WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত ১,০৮৯; মৃত্যু ১২ জনের
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ৭জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে উদ্বেগ বহাল কলকাতায় (Kolkata)। ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির।
জলপাইগুড়ির রাজগঞ্জে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪ জন। শাকের তরকারি খেয়ে সকলে অসুস্থ হন বলে দাবি আত্মীয়দের। সূত্রের খবর, খাদ্যে বিষক্রিয়ার জেরে মৃত্যু বলে অনুমান চিকিৎসকদের।
করোনা মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে হুগলিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রের স্বাস্থ্য কর্তারা। এদিকে, করোনা সচেতনতায় পথে নামল উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভা।
আসন্ন পুরভোটে (Municipality Vote) পূর্ব মেদিনীপুরের (East Midnapur) তমলুকে যাঁরা বিজেপির (BJP) হয়ে প্রচার করবেন, তাঁদের সামাজিকভাবে বয়কটের ডাক দিলেন শহর তৃণমূল (TMC) সভাপতি। এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। হুমকি বিতর্কে পরে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা (TMC Leader)।
উত্তর ২৪ পরগনার ঘোলায় পুকুর ভরাটের অভিযোগ। পঞ্চায়েত প্রধানের করা অভিযোগের ভিত্তিতে জমির মালিক-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রার্থী ঘোষণার আগেই রামপুরহাটে প্রচারে নেমে পড়ল তৃণমূল। প্রার্থীর নাম ছাড়াই প্রতীক একে শুরু হল দেওয়াল লিখন। যা নিয়ে অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা।
সাহস থাকলে নন্দীগ্রাম ছেড়ে অন্য বিধানসভা আসন থেকে লড়ুন। যে কোনও আসনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি তৈরি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শিলিগুড়ি পুরভোটে ফের ‘গুরু-শিষ্য’ লড়াই। শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঘোষণা। শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পাল। ১১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নান্টু পালের স্ত্রী মঞ্জুশ্রী। আগের পুরবোর্ডে তৃণমূলের কাউন্সিলর ছিলেন সস্ত্রীক নান্টু। শঙ্কর ঘোষকে মুখ করেই শিলিগুড়ির লড়াইয়ে বিজেপি: সূত্র। বিজেপির প্রার্থী তালিকায় প্রায় এক তৃতীয়াংশ মহিলা। ২২ জানুয়ারি ভোট, এখনও ঘোষণা হয়নি তৃণমূলের প্রার্থী
ওমিক্রন উদ্বেগের মধ্যে, ৩ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন। এর মধ্যেই, আরও ২টি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে DCGI। বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।
এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ। পুকুর ভরাটে অভিযুক্তদের ধরতে গিয়ে মিলল আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেফতার ৪। অভিযোগ, ঘোলা থানার বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলকান্দা ইটখোলা এলাকায় চলছিল পুকুর ভরাট। যুব তৃণমূলের খড়দা ব্লকের সভাপতির নেতৃত্বে এই কাজ চলছে বলে অভিযোগ। ঘোলা থানায় অভিযোগ জানান তৃণমূল প্রধান। তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার জমি মালিক-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। নাম না করে পুকুর ভরাটের ঘটনায় দলের একাংশ জড়িত বলে স্বীকার করেছেন তৃণমূল প্রধান। অভিযোগ অস্বীকার যুব তৃণমূল নেতার। তৃণমূলের কোন্দলের জেরেই পুকুর ভরাটের ঘটনা প্রকাশ্যে এসেছে। কটাক্ষ বিজেপির।
আপাতত স্থিতিশীল করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্বর নেই, অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক। ফুসফুসেও তেমন প্রভাব পড়েনি। স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিকে কালই আসতে পারে প্রাক্তন ভারত অধিনায়কের ওমিক্রন রিপোর্ট
আসানসোলের পুরভোটে মনের মত প্রার্থী না দিলে, ঘরে বসে যাব। সারাবছর যারা কাজ করে, তাদের মধ্যে থেকেই প্রার্থী করা হোক। বরাকরে বৈঠকের পরেই বিজেপি কর্মীদের একাংশের হুঁশিয়ারি। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই প্রার্থী করবে। দলের ঊর্ধ্বে কেউ নয়, পাল্টা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক।
করোনা আবহে ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি কলকাতায় পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকবে পুলিশ। বিভিন্ন পয়েন্টে করা হবে চেকিং। নাগরিকদের করোনা বিধি মেনে চলার পরামর্শ কলকাতা পুলিশ কমিশনারের।
কলকাতার পুরভোটে সন্ত্রাসের অভিযোগ থেকে শুরু করে দ্রুত হাওড়া ও অন্যান্য পুরসভায় ভোট করানোর দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। আটক একাধিক বাম নেতা কর্মী সমর্থক। প্রতিবাদে কাল ফের রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক বামেদের। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
তমলুক পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। বিজেপির হয়ে যাঁরা প্রচার করবেন, তাঁদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তমলুকের শহর তৃণমূল সভাপতির ভাইরাল ভিডিওয় হুমকি ঘিরে বিতর্ক। কারা সামাজিকভাবে বয়কট হবে তমলুকের মানুষ বলে দেবে। কটাক্ষ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতির।
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে মৃত্যু হল এক শিশুকন্যার। আহত ১৫ জন বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া মাঠপাড়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায়, বুধবার দুপুরে একটি বেসরকারি যাত্রীবাহী বাস রানাঘাট থেকে কৃষ্ণনগর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুকন্যার। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও রানাঘাট মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দিঘায় কাঁকড়া খেয়ে পরপর ২ পর্যটকের মৃত্যু, অভিযানে খাদ্য দফতর। দিঘার সমুদ্র সৈকতে অভিযানে খাদ্য দফতর। সংগ্রহ করা হল নমুনা।
করোনা আক্রান্ত কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সাধনা বসু। গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন ৪ নম্বর বরোর চেয়ারম্যান। করোনা আক্রান্ত হয়ে বাঙুর হাসপাতালে ভর্তি বরো চেয়ারম্যান।
দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকাও। রাস্তায় বেরিয়ে পড়েছেন পর্যটকরা।
৩ জানুয়ারি কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৬টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন। ৪ জানুয়ারি ১৬ টি বরোর ৫০টি স্কুল থেকে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন
১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে কোভ্যাক্সিন। কলকাতায় ২.৫ লক্ষ ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হবে কোভ্যাক্সিন। ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে বুস্টার ডোজ। খবর কলকাতা পুরসভা সূত্রে
লোন নেওয়ার ২০ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছিল লোনের ২০ লক্ষ টাকা! সাইবার প্রতারণার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। উল্টে ৬ বছর ধরে লোনের পুরো অঙ্কের ওপর সুদ নিয়ে গিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। শেষ পর্যন্ত তথ্যপ্রযুক্তি দফতরের সাইবার ফোরামে মামলা ঠুকে বিচার পেলেন সল্টলেকের ব্যবসায়ী।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন। গঙ্গায় তলিয়ে গেল মন্দির। নদীগর্ভে চলে গিয়েছে কৃষিজমিও। গত কয়েকবছর ধরেই সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন ভয়াবহ চেহারা নিয়েছে। নদীগর্ভে তলিয়ে গিয়েছে বসতভিটে, কৃষিজমি। কয়েকদিন আগে চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে ভাঙন শুরু হয়। এদিন সকালে গঙ্গায় তলিয়ে যায় আস্ত মন্দির। এলাকায় আতঙ্ক।
ওমিক্রন-উদ্বেগের মাঝেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে করোনা আক্রান্ত নবম শ্রেণির তিন পড়ুয়া। অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন। স্কুল সূত্রে খবর, সোমবার এক ছাত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফেরত পাঠানো হয় বাড়িতে। এরপর ওই ক্লাসের সমস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের টেস্ট করানো হয়। গতকাল আরও দুই পড়ুয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই অনির্দিষ্টকালের জন্য স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্যানিটাইজ করা হয় স্কুল চত্বর। >>
কোভিড মোকাবিলার লক্ষ্যে হুগলিতে এল স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। আজ চুঁচুঁড়ায় সিএমওএইচ-সহ সহ জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রকের অফিসাররা। সূত্রের খবর, ওমিক্রন নিয়ে জেলা স্বাস্থ্য দফতরকে সচেতন করা হয়েছে কেন্দ্রের তরফে। সিএমওএইচ জানিয়েছেন, এই মুহুর্তে জেলায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা শূন্য। জেলার আঠারোটি ব্লকের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই কোভিড চিকিৎসার ব্যাবস্থা রয়েছে।
নির্বাচন কমিশনের সামনে বামেদের বিক্ষোভ। পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ। হাওড়ায় দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ। গ্রেফতার বেশ কয়েকজন বাম নেতা-কর্মী
অস্ত্র, গুলি-সহ খুনে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামে অভিযান চালায়। গ্রেফতার করে আব্দুর রহমান হালদার ও মিজানুর রহমান হালদার নামে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’ জন মাসকয়েক আগে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত। খুনের পর থেকেই তারা ফেরার ছিল।
অস্থায়ী গাড়িচালকের মৃত্যুতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। মৃতদেহ নিয়ে বিবাদী বাগে ব্যাঙ্কের সদর দফতরের সামনে বিক্ষোভ মৃতের পরিবারের। মৃতের নাম বাবন সিং। হাওড়ার বাসিন্দা ওই ব্যক্তি ইউকো ব্যাঙ্কের অস্থায়ী গাড়িচালক। পরিবারের দাবি, গতকাল সকালে স্ট্রোক হয় বছর চল্লিশের ওই ব্যক্তির। নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। অভিযোগ, সেখান থেকে এম আর বাঙুর হাসপাতালে রেফার করা হলেও, রাত সাড়ে ৮টা পর্যন্ত এসএসকেএমের অবজার্ভেশন রুমেই কার্যত বিনা চিকিত্সায় পড়েছিলেন ওই গাড়িচালক। পরে তাঁর মৃত্যু হয়।
মা-বাবার ঝগড়ার মধ্যেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলেন ছেলে। এমনই দাবি পরিবারের। পরে এসএসকেএমে নিয়ে গেলে ২৩ বছরের তরুণকে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায়। মৃত তরুণের নাম রবীন দেবনাথ। পরিবারের দাবি, বারদুয়েক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ডিপ্রেশনে ভুগছিলেন রবীন। এবার প্রাইভেটে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিদ্যুতের বিল বাঁচাতে অভিনব উদ্যোগ আলিপুর থানার। মিলল পরিবেশবান্ধব থানার তকমা। থানার ছাদে বসানো হল ১০টি সোলার প্যানেল। থানা সূত্রে খবর, থানা, ব্যারাক মিলিয়ে ৯০টি পাখা ও ১২০টি টিউবলাইট রয়েছে। গ্রীষ্মকালে প্রতি মাসে বিদ্যুতের বিল আসছিল একলক্ষ টাকার ওপর। সরকারি কোষাগারের টাকা বাঁচাতেই থানায় সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়। জানিয়েছেন আলিপুর থানার ওসি
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল সম্পূর্ণ সুস্থ। সকালে ছেড়ে দেওয়া হল রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে। বন দফতর সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে শেখপাড়ার জঙ্গলে খাঁচাবন্দি করে বাঘটিকে নিয়ে যাওয়া হয় বন দফতরের বনি ক্যাম্পে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর দেখা যায়, পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এরপরই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর।
করোনার পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত হয়েছেন আরও চারজন। রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। এই চারজনের মধ্যে ২ জন কলকাতার, বাকি ২ জন দমদম ও হাওড়ার বাসিন্দা। র
বকেয়া কর আদায়ে উদ্যোগী পুরসভা। ক্যামাক স্ট্রিটের হোটেলে অভিযান কর ও মূল্যায়ন বিভাগের আধিকারিকদের।
নির্বাচন কমিশনের সামনে বামেদের বিক্ষোভ। পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ।হাওড়ায় দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ
আটক বেশ কয়েকজন বাম নেতা-কর্মী
গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় যে সমস্ত উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, তার পর্যালোচনা করেন তিনি। এছাড়া, কোভিড পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। মেলার আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের তাঁর আলোচনা হয়। বৈঠক শেষে সাগরতটে কপিল মুনির আশ্রম ও আশেপাশের এলাকায় ঘুরে প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা।
সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, জানালেন মুখ্যমন্ত্রী
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন। গঙ্গায় তলিয়ে গেল মন্দির। নদীগর্ভে চলে গিয়েছে কৃষিজমিও। গত কয়েকবছর ধরেই সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন ভয়াবহ চেহারা নিয়েছে। নদীগর্ভে তলিয়ে গিয়েছে বসতভিটে, কৃষিজমি। কয়েকদিন আগে চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে ভাঙন শুরু হয়। এদিন সকালে গঙ্গায় তলিয়ে যায় আস্ত মন্দির। এলাকায় আতঙ্ক।
রাজ্যপাল হোয়াটসঅ্যাপ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর নিন্দা করে প্রায়ই পাঠাচ্ছেন মেসেজ। রাজ্যপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। আমি জবাব দিচ্ছি না, দিলেই প্রকাশ করে দেবেন, আমি প্রভাবিত হব না। বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ধূর্ত রাজনীতিবিদের মতো কাজ করছেন। ২২ তারিখ বললেন, হাওড়ার সমস্যা মিটে গেছে। পরেরদিন বললেন, সই করেননি। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ সৌগত রায়ের। রাজ্যপালের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা-সহ হাজারখানেক নেতা-কর্মী। গতকাল বানারহাটের বিন্নাগুড়িতে মন্ত্রী বুলু চিক বরাইকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন বিজেপির ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উমেশ যাদব-সহ ৩০০টি বিজেপি সমর্থক পরিবার।
প্রার্থীর নাম ঘোষণার আগেই সোশাল মিডিয়ায় প্রচার। আসানসোলে সোশাল মিডিয়ায় প্রচার তৃণমূল সমর্থকদের।বিতর্ক শুরু হতেই মুছে ফেলা হয় পোস্ট
পোস্টের সঙ্গে সম্পর্ক নেই, দাবি শাসকদলের দুই নেতার।দলীয় শৃঙ্খলা বলে কিছু নেই, কটাক্ষ বিজেপির।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি
অস্ত্র, গুলি-সহ খুনে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামে অভিযান চালায়। গ্রেফতার করে আব্দুর রহমান হালদার ও মিজানুর রহমান হালদার নামে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ১টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’ জন মাসকয়েক আগে জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত। খুনের পর থেকেই তারা ফেরার ছিল।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারাইপুর থানার রামনগর এলাকায়। নিহতের নাম শিবানী মন্ডল (২৫) ও মুর্শিদা ঢালী( ৩২)। রাম নগর এলাকার বাসিন্দা তাঁরা।
আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায়, বঙ্গোপসাগরে আটক বাংলাদেশি ট্রলার। গ্রেফতার ১৫ জন বাংলাদেশি মত্স্যজীবী। পুলিশ সূত্রে খবর, গতকাল বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে দুটি বাংলাদেশি ট্রলার। তাড়া করে ট্রলারদুটিকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ১৫ জন বাংলাদেশি মত্স্যজীবীকে গ্রেফতার করে। ধৃত মত্স্যজীবীরা বাংলাদেশের পটুয়াখালি জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে।
ফের অস্বস্তিতে বিজেপি। বনগাঁর পর এবার বারাসাত সাংগঠনিক জেলা ।হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন সংগঠনের সহ-সভাপতি ও আহ্বায়ক ।‘নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে না, তাই ক্ষোভের বহিঃপ্রকাশ’।প্রতিক্রিয়া বিজেপির জেলা সহ-সভাপতি শংকর দাসের
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, নতুন করে জ্বর আসেনি। তবে সর্দি রয়েছে। রয়েছে শরীরে অস্বস্তিও। বিসিসিআই সভাপতিকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। কাল সন্ধের পর ওমিক্রন-রিপোর্ট আসার সম্ভাবনা।
পুরভোটের আগে খড়গপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্বর্ধনা সভায় বেলাগাম মদন মিত্র। শুভেন্দু অধিকারীকে চোর ও দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। শুভেন্দু মমতাকে হারিয়েছেন। সেই দুঃখে উল্টোপাল্টা বলছেন। উনি বাংলার জন্য ভাল কমেডিয়ান। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
মা-বাবার ঝগড়ার মধ্যেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলেন ছেলে। এমনই দাবি পরিবারের। পরে এসএসকেএমে নিয়ে গেলে ২৩ বছরের তরুণকে মৃত বলে ঘোষণা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্ক এলাকায়।
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল সম্পূর্ণ সুস্থ। সকালে ছেড়ে দেওয়া হল রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে।
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট।
বর্ষশেষে উধাও শীত। এরই মধ্যে বৃষ্টির ভ্রুকুটি। আজ কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ।
ভোটপরবর্তী হিংসার তদন্তে ফের নতুন FIR দায়ের করল সিবিআই। এবার হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগের তদন্তও করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন তারা।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের পাঞ্জাবিমোড়ে একটি টায়ার দোকানে ডাকাতি। অভিযোগ, গতকাল বিকেলে অস্ত্র নিয়ে তিন দুষ্কৃতী দোকানে ঢুকে লক্ষাধিক টাকা লুঠ করে পালায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা পুরভোটে যা হয়েছে, এখানে তা হবে না। তৃণমূল আমাদের মারলে, পাল্টা মার হবে। আসানসোলে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাল্টা গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল।
প্রেক্ষাপট
কলকাতা: এবার ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্পেই মিলতে পারে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)। জানুয়ারি থেকেই শুরুর পরিকল্পনা। প্রস্তুতিতে ডিএম-সিএমওএইচদের নির্দেশ।রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্ত ৭৫২, ৭জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে উদ্বেগ বহাল কলকাতায় (Kolkata)। ১ জানুয়ারি বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির।
করোনা আক্রান্ত সৌরভ। দেওয়া হল ককটেল অ্যান্টিবডি ডোজ। অবস্থা স্থিতিশীল। ওমিক্রনের জন্য নমুনা গেল জিনোম সিকোয়েন্সিংয়ে। রাতে হাসপাতালেই ছিলেন সৌরভ। ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। খবর নিল পিএমও। মেসেজ করেন অমিতাভ বচ্চন।
কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ। ডেপুটি অতীন। চেয়ারপার্সন মালা রায়। পুরসভায় দালাল-রাজ বন্ধে অনলাইন পরিষেবার পথে হাঁটছেন ফিরহাদ। শুরু হচ্ছে শো ইওর মেয়র। দ্বিতীয়বারের জন্য মেয়র পদে বসেই কলকাতার জমা জলের সমস্যা মেটাতে নজর ফিরহাদের।
সিদ্ধান্ত বদলে শিলিগুড়ি পুরভোটে লড়ছেন অশোক। বামেদের সঙ্গে জোটে আপত্তি নেই কংগ্রেসের। বিজেপির মদতে জেতার ইচ্ছে, খোঁচা তৃণমূলের।
২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল কমিশন। দলের ঘোষণার আগেই নির্দল হিসেবে আসানসোলে পরপর প্রার্থীর মনোনয়ন।
এক মাসে দ্বিতীয়বার। ফের গোয়া গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সফর ঘিরে জল্পনা।
৩দিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী। পুজো দিলেন কপিলমুনির মন্দিরে । বঞ্চনার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ।
৬দিনের লড়াই শেষ। ২টি ঘুমপাড়ানি গুলিতে অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি রয়্যাল বেঙ্গল। পায়ে চোটের অনুমান। সুস্থ থাকলে ছাড়া হবে জঙ্গলে।
মোহনবাগানের পর ইস্টবেঙ্গল। আইএসএলে ব্যর্থতার পরেই অপসারিত ম্যানুয়েল দিয়াজ। লাল-হলুদের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংহ।
ক্যানসারের সঙ্গে লড়াই করেও বিরতিহীন সাংবাদিকতা। অবশেষে থামল পথচলা। প্রয়াত আমাদের বীরভূমের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। শোকস্তব্ধ এবিপি আনন্দ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -