West Bengal News Live April 24: ৪০ ডিগ্রির দোরগোড়ায় কলকাতার তাপমাত্রা, বাঁকুড়ায় পারদ ছাড়াল ৪৩!

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Apr 2022 11:56 PM
West Bengal News Live Updates: ৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার পারদ

৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার পারদ। অনেক জেলাতেই তাপমাত্রা ৪০ পার। ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে লাগামছাড়া আর্দ্রতায় অস্বস্তি চরমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায়।

WB News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ

রামপুরহাট হত্যাকাণ্ডে বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার নয়ন শেখকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ফের জিজ্ঞাসাবাদ করা হয় স্বজনহারা মিহিলাল শেখ ও তাঁর ভাইপোকে। সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পাশাপাশি, বয়ান রেকর্ড করা হয় তিনজনেরই। খুনের নেপথ্যে কোনও আর্থিক যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে সিবিআই।

West Bengal News Live Updates: বাইক হাতিয়ে নিতে পরিকল্পিত মাওবাদী হামলা?

ঝাড়গ্রামে গুলি চালিয়ে জাতীয় সড়ক থেকে বাইক ছিনতাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের সন্দেহ, হামলা চালিয়েছে মাওবাদীরাই। শনিবার শ্যুটআউটের নেপথ্যে পারিবারিক বিবাদের কথা বললেও, রবিবার ঝাড়গ্রাম পুলিশ সূত্রে খবর, সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

WB News Live Updates: বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিসে তালা লাগানোর অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ ওড়ালেন শাসক দলের নেতা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: কাটোয়ায় বাসে বিস্ফোরক পাচারের চেষ্টা বানচাল

পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাসে বিস্ফোরক পাচারের চেষ্টা বানচাল। পুলিশি তৎপরতায় ধরা পড়ে গেল বিস্ফোরক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, মোট ৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ধৃতকে জেরা করে এক বিস্ফোরক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: বাঁকুড়ায় মণ্ডল সভাপতির পদ নিয়ে ফের বিজেপিতে বিদ্রোহ

বাঁকুড়ায় মণ্ডল সভাপতির পদ নিয়ে ফের বিজেপিতে বিদ্রোহ। পাত্রসায়রের প্রাক্তন মণ্ডল সভাপতির পর এবার মুখ খুললেন অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি সদস্য। কোনও বক্তব্য থাকলে দলেই বলা উচিত, বললেন জেলা সভাপতি। আর এ নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: নিরাপত্তার অভাব বোধ করছিলেন, দাবি বিশ্বভারতীর উপাচার্যর

মৃত ছাত্রের পরিবার কথা বলতে এলে, তাদের সঙ্গে লাঠি-বাঁশ হাতে এসেছিলেন বেশ কয়েকজন। গোটা ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করায় মৃত ছাত্রের মা-বাবার সঙ্গে দেখা করেননি, দাবি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।

WB News Live Updates: বিশ্বভারতীর ছাত্রমৃত্যুর ঘটনায় তুঙ্গে তরজা

ভয় পেয়েছিলাম। পুলিশ সাহায্য করেনি। বাধ্য হয়েই রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করি। ছাত্র মৃত্যুতে অশান্তির ঘটনা নিয়ে, এমনই মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য। সমস্ত সহযোগিতা করা হয়েছে, পাল্টা দাবি করলেন এসডিপিও। তুঙ্গে রাজনৈতিক তরজা। অন্যদিকে উপযুক্ত তদন্তের দাবি তুলেছেন মৃতের বাবা।

West Bengal News Live Updates: অভিজ্ঞতা প্রশ্নে বঙ্গে বিজেপিতে আরও তীব্র সংঘাত

অভিজ্ঞতা প্রশ্নে বঙ্গে বিজেপিতে আরও তীব্র হল সংঘাত। দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিলেন সুকান্ত মজুমদার। সাংসদ হিসেবে পূর্বসূরির অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আনলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি।

WB News Live Updates: হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও সিবিআইয়ের নোটিস পেয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। গতকালের থেকেও বেশি অসুস্থ রয়েছেন তিনি, জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আইনজীবী। সিজিও কমপ্লেক্সে পাঠানো হল ই-মেল। অনুব্রতর গরহাজিরা নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন

ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত একাধিক গ্যারাজ, আগুন ছড়াল পাশের গুদামঘরে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সমস্যায় দমকল। ৩ ঘণ্টারও বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে। জানা যায়নি আগুন লাগার কারণ।

WB News Live Updates: চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে

আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায়। ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে লাগামছাড়া আর্দ্রতায় আরও অস্বস্তি বাড়বে কলকাতায়।

West Bengal News Live Updates: তৃণমূলের শ্রমিক সংগঠনের হলদিয়া মডেল পশ্চিম বর্ধমানেও

তৃণমূলের শ্রমিক সংগঠনের হলদিয়া মডেল এবার পশ্চিম বর্ধমানেও। সংগঠনে দাদাগিরি, দুর্নীতি রুখতে শ্রমিকদের জন্য হোয়াটসঅ্যাপে অভিযোগ পরিষেবা চালু হতে চলেছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে। জেলায় সংগঠনের সব কমিটি ভেঙে দিয়ে এমনই জানিয়েছেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

WB News Live Updates: ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে খুনের হুমকি

ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে খুনের হুমকি। প্রাণনাশের হুমকি দিচ্ছেন খুনে অভিযুক্ত ভীম তিওয়ারি। চাঞ্চল্যকর অভিযোগ করলেন তপন কান্দুর ছেলে। নিজেকে তৃণমূল কর্মী পরিচয় দিয়ে অভিযোগ অস্বীকার অভিযুক্তর।

West Bengal News Live Updates: বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

বনগাঁয় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিসে তালা লাগানোর অভিযোগ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ ওড়ালেন শাসক দলের নেতা। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live Updates: মুর্শিদাবাদে বিজেপিতে ফাটল আরও চওড়া

মুর্শিদাবাদে বিজেপিতে ফাটল আরও চওড়া হল। জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করে ইস্তফা দিলেন দুই বিজেপি নেতা। যদিও বিদ্রোহীদের গুরুত্ব দিচ্ছেন না বিজেপি জেলা সভাপতি। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: ভারত-বাংলাদেশ সীমান্তে ‘ইন্টারন্যাশনাল হাট’

ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে শুরু হতে চলছে ‘ইন্টারন্যাশনাল হাট’। এই হাটে রাজ্যের তৈরি সামগ্রীর পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশের সামগ্রীও। আপাতত পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তের জিরো পয়েন্টে এই হাট শুরুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

WB News Live Updates: অভিযুক্তকে ছাড়াতে কাটমানি?

পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গ্রামের এক পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায়  তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী গোপা রায়। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live Updates: বৈশাখী মেলার আয়োজনে তৃণমূলে সংঘাত

বৈশাখী মেলার আয়োজন করবে কে? তা নিয়ে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রকাশ্য সংঘাত। মেলার অনুমতি দিচ্ছে না পুরসভা, অভিযোগ টিএমসিপির। টাকা নয়ছয় না করে পুরসভার উন্নয়ন তহবিলে জমা দিলে অনুমতি মিলবে। সাফ কথা পুর চেয়ারম্যানের। মেলার আয়োজক হিসেবে কাটমানির ভাগ কে পাবে, তাই নিয়ে দ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: ফালাকাটায় জন বার্লা ও দীপক বর্মনের নাম ও ছবি দিয়ে নিখোঁজ বলে ফ্লেক্স

প্রাকৃতিক দুর্যোগের পর দেখা মিলছে না বিজেপির সাংসদ-বিধায়কের। এই অভিযোগে, আলিপুরদুয়ারের ফালাকাটায় জন বার্লা ও দীপক বর্মনের নাম ও ছবি দিয়ে নিখোঁজ বলে ফ্লেক্স টাঙাল যুব তৃণমূল। পাশাপাশি থানায় করা হল নিখোঁজ ডায়েরিও‍। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।

West Bengal News Live Updates: দেড়মাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড

দেড়মাসে দ্বিতীয়বার, ট্যাংরায় ফের অগ্নিকাণ্ড। ট্যাংরার ক্রিস্টোফার রোডে বিধ্বংসী আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গ্যারাজ। আগুন ছড়াল পাশের গুদাম ঘরেও। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ২ ঘণ্টা পার, এখনও জ্বলছে আগুন। বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। ঘিঞ্জি এলাকা, আগুন ছড়ানোর আশঙ্কা স্থানীয়দের।

WB News Live Updates: কাটোয়ায় যাত্রীভর্তি বাসে বিস্ফোরক উদ্ধার

পূর্ব বর্ধমানের কাটোয়ায় যাত্রীভর্তি বাসে বিস্ফোরক উদ্ধার। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা কাটোয়া ও পূর্বস্থলীর বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পায়, দুপুরে বাসে করে বিস্ফোরক পাচার হবে। এরপরই কাটোয়া থানার পুলিশকে নিয়ে কাটোয়া-কালনা রুটের একটি বেসরকারি বাস আটকে এজাবুল শেখকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৪ কেজি বিস্ফোরক। তাকে জেরা করে রবিউল শেখের হদিশ মেলে। জানা যায়, রবিউলই বিস্ফোরক বিক্রি করে। তার বাড়ি থেকে আরও ২ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশের দাবি, বিহার থেকে বিস্ফোরক আনত রবিউল। সেগুলি পাচারকারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যেত। এই চক্রে আর কারা জড়িত তার খোঁজ চলছে।

West Bengal News Live Updates: মালদার কালিয়াচকে বোমা ফেটে জখম ৩ শিশু

মালদার কালিয়াচকে বোমা ফেটে জখম ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়। জখম শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে মালদা মেডিক্যাল কলেজে। কীভাবে এল বোমা? তদন্তে পুলিশ।

WB News Live Updates: হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারে চাঞ্চল্যকর তথ্য

হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিসি ক্যামেরায় দেখা যায়, বোমা, অস্ত্র উদ্ধারের দিনে, ২২ এপ্রিল রাতে দুই ব্যক্তি এসে প্রথমে অটোটিকে পরীক্ষা করে। এরপর এক ব্যক্তি গিয়ে তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি ভ্যানে খবর দেয়। তার সঙ্গে এসে অটোর মধ্যে বোমা, অস্ত্র দেখে যান টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা। ওইদিন কাউকে বিদায় জানাতে এসে গ্যারাজের কাছে অটোর সামনে দাঁড়িয়েছিলেন সাংসদ। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর থানায় খবর যায়, অটোর মধ্যে গাঁজা রাখা আছে।  পরে পুলিশ এসে অটো থেকে বোমা, গুলি উদ্ধার করে।

West Bengal News Live April 24: ট্যাংরায় ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন

ট্যাংরায় ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যাচ্ছে আগুন।

West Bengal News Live April 24: অভিজ্ঞতা প্রশ্নে দিলীপ ঘোষকে জবাব বিজেপির রাজ্য সভাপতির

‘রাজনীতির শুরুতে সবাই অনভিজ্ঞ থাকে। আমি সভাপতি হওয়ার সময় সাংসদ পদে অভিজ্ঞতা ছিল আড়াই বছরের। সভাপতি হওয়ার সময় দিলীপের সাংসদ-অভিজ্ঞতা ৬ মাস-১ বছরের ছিল।’ অভিজ্ঞতা প্রশ্নে দিলীপ ঘোষকে জবাব বিজেপির রাজ্য সভাপতির।

West Bengal News Live April 24: বগটুইকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বগটুইকাণ্ডে ফের মিহিলাল শেখ ও তাঁর ভাইপো কিরণ শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। এদিন নয়ন শেখ নামে এক গ্রামবাসীকেও ডেকে পাঠায় তারা।

West Bengal News Live April 24: তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। তপন কান্দুর ছেলের দাবি, অন্যতম অভিযুক্ত ভীম তিওয়ারি রাস্তা আটকে খুনের মামলা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ। 

West Bengal News Live: আজ বেশি অসুস্থ অনুব্রত মণ্ডল, সিবিআই-এর সামনে যেতে পারছেন না, জানালেন আইনজীবীরা

গরুপাচারকাণ্ডের পর আজ ভোট পরবর্তী সন্ত্রাস-মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আজ দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে ডাকা হলেও, অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, গতকালের থেকেও আজ বেশি অসুস্থ অনুব্রত মণ্ডল। তাই আজও অনুব্রত মণ্ডল যেতে পারছেন না। বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন তাঁর আইনজীবী।

West Bengal News LIVE Update: বালিগঞ্জে ১৫ হাজার বর্গফুটের পেন্ট হাউস রয়েছে চিটফান্ডকাণ্ডে ধৃতর!

বালিগঞ্জের কুইন্স পার্কে ১৫ হাজার বর্গফুটের বিলাসবহুল পেন্ট হাউস চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপ ফান্ডের কর্ণধার শান্তিলাল সুরানার। পুলিশি তদন্তে সামনে এসেছে প্রতারকের মোডাস অপারেন্ডি। সূত্রের খবর, শান্তিলালের টার্গেট ছিলেন বিত্তশালীরা। টোপ দিয়ে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে জমি কিনতেন শান্তিলাল। এরপর সেই জমি বন্ধক দিয়ে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতেন। ফলে বিত্তশালী আমানতকারী ছাড়াও বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানও শান্তিলালের প্রতারণার শিকার। পুলিশি তদন্তে উঠে এসেছে এই তথ্য। 

West Bengal News Live: হুমকি দিচ্ছেন ভীম তিওয়ারি, দাবি তপন কান্দুর পরিবারের

ঝালদাকাণ্ডে এফআইআরে নাম থাকা অভিযুক্তের বিরুদ্ধে এবার প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলল নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর পরিবার। নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেবু কান্দুর অভিযোগ, খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ভীম তিওয়ারি গতকাল রাস্তা আটকে বাড়াবাড়ি করা হচ্ছে বলে দাবি করে প্রাণনাশের হুমকি দেয়। এই নিয়ে ভীম তিওয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত কংগ্রেস নেতার ছেলে। এর আগে তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুও ভীম তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করেন। কংগ্রেস কাউন্সিলর খুনের এফআইআরে নাম রয়েছে ভীম তিওয়ারির।

West Bengal News LIVE Update: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল বাঁকুড়ার রাইপুর

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে উত্তাল বাঁকুড়ার রাইপুর। বামেদের প্রতিবাদ-বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা।

West Bengal News Live: ছাত্র মৃত্যু নিয়ে মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

ছাত্র মৃত্যু নিয়ে মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মৃত ছাত্রের পরিবার কথা বলতে এলে, তাদের সঙ্গে লাঠি-বাঁশ হাতে এসেছিলেন বেশ কয়েকজন। গোটা ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করায় মৃত ছাত্রের মা-বাবার সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য।

West Bengal News LIVE Update: সিবিআই তদন্তের দাবি জানালেন বিশ্বভারতীর মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস

এবার সিবিআই তদন্তের দাবি জানালেন বিশ্বভারতীর মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস। পাশাপাশি, ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উপাচার্য-সহ বিশ্বভারতীর বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

West Bengal News Live: মুর্শিদাবাদে প্রকাশ্যে বিজেপির কোন্দল, অব্যাহতি চাইলেন জেলার সাধারণ সম্পাদক

ফের মুর্শিদাবাদে প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রতাপ হালদার ও জেলা কার্যকরী সমিতির সদস্য তড়িৎ সরকার। আজ সাংবাদিক বৈঠক করে দলের জেলা সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন পদত্যাগী নেতা।

West Bengal News LIVE Update: টাকার বিনিময়ে  মণ্ডল সভাপতির পদ মিলেছে, বিজেপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

মদ , গাঁজা খেয়ে ও টাকার বিনিময়ে  মণ্ডল সভাপতির পদ দিয়েছেন জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দলের পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় এবার জঙ্গলমহলেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।

West Bengal News Live: প্রয়াগে তীর্থ করতে সারা দেশের লোক যায়, ওঁরাও গিয়েছেন, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

প্রয়াগে তীর্থ করতে সারা দেশের লোক যায়। ওঁরাও গিয়েছেন। পুণ্যস্নান করে আসুন। বাংলায় যে ধরনের পাপ চলছে তা থেকে মুক্তি পাবেন। একই পরিবারের পাঁচজনকে নৃশংস হত্যার ঘটনায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রয়াগরাজে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

West Bengal News LIVE Update: হাঁসখালি, বোলপুর, শান্তিনিকেতনে গণধর্ষণ ও বগটুইকাণ্ডের প্রতিবাদে ফের পথে নামল বামেরা

হাঁসখালি, বোলপুর, শান্তিনিকেতনে গণধর্ষণ ও বগটুইকাণ্ডের প্রতিবাদে ফের পথে নামল বামেরা। এদিন নলহাটির লোহাপুর রেল গেট থেকে মিছিল শুরু হয়। লোহাপুর বাজার পরিক্রমা করে লোহাপুর মোড়ে শেষ হয় বামেদের মিছিল। সামিল হন বাম ছাত্র-যুব, মহিলা সংগঠনের নেতা, কর্মীরা। এরপর ৮ মে রামপুরহাটে মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বামেরা। 

West Bengal News Live: হরিদেবপুরে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্যকর তথ্য

হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিসি ক্যামেরায় দেখা যায়, বোমা, অস্ত্র উদ্ধারের দিনে, ২২ এপ্রিল রাতে দুই ব্যক্তি এসে প্রথমে অটোটিকে পরীক্ষা করে। এরপর এক ব্যক্তি গিয়ে তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি ভ্যানে খবর দেয়। তার সঙ্গে এসে অটোর মধ্যে বোমা, অস্ত্র দেখে যান সাংসদের বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। ওইদিন কাউকে বিদায় জানাতে এসে অটো স্ট্যান্ডের কাছেই দাঁড়িয়েছিলেন সাংসদ। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। এরপর খবর যায় হরিদেবপুর থানায়। তারা এসে বোমা, গুলি উদ্ধার করে। সিসি ক্যামেরায় ধরা পড়া ওই দুই ব্যক্তি 

West Bengal News LIVE Update: উত্তর ২৪ পরগনার অশোকনগরে একই দিনে পরপর ৬টি বাড়িতে চুরি

উত্তর ২৪ পরগনার অশোকনগরে একই দিনে পরপর ৬টি বাড়িতে চুরি।  অশোকনগর কল্যাণগড় পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর পর পর ছ'টি বাড়িতে দুঃসাহসিক চুরি হল। তবে বেশিরভাগ বাড়ির বাসিন্দারা বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে অথবা কর্মসূত্রে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে সোনাদানা এবং নগদ টাকা চুরি করে চোরেরা।

West Bengal News Live: দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে তলব অনুব্রতকে

গরু পাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস-মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। আজ দুপুর আড়াইটেয় সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে সিবিআই। অসুস্থতার কারণে নিজাম প্যালেসে যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, জানিয়েছেন তাঁর আইনজীবী। 

West Bengal News LIVE Update: আনন্দপুরে অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যমৃত্যু

আনন্দপুরে অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যমৃত্যু। আজ সকালে বাসন্তী হাইওয়ের ধারে একটি গ্যারাজের সামনে ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ১০০ ডায়ালে ফোন করে বিষয়টি জানান গ্যারাজ মালিক। খবর পেয়ে আনন্দপুর থানার পুলিশ গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে। খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal News Live: পুলিশের হাত থেকে আসামি ছড়িয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

পুলিশের হাত থেকে আসামি ছড়িয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সি এবং জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ জানাল পরিবার। অভিযোগ অস্বীকার সভাপতির।

West Bengal News LIVE Update: মুর্শিদাবাদের ডোমকলে দুর্ঘটনা, বেসরকারি বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

মুর্শিদাবাদের ডোমকলে দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। পিক আপ ভ্যান চালকের মৃত্যু।আহত ১২ জন বাসযাত্রী। সকাল ৭টা নাগাদ ডোমকল-জলঙ্গি রাজ্য সড়কে হারুর পাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। করিমপুর থেকে বহরমপুরগামী বাসের সঙ্গে ডোমকল থেকে জলঙ্গিগামী পিক আপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পিক আপ ভ্যান চালকের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

West Bengal News Live: দাম নিয়ন্ত্রণে হাওড়া ও বাঁকুড়ার বিভিন্ন বাজারে অভিযান চালাল রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য। দাম নিয়ন্ত্রণে হাওড়া ও বাঁকুড়ার বিভিন্ন বাজারে অভিযান চালাল রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিক্রেতাদের দাবি, পরিবহণ খরচ বাড়ায় চড়া দামে বিকোচ্ছে শাকসবজি ও মাছ মাংসের মতো খাদ্য পণ্য। দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ইবি আধিকারিকরা।

West Bengal News LIVE Update: কম খরচে ওভারিয়ান ক্যানসার নির্ণয়ে শনিবার মউ স্বাক্ষর করল সুরক্ষা ডায়গনস্টিক্স ও একটি বেসরকারি গবেষণা সংস্থা

কম খরচে ওভারিয়ান ক্যানসার নির্ণয়ে শনিবার মউ স্বাক্ষর করল সুরক্ষা ডায়গনস্টিক্স ও একটি বেসরকারি গবেষণা সংস্থা। এই পদ্ধতিতে যিনি এখনও ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হননি, তাঁর আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে কিনা তাও জানা সম্ভব হবে। দাবি করেছেন সংস্থার কর্মকর্তারা।

West Bengal News Live: হরিদেবপুরে অটো থেকে অস্ত্র-বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪

হরিদেবপুরে অটো থেকে অস্ত্র-বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার চার। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাঁদের।

West Bengal News LIVE Update: কলকাতায় ফের আইপিএল বেটিং চক্রের হদিশ, গ্রেফতার ৪

কলকাতায় ফের আইপিএল বেটিং চক্রের হদিশ। চারজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গুজরাত টাইটান্সের খেলা ছিল। সেই ম্যাচের বেটিং চলছে বলে খবর মেলে। অভিযান চালিয়ে বেটিং-চক্রের চার পাণ্ডাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ। 

West Bengal News Live: বহরমপুরে নিজের কাছে রাখা বোমা ফেটে জখম এক দুষ্কৃতী

মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় নিজের কাছে রাখা বোমা ফেটে জখম এক দুষ্কৃতী। ভর্তি হাসপাতালে। ধৃত হরিহরপাড়া থানা এলাকার খিদিরপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নিজের কাছে রাখা বোমা ফেটে জখম হয় ওই দুষ্কৃতী। সঙ্গে ছিল আরও ২ জন। তারা পালিয়ে যায়। কী কারণে বোমা নিয়ে দুষ্কৃতীরা ওখানে হাজির হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News LIVE Update: প্রয়াগরাজ গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

যোগীরাজ্যে এক শিশু-সহ একই পরিবারের পাঁচজনকে গলার নলি কেটে নৃশংসভাবে খুনের ঘটনায় আজ প্রয়াগরাজ গেল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

West Bengal News Live: কোন্নগর গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি

কোন্নগর গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজেপি। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর নেতৃত্বে কোন্নগর শহর জুড়ে মিছিল করা হয়। সঙ্গে ছিলেন হুগলি জেলার মহিলা মোর্চা ও বিজেপি কর্মীরা। 

West Bengal News LIVE Update: কাটোয়া মহকুমা হাসপাতালে নানা সামগ্রী পাচারের অভিযোগ

কাটোয়া মহকুমা হাসপাতালে বর্জ্য ফেলার টানেলে হাসপাতালের বেডশিট, দামি ওষুধ, স্যালাইনের বোতল-সহ নানা সামগ্রী পাচারের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃত ৩ জনের মধ্যে একজন হাসপাতালেরই অস্থায়ী কর্মী। আর কে বা কারা এই চক্রে জড়িত খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: মোটা লাভের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মোটা লাভের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সূত্রের দাবি, সারদা, রোজভ্যালি যখন সক্রিয়, সেই সময় থেকে কার্যত নিঃশব্দে প্রতারণার জাল বিছিয়ে ছিল সুরানা গ্রুপ ফান্ড। আর নিম্ন-মধ্যবিত্তদের আস্থা কুড়িয়ে টাকা নিয়ে উধা হয়ে যায় আরেক সংস্থা।

প্রেক্ষাপট

কলকাতা: এসএসকেএম (SSKM) থেকে ছাড়া পেতেই নোটিস। গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিলেন না অনুব্রত (Anubrata Mandal)। চাইলেন ৪ সপ্তাহ সময়। অসুস্থতার কারণ দেখিয়ে নিজাম প্যালেসে হাজিরায় আরও সময় চাইলেন। চাইলে সিবিআইকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিলেন কেষ্ট।


হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে তলব সিবিআইয়ের


একই সঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলাতেও অনুব্রতকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু তিনি যাচ্ছেন না বলে জানালেন তাঁর আইনজীবী। তাতে আর ডাকাডাকি নয়, সিবিআই একেবারে অনুব্রতকে গ্রেফতার করুক বলে দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পিছনে প্রতিহিংসা দেখছে তৃণমূল। গটআপ বল বলে খোঁচা দিয়েছে বামেরাও। 


অন্য দিকে, সিবিআইয়ের পর গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling) ইডির (ED) জালে সাসপেন্ডেড বিএসএফ কম্যান্ডান্ট সতীশ। তিনি ১২ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। টানা ৮ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয়েছে তাঁকে। 


আরও পড়ুন:Coochbehar : কোচবিহারে তৃণমূলের নতুন কোর কমিটিতে নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের ! শুরু বিতর্ক


এখনও ছাত্রমৃত্যুতে উত্তাল বিশ্বভারতী (Visva Bharati)। উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর বাড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ। উপাচার্যের বাড়ির সামনে থেকে বাইক বাহিনী সরায় পুলিশ। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ছাত্রের পরিবার। উপাচার্যের বিরুদ্ধে চড়ছে সুর। পাল্টা জবাব দিয়েছেন উপাচার্য। বৃহস্পতিবার হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে অসীমকে। 


বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে যে লগ্নির আশ্বাস বাস্তবায়িত করতে তৎপর রাজ্য


বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে যে লগ্নির আশ্বাস মিলেছে, তা যাতে দ্রুত বাস্তবায়িত করা যায়, তার জন্য তৎপরতা বাড়াল রাজ্য প্রশাসন। শিল্প সম্মেলন শেষ হওয়ার দুদিনের মাথায় বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে বৈঠক করে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যসচিব। প্রশাসন সূত্রে এমনই খবর। 


কোচবিহারে তৃণমূলের কোর কমিটি নিয়ে বিতর্ক। জেলা চেয়ারম্যানের দাবি, নতুন কোর কমিটির সত্যতা নিয়েই প্রশ্ন রয়েছে তাঁর। পাশাপাশি কমিটিতে রবীন্দ্রনাথ ঘোষের নাম না থাকা নিয়েও, সংশয় প্রকাশ করেছেন। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন জেলা সভাপতি। কমিটি-বিতর্কে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.