West Bengal News Live:ফের কোর্টে ধাক্কা রাজ্যের, বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 27 Feb 2024 11:19 PM
West Bengal News Live:দল করলে কারও সঙ্গে বঞ্চনা নয়। সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতা ।

দল করলে কারও সঙ্গে বঞ্চনা নয়। সন্দেশখালিকাণ্ডের মধ্যেই কর্মীদের কড়া বার্তা মমতা ।

WB News Live Updates:সন্দেশখালি যেতে বাধা, ৬২ কিমি আগেই গ্রেফতার নৌশাদ, প্রায় ৭ ঘণ্টা পর মুক্তি

তৃণমূল নেতা-মন্ত্রীদের ছাড়, বাধা শুধু বিরোধীদের! সন্দেশখালি যেতে বাধা, ৬২ কিমি আগেই গ্রেফতার নৌশাদ। সায়েন্স সিটির কাছে গ্রেফতার নৌশাদ, প্রায় ৭ ঘণ্টা পর মুক্তি

West Bengal News Live:পশ্চিম মেদিনীপুরের শালবনির বুড়িশোলের জঙ্গলে বিধ্বংসী আগুন

পশ্চিম মেদিনীপুরের শালবনির বুড়িশোলের জঙ্গলে বিধ্বংসী আগুন। ভাদুতলা থেকে লালগড় যাওয়ার পথে রাজ্য সড়কের ২ ধারে শাল জঙ্গলে আগুন। কীভাবে জঙ্গলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। 

WB News Live Updates:'যে কোনও মুহূর্তে সিএএ কার্যকর করতে পারে কেন্দ্র', সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআই-র

ভোট ঘোষণার আগেই সিএএ কার্যকর? আদর্শ আচরণবিধি লাগুর আগেই সিএএ? 'যে কোনও মুহূর্তে সিএএ কার্যকর করতে পারে কেন্দ্র', সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআই-র

West Bengal News Live:২১ লক্ষ নয়, ২-৩দিনের মধ্যে ৫০ লক্ষকে ১০০ দিনের বকেয়া টাকা। পুরুলিয়ার সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

২১ লক্ষ নয়, ২-৩দিনের মধ্যে ৫০ লক্ষকে ১০০ দিনের বকেয়া টাকা। পুরুলিয়ার সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভোটে বিজেপিকে জবাব দেওয়ার হুঙ্কার। 

WB News Live Updates:কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করল সংগ্রামী যৌথ মঞ্চ

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করল সংগ্রামী যৌথ মঞ্চ। এক বরাদ্দের টাকা অন্য খাতে খরচের অভিযোগে নালিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগ

West Bengal News Live:'বলা হচ্ছে ৭দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান। তাহলে শেখ শাহজাহান কোথায়, সব জানে', আক্রমণে নির্মলা সীতারমণ

সন্দেশখালি নিয়ে এবার চড়া সুরে আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 'বলা হচ্ছে ৭দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান। তাহলে শেখ শাহজাহান কোথায়, সব জানে', আক্রমণে নির্মলা সীতারমণ

WB News Live Updates:হাইকোর্টে জামিন, ১৭দিন পরে মুক্ত নিরাপদ। জোর ধাক্কা রাজ্যের, জেল-মুক্ত নিরাপদ সর্দার। 

হাইকোর্টে জামিন, ১৭দিন পরে মুক্ত নিরাপদ। জোর ধাক্কা রাজ্যের, জেল-মুক্ত নিরাপদ সর্দার। 

West Bengal News Live:সন্দেশখালিতে শেখ শাহজাহানের গড়ে ফের উড়ল লাল নিশান

সন্দেশখালিতে শেখ শাহজাহানের গড়ে ফের উড়ল লাল নিশান

WB News Live Updates:'সন্দেশখালিতে বিরোধীদের বাধা, মন্ত্রীর কীর্তন করছেন', জামিনে জেল থেকে বেরিয়ে আক্রমণাত্মক সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।  

'সন্দেশখালিতে বিরোধীদের বাধা, মন্ত্রীর কীর্তন করছেন', জামিনে জেল থেকে বেরিয়ে আক্রমণাত্মক সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।  

West Bengal News Live:পুত্র সন্তান হওয়ার আনন্দে কলকাতা মেডিক্যাল চত্বরেই মোরগ বলি!

পুত্র সন্তান হওয়ার আনন্দে কলকাতা মেডিক্যাল চত্বরেই মোরগ বলি! কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চত্বরেই লজ্জার কুসংস্কার! পুত্র সন্তান হওয়ার আনন্দে প্রসূতি বিভাগের পিছনেই পুজো, মোরগ বলি!
খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ পাঠালেন হতবাক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পুলিশ আসার আগেই পুজো, মোরগ বলি সেরে উধাও প্রসূতির পরিবার!

WB News Live Updates:সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বারাবনিতে মিছিল করায় বিজেপি যুব মোর্চার ৩ নেতার বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বারাবনিতে মিছিল করায় বিজেপি যুব মোর্চার ৩ নেতার বিরুদ্ধে মামলা রুজু পুলিশের। এই অভিযোগে আসানসোলের ভগত সিং মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা বিধায়ক অগ্নিমিত্রা পালের।

West Bengal News Live:সন্দেশখালির ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে এবিভিপির বিক্ষোভ

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে এবিভিপির বিক্ষোভ। 

WB News Live Updates:আদালতে ফের ধাক্কা রাজ্যের, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন

আদালতে ফের ধাক্কা রাজ্যের, প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের জামিন। নিঃশর্ত জামিন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের।

West Bengal News Live:ফের কোর্টে ধাক্কা রাজ্যের, বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি

ফের কোর্টে ধাক্কা রাজ্যের, বিজেপির ধর্নায় হাইকোর্টের অনুমতি। মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্নায় অনুমতি। মাইক, লাউড স্পিকার ছাড়া ধর্নায় বসতে পারবে বিজেপি, জানানো হল রায়ে।

WB News Live Updates:নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা

নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। ২০২২-এর টেট পরীক্ষায় উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল করুণাময়ীমোড়। টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ।

West Bengal News Live: এবার ইডি-র নজরে শেখ শাহজাহানের ভেড়ির ব্যবসা

এবার ইডি-র নজরে শেখ শাহজাহানের ভেড়ির ব্যবসা
কেন্দ্রীয় এজেন্সির দাবি, মুখ খুললেই প্রাণসংশয়, তাদের কাছে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেতার ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী
গতকাল তলব সত্ত্বেও ইডি দফতরে আসেননি ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত
আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন ব্যবসায়ী কন্যা
আজ ইডি দফতরে এসেছেন ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত

WB News Live Updates: 'শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন' মমতাকে চিঠি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর

'শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন'
'অনুরোধ করছি এদের রক্ষাকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করুন'
মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের
সন্দেশখালিতে ধর্ষণ, জমি জবরদখলের প্রসঙ্গে উল্লেখ করলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী
রাজনৈতিক অবস্থান ছেড়ে উঠে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্জি বিষ্ণু দেও সাইয়ের
জাতীয় আদিবাসী কমিশনের সন্দেশখালি রিপোর্টে নৃশংস ও ভয়ানক ছবি, মন্তব্য ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর
রাজ্যের মা-বোনেদের সঙ্গে অবিচারের হৃদয়বিদারক ঘটনা আপনার রাজ্যে সামনে এসেছে'
মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে মন্তব্য ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর

West Bengal News Live: ধামাখালিতে ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

ধামাখালিতে ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি দলকে আটকাল পুলিশ
যেতে না পেরে জামা  খুলে প্রতিবাদ ফরওয়ার্ড ব্লক প্রতিনিধিদের

WB News Live Updates: '১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য' ঘোষণা মুখ্যমন্ত্রীর

'১ এপ্রিলের মধ্যে কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি বানিয়ে দেবে রাজ্য'


ভোটের আগে পুরুলিয়ার সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


'আদিবাসীদের জমি কোনওমতেই কেড়ে নেওয়া হবে না'


আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live: এবার পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে গেলেন বাম মনোভাবাপন্ন বিশিষ্ট জনেরা

এবার পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে গেলেন বাম মনোভাবাপন্ন বিশিষ্ট জনেরা

WB News Live Updates: সন্দেশখালি মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার

আদালতে ফের ধাক্কা রাজ্যের। সন্দেশখালি মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার

West Bengal News Live: ২০২২ সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী

২০২২ সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভে রণক্ষেত্র করুণাময়ী

WB News Live Updates: শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় দোষীসাব্যস্ত ২৩ জন মাওবাদী

শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় দোষীসাব্যস্ত ২৩ জন মাওবাদী


বুধ ও বৃহস্পতিবার দুই ধাপে হবে সাজা ঘোষণা


২০১০-এর ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা


ক্যাম্পে আগুন লাগিয়ে, গুলি চালিয়ে ২৪ জন জওয়ানকে হত্যা করা হয়


জওয়ানদের পাল্টা প্রতিরোধে মারা যায় ৫ জন মাওবাদী

West Bengal News Live: সন্দেশখালি ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ হল স্বেচ্ছাসেবী সংস্থা

সন্দেশখালি ইস্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ হল স্বেচ্ছাসেবী সংস্থা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে পুলিশি বাধার মুখে পড়ে ওই সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গ্রেফতার করা হয় পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। এই
অভিযোগ এনে এবার আদালতে গিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা।
মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আজ
দুপুর ৩টে মামলার শুনানি হবে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সওয়াল, শাসক দলের নেতা-মন্ত্রীদের সন্দেশখালিতে যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দ মন্তব্য করেন, সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না। আপনার দল ক্ষমতায় এলে, তারাও সেটাই করবে। 

WB News Live Updates: ICDS কেন্দ্রের মধ্যে চলছে পশুপালন, বঞ্চিত শিশুরা, সন্দেশখালিতে সরব মহিলারা

ফের উত্তপ্ত বেড়মজুর। ICDS কেন্দ্রের মধ্যে চলছে পশুপালন, বঞ্চিত শিশুরা। সরব মহিলারা। অভিযোগ, নালিশ জানাতে গেলে হুমকি দিতেন নেতারা।

West Bengal News Live: হাড়োয়া থানা এলাকায় প্রতিটি গাড়িতে চলছে নাকা তল্লাশি

৫৪ দিন ধরে অধরা শেখ শাহজাহান। এদিকে, সন্দেশখালিতে ‘বহিরাগত’দের আটকাতে মরিয়া পুলিশ। হাড়োয়া থানা এলাকায় প্রতিটি গাড়িতে চলছে নাকা তল্লাশি। গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করছে পুলিশ। কলকাতা পুলিশ ও বসিরহাট পুলিশ জেলার সংযোগস্থলে কড়া নজরদারি চালানো হচ্ছে। 

WB News Live Updates: ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা, আজও বৃষ্টির পূর্বাভাস

বসন্ত-হাওয়ার গায়ে এখনও লেগে রয়েছে শীতের আমেজ। ভোরের দিকে বাতাসে হিমেল ছোঁয়া। আবার বেলা গড়ালে বাড়ছে উষ্ণতা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অসমের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে শনিবার পর্যন্ত পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

West Bengal News Live: কংগ্রেস প্রতিনিধি দলকে সন্দেশখালি যাওয়ার পথে বাধা

কংগ্রেস প্রতিনিধি দলকে সন্দেশখালি যাওয়ার পথে বাধা
সৌম্য আইচের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল কংগ্রেসের প্রতিনিধি দল
ন্যাজাটে আটকে দেওয়া হল কংগ্রেসের প্রতিনিধি দলকে

WB News Live Updates: এবার পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে গেলেন বামপন্থী বিদ্দ্বজ্জনেদের একাংশ

এবার পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে গেলেন বামপন্থী বিদ্দ্বজ্জনেদের একাংশ। দলে রয়েছেন বাদশা মৈত্র, সৌরভ পালোধি, দেবদূত ঘোষ-সহ বেশ কয়েকজন। সন্দেশখালির বিভিন্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। 

West Bengal News Live: আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর

আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। পুরুলিয়া,
বাঁকুড়া, বিষ্ণুপুর ও ঝাড়গ্রাম--জঙ্গলমহলের চারটি লোকসভা
আসনই বিজেপির দখলে। ২০২৪-এর ভোটে এই চারটি আসনই এবার পাখির চোখ তৃণমূলের। গতকালই দুর্গাপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী। আজ হেলিকপ্টারে যাবেন পুরুলিয়ায়। শহর লাগোয়া ব্যাটারি ময়দানে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি, রঘুনাথপুরে বেসরকারি ইস্পাত কারখানারও উদ্বোধন করবেন। এরপর বাঁকুড়ার উদ্দেশে রওনা দিয়ে আজ সেখানেই রাত্রিযাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল খাতড়ায় প্রশাসনিক সভা সেরে যাবেন ঝাড়গ্রামে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভা সেরে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। 

WB News Live Updates: বেড়মজুরে পঞ্চায়েতে তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুরের পর এলাকা থমথমে

বেড়মজুরে পঞ্চায়েতে তৃণমূল সদস্য শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুরের পর এলাকা থমথমে। শঙ্কর সর্দারের বাড়িতে কেউ নেই। শঙ্কর সর্দারের বাড়ির কিছুটা দূরে অজিত মাইতির বাড়ির সামনে সিসিটিভি লাগাল প্রশাসন। 

West Bengal News Live: সল্টলেকের কাদাপাড়ায় কলকাতা জুটমিলে আগুন

সল্টলেকের কাদাপাড়ায় কলকাতা জুটমিলে আগুন লাগল। সকাল পৌনে ৮টা নাগাদ জুটমিলের ৩ নম্বর গুদাম থেকে আগুন ছড়ায়। দাউদাউ করে জ্বলছে জুটমিলের একাংশ। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জুটমিল কর্তৃপক্ষের দাবি। জুটমিলের গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

WB News Live Updates: ফের সন্দেশখালিতে যেতে বিরোধীদের বাধা, নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করল পুলিশ

ফের সন্দেশখালিতে যেতে বিরোধীদের বাধা। ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করল পুলিশ। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ান ISF বিধায়ক। চাটুকারিতা করছে পুলিশ। কীসের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? বাংলায় স্বৈরতন্ত্র চলছে। ১৪৪ ধারা লঙ্ঘনের যুক্তি দেখিয়ে নৌশাদকে আটকানো হলেও, পরে পুলিশ জানায়, CRPC-র ১৫১ ধারায়  প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়েছে। 

West Bengal News Live: সায়েন্স সিটির কাছেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে আটকাল পুলিশ 

সায়েন্স সিটির কাছেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে আটকাল পুলিশ 

WB News Live Updates: 'ভোটে অপপ্রচার করলেই কেটে নেব হাত,' কেন্দ্রীয় বাহিনী আসার আগেই বীরভূমে তৃণমূল নেতার দাওয়াই

'ভোটে অপপ্রচার করলেই কেটে নেব হাত,' কেন্দ্রীয় বাহিনী আসার আগেই বীরভূমে তৃণমূল নেতার দাওয়াই

West Bengal News Live: এবার সরাসরি আন্দোলনকারীদের টার্গেট করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা

সন্দেশখালির আন্দোলনে বহিরাগত তত্ত্ব উঠেছিল আগেই! এবার সরাসরি আন্দোলনকারীদের টার্গেট করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তাঁর দাবি, কলকাতা থেকে ৫-১০ হাজার টাকা দিয়ে লোক ভাড়া করে আনা হচ্ছে।

WB News Live Updates: রাজ‍্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু

রাজ‍্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। মৃতের নাম আশিস হালদার। রবিবার বেলেঘাটা আই ডি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর দেহ নিয়ে টানাপড়েন। প্রায় ১৬ ঘণ্টা কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়।

West Bengal News Live: গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনে গ্রেফতার ২

গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনে গ্রেফতার ২। গ্রেফতার করা হয়েছে এফআইআরে থাকা ২ অভিযুক্তকে। মূল অভিযুক্ত গৌতম দাস এখনও অধরা। গত রবিবার রাতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে খুন হয়ে যান গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। 

WB News Live Updates: সন্দেশখালি অশান্ত হওয়ার পর, শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩টি FIR দায়ের হয়েছে

সন্দেশখালি অশান্ত হওয়ার পর, শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩টি FIR দায়ের হয়েছে। প্রথমটি শ্লীলতাহানির, দ্বিতীয়টি ভাঙচুর, মারধর এবং অশান্তির অভিযোগে। আর তৃতীয় FIRটি হয়েছে জমি দখলের অভিযোগে।

West Bengal News Live: এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে এফআইআরে ধাক্কা সরকারের

এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে এফআইআরে ধাক্কা সরকারের। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন সুকান্ত-শুভেন্দু। না হলেই ভাল হত, বললেন কুণাল। 

WB News Live Updates: সন্দেশখালিকাণ্ডে এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

সন্দেশখালিকাণ্ডে এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। যে ধারায় মামলা, তার গ্রহণযোগ্যতাই নেই, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর।

প্রেক্ষাপট

সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। যে ধারায় মামলা, তার গ্রহণযোগ্যতাই নেই, মন্তব্য বিচারপতি কৌশিক চন্দর।


বারবার অবস্থান স্পষ্ট করে ক্ষমা চাইলে, অসৎ উদ্দেশ্য ছিল না এটা স্পষ্ট। অযথা কেউ কেন তদন্তের সম্মুখীন হবেন? এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে পুলিশের এফআইআর-মামলায় প্রশ্ন হাইকোর্টের।


এবিপি আনন্দের সুমন দে-র বিরুদ্ধে এফআইআরে ধাক্কা সরকারের। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে স্বাগত জানালেন সুকান্ত-শুভেন্দু। না হলেই ভাল হত, বললেন কুণাল।


শেখ শাহজাহানের গ্রেফতারিতে বাধা নেই। অভিষেকের তত্ত্ব খারিজ করে জানিয়ে দিল হাইকোর্ট। ফেরার নেতার সঙ্গে পুলিশ, সিবিআই, ইডিকেও পার্টি করার নির্দেশ। 


এক সাংসদ বলেছেন, আদালতের কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, সওয়াল আদালত বান্ধবের। গ্রেফতারিতে নয়, স্থগিতাদেশ শুধু সিটে, অভিষেকের দাবি খারিজ করে জানাল হাইকোর্ট। 


রাজ্য বলছে দখল করা জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে, আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে, কড়া মন্তব্য প্রধান বিচারপতির।


৪ বছরে সন্দেশখালিতে ৪৩টি এফআইআর, ৪২টি চার্জশিট। যুক্ত হয়েছে ধর্ষণের ধারাও। হাইকোর্টে দাবি রাজ্যর। ৪ বছরেও কেউ গ্রেফতার হয়নি! প্রশ্ন বিস্মিত হাইকোর্টের।


৫৩দিন পার, কোথায় শেখ শাহজাহান? পুলিশ নাগাল না পেলেও জানেন কুণাল? ৭দিনে গ্রেফতারির দাবি। প্রমাণিত হল কার আড়ালে লুকিয়ে, কটাক্ষ বিরোধীদের। 


হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে এবার শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ বাড়ালেন রাজ্যপাল। ধরা না পড়লে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের জবাব তলব। 


দিনের পর দিন অত্যাচার। সন্দেশখালির ক্ষোভের মুখে আরও তৃণমূল নেতা। পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর।


দল হাত তুলে নিতেই গ্রেফতার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতি। ২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত। আছে আরও ১৫টি মামলা, কোর্টে বলল পুলিশ।


ফের পুলিশ হেফাজতে শিবু। জেল হেফাজতে নিরাপদ, বিকাশ। 


ক্ষোভের আগুনে সন্দেশখালি। এবার সওকতের মুখে বহিরাগত তত্ত্ব। 


কেন্দ্রীয় বাহিনী আসার আগেই বীরভূমে তৃণমূল নেতার দাওয়াই। অপপ্রচার করলে হাত কেটে নেওয়ার হুমকি। ভোট না দিয়ে বাড়িতেই বসে থাকার ফরমান। 


অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে ইডি। আড়াই ঘণ্টা ধরে বয়ান রেকর্ড। 


রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। ২০২৩-র মার্চের ঘটনায় ফুটেজ দেখে ১৬জনকে গ্রেফতার করল এনআইএ। ৬টি ধারায় মামলা রুজু করে তদন্ত। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.