West Bengal News Live: মাথাভাঙায় একই পরিবারের দু’জনের রহস্যমৃত্যু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 21 Mar 2022 11:52 PM
WB News Live: বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র কর্মিসভায় গণ্ডগোল

বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র কর্মিসভায় গণ্ডগোল। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের ওয়ার্ড সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এমনকী ধারাল অস্ত্র দিয়েও আঘাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায়, ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সুশীলকুমার শর্মা-সহ ৩ জন আক্রান্ত হয়েছেন। বাবুল সুপ্রিয়কে প্রার্থী হিসেবে চায় না, তাই হামলা বলে অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। এখনও অভিযুক্ত ওয়ার্ড সভাপতির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

WB News Live Updates: ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ

ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ। গানে-কবিতায় প্রতিবাদ-কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। পাশাপাশি, সোশাল মিডিয়ায় ‘ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও’ নামে পেজের সাফল্যের বিষয়টিও উদযাপন করা হয়।

WB News Live: পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হল

পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হল। কাউন্সিলর খুনের তদন্তে আজ, মাতঙ্গিনী হাজরা কলোনির মাঠ লাগোয়া একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন গোয়েন্দারা।

WB News Live Updates: সরকারি অফিসের ভিতরে ঢুকেই চলল বিক্ষোভ, স্লোগান

অফিসে ঘুষ ছাড়া কোনও কাজ হয় না। এই অভিযোগ তুলে একাধিক দাবিতে বাঁকুড়ার বড়জোড়ার BLRO অফিসে তুমুল বিক্ষোভ দেখালেন সিপিএমের শ্রমিক সংগঠন কৃষক সভা ও তার শাখা সংগঠনের সদস্যরা। সরকারি অফিসের ভিতরে ঢুকেই চলল বিক্ষোভ, স্লোগান। বের করে দেওয়া হল কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

WB News Live: পূর্ব বর্ধমানের কাটোয়ায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

পূর্ব বর্ধমানের কাটোয়ায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। স্ত্রী ও একমাত্র মূক-বধির মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৃহকর্তা। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আর্থিক অনটন, পারিবারিক অশান্তির কথা কখনও তারা শোনেননি বলে জানিয়েছে মৃতের পরিবার। তারপরেও কেন এই পরিণতি? ধন্দে পুলিশ।

WB News Live Updates: একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় সিলিন্ডার পিছু এলপিজি ৯৭৬ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৮ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম কমে হল ২০৮৭ টাকা। ৫ রাজ্যের ভোট মিটতে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

WB News Live: বীরভূমের রামপুরহাটে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান

বীরভূমের রামপুরহাটে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। জাতীয় সড়কের ধারের দোকানে চা খাওয়ার সময়, তাঁকে লক্ষ্য বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

WB News Live Updates: ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা

ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে

WB News Live: এবার অটোর রুটেও বহিরাগত-তরজা

এবার অটোর রুটেও বহিরাগত-তরজা। প্রতিবাদে সপ্তাহ শুরুর দিনে বন্ধ গড়িয়া-বারুইপুর রুটের প্রায় বারোশো অটো। রাজপুর মোড়ে পথ অবরোধ। চালকদের অভিযোগ, রুট ভেঙে ঢুকে পড়ছে প্রচুর বেআইনি অটো। ফলে বৈধ ছাড়পত্র থাকা সত্ত্বেও অটোচালকদের লোকসান হচ্ছে। অটোচালকদের দাবি, পুলিশ ও প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি। প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য গড়িয়া-বারুইপুর রুটে অটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চালকরা। অটো বন্ধের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা।

WB News Live Updates: কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই

কোভিড থেকে সেরে উঠলেও, রেহাই নেই। বেলেঘাটা আইডি ও যাদবপুরের আইআইসিবির সমীক্ষা বলছে, সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়ছে অনিদ্রা, ক্লান্তি, শ্বাসকষ্টের সমস্যা

WB News Live: কাল কোচবিহারের সিতাইয়ে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে তলবি সভা

কাল কোচবিহারের সিতাইয়ে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে তলবি সভা। তার আগে বিক্ষুব্ধদের উদ্দেশে জেলা তৃণমূল সভাপতির হুঁশিয়ারি, অনাস্থা আনলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দলের ব্লক সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে

WB News Live Updates: বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা হাওড়ায়

বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ায়। ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিক্ষোভকারীরা। আন্দোলন করে কোনও লাভ হবে না।কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live: আজ মনোনয়নপত্রও জমা দেন বাবুল

নির্লজ্জভাবে পদ আকড়ে থাকা ঠিক নয়। নিজের সাংসদপদ ত্যাগের উদাহরণ টেনে বিজেপি নেতাদের একাংশকে কটাক্ষ করলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আজ মনোনয়নপত্রও জমা দেন বাবুল

WB News Live Updates: আজ মনোনয়নপত্র পেশ করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

আজ মনোনয়নপত্র পেশ করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। অন্যদিকে মন্দিরে মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরই মধ্যে লোকসভা উপনির্বাচনে ফের সামনে চলে এল বহিরাগত তত্ত্ব। যা নিয়ে একে অন্যকে তীব্র আক্রমণ সানালো তৃণমূল ও বিজেপি।

WB News Live: বাঁকুড়ায় সংগঠনের সভায় পুলিশকর্তার নিশানায় শুভেন্দু, ভাইরাল ভিডিও

বাঁকুড়ায় সংগঠনের সভায় পুলিশকর্তার নিশানায় শুভেন্দু, ভাইরাল ভিডিও। 'জেনারেটর বন্ধ করে একজন বিধায়ক হয়েছেন। এখানে নাম করছি না, কাঁথিতে গিয়ে জবাব দেব। আমার নামে অনেক কিছু বলে।' নাম না করে শুভেন্দুকে আক্রমণে শান্তনু সিন্‍‍হা বিশ্বাসের। পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক শান্তনু সিন্‍‍হা বিশ্বাস। বাঁকুড়া পুলিশ লাইনে পুলিশ ওয়েলফেয়ার কমিটির সম্মেলনে আক্রমণ

WB News Live Updates: বেড়াচাঁপায় ৭ বছরের নাবালককে নৃশংস ভাবে খুন

বেড়াচাঁপায় ৭ বছরের নাবালককে নৃশংস ভাবে খুন। বস্তাবন্দি করে পুকুরে ফেলে খুন নাবালককে। ১৩ দিন পর পুকুর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার
নাবালক খুনে হারান পাড়ুই নামে এক পার্শ্বশিক্ষক গ্রেফতার। নাবালকের বাবার সঙ্গে হারানের জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অনুমান

WB News Live: জলপাইগুড়ির খেতি-ফুলবাড়িতে মা-মেয়ের রহস্যমৃত্যু

জলপাইগুড়ির খেতি-ফুলবাড়িতে মা-মেয়ের রহস্যমৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ছেলে, ভর্তি হাসপাতালে। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় আরতি মণ্ডলের দেহ উদ্ধার। মেঝেতে পড়ে ছিল শিশুকন্যা ও ছেলে। ছেলে ও মেয়েকে কীটনাশক খাইয়ে মা আত্মঘাতী বলে অনুমান। কী কারণে আত্মহত্যা, তা নিয়ে ধন্ধে পুলিশ। 

WB News Live Updates: কোচবিহার ২ নম্বর ব্লকের বিডিও-কে হুমকি

কোচবিহার ২ নম্বর ব্লকের বিডিও-কে হুমকি। হুমকি তৃণমূলের ব্লক সভাপতি ও যুব নেতার। জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়কে দিয়ে সরকারি অনুষ্ঠানের উদ্বোধন করানোর দাবি। না করালে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ব্লক সভাপতি গোপালকৃষ্ণ দাসের। ‘ব্লকে কাজ করাতে হলে অনুমতি দিতে হবে ব্লক সভাপতির’ বিডিও-কে হুমকি যুব তৃণমূল নেতা বিকাশ সূত্রধরের। কী হয়েছে জানি না, খোঁজ নিয়ে দেখব, প্রতিক্রিয়া পার্থপ্রতিম রায়ের
হুমকি নয়, অনুরোধ করা হয়েছে, বিতর্কের মুখে দাবি ব্লক সভাপতির

WB News Live Updates: এবার হুগলির বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান নিয়ে বিক্ষোভ

এবার হুগলির বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান নিয়ে বিক্ষোভ। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। ১৪৪ ধারা অমান্য করে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। ‘৬৪ ভোটে জয়ী পিন্টু মাহাতোকে কেন চেয়ারম্যান?’ ৩ হাজার ভোটে জয়ী সুবীর ঘোষকে চেয়ারম্যান করার দাবি। 

WB News Live Updates: টিকা নিলেই হাতে দেওয়া হচ্ছে সিলমোহর, বিতর্কে জলপাইগুড়ির সরকারি স্কুল

টিকা নিলেই হাতে দেওয়া হচ্ছে সিলমোহর। বিতর্কে জলপাইগুড়ির সরকারি স্কুল। পুরসভার নির্দেশে ছাত্রীদের হাতে সিলমোহর, দাবি স্কুল কর্তৃপক্ষের
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার পুরসভার চেয়ারম্যানের। অভিভাবকদের অভিযোগ পেয়ে জেলাশাসকের পদক্ষেপ। সিলমোহর মুছে হাতে লাল দাগ দেওয়ার সিদ্ধান্ত। টিকাপ্রাপকদের চিহ্নিত করতেই সিলমোহরের সিদ্ধান্ত, দাবি স্কুল কর্তৃপক্ষের

WB News Live Updates: যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে রাজ্যকে কেন্দ্রের স্বীকৃতি

যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে রাজ্যকে কেন্দ্রের স্বীকৃতি। যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে স্বর্ণ পদক পেল পূর্ব মেদিনীপুর। কেন্দ্রের কাছ ছেকে ব্রোঞ্জ পুরস্কার পেল নদিয়া। যক্ষ্মা নিবারণ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল দেশের ২০১টি জেলা। 

WB News Live Updates: ‘মুচলেকা’ দিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে কালনার কাউন্সিলরদের ভুল স্বীকার

‘মুচলেকা’ দিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে কালনার কাউন্সিলরদের ভুল স্বীকার । কালনা পুরসভাকাণ্ডে ক্ষমা চেয়ে চিঠি দিচ্ছেন ১৭ জন তৃণমূল কাউন্সিলর
বহিষ্কারের পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেতৃত্বকে চিঠি তপন পোড়েলের। সূত্রের খবর, তপনকে দলে ফেরানো হবে কিনা, সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।
১২ বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান হয়েছিলেন তপন পোড়েল। নেতাজি ইন্ডোরে কালনার কাউন্সিলরদের নিয়ে অরূপ বিশ্বাসের বৈঠক

WB News Live Updates: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিটের তদন্তে খুশি নন নিহতের স্ত্রী

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিটের তদন্তে খুশি নন নিহতের স্ত্রী। রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। নিহত কাউন্সিলরের স্ত্রীর দাবি, মূল অভিযুক্ত ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই পুলিশি তদন্তে তাঁদের আস্থা নেই বলে জানিয়েছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু।

WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপোকে জিজ্ঞাসাবাদ

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ভাইপোকে জিজ্ঞাসাবাদ। পুরুলিয়া মফস্বল থানায় নিয়ে এসে মিঠুন কান্দুকে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করেন বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা। গতকাল রাতে জেলা পুলিশের তরফে নোটিশ দেওয়া হয় মিঠুন কান্দুকে। 

WB News Live Updates: হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, তদন্তে ফরেন্সিক। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন ২ ফরেন্সিক বিশেষজ্ঞ।

WB News Live Updates: মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন

আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। হুডখোলা গাড়িতে চড়ে কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করে গেলেন জেলাশাসকের দফতরে। কিন্তু নথি সংক্রান্ত সমস্যায় মনোনয়ন জমা দিতে বিলম্ব হয় শত্রুঘ্নর।

West Bengal News Live Updates: ৪ বিধায়কের আসন বদল

শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতর্কের পর। এবার বিধানসভায় আসন বদল করা হল। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের।

WB News Live Updates: ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কয়লা পাচারকাণ্ডের তদন্তে  ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। বিনয় মিশ্র সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। ইডি-র নজরে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাদের অভিযোগ, এই দুটি অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ট্রান্সফার করা হয়েছে। ইডি-র দাবি, গত ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি।

West Bengal News Live Updates: খুন করে আত্মঘাতী

পূর্ব বর্ধমানের কাটোয়ায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। স্ত্রী, মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৃহকর্তা। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। 

WB News Live Updates: ‘সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকে কেন বিশ্ববাংলার লোগো ?’

‘সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকে কেন বিশ্ববাংলার লোগো?’, এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টের আইনজীবীর। অবিলম্বে সরকারি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে দায়ের মামলা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। 

West Bengal News Live Updates: শেওড়াফুলি স্টেশন সংলগ্ন আন্ডারপাস মেরামতের কাজ শুরু

খবরের জেরে বদলাতে চলেছে ছবিটা। সোমবার হুগলির শেওড়াফুলি স্টেশন সংলগ্ন আন্ডারপাস মেরামতের কাজ শুরু করল রেল কর্তৃপক্ষ।

WB News Live Updates: ব্যয় সঙ্কোচের সিদ্ধান্ত রবীন্দ্রনাথের

পুরপ্রধানের চেয়ারে বসেই ব্যয় সঙ্কোচের সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ঘোষের। নিজের ও ভাইস চেয়ারম্যানের গাড়ির তেল নেওয়া বন্ধ করলেন কোচবিহার পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান।

West Bengal News Live Updates: কাটোয়ার পানুহাটে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

কাটোয়ার পানুহাটে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। স্ত্রী, মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৃহকর্তা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পেশায় গাড়িচালক নইম শেখ। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সাড়া না পেয়ে দরজা ভেঙে তিনটি দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, গৃহকর্তার ঝুলন্ত, স্ত্রী মেঝেতে ও দম্পতির ১৪ বছরের মেয়ের দেহ বিছানায় পড়েছিল। কারণ খতিয়ে দেখছে কাটোয়া থানার পুলিশ। 

WB News Live Updates: গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ

গৃহবধূর আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় গৃহবধূ, তাঁর মা ও ভাইকে মারধরেরও অভিযোগ উঠেছে। মারধরে মাথা ফেটেছে গৃহবধূর মায়ের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানা এলাকায়। গৃহবধূর অভিযোগ, আপত্তিকর ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই তাঁকে ব্ল্যাকমেল করছিলেন ওই যুবক।

West Bengal News Live Updates: ১২ জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর-সহ ১৭ জনকে তলব

কালনা পুরসভার বোর্ড গঠন নিয়ে চাপানউতোরের রেশ এবার কলকাতায়। ১২ জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর-সহ ১৭ জনকে আজ কলকাতায় তলব করেছে রাজ্য নেতৃত্ব। এদের মধ্যে রয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত কাউন্সিলর তপন পোড়েলও।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট সম্পর্কে নির্দেশ

‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য কী ব্যবস্থা ?’ অবস্থান জানাতে নির্দেশ কেন্দ্রকে আগামী দু’সপ্তাহের মধ্যে অবস্থান জানাতে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

West Bengal News Live Updates:অটোর রুটেও বহিরাগত-তরজা

সপ্তাহ শুরুর দিনে বন্ধ গড়িয়া-বারুইপুর রুটের প্রায় বারোশো অটো। রাজপুর মোড়ে পথ অবরোধ। চালকদের অভিযোগ, রুট ভেঙে ঢুকে পড়ছে প্রচুর বেআইনি অটো।

WB News Live Updates: অভিষেকের মামলা জরুরি ভিত্তিতে উল্লেখ হল না সুপ্রিম কোর্টে

অভিষেকের মামলা জরুরি ভিত্তিতে উল্লেখ হল না সুপ্রিম কোর্টে। ‘রুটিন হয়ে যাচ্ছে, এতে তালিকাবদ্ধ মামলায় প্রভাব পড়ে’, জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক-রুজিরা। 

West Bengal News Live Updates: ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ পাঠভবনের পড়ুয়াদের। পরীক্ষা না দেওয়ার ডাক দিয়ে ভাষাবিদ্যা ভবনের সামনে বিক্ষোভ দেখায় পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়াদের একাংশ। অভিভাবকদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতিও বেধে যায়। আজ বিশ্বভারতীতে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম সেমিস্টারের পরীক্ষা ও মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। পাশাপাশি, তিনদফা দাবিতে ২২ দিন ধরে চলছে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন। 

WB News Live Updates: বন্যাত্রাণ কেলেঙ্কারিতে আত্মসমর্পণ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের

মালদার হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ কেলেঙ্কারিতে তৃণমূল নেতার পর এবার আত্মসমর্পণ করলেন পঞ্চায়েত সমিতির ত্রাণ কর্মাধ্যক্ষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শাসকদলের দুই নেতা-নেত্রীর আত্মসমর্পণ। হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েতে ২০১৭ সালের বন্যাত্রাণের ৭৬ লক্ষ টাকা তছরূপের অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলায় গত বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তৃণমূল নেতা আফসার হোসেন। একই পথে হেঁটে আজ সকালে থানায় আত্মসমর্পণ করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির ত্রাণ কর্মাধ্যক্ষ রোশেনারা খাতুন। এখনও ফেরার বরুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোনামণি সাহা।

West Bengal News Live Updates: আজ থেকে রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু

আজ থেকে রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ শুরু হল। কলকাতার ৩৪টি পুর স্বাস্থ্য কেন্দ্রে করবেভ্যাক্স দেওয়া হচ্ছে। প্রতিটি বরোতে দুটি করে স্বাস্থ্য কেন্দ্র বাছা হয়েছে। কয়েকটি সরকারি স্কুলেও ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ চলছে। বয়সের প্রমাণপত্র দেখালেই মিলবে টিকা। 

WB News Live Updates: আজ মনোনয়ন জমা দেবেন বাবুল সুপ্রিয়

১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচন। আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন বাবুল সুপ্রিয়। এরপর সন্ধেয় মে ফেয়ার রোড ও মল্লিকবাজার এলাকায় দুটি কর্মিসভা রয়েছে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর। 

West Bengal News Live Updates: রাজ্যে এলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন। রাজ্যে এলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। অন্ডাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক। রাজ্যে এসেই বিজেপির বহিরাগত আক্রমণের জবাব শত্রুঘ্নর।

WB News Live Updates: স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো নিয়ে প্রতিক্রিয়া দিলীপের

সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো লাগানো নিয়ে বলেন, কেন্দ্র সরকারে পয়সা প্রকল্প চালানো হচ্ছে আর পার্টির প্রচার করা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্প যারা পেয়েছেন সেই পরিবারকেও প্রচারের জন্য মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন। তো এটা সরকারি পয়সা পার্টির প্রচারের একটা উদাহরণ তৃণমূল করে দেখাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের দিয়েও রাজনীতির প্রচার করানো হচ্ছে

West Bengal News Live Updates: আজ ইডি দফতরে অভিষেক

কয়লা পাচার কাণ্ডের তদন্তে আজ ইডির দফতরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির সমন পেয়ে রবিবারই দিল্লিতে পৌঁছে গেছেন তিনি। যাওয়ার আগে ফের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। প্রশ্ন তোলেন কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে। অভিযোগ থাকলে আদালতে যান। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন অভিষেক।

WB News Live Updates: পথের দাবিতে পথে পড়ুয়ারা

খানাখন্দে ভরা রাস্তা। নিত্যদিন দুর্ঘটনার আতঙ্ক। বেহাল রাস্তা হাল ফেরাতে পথে নামল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ১ নম্বর ব্লকের বেশকিছু স্কুল পড়ুয়া। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: ই-কমার্স সংস্থায় দুঃসাহসিক ডাকাতি

মালদার চাঁচলে শান্তি মোড় এলাকায় ই কমার্স সংস্থায় দুঃসাহসিক ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ প্রায় ১১ লক্ষ টাকা। ২টি বাইকে করে ৪ জন দুষ্কৃতী রাতে হানা দেয় সংস্থার অফিসে। সেই সময় অফিসে ছিলেন ২ কর্মী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

WB News Live Updates: রাজ্যপালকে আমন্ত্রণে তরজা

বাংলার রাজ্যপালকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানালেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ। কংগ্রেস শাসিত রাজ্যে জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানোয় সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এখানে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দাবি করেছে কংগ্রেস।

West Bengal News Live Updates: কালনা পুরসভার ১৭ জয়ী তৃণমূল প্রার্থীকে তলব

আগামীকাল কালনা পুরসভার ১৭ জয়ী তৃণমূল প্রার্থীকে কলকাতায় তলব করল রাজ্য নেতৃত্ব। ডাকা হয়েছে বহিষ্কৃত তপন পোড়েলকেও। তৃণমূল সূত্রে খবর, সেখানে উপস্থিত থাকবেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, ১২ জন জয়ী তৃণমূল প্রার্থী কেন দলের ঘোষিত চেয়ারম্যানকে মানল না? তা জানতে চাওয়া হবে। দলের সিদ্ধান্ত মানতে হবে, সেই বার্তাও দেওয়া হবে তাঁদের, খবর তৃণমূল সূত্রে।  

WB News Live Updates: "বাংলায় হেরেছে বলে বিজেপির গাত্রদাহ"

পয়সার দুর্নীতিও প্রমাণ করতে পারবেন না। বাংলায় হেরেছে বলে বিজেপির গাত্রদাহ। তদন্তকারী সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, আক্রমণ অভিষেকের। মানুষ বক্তব্য শুনেছেন বলে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি, পাল্টা শমীক। 

West Bengal News Live Updates: কয়লাকাণ্ডে ইডির সমনে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কয়লাকাণ্ডে ইডির সমনে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়।  আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। প্রকাশ্যে যাঁদের কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। তাঁদের ডাকে না ইডি-সিবিআই, মন্তব্য অভিষেকের। অভিযোগ থাকলে আদালতে যান, পাল্টা শমীক ভট্টাচার্য।

WB News Live Updates: শিক্ষার ওপর দখলদারি চাইছে রাজ্য সরকার

শিক্ষার ওপর দখলদারি চাইছে রাজ্য সরকার। প্রতিক্রিয়া শিক্ষক সংগঠনের একাংশের। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। নীল সাদা রঙ কোনও দলের নয়, পাল্টা তৃণমূল। 

West Bengal News Live Updates: স্কুলের পড়ুয়াদের এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের এবার নীল-সাদা স্কুল ইউনিফর্ম। ছাত্রদের সাদা জামা, নীল প্যান্ট। ছাত্রীদের নীল-সাদা সালোয়ার কামিজ। ইউনিফর্মে থাকবে বিশ্ব-বাংলা লোগো। 

প্রেক্ষাপট

কলকাতা: আগামীকাল কালনা পুরসভার (Kalna Corporation) ১৭ জয়ী তৃণমূল প্রার্থীকে (TMC) কলকাতায় তলব করল রাজ্য নেতৃত্ব। ডাকা হয়েছে বহিষ্কৃত তপন পোড়েলকেও। তৃণমূল সূত্রে খবর, সেখানে উপস্থিত থাকবেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, ১২ জন জয়ী তৃণমূল প্রার্থী কেন দলের ঘোষিত চেয়ারম্যানকে মানল না? তা জানতে চাওয়া হবে। দলের সিদ্ধান্ত মানতে হবে, সেই বার্তাও দেওয়া হবে তাঁদের, খবর তৃণমূল সূত্রে।  


কোভিড (Covid) থেকে সেরে উঠলেও, রেহাই নেই। বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) ও যাদবপুরের (Jadavpur) আইআইসিবির সমীক্ষা বলছে, সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। বাড়ছে অনিদ্রা, ক্লান্তি, শ্বাসকষ্টের সমস্যা।


ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিত্সা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে। 


বাংলার রাজ্যপালকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানালেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ। কংগ্রেস শাসিত রাজ্যে জগদীপ ধনকড়কে আমন্ত্রণ জানানোয় সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এখানে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দাবি করেছে কংগ্রেস।


স্কুলে এবার নীল-সাদা পোশাক। পড়ুয়াদের ইউনিফর্মে থাকবে বিশ্ববাংলার লোগো। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।


খানাখন্দে ভরা রাস্তা। নিত্যদিন দুর্ঘটনার আতঙ্ক। বেহাল রাস্তা হাল ফেরাতে পথে নামল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ১ নম্বর ব্লকের বেশকিছু স্কুল পড়ুয়া। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


কয়লা ও গরু পাচারে উত্তরবঙ্গের তৃণমূল নেতারাও জড়িত। পুলিশ-প্রশাসনের একাংশের মদতে চলছে এই কারবার। সিবিআই তদন্ত হলেই দৌড়োদৌড়ি শুরু হবে, দাবি করলেন সুকান্ত মজুমদার। তারা এজেন্সির ভয় পায় না, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল।


অনলাইনে গেম খেলতে গিয়ে বেশ কয়েক হাজার টাকা লোকসান। বাড়িতে বকাবকি করায় দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গায় আত্মহত্যার চেষ্টা করল স্কুলছাত্র। এনভিএফ কর্মী ও হেস্টিংস থানার তৎপরতায় প্রাণরক্ষা হল বেহালার পড়ুয়ার।


আসানসোল লোকসভা উপনির্বাচনে এবার বহিরাগত তরজা। শত্রুঘ্ন সিন্হাকে প্রার্থী করায় তৃণমূলকে আক্রমণ করল বাম-বিজেপি। ইস্যু না পেয়ে বহিরগাত প্রশ্ন করছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.