সমর্থকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -