West Bengal News Live : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ

West Bengal News live updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 22 Dec 2023 03:17 PM
Bengal News Update : নবান্নের সামনেই কাল পর্যন্ত ধর্না

নবান্নর সামনে থেকে সরকারি কর্মচারীদের ধর্না আন্দোলন সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট। আগের সময়সীমা থেকে একদিন কমিয়ে কাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি। 

WB News Live : কোচবিহারে সরকারি বাসে ধোঁয়া, চাঞ্চল্য

কোচবিহারে সরকারি বাসে আগুন, চাঞ্চল্য।  কোচবিহার মাথাভাঙা গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে হঠাৎই ধোঁয়া উঠতে শুরু করে, আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে বেরিয়ে আসে।

WB News Update : ইডি-র দফতরে পি সি সরকার জুনিয়র

ইডি-র দফতরে হাজিরা দিলেন পি সি সরকার জুনিয়র। ইডি-র তলবে হাজিরা দিলেন পি সি সরকার জুনিয়র। টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলায় তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য সম্পর্কে জানতে চাওয়া হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে ২০২১ সালে এই মামলায় পি সি সরকার জুনিয়রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই

WB News Live : কেন বিচারপতি সিন্হার স্বামীকে CID প্রায়ই ডেকে পাঠাচ্ছে? AG কে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

'বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে অন্য একটি মামলায়। কেন? এটা কি এতই গুরুত্বপূর্ণ মামলা?'
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Udayan Guha News : 'এই মাসেই পার্টি অফিস খুলব' চ্যালেঞ্জ ছুড়লেন মন্ত্রী উদয়ন গুহ

এই মাসেই পার্টি অফিস খুলব। আইনশৃঙ্খলার অবণতি হলে দায়ী থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী। ভেটাগুড়িতে তৃণমূলের দুটি পার্টি অফিস খোলা নিয়ে, এভাবেই নাম না করে নিশীথ প্রামাণিককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী উদয়ন গুহ। মানুষ সঙ্গে নেই, তাই পার্টি অফিস খুলতে পারছে না তৃণমূল। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live : এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে আজ ফের ব্রাত্য বসুর বৈঠক

এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে আজ ফের শিক্ষামন্ত্রীর বৈঠক। বৈঠকে যোগ দিতে বিকাশভবনে পৌঁছল চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দল। বিকাশভবনে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

WB News Live : মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ। কালীঘাটে আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। মহিলা পুলিশ দিয়ে তোলা হল আন্দোলনকারীদের। ডিসি সাউথের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী

WB News Live : জেলায় জেলায়গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানির শিকার

গ্যাস সিলিন্ডার পেতে আধার লিঙ্ক করানোর জন্য চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। মেমারিতে গ্যাস অফিসের সামনে ভোরবেলা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কেউ ভোর ৪ টে, কেউ ভোর ৫ টায় এসে লাইন দিচ্ছেন । তারপরও ঠিকমতো লিঙ্ক করানো যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকেই।  অনলাইনে এই পরিষেবা না মেলায় ক্ষুদ্ধ গ্রাহকরা। 

WB News Update : বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

নারকেলডাঙায় বিজেপি নেতা ও তাঁর স্ত্রী-ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল বেলেঘাটা এলাকায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির প্রতিবাদে বিজেপির একটি সভা ছিল। সেখানে যোগ দিয়েছিলেন বিজেপির বেলেঘাটা মণ্ডলের সম্পাদক সঞ্জয় সিং। অভিযোগ, ক্যানাল ওয়েস্ট রোডের বাড়িতে ফেরার পর রাত ১০ টা নাগাদ বাড়ির সামনেই তাঁকে মারধর করা হয়।

WB News Live : গ্যাস সিলিন্ডার কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করাতে কলকাতাতেও লম্বা লাইন

গ্যাস সিলিন্ডার কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক করাতে কলকাতাতেও লম্বা লাইন । ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থার ডিলারদের তরফে। কিন্তু তার পরও উদ্বেগ কাটছে না গ্রাহকদের

WB News live : আদালত থেকে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ

আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। 
গতকালই শর্তসাপেক্ষে সংগ্রামী যৌথ মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেন বিচারপতি মান্থা। ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছিল় আদালত। 

Insaf Yatra : পদযাত্রায় সামিল হাজার দুয়েক বাম কর্মী সমর্থক, ৫০ দিনে ইনসাফ যাত্রা

৫০ দিনে পড়ল ইনসাফ যাত্রা। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরে শেষ হবে পদযাত্রা। ইনসাফ যাত্রার শেষ দিনে পদযাত্রায় সামিল হাজার দুয়েক বাম কর্মী সমর্থক। 

WB News Live : ধর্না কর্মসূচিতে স্লোগানের জন্য আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে তুমুল বচসা।

নবান্নর সামনে ধর্না কর্মসূচিতে স্লোগানের জন্য আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে তুমুল বচসা।   বকেয়া ডিএ-র দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে সকালেও উত্তেজনা। ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। 

West Bengal Corona Update : রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন

রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন। এদের মধ্যে, বেলভিউতে ভর্তি রয়েছেন ২ জন। একজন মিডলটন রো ও অপর আক্রান্ত ভবানীপুরের বাসিন্দা। উডল্যান্ডসে ভর্তি রয়েছেন ভবানীপুরের আরেক বাসিন্দাও। কলকাতা মেডিক্যাল কলেজে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৬ মাসের এক শিশু।

Kolkata Covid 19 Update : কলকাতায় কোভিড আক্রান্ত হলেন আরও ১ জন

কলকাতায় কোভিড আক্রান্ত হলেন আরও ১ জন। বেলভিউতে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা।

WB News Live : জগদ্দলে ভিকি যাদব খুনে অর্জুনের ভাইপো গ্রেফতার!

জগদ্দলে ভিকি যাদব খুনে অর্জুনের ভাইপো গ্রেফতার! ২২ নভেম্বর বাড়ির সামনেই গুলি করে খুন। সঞ্জিতই মাস্টারমাইন্ড, দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। 

WB News Live : আজ থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক বিরোধীদের ইন্ডিয়া জোটের

১৪৬ জন সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে আজ থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক বিরোধীদের ইন্ডিয়া জোটের। যন্তর মন্তরে আজ সকাল সাড়ে ১১টা থেকে বিরোধীদের কর্মসূচিতে থাকবেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গাঁধী।

WB News Live : গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়

শেষপর্যন্ত জগদ্দলের তৃণমূল বিধায়কের দাবিতেই মান্যতা। গ্রেফতার অর্জুন সিংয়ের আত্মীয়! কী করে জানলেন? পাল্টা চক্রান্তের অভিযোগ করেছেন ব্যারাকপুরের সাংসদ। 

Wb News Live : ফের আসছেন অমিত শাহ

১ মাসের মধ্যে ফের বঙ্গ সফরে অমিত শাহ। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার রাজ্য বিজেপি নেতৃত্বর সঙ্গে দিনভর বৈঠক করবেন তিনি। আসুন, লাভ নেই, পাল্টা খোঁচা তৃণমূলের। গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত মজুমদার। বৈঠকে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও।

WB News Live : নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে পারেননি আন্দোলনকারীরা

পূর্ব নির্ধারিত জায়গা নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে পারেননি আন্দোলনকারীরা। গতকাল যখন তাঁরা অবস্থানস্থল পরিদর্শনে এসেছিলেন, তখন থেকেই তাঁদের বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

WB News Live : বাসস্ট্যান্ডে নয়, ব্রিজের নীচে একটি জায়গায় চলছে ধর্না

হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের বসতে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের। বাসস্ট্যান্ডের সামনে দ্বিস্তরীয় ব্যারিকেড করে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন ডিএ আন্দোলনকারীরা। পরে ব্রিজের নীচে একটি জায়গা পুলিশের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়।

WB News Live : সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থানে বসা ঘিরে উত্তেজনা

বকেয়া ডিএ-র দাবিতে, সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থানে বসা ঘিরে উত্তেজনা।ভোর সাড়ে পাঁচটা থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাধে সরকারি কর্মচারীদের

প্রেক্ষাপট


  •  বড়দিনের আগে ডিএ ( DA )  বাড়ল সরকারি কর্মীদের। আরও ৪ শতাংশ ঘোষণা মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) । ১ জানুয়ারি থেকে কার্যকর। কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্যের ৩৬ শতাংশের ফারাক।

  • নবান্নের কাছে ধর্নায় হাইকোর্টের অনুমতির মধ্যেই বর্ধিত ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটের আগে ললিপপ, কটাক্ষ শুভেন্দুর। শুধুই রাজনীতি, পাল্টা তৃণমূল। 

  • ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। নতুন বছরে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অধিকারের দাবিতে আন্দোলনে অনড় সরকারি কর্মীরা। রাতেই ধর্না স্থল পরিদর্শন। 

  • ধোপে টিকল না পুলিশের আপত্তি। সরকারের সদিচ্ছার কথা বলেও নবান্নের কাছে ২২ থেকে ২৪ ডিসেম্বর সরকারি কর্মীদের ধর্নায় অনুমতি হাইকোর্টের। 

  • জগদ্দলে ভিকি যাদব খুনে অর্জুনের ভাইপো গ্রেফতার! ২২ নভেম্বর বাড়ির সামনেই গুলি করে খুন। সঞ্জিতই মাস্টারমাইন্ড, দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক। 

  • শেষপর্যন্ত তৃণমূল বিধায়কের দাবিতেই মান্যতা। গ্রেফতার অর্জুনের ভাইপো! পাল্টা সোমনাথের সঙ্গে মূল অভিযুক্তের ছবি দিয়ে চক্রান্তের তত্ত্ব ব্যারাকপুরের সাংসদেরৃ

  • ১ মাসের মধ্যে ফের বঙ্গ সফরে অমিত শাহ। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার নেতৃত্বর সঙ্গে দিনভর বৈঠক। আসুন, লাভ নেই, পাল্টা খোঁচা তৃণমূলের।

  • কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছে না গ্রামের মানুষ, খবর করতে গিয়ে আক্রান্ত মিডিয়া। বাংলায় সাংবাদিকদের উপর হামলা নিয়ে লোকসভায় সরব অনুরাগ। 

  • বন দফতরে বসেই ধানের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করেছেন বালু? অরণ্য ভবনে তল্লাশির পরে সন্দেহ ইডির। প্রচুর চুক্তিপত্র, স্ট্যাম্প পেপার উদ্ধার। 

  • রাজ্যে এবার সিবিআই-থানার প্রয়োজন। আলিপুরদুয়ার সমবায় মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বললেন, নতুন নতুন দুর্নীতির অভিযোগ, মানুষ ঘুরে ঘুরে হয়রান। 

  • এসএসসি পুকুর হলে, চাকরি মাছ। যার যা পছন্দ তুললেই হল। স্কুলে নিয়োগের মামলায় মন্তব্য বিচারপতি বসুর। জানতে চাইলেন এসএসসি-চেয়ারম্যান নিয়োগ পদ্ধতি। 

  • জিজ্ঞাসাবাদের নামে হেনস্থার অভিযোগ বিচারপতি সিন্হার আইনজীবী স্বামীর। পাল্টা অপবাদ দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ সিআইডির।

  • কলকাতায় ফিরল করোনা আতঙ্ক। ৩ হাসপাতালে ৩ আক্রান্তের হদিশ। ৩ জনের মধ্যে একজন বিহারের ৬ মাসের শিশু। দেশে ২ সপ্তাহে ১৬জনের মৃত্যু। 

  • সংসদে স্মোক হানা, দিল্লি পুলিশের হাত থেকে সুরক্ষায় সিআইএসএফ। তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে কর্ণাটক ও উত্তরপ্রদেশে আটক আরও ২। 

  • বিরোধী অভিযানের মধ্যেই রাজৌরিতে সেনা কনভয়ে হামলা। নিহত ৪ জওয়ান, জখম ৩। পাল্টা জবাব সেনাবাহিনীর। শোকপ্রকাশ করে জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা রাহুলের।

  •  চেক প্রজাতন্ত্রের প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ১৫, 
    আরও ১২জন আহত। গুলির লড়াইয়ে হামলাকারীরও মৃত্যু।

  • শ্রীরামপুর পুলিশ স্টেশনকে অন্যতম সেরা পুলিশ স্টেশন ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। পুলিশকে কুর্নিশ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

  • বড়দিনের আগে আলোয় সাজল পার্ক স্ট্রিট। চারিদিকে আলোর মেলা। অ্যালেন পার্কে গেলেন মুখ্যমন্ত্রী। ১৩তম কলকাতা খ্রিসমাস উৎসবের সূচনা। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.