West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডের তদন্ত পেয়ে বীরভূমের পথে সিবিআই, চার্জশিট দাখিল

Get the latest West Bengal News and Live Updates: 'সিবিআই তদন্তের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করবে তৃণমূল।'

abp ananda Last Updated: 25 Mar 2022 11:43 PM
West Bengal News Live: কালই তদন্তে সিবিআই

কাল থেকে তদন্তে সিবিআই। বীরভূমের এসপি-কে ই-মেল করে এফআইআর, অভিযোগপত্রের কপি চাইল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কপি দিল বীরভূম জেলা পুলিশ।

West Bengal News Live updates:রামপুরহাটকাণ্ডে ১৮ বছরের বেশি পুরনো হত্যালীলার স্মৃতি ফিরল আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে

রামপুরহাটকাণ্ডে ১৮ বছরের বেশি পুরনো হত্যালীলার স্মৃতি ফিরল আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে। ২০০৩ সালের ৬ নভেম্বর জনরোষের জেরে এক সিটু নেতার কোয়ার্টারে ২২ জনকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস ঘটনা উসকে দিয়েছে সেই হাড়হিম করা আতঙ্কের স্মৃতি। 

West Bengal News Live: বীরভূমের পথে সিবিআই

হাইকোর্টের নির্দেশের পরেই রামপুরহাটকাণ্ডের তদন্তে সিবিআই। পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে ১০টি ধারায় এফআইআর দায়ের।

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, জারি রাজনৈতিক তরজা

রামপুরহাট হত্যাকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়কে স্বাগত জানাল বিজেপি। উল্টোদিকে CBI তদন্তে সহযোগিতার বার্তা দিয়েও, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল!  সিবিআই তদন্ত নিয়ে ফের ‘বিজেপি-তৃণমূল’ সেটিং হয়ে যাবে না তো? প্রশ্ন তুলল সিপিএম। আদালতের নজরদারিতে CBI তদন্ত চাইল কংগ্রেস।

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, জারি রাজনৈতিক তরজা

রামপুরহাট হত্যাকাণ্ডে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের রায়কে স্বাগত জানাল বিজেপি। উল্টোদিকে CBI তদন্তে সহযোগিতার বার্তা দিয়েও, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল!  সিবিআই তদন্ত নিয়ে ফের ‘বিজেপি-তৃণমূল’ সেটিং হয়ে যাবে না তো? প্রশ্ন তুলল সিপিএম। আদালতের নজরদারিতে CBI তদন্ত চাইল কংগ্রেস।

WB News Live Updates: বীরভূমের পথে সিবিআই

হাইকোর্টের নির্দেশের পরেই রামপুরহাটকাণ্ডের তদন্তে সিবিআই। পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে ১০টি ধারায় এফআইআর দায়ের। 

West Bengal News Live: পূর্ব বর্ধমানে অস্ত্র উদ্ধার

পূর্ব বর্ধমানের (purba burdwan) কাটোয়া থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র সহ ৪ রাউণ্ড গুলি উদ্ধার করে

WB News Live Updates: ১২ এপ্রিল বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচন, আসছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

১২ এপ্রিল উপনির্বাচন, আসছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বালিগঞ্জ, আসানসোল উপনির্বাচনে থাকছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাল এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক।

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর সিবিআইয়ের

রামপুরহাটকাণ্ডে এফআইআর দায়ের সিবিআইয়ের। পুলিশের অভিযোগপত্রের ভিত্তিতে এফআইআর সিবিআইয়ের। ১০টি ধারায় এফআইআর সিবিআইয়ের। খুন, খুনের চেষ্টা, আগুন লাগিয়ে খুনের অভিযোগ। আগুন লাগানো, হিংসা ছড়ানো-সহ ১০টি ধারায় অভিযোগ। ১০টি ধারায় এফআইআর দায়ের সিবিআইয়ের ।

WB News Live Updates: 'আমাকেও এসেছিল কেনার জন্য, আমি কেনার লোক নই, আমি বলে দিয়েছি টাকা, চাকরির দরকার নেই, ' প্রতিক্রিয়া প্রয়াত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খানের

'আমাকেও এসেছিল কেনার জন্য, আমি কেনার লোক নই, আমি বলে দিয়েছি টাকা, চাকরির দরকার নেই।' প্রতিক্রিয়া প্রয়াত ছাত্র নেতা আনিস খানের বাবা সালেম খানের। 

West Bengal News Live: আমতায় আনিসে খানের বাড়িতে ঢুকতে পারলেন না মন্ত্রী ফিরহাদ হাকিম

আমতায় আনিসে খানের বাড়িতে ঢুকতে পারলেন না মন্ত্রী ফিরহাদ হাকিম। ববি হাকিমের গাড়ি ঘিরে বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ফিরতে বাধ্য হলেন ববি হাকিম। তৃণমূল নেতাদের ঘিরে এলাকার বাসিন্দাদের বিক্ষোভ। তৃণমূল নেতাদের দেখে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। ব্যারিকেড করে ফিরহাদ হাকিমকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। পরিকল্পনা করে বহিরাগত বিক্ষোভ,শরীর ভাল নেই, তাই ফিরে এসেছি, দাবি মন্ত্রী ফিরহাদ হাকিমের। 

WB News Live Updates: রামপুরহাটের বগটুই গ্রাম থেকে আড়াই কিলোমিটার দূরে উদ্ধার হয় জারভর্তি প্রচুর তাজা বোমা

রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় পুলিশি তৎপরতা। রামপুরহাটের বগটুই গ্রাম থেকে আড়াই কিলোমিটার দূরে উদ্ধার হয় জারভর্তি প্রচুর তাজা বোমা। বীরভূমের মাড়গ্রামে বোমাগুলি নিষ্ক্রিয় করছে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও উদ্ধার হয় বেশকিছু বোমা। সেগুলিও নিষ্ক্রিয় করা হয়।

West Bengal News Live: পুলিশ সরকারের ভৃত্য, পুলিশ কখনও সিবিআইকে সহযোগিতা করবে না, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর

পুলিশ সরকারের ভৃত্য। পুলিশ কখনও সিবিআইকে সহযোগিতা করবে না। তাই আমরা আদালতের নজরদারিতে তদন্ত চেয়েছিলাম। প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

WB News Live Updates: রামপুরহাটকাণ্ডের প্রতিবাদ কলকাতায়, মৌলালি থেকে শুরু হয়েছে মিছিল

রামপুরহাটকাণ্ডের প্রতিবাদ কলকাতায়। মৌলালি থেকে শুরু হয়েছে মিছিল। মিছিলে পা মিলিয়েছেন পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়রা। রাজনৈতিক পতাকা ছাড়াই পথে নেমেছেন দীপ্তিতা ধর, সৃজন ভট্টাচার্যরাও।

West Bengal News Live: হাওড়ার আমতার আনিসকাণ্ড থেকে রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে পথে নামল কংগ্রেস

হাওড়ার আমতার আনিসকাণ্ড থেকে রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে পথে নামল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দিলেন অধীর চৌধুরী। 

WB News Live Updates: এবার বিজেপির সঙ্গে সেটিং শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন। কটাক্ষ মহম্মদ সেলিমের

এবার বিজেপির সঙ্গে সেটিং শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন। কটাক্ষ মহম্মদ সেলিমের। পাল্টা সমালোচনা সুকান্ত মজুমদারের।

West Bengal News Live: আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশ হেফাজত

আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশ হেফাজত। রামপুরহাট কাণ্ডে ধৃত তৃণমূলের ব্লক সভাপতির পুলিশ হেফাজত। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ রামপুরহাট আদালতের।

WB News Live Updates: গুলিতে জখম হাঁসখালির তৃণমূল নেতা সহদেব মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল

গুলিতে জখম হাঁসখালির তৃণমূল নেতা সহদেব মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে তিনি মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, গতকাল তৃণমূল নেতার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। আজ তাঁকে আইসিইউ থেকে এইচডিইউ-তে স্থানান্তরিত করা হবে। তবে এখনই বিপন্মুক্ত বলা যাবে না বলে চিকিত্সকরা জানিয়েছেন। বুধবার রাতে হাঁসখালিতে বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন বগুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা অণিমা মণ্ডলের স্বামী সহদেব মণ্ডল। তাঁর মাথার পিছনে গুলি করা হয়। তৃণমূল নেতা চিকিত্সকদের জানান, ঘটনার পর তিনি নিজেই মাথা থেকে গুলি বের করেন।

West Bengal News Live: বড় নেতা অনুব্রত মণ্ডল, উনি বেশি বোঝেন, ওঁকে নিয়ে মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না, মন্তব্য কুণাল ঘোষের

বড় নেতা অনুব্রত মণ্ডল, উনি বেশি বোঝেন, ওঁকে নিয়ে মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না, মন্তব্য কুণাল ঘোষের। 

WB News Live Updates: 'সিবিআই তদন্তের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করবে তৃণমূল', বললেন কুণাল ঘোষ

সিবিআই তদন্তের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করবে তৃণমূল। তবে সিবিআই যদি নির্দিষ্ট ঘটনার পরিধি ডিঙিয়ে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে কিংবা বিজেপিকে আড়াল করার চেষ্টা করে তাহলে প্রতিবাদ হবে, গণআন্দোলন হবে। জানালেন কুণাল ঘোষ। মন্তব্য করব না বড় নেতা অনুব্রত মণ্ডলকে নিয়ে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের।

West Bengal News Live: ইংরেজবাজার থানার রামনগর কাচারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে গাড়ি

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি। বাধা পুকুরের দিক থেকে গাজোলের দিকে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনা ঘটেছে ইংরেজবাজার থানার রামনগর কাচারি এলাকায় ৩৪নং জাতীয় সড়কের বাইপাসে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৮ জন ছিলেন ওই গাড়িতে বলে মনে করা হচ্ছে।

WB News Live Updates: ‘আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি’

‘আমি নির্দোষ, দিদির নির্দেশেই আত্মসমর্পণ করেছি’, রামপুরহাট মহকুমা আদালতে তোলার আগে দাবি আনারুলের। তার বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু। 

West Bengal News Live: তপন কান্দুর খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা দায়ের হল। সোমবার শুনানি।

WB News Live Updates: বিধানসভায় ফের রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ

বিধানসভায় ফের রামপুরহাট হত্যাকাণ্ডের আঁচ। এদিন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন তাঁরা। পরে ওয়াক আউট করে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

West Bengal News Live: 'ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে,' মন্তব্য নওশাদ সিদ্দিকির

'মুখ্যমন্ত্রী রামপুরহাটে গিয়ে দোষীদের গ্রেফতার করিয়েছেন। এর থেকেই প্রমাণিত ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে।' মন্তব্য নওশাদ সিদ্দিকির। আজ বগটুই যাওয়ার পথে এই মন্তব্য করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। 

WB News Live Updates: 'রাজ্য পুলিশ তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে', সুজন চক্রবর্তী

রাজ্য পুলিশ তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক, এটাই চাই। প্রতিক্রিয়া সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।

West Bengal News Live: 'বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে', মন্তব্য অধীর চৌধুরীর

'বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে। তাই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক, এই দাবি আগেই জানিয়েছি।' মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।

WB News Live Updates: রামপুরহাটে পৌঁছল কেন্দ্রীয় ফরেন্সিক দল

রামপুরহাটে তদন্ত করতে পৌঁছল কেন্দ্রীয় ফরেন্সিক দল। রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না। 

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

'মরুভূমিতে যেন মরূদ্যান।' রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB News Live Updates: রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সিবিআই তদন্তের বিরোধিতা করবে না রাজ্য। সম্পূর্ণ সহযোগিতা করবে। জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রামপুরহাটকাণ্ডে বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ, জানাল কলকাতা হাইকোর্ট। 

WB News Live Updates: ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা গাড়ির

পুরী যাওয়ার পথে, ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা গাড়ির। আহত শিশু, মহিলা-সহ ৬ জন। আজ সকাল ৭টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দমদম থেকে পুরী যাচ্ছিল একটি পরিবার। গাড়িতে ছিলেন চালক-সহ ৯ জন। আহতদের মধ্যে চারজন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি। 

West Bengal News Live: জেলায় জেলায় বোমা উদ্ধারে পুলিশি তৎপরতা

পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও উদ্ধার বোমা। আজ ভোরে ধলহারা বরডাঙা এলাকায় ফাঁকা জমি থেকে শ’ খানেক বোমা উদ্ধার করে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলাজুড়ে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

WB News Live Updates: জেলায় জেলায় বোমা উদ্ধারে পুলিশি তৎপরতা

বীরভূমের মাড়গ্রাম থেকে উদ্ধার হল প্রায় ৬০টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে ছোট ডাঙাল গ্রামে হানা দেয় পুলিশ। গ্রামের সেচ খালের ধারে ৬টি জার উদ্ধার হয়। জারের মধ্যে মেলে তাজা বোমা। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। 

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে পুলিশি নিরাপত্তা

মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে পুলিশি নিরাপত্তা। সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছেন স্বজনহারা মিহিলাল শেখ-সহ বেশ কয়েকজন। তাঁদের বাড়ির সামনে আজ সকাল থেকে পুলিশ পাহারা বসানো হয়েছে। 

WB News Live Updates: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ নদিয়ার চাকদায়

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। নদিয়ার চাকদায় কাঠ দিয়ে উনুন জ্বেলে রান্না করে প্রতীকী প্রতিবাদ মহিলা তৃণমূল কর্মীদের। গতকাল সন্ধেয় ‘দেখ আমি বাড়ছি পাপা’ লেখা গ্যাস সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যর নেতৃত্বে এলাকায় মিছিল হয়। এরপর কাঠ দিয়ে উনুনে জ্বেলে রান্না করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন মহিলা তৃণমূল কর্মীরা। 

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে গ্রেফতার আরও ১

রামপুরহাটকাণ্ডে গ্রেফতার আরও ১। গ্রেফতার করা হল ভাদু শেখের আত্মীয় রাজেশ শেখ। ঘটনার সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগে গ্রেফতার করা হল। গতকাল রাতে রাজেশ শেখকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ।

WB News Live Updates: আজ রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল

আজ রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে তারা। কীভাবে আগুন লাগানো হয়েছিল, কী ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, খতিয়ে দেখবে কেন্দ্রীয় ফরেন্সিক দল। 

West Bengal News Live: মালদার হরিশ্চন্দ্রপুরে নাবালিকাকে অপহরণের অভিযোগ

অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের সদলিচক এলাকা থেকে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করে বিহারের কাটিহারে নিয়ে যায় চার যুবক। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রতিবেশী রাজ্যে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, বিয়ের উদ্দেশ্যে ওই নাবালিকাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল। ধৃতদের সঙ্গে পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: মালদার হরিশ্চন্দ্রপুরে নাবালিকাকে অপহরণের অভিযোগ

মালদার হরিশ্চন্দ্রপুরে নাবালিকাকে অপহরণের অভিযোগ। বিহার থেকে গ্রেফতার করা হল চার অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে অপহৃত নাবালিকাকে।

West Bengal News Live: গত চারদিনে এই নিয়ে তিনবার দাম বাড়ল জ্বালানির

গত চারদিনে এই নিয়ে তিনবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৭ টাকা ১৮ পয়সা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে হল ৯২ টাকা ২২ পয়সা।

WB News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক তরজা

রামপুরহাট হত্যাকাণ্ডে তুঙ্গে রাজনৈতিক তরজা। 'একজনকে গ্রেফতার করিয়ে ললিপপ ধরানো হল', খোঁচা অধীর চৌধুরীর। কেন আগে গ্রেফতার নয়? প্রশ্ন দিলীপ ঘোষের। 

West Bengal News Live: রামপুরহাট হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার আনারুল হোসেন

রামপুরহাট হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। ক্লোজ করার পর এবার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল SDPO’কে। সাসপেন্ড করা হয়েছে IC-কে।

প্রেক্ষাপট

মুখ্যমন্ত্রীর (Chief Minister) নির্দেশের পরেই তারাপীঠ (Tarapith) থেকে গ্রেফতার আনারুল। তাকে আগে ধরা হয়নি কেন? প্রশ্ন বিরোধীদের (Opposition)। রামপুরহাটে (Rampurhat) পুলিশি অভিযানের বিরুদ্ধে বাড়ির সামনে অনুগামীদের বিক্ষোভ।


পুলিশি ব্যর্থতা মেনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড (Suspend) আইসি। কম্পালসারি ওয়েটিংয়ে এসডিপিও। ৮ জনের খুনের পিছনে চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, দাবি বিজেপির। 


মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলায় জেলায় বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। দাগিদের ধরতে এসপি, সিপিদের ডিজির নির্দেশ। বখরা না মেলায় তৃণমূলের লোকেরাই মেরেছে ভাদু শেখকে, বিস্ফোরক অভিযোগ বাবার। গ্রিল কেটে ভিতরে ঢুকে জীবন্ত পুড়িয়ে ৭ জনকে খুন। এবিপি আনন্দে মিহিলালের অভিযোগের সত্যতা প্রমাণ করল ময়নাদতন্তের রিপোর্ট। 


রামপুরহাটকাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের। হাসপাতালে আহতদের দেখে এলেন মুখ্যমন্ত্রী। রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি পেশ। সাক্ষীদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার দাবি রাজ্যের। খারিজ মুখ্যমন্ত্রীর সফর নিয়ে অভিযোগ। আজ হাইকোর্টের রায়। বগটুইয়ে নিহত পিছু ৫ লক্ষ, আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দিলেন মুখ্যমন্ত্রী। বাড়ি মেরামতিতে ২ লক্ষ টাকা। স্থায়ী চাকরির আশ্বাস। 


কয়লাপাচারকাণ্ডে ফের দিল্লিতে অভিষেককে ইডির সমন। ২৯ মার্চ হাজিরার নির্দেশ। বিজেপির বিরোধিতা, তাই শুধুই হেনস্থা, দাবি তৃণমূলের।


বালিগঞ্জ-আসানসোলে বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাদ লকেট-রূপা। সম্মতি সত্বেও বাদ। প্রতিক্রিয়া লকেটের। বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকের জের ? বাড়ছে জল্পনা।


কাটোয়ায় প্রতিবাদীকে পিটিয়ে খুন। অসামাজিক কাজের প্রতিবাদ করায় ১৫ সেকেন্ডের মধ্যে রড পিটিয়ে খুন। গ্রেফতার ২।


কোর্টের নির্দেশে বাড়ল নম্বর, প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পাচ্ছেন ৭৩৮জন। প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলা। আজ-কালের মধ্যে নিয়োগপত্র, জানাল পর্ষদ। 


বাগানের ভোটে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসক গোষ্ঠীর। সচিব পদে নির্বাচিত দেবাশিস দত্ত। ২০২২-২৩ মরসুম, এএফসি কাপে কোচ থাকছেন ফেরান্দোই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.