West Bengal News Live: ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 24 Nov 2023 03:05 PM
WB News Live Updates: পঞ্চায়েত ভোটে আদালত অবমাননায় অভিযুক্ত কমিশন, হাইকোর্টে হাজিরা রাজীব সিন্হার

পঞ্চায়েত ভোটে আদালত অবমাননায় অভিযুক্ত কমিশন। হাইকোর্টে হাজিরা রাজীব সিন্হার। ১৫ ডিসেম্বরের মধ্যে হলফনামা পেশের নির্দেশ। ৮ জানুয়ারি পরবর্তী শুনানি। 

West Bengal News Live: বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়াকড়ি তৃণমূলের

বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়াকড়ি তৃণমূলের
গতকালই দলের বিধায়কদের উদ্দেশে হাজিরা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ মেনে বিধানসভায় ঢোকা-বেরনোর রেকর্ড রাখার সিদ্ধান্ত
তৃণমূলের সব বিধায়ক এবং মন্ত্রীদের ঢোকা-বেরনোর সময় উল্লেখ করে সই করার নির্দেশ
বিধানসভার অধিবেশনের প্রথম দিনে লম্বা লাইন
বিধায়করা সই করছেন নির্মল ঘোষের ঘরে, মন্ত্রীরা সই করছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে 
৭ দিন পর তালিকা পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে 

WB News Live Updates: ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ

ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ
ধর্মতলায় ২০২২-এর প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল

West Bengal News Live: আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ

আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর খুনের পর মুর্শিদাবাদে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত আলমগীর শেখ। যদিও, ধৃতের দাবি তিনিও তৃণমূলেরই কর্মী। ফাঁসানো হচ্ছে তাকে।

WB News Live Updates: এবার মিড ডে মিলে দুর্নীতির তদন্তে সিবিআই, দাবি শুভেন্দু অধিকারীর

এবার মিড ডে মিলে দুর্নীতির তদন্তে সিবিআই, দাবি শুভেন্দু অধিকারীর
'রাজ্যে মিড ডে মিলে দুর্নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ কেন্দ্রের'
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তের কথা জানিয়েছেন, দাবি শুভেন্দুর
আমার অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ, দাবি বিরোধী দলনেতার

West Bengal News Live: গণতন্ত্র ধ্বংসে পুলিশের অসৎ উদ্দেশ্যকে ভর্ৎসনা প্রধান বিচারপতির

গণতন্ত্র ধ্বংসে পুলিশের অসৎ উদ্দেশ্যকে ভর্ৎসনা প্রধান বিচারপতির। ধর্মতলাকে নিজেদের সম্পত্তি ভাবে তৃণমূল। পোস্ট শুভেনদুর। বিজেপির সভা মানেই বিশৃঙ্খলা, পাল্টা শান্তনু। 

WB News Live Updates: জয়নগরে বাড়ির রান্নাঘরে উদ্ধার হল মহিলার গলাকাটা দেহ!

জয়নগরে বাড়ির রান্নাঘরে উদ্ধার হল মহিলার গলাকাটা দেহ! অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে বঁটির কোপ মেরে খুন করেন স্বামী। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী, স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলছিল। আজ সকালে তা চরম পর্যায়ে পৌঁছয়। রান্নাঘরে বঁটি দিয়ে স্ত্রী অপর্না বৈদ্যর গলায় কোপ মারেন পরিমল বৈদ্য। জয়নগর থানার পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। 

West Bengal News Live: সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

WB News Live Updates: ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতি

সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের। ধর্মতলায় বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির। 

West Bengal News Live: দ্রুত নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

দ্রুত নিয়োগের দাবিতে এবার আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।
মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ৫২৬দিনের আন্দোলন। এখনও ইন্টারভিউয়ে ডাক না পাওয়ার অভিযোগে আদালতের অনুমতি নিয়ে বুধবার থেকে করুণাময়ীতে শুরু হয় ৭২ ঘণ্টার অবস্থান। কিন্তু সরকারি উদাসীনতার অভিযোগে বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে আমরণ কর্মসূচিতে বসেছেন চাকরিপ্রার্থীরা। ঠান্ডার মধ্যেই খোলা আকাশের নীচে চলছে তাঁদের আন্দোলন।

WB News Live Updates: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলা, হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনার

পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলা, হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। ১৩ অক্টোবর আদালত অবমাননার রুল জারি করে আদালত। ১৫ ডিসেম্বরের মধ্যে রাজীব সিন্হাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। আদালত মনে করলে ফের তলব করা হতে পারে রাজীব সিন্হাকে। ৮ জানুয়ারি হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। 

West Bengal News Live: অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া রোধে উদ্যোগী স্বাস্থ্য দফতর

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া রোধে উদ্যোগী স্বাস্থ্য দফতর। প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য দফতর ও স্বাস্থ্য, এই তিন দফতর একসঙ্গে কাজ করবে। তিন দফতরের সমন্বয়ের জন্য আজ স্বাস্থ্য ভবনে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য দফতর ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিষয়ক বিশেষ কমিটির সদস্যরা। সমস্ত মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটির প্রধানদের ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। 

WB News Live Updates: আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। ডোমকল থেকে গ্রেফতার এফআইআরে নাম থাকা আলমগীর শেখ। খুনের পর ঘটনাস্থল থেকে পালিয়ে ডোমকলে গা ঢাকা দিয়েছিলেন আফতাব। আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় ধৃত বেড়ে ২। ১৬ নভেম্বর তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন। 

West Bengal News Live: নিয়োগ দুর্নীতিতে প্রায় দেড় বছর জেলে পার্থ, ফের পাশে থাকার বার্তা নেত্রীর

নিয়োগ দুর্নীতিতে প্রায় দেড় বছর জেলে পার্থ। ফের পাশে থাকার বার্তা নেত্রীর।মুখে কুলুপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর।

WB News Live Updates: ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। কাল আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। রবিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। গভীর নিম্নচাপে পরিণত হবে পরের দিনই।
তবে আপাতত এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম। এই নাম মায়ানমারের দেওয়া।

West Bengal News Live: তাপমাত্রার পারদ আরও একটু নামল, রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি

রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় তাপমাত্রার পারদ আরও একটু নামল। ১৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। শনি ও রবিবার রাজ্যে জমিয়ে শীতের আমেজ। 

WB News Live Updates: ফের বিরোধীদের গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

ফের বিরোধীদের গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, আমাদের চার MLA'কে জেলে ভরে রেখেছে। ভাবছে এই ভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, আমি আট জনকে জেলে ভরবো। পাল্টা FIR করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

West Bengal News Live: এবার নাম না করে প্রধানমন্ত্রীকে পাপিষ্ঠ বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী

রাহুল গান্ধীর পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাম না করে প্রধানমন্ত্রীকে পাপিষ্ঠ বলে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।  রোহিত শর্মার 'INDIA'-র হারের জন্য় পরোক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিকেই দায়ী করলেন বিরোধী জোট 'INDIA'-র অন্যতম দুই মুখ। 

WB News Live Updates: জেলে পার্থ-কেষ্ট-বালু-মানিক, পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি মমতার

জেলে পার্থ-কেষ্ট-বালু-মানিক। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি মমতার। 

West Bengal News Live: দ্রুত নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

দ্রুত নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। খোলা আকাশের নীচে করুণাময়ীতে ধর্না। পাশে থাকার বার্তা হিরণ-কৌস্তভের। পুলিশের সঙ্গে বচসা।

প্রেক্ষাপট

দ্রুত নিয়োগের দাবিতে আমরণ অনশনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা (Upper Primary Job Seekers)। খোলা আকাশের নীচে করুণাময়ীতে ধর্না। পাশে থাকার বার্তা হিরণ-কৌস্তভের। পুলিশের সঙ্গে বচসা।


ধর্নায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। শাসকের দিকে তীব্র আক্রমণ হিরণের।


জেলে পার্থ-কেষ্ট-বালু-মানিক। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি মমতার (Mamata Banerjee)।


নিয়োগ দুর্নীতিতে প্রায় দেড় বছর জেলে পার্থ। ফের পাশে থাকার বার্তা নেত্রীর। মুখে কুলুপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 


পার্থ, কেষ্ট, মানিক, বালুর সঙ্গে মহুয়ারও পাশে নেত্রী। ঘুষ নিয়ে প্রশ্ন-বিতর্কে বিজেপিকে কটাক্ষ। 


গরু, কয়লা পাচার তদন্তে সক্রিয় সিবিআই-ইডি। পাল্টা বিএসএফ, সিআইএসএফ, কোল ইন্ডিয়া নিয়ে আক্রমণে মমতা। কী করছে রাজ্য? পাল্টা বিজেপি। 


দুর্নীতিতে সরব, পাল্টা সরকারি অফিসে সিপিএম কর্মীদের প্রসঙ্গ তুলে হুঙ্কার মমতার। চোর বলে আক্রমণ। ১২ বছরেও তো প্রমাণ করতে পারেননি, পাল্টা সিপিএম। 


রাহুলের সুরেই এবার মমতা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতের লজ্জার হার নিয়ে নাম না করে বিদ্রুপ। 


লোকসভা ভোটের আগে কার্যত দলবদলের দরজা খুলে দিলেন তৃণমূলনেত্রী।


বেআইনি নির্মাণকারী কোথাও থাকলে আছে নেতাজি ইন্ডোরেই। লিলুয়ার মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। আমার বাড়িও বেআইনি হলে ভেঙে দিতে হবে বলে মন্তব্য। 


কী করে এত সম্পত্তি? নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা বিভাস অধিকারীর কাছে তথ্য তলব সিবিআইয়ের। 


উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়া ৩ বাঙালি-সহ ৪১জনকে উদ্ধারের অপেক্ষা। ১০টির মধ্যে ঢোকানো হল ৯টি পাইপ। পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.