West Bengal News Live Updates: সোমবার বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 28 Aug 2022 11:36 PM
WB News Live Updates: সোমবার বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির

কাল বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির রোডম্যাপ তৈরি হবে এই শিবিরে। খোঁজা হবে নেতাদের মতবিরোধ মেটানোর উপায়ও। মানুষের মনে থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপির চিন্তন শিবিরকে কটাক্ষ করে দাবি তৃণমূলের।

WB News Live Updates: উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিকে সমর্থন করলেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক। তাঁর অভিযোগ, বঞ্চনা থেকে রেহাই পেতেই এই দাবিকে সমর্থন। বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের।

WB News Live Updates: বহরমপুরের নার্সিংহোমের ৬ তলায় ক্যান্টিনের রান্নাঘরে আগুন

বহরমপুরের নার্সিংহোমের ৬ তলায় ক্যান্টিনের রান্নাঘরে আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করে আগুন, অনুমান দমকলের। আগুন-আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের।

WB News Live Updates: ফের অন্ডালে ইসিএলের খোলা মুখ খনি এলাকায় ধসের আতঙ্ক

ফের অন্ডালে ইসিএলের খোলা মুখ খনি এলাকায় ধসের আতঙ্ক। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সকালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বারবার জানালেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে ইসিএল কর্তৃপক্ষ। শুরু রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates: বাঁকুড়ার শালতোড়া থেকে উদ্ধার আসানসোলের ব্যবসায়ীর মৃতদেহ, গ্রেফতার ২ অভিযুক্ত

বাঁকুড়ার শালতোড়া থেকে কার্টনবন্দি অবস্থায় উদ্ধার আসানসোলের ব্যবসায়ীর হাত-পা বাঁধা মৃতদেহ। গ্রেফতার দুই অভিযুক্ত। নিখোঁজ ডায়েরির সূত্র ধরে মেলে মৃতের পরিচয়। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

WB News Live Updates: 'পুরো দলটা খারাপ নয়', বিতর্কিত মন্তব্য শোভনদেবের

আমার দলেও খারাপ মানুষ আছে। তারা শাস্তি পাবে। তা বলে পুরো দলটা খারাপ নয়। বিতর্কিত মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: নন্দীগ্রামের দাউদপুরের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার

নন্দীগ্রামের দাউদপুরের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার। তৃণমূলের দু’পক্ষের মধ্যে বচসা-হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: ত্রিপুরায় ফের তৃণমূলে ভাঙন-জল্পনা, পদত্যাগ করলেন দলের রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত খান

ত্রিপুরায় ফের তৃণমূলে ভাঙন-জল্পনা। পদত্যাগ করলেন দলের রাজ্য কমিটির সহ সভাপতি আব্দুল বাসিত খান। দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে ত্রিপুরার ভারপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। এই মুহূর্তে রাজ্য তৃণমূলে নেতৃত্বের অভাব। এই দলে থেকে বিজেপির বিরুদ্ধে লড়া সম্ভব নয়। দলবদলের জল্পনা উসকে মন্তব্য পদত্যাগী তৃণমূল নেতার। 

WB News Live Updates: বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য করে দেব, হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র

বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য করে দেব। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে এসে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের অভিযোগ, কয়েকটি থানার ওসি ৬০০ কোটি টাকার বালি কেলেঙ্কারিতে জড়িত। মানিক ভট্টাচার্য যেমন পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ ও  ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদেরও তেমন অবস্থা হবে। রীতিমতো এই ভাষাতেই সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। পাগলের প্রলাপ, কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। 

West Bengal News Live Updates: SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিংয়ের আরও সম্পত্তির হদিশ ?

SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিংয়ের আরও সম্পত্তির হদিশ ? হাওড়ার শ্যামপুরের গাদিয়াড়ায় চলন্তিকা লজ। বিজেপির দাবি, খাতায় কলমে এই হোটেলের মালিক প্রদীপ সিং। এদিন ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। যদিও হোটেলের ম্যানেজারের দাবি, মালিকের নাম প্রসন্ন রায়। তাঁদের হেড অফিস রাজারহাটে। হোটেল মালিক আসেন না বলেও দাবি করেছেন ম্যানেজার।

WB News Live Updates: খিদিরপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

খিদিরপুরের কাঁটাপুকুর রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পোর্ট ট্রাস্টের তরফে রাস্তা মেরামত না হওয়াতেই বারবার দুর্ঘটনা ঘটছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম রাস্তা সারানোর জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধও করেন বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বছরখানেক আগেও ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। খারাপ রাস্তার কারণে লরি চাপা পড়ে মৃত্যু হয় বাইক আরোহী যুব তৃণমূল নেতা বিজয় রায়ের। এদিন বাড়িতে আনা হয় তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রামের মৃতদেহ। বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়-সহ তৃণমূল নেতা, কর্মীরা। 

West Bengal News Live Updates: টাওয়ার লোকেশন ট্র্যাক করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার আনন্দপুর থানার পুলিশের, গ্রেফতার ৩

দিল্লি থেকে আসা ব্যবসায়ীকে ইডেন গার্ডেন্স এলাকা থেকে অপহরণ করে একসপ্তাহ ধরে আটকে রাখার অভিযোগ। অপহরণকারীদের ডেরায় থাকাকালীন কোনওভাবে কলকাতার পুলিশ কমিশনারের ফোন নম্বর জোগাড় করে উদ্ধারের জন্য অনুরোধ জানান অপহৃত ব্যবসায়ী। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ব্যবসায়ীকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়িক বিবাদের জেরেই অপহরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

WB News Live Updates: এসএসসি দুর্নীতির মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ

এসএসসি দুর্নীতির মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ। ‘নিউটাউনেই অভিজাত আবাসনে একাধিক ফ্ল্যাট’। বলাকা আবাসন ছাড়াও অন্য আবাসনে ফ্ল্যাট রয়েছে প্রসন্নর: সূত্র।
কার রেন্টালের ব্যবসা থেকে কীভাবে বিপুল সম্পত্তি? তদন্তে সিবিআই

West Bengal News Live Updates: 'পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে', বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। তাদের নাম জানতে পারলে রাজ্য নেতৃত্বকে জানানো হবে। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সভায় বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। গতকাল কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটে দলীয় সম্বর্ধনা সভায় যোগ দেন উদয়ন গুহ। সেখানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, বিবেকবান না হলে পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া যাবে না। মেনে চলতে হবে শৃঙ্খলা। পঞ্চায়েত ভোটের আগে মন্ত্রীর এ হেন মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। 

WB News Live Updates: জনগণই গণতন্ত্রের জুতো মারবে, প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতির

জনগণই গণতন্ত্রের জুতো মারবে, প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। দলে নম্বর বাড়ানোর চেষ্টা, কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

West Bengal News Live Updates: বেলেপোল মোড়ের কাছে প্লাইউডের গুদামে আগুন

ভোরে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেলেপোল মোড়ের কাছে প্লাইউডের গুদামে আগুন। ভস্মীভূত গুদাম। কয়েকলক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা। এদিন ভোর ৪টে নাগাদ কোনা এক্সপ্রেসওয়ের ধারে বেলেপোল মোড়ের কাছে ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। 

WB News Live Updates: বাড়িতে আনা হয় তৃণমূল কাউন্সিলরের ছেলে রামকিঙ্কর রামের মৃতদেহ

খিদিরপুরের কাঁটাপুকুর রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরের ছেলের। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পোর্ট ট্রাস্টের তরফে রাস্তা মেরামত না হওয়াতেই বারবার দুর্ঘটনা ঘটছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রাম রাস্তা সারানোর জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে অনুরোধও করেন বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বছরখানেক আগেও ওই এলাকায় দুর্ঘটনা ঘটে। খারাপ রাস্তার কারণে লরি চাপা পড়ে মৃত্যু হয় বাইক আরোহী যুব তৃণমূল নেতা বিজয় রায়ের। এদিন বাড়িতে আনা হয় তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রামের মৃতদেহ। বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়-সহ তৃণমূল নেতা, কর্মীরা। 

West Bengal News Live Updates: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর

দিনহাটার একসময়ের বড় গরুচোর নিশীথ প্রামাণিক বিজেপিতে গিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে শুদ্ধ হয়েছেন এবং তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় বিতর্কিত মন্তব্য তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর। সিবিআইকে দিয়ে রাজনীতি করানোর চেষ্টা হচ্ছে বলে দাবি দেবাংশুর। বাচ্চা ছেলে, রাজনৈতিক জ্ঞানের অভাব, কটাক্ষ বিজেপির। যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি নিশীথ প্রামাণিক।

WB News Live Updates: বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য করে দেব, হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র

বালি চুরিতে যুক্ত পুলিশ-প্রশাসনের কর্তাদের মানিক ভট্টাচার্য করে দেব। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠকে এসে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি সৌমিত্র খাঁ-র। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের অভিযোগ, কয়েকটি থানার ওসি ৬০০ কোটি টাকার বালি কেলেঙ্কারিতে জড়িত। মানিক ভট্টাচার্য যেমন পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ ও  ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদেরও তেমন অবস্থা হবে। রীতিমতো এই ভাষাতেই সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ। পাগলের প্রলাপ, কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। 

West Bengal News Live Updates: 'আমার দলেও খারাপ মানুষ আছে, তারা শাস্তি পাবে'

আমার দলেও খারাপ মানুষ আছে। তারা শাস্তি পাবে। তা বলে পুরো দলটা খারাপ নয়। বিতর্কিত মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ড

কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ড। দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। একাধিক বাড়িতে জল ঢুকেছে। রাস্তায় কোথাও কোথাও হাঁটু সমান জল। পুরসভার গাফিলতিতে নিকাশি বেহাল হওয়ায় বৃষ্টি হলেই জল জমে, দাবি স্থানীয়দের। ৮ কোটি টাকা ব্যয়ে হাইড্রেন তৈরি করা হলেও, সাধারণ মানুষের সচেতনতার অভাবেই সেখানে আবর্জনা ফেলা হচ্ছে, পাল্টা দায় চাপিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পরিকল্পনার অভাবের জের, তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাকে আক্রমণ বিজেপির।

West Bengal News Live Updates: এসএসসি দুর্নীতির মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ

নিউটাউনের বিভিন্ন অভিজাত আবাসনে রয়েছে প্রসন্নকুমার রায়ের একাধিক ফ্ল্যাট। সিবিআই সূত্রে দাবি। নারকেলডাঙার টালির চালের ঘর থেকে প্রথমে বলাকা আবাসনের যে ফ্ল্যাটে উঠেছিল প্রসন্নর পরিবার, সেই ফ্ল্যাট এখন তালাবন্ধ। কার রেন্টালের ব্যবসা করে টালির চালের ঘর থেকে কীভাবে এই বিপুল সম্পত্তি তৈরি করলেন প্রসন্ন? সেটাই এখন সিবিআইয়ের নজরে।  

WB News Live Updates: দলীয় সভায় বিস্ফোরক উদয়ন গুহ

পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। তাদের নাম জানতে পারলে রাজ্য নেতৃত্বকে জানানো হবে। পঞ্চায়েত ভোটের আগে দলীয় সভায় বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। গতকাল কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটে দলীয় সম্বর্ধনা সভায় যোগ দেন উদয়ন গুহ। সেখানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, বিবেকবান না হলে পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া যাবে না। মেনে চলতে হবে শৃঙ্খলা। পঞ্চায়েত ভোটের আগে মন্ত্রীর এ হেন মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

West Bengal News Live Updates: এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

এবার দলের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে তৃণমূল। 

WB News Live Updates: অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি চক্রের হদিশ পেল পুলিশ

অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি  চক্রের হদিশ পেল পুলিশ ।  উদ্ধার করা হয়েছে সাতটি চুরি যাওয়া মোটরসাইকেল । গ্রেফতার করা হয়েছে চুরি চক্রে এক পাণ্ডাকে ।

West Bengal News Live Updates: প্রাণঘাতী দুর্ঘটনার পর খিদিরপুরের রাস্তায় প্রলেপ

ভয়াবহ পথ দুর্ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলের মৃত্যুর পর খিদিরপুরের বাবুবাজারে অস্থায়ীভাবে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে বড় বড় গর্ত। গতকাল রাতে খিদিরপুরের বাবুবাজারে কাঁটাপুকুর রোডে দুর্ঘটনা ঘটে। খানাখন্দে ভর্তি রাস্তায় উল্টে পড়ে সারের বস্তা বোঝাই লরি। লরির তলায় চাপা পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতেই ছিলেন তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রাম। এসএসকেমে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

WB News Live Updates: SSC দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

SSC দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। উত্তর ২৪ পরগনার অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন মিডলম্যান প্রসন্নকুমার রায়। প্রদীপ সিংয়ের মারফত তা পাঠানো হত SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার কাছে। মিডলম্যানদের জেরায় মিলেছে এই তথ্য, দাবি সিবিআইয়ের।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জেরায় জানা গিয়েছে, গাড়ি ভাড়া নেওয়ার সূত্রেই SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রসন্ন রায় ও তাঁর সংস্থার কর্মী প্রদীপ সিংয়ের। উত্তর ২৪ পরগনা জেলার অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে তা প্রদীপের মারফত শান্তিপ্রসাদ সিন্হার কাছে পাঠাতেন প্রসন্ন। SSC দুর্নীতিকাণ্ডে মেল চালাচালির জন্য ব্যবহার করা হত প্রসন্নর সল্টলেকের কার রেন্টাল অফিসের কম্পিউটার।

West Bengal News Live Updates: নন্দীগ্রামের দাউদপুরের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার

নন্দীগ্রামের দাউদপুরের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। আজ নন্দীগ্রামের দাউদপুরের গোমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। পাশাপাশি তৈরি হয়েছে তৃণমূলের দুটি ক্যাম্প। সেখানে সকাল থেকে জড়ো হন তৃণমূল কর্মীরা।ই নিয়ে উত্তেজনা বাড়ে। পুলিশের লাঠিচার্জ করে বেআইনি জমায়েত হঠায় পুলিশ।

WB News Live Updates: ফের বিস্ফোরক সৌগত রায়

ফের বিস্ফোরক সৌগত রায়। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে একযোগে আক্রমণ। দিলীপ ঘোষকে এইট পাস, ফিটার মিস্ত্রি বলে কটাক্ষ।

West Bengal News Live Updates: কাঁচরাপাড়ায় ফের বোমাবাজির অভিযোগ

সুকান্ত মজুমদার ঘুরে যাওয়ার পরেই কাঁচরাপাড়ায় বিজেপি যুব মোর্চা নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল দুপুরে নদিয়া থেকে ফেরার পথে, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি বিমলেশ তিওয়ারির কাঁচরাপাড়ার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর কয়েকঘণ্টা পর, রাতে বিজেপি যুব মোর্চার নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তৃণমূলই হামলা চালিয়েছে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি. 

WB News Live Updates: খিদিরপুরের বাবুবাজারে অস্থায়ীভাবে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে

ভয়াবহ পথ দুর্ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলের মৃত্যুর পর খিদিরপুরের বাবুবাজারে অস্থায়ীভাবে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে বড় বড় গর্ত। গতকাল রাতে খিদিরপুরের বাবুবাজারে কাঁটাপুকুর রোডে দুর্ঘটনা ঘটে। খানাখন্দে ভর্তি রাস্তায় উল্টে পড়ে সারের বস্তা বোঝাই লরি। লরির তলায় চাপা পড়ে যায় একটি গাড়ি। ওই গাড়িতেই ছিলেন তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রাম। এসএসকেমে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

West Bengal News Live Updates: ফের সৌগত রায়ের মুখে কু-কথা

ফের সৌগত রায়ের মুখে কু-কথা। এবার বিরোধীদের জুতোপেটা করার হুমকি দিলেন তৃণমূল সাংসদ। গতকাল ডানলপে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভায় দমদমের তৃণমূল সাংসদ বলেন, সিপিএম, বিজেপি, কংগ্রেসকে সাংসদ হিসেবে হুঁশিয়ারি দিচ্ছি, নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ এসে জুতোপেটা করলে দুঃখ করবেন না, আপনারা চোর ধরো জেল ভরো বলছেন, চোর আপনাদের বাবারা। বিজেপি নেতাদের বাঁদর বলেও কটাক্ষ করেন সৌগত।তৃণমূল সাংসদের এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে  বিতর্ক। 

WB News Live Updates: দিল্লি থেকে আসা ব্যবসায়ীকে ইডেন গার্ডেন্স এলাকা থেকে অপহরণ

দিল্লি থেকে আসা ব্যবসায়ীকে ইডেন গার্ডেন্স এলাকা থেকে অপহরণ করে মাদুরদহে আটকে রাখার অভিযোগ। অপহরণকারীদের ডেরায় থাকাকালীন কোনওভাবে কলকাতার পুলিশ কমিশনারের ফোন নম্বর জোগাড় করে উদ্ধারের জন্য অনুরোধ জানান অপহৃত ব্যবসায়ী। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ব্যবসায়ীকে উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ। ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়িক বিবাদের জেরেই অপহরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Live Updates: বেহাল রাস্তার জেরেই দুর্ঘটনা, খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কাউন্সিলর-পুত্রের

খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কাউন্সিলর-পুত্রের। গাড়ির ওপর লরি উল্টে পড়ায় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার জেরেই দুর্ঘটনা। খানাখন্দে ভরা রাস্তায় আলোও পর্যাপ্ত নয়।

WB News Live Updates: রানির সাজে দেবী

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মুকুটের আদলে তৈরি হচ্ছে গৌরিবাড়ি সর্বজনীনের দুর্গা প্রতিমার মুকুট। শিল্পী হুগলির প্রিয়াঙ্কা মল্লিক। রানির শাসনকালের ৭০ বছর পূর্তি উত্সবে তাঁরা মুকুট ও পোশাকের ডিজাইন করেছিলেন প্রিয়াঙ্কাই।

West Bengal News Live Updates: উদয়ন-ইঙ্গিতে তরজা

যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পাশাপাশি পাচারে BSF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

WB News Live Updates: অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করলেন বিজেপির দুবরাজপুরের প্রাক্তন মণ্ডল সহ-সভাপতি। এখান থেকেই বোঝা যায়, পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে। কটাক্ষ বিজেপির। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: সিবিআইয়ে ‘অসন্তুষ্ট’ সুকান্ত

ভোট পরবর্তী অশান্তির তদন্তে CBI’এর তৎপরতা আরও দ্রুত হলে খুশি হব। দিলীপ ঘোষের পর এবার CBI’এর তদন্তের অগ্রগতি নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপির হয়ে কাজ না করলেই CBI’এর দোষ। কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বেছে বেছে তদন্ত করছে CBI। মন্তব্য শমীক লাহিড়ির।

WB News Live Updates: নারদা স্টিং অপারেশন নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে বিতর্ক

নারদা স্টিং অপারেশন নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে বিতর্ক। প্রশ্ন উঠছে, নারদ স্টিং অপারেশন প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কি সমর্থন করছেন ফিরহাদ হাকিম? আর গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূল যে কার্যত অস্বস্তিতে, তা স্পষ্ট হয়ে গেছে কুণাল ঘোষের কথা থেকেই।

প্রেক্ষাপট

কলকাতা: আদালতের নির্দেশের প্রায় তিন মাস পর আজ প্রথমবার বালিতে (Bally) নিহত তৃণমূল (TMC) নেতা তপন দত্তের (Tapan Dutta) বাড়িতে গেল CBI। এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে নিহত তৃণমূল নেতার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলেন CBI’এর তদন্তকারী অফিসার। কয়েকদিন আগেই সিবিআই তদন্ত নিয়ে সন্দেহপ্রকাশ করেছিলেন প্রতিমা দত্ত। তবে আজ সহযোগিতা পাওয়ার বিষয়ে আশাপ্রকাশ করেন তিনি।       


এক নজরে অন্যান্য খবরঃ


ভিতরে দলের অনুষ্ঠান চলছে। আর বাইরে তুমুল হাতাহাতিতে জড়ালেন কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল ICCR-এ। যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।                   


যে কোনও সময় ED, CBI আমাকেই হয়ত গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। পাশাপাশি পাচারে BSF-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।                          


দাবি মতো পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় তমলুকের বিবেকানন্দনগরে বিশেষভাবে সক্ষম শিক্ষকের পরিবারকে হেনস্থা, বাড়ি ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ। স্থানীয় ক্লাবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। কড়া বার্তা দিয়েছে পুরসভা।                           


অল্প সময়ে ভারী বৃষ্টিতে ভাসল উত্তর কলকাতার বিভিন্ন এলাকা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয় হাওড় শহরের বিভিন্ন এলাকাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্ভাবাস, রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।                         


স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক মিডলম্যানকে গ্রেফতার করল CBI। টালির চালের বাড়ি থেকে নিউটাউনে ফ্ল্যাট। এসএসসি নিয়োগ-দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রসন্নকুমার রায়ের রহস্যময় উত্থান। বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বে খারিজ জামিনের আর্জি।


ভোট পরবর্তী অশান্তির তদন্তে CBI’এর তৎপরতা আরও দ্রুত হলে খুশি হব। দিলীপ ঘোষের পর এবার CBI’এর তদন্তের অগ্রগতি নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপির হয়ে কাজ না করলেই CBI’এর দোষ। কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বেছে বেছে তদন্ত করছে CBI। মন্তব্য শমীক লাহিড়ির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.