West Bengal News Live: বড়দিনে উৎসবমুখর বাংলা, ওয়াকিং স্ট্রিটে পরিণত হল পার্ক স্ট্রিট
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।
বড়দিনে উৎসবমুখর বাংলা। কেউ বনভোজনে ব্যস্ত থাকলেন, কেউ ছুটলেন চিড়িয়াখানায়, কারও গন্তব্য ইকো পার্ক, কেউ দিনভর কাটালানে অন্য কোনও বিনোদন পার্কে। বিকেল গড়াতে না গড়াতেই বদলে যায় পার্ক স্ট্রিটের ছবি। রঙিন আলোর মেলায় ঝলমলে পার্ক স্ট্রিট সন্ধে থেকে ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়। অ্যালেন পার্কেও সময় কাটান অনেকে। গান, বাজনা, নাচ, আলোর মেলায় বো ব্যারাকও হয়ে ওঠে মায়াবী।
যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি। পার্টি অফিসে তালা, পথেই শেষশ্রদ্ধা। অভিযুক্ত দলীয় বিধায়ক। পার্টি অফিস খোলা থাকলেই ভাল হত, মন্তব্য শওকত মোল্লার।
অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির কর্মসূচি ঘিরে কাঁথিতে উত্তেজনা। ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এটা তাঁদের সংস্কৃতি নয়। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে রাজ্যের শাসক দল।
মালদার দৌলতপুরে নতুন রাস্তা তৈরি নিয়ে বিবাদ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্ত প্রধানের। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।
শিলিগুড়ি পুরসভা দখলের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। নাম না করে পুর প্রশাসক গৌতম দেবকে বিঁধলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। পাল্টা বিজেপির পারফরম্যান্স নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। দুই দলকে আক্রমণ করেছে বামেরা।
উৎসবের মরসুমের মাঝেই ছড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ। এতেই বাড়ছে উদ্বেগ। কারণ, আতঙ্ক থাকলেও ঢিলেমে দেখাচ্ছেন অনেকেই। এই অবস্থায় চিকিৎসকদের সতর্কবাণী, এখনই সাবধান না হলে আরও বাড়তে পারে বিপদ। রোগ দমনে কড়া দাওয়াই দিতে হবে প্রশাসনকে।
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বড়দিনের কেক বিলি করে পুরভোটের প্রচার শুরু করল তৃণমূল। খড়গপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে প্রচার। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
আসন্ন পুরভোটে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে হাতিয়ার করেই কি ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি? সূত্রের খবর, ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার পরিকল্পনা রয়েছে রাজ্য নেতৃত্বের। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারমাঝে আজই জেলা কমিটিতেও একাধিক রদবদল আনল গেরুয়া শিবির।
বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের বদলে কি বিশিষ্ট ব্যক্তি বা শিক্ষাবিদদের মনোনীত করা যায়? তা ভেবে দেখার সময় এসেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই মন্তব্যে চড়ল রাজনীতির পারদ। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এগুলি করা হচ্ছে, দাবি বিজেপি রাজ্য সভাপতির। বিরোধিতায় সরব বাম-কংগ্রেসও।
আসন্ন পুরভোটকে মাথায় রেখে বড়দিনে জনসংযোগ রাজ্যের শাসক দলের। বরানগর ও শান্তিপুরে সান্তা সেজে মানুষের কাছে গেলেন তৃণমূল ও টিএমসিপি-র নেতা-কর্মীরা। যা নিয়ে খোঁচা গিয়েছে বিজেপি। কোচবিহারে ছোটদের সঙ্গে উৎসব পালন রবীন্দ্রনাথ ঘোষের।
রাজ্যে একদিনে ৫৫২ জন করোনা আক্রান্ত, চারজনের মৃত্যু। করোনায় দৈনিক মৃত্যু, সংক্রমণে রাজ্যে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে ১৯৭ জন সংক্রমিত, তিনজনের মৃত্যু। দীর্ঘদিন পরে দৈনিক মৃত্যু এড়াল উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৯৬ জন সংক্রমিত। পশ্চিম বর্ধমানে একদিনে আক্রান্ত ১৬, একজনের মৃত্যু।
বিষ খাইয়ে তিনটি কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা। ঘটনায় প্রতিবেশী তিন মহিলার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
খড়গপুরের আমলাচাটি ও শ্যামসুন্দরপুর পালপাড়া গ্রামে রাতভর তাণ্ডব চালাল ৩০-৩৫টি বুনো হাতির দল। লণ্ডভণ্ড বাড়ি। নষ্ট ফসল। গ্রামবাসীদের অভিযোগ, বারবার ফোন করলেও বন দফতরের সাড়া মেলেনি। বন দফতর সূত্রে খবর, যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সাহায্য করা হবে।
বড়দিনে কলকাতার পাশাপাশি উৎসবে মাতোয়ারা জেলা। জমজমাট বিভিন্ন জেলার পিকনিক স্পট ও পর্যটনকেন্দ্রগুলি। চড়ুইভাতি থেকে নৌ বিহার- দিনভর কাটল আনন্দে।
২৪ ঘণ্টা পরেও মুকুল রায়ের মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। এ নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে শুরু হয়েছে দায় ঠেলাঠেলির পালা। এই ইস্যুতে শাসক দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে বাম-কংগ্রেস।
জলপাইগুড়ি জেলা পরিষদের সরকারি জমি কেলেঙ্কারিকাণ্ডে বামেদের পাশাপাশি নাম জড়াল রাজ্যের শাসক দলের নেতাদের একাংশের। এ নিয়ে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সহ সভাধিপতি। কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
এসএসকেএমে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার উস্তির গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার। এখনও পর্যন্ত খুনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাল্টা চক্রান্তের দাবি করেছেন বিধায়ক।
বড়দিনে মেতেছে কলকাতা। পাশাপাশি জেলাগুলিতেও চলছে যিশু খ্রিষ্ট্রের জন্মদিন পালন। সেজে উঠেছে চার্চগুলি। চলছে প্রার্থনা। বেলুড় মঠেও বড়দিনের সকালে ছিল ভক্ত সমাগম।
পিকে-র সংস্থাকে দিয়ে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল। এমনই অভিযোগ করলেন দার্জিলিঙের জেলার সমতলের কংগ্রেস সভাপতি। অস্তিত্ব টিকিয়ে রাখতে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। ফের ট্যুইট রাজ্যপালের। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়।
বর্ষশেষে বাড়ছে ওমিক্রন-আতঙ্ক। বিদেশ-যাত্রা না করেও মেডিক্যালের ছাত্রের সংক্রমণে উদ্বেগ। বাংলা-সহ ১০ রাজ্যে বিশেষ দল পাঠাচ্ছে কেন্দ্র।
বড়দিনের রাতে থিয়েটার রোডের নাইট ক্লাবে মত্ত যুবক-যুবতীদের তাণ্ডব। বাধা দিলে পুলিশকে মারধরের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গতকাল থিয়েটার রোডের নাইট ক্লাবে কয়েকজন মত্ত যুবক-যুবতী তাণ্ডব চালায়। নাইট ক্লাব কর্তৃপক্ষ তাঁদের বের করে দেওয়ায় রাস্তায় নেমে চলে অভব্যতা। বাধা দিলে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
হাওড়ার বেলুড়ে বেআইনি পার্কিং ও জবরদখলের অভিযোগ ঘিরে দফায় দফায় সংঘর্ষ। গতকাল রাতে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে। আজ সকাল থেকে ফের উত্তেজনা ছড়ায়। লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। শুরু হয় পাথরবৃষ্টি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বড়দিনে হাওয়া বদল। কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন সান্দাকফু ও টাইগার হিলে তুষারপাত। উৎসবের দিনে তুষারপাত দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্ষটকরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বঙ্গে শীতের আমেজ থাকলেও, কনকনে ঠান্ডা থাকবে না।
নতুন কমিটি নিয়ে অসন্তোষ। পুরভোটের ধাক্কা সামলানোর আগেই বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। নতুন কমিটিতে মতুয়া প্রতিনিধি না থাকার অভিযোগ। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানাচ্ছেন সাংসদ শান্তনু ঠাকুর। শেষের শুরু, খোঁচা তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
পদ থেকে সরতে চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট। বিজেপি যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতির ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
উৎসবের মরশুমে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে কাজে লাগিয়ে শহরে নতুন পদ্ধতিতে সাইবার প্রতারণার অভিযোগ। সোশ্যাল সাইটে হোটেলের জন্য অগ্রিম দিয়েও মেলেনি কনফার্মেশন বার্তা, অভিযোগ মানিকতলার বাসিন্দার। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
বীরভূমের দেউচা পাঁচামিতে আদিবাসীদের উপর পুলিশি হামলার অভিযোগে হল ধিক্কার মিছিল। জেলা প্রশাসনের অভিযোগ, বহিরাগতরা উস্কানি দিচ্ছে গ্রামবাসীদের। আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদী তৃণমূল। আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি।
সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক খালাসি। যাদবপুর থেকে আটক করা হয়েছে বাসটিকে।
বড়দিনের ছুটি মানেই বেরিয়ে পড়া। ২৫ ডিসেম্বরের পিছনে রোববার জুড়ে যাওয়ায় এবার মজা আরও বেশি। দার্জিলিং থেকে দিঘা, সুন্দরবন থেকে শান্তিনিকেতন, ক্রিসমাসে সর্বত্র পর্যটকদের ভিড়।
বীরভূমে চালু হল দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ও নতুন ক্লাসে ছোটদের ভর্তি করালেন শিক্ষক-শিক্ষিকারা। আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি।
বড়দিনেও জারি থাকল রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত! হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার সংশোধনী বিলে সই করেননি বলে ট্যুইটে ফের দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
বড়দিনে রঙিন কলকাতা। সকাল থেকে ভিড় সেন্ট পলস ক্যাথিড্রাল, চিড়িয়াখানায়। দিঘা থেকে সুন্দরবন, সর্বত্র ভিড় পর্যটকদের। ভিড় শান্তিনিকেতনেও।
যানজটে গাড়ি আটকে পড়ায়, সাংসদ দিব্যেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ভিড় হঠাতে দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ করে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। দিব্যেন্দু অধিকারীর দাবি, গতকাল রাতে ফেরার পথে, বাড়ির সামনে জটলা দেখে দাঁড়িয়ে যায় গাড়ি। সাংসদের অভিযোগ, সেইসময় ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন।
কলকাতা পুরভোটের ফল ঘোষণার পর, এবার জেলাস্তরেও ব্যাপক রদবদল বিজেপির। অপসারিত ৩০ জন সভাপতি। একইসঙ্গে রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলা বাড়িয়ে ৪২টি সাংগঠনিক জেলা করা হয়েছে। নতুন ৩টি সাংগঠনিক জেলা হল মালদা, দক্ষিণ জয়নগর ও বোলপুর। ৩৯টি সাংগঠনিক জেলার মধ্যে ৩০টিতেই সভাপতি পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ কলকাতা জেলা সভানেত্রী করা হয়েছে সঙ্গীতা চৌধুরীকে। উত্তর কলকাতার জেলা সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে। কলকাতা উত্তরের দায়িত্বে শীলভদ্র দত্ত এবং দক্ষিণে সৌরভ শিকদার।
গড়াচ্ছে শীতের ছোট বেলা। কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে আতঙ্ক। জাল দিয়ে গ্রাম ঘেরার কাজ চলছে। এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।
খড়দা বইমেলায় জাগো বাংলার স্টল না থাকা ঘিরে বিতর্ক তৃণমূলের অন্দরে। কাজল সিন্হাকে ভুলে যাওয়ার চেষ্টা হচ্ছে। ঘুরিয়ে দলের দিকে আঙুল তুললেন প্রয়াত তৃণমূল বিধায়কের স্ত্রী। যদিও, তৃণমূল নেতৃত্বের দাবি, তড়িঘড়ি মেলার আয়োজনের জন্য স্টল করা যায়নি।
কলকাতা মেডিক্যালে ওমিক্রন আক্রান্ত পড়ুয়া ভর্তি বেলেঘাটা আইডি-তে। সকালে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই পড়ুয়া আপাতত উপসর্গহীন, স্বাভাবিকের থেকে বেশি রক্তচাপ। ওই পড়ুয়া কাদের সংস্পর্শে এসেছেন, তা জানার চেষ্টা চলছে। আবাসিক ওই পড়ুয়া যে হস্টেলে থাকতেন, সেখানেও নজরদারির সিদ্ধান্ত।
বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে আদিবাসীদের ওপর পুলিশি হামলার অভিযোগে প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিল। এদিন হরিণসিঙ্গা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, বিনা প্ররোচনায় আদিবাসীদের ওপর বর্বরোচিত আক্রমণ চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই আদিবাসীদের পুলিশি হামলারও শিকার হতে হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কুলতলিতে নতুন আতঙ্ক। পিয়ালি নদীর ধারে ডোঙ্গাজোড়া গ্রাম। সেখানে পুরনো কেল্লার আশেপাশে শোনা যাচ্ছে বাঘের গর্জন। এলাকায় পায়ের ছাপও মিলেছে বলে দাবি বন দফতরের। শীতের মরশুমে কেল্লায় আসেন বহু পর্যটক। নিরাপত্তার কারণে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। জোয়ার আসছে, চিন্তা বাড়ছে প্রশাসনের। জলের তোড়ে না বাঘ ঢুকে যায় লোকালয়ে! বাঘ ধরতে জাল দিয়ে নদী ঘেরার কাজ শুরু হয়েছে। গতকাল কুলতলির ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। বাঘ বন্দি করতে খাঁচা পাতা হয়। বসে রাত পাহারা। তবে এখনও পর্যন্ত ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল। গরানকাঠির জঙ্গল থেকে বেরিয়ে পিয়ালি নদী পেরিয়ে বাঘটি কাছের ডোঙ্গাজোড়া গ্রামে ঢুকে পড়েছে বলে আশঙ্কা বন দফতরের কর্মীদের।
বড়দিনের সকলে থেকেই বেলুড় মঠে মানুষের ভিড়।
বড়দিনের উৎসবে মেতে উঠেছে পাহাড়ও। আলোর মালায় সেজেছে দার্জিলিং, কালিম্পং। টুপি, সোয়েটার, কোটে সেজে পর্যটকরা বেরিয়ে পড়েছেন রাস্তায়।
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ১০টি রাজ্যে পাঠানো হচ্ছে মাল্টি-ডিসিপ্লিনারি টিম। বাংলা ছাড়াও এই তালিকায় রয়েছে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মিজোরাম, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও পাঞ্জাব। সূত্রের খবর, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা নিয়ে পরামর্শ দেবে কেন্দ্রের পাঠানো মাল্টি ডিসিপ্লিনারি টিম। করোনা শুরুর সময়েও কেন্দ্রের তরফে একইভাবে বিভিন্ন রাজ্যে মাল্টি ডিসিপ্লিনারি টিম পাঠানো হয়েছিল।
করোনা আবহে প্রায় ২ বছর বন্ধ থাকার পর, ফের খোলা হয়েছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলি। আনন্দে মেতেছেন পর্যটকরা। চলছে নৌকা ভ্রমণ। সেখানেই খাওয়াদাওয়া, হৈ-হুল্লোড়।
বড়দিনের রাতে থিয়েটার রোডের নাইট ক্লাবে মত্ত যুবক-যুবতীদের তাণ্ডব। বাধা দিলে পুলিশকে মারধরের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গতকাল থিয়েটার রোডের নাইট ক্লাবে কয়েকজন মত্ত যুবক-যুবতী তাণ্ডব চালায়। নাইট ক্লাব কর্তৃপক্ষ তাঁদের বের করে দেওয়ায়, রাস্তায় নেমে চলে অভব্যতা। বাধা দিলে কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।
বড়দিনে পর্যটকদের ভিড় উপচে পড়েছে দিঘায়৷ সব জায়গাতেই পিকনিকের মেজাজ। খাওয়া-দাওয়া, আড্ডা সব মিলিয়ে বড়দিনের উত্সবের রঙে রঙিন সৈকত শহর৷
বড়দিন মানেই ছুটি৷ দলবেঁধে ঘুরতে যাওয়া৷ তারই মধ্যে শহরজুড়ে কার্নিভাল, চিড়িয়াখানায় লম্বা লাইন৷ যদিও সকাল সকাল শীতঘুম ভাঙেনি চিড়িয়াখানার বাসিন্দাদের। তাতে দর্শকদের উত্সাহে ভাঁটা পড়েনি। বড়দের পাশাপাশি, পশু-পাখিদের খাঁচার আশেপাশে উঁকিঝুঁকি মারছে কচিকাঁচারাও।
উত্সবের মেজাজ সেন্ট পলস্ ক্যাথিড্রালে। কুয়াশা সরিয়ে আলো ফুটতেই ভিড় বাড়তে শুরু করেছে। কারও হাতে প্রার্থনার মোমবাতি, কারও গলায় ক্রিসমাস ক্যারলের সুর৷ মাথায় লাল টুপি, হাতে বেলুন নিয়ে আনন্দে মেতেছে ক্ষুদেরাও।
এসএসকেএমে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার উস্তির গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার। অভিযোগ, রবিবার রাতে বাজার থেকে ফেরার পথে, দুষ্কৃতীরা যুব তৃণমূলের উত্তরকুসুম অঞ্চলের সভাপতি সুজাউদ্দিন গাজিকে গুলি করে। তাঁর পেটে গুলি লাগে। ভর্তি করা হয় এসএসকেএমে। গতকাল রাতে সেখানেই মৃত্যু হয় যুব তৃণমূল নেতার। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ।
হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। আজ সকালে ফের ট্যুইট রাজ্যপালের। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়। গতকাল হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন।
বড়দিনে হাওয়া বদল। ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে আজ থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
কোথাও চিরাচরিত ক্যারল৷ কোথাও বা শুধুই হুল্লোড়৷ বড়দিনের আনন্দে মেতেছে গোটা বিশ্ব৷
এদেশে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। জাতীয় পতাকা ঝলমলিয়ে উঠল সুদূর অ্যান্টার্কটিকার সর্বোচ শৃঙ্গের বেসক্যাম্পে! তেরঙ্গা বিছিয়ে দিলেন দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ৩ প্রশিক্ষক।
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা।
গোয়ায় বিধানসভা ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে তৃণমূলকে কাঠগড়ায় তুলে দল ছাড়লেন প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার। এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও।
আজ বড়দিন। বিশ্বজুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা। আলোর মালায় পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো-ব্যারাক। নিরাপত্তায় ৩ হাজার পুলিশকর্মী।
প্রেক্ষাপট
আজ বড়দিন। বিশ্বজুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা। আলোর মালায় পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বো-ব্যারাক। নিরাপত্তায় ৩ হাজার পুলিশকর্মী।
কলকাতা পুরভোটের সব বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। বকেয়া পুরভোটেও সমস্ত বুথে লাগাতে হবে সিসিটিভি। রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হওয়াতেই কি কলকাতা পুরভোটে এত অভিযোগ? বকেয়া পুরভোটে যেন অশান্তি না হয়। রাজ্য নির্বাচন কমিশনারকে সতর্ক করলেন রাজ্যপাল, সূত্রের খবর।
হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক। সই করেছেন রাজ্যপাল, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। বিল এখনও তাঁর বিবেচনাধীন, ট্যুইট রাজ্যপালের।
রাজ্য-রাজভবন বেনজির সংঘাত। অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ। ইউজিসিকে দিয়ে তদন্ত চান রাজ্যপাল। ধনকড়কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী আচার্য করার ভাবনা সরকারের, জানালেন ব্রাত্য।
জিটিএ নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিলেন বিনয় তামাঙ্গ। যোগ দিলেন প্রাক্তন মোর্চা বিধায়ক রোহিত শর্মাও। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই মমতাকে, মন্তব্য বিনয়ের।
বিজেপির বিভাজনের রাজনীতি জব্দ, মন্তব্য ব্রাত্যর। পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গেই আছেন, পাল্টা শুভেন্দু। দলবদলকে কটাক্ষ কংগ্রেস-বামের। বিনয়কে শুভেচ্ছা রোশন-অনীতের।
কলকাতা পুরসভার নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ। শপথ নিলেন নব-নির্বাচিত পুর প্রতিনিধিরা। ২৮ ডিসেম্বর শপথ নেবেন মেয়র ও চেয়ারপার্সন।
কলকাতায় সংগঠন দুর্বল। ভাল ফল হবে না জানতাম। জেলায় এমন হবে না। দিলীপের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। বিজেপি-বামেরা শূন্যয় পরিণত হবে, পাল্টা মলয় ঘটক।
পুরভোটে বিপুলভাবে জয়ী হবে বিজেপি। মুকুল রায়ের মন্তব্যে ধোঁয়াশা। অসংলগ্ন কথা, পিএসি চেয়ারম্যান পদে থাকা নিয়ে ভেবে দেখব, প্রতিক্রিয়া পার্থর। তৃণমূলেই আছেন, দাবি ছেলে শুভ্রাংশুর।
শহরে আরও দুজন ওমিক্রন আক্রান্তের হদিশ। কৃষ্ণনগরের বাসিন্দা ও আয়ারল্যান্ড ফেরত ব্যক্তির দেহে নতুন ভ্যারিয়্যান্টের সন্ধান। সংক্রমণে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে বাংলা, জানাল কেন্দ্র।
ওমিক্রন আক্রান্ত কি না জানতে রাজ্যে চালু হচ্ছে বিশেষ আরটিপিসিআর টেস্ট। S জিন মিসিং আরটিপিসিআর পরীক্ষায় মিলবে সংক্রমণের ইঙ্গিত, দাবি রাজ্য স্বাস্থ্য দফতরের।
১৭ তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডেও ওমিক্রন। দেশে একদিনে আক্রান্ত ১২২, মোট আক্রান্ত ৩৫৮। উত্তরপ্রদেশে ভোট পিছোতে প্রধানমন্ত্রী-নির্বাচন কমিশনকে আবেদন এলাহাবাদ হাইকোর্টের।
কুলতলির গরানকাঠির জঙ্গলে বাঘের আতঙ্ক। মিলেছে পায়ের ছাপ, দাবি স্থানীয়দের। জাল দিয়ে এলাকা ঘিরে খাঁচা পাতল বন দফতর। আতঙ্কে গ্রামবাসীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -