West Bengal News Live: এসএসকেএম থেকে চিনার পার্কের বাড়ি ফিরলেন অনুব্রত
Get the latest West Bengal News and Live Updates: ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ, হাঁসখালিকাণ্ডে সাক্ষীদেরও সুরক্ষা দিতে বলল হাইকোর্ট, জেনে নিন জেলার আরও গুরুত্বপূর্ণ খবর
ভিড়ের চাপ কমাতে শিয়ালদা স্টেশনের নর্থ সেকশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। যে ৫টি প্ল্যাটফর্মে এখন ৯ কামরার ট্রেন দাঁড়াতে পারে, সেখানে যাতে ১২ কামরার ট্রেন ঢোকানো যায়, তারই ব্যবস্থা করা হচ্ছে এবার। ট্রেনে যাত্রীধারণ ক্ষমতা বাড়িয়ে প্ল্যাটফর্মের ভিড় নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশাবাদী রেলকর্তৃপক্ষ।
বিশ্বভারতীর পাঠভবনের মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভ। উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ পরিবারের। উপাচার্যের বাড়িতে ঢোকার চেষ্টা বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশের। প্রথমে গেট ভেঙে দেয় বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। পরে ছাত্রের মৃতদেহ নিয়ে শান্তিনিকেতনে ফিরে যায়। ছাত্রের মৃত্যুতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের।
ফের তথাগত রায়ের নিশানায় দিলীপ ঘোষ। ‘শিক্ষিত লোকেদের প্রতি কি দিলীপ ঘোষের অ্যালার্জি আছে?’ টুইটে খোঁচা তথাগতর। ভোটের সময় দিলীপের জমা দেওয়া হলফনামা নিয়েও কটাক্ষ।
১৭ দিনের মাথায় এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। শুক্রবার এসএসকেএম থেকে ফিরলেন চিনার পার্কের বাড়িতে।
ওটি চলাকালীন রোগিণীকে চড়, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দেওয়ার অভিযোগ। অর্থোসার্জেন রামেন্দু হোমচৌধুরীর বিরুদ্ধে অভিযোগ।
পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা, হুমকি দেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মৃত্যু শ্বশুরের। বৃদ্ধকে লোহার রড দিয়ে আঘাত। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু বৃদ্ধের, পলাতক অভিযুক্ত। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ, জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার।
আনসারের বিজেপি সখ্যের সপক্ষে একাধিক ছবি ট্যুইট করেছেন তৃণমূল নেতারা। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আনসার। অভিযোগ তৃণমূলের।
দিল্লি-হিংসার মূল চক্রী আনসারের সঙ্গে ‘বিজেপি-যোগ’! তৃণমূলের একাধিক নেতার ট্যুইট ঘিরে নতুন বিতর্ক। ট্যুইট পার্থ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সুজিত বসু, সমীর চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এবার কলকাতায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। পোস্তায় ধর্ষণের অভিযোগ, বিহারে গ্রেফতার অভিযুক্ত।
সরকারের উদাসীনতা অথবা পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন নিয়েই এমন চিটফান্ড চলে। দাবি বিজেপি নেতা রাহুল সিনহার।
গোয়েন্দাদের নাকের ডগায় কীভাবে চলছে এতবড় চক্র? প্রশ্ন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর। পুলিশি ব্যর্থতায় চলছে চিটফান্ড। মন্তব্য় তাঁর।
চিটফান্ডকাণ্ডে কলকাতায় আরও গ্রেফতার। গ্রেফতার সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার শান্তি সুরানা। ২ হাজার কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত শান্তি সুরানা।
মুর্শিদাবাদের লালগোলা থানার ফতেপুরে বজ্রপাতে মৃত্যু দুজনের। শুক্রবার দুপুরে মাঠের মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন ওই দুজন। তখনই তাঁরা বজ্রাহত হন। মাঠে কাজের জন্য় গিয়েছিলেন তাঁরা, দাবি স্থানীয়দের।
মহিলাদের উদ্দেশে কটূক্তির প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রতিবাদী ভদাই মণ্ডল ও তাঁর স্ত্রী। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জন যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে আনন্দপুরের চৌবাগার শ্যামবাদল পাড়ায়।
মুর্শিদাবাদের নওদায় বোমা ফেটে জখম ১। পাইপ লাইনের জন্য গর্ত খুঁড়তেই বিস্ফোরণে জখম ঠিকা শ্রমিক। মাটিতে বোমা পোঁতা ছিল বলে অভিযোগ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি জখম শ্রমিক। মাটির নীচে কীভাবে এল বোমা? তদন্তে নওদা থানা
মাদক পাচার করতে গাড়িতে পুলিশের স্টিকার সাঁটার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বাজেয়াপ্ত পুলিশের স্টিকার সাঁটা গাড়ি।
জলপাইগুড়ির ঠাকুরনগরে নদীর চর দখল করে বিক্রির চেষ্টার অভিযোগ। প্রশাসনের নজরে আসতেই ভেঙে দেওয়া হল বেআইনিভাবে নির্মিত সেতু। নদীর চর দখল করে বিক্রির চেষ্টা কাদের? তদন্তে রাজগঞ্জের বিডিও।
চিটফান্ডকাণ্ডে ধৃত লিজা মুখোপাধ্যায়ের পুলিশ হেফাজত। ২৯ এপ্রিল পর্যন্ত লিজা মুখোপাধ্যায়-সহ ৭ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল শিয়ালদহ আদালতের। মহারাষ্ট্রের নাসিক থেকে ধরা হয়েছে লিজাকে। ট্রানজিট রিমান্ডে নাসিক থেকে কলকাতায় আনা হয়েছে লিজাকে।
রাতের শহরে বেপরোয়া গুন্ডাগিরি। পার্কিং নিয়ে বিবাদের জেরে পাথুরিয়াঘাটায় কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর। ব্যবসায়ী মনোজ কুমার সিংয়ের দাবি, তাঁর কম্পিউটার সামগ্রীর দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী ব্যবসায়ী সুবোধ সিংয়ের সঙ্গে গতকাল রাতে বচসা হয়। অভিযোগ, এরপরই সুবোধ সিং দলবল নিয়ে চড়াও হন মনোজের ওপর। তাঁকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।
সিউড়ির একটি স্কুলে শিক্ষাকর্মীকে মারধর, নাক ফাটল শিক্ষাকর্মীর। গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। স্কুলে আসতে দেরি শিক্ষকের, হাজিরা খাতায় নাম সইয়ে বাধা দেওয়ায় প্রধান শিক্ষকের দিকে মারমুখী ভূগোলের শিক্ষক। বাধা দেওয়ায় শিক্ষাকর্মীকে মার। সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতি হচ্ছে, তা নিয়ে সরব হওয়ায় ফাঁসানো হয়েছে। পাল্টা অভিযোগ ধৃত শিক্ষকের।
মালদায় বেসরকারি ডেলিভারি সংস্থায় দুষ্কৃতী হামলা। সংস্থার নিরাপত্তারক্ষী ও ১ কর্মীকে মারধরের অভিযোগ। ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকার ঘটনা। নিরাপত্তাহীনতায় কাজ বন্ধ রাখলেন কর্মীরা। তদন্তে পুলিশ।
এবার নামখানা গণধর্ষণকাণ্ডের তদন্তের নজরদারিতেও দময়ন্তী সেন। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
মালদায় মাটি মাফিয়ার দৌরাত্ম্যের অভিযোগ। ফুলহার নদী থেকে চলছে অবাধে বালি ও মাটি পাচার। চিন্তায় ঘুম উড়েছে কয়েকশো পরিবারের। অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে বিজেপি-তৃণমূল তরজা। মাটি পাচারের অভিযোগ স্বীকার করে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক।
দিল্লির জাহাঙ্গিরপুরীর হিংসায় মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সঙ্গে হলদিয়ার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের ছবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি, ছবিটি তিন বছর আগের।
জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় দিল্লিতে যাচ্ছে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরূপা পোদ্দার, শতাব্দী রায়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। ঘুরে দেখবেন এলাকা।
দময়ন্তী সেনের পর্যবেক্ষণে নামখানা গণধর্ষণের তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কয়েকটি জেলায় আজ সকালে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়। গতকাল পুরুলিয়ার বলরামপুরে কালবৈশাখীর তাণ্ডব চলে। বজ্রপাতে মৃত্যু হয়েছে এক শিশুর।
নদিয়ার দেবগ্রামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর এক নেতার অনুগামীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটেছে।
হুগলির তারকেশ্বরে হোটেল থেকে যুবক-যুবতীর জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, ওই যুবক-যুবতী স্বামী-স্ত্রী পরিচয়ে গতকাল মন্দির সংলগ্ন এলাকার হোটেলে ওঠেন। আজ সকালে তাঁদের হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু সকাল ৯টার পরও ডাকাডাকি করে তাঁদের সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রাথমিকভাব জানা গেছে, দু’জনের বাড়ি পূর্ব বর্ধমানে।
রাতের শহরে বেপরোয়া গুন্ডাগিরি। পার্কিং নিয়ে বিবাদের জেরে পাথুরিয়াঘাটায় কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর।
এতদিন আদানি, আম্বানিকে মোদির লোক বলতেন, এখন সেই আদানিরই দ্বারস্থ হতে হচ্ছে। শিল্পপতি গৌতম আদানির শিল্প সম্মেলনে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে এই বলেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
মহিলাদের উদ্দেশে কটূক্তি করার প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রতিবাদকারী ও তাঁর স্ত্রী। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জন যুবককে গ্রেফতার করেছে। গতকাল রাতে এই ঘটনা ঘটে আনন্দপুরের চৌবাগার শ্যামবাদল পাড়ায়।
মালদার হবিবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে।
নৈহাটির গরুফারি এলাকায় আত্মঘাতী যমজ দুই ভাই অরুণ ব্যানার্জি ও তরুণ ব্যানার্জি। এক ভাই বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আরেক ভাই ট্রেন লাইনে গিয়ে ঝাঁপ দেয়।
ভাটপাড়ার কেউটিয়া মোরে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা ।এলাকায় সেতুর দাবিতে অবরোধ।
পর্ণশ্রীতে বাড়ি নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠল। ঘটনা ঘটেছে নিউ পর্ণশ্রী পল্লিতে। অভিযোগকারী সীমা সিংয়ের দাবি, বৈধ কাগজপত্র নিয়েই তিনি ও তাঁর স্বামী বাড়ি তৈরি করছেন। কিন্তু পর্ণশ্রী থানার পুলিশ কাগজপত্র বৈধ কি না, সেই প্রশ্ন তুলে তাঁদের হয়রানি করেছে। দু’দিন আগে তাঁর স্বামীকেও থানায় কাগজপত্র নিয়ে যেতে বলেছিল পুলিশ।
ভরা বিকেলে জমজমাট এলাকায় আচমকা এক দুষ্কৃতীর গুলি চালানোর অভিযোগকে ঘিরে আতঙ্ক ছড়াল। গতকাল এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।
পারিবারিক অশান্তির জেরে বোনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরে।
পূর্ব বর্ধমানের মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লাঠি, রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া।
এক বিজেপি নেত্রীর পাহারায় গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।
প্রেক্ষাপট
কলকাতা: নাবালিকাকে গণধর্ষণ, পাহারায় বিজেপি (BJP) নেত্রী? চাঞ্চল্যকর অভিযোগ গাইঘাটায় (Gaighata)। নাবালক-সহ ৪জন গ্রেফতার। কিছু হলে পদক্ষেপ নেবে, বলছে বিজেপি।
ধর্ষণের (Rape) ভিডিও ভাইরালের হুমকি দিয়ে গণধর্ষণের অভিযোগ। কোন্নগরে (Konnagar) তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। মানতে নারাজ নেত্রী।
হাঁসখালিকাণ্ডে পরিবারের সঙ্গে সাক্ষীদেরও সুরক্ষা দিতে বলল হাইকোর্ট। ভাইরাল অডিও নিয়ে তদন্তে সিবিআই (CBI)। ব্রজর ৬ পরিচিতকে জিজ্ঞাসাবাদ।
রাজ্যের বাইরে সরানো হোক হাঁসখালি মামলা। জারি হোক রাষ্ট্রপতি শাসন। সুপারিশ বিজেপির কমিটির। রিপোর্টের কী গুরুত্ব? খোঁচা তৃণমূলের।
ধানতলায় ছাত্রীর রহস্যমৃত্যুতে নাটকীয় মোড়। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে মিলল না খুন, ধর্ষণের প্রমাণ। গলায় দড়ি দিয়েই আত্মঘাতী বলে উল্লেখ।
ধানতলায় দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে নেই খুন-ধর্ষণের প্রমাণ। রাজনৈতিক উদ্দেশে ফাঁসানোর দাবি অভিযুক্তের পরিবারের। সিবিআই চায় মৃতার বাবার।
২০১৯-এ বীরভূমের লোকপুর, সদাইপুরে জোড়া বিস্ফোরণ, এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। নথি নিতে ভবানীভবনে গেল গোয়েন্দারা।
অবশেষে ঝালদাকাণ্ডে মৃত নিরঞ্জন বৈষ্ণবের ফোনের হদিশ! বাড়ি থেকেই উদ্ধার করল সিবিআই। সুইসাইড নোটের সঙ্গে থাকা পেনও বাজেয়াপ্তও।
হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিল্লিকাণ্ডের চক্রীর! ভাইরাল ছবিতে তোলপাড়। চিনতাম, অনেকেই তো ছবি তোলে, সাফাই নেতার।
মুক্তিপণ আদায়ের আগেই উদ্ধার ব্যবসায়ী। কসবায় মলের সামনে থেকে অপহরণ, দেড় কোটি টাকা দাবি। ৯ ঘণ্টার মধ্যেই টালিগঞ্জ থেকে পাকড়াও। মুক্তিপণের আগেই পাকড়াও
পুলিশের বোর্ড লাগানো গাড়িতে তুলে ব্যবসায়ী অপহরণ। মধ্যরাতেই
লালবাজারে এলেন সিপি। কসবা থানায় গেলেন গোয়েন্দা প্রধান। গ্রেফতার ৫।
ডিপ্লোমা নিয়ে মিথ্যে হলফনামা দেওয়ার অভিযোগে তথাগতর আক্রমণ। জবাব দিলীপের।
২দিনের শিল্প সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার কোটির লগ্নির প্রস্তাব। সাক্ষরিত হয়েছে ১৩৭টি মউ, জানালেন মুখ্যমন্ত্রী।
ষষ্ঠ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই সপ্তমের ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরবর্তী সম্মেলন ফেব্রুয়ারির ১ থেকে ৩। বিদেশি শিল্পপতিদের দুর্গাপুজোয় আমন্ত্রণ।
পঃ মেদিনীপুরের স্কুলে বদলিতেও ঘুষ চাওয়ার অভিযোগ। সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের। এজলাসেই ভাইরাল অডিও শুনলেন বিচারপতি।
ফের পূর্ব মেদিনীপুরে গ্রাম কমিটির ফতোয়া। পুজোর অনুষ্ঠানে ডাক না পাওয়ায় বাড়িতে গিয়ে আমন্ত্রিতদের শাস্তির হুমকি। ৮জন গ্রেফতার।
এবার কি ৫ থেকে ১২ বয়সীদের জন্য ভ্যাকসিন? করবেভ্যাক্স ব্যবহারের সুপারিশ বিশেষজ্ঞের
- - - - - - - - - Advertisement - - - - - - - - -