West Bengal News Live: রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সংক্রমিত ৪৫

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন গোটা রাজ্যের সব জায়গার এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই

abp ananda Last Updated: 21 Mar 2022 12:20 AM
West Bengal News Live Updates: কাঁকসায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল

কাঁকসায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের সদস্য সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা গেল নানা রং

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা গেল নানা রং। কচিকাঁচাদের সঙ্গে কিক বক্সিং, ফুটবলে মাতলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও শুরু করেছেন জনসংযোগ।

West Bengal News Live Updates: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্তে তথ্যপ্রমাণ সংগ্রহে জোর পুলিশের

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের তদন্তে তথ্যপ্রমাণ সংগ্রহে জোর পুলিশের। খুনের জায়গা সহ এলাকা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকরা। কথা বললেন নিহতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। গুলির করার পর আততায়ী কোন পথে কীভাবে পালিয়েছিল, এদিন ফের তা জানতে চান গোয়েন্দারা।

West Bengal News Live Updates: বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা গেল নানা রং

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে দেখা গেল নানা রং। কচিকাঁচাদের সঙ্গে কিক বক্সিং, ফুটবলে মাতলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও শুরু করেছেন জনসংযোগ। 

West Bengal News Live Updates: এবার বীরভূমের ময়ূরেশ্বরে আম আদমি পার্টির নামে পড়ল পোস্টার

এবার বীরভূমের ময়ূরেশ্বরে আম আদমি পার্টির নামে পড়ল পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান কেজরিওয়ালের দলের। ৬ মাসের মধ্যে জেলায় সংগঠন তৈরি লক্ষ্য আপের। তাদের তৎপরতা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: মেদিনীপুরে রেলের অনুষ্ঠানে সৌজন্যের ছবি

মেদিনীপুরে রেলের অনুষ্ঠানে সৌজন্যের ছবি। একমঞ্চে উপস্থিত দিলীপ ঘোষ ও জুন মালিয়া। তবে অনুষ্ঠানের মধ্যেই উঠল জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগানও। এদিকে, অসৌজন্যের অভিযোগ উঠেছে মেদিনীপুর কলেজের দেড়শো বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে।

West Bengal News Live Updates: প্রতিহিংসার রাজনীতির অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা

সোমবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অন্যদিক ইডি সূত্রে খবর, ওইদিনই তাদের তিন আধিকারিককে ডাকা হয়েছে কালীঘাট থানায়। প্রতিহিংসার রাজনীতির অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: পানিহাটিতে যুবক খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পানিহাটিতে যুবক খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। বাবার খুনের বদলা নিতেই মহম্মদ আরমানকে খুন করে শেখ বসির ও মহম্মদ আসিফ। এমনই দাবি অভিযুক্তদের। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত হয়েছে।

West Bengal News Live Updates: বিরোধিতায় সরব বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক

বাংলার শিক্ষা সংস্কৃতির উপর দখলদারি চালাতে চাইছে রাজ্যের সরকার। বিরোধিতায় সরব বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক স্বপন মণ্ডল ।

West Bengal News Live Updates: রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম

রাজ্যে এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম। ছাত্রদের সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের নীল-সাদা কামিজ। সঙ্গে ছাত্রীদের নীল-সাদা শাড়ি। পকেটে বিশ্ব-বাংলা লোগো। 

WB News Live Updates: পুলিশের চোখে ধূলো দিতে জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন মোবাইল ফোন ও বাইক

পুলিশের চোখে ধূলো দিতে জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন মোবাইল ফোন ও বাইক। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। পুলিশের ৩টি দলের সম্মিলিত চেষ্টায় রিজেন্ট পার্কে বাদাম ব্যবসায়ী খুনে গ্রেফতার অভিযুক্ত সুজিত মালিক। ধৃতকে ৩০ মার্চ অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

West Bengal News Live Updates: অনলাইন গেম খেলতে গিয়ে ১০ হাজার টাকার লোকসান

অনলাইন গেম খেলতে গিয়ে ১০ হাজার টাকার লোকসান। বাড়িতে বকাবকি করায় গঙ্গায় আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রের। দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা। এনভিএফ কর্মী ও হেস্টিংস থানার তৎপরতায় রক্ষা। স্কুলছাত্রকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল পরিবারের হাতে। 

WB News Live Updates: রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বাদাম ব্যবসায়ী বন্ধু দিলীপ সিংকে খুনের ঘটনায় অভিযুক্ত সুজিত মালিককে ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন, গত ৫-৬ বছর ধরেই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। মাছের ভেড়িতে কাজের সূত্রে সুজিত সঙ্গে দেশি বন্দুক রাখতেন। ঘটনার দিন সুজিতের স্ত্রীকে রং মাখিয়ে দেন বন্ধু দিলীপ। তাঁকে বিয়ের প্রস্তাবও দেন বলে অভিযোগ। এরপরই রাগের মাথায় দিলীপকে গুলি করেন সুজিত, এমনটাই অভিযোগ। 

West Bengal News Live Updates: তিলজলা গুলিকাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজত

তিলজলা গুলিকাণ্ডে ধৃতদের পুলিশ হেফাজত। ৩১ মার্চ পর্যন্ত ধৃত ৩ জনের পুলিশ হেফাজত। খুনের চেষ্টা ও হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩। অস্ত্র আইন, বিস্ফোরক আইনেও মামলা রুজু। মূল অভিযুক্ত জিবোধের ভাই রিবোধ রাই ছাড়াও মা ও দিদি গ্রেফতার। রিবোধ-জিবোধদের মা ফুলনদেবী ও দিদি ববি রাই গ্রেফতার। কাঁচরাপাড়া থেকে আগেই রিবোধ রাইকে গ্রেফতার করে পুলিশ। তিলজলা থানা ও লালবাজার গুন্ডাদমন শাখার রাতভর অভিযানে গ্রেফতার। 

WB News Live Updates: রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বাদাম ব্যবসায়ী বন্ধু দিলীপ সিংকে খুনের ঘটনায় অভিযুক্ত  সুজিত মালিককে ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন, গত ৫-৬ বছর ধরেই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। মাছের ভেড়িতে কাজের সূত্রে সুজিত সঙ্গে দেশি বন্দুক রাখতেন। 

West Bengal News Live Updates: ইডি-র ৩ জন অফিসারকে তলব করল কলকাতা পুলিশ

ইডি-র ৩ জন অফিসারকে তলব করল কলকাতা পুলিশ। কয়লাকাণ্ড ও গরুপাচারকাণ্ডের তদন্তকারী অফিসারদের তলব। তদন্তকারী অফিসারের সহকারী ও সুপারভাইজিং অফিসারকে তলব। তলব করল কালীঘাট থানার পুলিশ। কাল কালীঘাট থানায় হাজিরার নির্দেশ। দিল্লির ইডি-র ৩ জন অফিসারকে তলব করল কালীঘাট থানার পুলিশ।

WB News Live Updates: গাড়ি চালানোর সময় হৃদরোগে আক্রান্ত, মৃত্যু চালকের

গাড়ি চালানোর সময় হৃদরোগে আক্রান্ত, মৃত্যু চালকের। রানিকুঠিতে হৃদরোগে আক্রান্ত চালক, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি। চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চালককে মৃত বলে ঘোষণা। 

West Bengal News Live Updates: ২০১৭ সালে করা ট্যুইট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ বিজেপি-র

২০১৭ সালে করা ট্যুইট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ বিজেপি-র। ২০১৭ সালের ৪ জুলাই বাবুল ট্যুইট করেন, নির্লজ্জ সংখ্যালঘু তোষণের রাজনীতিতে মত্ত তৃণমূল ও মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গকে এক আগ্নেয়গিরিতে পরিণত করছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। 

WB News Live Updates: হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’

হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে ‘বোমাবাজি’। গতকালের পর আজও পথ অবরোধ বিজেপির। চাকদা ও ফুলিয়ায় বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ। 

West Bengal News Live Updates: ২০১৭ সালে করা ট্যুইট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ বিজেপি-র

২০১৭ সালে করা ট্যুইট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ বিজেপি-র। ২০১৭ সালের ৪ জুলাই বাবুল ট্যুইট করেন, নির্লজ্জ সংখ্যালঘু তোষণের রাজনীতিতে মত্ত তৃণমূল ও মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গকে এক আগ্নেয়গিরিতে পরিণত করছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। এদিন বাবুলের বালিগঞ্জে প্রচারের একটি ছবি পোস্ট করে ৫ বছর আগে তাঁরই করা সেই ট্যুইট রিট্যুইট করেন বিজেপি নেতা প্রণয় রায়। বাবুলকে কটাক্ষ করেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: প্রচারে পিছিয়ে নেই বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম

প্রচারে পিছিয়ে নেই বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিমও। আজ সকালে কড়েয়া এলাকায় দেওয়াল লেখেন ফুয়াদ হালিমের স্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে জোর দেন তিনি। সায়রা জানান, হেভিওয়েট প্রার্থী নয়, হেভিওয়েট আদর্শই তাঁদের কাছে আসল। অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভাইঝি সায়রা এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। 

West Bengal News Live: প্রচার শুরু করলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ

উপ নির্বাচনে প্রচার শুরু করে দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। রবিবার বালিগঞ্জ ফাঁড়ির কাছে শিবমন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। এরপর দেওধর স্ট্রিটে তিনি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।শুরু করেন দেওয়াল লিখনও।

WB News Live Updates: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় এবার তথ্যপ্রমাণ সংগ্রহে জোরকদমে নামল পুলিশ

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের অভিযোগে ২ জনকে গ্রেফতারের পর এবার তথ্যপ্রমাণ সংগ্রহে জোরকদমে নামল পুলিশ। আজ ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাঁরা। খুনের অভিযোগে আগেই অমিত ও সঞ্জীব পণ্ডিত নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal News Live: আসানসোলে ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

রবিবাসরীয় ভোটপ্রচার জমজমাট। আসানসোলে ময়দানে নেমে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। আজ রাতেই আসানসোলে পৌঁছনোর কথা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার।

WB News Live Updates: ২০১৭ সালে করা ট্যুইট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ বিজেপি-র

২০১৭ সালে করা ট্যুইট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ বিজেপি-র। ২০১৭ সালের ৪ জুলাই বাবুল ট্যুইট করেন, 'নির্লজ্জ সংখ্যালঘু তোষণের রাজনীতিতে মত্ত তৃণমূল ও মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গকে এক আগ্নেয়গিরিতে পরিণত করছে।' বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। এদিন বাবুলের বালিগঞ্জে প্রচারের একটি ছবি পোস্ট করে ৫ বছর আগে তাঁরই করা সেই ট্যুইট রিট্যুইট করেন বিজেপি নেতা প্রণয় রায়। বাবুলকে কটাক্ষ করেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে

শুশুনিয়া পাহাড়ের আগুন নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, জঙ্গলে নানা ধরনের বেআইনি কারবার চলে। তার জেরেই এই ঘটনা।  রাজ্য সরকার ও বন রক্ষা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।  

WB News Live Updates: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে

বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে। গতকাল বিকেলে শুকনো পাতার থেকে পাহাড়ের বেশ বড় অংশে আগুন লাগে। দমকল ও বন দফতরের কর্মীদের রাতভোর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

West Bengal News Live: করোনার প্রকোপের মধ্যে এবার ম্যালেরিয়ায় চোখরাঙানি

করোনার প্রকোপের মধ্যে এবার ম্যালেরিয়ায় চোখরাঙানি। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়েছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-এর ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৪১ জন। এই সংখ্যা ২০২০-তে যতজন আক্রান্ত হয়েছিলেন, তার দ্বিগুণ।

WB News Live Updates: কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ঘিরে ফের বিতর্ক

কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। গতকাল ছিল বিধায়কের ৬৭তম জন্মদিন। সেই উপলক্ষে দিনহাটার সুভাষ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদয়নের মাথায় রুপোর মুকুট পরিয়ে দেন দিনহাটা পুরসভার সদ্য নির্বাচিত চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, কাটমানির টাকায় এসব চলছে। প্রভুকে সন্তুষ্ট করার প্রয়াস। পাল্টা উদয়ন গুহর দাবি, কেউ ভালবেসে কিছু দিলে তা গ্রহণ করতে হয়।

West Bengal News Live: রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য

রিজেন্ট পার্কে দোলের দিন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বাদাম ব্যবসায়ী বন্ধু দিলীপ সিংকে খুনের ঘটনায় অভিযুক্ত সুজিত মালিককে ফলতা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন, গত ৫-৬ বছর ধরেই তিনি সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখেন। মাছের ভেড়িতে কাজের সূত্রে সুজিত সঙ্গে দেশি বন্দুক রাখতেন। 

WB News Live Updates: পানিহাটিতে যুবক খুনে মিলল চাঞ্চল্যকর তথ্য

পানিহাটিতে যুবক খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জোড়া খুনের প্রতিশোধ নিতেই খুন করা হয় মহম্মদ আরমানকে। গতকালই গ্রেফতার করা হয় শেখ বসির ও মহম্মদ আসিসকে। ধৃত শেখ বসিরের বাবা উজির লস্করকে খুনে নাম জড়ায় আরমানের। মহম্মদ আসিসের বাবা মহম্মদ রিয়াজ-খুনেও অভিযুক্ত আরমান। জোড়া খুনের বদলা নিতেই কুপিয়ে খুন করা হয় আরমানকে। খবর সূত্রের।

West Bengal News Live: কাউন্সিলর হিসেবে শপথ নিলেন আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত, কাউন্সিলর হিসেবে শপথ নিলেন এসডিও অফিসে। তাঁকে শপথবাক্য পাঠ করান বর্ধমান উত্তরের মহকুমাশাসক। বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী হন বসির আহমেদ ওরফে বাদশা। গত ২ মার্চ এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। বর্ধমান থানায় অফিযোগ দায়ের করা হয়। ১৬ মার্চ শপথ গ্রহণে হাজির না তাকলেও ১৭ মার্চ বিকেলে শপথ নেন তিনি। থানায় অভিযোগ দায়েরের পর তাঁর শপথ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 

WB News Live Updates: তমলুক পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড কমিটির অফিস দখলের চেষ্টার অভিযোগ

বিজেপির অভিযোগ, তৃণমূল ওয়ার্ড কমিটির অফিস দখল করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে চাইছে। এই নিয়ে দুপক্ষে তুমুল বচসা হয়। তমলুক থানার পুলিশ যায় ঘটনাস্থলে। তবে ওয়ার্ড কমিটির অফিস দখলের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  

West Bengal News Live: তমলুক পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড কমিটির অফিস দখলের চেষ্টার অভিযোগ

পূর্ব মেদিনীপুরে তমলুক পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড কমিটির অফিস দখলের চেষ্টার অভিযোগ ঘিরে শোরগোল। বৈকুণ্ঠ সরোবর এলাকায় গতকাল রাতে ওয়ার্ড কমিটির অফিস চুনকাম করে সেটিকে দখলের অভিযোগ ওঠে। ১৩ নম্বর ওয়ার্ড পুরভোটে জয়ী হয়েছে বিজেপি।  বিষয়টি জানাজানি হতে প্রতিবাদে পথে নামে বিজেপির কর্মী সমর্থকরা। 

WB News Live Updates: সাংসদ জগন্নাথ সরকারের উপর হামলার অভিযোগে আইনশৃঙ্খলা নিয়ে সরব শুভেন্দু

সাংসদ জগন্নাথ সরকারের উপর হামলার অভিযোগে আইনশৃঙ্খলা নিয়ে সরব শুভেন্দু অধিকারী। জগন্নাথ সরকারের উপর হামলা জনপ্রতিনিধিদের উপর আক্রমণে নতুন সংযোজন। ‘সাধারণ মানুষ এই রাজ্য প্রশাসনের উপর বিশ্বাস রাখবে কী করে? যারা কাউন্সিলর, বিধায়ক, সাংসদদেরই নিরাপত্তা দিতে পারে না। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দুষ্কৃতীরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে।' ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live: তিলজলায় বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রিবোধ রাই গ্রেফতার

তিলজলায় বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত রিবোধ রাইকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, আগ্নেয়াস্ত্র, বোমা আর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত জীবোধ রাই ও তার ভাইয়েরা! তিন রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর পুলিশকে দেখে জীবোধ সহ পাঁচ ভাই ছাদ টপকে পালান। পলাতকদের খোঁজে রাতভর তল্লাশি চালায় তিলজলা থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা। আজ ভোরে অভিযুক্তদের একজন, জীবোধের ভাই রিবোধ রাইকে গ্রেফতার করা হয়।  

WB News Live Updates: বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করে আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থী। অভিযোগ, বারুইপুরের মল্লিকপুরে পরীক্ষার্থীর বাড়ির সামনে কয়েকজন স্থানীয় যুবক বাজি ফাটাচ্ছিলেন। পড়াশোনায় ব্যাঘাত ঘটছে বলে ওই পরীক্ষার্থী প্রতিবাদ করেন। এ নিয়ে বচসা বাধে। অভিযোগ, তারপরই ব্লেড দিয়ে পরীক্ষার্থীকে এলোপাথাড়ি আঘাত করা হয়। প্রতিবেশীরা ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাঁর শরীরে ৩২টি সেলাই পড়েছে। ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  

West Bengal News Live: পেট্রাপোলে চাষের জমি থেকে উদ্ধার হল রহস্যজনক ড্রোন

উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে চাষের জমি থেকে উদ্ধার হল রহস্যজনক ড্রোন। পেট্রাপোল থানার পুলিশ এসে ড্রোনটিকে উদ্ধার করে। ড্রোনটি কারা উড়িয়েছিল? কোথা থেকে ড্রোনটি এসেছে? তা খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live Updates: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোরদার রবিবাসরীয় প্রচার তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোরদার রবিবাসরীয় প্রচার। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র আজ একাধিক কর্মসূচি রয়েছে।  প্রথমে পার্ক সার্কাসে  প্রাতঃভ্রমকারীদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি।  বেলা সাড়ে ১২টায় ম্যান্ডেভিলা গার্ডেনসে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ম্যাডক্স স্কোয়্যারে হোলি উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন। সন্ধেয় ২টি কর্মিসভা রয়েছে তাঁর।  

West Bengal News Live: হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

হরিণঘাটায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে দাবি বিজেপির। হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের। ঘটনা নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর।

WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে প্রকাশ্যে আরও একটি অডিও ক্লিপ, শুরু নয়া বিতর্ক

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় প্রকাশ্যে আসা আরও একটি অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, ফোনে ঝালদার আইসি শাসানি দেন তপন কান্দুর আরেক ভাইপোকে। অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

West Bengal News Live: বেহালার চৌরাস্তায় বাজারে আগুন লেগে পুড়ে গেল প্রায় ২৪টি দোকান

বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। বীরেন রায় রোড পূর্বে এই ঘটনা ঘটেছে।  কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

WB News Live Updates: বেহালার চৌরাস্তায় বাজারে আগুন লেগে পুড়ে গেল প্রায় ২৪টি দোকান

বেহালার চৌরাস্তায় রাস্তার পাশের বাজারে আগুন লেগে পুড়ে গেল প্রায় ২৪টি দোকান। পুলিশ ও দমকল সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে। দমকলের ৪-৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

West Bengal News Live: ব্যয়সঙ্কোচে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা

আর্থিক সঙ্কট এড়াতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভাগের খরচে রাশ টানতে চাইছে কলকাতা পুরসভা। ওই সব বিভাগের জন্য বরাদ্দ টাকা একসঙ্গে ছাড়া হবে না বলে নির্দেশিকা জারি করলেন পুর কমিশনার। তবে মেয়র জানিয়েছেন, পানীয় জল, স্বাস্থ্য, রাস্তা, নিকাশির মতো গুরুত্বপূর্ণ বিভাগ এর আওতায় পড়ছে না।

প্রেক্ষাপট

হরিণঘাটায় (Haringhata) বিজেপি (BJP) সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি। হরিণঘাটনা থানায় অভিযোগ দায়ের।


বিজেপি সাংসদের উপর হামলা, প্রতিবাদে (protest) রানাঘাটে জাতীয় সড়ক অবরোধ। নেপথ্যে তৃণমূল, দাবি সুকান্তর। প্রচারে থাকার চেষ্টা, পাল্টা তৃণমূল (TMC)। 


ঝালদাকাণ্ডে প্রকাশ্যে আরও অডিও ক্লিপ (Viral Audio Clip)। ফের অভিযুক্ত আইসি। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস এসপির।


১ সপ্তাহে পানিহাটিতে (Panihati) নিহত তৃণমূল কাউন্সিলরের পাশের ওয়ার্ডেই খুন! ২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২। পুরনো শত্রুতায় হামলা বলে অনুমান। 


পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে অধরা মাস্টারমাইন্ড। ধৃতদের হরিণঘাটা নিয়ে গিয়ে জিয়ারুলের সঙ্গে জেরা। ধৃত ঠিকাদারের বাড়িতেও তল্লাশি। 


রিজেন্ট পার্কের পর তিলজলা। ফের কলকাতায় শ্যুটআউট! গুলি, বোমা,ধারাল অস্ত্রের কোপ। পরপর ছাদ টপকে চম্পট।


দোলের দিন রিজেন্ট পার্কে শ্যুটআউট। ব্যবসায়ী খুনে ফলতা থেকে অভিযুক্ত গ্রেফতার। পরিচিতের বাড়ি থেকে পাকড়া। নিহতের স্কুটারও উদ্ধার। 


কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীকে খুনের ছক! ভাইরাল অডিও ঘিরে তোলপাড়।


কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। বিজেপির হয়ে কাজের অভিযোগ তৃণমূল। সবেতেই ভয়, পাল্টা গেরুয়া শিবির। 


একদিনে রাজ্যে সংক্রমিত ৩৩, মৃত ১। সোমবার থেকে কলকাতা পুরসভার টিকাকেন্দ্রেই দ্বাদশোর্ধ্বদের করবেভ্যাক্স। আপাতত ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ।


ধুবুলিয়ায় স্থানীয় ম্যাচ চলাকালীন রেলের ফুটবলারের মৃত্যু। মাঠেই হঠাৎ অসুস্থ, হৃদরোগে মৃত্যু বলে অনুমান। খেলার কথা ছিল ইস্টবেঙ্গলে (East Bengal)।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.