West Bengal News Live: ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে একদিনে ৩১জন সংক্রমিত

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Apr 2022 11:26 PM
West Bengal News Live: দুর্গাপুরে এফসিআই গোডাউনে লরি মালিকদের ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’, বিপাকে রেশন ডিলাররা

দুর্গাপুরে এফসিআই গোডাউনে লরি মালিকদের ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’। বিপাকে রেশন ডিলাররা, রেশনের চাল-গম না নিয়েই ফিরলেন পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান থেকে লরি নিয়ে গিয়েও ফিরতে হল রেশন ডিলারদের। ‘অন্য জায়গার নয়, লরি লাগলে দুর্গাপুর থেকেই নিতে হবে’। ‘বাইরের কোনও লরিতে এফসিআই-এর চাল-গম তোলা যাবে না’। হুঁশিয়ারি দুর্গাপুর লরি মালিক সমিতির। কাল থেকে রেশন সামগ্রী কীভাবে দেওয়া যাবে? চিন্তায় রেশন ডিলাররা। ‘সবই তৃণমূলের কাটমানির জন্য হচ্ছে’। একযোগে কটাক্ষ বাম-বিজেপির। কথা বলে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক ।

WB News Live Updates: কোর কমিটিতে নাম না থাকার পরেই জল্পনা বাড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ

কমিটি নিয়ে ক্ষোভ এবার তৃণমূলে। কোর কমিটিতে নাম না থাকার পরেই জল্পনা বাড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। মুক্ত বিহঙ্গ বলে ফেসবুক পোস্ট। 

West Bengal News Live: ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে একদিনে ৩১জন সংক্রমিত

ফের চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩১জন সংক্রমিত, ১জনের মৃত্যু। দিল্লিতেও বাড়ছে সংক্রমণ, একদিনে ১ হাজার ৯৪জন আক্রান্ত। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু। দেশে ফের বাড়ল সংক্রমণ, একদিনে ২ হাজার ৫২৭জন আক্রান্ত। কিছুটা কমে দেশে একদিনে করোনায় ৩৩জনের মৃত্যু। মাদ্রাজ আইআইটিতে একসঙ্গে ৫৫জন করোনা আক্রান্ত

WB News Live Updates: আইপিএলে বেটিংয়ের অভিযোগ, পার্ক স্ট্রিটে গ্রেফতার ৪

আইপিএলে বেটিংয়ের অভিযোগ, পার্ক স্ট্রিটে গ্রেফতার ৪। লালবাজারের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৪। উদ্ধার নগদ ২ লক্ষ ৭৭ হাজার টাকা। বাজেয়াপ্ত ৮টি মোবাইল ফোন, ল্যাপটপ।

West Bengal News Live: জাহাঙ্গিরপুরী-হিংসায় এবার দঃ ২৪ পরগনার মন্দিরতলায় দিল্লি পুলিশ

জাহাঙ্গিরপুরী-হিংসায় এবার দঃ ২৪ পরগনার মন্দিরতলায় দিল্লি পুলিশ । পূর্ব মেদিনীপুরের পর এবার দঃ ২৪ পরগনায় দিল্লি পুলিশের বিশেষ দল।দিল্লি-হিংসায় অভিযুক্তদের স্থায়ী ঠিকানার খোঁজে দিল্লি পুলিশ । মন্দিরবাজারের সেকেন্দরপুর গ্রামে গিয়ে দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ। ডায়মন্ড হারবার থানাতেও গেল দিল্লি পুলিশের বিশেষ দল

WB News Live Updates: কাশ্মীরে কাজে গিয়ে জঙ্গিদের গুলিতে জখম মালদার দুই ব্যক্তি

কাশ্মীরে কাজে গিয়ে জঙ্গিদের গুলিতে জখম মালদার দুই ব্যক্তি। আহতরা হলেন নাজিবুল আলম ও আনিকুল ইসলাম। গতকাল শ্রীনগরের কাছে বদগামে ভাড়াবাড়িতে গুলিবিদ্ধ হন তাঁরা। উদ্বিগ্ন পরিবার-পরিজনরা। 

West Bengal News Live: দিল্লির পর এবার উত্তরপ্রদেশে তৃণমূলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’

দিল্লির পর এবার উত্তরপ্রদেশে তৃণমূলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। কাল সকালে প্রয়াগরাজ যাচ্ছে তৃণমূলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে দোলা সেন, মমতাবালা ঠাকুর।

WB News Live Updates: ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি

একসঙ্গে ১৩ জন রোহিঙ্গা গ্রেফতার। নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি তাদের গ্রেফতার করে। এদের মধ্যে ৬ জন শিশু রয়েছে বলেও খবর। ধৃতরা মায়ানমারের বাসিন্দা। 

West Bengal News Live: গরুপাচার মামলায় আজ সিবিআই দফতরে গেলেন না অনুব্রত

গরুপাচার মামলায় আজ সিবিআই দফতরে গেলেন না অনুব্রত মণ্ডল। "অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না।
চিকিত্‍সকরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।" সিবিআই-কে ই-মেল অনুব্রতর

WB News Live Updates: কাল সকাল ১১টায় ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তলব অনুব্রতকে

জোড়া চাপে অনুব্রত মণ্ডল। আজ গরুপাচারকাণ্ডে হাজিরার নির্দেশ সিবিআইয়ের। কাল ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তলব। কাল সকাল ১১টায় অনুব্রতকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তলব করা হয়েছে।

West Bengal News Live: নদিয়ার গাংনাপুরে গৃহবধূকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার ৬

নদিয়ার গাংনাপুরে গৃহবধূকে গণধর্ষণ ও খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশের পর তৎপর পুলিশ। গ্রেফতার এফআইআরে নাম থাকা ৬ অভিযুক্ত। এখনও অধরা মূল ষড়যন্ত্রী তৃণমূল পঞ্চায়েত সদস্য। তৃণমূল নেতার উপস্থিতিতেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। 

WB News Live Updates: "আমার ছেলেকে খুন করা হয়েছে", অভিযোগ বিশ্বভারতীতে মৃত ছাত্রের বাবার

"আমার ছেলেকে খুন করা হয়েছে"। এমনই অভিযোগ তুললেন বিশ্বভারতীতে মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। মৃত ছাত্রের পরিবারের দাবি, প্রকৃত তথ্য সামনে আসুক। ওয়ার্ডেনকে গ্রেফতারের দাবিও জানান তাঁরা। সঞ্জীব দাস বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। সিবিআই তদন্ত হয়ে আমার ছেলেকে যারা মেরেছে তাদের আসল তথ্য যেন বেরিয়ে আসে।

West Bengal News Live: কোচবিহারে তৃণমূলের নতুন কোর কমিটি নিয়ে বিতর্ক, ১১ জনের কোর কমিটিতে নেই রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে তৃণমূলের নতুন কোর কমিটি নিয়ে বিতর্ক। ১১ জনের কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের। ১১ জনের কমিটিতে আহ্বায়ক পার্থপ্রতিম রায়। "আমি এখন মুক্ত বিহঙ্গ", ফেসবুকে পোস্ট রবীন্দ্রনাথ ঘোষের। "আমাকে না জানিয়ে কোর কমিটি গড়া হয়েছে, রবীন্দ্রনাথ ঘোষ কেন ১১ জনের কমিটিতে নেই, ভাবতে পারছি না। কীভাবে পার্থপ্রতিম রায় আহ্বায়ক হন।" প্রশ্ন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যানের। ‘কারও কোনও প্রশ্ন থাগলে সুব্রত বক্সীকে বলতে পারেন। মন্তব্য তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের। তৃণমূলে একটাই পোস্ট, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রতকে সিবিআই তলব

এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রতকে সিবিআই তলব। আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে আজই হাজিরার নোটিস সিবিআইয়ের, গতকাল রাতে এসএসকেএম থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। এসএসকেএম থেকে ছাড়া পেয়ে চিনার পার্কের ফ্ল্যাটে আছেন অনুব্রত।

West Bengal News Live: দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুতে ফুঁসছে বিশ্বভারতী, বেলা গড়াতেই ফের উত্তেজনা

দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুতে ফুঁসছে বিশ্বভারতী। বেলা গড়াতেই ফের উত্তেজনা। উপাচার্যর বাসভবনের সামনে বাইক বাহিনী। পুলিশ ধাওয়া করায় চম্পট দেয়। 

WB News Live Updates: তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার ঝাড়গ্রাম শহর সংলগ্ন মানিকপাড়ায়

জঙ্গলমহলে ফের মাও-আতঙ্ক। এবার তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার হল। ঝাড়গ্রাম শহর সংলগ্ন মানিকপাড়া এলাকায় মিলল পোস্টার। তাতে লেখা রয়েছে, "এতদিন তৃণমূল খেলেছে জনগণের সঙ্গে। এবার মাওবাদী খেলবে তৃণমূল নেতাদের সঙ্গে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারগুলি তুলে নিয়ে গিয়েছে পুলিশ। গত কয়েকদিন ঝাড়গ্রামের বিভিন্ন অংশে দেখা গিয়েছে মাও পোস্টার।

West Bengal News Live: ঝাড়গ্রামে জাতীয় সড়কে গুলি, গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঝাড়গ্রামে গুলি, গুলিবিদ্ধ যুবক, ভর্তি মোহনপুর গ্রামীণ হাসপাতালে। গোপীবল্লভপুর থেকে লোধাশুলি যাওয়ার পথে জাতীয় সড়কে গুলি। গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে বাইক ও টাকা-পয়সা ছিনতাই। 

WB News Live Updates: দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বটলিং প্লান্টে তোলাবাজির অভিযোগ

দুর্গাপুরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বটলিং প্লান্টে তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ পরিবহণ ব্যবসায়ীদের একাংশের। কাটমানির বখরা নিয়ে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বেই এই সমস্যা। অভিযোগ বিরোধীদের। পুরোটাই বদনাম করার চেষ্টা। পাল্টা অভিযোগ তৃণমূলের।

West Bengal News Live: জেলায় জেলায় উষ্ণতার পারদ চড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের চাহিদা

জেলায় জেলায় উষ্ণতার পারদ চড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের চাহিদা। উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকায় জলসঙ্কটের কারণে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। জল সমস্যা নিয়ে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। অন্যদিকে বাঁকুড়ায় ভূগর্ভস্থ পাম্পগুলিকে সচল রাখতে কংসাবতী কর্তৃপক্ষের শরণাপন্ন হল পুরসভা।

WB News Live Updates: কোন্নগর গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি

কোন্নগর গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে কোন্নগর শহর জুড়ে মিছিল করা হয়। সঙ্গে ছিলেন হুগলি জেলার মহিলা মোর্চা ও বিজেপি কর্মীরা। 

West Bengal News Live: কার্জন পার্কের সামনে গাড়িতে আগুন, আহত চালক

কার্জন পার্কের সামনে গাড়িতে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। আগুন লেগে যাওয়ায় গাড়ি থেকে বেরোতে গিয়ে আহত চালক। রাস্তায় জ্বলন্ত গাড়ি দেখে আতঙ্কে পথচারীরা। 

WB News Live Updates: দাম নিয়ন্ত্রণে ২ জেলায় অভিযান, মধ্য হাওড়া, বাঁকুড়ার বাজারে হানা ইবি-র

দাম নিয়ন্ত্রণে ২ জেলায় অভিযান, মধ্য হাওড়া, বাঁকুড়ার বাজারে হানা ইবি-র

West Bengal News Live: বহরমপুর থানা এলাকায় নিজের কাছে রাখা বোমা ফেটে জখম এক দুষ্কৃতী

মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় নিজের কাছে রাখা বোমা ফেটে জখম এক দুষ্কৃতী। ভর্তি হাসপাতালে। ধৃত হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নিজের কাছে রাখা বোমা ফেটে জখম হয় ওই দুষ্কৃতী। সঙ্গে ছিল আরও ২ জন। তারা পালিয়ে যায়। কী কারণে বোমা নিয়ে দুষ্কৃতীরা ওখানে হাজির হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: বেল্টের ভিতরে পুরে পাচার করা হচ্ছিল সোনার বার, আটক এক

বেল্টের ভিতরে পুরে পাচার করা হচ্ছিল সোনার বার। পাচারের আগে উদ্ধার ৫৬ লক্ষ টাকার সোনা। আটক এক পাচারকারী। গতকাল রাতে তল্লাশি অভিযান চালায় শুল্ক দফতর। হাওড়া ব্রিজের কাছে এক ব্যক্তির কাছে মেলে ১০টি সোনার বার। কোথা থেকে আনা হয়েছিল, কোথায় সোনা পাচার করা হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live: বেলা গড়াতেই বিশ্বভারতীতে উত্তেজনা, উপাচার্যর বাসভবনের সামনে বাইক বাহিনী

বেলা গড়াতেই বিশ্বভারতীতে উত্তেজনা, উপাচার্যর বাসভবনের সামনে বাইক বাহিনী।

WB News Live Updates: বিল না দিয়ে রেলযাত্রীদের খাবারে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠল IRCTC-র বিরুদ্ধে

বিল না দিয়ে রেলযাত্রীদের খাবারে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠল IRCTC-র বিরুদ্ধে। রেলযাত্রী ট্যুইটে অভিযোগ করতেই দেওয়া হল বিল। সেই সঙ্গে ফেরানো হল অতিরিক্ত নেওয়া ১২০ টাকা। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে IRCTC। 

West Bengal News Live: পরিত্যক্ত অটো থেকে বিপুল বোমা, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় নতুন তথ্য

পরিত্যক্ত অটো থেকে বিপুল বোমা, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় নতুন তথ্য

WB News Live Updates: প্রত্যন্ত গ্রামের দুস্থ পরিবারের যুবক-যুবতীদের নিয়ে গণবিবাহের আসর

প্রত্যন্ত গ্রামের দুস্থ পরিবারের যুবক-যুবতীদের নিয়ে গণবিবাহের আসর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সাত পাকে বাঁধা পড়লেন ১০জন পাত্রপাত্রী।

West Bengal News Live: সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা

দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন, ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা। ধৃত শামসুল ইসলাম নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগকারী তিন তৃণমূল সদস্যের অভিযোগ, প্রধান গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রধানের অনুগামীরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান-ঘনিষ্ঠরা। গ্রেফতারের প্রতিবাদে আজ সকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দাউদপুরের তৃণমূল প্রধানের বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে চাকরি করেও প্রধান হিসেবে বছরের পর বছর ভাতা নেওয়া ও সরকারি প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিডিও-র অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধানকে গ্রেফতার করে পুলিশ। 

WB News Live Updates: গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি

সিবিআইয়ের পর এবার গরুপাচারকাণ্ডে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর, দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয় সাসপেন্ডেড বিএসএফ আধিকারিককে। ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ইডি-র অভিযোগ, গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা নেন সতীশ কুমার। জিজ্ঞাসাবাদের সময় ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করা ও বয়ানে অসঙ্গতি থাকারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আজই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্টকে। রিমান্ডে নিয়ে জেরা করার আবেদন জানাবে ইডি। খবর সূত্রের।

West Bengal News Live: দিলীপ ঘোষের পর এবার রাজ্য নেতৃত্বকে বার্তা অনুপম হাজরার!

পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে! আত্ম অহঙ্কার ছাড়ো, আত্মবিশ্লেষণ করো। দিলীপ ঘোষের পর এবার ট্যুইটারে রাজ্য নেতৃত্বকে বার্তা দিলেন অনুপম হাজরা। দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রতিক্রিয়া শমীকের।

WB News Live Updates: শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে আচমকা একটি ট্রেন বাতিল হওয়ায় রেল অবরোধ

শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লাইনে আচমকা একটি ট্রেন বাতিল হওয়ায় রেল অবরোধ। বেতবেড়িয়া স্টেশনের কাছে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ক্ষুব্ধ যাত্রীরা। ফলে সকাল ৭টা থেকে ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে এবার উঠে এল প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর নাম

ঝালদাকাণ্ডে এবার উঠে এল প্রাক্তন যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর নাম। ২০১৭ সালে ঝালদা পুরসভার তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন তপন কান্দুরা। তখনই বিনয় মিশ্র ঝালদায় এসে তাঁদের হুমকি দেন বলে অভিযোগ। বিনয়ের ঝালদা আসার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূলের চেয়ারম্যানও।

WB News Live Updates: খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার

খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার। হরিদেবপুরে ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে মিলল ১৯টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। গতকাল রাতে দীর্ঘক্ষণ অটো দাঁড় করানো আছে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে হরিদেবপুর থানার পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে। এত অস্ত্র কোথা থেকে এল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live: রাতের শহরে জোড়া দুর্ঘটনা

রাতের শহরে জোড়া দুর্ঘটনা। ইকো পার্কের কাছে পণ্যবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। রাত ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। লরি চালক পলাতক। রাত সোয়া ১২টা নাগাদ সল্টলেক পিএনবি আইল্যান্ডে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে চালক ছাড়া একজন যাত্রী ছিলেন। চালক আহত হন।

WB News Live Updates: ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর, তপন কান্দুর ময়নাতদন্তের রিপোর্টেই ছিল অসঙ্গতি!

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর, তপন কান্দুর ময়নাতদন্তের রিপোর্টেই ছিল অসঙ্গতি! সিবিআই সূত্রে এমনই দাবি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, ময়নাতদন্তকারী চিকিৎসকও ভুলের কথা স্বীকার করেছেন। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই ভুল সিটের নজরে আসেনি কেন?

West Bengal News Live: ছাত্র মৃত্যু ঘিরে উত্তাল বিশ্বভারতী, গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের একাংশের

ছাত্র মৃত্যু ঘিরে উত্তাল বিশ্বভারতী। গেটের তালা ভেঙে উপাচার্যর বাড়িতে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের একাংশের। 

WB News Live Updates: পুলিশ লেখা গাড়িতে এসে সোনারপুর থানার অদূরে দুষ্কৃতী তাণ্ডব

পুলিশ লেখা গাড়িতে এসে সোনারপুর থানার অদূরে দুষ্কৃতী তাণ্ডব। থানার অদূরেই চলল গুলি। বন্দুক উঁচিয়ে ব্যবসায়ীদের হুমকি। গ্রেফতার ৫।

West Bengal News Live: ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা, ৩০ এপ্রিল বৈঠক

ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা। ৩০ এপ্রিল বৈঠক। পড়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির পথ খোঁজার চেষ্টা। ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মমতা।

প্রেক্ষাপট

দিল্লির হিংসা (Delhi Violence) বিধ্বস্ত জাহাঙ্গিরপুরীতে ঢুকতেই পারল না তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশি বাধার অভিযোগ। নির্দিষ্ট পথে যায়নি বলেই বাধা, দাবি দিল্লি পুলিশের।


কুশল চকে গেলেও স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারলেন না সমাজবাদী পার্টির প্রতিনিধি দল। ডি রাজাকেও বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এএনআই সূত্রে খবর।


বিরোধী হলেই বাধা। অভিযোগ সুদীপের। বগটুইকাণ্ডের পর কেন যায়নি তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ? নিরাপত্তার কারণে আটকেছে পুলিশ। পাল্টা বিজেপি। 


দিল্লি-হিংসার মূল চক্রীর সঙ্গে এবার বিজেপি-যোগ। বিজেপি সখ্যের পক্ষে তৃণমূলের একাধিক নেতার ট্যুইট। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা রাহুল সিন্হা।


ফের দিল্লিতে একমঞ্চে মোদি-মমতা। ৩০ এপ্রিল বৈঠক। পড়ে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির পথ খোঁজার চেষ্টা। ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মমতা (Mamata Banejee)।


 শিক্ষিতদের প্রতি কি দিলীপের (Dilip Ghosh) অ্যালার্জি ? এইট পাস, অর্ধশিক্ষিত। ফের দিলীপ ঘোষকে নিশানা তথাগত রায়ের। বয়স হলে বুঝতে অসুবিধা হয়। পাল্টা দিলীপ।


আত্ম অহঙ্কার ছাড়, আত্মবিশ্লেষণ করো। পুরনো মানুষগুলো ধীরে তলিয়ে যাচ্ছে। দিলীপের পর এবার ট্যুইট অনুপমের। দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রতিক্রিয়া শমীকের।


 পুলিশ লেখা গাড়িতে এসে সোনারপুর থানার অদূরে দুষ্কৃতী তাণ্ডব। থানার অদূরেই চলল গুলি। বন্দুক উঁচিয়ে ব্যবসায়ীদের হুমকি। গ্রেফতার ৫।


 পোস্তায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ। বিহার থেকে গ্রেফতার প্রতিবেশী। আতঙ্কে তিনদিন অভিযোগ জানাতে পারেনি নির্যাতিতা, দাবি পরিবারের।


মাটিয়া, দেগঙ্গা, ইংরেজবাজার, বাঁশদ্রোণীর পর এবার নামখানা গণধর্ষণকাণ্ডের তদন্তের নজরদারিতে দময়ন্তী সেন। নির্দেশ হাইকোর্টের।


মালদার হবিবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত। 


কলকাতায় ফের চিটফান্ডের পর্দাফাঁস। ২ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার। টার্গেট ছিল বিত্তশালীরা, পুলিশ সূত্রে খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.