West Bengal News Live: ললিপপ দেখিয়ে পাহাড়ে ভোট নিয়েছে বিজেপি, আর নয়, বললেন বিনয় তামাং
WB News Live Updates:নতুন কমিটি নিয়ে অসন্তোষ। পুরভোটের ধাক্কা সামলানোর আগেই বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। জেলা কমিটিতে রদবদলের পরেই বনগাঁয় বিজেপি দফতরে ইটবৃষ্টি।
ললিপপ দেখিয়ে ভোট নিয়েছে বিজেপি। এবার পাহাড়ের মানুষ তাদের জবাব দেবে। হুঙ্কার ছুড়লেন বিনয় তামাং। সেইসঙ্গে তৃণমূলে যোগ দেওয়া নেতা, বিমল গুরুঙের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন। আর এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড।
৪দিন পার, বাঘের গর্জনে কাঁপছে কুলতলি। রয়্যাল বেঙ্গল হামলা চালিয়েছে বলে দাবি করেন এক গ্রামবাসী। এখনও বাঘটি খাঁচাবন্দি না হওয়ায় ঘুম উড়েছে ডোঙ্গাজোড়ার বাসিন্দাদের।
দলের সাংগঠনিক দুর্বলতা ও অন্তর্ঘাতেই হার হয়েছে কলকাতা পুরভোটে। হেস্টিংসের বৈঠকে ক্ষোভ উগরে দিলেন একাধিক বিজেপি প্রার্থী। দল ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্য সভাপতি। বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, খোঁচা তৃণমূলের।
বিজেপিতে আরও ‘বিদ্রোহ’, গ্রুপ-ত্যাগ ৪ বিধায়কের। একসঙ্গে বাঁকুড়ার ৪ বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ। গ্রুপ ছাড়লেন বাঁকুড়া বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। গ্রুপ ছাড়লেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গ্রুপ ছাড়লেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। গ্রুপ ছাড়লেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিজেপির অস্বস্তি বাড়িতে একসঙ্গে ‘বিদ্রোহী’ ৪ বিধায়ক। ‘সাংগঠনিক জেলা সভাপতি বদলের ক্ষোভে গ্রুপ ত্যাগ’।হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া ইন্দাসের বিধায়কের। গ্রুপ ত্যাগ করা এমন কিছু ব্যাপার নয়, দাবি পুরুলিয়ার সাংসদের।
ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ পেতে কোমর্বিডিটি সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক। কোউইন অ্যাপে সার্টিফিকেট আপলোড করা যাবে। অথবা হার্ড কপি নিয়ে টিকাকেন্দ্রে গেলেই হবে।
নতুন বছরের গোড়াতেই দেশে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের করোনার টিকাকরণ। এই মুহূর্তে, কোভ্যাক্সিন ও জাইকভ ডি দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়পত্র। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি চিকিত্সকরা। তবে দাবি উঠছে, ১৫ বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিনেশনেরও।
২৪ ঘণ্টা আটকে থাকার পর সিকিমে উদ্ধার করা গেল ১ হাজার ২৭ জন পর্যটককে। ভারী তুষারপাতে শনিবার বিকেলে নাথু লা-র কাছে আটকে পড়েন তাঁরা। আটকে ছিল ১২০ গাড়িও। সকলকে নিরাপদে উদ্ধার করল সেনা।
বকেয়া পুরভোট নিয়ে কাল কমিশনের সর্বদলীয় বৈঠক। কাল দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক। কাল বিকেল ৪টেয় সাংবাদিক সম্মেলন করতে পারে কমিশন। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর, ৪ পুরসভা নিয়ে কাল সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা। হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে এখনও জটিলতা। কবে হাওড়া পুরসভায় ভোট? এখনও জটিলতা।
পুরভোটে সন্ত্রাস করতে গেলে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ। পার পাওয়া যাবে না শাসক দলের কর্মী বলে। উত্তর ২৪ পরগনার ইছাপুরের সভায় দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক। পুরোটাই আইওয়াশের চেষ্টা বলে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। তুঙ্গে রাজনৈতিক তরজা।
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলে বাঘ। বাঘের আক্রমণে জখম বলে দাবি এক গ্রামবাসীর। যদিও পুলিশের দাবি, বাঘের গর্জনে ভয় পেয়ে গাছ থেকে পড়ে আহত হন ওই ব্যক্তি। গত চারদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দাদের। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়। জাল দিয়ে ঘেরা হয় ডোঙ্গাজোড়া গ্রামে কেল্লার জঙ্গল। আজ সকালে জঙ্গলে নতুন করে মেলে বাঘের পায়ের ছাপ। গতকাল গর্জনও শোনা যায় রয়্যাল বেঙ্গলের। কিন্তু খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গলকে। এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাফিলতির অভিযোগ অস্বীকার বন দফতরের। এদিকে, বাঘের সন্ধান পেতে স্পিড বোটে চড়ে চলছে নজরদারি। বন দফতরের তরফে মাইকে প্রচার করে আশেপাশের গ্রামের বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়।
জেলা নেতৃত্বে রদবদলের পরই বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। গ্রুপ ছাড়লেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি মধুসূদন দাস। শনিবারই বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল করা হয়।বীরভূমেও সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা অতনু চট্টোপাধ্যায়ের>>
রোগীমৃত্যুকে কেন্দ্র করে কলকাতা মেডিক্যালে ধুন্ধুমার। চুক্তিভিত্তিক কর্মীদের সঙ্গে মারপিট নিরাপত্তারক্ষীদের। চুক্তিভিত্তিক এক গ্রুপ ডি কর্মীর আত্মীয়র মৃত্যুতে ধুন্ধুমার। পাঁচ নম্বর গেট তালা বন্ধ থাকায় চিকিৎসা করাতে দেরি। চিকিৎসায় দেরি হওয়ার রোগীমৃত্যুর অভিযোগ। হাসপাতালের নিরাপত্তারক্ষীর অফিস ভাঙচুর চুক্তিভিত্তিক কর্মীদের। সুপারের নির্দেশেই ৫ নম্বর গেট বন্ধ রাখা হয়েছে, দাবি নিরাপত্তারক্ষীদের। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
২০২২-এ রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি। ১ মে থেকে নানা অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে বেলুড়মঠে। আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেউচা পাঁচামিতে মাওবাদীদের নাম করে পোস্টার। মাওবাদীদের নামে পড়া পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির মদতেই পোস্টার, অভিযোগ তৃণমূলের। মাওবাদীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূলই, পাল্টা বিজেপি। মানুষের আন্দোলনকে কলুষিত করার চেষ্টা, অভিযোগ সিপিএমের।
মতুয়াদের যোগ্য সম্মান দিয়েছে বিজেপি। রাজ্য কমিটিতে এখনও অনেক পদ খালি। ভবিষ্যতে রাজ্য কমিটিতেও প্রতিনিধিত্ব করবেন মতুয়ারা। ৫ বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর মন্তব্য সুকান্ত মজুমদারের।
হাওড়ায় জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাওড়ার চ্যাটার্জিহাটে বহুতল থেকে উদ্ধার জোড়া দেহ। স্বামী-স্ত্রী-র দেহ উদ্ধার। ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার গৃহকর্তার। স্ত্রী-র দেহ মেঝেতে চাদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল।
জিএসটি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা অমিত মিত্রর। ‘ফের বড় ভুল করতে চলেছে মোদি সরকার। ১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পে জিএসটি বাড়াচ্ছে কেন্দ্র। ৫% থেকে বাড়িয়ে ১২% করা হচ্ছে জিএসটি। দেড় কোটি মানুষ কাজ হারাবেন, ১ লক্ষ প্রতিষ্ঠান বন্ধ হবে। মোদিজি জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকুন। লক্ষ লক্ষ সাধারণ মানুষের উপর আঘাত নামার আগে সিদ্ধান্ত ফেরান’,ট্যুইট অমিত মিত্রর
গতবার উত্তর ব্যারাকপুর পুর-এলাকায় যেভাবে ভোট করেছেন, এবার তা করতে পারবেন না। এরকম করলে, পুলিশ এমন মার মারবে, ধারণা করতে পারবেন না। সৌগত রায়ের পর এবার পুরভোটের আগে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের।
মালদার হরিশ্চন্দ্রপুরে হাই মাদ্রাসা নির্বাচন ঘিরে উত্তেজনা।তৃণমূলের সঙ্গে কংগ্রেস-সিপিএম সমর্থকদের সংঘর্ষ।পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ।২ জনকে আটক করেছে পুলিশ
কলকাতা পুরভোটের ফল বিশ্লেষণে বিজেপির বৈঠক। সূত্রের খবর, হেস্টিংস অফিসের বৈঠকে সাংগঠনিক দুর্বলতা এবং অন্তর্ঘাতের অভিযোগ তুলে অমিত মালব্যর কাছে ক্ষোভ উগরে দেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী।
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে হানা দিল বাঘ। বাঘের আক্রমণে জখম এক গ্রামবাসী। গত চারদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছিল গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দাদের। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়।
করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত আরও চারজন। কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে।আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ, একজন মহিলা ও শিশু । এদের পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি-তে।জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য কাল নমুনা পাঠানো হবে কল্যাণীতে।
শিশু-সহ করোনা আক্রান্ত চারজনই ব্রিটেন ফেরত
পায়ের ছাপ, গর্জন, জানান দিচ্ছে কুলতলিতে লোকালয়ের আশেপাশেই রয়েছে বাঘ। কিন্তু চারদিন পরেও খাঁচাবন্দি হয়নি।এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে আজ স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাফিলতির অভিযোগ অস্বীকার বন দফতরের।
কমপক্ষে ৬ জন বসতে পারেন এমন কপ্টার ভাড়া নিতে রাজ্যের বিজ্ঞপ্তি। ভিআইপি-দের সফরের উপযুক্ত ওই হেলিকপ্টার হতে হবে দুই ইঞ্জিনের।৫ বছরের জন্য ভাড়া নেওয়া কপ্টার মাসে ৪৫ ঘণ্টা চালাতে চায় রাজ্য।চপারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে ভাড়া দেওয়া সংস্থার হাতে।চালক ও অন্যান্য কর্মীর ব্যবস্থা করবে রাজ্য
যতবার বিধানসভায় গিয়েছি, জরুরি অবস্থার কথা মনে পড়েছে। আমার সব বক্তব্য ওখানে ব্ল্যাক আউট করা হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়াভাষায় আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
রাজ্যপালের সামনে হাওড়া-বালি পুরসভা নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন! বাগডোগরা পৌঁছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
শিক্ষামন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করবেন। উনি ওঁকে রাজ্যপালই করে দিন না! কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন বরফ দেখতে সান্দাকফুতে পর্যটকের ঢল। গতকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকেছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। কনকনে ঠান্ডার সঙ্গে উপরি পাওনা তুষারপাত। ফলে খুশি পর্যটকরা।
আজ শ্রীমা সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। সঙ্ঘজননীর জন্মতিথি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা-প্রার্থনার। হবে হোম-যজ্ঞও। করোনা আবহে বিভিন্ন অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
এখনও অধরা কুলতলির রয়্যাল বেঙ্গল। তল্লাশিতে বন দফতর। স্পিড বোটে করে খোঁজ। ডোঙ্গাজোড়া জঙ্গলের অন্য পাশে মিলল নতুন পায়ের ছাপ।
ফের বিতর্কে হুমায়ুন কবির। সরাসরি পুলিশকে হুমকি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়কের। ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব। তখন বুঝতে পারবে হুমায়ুন কবির কী জিনিস। শুক্রবার অনুগামীদের নিয়ে বৈঠকে এভাবেই ভরতপুরের ওসি-কে হুমকি দেন তৃণমূল বিধায়ক। ওসি-কে বদলিরও হুমকি দেন তিনি। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
বড়দিন কাটতেই হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে
পায়ের ছাপ, গর্জন, জানান দিচ্ছে কুলতলিতে লোকালয়ের আশেপাশেই রয়েছে বাঘ। কিন্তু চারদিন পরেও খাঁচাবন্দি হয়নি। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়েছে। বন দফতরের অনুমান, কেল্লার জঙ্গলেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল। তাই গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রাম লাগোয়া ওই জঙ্গলে তার ছাপ খুঁজতে শুরু করেছেন বন দফতরের কর্মীরা। আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
খড়গপুরের আমলাচাটি ও শ্যামসুন্দরপুর পালপাড়া গ্রামে তাণ্ডব চালাল ৩০-৩৫টি বুনো হাতির দল। লণ্ডভণ্ড বাড়ি। নষ্ট ফসল। গ্রামবাসীদের অভিযোগ, বারবার ফোন করলেও বন দফতরের সাড়া মেলেনি। বন দফতর সূত্রে খবর, যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের সাহায্য করা হবে।
আসন্ন পুরভোটে নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে হাতিয়ার করেই কি ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপি? সূত্রের খবর, ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার পরিকল্পনা রয়েছে রাজ্য নেতৃত্বের। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারমাঝেই জেলা কমিটিতেও একাধিক রদবদল আনল গেরুয়া শিবির।
নতুন বছরের গোড়ায় ফের চালু হচ্ছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। ২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ও ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। গতবার এই কর্মসূচি ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে। ভোগান্তির মুখে পড়তে হয় গ্রাহকদের। নবান্ন সূত্রে খবর, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। ভিড় কমাতে কাউন্টার বাড়ানো, টেবিল-কম্পিউটার বাড়ানো ও সেন্টারে সরকারি কর্মচারির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোনামুখীর পলশুড়া গ্রামে ধান ঝাড়াইয়ের মেশিনে চাপা পড়ে মৃত্যু হল এক কৃষকের। মেশিনটি এক জমি থেকে অন্য জমিতে নিয়ে যাওয়ার সময় আচমকাই উল্টে যায় তাঁর ওপর। হাসপাতালে নিয়ে গেলে কৃষককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
প্রেক্ষাপট
: করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণ-মৃত্যুতে উদ্বেগ বাড়াল কলকাতা (Kolkata)। একদিনে ৩জনের মৃত্যু, আক্রান্ত ২০০ ছুঁইছুঁই। দীর্ঘদিন পরে উঃ ২৪ পরগনায় মৃত্যু শূন্য।
বর্ষশেষে ওমিক্রন-আক্রান্ত ৪০০ পার। বিদেশ না গিয়েও মেডিক্যাল ইন্টার্নের সংক্রমণে উদ্বেগ। বাংলা-সহ ১০ রাজ্যে বিশেষ দল পাঠাচ্ছে কেন্দ্র।
নতুন কমিটি নিয়ে অসন্তোষ। পুরভোটের ধাক্কা সামলানোর আগেই বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। জেলা কমিটিতে রদবদলের পরেই বনগাঁয় বিজেপি দফতরে ইটবৃষ্টি। বিধায়কদের গ্রুপ ত্যাগের কথা নাড্ডাকে জানালেন শান্তনু। শেষের শুরু, খোঁচা সৌগতর।
পুরভোটের ধাক্কা সামলাতে জেলা বিজেপিতেও রদবদল। একসঙ্গে ৩০জন সাংগঠনিক জেলা সভাপতি বদল। সাংগঠনিক জেলা বেড়ে ৪২।
যুব তৃণমূল নেতার মৃত্যুতে উত্তপ্ত উস্তি। পার্টি অফিসে তালা, পথেই শেষশ্রদ্ধা। অভিযুক্ত বিধায়ক। খোলা থাকলেই ভাল হত, মন্তব্য শওকতের।
পথেই নেতাকে শেষশ্রদ্ধা
জানুয়ারিতে ২ দফায় ফের চালু হচ্ছে দুয়ারে সরকার। ২ তারিখ থেকে শুরু। ভিড় সামলাতে বাড়তি কাউন্টার, অতিরিক্ত কর্মীতে নজর নবান্নের।
৩দিন পার, বাঘের আতঙ্কে কাঁপছে কুলতলি। জাল দিয়ে ঘিরে, টোপ ফেলে ধরার চেষ্টায় বনদফতর। আটকানো হল পর্যটকদের।
সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত। বরফ পড়ল টাইগার হিলেও। সিকিমের ছাঙ্গুতে তুষারপাত, পর্যটকদের উদ্ধার করল সেনাবাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -