West Bengal News Live: শেখ শাহাজাহানকে আড়াল করছে না তৃণমূল, স্পষ্ট বার্তা অভিষেকের

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 25 Feb 2024 11:46 PM
WB News Live: ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকার পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। 

Abhishek on Sandeshkhali: শেখ শাহাজাহানকে আড়াল করছে না তৃণমূল, স্পষ্ট বার্তা অভিষেকের

'শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে সেটা বিচারব্যবস্থা করছে', এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস আড়াল করছে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শেখ শাহজাহানের গ্রেফতার না হওয়া প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় বিচারব্যবস্থার একাংশ।

WB News Live: সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে বিজেপির ৩ দিনের ধর্না কর্মসূচিতে না কলকাতা পুলিশের

সন্দেশখালি ইস্যুতে মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে বিজেপির তিন দিনের ধর্না কর্মসূচিতে না কলকাতা পুলিশের। অনুমতি চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। সন্দেশখালি ইস্যুতে সোমবার থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। তবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা ও গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের অবস্থান, এই কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। 

Sandeshkhali Incident: শেখ শেহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের

অবশেষে শেখ শেহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি জবর দখল, মারধর, হুমকি সহ ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর পুলিশের। এফআইআর দায়ের হলেও এখনও সিরাজের খোঁজ পায়নি পুলিশ।

WB News Live: আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি

আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারাল বহু পরিবার। কেউ কেউ শেষ সম্বলটুকু খুইয়েছেন। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা। 

WB News Live: আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি

আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারাল বহু পরিবার। কেউ কেউ শেষ সম্বলটুকু খুইয়েছেন। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা। 

West Bengal News Live: AIIMS-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

গুজরাতের রাজকোট থেকে AIIMS-এর কল্যাণী ইউনিটের ইন্ডোর পরিষেবার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে কল্য়াণীর ক্য়াম্পাসে হাজির ছিলেন বিজেপির সাংসদ, বিধায়করা। দেখা গেল না তৃণমূলের কোনও প্রতিনিধিকে। এরইমধ্য়ে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 

WB News Live: 'ডায়মন্ড হারবার' মডেল এবার চালু হল হাওড়ায়

'ডায়মন্ড হারবার' মডেল এবার চালু হল হাওড়াতে। রবিবার লিলুয়াতে তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এক অনুষ্ঠানে প্রকল্পের সূচনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ ও বৃদ্ধরা মাসে ৫০০ টাকা করে পেনশন এবং রেশন দেওয়া হবে। কুণাল ঘোষের দাবি, কেন্দ্রীয় সরকার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বরাদ্দ পেনশনের টাকা না দেওয়ার কারণে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পেনশন চালু করেছেন। বিরোধীদের এনিয়ে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এব্যাপারে সিবিআই, ইডি নয় রাষ্ট্রসঙ্ঘে ডেপুটেশন দিতে পারে। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এই প্রকল্প চালাচ্ছেন। কেন্দ্রীয় সরকার যদি টাকাটা দিয়ে দিত, তাহলে আর এই সমস্যা হত না। হাওড়া সদর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ৫০-৬০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের মাসে ৫০০ টাকা করে পেনশন ও রেশন দেওয়া হবে।

Sandeshkhali Incident: ৫২ দিনেও অধরা শেখ শাহজাহান, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি

৫২ দিনেও অধরা শেখ শাহজাহান, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। আজও সন্দেশখালির বেড়মজুরে বিক্ষোভ গ্রামবাসীদের। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের হুমকির অভিযোগ। তৃণমূল নেতা অজিত মাইতির গ্রেফতারির দাবিতেও সরব গ্রামবাসীরা। গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর।

WB News Live: সন্দেশখালি নিয়ে এবার সংবাদমাধ্যমকেই নিশানা সৌগতর

সন্দেশখালি নিয়ে এবার সংবাদমাধ্যমকেই নিশানা সৌগতর! সন্ত্রস্ত সন্দেশখালি, লাগাতার খবর করায় সংবাদমাধ্যমকেই নিশানা তৃণমূল সাংসদের। শেখ শাহজাহান, সিরাজদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে লাগাতার বিক্ষোভ স্থানীয়দের। একের পর এক তৃণমূল নেতার উপর আছড়ে পড়ছে গ্রামবাসীদের ক্ষোভ। লাগাতার অশান্তির খবর করে শাসকের রোষে সংবাদমাধ্যম। অশান্তির দায় সংবাদমাধ্যমের উপরেই চাপাচ্ছেন সৌগত রায়।

West Bengal News Live: ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি, শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে ফের পোস্টার

ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে ফের পড়ল পোস্টার। খুলনা ফেরিঘাট এলাকা, কর্ণখালি এলাকায় এদিন একাধিক পোস্টার দেখা যায়। গতকাল এই এলাকাতেই যান পার্থ ভৌমিক ও সুজিত বসু। মন্ত্রীদের সামনে ক্ষোভ উগরে দেন সন্দেশখালির বাসিন্দারা। মন্ত্রীরা ফিরতেই শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে পড়ল পোস্টার। 

WB News Live: আজও সন্দেশখালির বেড়মজুরে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ

আজও সন্দেশখালির বেড়মজুরে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। অভিযোগ জানাতে গেলেও, উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে। এমনও অভিযোগ শোনা গেল গ্রামবাসীদের মুখে। সন্দেশখালিতে পুলিশের ভূমিকা নিয়ে জোড় চর্চা চলছে রাজনীতিতেও।

Sandeshkhali Incident: 'মারধর করে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল', দাবি সন্দেশখালির TMC নেতার

সন্দেশখালির বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বক্তব্য, ২০১৯ সালে মারধর করে তাঁকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়। যদিও এই নিয়ে বলতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, 'অজিত মাইতির একথা লোকে শুনলে হাসবে। গ্রামবাসীদের ক্ষোভের মুখে এসব কথা বলছেন তিনি।'

West Bengal News Live: গতকালের পর আজ ফের সন্দেশখালিতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু

গতকালের পর আজ ফের সন্দেশখালিতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। ফের রাস্তায় নামলেন মহিলারা।

Abhishek Banerjee: 'ষড়যন্ত্র করে বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র', তোপ অভিষেকের

'২ বছর ধরে শ্রমিকদের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্র। একাধিক প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র।মুখ্যমন্ত্রী একাধিকবার বললেও বাংলার পাওনা দেয়নি কেন্দ্র। ১০ মার্চ তৃণমূলের ট্রেলার দেখবে বিরোধীরা। বাকি সিনেমা বাংলার মানুষ ভোটে দেখাবে।'

Sandeshkhali Update: সন্দেশখালি যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা

সন্দেশখালি যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা। হাড়োয়ায় সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়দের বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা কংগ্রেস নেতা-কর্মীদের। অসুস্থ হয়ে পড়লেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়।

West Bengal News Live: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ১০ মার্চ শাসক দলের ব্রিগেড সমাবেশ

১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শাসক দলের ব্রিগেড সমাবেশ। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা সহ উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদ। ব্রিগেডের সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'।় সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালি আবেগ হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তিপ্রদর্শন তৃণমূল কংগ্রেসের।

Sandeshkhali Incident: অজিত মাইতির দায় কি ঝেড়ে ফেলতে চাইছে তৃণমূল?

সন্দেশখালিতে পার্থ-সুজিত থাকাকালীনই বেড়মজুরে ফের তৃণমূল নেতাকে তাড়া গ্রামবাসীদের। শুক্রবারের পর আজ ফের গ্রামবাসীদের রোষের মুখে শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি। বেড়মজুরে তৃণমূল নেতা অজিত মাইতিকে লাঠি-ঝাঁটা নিয়ে তাড়া গ্রামবাসীদের। গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঢুকলেন তৃণমূল নেতা। দেড় ঘণ্টা পার, এখনও অন্যের বাড়িতে আশ্রয় তৃণমূল নেতার, বাইরে বিক্ষোভ মহিলাদের। সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে, অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই, বলে দিলেন মন্ত্রী পার্থ ভৌমিক।

WB News Live Updates: সন্দেশখালি নিয়ে এবার সংবাদমাধ্যমকেই নিশানা তৃণমূল সাংসদ সৌগত রায়ের

সন্দেশখালি নিয়ে এবার সংবাদমাধ্যমকেই নিশানা সৌগতর! সন্ত্রস্ত সন্দেশখালি, লাগাতার খবর করায় সংবাদমাধ্যমকেই নিশানা তৃণমূল সাংসদের। শেখ শাহজাহান, সিরাজদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে লাগাতার বিক্ষোভ স্থানীয়দের। একের পর এক তৃণমূল নেতার উপর আছড়ে পড়ছে গ্রামবাসীদের ক্ষোভ। লাগাতার অশান্তির খবর করে শাসকের রোষে সংবাদমাধ্যম। অশান্তির দায় সংবাদমাধ্যমের উপরেই চাপাচ্ছেন সৌগত রায়!

Sandeshkhali Update:সন্দেশখালির ঘটনায় এবার গ্রেফতার ISF নেত্রী

সন্দেশখালিকাণ্ডে সিপিএম, বিজেপির পর আরও এক বিরোধী নেত্রী গ্রেফতার। এবার আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে পাকড়াও করল পুলিশ। সিপিএম নেতা নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহর পর আইএসএফ নেত্রী আয়েশা বিবি গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের উত্তম সর্দার ও শিবু হাজরাকেও।

WB News Live Updates: দুই মন্ত্রী ফিরে যেতেই শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে ফের পড়ল পোস্টার

ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। দুই মন্ত্রী ফিরে যেতেই শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে ফের পড়ল পোস্টার। খুলনা ফেরিঘাট এলাকা, কর্ণখালি এলাকায় এদিন একাধিক পোস্টার দেখা যায়। গতকাল এই এলাকাতেই যান পার্থ ভৌমিক ও সুজিত বসু। মন্ত্রীদের সামনে ক্ষোভ উগরে দেন সন্দেশখালির বাসিন্দারা। মন্ত্রীরা ফিরতেই শেখ শাহজাহানের গ্রেফতার চেয়ে পড়ল পোস্টার। 

West Bengal News Live: অজিত মাইতির গ্রেফতারির দাবিতে বাইরে বিক্ষোভ মহিলাদের

অজিত মাইতির গ্রেফতারির দাবিতে বাইরে বিক্ষোভ মহিলাদের

WB News Live Updates: আজ ফের গ্রামবাসীদের রোষের মুখে বেড়মজুরের অজিত মাইতি

আজ ফের গ্রামবাসীদের রোষের মুখে বেড়মজুরের অজিত মাইতি

West Bengal News Live: ফের গ্রামবাসীদের রোষের মুখে বেড়মজুরের অজিত মাইতি

ফের গ্রামবাসীদের রোষের মুখে বেড়মজুরের অজিত মাইতি

WB News Live Updates: শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে ফের রাস্তায় মহিলারা

ক্ষোভ শুনতে বেড়মজুরে ২ মন্ত্রী। শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে ফের রাস্তায় মহিলারা। হাতে সুজিত বসু গোব্যাক লেখা পোস্টার।

West Bengal News Live: আজ ফের সন্দেশখালিতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু

গতকালের পর আজ ফের সন্দেশখালিতে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। ফের রাস্তায় নামলেন মহিলারা।

WB News Live Updates: শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ

শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ। আজও বেড়মজুরে ক্যাম্প করে অভিযোগপত্র নিচ্ছে পুলিশ।

West Bengal News Live: সন্দেশখালি যাওয়ার পথে বাধা, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্য গ্রেফতার 

সন্দেশখালি যাওয়ার পথে বাধা, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৬ সদস্য গ্রেফতার 

WB News Live Updates: সন্দেশখালির ৫২ কিমি আগেই স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকাল পুলিশ

সন্দেশখালির ৫২ কিমি আগেই স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকাল পুলিশ

West Bengal News Live: আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি, সর্বস্ব খুইয়ে রাস্তায় স্থানীয়রা

সাতসকালে আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। সর্বস্ব খুইয়ে রাস্তায় স্থানীয়রা।

WB News Live Updates: আনন্দপুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

আনন্দপুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

West Bengal News Live: শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ

শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ

WB News Live Updates: বাম-বিজেপির পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হলেন ISF নেত্রী

বাম-বিজেপির পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হলেন ISF নেত্রী। ধৃতের নাম আয়েশা বিবি। আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 

West Bengal News Live: দাদা শেখ শাহজাহানের পর ভাই সিরাজের একের পর এক কীর্তি ফাঁস

দাদা শেখ শাহজাহানের পর ভাই সিরাজের একের পর এক কীর্তি ফাঁস

WB News Live Updates: আজ ফের সন্দেশখালিতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে আজ ফের সন্দেশখালিতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

West Bengal News Live: আজ কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ কল্যাণী এইমসের ইন্ডোর পরিষেবার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

WB News Live Updates: ভোট ঘোষণার আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি

ভোট ঘোষণার আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি

West Bengal News Live: পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ে আর্থিক তছরুপের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়

আবাস যোজনার পর এবার কেন্দ্রের বরাদ্দ করা পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ে আর্থিক তছরুপের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। ২০২২- ২৩ অর্থবর্ষে ১৫ লক্ষ টাকার বেশি নয়ছয়ের অভিযোগ উঠছে নামখানা ব্লকে। তদন্তের নির্দেশ দিয়েছেন নামখানার বিডিও। 

WB News Live Updates: ৫২ দিন পার, কোথায় শেখ শাহজাহান?

৫২ দিন পার, কোথায় শেখ শাহজাহান?
দাদা শেখ শাহজাহানের পর ভাই সিরাজের একের পর এক কীর্তি ফাঁস
মুখ খুলছেন একের পর এক গ্রামবাসী
জমি দখল করে শুধু ভেড়ি নয়, আস্ত মার্কেটও সিরাজের নামে!

West Bengal News Live: মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে দেখে উঠল চোর স্লোগান

মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে দেখে উঠল চোর স্লোগান। সাংসদ মৌসম নুররে সামনেই নিজের দলের কাছ থেকেই চোর কটাক্ষ শুনলেন তৃনমূল বিধায়ক। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ঘিরে সরগরম মালদার হরিশ্চন্দ্রপুরেের একাধিক এলাকা।

WB News Live Updates: ফের শহরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার

ফের শহরে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। কলকাতা পুলিশের STF ও নারকোটিক্সের যৌথ অভিযান, আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় উদ্ধার হল ৪২ লক্ষ ৬০ হাজার টাকা। এপিসি বোস রোডের একটি বাড়িতে বেআইনি কাফ সিরাপ মজুত থাকার খবর পায় কলকাতা পুলিশের STF ও নারকোটিক্স বিভাগ। শনিবার সকালে যৌথ তল্লাশি শুরু হয়। সেই সময় বাড়ির এক ভাড়াটিয়ার অসলগ্ন আচরণে সন্দেহ হয় তদন্তকারীদের। ভাড়াটিয়া আশরাফুল মল্লিককে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর ঘর থেকে বিপুল পরিমাণে টাকা। আমহার্স্টস্ট্রিট থানায় খবর দেয় কলকাতা পুলিশের STF। পুলিশ এসে টাকা উদ্ধার করে। হুগলির বাসিন্দা আশরাফুল মল্লিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বেআইনি ভাবে কাফ সিরাপ মজুতের ঘটনায় গোডাউন মালিক বানেশ্বর প্রজাপতিকে আটক করা হয়েছে। ৩ হাজার ৬০০ বোতল কাফসিরাপ উদ্ধার করেছেন তদন্তকারীরা। 

West Bengal News Live: বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন

বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন। ৩ মার্চ ফুল বেঞ্চ আসার আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। আদর্শ আচরণবিধি চালুর আগে কীভাবে? প্রশ্ন তৃণমূলের। 

WB News Live Updates: সন্দেশখালি নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

সন্দেশখালি নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই ১ মার্চ ১০০ কোম্পানি, ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি।

প্রেক্ষাপট

সন্দেশখালি (Sandeshkhali Chaos) নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ভোটের দিন ঘোষণার আগেই ১ মার্চ ১০০ কোম্পানি, ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি।


বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন কমিশন। ৩ মার্চ ফুল বেঞ্চ আসার আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। আদর্শ আচরণবিধি চালুর আগে কীভাবে? প্রশ্ন তৃণমূলের। 


ভোটের আগে পুলিশের বদলি নিয়ে কড়া কমিশন। একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলিতে নিষেধাজ্ঞা। পাশের জেলায় বদলির ক্ষেত্রেও একই নির্দেশ। 


৫২ দিন পার, ফেরার সন্দেশখালির বাঘ। ইডির কোর্টে বল ঠেললেন সেচমন্ত্রী। 


এখনও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালি গিয়ে দায় এড়াতে হিমশিম মন্ত্রী।


সন্দেশখালিতে ড্যামেজ কন্ট্রোলে দুয়ারে পুলিশ। ক্যাম্পে ৭৩টি অভিযোগের মধ্যে সিরাজের বিরুদ্ধেই হাফ সেঞ্চুরি পার।


দাদার পর ফাঁস ভাইয়ের কীর্তি! শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নামে খেলার মাঠ দখলের পর এবার সিরাজের বিরুদ্ধে জমি হাতিয়ে আস্ত বাজার তৈরির অভিযোগ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.