West Bengal News Live: 'ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না' : শুভেন্দু

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 21 Dec 2023 11:28 PM
West Bengal News Live: স্নিফার ডগ নিয়ে গাছ চোরেদের খোঁজে তল্লাশি শুরু হল ঝাড়গ্রামে

হাতির হামলাকে হাতিয়ার করে গাছ লোপাট। গাছ চোরের দলকে ধরতে এবার স্নিফার ডগের সাহায্য নিচ্ছে বন দফতর। স্নিফার ডগ নিয়ে গাছ চোরেদের খোঁজে তল্লাশি শুরু হল ঝাড়গ্রামে। হাতির  হামলা নিয়ে যে সাবধানবার্তা দেওয়া হয়, তাকে হাতিয়ার করেই এক দল চদেদার শাল গাছ লোপাট করে চলেছে বলে অভিযোগ। এমন উপায়ে গাছ চুরির ঘটনা আগে দেখা যায়নি। তাই স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু হল। ঝাড়গ্রাম জেলার শোভা বর্ধন করে শালগাছের জঙ্গল। কিন্তু যত দিন যাচ্ছে, এই শালগাছের জঙ্গলই কার্যত লোপাট হয়ে যাচ্ছে। ফলে জঙ্গলমহলের শোভা যেমন লোপ পাচ্ছে, তেমনই ভারসাম্য হারাচ্ছে পরিবেশও। শালগাছ নিধন এবং লোপাট রুখতে তাই এবার অভিনব পন্থা নিল বন দফতরও। গ্রামে গ্রামে স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি অভিযান। চোরেদের হদিশ পাওয়া গেলে কড়া ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গিয়েছে। 

WB News Live Updates: রাজ‍্যে ফের কোভিডের থাবা, কলকাতার ৩ হাসপাতালে ৩ করোনা আক্রান্ত

রাজ‍্যে ফের কোভিডের থাবা। কলকাতার ৩ হাসপাতালে ৩ করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন কলকাতার। করোনা আক্রান্ত বিহারের ৬ মাসের এক শিশুও। মেডিক্যাল কলেজে ভর্তি করোনা আক্রান্ত বিহারের ৬ মাসের শিশু। বাকি ২ জন কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ভর্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হচ্ছে কল্যাণীর ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩৫৮ জন। দু’সপ্তাহে ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু। শুধুমাত্র কেরলেই ৩ জনের মৃত্যু হয়েছে।

West Bengal News Live: 'ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না' : শুভেন্দু

'কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়েছে রাজ্য'। 'বাংলার সাড়ে ৬ কোটি মানুষকে চাল দিচ্ছেন নরেন্দ্র মোদি'। 'মিলের চাল বাজারে বিক্রি করে মানুষকে খারাপ চাল দিচ্ছে রাজ্য সরকার'। 'রাজ্যে ৭২ লক্ষ শৌচাগার বানানোর জন্য টাকা দিয়েছেন নরেন্দ্র মোদি'। 'ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না'। 'শৌচালয়ের জন্য টাকা খেয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা'। পুরুলিয়ার সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, আজ অমিত শাহর সঙ্গে বৈঠকে সুকান্ত-সৌমিত্র

কাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, আজ অমিত শাহর সঙ্গে বৈঠকে সুকান্ত-সৌমিত্র। রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। ফের রাজ্যে আসার কথা অমিত শাহর। তার আগে রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়েও আলোচনা: সূত্র।

West Bengal News Live: 'সরকারের ভূমিকা তারিফ যোগ্য', সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার

রাজ্যের প্রশংসা করেও ধর্নায় অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। 'এসএসসি অবস্থানকারীদের কাছে গিয়েছেন সরকারি প্রতিনিধি'। 'অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা'। 'সরকারের এই ভূমিকা তারিফ যোগ্য'।
সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের। ৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের।

WB News Live Updates: 'রাজ্যে এবার সিবিআই-থানার প্রয়োজন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'রাজ্যে এবার সিবিআই-থানার প্রয়োজন'। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'রাজ্যে অন্তত ৩-৪টি সিবিআই থানার প্রয়োজন আছে'। 'ইন্সপেক্টর-কনস্টেবল সবাইকে নিয়ে থানা তৈরি করার সময় এসেছে'।
'নতুন নতুন দুর্নীতির অভিযোগ আসছে'। 'রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে'। 'মানুষ পুলিশ-আদালত ঘুরে ঘুরে হয়রান হচ্ছে'। 'মানুষ হয়রান, অভিযোগ গ্রহণ করা হচ্ছে না'। আলিপুরদুয়ার সমবায় সমিতির মামলার শুনানিতে মন্তব্য বিচারপতির।

West Bengal News Live: বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডিএ। সরকারি কর্মী থেকে স্কুলের শিক্ষকদেরও ৪ শতাংশ ডিএ। বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর । সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ।
'৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে'। উপকৃত হবেন প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী: মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের ১০% ডিএ, কেন্দ্রের সঙ্গে ফারাক ৩৬%।

WB News Live Updates: 'দিল্লিতে ড্রামা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়', তোপ শুভেন্দুর

'গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নরেন্দ্র মোদি'। 'দিল্লিতে ড্রামা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 'ভাতা বৃদ্ধির সময় টাকার অভাব হয় না, মানুষের উন্নয়নের সময় টাকার অভাব হয় রাজ্যের'। 'কেন বাঁকুড়া, পুরুলিয়াতে পানীয় জল পৌঁছায়নি ?' তোপ শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক, ফের রাজ্যে আসছেন শাহ

১ মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন অমিত শাহ । রবিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। ২৫ ডিসেম্বর দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।আজই দিল্লিতে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপির সভাপতি। শাহর সঙ্গে সুকান্তর বৈঠকে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ২৯ নভেম্বর কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

WB News Live Updates: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের

'রাগ অভিমান করে থাকবেন না, কাজে ফিরুন'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের আবেদনের পরই এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের। দুপুর সোয়া একটা নাগাদ বার অ্যাসোশিয়েশনের ২ নম্বর ঘরে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কাজ করতে গেলে মাথা গরম হয়, ওটা নিয়েই চলতে হবে'। 'নতুন বছর আসছে, পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে'। বার অ্যাসোসিয়েশনের ঘরে গিয়ে আইনজীবীদের বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রেক্ষাপট

কলকাতা: বছর শেষে ফের বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। কাল থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। জাঁকিয়ে ঠান্ডা পড়ার বদলে এবার উষ্ণ হবে বড়দিন। তবে তার আগে পশ্চিমাঞ্চলে দাপিয়ে ব্যাটিং করছে শীত (Winter Season)। পারদ-পতনে পাহাড়ের সঙ্গে টক্কর দিচ্ছে জঙ্গল মহল। কালিম্পঙকে পিছনে ফেলে দার্জিলিঙের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া। শৈলশহরের তাপমাত্রা ৭.৬, আর পুরুলিয়ায় পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। কালিম্পং ৯.৫, বাগডোগরা ৯.৮। কোচবিহার ১০.১, বাঁকুড়া ১০.৭, শ্রীনিকেতন ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার সঙ্গে বাড়বে তাপমাত্রা। 


শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের (Calcutta High Court)। ৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। বকেয়া ডিএ (Dearness Allowance) সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না করতে চেয়ে হাইকোর্টে আবেদন। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন।


পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই। ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। নৃশংস খুনের অভিযোগ উঠল হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর এলাকায়। মৃতের নাম মতিলাল দাস। স্থানীয়রা জানিয়েছেন, বছর ষাটের মতিলালের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের বিবাদ চলছিল। গতকাল এই নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে সালিশি সভাও হয়। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে, দাদাকে একা পেয়ে রাস্তার মধ্যেই বেধড়ক মারধর করেন ভাই মোহনলাল। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দাদার। খুনে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 


বায়রন বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড়! আয়কর দফতর সূত্রে খবর, সাগরদিঘির বিধায়কের সামশেরগঞ্জের বাড়ি ও বাড়ি লাগোয়া বিড়ি কারখানায় প্রায় ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬০ লক্ষ টাকা। গতকাল ভোর সাড়ে ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বায়রনের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। একযোগে সাগরদিঘির বিধায়কের বিড়ি কারখানা, বাড়ির উল্টোদিকে চা কোম্পানির অফিস, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সামশেরগঞ্জের হাসপাতাল, রঘুনাথগঞ্জে স্কুল এবং সুতির কেমিক্য়াল হাবে তল্লাশি চালান আয়কর অফিসাররা। সূত্রের খবর, বিধায়কের একাধিক ঠিকানায় হানা দিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। রাত সাড়ে ১১টা নাগাদ শেষ হয় আয়কর-অভিযান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.