West Bengal News Live Updates: বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মাত্র ৩টি বিমা, কোনও সম্পত্তি, অ্যাকাউন্ট নেই অভিষেকের? নিয়োগ দুর্নীতিতে এবার ইডির বিরুদ্ধে তথ্যগোপনের সন্দেহ হাইকোর্টের! উত্তরই দিতে পারলেন না সিটের প্রধান! তদন্ত থেকে নিষ্কৃতি পেতে চান? প্রশিক্ষিত তো? অভিষেকের সম্পত্তির অসম্পূর্ণ খতিয়ান দিতে না পারায় হাইকোর্টে ভর্ৎসিত ইডি।
ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সেই বৈঠকে এদিন বলা হয়, বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়। পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের।
নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে ইডিকে (ED) তুলোধনা বিচারপতির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডির পেশ করা সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তি সংক্রান্ত হিসেব নিয়ে প্রশ্নের মুখে ইডি।
বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক
মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসের ডি-২ কামরায় ধোঁয়ায় আতঙ্ক
ডি-২ কামরার চাকায় আগুন লেগে যাওয়ার অভিযোগ যাত্রীদের
কোপাই স্টেশন পেরোনোর পরেই ধোঁয়া দেখে চেন টেনে ট্রেন থামালেন যাত্রীরা
কোপাই স্টেশন পেরিয়ে ধর্মতলায় ট্রেন থামার পরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি
হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত
পিছনেই বন্দে ভারত থাকায় কিছুক্ষণ পরে প্রান্তিক স্টেশনে আনা হয় যাত্রীদের
কীভাবে দুর্ঘটনা, এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রেল কর্তৃপক্ষের
বোলপুরের প্রান্তিক স্টেশনে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক। মুজাফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসের ডি-২ কামরায় ধোঁয়ায় আতঙ্ক। ডি-২ কামরার চাকায় আগুন লেগে যাওয়ার অভিযোগ যাত্রীদের।
হাসপাতালে দালালচক্র নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র। 'হাসপাতালে দালালদের প্রতিদিনের আয় ৫০ হাজার টাকা। কলকাতা পুলিশ এসএসকেএম, এনআরএসে ধরেছে, তার মানে এতদিন ছিল! কামারহাটিতে দালালরাজের বিরুদ্ধে যারা মিছিল করেছিল, তাদের বাড়ি ভেঙে দিয়েছে', মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রর।
নার্সিংহোমে রোগীমৃত্যু হলেই মৃতের আত্মীয় সেজে ডাক্তারের থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। ১১ লক্ষ টাকা হাতানোর অভিযোগ রামপুরহাটের চিকিৎসক সাদাক্কাস আলির।
আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল
'রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, সেই কারণে সফর বাতিল রাজ্যপালের'
'রাজ্য সরকারের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে রাজ্যপালের বিদেশ সফর বাতিল'
বিবৃতি দিয়ে জানাল রাজভবন
আমেরিকায় ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালে আমন্ত্রণ ছিল রাজ্যপালের
পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) পুরসভাগুলি যে নথি জমা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় ইডি (ED)। ইডি-র দাবি ২০টি পুরসভাকে নথি পাঠানোর জন্য নোটিস পাঠানো হয়েছিল। তাঁর মধ্যে ৬-৭টি পুরসভা সব নথি জমা দেয়নি। ইডি-র অনুমান যে নথি জমা পড়েনি সেখানেই লুকিয়ে আছে রহস্য। সেই নথির সন্ধানেই এবার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
সম্প্রতি পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে ওএমআর শিট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল সিবিআই। সূত্রের খবর, ২০১৪-র পর থেকে পুরসভাগুলিতে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে, তার OMR শিট কোথায় রয়েছে জানতে চেয়েছিল তারা। তদন্তকারীরা জানতে চেয়েছিলেন, OMR শিটে কোনও কারচুপি হয়েছিল কিনা? পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তারপরেই OMR শিটের খোঁজে নেমে পড়েছিল সিবিআই।
ভোটের ফল ঘোষণার ২ সপ্তাহ পার, এখনও শপথ নিতে পারলেন না জয়ী প্রার্থী!
ধূপগুড়িতে জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে এবার শপথগ্রহণ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত
প্রার্থীই না আসায় শনিবার রাজভবনে ভেস্তে যায় শপথগ্রহণের প্রস্তুতি
রাজ্যকে কিছু না জানিয়েই শপথগ্রহণের প্রস্তুতির অভিযোগ সরকারের
কবে নির্মলের শপথ? মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর
এর আগে চিঠি দিয়েও মেলেনি উত্তর, দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের
বাংলার সরকারের সঙ্গে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কেন্দ্র। বাংলাকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। সেই প্রাপ্য টাকা আদায়ের জন্যই ২ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না। রামলীলা ময়দানে পুলিশ সমাবেশের অনুমতি না দিলেও বিক্ষোভ হবেই, দাবি কুণাল ঘোষের। পঞ্চদশ ফিনান্স কমিশনের পাঠানো ২ হাজার কোটি টাকার মাত্র ৪০ শতাংশ খরচ হয়েছে বাকি টাকা পড়ে আছে। সেটা আগে খরচ করুক তারপর বকেয়ার জন্য আন্দোলন করবে। পাল্টা সুকান্ত মজুমদার।
'প্রতারণার কোটি কোটি টাকায় ৩৫টি রেসের ঘোড়া কিনেছিলেন কুণাল গুপ্ত!'
'৮ থেকে ৩০ লক্ষ টাকার ৩৫টি রেসের ঘোড়ার মালিক প্রতারণার কিং পিন!'
ভুয়ো কল সেন্টার খুলে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ
প্রতারণার টাকা থেকেই কি ৮ থেকে ৩০ লক্ষ টাকার ৩৫টি রেসের ঘোড়া কেনা হয়েছিল?
ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগে ধৃত কুণাল গুপ্ত!
কেস ডায়েরি দেখুন, চমকে যাবেন, আদালতে জানাল ইডি
'কোটি কোটি টাকা রেসের ঘোড়া কেনার টাকা কোথা থেকে এল?'
প্রতারণার টাকা থেকেই কলকাতা, গোয়া ছাড়া বিদেশেও সম্পত্তি, অনুমান ইডির
বীরভূমের পর আলিপুরদুয়ার, খোঁজ মিলল আরও এক কীর্তিমান কনস্টেবলের সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার
খোদ এসপি-র অফিসে বসেই অ্যাবসেন্ট সিভিক ভলান্টিয়ারদের প্রেজেন্ট বলে দেখানোর অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে
এই কাজ করে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ কনস্টেবল দীপঙ্কর সরকারের বিরুদ্ধে
পুলিশ সূত্রে খবর, এসপি অফিসের পে সেকশনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল অভিযোগ,গত ৪-৫ বছর ধরে অনুপস্থিত সিভিক ভলান্টিয়ারদের উপস্থিত দেখাচ্ছেন ওই কনস্টেবল
সেই টাকা কনস্টেবল দীপঙ্কর জমা করেছেন নিজের ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে
ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতি দমন আইনের ধারায় মামলা রুজু হয়েছে
প্রতিবাদ করায় কামারহাটিতে দালালচক্রের তাণ্ডব!
সাগর দত্তে দালালচক্রের প্রতিবাদ, কামারহাটিতে পাল্টা বাড়ি ভাঙচুর!
দালালচক্রের বিরুদ্ধে পোস্টার দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ
হাসপাতালে দালালচক্র নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
'হাসপাতালে দালালদের প্রতিদিনের আয় ৫০ হাজার টাকা'
'কলকাতা পুলিশ এসএসকেএম, এনআরএসে ধরেছে, তার মানে এতদিন ছিল!'
'কামারহাটিতে দালালরাজের বিরুদ্ধে যারা মিছিল করেছিল, তাদের বাড়ি ভেঙে দিয়েছে'
'বউ-বাচ্চাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে'
'কলকাতায় গ্রেফতার হল, আর কামারহাটিতে ধরতে পারছে না?'
'পুলিশ ধরতে পারে না, এটা হয়?'
মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রর
চলতি সপ্তাহেই ডেঙ্গি সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ নবান্নের। 'বাড়ছে হটস্পট, সব থেকে বেশি হটস্পট উত্তর ২৪ পরগনা জেলায়', পুর-এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও বিশেষ নজরদারির নির্দেশ। গ্রামাঞ্চলেও ডেঙ্গি ছড়িয়ে পড়তে পারে তেমনটাই আশঙ্কা প্রকাশ মুখ্য সচিবের। গ্রামে গঞ্জের বাজার, হাট গুলি পরিষ্কার করার প্রতি বিশেষ জোর দেওয়ার নির্দেশ নবান্নের। 'পুলিশ প্রশাসনকেও যুক্ত করতে হবে ডেঙ্গু সংক্রমণ আটকানোর জন্য'
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। নার্সিং পড়ুয়া স্নেহা দত্তের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা দত্তের বাড়ি হুগলির শ্যামপুরে
ডিএ-র দাবি ফের পথে সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। ধর্মতলা অবরুদ্ধ করে দণ্ডি কেটে চলছে প্রতিবাদ।
ডেঙ্গি মশা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, দেখে ভয় পাচ্ছে পথ চলতি মানুষজন। এভাবেই ডেঙ্গি মশা সেজে সচেতনতামূলক প্রচারে চন্দকোনার যুবক। ডেঙ্গি নিয়ে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দপ্তরের, বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ঘটছে মৃত্যু। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। সরকারি প্রচার মাধ্যম ছাড়াও প্রত্যেক মানুষের সামাজিক কর্তব্য রয়েছে তাই তুলে ধরছেন চন্দ্রকোনার ত্রিনাঙ্কুর পাল।
দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের অন্যতম চাঁই রমজান আলিকে গ্রেফতার করল পুলিশ। গত ২৭ অগাস্ট, দত্তপুকুরের মোচপোলে শামসুর আলির বাড়িতে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৯ জনের। এফআইআরে নাম ছিল রমজান আলি ওরফে কালোর। রমজানকে আইএসএফের ঘনিষ্ঠ বলে দাবি করেছিল তৃণমূল। বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল রমজান ওরফে কালো। গতকাল তাকে গ্রেফতার করে বারাসাত পুলিশ জেলার পুুলিশ।
মদন মিত্র সরব হওয়ার পর, এবার দালালরাজ রুখতে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ল পোস্টার। একজনের ছবি দিয়ে দালাল বলে অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে হাসপাতাল চত্বরে। সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুতে দালালরাজের বিরুদ্ধে সরব হন মদন মিত্র। তৃণমূল বিধায়ক শুক্রবার অভিযোগ তোলার পরেই শনিবার এসএসকেএম, এনআরএস-সহ কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযান চালায় পুলিশ। এনআরএস থেকে হাতেনাতে দুই দালালকে গ্রেফতারও করে। এবার সাগর দত্তে দালালের ছবি দিয়ে পড়ল পোস্টার। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আদালত নিয়ে রাজনীতির ময়দানে নানান মন্তব্য। যা আদালত অবমাননার সমান, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সম্প্রতি কলকাতা হাইকোর্টে বিচারপতিদের রায় নিয়ে নানান মন্তব্য করা হচ্ছে রাজনীতির ময়দানে। এই অভিযোগ তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতি।
এসএসকেএম হাসপাতাল থেকে পাকড়াও ৩ দালাল। লালবাজারে গুন্ডাদমন শাখার অভিযানে পাকড়াও। ভবানীপুরের বাসিন্দা ৩ যুবককে পাকড়াও করল পুলিশ। টাকা নিয়ে এসএসকেএমে ভর্তি চক্র চালাত ধৃতরা, অভিযোগ পুলিশের। ধৃতদের নাম অভিষেক মল্লিক, দেব মল্লিক, অভয় বাল্মীকি
পুরনিয়োগ দুর্নীতি মামলায় পুরসভাগুলি যে নথি জমা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় ইডি, খবর সূত্রের। ইডি-র দাবি ২০টি পুরসভাকে নথি পাঠানোর জন্য নোটিস পাঠানো হয়েছিল। তারমধ্যে ৬-৭টি পুরসভা সব নথি জমা দেয়নি, খবর সূত্রের। ইডি-র অনুমান যে নথি জমা পড়েনি সেখানেই লুকিয়ে আছে রহস্য, খবর সূত্রের। সেই নথির সন্ধানেই এবার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর
পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম মল্লিকা দাস, ওই তরুণী আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। আজ সকালে ভাড়াবাড়ির ছাদে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তরুণীর সহপাঠীরা।
ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ নবান্নে ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী
বীরভূমের পর আলিপুরদুয়ার, খোঁজ মিলল আরও এক কীর্তিমান কনস্টেবলের। সিভিক ভলান্টিয়ারদের বেতন চুরির অভিযোগে এক পুলিশ কর্মী গ্রেফতার । খোদ এসপি-র অফিসে বসেই অ্যাবসেন্ট সিভিক ভলান্টিয়ারদের প্রেজেন্ট বলে দেখানোর অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে।
আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে CBI-এর পর এবার ED। FIR দায়ের করে তদন্ত শুরু করল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, ব্যাঙ্কের কাছ থেকে নথি তলব করেছে ED। ৫০ কোটির বেশি টাকা কোথায় গেল? দুর্নীতির পিছনে কারা রয়েছে? সেদিকে নজর তদন্তকারী সংস্থার। এই মামলার বেশ কিছু নথি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। গত ২৪ অগাস্ট, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ৫০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে CBI-EDকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ধূপগুড়ির বিধায়কের শপথ ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। শপথের তারিখ চূড়ান্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সি ভি আনন্দ বোসকে আজ ফের চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে চিঠি দিয়েও মেলেনি উত্তর, দাবি মন্ত্রীর। এর আগে শনিবার রাজভবন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথের আয়োজন করে। যদিও শোভনদেবের দাবি, এ ব্যাপারে খোদ বিধায়ককেই কিছু জানানো হয়নি। শপথ গ্রহণকে ঘিরে এই টানাপোড়েনের জেরে ধূপগুড়ি বিধানসভার উন্নয়নের কাজ থমকে রয়েছে বলে পরিষদীয় মন্ত্রীর দাবি। সাম্প্রতিককালে বেশ কয়েকজন বিধায়কের শপথ গ্রহণ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত বাধে। তার জেরে ভোটে জেতার প্রায় একমাস পর শপথ নেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।
নিজেদের কাজ করে যান, অন্যদিকে দেখার দরকার নেই। উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বললেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, কোন বিশ্ববিদ্যালয়ে কী সমস্যা, আলাদা করে উপাচার্যদের কাছে শোনেন আচার্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির কাজের তদারকি করবে রাজভবন, ঠিক হয় বৈঠকে। সঠিক সময়ে ফলপ্রকাশের ওপর জোর দেন রাজ্যপাল। উচ্চশিক্ষায় গবেষণার যৌথ প্রোগ্রামের বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়েও উপাচার্যদের কাছ থেকে খোঁজ নেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
দালালরা কখনই বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না। এদের প্রত্যেকের পিছনে কোনও না কোনও কেষ্ট বিষ্টু আছে। সরকারি হাসপাতালে দালালচক্র নিয়ে ফের সরব হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যদিও তাঁর সব অভিযোগ মানতে নারাজ খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। খোদ স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১জন। এরমধ্য়ে রবিবারই ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। আর উদ্বেগের সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ!
রাতে ওয়াটগঞ্জ এলাকায় বেপরোয়া লরির ধাক্কায় এক পথচারীর জখম হওয়াকে কেন্দ্র করে তুলকালাম বাধে। টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ ইস্ট ক্যানাল রোড ও পরে রাত ২টো পর্যন্ত খিদিরপুর মোড়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার সূত্রপাত রাত সাড়ে ৮টা নাগাদ। ওয়াটগঞ্জ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পণ্য বোঝাই লরি খিদিরপুরের দিকে যাওয়ার সময়, স্থানীয় বাসিন্দা মহম্মদ দানিশকে ধাক্কা মারে। এসএসকেএমে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ৩১ বছরের ওই যুবক। খালাসিকে আটক করা হলেও, লরি চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়াভাবে ট্রাক, লরি চলাচল করে। যখন-তখন দুর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশ উদাসীন। ঘণ্টা তিনেক পর পুলিশের আশ্বাসেই অবরোধ ওঠে।
পুজোর প্রস্তুতিতে ব্যস্ত রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়করা। পানিহাটিতে একটি পুজোর থিম সং-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে লেকটাউনে পুজোর ভোগের সামগ্রী বিলি করলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্য়ান। মোট আক্রান্তের মধ্য়ে, উত্তরবঙ্গের ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২০টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা ৩৪ হাজার ৯০৫! উদ্বেগের একই ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের জেলা গুলিতেও।
পুজোর মুখে জোড়া 'বন্দে ভারত' পেল বাংলা। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার হাওড়া থেকে আরও দ্রুত পৌঁছনো যাবে পাটনা ও রাঁচিতে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নতুন বন্দে ভারতে যুক্ত করা হয়েছে নতুন বেশ কিছু ফিচার।
রাজ্যপালকে কটাক্ষ করে সাদা হাতি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরাসরি তার জবাব না দিয়ে রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অভিযোগ যদি তাঁর সাংবিধানিক সহকর্মী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসে, তখনই তা গ্রহণযোগ্য হবে। এই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। গতকালই বিদেশ সফর কেমন হয়েছে, জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন রাজ্যপাল। রাজভবন সূত্রের খবর, চিঠি তিনি নিজেই লেখেন।
এসএসকেএমে মুখ্যমন্ত্রীর বাম হাঁটু থেকে জল বের করলেন চিকিৎসকরা। আগামী ১০ দিন তাঁকে নিয়ন্ত্রিত চলাফেরা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফিজিওথেরাপির প্রয়োজন না থাকলেও আগামী ৩-৪ দিন তাঁকে বাড়িতে গিয়ে পরীক্ষা করে আসবেন চিকিৎসকরা।
প্রেক্ষাপট
কলকাতা: ৩ মাস আগে চোট পাওয়া পায়ে স্পেন সফরে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। এসএসকেএমে (SSKM) মুখ্যমন্ত্রীর বাঁ হাটু থেকে বার করা হল জমা ফ্লুইড। দশ দিন বিশ্রামে থাকার পরামর্শ।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখে নিন এক নজরে-
বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বের আমলে প্রাধান্য সিপিএম (CPIM)-কংগ্রেসের (Congress)। এখন ইডি (ED) সিবিআই (CBI) আছে, আগে লড়াই কঠিন ছিল। বিজেপির বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সরব রাজু বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক দলের পরীক্ষা হচ্ছে ভোট, সফল দিলীপ ঘোষ। দলের মধ্যে রয়েছে ক্ষোভ-বিক্ষোভ। অমিত শাহের স্বপ্ন সফল করতে একসঙ্গে কাজ করতে হবে। বিস্ফোরক রাজ্য বিজেপির সহ সভাপতি। আমার সময়ে রেজাল্ট ভাল ছিল, আরও ভাল হবে। সবাইকে কাজ দেওয়া হোক। প্রতিক্রিয়া দিলীপের। মন্তব্য নারাজ সুকান্ত।
৭২ ঘণ্টার মধ্যেই প্রলয়ের ডিগবাজি। বিজেপিতে আছেন, জানালেন তমলুক বিজেপির সহ সভাপতি। আগামীতে ভালো কাজ করবে, আশ্বাস শুভেন্দুর। ভবিষ্যতে সতর্ক থাকবেন, প্রতিক্রিয়া শমীকের।
২০১৪-র পর থেকে বারবার বিদেশ সফর। বিপুল টাকা পাচার করেছেন এক জনপ্রতিনিধি। বিমান যাত্রার খতিয়ান তুলে সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর। সাহস থাকলে নাম নিন, পাল্টা চ্যালেঞ্জ জয়প্রকাশের।
বোসকে সাদা হাতি কটাক্ষ ব্রাত্যর। মুখ্যমন্ত্রীর কোনও অভিযোগ থাকলে জবাব দেব, অন্য কারও কথা গুরুত্বপূর্ণ নয়, পাল্টা জবাব রাজ্যপালের।
দক্ষিণ দমদমে ফের ডেঙ্গির বলি। মৃত্যু ৫৪ বছরের মহিলার। রাজ্যজুড়ে ৪৪ জনের প্রাণহানি। সরকারি মতে মৃত ৩। আক্রান্তর সংখ্যা ছাড়াল ৩৮ হাজার।
ডেঙ্গিতে কলকাতায় পরপর মৃত্যু। ৫ নভেম্বর পর্যন্ত পুরসভার ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল। স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা খোলা থাকবে আউটডোর। জারি নির্দেশিকা।
বিজয়গড় হাসপাতালই যেন ডেঙ্গির আঁতুড়ঘর। ডাঁই করে রাখা জনস্বাস্থ্য দফতরের জলের ট্যাঙ্ক। জমে আছে বৃষ্টির জল। থিকথিক করছে মশার লার্ভা।
সাগরদত্তের পর এনআরএস। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস। টাকা নিয়ে ভর্তি করার অভিযোগে গ্রেফতার ২। এসএসকেএমেও হানা গুন্ডাদমন শাখার।
দালালরা বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না, প্রত্যেকের নেপথ্যে কোনও কেষ্ট বিষ্টু, তদন্ত হওয়া উচিত। দালালরাজ নিয়ে ফের সরব মদন মিত্র। অন্যায় করলে শাস্তি হবে, মন্তব্য চন্দ্রিমার। অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব বাড়ে। মদন মিত্র সমস্যার কথা তুলে ধরেছেন। পুলিশকেই আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। মদনের পাশে দাঁড়িয়ে এবার সরব অর্জুন সিংহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -