West Bengal News Live: হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাসের আগে ভাঙা হল মঞ্চ ও ফলক
Get the latest West Bengal News and Live Updates: ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে সবচেয়ে পিছিয়ে বাংলা। এক সারিতে দাদরা নগর হাভেলি। ৯৩ শতাংশ হারে শীর্ষে অন্ধ্রপ্রদেশ।
হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাসের আগে ভাঙা হল মঞ্চ ও ফলক। তাঁর নাম না থাকায় স্থানীয়দের ক্ষোভের জের, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। শিলান্যাসের ফলকে নাম বাদ পড়া নিয়ে খোদ পুরপ্রধানকেই তোপ দেগেছেন তৃণমূল নেতা। চেয়ারম্যানের চক্রান্তেই নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি। মঞ্চ ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও লজ্জাজনক। দলীয় নেতার অভিযোগ অস্বীকার করে দাবি পুর প্রধানের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ বিজেপির। হলদিয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে হলদিয়া পুরসভা ও আইওসি-র যৌথ উদ্যোগে তৈর হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আজ সেটির শিলান্যাস হওয়ার কথা ছিল।
লোকসভা ও বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বিপর্যয়। কলকাতা পুরভোটে দ্বিতীয় হলেও বহু আসনেই জমানত জব্দ। কংগ্রেসকে সঙ্গে নেওয়া নিয়ে দলের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। এই পরিস্থিতিতে সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন। শুক্রবার, আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো প্রকাশ করলেন সূর্যকান্ত মিত্র, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। ১৫ থেকে ১৭ মার্চ চলবে সিপিএমের এই রাজ্য সম্মেলন।
মোমিনপুর পাম্পিং স্টেশন থেকে চেতলা বোট ক্যানেল পর্যন্ত নিকাশি নালার সংস্কার কাজ পরিদর্শন করলেন মেয়র। ১৪০ মিটার নিকাশি নালার সংস্কারের ফলে দ্রুত জমা জল নামবে বলে আশা করছে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, একইভাবে মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত নিকাশি নালার সংস্কার কাজ হাতে নেওয়া হচ্ছে। এই কাজ শেষ হলে ঠনঠনিয়া এলাকার বাসিন্দাদের জমা জলের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
ভরসন্ধ্যায় বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফ্ল্যাট থেকে গয়না, মূল্যবান সামগ্রী লুঠের অভিযোগ।লুঠে বাধা দেওয়ায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘাত।আহত মহিলা আইনজীবীর বাবা ও ভাই
যাত্রীদের জন্য এবার রেলের শিষ্টাচার নির্দেশিকা। রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নেভাতে হবে। জোরে কথা বলা যাবে না। তারস্বরে গান বাজানো নিষেধ। সব কিছুর ওপর নজর রাখবেন টিকিট পরীক্ষক, আরপিএফ, কেটারিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের অন-বোর্ড কর্মীরা।
নজরে আসন্ন পুরসভা নির্বাচন। কোচবিহারে দলের বিধায়কদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক করলেন স্থানীয় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এক একটি পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে এক একজন বিধায়ককে। জেতা নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। যদিও এ নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়।
পুরভোটে বহিরাগত ঠেকাতে কড়া রাজ্য নির্বাচন কমিশন। ‘ভোটকেন্দ্রে জোর করে সিসি ক্যামেরা বন্ধ করা যাবে না।‘কোনওভাবেই ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া যাবে না।’,নতুন নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন
হাওড়ার বাগনানের কালিকাপুরে ৩টি বাঘরোলকে পিটিয়ে হত্যা। তিনটি বাঘরোলের দেহ উদ্ধার বন দফতরের।থানায় অভিযোগ দায়ের, অধরা অভিযুক্তরা। লাঠি দিয়ে পিটিয়ে হত্যা, সূত্রের খবর
লালগড়ে ফের বাঘের আতঙ্ক। গত কয়েকদিন ধরেই কুমীরকাটা, লক্ষ্মণপুরে পায়ের ছাপ দেখা যায়। আজ একটি মৃত ছাগল উদ্ধার হতেই আতঙ্ক বাড়ে।
‘বাঘ নয়, পায়ের ছাপ হায়না জাতীয় কোনও প্রাণীর’,পায়ের ছাপ পরীক্ষা করে প্রাথমিক অনুমান বন দফতরের
ডোমজুড়ের বাঁকড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল ফ্লেক্স। ফ্লেক্সে লেখা ‘গদ্দার রাজীব তুমি হুঁশিয়ার’।বাঁকড়াতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল ফ্লেক্স।ফ্লেক্সে লেখা ‘বার বার শ্রীরামপুরে কল্যাণকেই চাই
রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ফের ন’হাজার পার। একদিনে আক্রান্ত ৯১৫৪ জন। ফের দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০ পার।এই নিয়ে পরপর সাতদিন দৈনিক মৃত্যু ৩০ পার।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ৩৫ জন
কো-উইন অ্যাপে ভ্যাকসিনেশনে নাম নথিভুক্তির নিয়ম বদল। একটি মোবাইল নম্বর থেকে সর্বোচ্চ ৬ জনের নাম নথিভুক্ত করা যাবে।ভ্যাকসিনেশনের জন্য সর্বোচ্চ ৬ জনের নাম নথিভুক্ত করা যাবে। নিজের টিকাকরণ স্টেটাস নিজেই সংশোধন করতে পারবেন গ্রহীতারা
কলকাতা বিমানবন্দরে আপাতত বন্ধ থাকছে ভিজিটর্স পাসের সুবিধে। ৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ভিজিটর্স পাস।প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষের।বৈধ টিকিট সহ যাত্রীরাই শুধু বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন
মহারাষ্ট্র, কর্ণাটকের মতো বাংলাতেও স্কুল খুলে দেওয়া হোক। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শৈশবকে বাঁচাতে অবিলম্বে স্কুল খোলা উচিত বলে মন্তব্য করেন তিনি
হেমতাবাদে পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণ, আহত ৩ জন। হেমতাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বাহারাইল এলাকার ঘটনা।এক টোটো চালক ওই পার্সেলটি একটি ওষুধ দোকানে দিয়ে আসেন।ওষুধ ব্যবসায়ী পার্সেল খুলতেই বিস্ফোরণ ঘটে।ওষুধ ব্যবসায়ীর নামেই পার্সেলটি পাঠানো হয়েছিল।
পার্সেলে প্রেরকের কোনও উল্লেখ ছিল না।ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।গুরুতর আহত ৩ জন রায়গঞ্জ হাসপাতালে ভর্তি
ধারাল ছুরির আঘাতে মৃত্যু দুই ভাইয়ের। ঘটনা সিঙ্গুর থানার মির্জাপুর গ্রামে। ঘটনায় পুলিশ একজন কে আটক করেছে।
ড্রোনে নজরদারির অভিযোগে সরব তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির সামনেই ড্রোন ওড়ানো হয় বলে অভিযোগ।
দল ও লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানাবো , বলেছেন দিব্যেন্দু অধিকারী
মিজোরামে ভূমিকম্প, কম্পন অনুভূত উত্তরবঙ্গেও। কোচবিহারে মৃদু কম্পন অনুভূত।মিজোরামে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬।ভূমিকম্পের কেন্দ্রস্থল মিজোরামের চাম্পাই।ভূকম্পনের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে
এনকাউন্টার-হুঁশিয়ারির পর, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে বুধবার, বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানেই এনকাউন্টারের হুমকি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এরপর গতকাল বিধায়কের বিরুদ্ধে জাতীয় সড়ক ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে গাইঘাটা থানার পুলিশ।
৩ মাসের মধ্যে টালা ব্রিজ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য। ব্রিজ পরিদর্শনের পর একথা জানালেন পূর্তমন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ খুলে দেওয়া হবে। করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়। যদিও ৩ মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ভারত কতটা ঋণী, তা প্রমাণ করবে এই মূর্তি। যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে। ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার পর গোণাগুণতি কয়েকটি পরিবারের জন্যই হয়েছে নতুন সৌধ নির্মাণ, বর্তমান সরকার তা করেনি, নাম না করে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
নেতাজির জনপ্রিয়তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাসের আগে ভাঙা হল মঞ্চ ও ফলক। তাঁর নাম না থাকায় স্থানীয়দের ক্ষোভের জের, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। শিলান্যাসের ফলকে নাম বাদ পড়া নিয়ে খোদ পুরপ্রধানকেই তোপ দেগেছেন তৃণমূল নেতা। চেয়ারম্যানের চক্রান্তেই নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি। মঞ্চ ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও লজ্জাজনক। দলীয় নেতার অভিযোগ অস্বীকার করে দাবি পুর প্রধানের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ বিজেপির। হলদিয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে হলদিয়া পুরসভা ও আইওসি-র যৌথ উদ্যোগে তৈর হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আজ সেটির শিলান্যাস হওয়ার কথা ছিল।
রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঘিরে দুর্গাপুরে তুলকালাম। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উচ্ছেদ অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
করোনার তৃতীয় ঢেউয়ে নতুন উদ্বেগ। এবার সেরে ওঠার আগেই শিশুদের মধ্যে দেখা দিচ্ছে জটিল রোগ। চিকিত্সকরা জানিয়েছেন, এর আগে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা থেকে সেরে ওঠার পর শিশুদের মধ্যে এ ধরনের জটিল রোগ দেখা দিয়েছিল। এই রোগ দ্রুত চিহ্নিত না হলে, মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে আইসিইউ-তে জটিল রোগে আক্রান্ত দুই শিশুর চিকিত্সা চলছে। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে তারা সুস্থতার পথে। চিকিত্সকদের অনুমান, সাড়ে ৩ বছর ও ৯ বছর বয়সী ওই দুই শিশু ওমিক্রন আক্রান্ত। কারণ, RT-PCR টেস্টে দেখা গেছে এদের নমুনায় এস জিন নেই।
এপিসি রোডে সরষের তেলের জাল কারবারের হদিশ। সরষের তেলে ভেজাল মিশিয়ে বিক্রির অভিযোগ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে বাজেয়াপ্ত ৫৫০ লিটার তেল। সিল করে দেওয়া হল গুদাম। তেলের নমুনা পাঠানো হল ল্যাবরেটরিতে। তাঁর বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি গুদাম মালিকের।
বিধাননগর পুরভোটের প্রচারে ফের সৌজন্যের ছবি। রাস্তায় দেখা হওয়ার পর হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন ৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সাথী চক্রবর্তী ও বিজেপি প্রার্থী স্বাগতা দেব। এদিন বিধাননগরে দলীয় প্রার্থীর প্রচারে যান বিজেপি নেতা সজল ঘোষ। সিপিএম প্রার্থীর দাবি, দু’ জনেই এলাকার বাসিন্দা। যে জিতবে, সে কাজ করবে। বিজেপি প্রার্থী জানিয়েছেন, ভোট লুঠ রুখতে নির্বাচনের দিন একজোট হয়ে রুখে দাঁড়াবে বিরোধীরা।
বর্ধমান শহরে ব্যাঙ্ক ডাকাতি। গ্রাহকদের অভিযোগ, সকাল পৌনে ১০টা নাগাদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কার্জন গেট শাখায় হানা দেয় ডাকাতরা। মাস্কে মুখ ঢেকে আগ্নেয়াস্ত্র তাক করে ৫-৬ জন দুষ্কৃতী ব্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। কর্মীদের মারধর করে ব্যাগে টাকা ভরে তারা চম্পট দেয় বলে অভিযোগ। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। ঘটনাস্থলে পুলিশ সুপার ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
জলপাইগুড়িতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৮। এই পরিস্থিতিতে আজ দ্বিতীয় দিন জলপাইগুড়ি শহরে এলাকাভিত্তিক বাজার, দোকান বন্ধ। আজ স্টেশনবাজার, বাবুপাড়া, পোস্ট অফিস মোড়, তেলিপাড়া ও ২ নম্বর ঘুমটি বাজার এলাকায় সমস্ত দোকান বন্ধ রয়েছে।
২৯টি রাজ্য ট্যাবলো পাঠিয়েছে, ১২টি মনোনীত হয়েছে। বিশেষ রাজ্য বা বিরোধী বলে, এসব হয়নি। মনোনয়নের নির্দিষ্ট পদ্ধতি আছে। ট্যাবলোর চাইতে রাজনীতিতে টিএমসি-র আগ্রহ বেশি, তাই তাঁরা জলঘোলা করছেন। মন্তব্য দিলীপ ঘোষের।
শব্দ দূষণ ঠেকাতে রাজ্য সরকার ব্যর্থ। মন্তব্য গ্রিন ট্রাইবুনালের। জাতীয় পরিবেশ আদালতের বিচারপতি বলেন, কলকাতায় তিনিও শব্দ দূষণের শিকার। শব্দ দূষণ রোধ করতে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার? অন্য রাজ্যে শব্দ মাত্রা নিয়ন্ত্রণ করা গেলে এ রাজ্যে কেন করা যাবে না? এই প্রশ্ন তুলে আদালতের মন্তব্য, শব্দ দূষণ ঠেকাতে শুধু সার্কুলার আর কমিটি গঠন করলে চলবে না। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ, সাইলেন্স জোন সহ কলকাতার বিভিন্ন জায়গার শব্দমাত্রা কত, ২৩ ফেব্রুয়ারি মধ্যে তারও রিপোর্ট দিতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। কলকাতার শব্দদূষণ নিয়ে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ২০২০ সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, মাইক ও গাড়ির হর্নের শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অভিযোগ তা বাস্তবায়িত হয়নি। সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার।
যাত্রীদের জন্য এবার রেলের শিষ্টাচার নির্দেশিকা। রেল সূত্রে খবর, সোশাল মিডিয়া চালু হওয়ার পর, যাত্রীদের আচার, ব্যবহার সম্পর্কিত অভিযোগের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে সকলের সুবিধার কথা মাথায় রেখে যাত্রীদের শিষ্টাচার সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নেভাতে হবে। মোবাইল ফোনে জোরে জোরে কথা বলা যাবে না। কামরার ভিতরে তারস্বরে গান বাজানো নিষেধ। রাত ১০টার পর কথা বলতে নিচু স্বরে, যাতে অন্য যাত্রীদের অসুবিধা না হয়। এই সমস্ত কিছুর ওপর নজর রাখবেন টিকিট পরীক্ষক, আরপিএফ, কেটারিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের অন-বোর্ড কর্মীরা। যাত্রীদের সঙ্গে রেল কর্মীদের নম্র ব্যবহার করতে হবে বলেও রেলের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে।
আমলা-নিয়ন্ত্রণ বিতর্কে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। এবার ১৯৫৪ সালের IAS-ক্যাডার বিধি সংশোধনী প্রস্তাবে আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। আইন সংশোধন করে আমলাদের মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে কেন্দ্রকে নিশনা করেছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
নিভতে চলেছে দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি,খবর এএনআই-এর। অগ্নিশিখা নিয়ে গিয়ে মিলিয়ে দেওয়া হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। ১৯৭১-এর যুদ্ধে ভারতীয় সেনাদের স্মৃতিতে এই স্মৃতিসৌধের উদ্বোধন হয়।
কোচবিহার পুরভোটে বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের পাশে থাকার কৌশল নিল তৃণমূল। গেরুয়া শিবিরের বসে যাওয়া কর্মীদের বাড়ি গিয়ে সমর্থন চাইলেন শাসক দলের নেতারা। দল ভাঙানোর চেষ্টা বলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দলীয় বিধায়কের ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিজেপি কর্মীদের।
জেলা নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন ওন্দার বিদ্রোহী বিধায়ক অমরনাথ শাখা। ফের বাড়ল জল্পনা। এর আগে ২৬ ডিসেম্বর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপির চার বিধায়ক। গতকাল জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাঁরা জে পি নাড্ডা, অমিত শাহকে চিঠি দেন। এরপর নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য গতকাল দিল্লির সংশ্লিষ্ট দফতরে মেল করেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। তাঁর দাবি, ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়াও নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। যদিও ইন্দাসের বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি। নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের বিষয়টিকে ব্যক্তিগত বলে দাবি করলেও তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ওন্দার বিধায়ক। তৃণমূলের কটাক্ষ, দল ছাড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন বিজেপি বিধায়করা।
দুই দুষ্কৃতী দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ প্রিন্স আনোয়ার শাহ রোড মোড়। গ্রেফতার ৫।
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের শংসাপত্র দেখাতে পারলেই গৃহ-করে মিলবে ২৫ শতাংশ ছাড়! ১৫ থেকে ১৮ বছর বয়সীরা ভ্যাকসিন নিলেই পাবে পছন্দের খেলা অথবা স্কুলের সামগ্রী! ভ্যাকসিনেশনে উৎসাহ বাড়াতে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম পুরসভার।
মাঘের শুরুতে শীতের খামখেয়ালিপনার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি। আজ রাজ্যের উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। গতকালের তুলনায় এক ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাত্রী নিরাপত্তায় আরও জোর দেওয়ার পথে হাঁটল ভারতীয় রেল। রেল সূত্রে খবর, দ্রুত বদলে ফেলা হবে পুরনো কোচ। সব ট্রেনে ধাপে ধাপে লাগানো হহে LHB কোচ। পাশাপাশি, নেওয়া হচ্ছে একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা।
করোনা আবহে অমানবিক ছবি নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ে। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ পড়ুয়াদের। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবেদন জানিয়েও লাভ হয়নি বলে দাবি। প্রতিবাদে গতকাল রাতে হস্টেলের বাইরে বিক্ষোভ দেখান পডুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, বিদেশ ও ভিনরাজ্য থেকে আসা পড়ুয়ারা বর্তমান পরিস্থিতিতে বাড়ি ফিরতে না পারায় হস্টেলে থেকেই পড়াশোনা চলছিল। সম্প্রতি হস্টেল খালি করার নোটিস জারি করে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়ারা তাতে রাজি না হওয়ায় গতকাল দুপুরে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে হস্টেলে ৪০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। আহত ৫ জন ভর্তি হাসপাতালে। গতকাল রাতে দুষ্কৃতী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে প্রিন্স আনোয়ার শাহ রোড মোড়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সাট্টা ও জুয়ার কারবার চলে। তোলাবাজিও চলে বলে অভিযোগ। একে অপরের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলে দু’ পক্ষই। রাত ২টো পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় তিনটি থানার বিশাল পুলিশ বাহিনী। দুষ্কৃতীরা ইট-বাঁশ নিয়ে পুলিশের দিকেও তেড়ে যায় বলে অভিযোগ। পরে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
জাতীয় সড়ক অবরোধ চলাকালীন বিতর্কিত মন্তব্যের পর, এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে বুধবার, বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানেই এনকাউন্টারের হুমকি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এরপর গতকাল বিজেপি বিধায়কের বিরুদ্ধে জাতীয় সড়ক ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে গাইঘাটা থানার পুলিশ। বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নিউটাউনের হরিণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। ধীরে ধীরে হরিণের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ওয়াটার বার্ড থেকে শুরু করে কুমির, জেব্রা, বাঘ, ভালুক আনা হবে বলে জানা গিয়েছে।
হলদিয়ায় এক্সাইড কাণ্ডে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। শীর্ষস্তরের দুই INTTUC নেতার গ্রেফতারির ঘটনায় এমনই প্রতিক্রিয়া জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্য, কেউ দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাই নেওয়া উচিত। যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
ইংরেজবাজার পুরসভা প্রকাশিত ডায়েরিতে নাম নেই মৌসম বেনজির নুরের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদের। ছোট ভুল, পরের বার সংশোধন করা হবে, প্রতিক্রিয়া পুর কর্তৃপক্ষের। তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি, কটাক্ষ বিজেপির।
১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে সবচেয়ে পিছিয়ে বাংলা। এক সারিতে দাদরা নগর হাভেলি। ৯৩ শতাংশ হারে শীর্ষে অন্ধ্রপ্রদেশ। রিপোর্ট কেন্দ্রের।
রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার দৈনিক সংক্রমণ, শীর্ষে কলকাতা
প্রেক্ষাপট
গোয়া(Goa) থেকে ফের কংগ্রেসকে (Congress) আক্রমণে অভিষেক (Abhishek Banerjee। চিদম্বরমকেও চ্যালেঞ্জ।
কংগ্রেসকে হারাতে গেলে পাঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়ে জেতাম। গোয়ায় কংগ্রেসকে খোঁচা অভিষেকের।
গোয়ায় ফের ধাক্কা কংগ্রেসের। টিকিট না পেয়ে প্রাক্তন বিধায়ক যোগ দিলেন তৃণমূলে (TMC)।
ডায়মন্ড-মডেল বিতর্কে মুখ খুললেন অভিষেক। যা বলেছেন, ঠিক আছে, বললেন কল্যাণ (Kalyan Banerjee)।
২৭ জানুয়ারি দলের সব সাংসদদের নিয়ে কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা। বাজেট অধিবেশনে ভূমিকা নিয়ে বার্তা দেওয়ার সম্ভাবনা।
বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলকে তাড়াচ্ছে বর্ধমানের মানুষ। উল্টো হাওয়ায় ঘরে ঢুকতে চাইলে ঘরের সদস্যরা কেন ঝাঁটা হাতে তুলবেন না ? ফেসবুকে পোস্ট তৃণমূল নেতা দেবাংশুর।
জেলা সভাপতি নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপিতে। পুরুলিয়ার পর এবার নাড্ডাকে চিঠি বাঁকুড়ার ২ বিধায়কের। দলের বৈঠক এড়ালেন বনগাঁর বিধায়ক।
নতুন কমিটি নিয়ে বিজেপিতে বাড়ছে বিদ্রোহ। আদি বনাম পরিযায়ী বিজেপির লড়াই, কটাক্ষ কুণালের। নির্দিষ্ট নিয়ম মেনেই পদক্ষেপ, বলেন সুকান্ত।
বিরোধী দলনেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল। রাজ্যের উচিত মর্যাদা দেওয়া। রাত ৮টার পর শুভেন্দুর বাড়ির কাছে মাইক নয়। নির্দেশ হাইকোর্টের।
আমলা-নিয়ন্ত্রণ বিতর্কে বাড়ছে সংঘাত। প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। আইন সংশোধন করে আমলাদের মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার অভিযোগ।
নিয়ম মেনেই কেন্দ্রের পদক্ষেপ, চাইলে হাইকোর্টে যাক। আমলা বিতর্কে রাজ্যকে চ্যালেঞ্জ বিজেপির। কেন্দ্রের পথেই তো বাংলা, খোঁচা সিপিএমের।
হলদিয়ায় এক্সাইডে অশান্তিতে ইন্ধন, কড়া বার্তা অভিষেকের।
প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বিতর্ক গড়াল হাইকোর্টে। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
৩০ জুন পর্যন্ত সোশাল মিডিয়া ছাড়ছেন মদন মিত্র।
রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার দৈনিক সংক্রমণ। ৩৭জনের মৃত্যু। সংক্রমণে শীর্ষে কলকাতা। একদিনে শুধু উঃ ২৪ পরগনাতেই ১৪জনের মৃত্যু।
১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে সবচেয়ে পিছিয়ে বাংলা। এক সারিতে দাদরা নগর হাভেলি। ৯৩ শতাংশ হারে শীর্ষে অন্ধ্রপ্রদেশ। রিপোর্ট কেন্দ্রের।
অনূর্ধ্ব ১৮দের করোনা চিকিৎসায় ব্যবহার করা যাবে না রেমডেসিভির, অ্যান্টিবডি ককটেল। মৃদু উপসর্গ থাকলে নয় স্টেরয়েড। জানিয়ে দিল কেন্দ্র।
প্রথম থেকে দ্বাদশ-২৪ জানুয়ারি থেকে মহারাষ্ট্রে ফের খুলছে স্কুল। বাংলায় কবে? হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা। সব চালু, কেন স্কুল বাদ? প্রশ্ন বিরোধীদের।
সিসি না থাকলেও এবার সেল্ফ ডিক্লারেশন দিয়ে অ্যাসেসমেন্টের পরে করা যাবে মিউটেশন। জানিয়ে দিলেন মেয়র। সম্পত্তি কর আদায়ে কড়া পদক্ষেপ।
সীমান্তে ফের ঘনাচ্ছে সংঘাত। প্যাংগং লেকে চিনের সেতু তৈরির ছবি ধরা পড়ার পরেই অপহৃত অরুণাচলের বাসিন্দা। উদ্ধারের চেষ্টায় ভারত।
লাদাখ, অরুণাচলে ফের সক্রিয় লালফৌজ। নীরব কেন প্রধানমন্ত্রী? প্রশ্ন রাহুলের। সতর্ক আছে সেনা, অপমান করার অধিকার নেই, পাল্টা বিজেপি।
বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন কমিটিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুবোধ থেকে শ্রীজাত, আবুল বাশার।
করোনা-ধাক্কায় ফের স্থগিত আইএসএলের জামশেদপুর-মুম্বই ম্যাচ। জামশেদপুর এফসি-র একাধিক ফুটবলার পজিটিভ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -