West Bengal News Live Updates: বকেয়া ডিএ-র দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 25 Oct 2023 11:44 PM
WB News Live: পথ দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু, রণক্ষেত্র মহেশতলা

পথ দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু, রণক্ষেত্র মহেশতলা। অবরোধ এলাকাবাসীর, তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ।

West Bengal News Live: শান্তিপুরে খুন বিজেপি নেতা

শান্তিপুরে খুন বিজেপি নেতা। বিজেপিকে নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিহত বিজেপির বুথ কমিটির সহ সভাপতি অধীর সরকার। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মৃত বলে ঘোষণা। বিজেপি নেতাকে খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, দাবি তৃণমূলের।

WB News Live: বকেয়া ডিএ-র দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না

বকেয়া ডিএ-র দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না। কালীপুজোর পর লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। 
'লোকসভা ভোটের মুখে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের রাস্তাতেও যেতে পারি'। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের

West Bengal News Live: বিএসসি এবং এমএসসি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে 'অনিয়ম'

বিএসসি এবং এমএসসি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে 'অনিয়ম'! 'র‍্যাঙ্কে এগিয়ে থাকা প্রার্থীদের পাঠানো হচ্ছে দূরের কলেজে। র‍্যাঙ্কের পিছন দিকে থাকা প্রার্থীদের কাছাকাছি এলাকায় ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ একাধিক প্রার্থী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকালের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরের বক্তব্য জানতে চাইলেন। 'কাউন্সেলিংয়ে আপগ্রেডেশনের জন্য আবেদনের পরে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে শূন্যপদ নেই'। পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রচুর শূন্যপদ রয়েছে, অভিযোগ প্রার্থীদের

WB News Live: এক মহিলাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে জঙ্গলে ফেলতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি

এক মহিলাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে জঙ্গলে ফেলতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার জঙ্গলপাড়া এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম কার্তিক দেবনাথ। বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার কাপালিপাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম সন্দীপা সরকার। বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়।

West Bengal News Live: কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চাঁচল

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চাঁচল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সপ্তমীর দিন কংগ্রেসকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। 

WB News Live: আগরা থেকে ঝাঁসিগামী পাতালকোট এক্সপ্রেসের দুটি বগিতে আগুন

আগরা থেকে ঝাঁসিগামী পাতালকোট এক্সপ্রেসের দুটি বগিতে আগুন। আগুনে ঝলসে জখম ২। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের দুটি বগি। 
আতঙ্কিত যাত্রীদের চিৎকার, কোনওমতে ট্রেন থেকে নামানো হল যাত্রীদের। আগুন নেভাতে পৌঁছেছে দমকল, এলাকায় মোতায়েন আছে পুলিশ। 

West Bengal News Live: কেটে গিয়েছে ৯৫৫টা দিন, এখনও মেলেনি নিজেদের হকের চাকরি

কেটে গিয়েছে ৯৫৫টা দিন। এখনও মেলেনি নিজেদের হকের চাকরি। ধর্মতলায় গাঁধী মূর্তি পাদদেশে অবস্থানে ২০১৬-র এসএলএসটির চাকরিপ্রার্থীরা। এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। মিষ্টি খাইয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে বিজয়া-দশমীর শুভেচ্ছা বিনিময় কংগ্রেস নেতার।

WB News Live: প্রচুর পরিমাণে শব্দবাজি ও শব্দবাজি তৈরির মশলা উদ্ধার

দশমীর রাতে কোলাঘাট থানার কাঁকডিহি গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে শব্দবাজি ও শব্দবাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ।

West Bengal News Live: বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। 'বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে', বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে, ইডি সূত্রে দাবি। পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের, ইডি সূত্রে দাবি।

WB News Live: ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দার মৃত্যু। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সন্তোষপুরের বাসিন্দা মামণি নস্কর। পঞ্চমীর দিন বেসরকারি হাসপাতালে মহিলার মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। বেসরকারি মতে, রাজ্যে এখনও ডেঙ্গিতে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

West Bengal News Live: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। 'বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে', বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে, ইডি সূত্রে দাবি। পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে বাকিবুরের, ইডি সূত্রে দাবি।

WB News Live: পথেই কাটল আরও একটা পুজো, এখনও পথে চাকরিপ্রার্থীরা

পথেই কাটল আরও একটা পুজো, এখনও পথে চাকরিপ্রার্থীরা। ধর্মতলায় ৯৫৫ দিন ধরে অবস্থান এসএলএসটি চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের মিষ্টিমুখ করাল যুব কংগ্রেসের প্রতিনিধি দল।

West Bengal News Live: কোন মামলায় তদন্তে CBI? X-হ্যান্ডেলে পোস্ট করে দাবি শুভেন্দুর

'৩ সিআইডি আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির মামলার তদন্তে নামল সিবিআই', এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। 'এ রাজ্যের সিআইডির ৩ অফিসারের বিরুদ্ধে মুম্বইয়ের ওরলি থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যবসায়ী। সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে', পোস্ট করে দাবি শুভেন্দুর।

WB News Live: বিভিন্ন জায়গায় দেবীবরণ ও সিঁদুর খেলা

কৈলাসে ফিরেছেন উমা। তবে এখনও অনেক পুজোর বিসর্জন বাকি। তার আগে বিভিন্ন জায়গায় দেবীবরণ ও সিঁদুর খেলা।  

West Bengal News Live: ফের মহুয়া মৈত্রকে নিশানা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

ফের মহুয়া মৈত্রকে নিশানা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। ঘুষ নিয়ে সংসদে প্রশ্নের অভিযোগে ফের তৃণমূল সাংসদকে আক্রমণ দুবের। 'এটা সংসদের মর্যাদা ও দেশের নিরাপত্তার বিষয়, অভিযুক্ত সাংসদের দুর্নীতি ও অপরাধপ্রবণতা নিয়ে প্রশ্ন উঠেছে, দুবাইয়ে বসে কি সাংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল?', মহুয়াকে নিশানা করে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের

WB News Live: একাদশীর সাতসকালে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে রণক্ষেত্র মালদার চাঁচল

একাদশীর সাতসকালে তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল মালদার চাঁচল। ফুটবল খেলা নিয়ে গন্ডগোল। তার জেরে তৃণমূল পরিচালিত কলিগ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খানের ভাইযকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এর আগে রবিবার তাদের কর্মীদের বাড়ি ঘর পুড়িয়ে দেয় তৃণমূলের প্রধান ও তাঁর দলবল। আর তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনা উভয়পক্ষের অন্তত ৭ জন জখম হয়েছে।

West Bengal News Live: বিসর্জন ঘিরে দশমীর রাতে কান্দিতে তুলকালাম পরিস্থিতি

বিসর্জন ঘিরে দশমীর রাতে কান্দিতে তুলকালাম পরিস্থিতি। কান্দি পুরসভার রূপপুরে দুই পাড়ার সংঘর্ষ। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতা গুরুপ্রসন্ন মুখোপাধ্য়ায়ের বাড়িতে চলল ভাঙচুর। ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও স্বামীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছেন গুরুপ্রসন্ন। এমনকী সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখমদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

WB News Live: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ

রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ। কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি। বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫টি সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। প্রায় ১০০ কোটি টাকা সম্পত্তির হদিশ, ইডি সূত্রে দাবি। 'বাকিবুরের ১ হাজার ৬৩২ কাঠা জমির খোঁজ মিলেছে', বেশিরভাগ জমিই উত্তর ২৪ পরগনা ও বহরমপুরে, ইডি সূত্রে দাবি।

West Bengal News Live: দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল

দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল। কলকাতা ও জেলা মিলিয়ে মানুষের বিচারে সেরা ৪ পুজো কমিটিকে পুরস্কার রাজভবনের। টালা প্রত্যয়, নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণী লুমিনাস ক্লাবকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা রাজ্যপালের।

WB News Live: প্রতিমা বিসর্জন বাবুঘাটে তুঙ্গে তৎপরতা

প্রতিমা বিসর্জন বাবুঘাটে তুঙ্গে তৎপরতা। গতকাল থেকে বাবুঘাটে ভোর সাড়ে চারটে পর্যন্ত ৫৯১ টি প্রতিমা বিসর্জন করা হয়েছে। যার বেশিরভাগ বাড়ির পুজো। আজও চলছে বিসর্জন। ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপরতার সঙ্গে কাজ করছেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা। ৬-৭ টি ক্রেন ব্যবহার করা হচ্ছে কাঠামো সরানোর কাজে। জল থেকে তোলার পর কাঠামোগুলি ডাম্পারে করে নিয়ে যাওয়ার হচ্ছে। নিরাপত্তার জন্য রাখা হয়েছে স্পিডবোট। 

West Bengal News Live: বাংলার আকাশে কাটল দুর্যোগের মেঘ

বাংলার আকাশে কাটল দুর্যোগের মেঘ। দশমীর রাতেই প্রবেশ করল বাংলাদেশে হামুন। মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার।  আপাতত পশ্চিমবঙ্গে দুর্যোগের কোনও আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে শীতের আমেজ।  

WB News Live: সোদপুরে শ্যুটআউট, পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি যুবক

দশমীর সন্ধেয় সোদপুরে শ্যুটআউট। পায়ে গুলি লেগে হাসপাতালে ভর্তি যুবক। আহত শুভজিৎ ঠাকুর খুনের মামলায় অভিযুক্ত, পুলিশ সূত্রে খবর। ঘটনায় শম্ভু নামে এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে গুলি, অনুমান পুলিশের।

West Bengal News Live: তৃণমূল মহুয়া-ইস্য়ু এড়ালেও, দলের সাংসদের পাশেই ফিরহাদ হাকিম

তৃণমূল যখন সুকৌশলে মহুয়া-ইস্য়ু এড়িয়ে যাচ্ছে, তখন, ফের একবার ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, তিনি দলের সাংসদের পাশেই রয়েছেন। তাহলে, মহুয়া ইস্য়ুতে তৃণমূলের অবস্থানটা ঠিক কী? জোড়াল হচ্ছে সেই প্রশ্নটাই।

WB News Live: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'হামুন'

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'হামুন'। এগোচ্ছে বাংলাদেশের দিকে। বাংলায় প্রভাব কম পড়লেও আজ উপকূলের জেলায় চলবে বৃষ্টি। জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির মধ্যেই উমাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে ভিড়। 

West Bengal News Live: ইছামতীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন

উমার বিদায়বেলায় ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার মিলন। ইছামতীতে হল দুই বাংলার প্রতিমা বিসর্জন। অন্য়দিকে, প্রতিমা বিসর্জন ঘিরে, অশান্তি বাধে টাকি রাজবাড়ি ঘাটে। 

WB News Live: দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট

দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট। সোদপুরের নন্দনকাননে যুবককে লক্ষ্য করে গুলি। ডান পায়ে লেগেছে গুলি, ভর্তি সাগর দত্ত হাসপাতালে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি।

WB News Live: দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট

দশমীর রাতে সোদপুরে শ্যুটআউট। সোদপুরের নন্দনকাননে যুবককে লক্ষ্য করে গুলি। ডান পায়ে লেগেছে গুলি, ভর্তি সাগর দত্ত হাসপাতালে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি।

প্রেক্ষাপট


জাতের নামে দেশভাগের চেষ্টা। রামমন্দিরের প্রসঙ্গ টেনে বার্তা মোদির (Narendra Modi)। জাত গণনায় ভয় পাচ্ছেন বলে রামকে ধরে বাঁচার চেষ্টা। মোদিকে পাল্টা অধীর। অপদার্থ ঢাকতে রাম নাম। কটাক্ষ সুজনের। 


২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন, নাগপুরে বিজয়া দশমীর (Vijaya Dashami) অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা আরএসএস প্রধান মোহন ভাগবতের। দেশজুড়ে কর্মসূচির ডাক।


সংসদে টাকা নিয়ে প্রশ্নের অভিযোগ। মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে তদন্তে নামতে পারে তথ্যপ্রযুক্তিমন্ত্রক। এথিক্স কমিটিকে তথ্য দেবে এনআইসি। নিশিকান্ত দুবেকে লেখা চিঠিতে ইঙ্গিত অশ্বিনীর। 


দুবেকে পাল্টা নিশানা মহুয়ার। ভুয়ো ডিগ্রিধারীর দাবি, তদন্ত কমিটিকে তথ্য দিয়ে দিয়েছে এনআইসি। কিন্তু অশ্বিনী বলছেন, এথিক্স কমিটি চাইলে তথ্য দেবে। কে মিথ্যে বলছে? প্রশ্ন মহুয়ার।


নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্রর তরজা জারি। এক সাংসদের লোভ দেশের সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। দেশের সুরক্ষা ও অখণ্ডতা রাজনীতির ঊর্ধ্বে। পোস্ট বিজেপি সাংসদের।


দশমীর রাতে সোদপুরে (Sodpur) শ্যুটআউট। যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। হাসপাতালে ভর্তি আহত। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা।


পুজো কেটেছে রাজপথে। দশমীতে মহিষাসুরমর্দিনী রূপে মুর্খাসুর দুর্নীতিকে বধ। ধর্মতলায় অভিনব প্রতিবাদে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Job Agitation)। 


ঢাকের তালে বিষাদ বোল। কৈলাসে ফিরছেন উমা। মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ। সিঁদুর খেলার পর বিসর্জন। আবার এক বছরের অপেক্ষা।


ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমার পর বিশ্বভারতীতে ফলক-বিতর্ক অব্যাহত। কংগ্রেস কি রবীন্দ্রনাথের সঙ্গে নেহরুর তুলনা করছে? জয়রাম রমেশকে পাল্টা আক্রমণ অমিত মালব্যর।


বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'হামুন'। এগোচ্ছে বাংলাদেশের দিকে। বাংলায় প্রভাব কম পড়লেও আজ উপকূলের জেলায় চলবে বৃষ্টি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.