West Bengal News Live: মালদার মানিকচকে বিজেপি প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ
বগটুই গ্রামে পুলিশে ছয়লাপ, রামপুরহাটকাণ্ডে রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির, বাগডোগরা রানওয়েতে ফের ফাটল। জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
বগটুইকাণ্ডে অনুব্রত মণ্ডল টিভিতে বিস্ফোরণের জেরে আগুন ছড়ানোর তত্ত্ব খাড়া করলেও, প্রত্যক্ষদর্শীদের গলায় শোনা গেছে অন্য সুর। তাঁদের দাবি, সোমবার বেছে বেছে বাড়িতে আগুন লাগানো হয়েছিল। বুধবার ঘটনাস্থলে গিয়েও দেখা গেছে, পরপর বাড়িতে আগুন লাগেনি।
রামপুরহাটের বগটুই গ্রামের হত্যালীলার সমালোচনায় সরব হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে বিভাস চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। তবে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো এবার কী তাঁদের পথে নামতে দেখা যাবে? উত্তরে শুভাপ্রসন্ন জানালেন, দুই ঘটনা এক নয়।
মালদার মানিকচকে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি প্রধানের বিরুদ্ধে। এ নিয়ে বিডিও-র কাছে নালিশ জানিয়েছেন তৃণমূল সদস্যরা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রামপুরহাটে হত্যালীলার মধ্যেই নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। বগুলায় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। যারা এই হত্যালীলা ঘটিয়েছে, তাদের যেন বাংলার মানুষ ক্ষমা না করে। এদিকে মুখ্যমন্ত্রীর দাবি, চক্রান্ত করে বদনাম করার চেষ্টা হচ্ছে।
প্রথমে বাড়ির সুইচ বোর্ডগুলোতে বোমা মারা হয়। এরপর পেট্রোল ঢেলে লাগিয়ে দেওয়া হয় আগুন। শুধু ঘরের জিনিসপত্র নয়, আগুন লাগার পর ঘর থেকে বেরিয়ে আসার সময় ঝলসে গিয়েছে হাত-পা। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছে বকটুই গ্রামের বাসিন্দা নেকলাল শেখের পরিবার। নেকলাল পলাতক।
গ্রামবাসীদের বিক্ষোভে আটকে পড়ল আবগারি দফতরের গাড়ি। সূত্রের খবর, গতরাতে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের আবগারি দফতর, ২ গ্রামবাসীকে আটক করে। গ্রেফতার করা হয় আরও ২ জনকে। আটক গ্রামবাসীদের ছাড়ানোর দাবিতে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।
কেন্দ্রীয় ফরেন্সিক টিম আসার আগে রাজ্য ফরেন্সিকের টিমকে দিয়ে তথ্য লোপাটের চেষ্টা হচ্ছে। রামপুরহাটে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শকুনের রাজনীতি করছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বীরভূমের যাওয়ার আগে বিজেপি বিধায়কদের ল্যাংচা খাওয়া নিয়েও তুঙ্গে বিতর্ক।
বগটুই গ্রামে যাওয়ার পথে বিজেপি বিধায়কদের ল্যাংচা খাওয়া নিয়ে কটাক্ষ কুণাল ঘোষের। কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীও।এই ধরনের মন্তব্য অনভিপ্রেত, প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পলের।
দার্জিলিং পুরসভার সব ওয়ার্ডে লড়লে আরও বেশি আসন পেত তৃণমূল। জলপাইগুড়ির নাগরাকাটায় এমনই দাবি করলেন তৃণমূল নেতা বিনয় তামাঙ্গ। পুরবোর্ড গঠনের পর এসব কথার জবাব দেওয়ার মানে হয় না, পাল্টা প্রতিক্রিয়া এসেছে হামরো পার্টির তরফে।
পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই। এই দাবি তুলে কার্শিয়ং শহরের একাধিক জায়গায় পোস্টার দিল গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শ্রমিকদের অভিযোগ জানাতে হলদিয়ার কারখানার গেটে গেটে আইএনটিটিইউসি-র তরফে দেওয়া হল নম্বর। সমস্যার কতটা সমাধান হবে, তা নিয়ে সন্দিহান শ্রমিকদের একাংশ। গোটাটাই আইওয়াশ বলে, কটাক্ষ করেছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে আইএনটিটিইউসি।
বগটুইয়ে যেতে শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। ঘুরপথে গ্রামে ঢুকল বিজেপির প্রতিনিধি দল। গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন বিজেপি বিধায়করা।
‘সাম্প্রতিককালে এমন গণহত্যা ঘটেনি। হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মহিলা-শিশুরা জীবন্ত দগ্ধ, গণতন্ত্রে এর থেকে ভয়াবহ কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন, রাজভবন থেকে পেগাসাস ব্যবহার করা হয়েছে। রামপুরহাটে যা হয়েছে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জার’, বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
হুগলির তারকেশ্বরে বেসরকারি নিরাপত্তা সংস্থার গানম্যানের রহস্যমৃত্যু। বাড়ির উঠোন থেকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। লকডাউনে কাজ হারিয়ে ডিপ্রেশনের জেরে নিজের আগ্নেয়াস্ত্রের গুলিতে আত্মঘাতী, দাবি পরিবারের। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
রামপুরহাটকাণ্ড উসকে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ছোট আঙারিয়ার ঘটনার স্মৃতি। ২১ বছরেরও বেশি আগে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে বোমা ছুড়ে, আগুন লাগিয়ে ৫ জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। বাম জমানার ওই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রামপুরহাটকাণ্ডের রেশ ধরে আবার তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও বাম প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। দু’জনেই শোভাযাত্রা করে জেলাশাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন এদিন।
উত্তর ২৪ পরগনার শ্যামনগর ও জগদ্দলের মধ্যে ট্রেন লাইনের ধারে উদ্ধার হল তরুণীর মৃতদেহ। কানে ছিল হেডফোন। জিআরপি সূত্রে দাবি, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তরুণীর। যদিও পরিবারের অভিযোগ, খুন করে ট্রেন লাইনে ফেলা হয়েছে মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জিআরপি।
সুচপুরকাণ্ড ঘটেছিল যে জেলায়, সেই বীরভূমেরই বগটুই গ্রামে হত্যালীলা। সুচপুরের দুই বাসিন্দার পুড়ে মৃত্যু হয়েছে বগটুইয়ে। বগটুইয়ের পাশে দাঁড়িয়ে খুনোখুনির বিরুদ্ধে মুখ খুলেছে সুচপুর।
বেহালা থানা এলাকার বি এল সাহা রোডের বাড়ি থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। কিছুক্ষণ পর তাঁর স্বামীকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় শৌচাগারে। গৃহবধূর স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকেও মৃত ঘোষণা করা হয়। দম্পতির ১২ বছরের ছেলে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।
নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে, অভিযোগ নিহতের আত্মীয় মিহিলাল শেখের। এর পিছনে রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, উপপ্রধান খুনে অভিযুক্তরাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।
রামপুরহাটের বকটুই গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশের এফআইআরেই তা স্পষ্ট। অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় মামলা রুজু হয়েছে। ৩০২ ধারায় খুনের মামলাও রুজু করেছে পুলিশ। এছাড়া, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় রুজু হয়েছে মামলা। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা রয়েছে। জামিন অযোগ্য ৩২৫ ও ৩২৬ ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ।
বগটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের দাবি তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর এখনও থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়িঘর। আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
বাঙালি পরিবারে সন্তান জন্মালে কেউ শুভেন্দু নাম রাখবেন না। বাঁকুড়ায় দলের কাউন্সিলরদের সম্বর্ধনা সভায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের ভোটের প্রসঙ্গ তুলে পাল্টা খোঁচা গেরুয়া শিবিরের।
বগটুই গ্রামে নৃশংস হত্যালীলা ও তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনের খোঁজ চলছে। ধৃতদের মধ্যে নিহত তৃণমূল উপপ্রধানের এক ভাইও রয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে ফরেন্সিক দল।
নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে। অভিযোগ নিহতের আত্মীয় মিহিলাল শেখের। এর পিছনে রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, উপপ্রধান খুনে অভিযুক্তরাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি
"এ তো কাশ্মীরের মতো ঘটনা ঘটেছে। আমরা কল্পনাও করতে পারি না। এনিয়ে রাজ্যপাল যখন চিন্তা করেছেন, মুখ্যমন্ত্রী এটাকে চাপা দেওয়ার জন্য তাঁকে চমকাচ্ছেন।" রামপুরহাটের বকটুই গ্রামের ঘটনার সুর চড়ালেন দিলীপ ঘোষ
রামপুরহাটের হত্যালীলা নিয়ে মুখ খুললেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। তাঁর কথায়, 'বখরা, দখলদারি এসব অসুখের মতো ছড়াচ্ছে। প্রশাসনিকভাবে না থামালে, সেটা তৃণমূলের পক্ষে খারাপ। নিজের ইমেজের স্বার্থে দ্রুত পরিস্থিতি সামলাতে হবে মুখ্যমন্ত্রীকে। বহুদিন ধরেই বীরভূমের পারস্পরিক হানাহানির পরিস্থিতি।’
নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে। অভিযোগ নিহতের আত্মীয় মিহিলাল শেখের। এর পিছনে রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, উপপ্রধান খুনে অভিযুক্তরাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।
রামপুরহাটের বকটুই গ্রামে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশের এফআইআরেই তা স্পষ্ট। অগ্নিসংযোগের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় মামলা রুজু হয়েছে। ৩০২ ধারায় খুনের মামলাও রুজু করেছে পুলিশ। এছাড়া, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারায় রুজু হয়েছে মামলা। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা রয়েছে। জামিন অযোগ্য ৩২৫ ও ৩২৬ ধারাতেও মামলা রুজু করেছে পুলিশ।
সবুজ সাথীতে সাইকেল পেয়েছেন ৫৫ লক্ষ কন্যা। স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও আমরা টাকা দিই। স্কুলের ইউনিফর্ম তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠী, তাঁতিরা। পোশাকের অর্ডার পাবেন আপনারাই। সরকার আপনাদের কাপড় কিনে দেবে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ আরও এক অভিযুক্তর। মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ বলে দাবি বরুই পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহার। প্রমাণিত হল, তৃণমূল দুর্নীতিতে জড়িত, কটাক্ষ বিজেপির। অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে, দাবি তৃণমূলের।
নুর মহম্মদ শেখ। বকটুই গ্রামের বাসিন্দা। ঘটনার প্রত্যক্ষদর্শী। গ্রামে তাঁর দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শী নুর মহম্মদ শেখের দাবি, তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের পরই গ্রামে উত্তেজনা ছড়ায়। মুহুমুর্মু বোমা পড়তে শুরু করে। প্রাণভয়ে সোনা ও সঞ্জু শেখের বাড়িতে আশ্রয় নেয় অনেকে। বাচ্চারা কাঁদছিল। একজনকে বলতে শোনা যায়, আমি জামাই, আমাকে ছেড়ে দাও। কেউ কেউ বলছিল, আগুন লাগিয়ে দে। এরপরই আগুন লাগানোর ঘটনা ঘটে।
জেলা নেতৃত্বের নির্দেশ অমান্য করে অনাস্থা। তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের ভোটে অপসারিত হলেন কোচবিহারের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান। নির্দেশ না মানায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ফের জানিয়েছেন জেলা সভাপতি।
হরিশচন্দ্রপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ।পুলিশ সূত্রে খবর, গোবিন্দ প্রামানিক নামে ওই ব্যাক্তি গুরুতম জখম অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পলাতক অভিযুক্ত কৃষ্ণপদ সাহা।
রামপুরহাটের বকটুইয়ে নৃশংস হত্যালীলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। জঘন্য অপরাধ, দুর্ভাগ্যজনক ঘটনা। যথাযথ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। মন্তব্য প্রধান বিচারপতির। দুপুর ২টোয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বকটুই মামলার শুনানি।
তারকেশ্বরে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর রহস্যমৃত্যু। নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী, দাবি পরিবারের। মৃতের নাম শান্তনু ঘোষ। পরিবার সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ বাড়িতেই গুলিবিদ্ধ হন বছর তেতাল্লিশের ওই ব্যক্তি। করোনাকালে কাজ হারিয়ে ডিপ্রেশনে ভুগছিলেন, জমানো টাকা ও সম্পত্তি বিক্রি করে চলছিল সংসার। সেই কারণেই আত্মঘাতী, দাবি মৃতের পরিবারের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ।
পরপর দু’ দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ১০৬ টাকা ৩৪ পয়সা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হল ৯১ টাকা ৪২ পয়সা। লিটারপ্রতি ৮০ পয়সা বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ১ পয়সা, ডিজেল ৮৮ টাকা ২৭ পয়সা। মুম্বইয়ে লিটারে ৮৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম ১১১ টাকা ৬৭ পয়সা ও ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা ৮৫ পয়সা। চেন্নাইতে লিটারপ্রতি ৭৬ পয়সা বেড়েছে জ্বালানির দাম। সেখানে পেট্রোলের দাম ১০২ টাকা ৯১ পয়সা ও ডিজেলের দাম ৯২ টাকা ৯৫ পয়সা। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই, সাড়ে চারমাস পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।
বকটুই গ্রামে ফটিক শেখের বাড়ি যেন ধ্বংসস্তূপ। আগুন লাগানোর আগে ঘরের জিনিসপত্র ধরে ধরে ভাঙা হয়েছে। আক্রোশের ছাপ স্পষ্ট। সিলিং ফ্যান দুমড়ে মুচড়ে পড়ে আছে। রান্নাঘরে তোবড়ানো বাসনের স্তূপ। ভাঙচুরের পরেই আগুন লাগানোর ঘটনা ঘটে বলে অনুমান।
রামপুরহাটের বকটুই গ্রামে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের পরই শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র একঘণ্টা। ফলে তৃণমূল নেতা খুনে অভিযুক্তরাই নৃশংস হত্যালীলার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
বকটুই গ্রামে হত্যালীলা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। ৫ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। বিমান বসু ও মহম্মদ সেলিমের নেতৃত্বে আজ বকটুই যাচ্ছে বাম প্রতিনিধিদলও।
রেলগেট এড়াতে উত্তর দিনাজপুরের ডালখোলায় তৈরি হয়েছে উড়ালপুল। তার একটি লেন গতকাল খুলে দেওয়া হল। এতদিন রেলগেট বারবার খোলা-বন্ধের জন্য এই রাস্তায় চলাচলকারী যানবাহনকে সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা কাটবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে উড়ালপুল তৈরিতে দেরি হওয়ায় শুরু হয়েছে তৃণমূল, বিজেপির চাপানউতোর।
শপথ গ্রহণের আগে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায়। কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, বিরোধী দলের হওয়ায় তাঁকে ও তিন নির্দল কাউন্সিলরকে, কাউন্সিলর্স রুমে ঢুকতে বাধা দিয়েছে পুলিশ-প্রশাসন। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন মহকুমা শাসক। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল
দলের নেত্রীকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন করানোয়, শোকজের মুখে পড়লেন বিজেপির হুগলির শ্রীরামপুরের বিজেপি নেতা। আইনজীবীর যা কাজ তাই করেছেন তিনি, দাবি শোকজ হওয়া বিজেপির আইনজীবী সেলের নেতার। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।
ক্রিকেট টুর্নামেন্টে নিজের বুথের টিম জয়ী হওয়ায় মহিলা ও তৃণমূল কর্মী-সমর্থকদেরকে নিয়ে প্রকাশ্যে উদ্দাম নাচ করতে দেখা গেল মোহনপুর অঞ্চলের তৃণমূল সভাপতিকে। জয়ের আনন্দে নাচ, দাবি তৃণমূল নেতার। কটাক্ষ করেছে বিজেপি। ভাইরাল ভিডিও ঘিরে চরমে রাজনীতি।
উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে ড্রোন উদ্ধারের পর, স্থানীয় দুই যুবক দাবি করলেন তাঁরাই সেটি বানিয়ে উড়িয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই দু’জন থানায় এসে তার নথিও দেখান। এদিকে, এই ঘটনার পর কড়া অবস্থান নিল বনগাঁ পুরসভা। এবার থেকে অনুমতি ছাড়া শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করল পুর কর্তৃপক্ষ।
প্রেক্ষাপট
কলকাতা: জনশূন্য বকটুই গ্রাম, পুলিশে (Police) ছয়লাপ। শেষকৃত্যের জন্য রাতেই ৮ জনের দেহ নিয়ে আসা হল গ্রামে। কার্যত ছাই হয়ে যাওয়া দেহ শনাক্ত করলেন আত্মীয়।
সূচপুর (Suchpur), ছোট আঙারিয়ার আতঙ্ক ফিরল রামপুরহাটে (Rampurhat)। তৃণমূল নেতা খুনের পরে শিশু, মহিলা, নবদম্পতি- সহ ৮ জনকে পুড়িয়ে খুন। আহত ৩।
হামলা থেকে বাঁচতে বাড়িতে তালা, আগুন লাগানোর পরে বেরোতে না পেরে ৮জনের মৃত্যু। চাঞ্চল্যকর দাবি আক্রান্তের। নেতা খুনের প্রতিশোধে হামলা, বলছেন প্রত্যক্ষদর্শীরাই।
চোখের সামনেই খুন গোটা পরিবার। পুলিশ নয়, সিবিআই চায় পরিবার। রামপুরহাটে গণহত্যার অভিযোগে সরব বিরোধীরা। সিবিআই (CBI) চেয়ে হাইকোর্টে (Kolkata High Court) মামলা। নেতা খুনের পরে পরিকল্পিত ষড়যন্ত্র, পাল্টা তৃণমূল।
সন্ধে নামতেই আতঙ্ক ফিরল রামপুরহাটে। গ্রাম ছাড়ল ২ আক্রান্তের পরিবার। আমাদের লোককে খুনের পরে আগুন লাগিয়ে বাংলাকে বদনাম করার চক্রান্তের অভিযোগ ফিরহাদের। রামপুরহাটকাণ্ডে শাসকদল-প্রশাসনেই ভিন্নমত!
সন্ত্রাসের সংস্কৃতির অভিযোগে সরব রাজ্যপাল। নেতা খুনে এনআইএ, অগ্নিকাণ্ডে সিবিআই চায় বিজেপি। অন্য রাজ্যে কী করে কেন্দ্র? প্রশ্ন তৃণমূলের।
রামপুরহাটকাণ্ডে রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সাংবিধানিক পদে থেকেও অসাংবিধানিক মন্তব্য, নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে অভিযোগ।
রামপুরহাটে (Rampurhat) হত্যালীলা। ৭২ ঘণ্টায় রাজ্যের রিপোর্ট চেয়েছেন শাহ, আসছে কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি বিজেপির।
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির। ৩৫৬ কিংবা, ৩৫৫ ধারা চায় কংগ্রেস। আগে উত্তরপ্রদেশ, গুজরাতে ৩৫৬ হোক, পাল্টা তৃণমূল।
রামপুরহাটকাণ্ডে ৩ সদস্যের সিট। গ্রেফতার ১১। মুখ্যসচিবের কাছে তথ্য তলব রাজ্যপালের। হস্তক্ষেপের দাবি বিজেপির। সংসদে সরব অধীর।
রামপুরহাটে হত্যালীলা। কাল ঘটনাস্থলে যাচ্ছে বাম-বিজেপির প্রতিনিধিদল। জেলায় জেলায় বিক্ষোভ।
নেতা খুনের কয়েক ঘণ্টার মধ্যেই তাণ্ডব। প্রতিশোধ কিনা, তদন্তে সিট, জানালেন ডিজি। (বাইট- ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসি, এসডিপিও-কে।
হাজার ছুঁইছুঁই রান্নার গ্যাস। কাল থেকে ফের প্রায় ১ টাকা করে দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের। প্রতিবাদে সংসদে সরব বিরোধীরা।
সকালে নিউ আলিপুরের রঙের গুদাম, রাতে লেনিন সরণির বাড়ির ছাদে ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে গুদাম থেকে আগুন ছড়াল পাশের বাড়িতে।
১২ এপ্রিল বালিগঞ্জ (Ballygung)-আসানসোলে (Asansol) চতুর্মুখী লড়াই (BY Election)। তৃণমূল (TMC)-বিজেপি (BJP)-বামেদের (Left) পর এবার প্রার্থী দিল কংগ্রেসও (Congress)। জামুড়িয়ায় প্রচারে শত্রুঘ্ন সিন্হা।
বাগডোগরা রানওয়েতে ফের ফাটল। বেলা সাড়ে ১২টা থেকে বিমান পরিষেবা বিপর্যস্ত। ২১টি উড়ান বাতিল। দিনভর যাত্রী দুর্ভোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -