West Bengal News Live: ‘বান্ধবীর নামে ফ্ল্যাট কিনব, মানা যায় না’ বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 30 Aug 2022 07:31 AM
West Bengal News Update : ‘বান্ধবীর নামে ফ্ল্যাট কিনব, মানা যায় না’ বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার

' রাজনীতির কায়দা আমি বুঝি না। আমার আবেদন থাকবে, যারা ধরা পড়ছে, যারা ধরা পড়তে পারে , যারা দুর্নীতিগ্রস্ত, তাদের চিহ্নিত করতে হবে। একুশের সময় বলেছিলেন, কাটমানির কথা। অনেকে ফেরত দিয়েছে। আমাদের সেই নীতি মানতেই হবে। রাজনীতির নামে টাকা বানাবো। বান্ধবীর নামে ফ্ল্যাট কিনবো, মানা যায় না। ', বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার

West Bengal News Update : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল আংশিক মেঘলা আকাশ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

WB News Live Updates: দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কাউন্সিলরর ছেলের, বাড়িতে গেলেন মমতা

খিদিরপুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কাউন্সিলরর ছেলের। আজ মৃতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনায় এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। শোকজ করা হয়েছে, এক সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে।

West Bengal News Live: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে জামিন মূল অভিযুক্তের, বিক্ষোভে উত্তাল এলাকা

তৃণমূল কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, প্রতিবাদে বিক্ষোভ। অনুপম দত্ত খুনে অভিযুক্ত বাপি পণ্ডিত জামিন পাওয়ায় বিক্ষোভ। আগরপাড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিটি রোড অবরোধ।


WB News Live Updates: তালা বন্ধ বাড়ি থেকে উদ্ধার বোমা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে প্রচুর বোমার হদিশ। তালা বন্ধ বাড়ি থেকে ১৪টি বোমার হদিশ। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে মন্ত্রীর হুমকি

'রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমাদের রক্ত দেব না। প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বিজেপি নেতাদের এ কথা মাথায় রাখতে হবে।' পঞ্চায়েত ভোটের আগে এই ভাষাতেই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাল্টা, জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: স্থান পরিবর্তন করা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাসবিহারী শাখার

স্থান পরিবর্তন করা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাসবিহারী শাখার। নতুন ঠিকানা, লেক মার্কেটের কাছে চারুচন্দ্র কলেজের উল্টোদিকে। আগে লিফ্ট না থাকায় সমস্যায় পড়তেন প্রবীণ নাগরিকরা। এবার সেই সমস্যা থেকে মিলবে রেহাই। 

West Bengal News Live: শ্যামনগরে ট্রেনযাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের বচসা, হাতাহাতি

শ্যামনগরে ট্রেনযাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের বচসা, হাতাহাতি। প্রতিবাদে রেললাইন অবরোধ করেন নিত্যযাত্রীরা। তৃণমূলের অভিযোগ, নেপথ্যে রয়েছে বিজেপির ষড়যন্ত্র। মানতে নারাজ গেরুয়া শিবির।

WB News Live Updates: অনব্রত মণ্ডলের খাসতালুকেই দুই তৃণমূল নেতাদের বিরুদ্ধে পড়ল পোস্টার

অনব্রত মণ্ডলের খাসতালুকেই দুই তৃণমূল নেতাদের বিরুদ্ধে পড়ল পোস্টার। তুলে ধরা হয়েছে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ও অঞ্চল সভাপতির জমি-বাড়ির হিসেব। পোস্টার পড়েছে তৃণমূলের পার্টি অফিসেও। বিভাগীয় তদন্ত হবে। আশ্বাস তৃণমূল নেতৃত্বের

West Bengal News Live: তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে হুগলির সিঙ্গুরে দুই বিজেপি নেতার নেতৃত্বে আলাদা মিছিল। প্রকাশ্যে গেরুয়া শিবিরে বিভাজনের ছবি। গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

WB News Live Updates: এজেন্সি নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে

নিয়োগ-দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই, ইডি। গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল। এই প্রেক্ষাপটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, এজেন্সি নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এনিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপি-ও।

West Bengal News Live: এসএসসি দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের ফের সিবিআই হেফাজত

এসএসসি দুর্নীতিকাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়ের ফের সিবিআই হেফাজত। ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রসন্নর ফের সিবিআই হেফাজত। ‘বস প্রসন্নর নির্দেশেই কাজ করতেন, জেরায় জানিয়েছেন প্রদীপ। প্রসন্নর বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে শিক্ষক নিয়োগের নথি। এসএসসি দুর্নীতিকাণ্ডে অনেক প্রভাবশালী জড়িত, খুঁজে বের করতে হবে। লেনদেন সংক্রান্ত তথ্য জানতেও জেরা প্রয়োজন’। আদালতে সওয়াল সিবিআইয়ের।


 

WB News Live Updates: নিউটাউন থেকে ডুয়ার্স, দিঘা, হাওড়াতেও সম্পত্তি ছড়িয়ে প্রসন্নর

নিউটাউন থেকে ডুয়ার্স, দিঘা, হাওড়াতেও সম্পত্তি ছড়িয়ে প্রসন্নর! ডুয়ার্স থেকে দিঘা-একের পর এক রিসর্ট-হোটেলের মালিক মিডলম্যান প্রসন্ন!
রিসর্ট থেকে চা বাগান-কত সম্পত্তির মালিক মিডলম্যান প্রসন্ন রায়? কীভাবে নারকেলডাঙার টালির চালের ভাড়া ঘর থেকে বিপুল সাম্রাজ্য?m চা বাগান-হোটেল ছাড়াও একাধিক কোম্পানির ডিরেক্টর প্রসন্ন ও তাঁর স্ত্রী? নিউটাউনের কেকেআর মিলি ভূমি এলএলপির মালিকও মিডলম্যান প্রসন্ন? ‘ডুয়ার্সের বামনডাঙা, সামসিং-প্রসন্নর ভাই জয়ন্তর নামে ২টি চা বাগান!’ ২০১৯-এ পুজোর আগে ২টি চা বাগান প্রসন্নর ভাইয়ের নামে হস্তান্তর: সূত্র

West Bengal News Live: উত্তর ২৪ পরগনার টিটাগড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য। পুজোর আগে তোলা চেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। দোকান ভাঙচুর।ঘটনায় টিটাগড় থানার পুলিশ একজনকে আটক করেছে। বিটি রোডের কাছে দুষ্কৃতী হামলায় আতঙ্কিত ব্যবসায়ীরা। >>

WB News Live Updates: স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠায় নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর

West Bengal News Live: উদ্বোধন হওয়ার ৫ মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হল বাস শ্রমিক সংগঠনের এই পার্টি অফিস

উদ্বোধন হওয়ার ৫ মাসের মধ্যে আচমকাই বন্ধ করে দেওয়া হল, বীরভূমের ইলামবাজারে তৃণমূল সমর্থিত বাস শ্রমিক সংগঠনের এই পার্টি অফিস। রাতারাতি খুলে ফেলা হয় অফিসের হোর্ডিং, নেমপ্লেট। দেওয়ালে নামের ওপর পড়েছে রঙের প্রলেপ।

WB News Live Updates: হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং-এর এবারের ভাবনা পুনরাবৃত

বাতাসে পুজোর গন্ধ। একের অপরকে টেক্কা দিতে জোরকদমে প্রস্তুতি চলছে বিভিন্ন পুজো মণ্ডপে। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং-এর এবারের ভাবনা পুনরাবৃত। মণ্ডপ সাজাচ্ছেন শিল্পী বিমল সামন্ত। আর কী চমক রয়েছে? বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। 

West Bengal News Live: মালদার মানিকচকের ভূতনির চরে ফের ভাঙন-আতঙ্ক

মালদার মানিকচকের ভূতনির চরে ফের ভাঙন-আতঙ্ক। গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে কৃষি জমি। গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা। সেচ দফতরের কাজ নিয়ে অসন্তোষ গ্রামবাসীদের। ভাঙন-রোধে পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

WB News Live Updates: মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বক্তব্যের বিরোধিতা করে মিমি, নুসরতের পাশে থাকার বার্তা রুদ্রনীল ঘোষের

মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বক্তব্যের বিরোধিতা করে মিমি, নুসরতের পাশে থাকার বার্তা রুদ্রনীল ঘোষের। বিজেপি নেতার মন্তব্য, কিছু মানুষ দু’ হাত দিয়ে লুটেপুটে খেয়েছে। এখন সাংস্কৃতিক জগতের মানুষদের শুধু দাগিয়ে দেওয়া ঠিক হবে না।মিমি, নুসরতের সমর্থনে মন্তব্য রুদ্রনীলের। 

West Bengal News Live: হাইকোর্টে পুজোর অনুদান মামলা, হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য

হাইকোর্টে পুজোর অনুদান মামলা, হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য। শুধু ঘোষণা হয়েছে, এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই এটা মামলা করার সঠিক সময় নয়। আদালতে সওয়াল রাজ্যের। হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য। রাজ্যের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। 
৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হলফনামা দেবে রাজ্য। পুজো অনুদান মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর। 

WB News Live Updates: বীরভূমের দুবরাজপুরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে পোস্টার ঘিরে চাঞ্চল্য

গরুপাচার মামলায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীনই এবার বীরভূমের দুবরাজপুরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে পোস্টার ঘিরে চাঞ্চল্য। যশপুরের তৃণমূল অঞ্চল সভাপতি শেখ কাঞ্চন ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা পরিমল সৌয়ের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকা ও নিজেদের সম্পত্তি বাড়ানোর অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লাগানো হয়েছে পোস্টার। পোস্টারে দুই তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান লেখা রয়েছে। অঞ্চল সভাপতিকে পাওয়া না গেলেও, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ভূমি কর্মাধ্যক্ষ। সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরছেন তৃণমূল নেতারা, কটাক্ষ বিজেপির। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা, পাল্টা দাবি তৃণমূলের। 

West Bengal News Live: আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, শাবকের জন্ম দিল মা জেব্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য। শাবকের জন্ম দিল মা জেব্রা দ্যুতি। মা-ছেলে সুস্থ আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

WB News Live Updates: বিজেপি করায় হেনস্থার অভিযোগ তুলে ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক

বিজেপি করায় হেনস্থার অভিযোগ তুলে ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক। হুগলির চুঁচুড়ার ঘটনা। ব্যান্ডেলের কেওটার বাসিন্দা অভিষেক চৌধুরী আজ ভোর ৪টে নাগাদ ফেসবুক লাইভে দাবি করেন, বিজেপি করায় তাঁকে হেনস্থা করা হচ্ছে। বিজেপির মিছিলে যোগ দেওয়ায় স্থানীয় ক্লাবের এক সদস্য তাঁকে সপরিবারে খুনের হুমকি দেন বলে ওই যুবক অভিযোগ করেন। তাঁর মুখে শোনা যায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের প্রশংসা। এরপর ফেসবুক লাইভেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। অভিযুক্ত ক্লাব সদস্য মুখ খুলতে চাননি। বিজেপির দাবি, তাদের দল করায় ওই যুবককে মানসিক নির্যাতন করা হচ্ছিল। বিষয়টি জানা নেই, মৃতের পরিবারের পাশে আছি, বার্তা তৃণমূল বিধায়কের। 

West Bengal News Live: তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পঞ্চায়েত ভোটে তৃণমূলকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলা দিলেন বিজেপি সাংসদ। বিজেপি কি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে আছে? প্রশ্ন সিপিএমের। রাম-বাম এক, তা প্রমাণ করলেন সৌমিত্র খাঁ, কটাক্ষ তৃণমূলের।

WB News Live Updates: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলেজের গেটে পতাকা তুললেন অধ্যক্ষা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলেজের গেটে পতাকা তুললেন অধ্যক্ষা। বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন স্বয়ং বিধায়ক। অধ্যক্ষার সমালোচনায় সরব বিজেপি। অনুচিত কাজ, প্রতিক্রিয়া তৃণমূলের।

West Bengal News Live: মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার অভিষেকের

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের আগে বিজেপি, সিপিএম, কংগ্রেস টিএমসিপি-র সঙ্গে লড়াই করুক। দশ-শূন্য গোলে হারবে বিরোধীরা’
মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার অভিষেকের

WB News Live Updates: ‘হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘টিএমসি দেশের মধ্যে সবথেকে আদর্শবান দল। দিল্লির লড়াই আমার শেষ লড়াই। ‘২০২৪-এ দিল্লি থেকে বিজেপিকে হঠাব। হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live: শ্যামনগরে ট্রেনযাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের বচসা, হাতাহাতি

মেয়ো রোডের সমাবেশে আসার পথে, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ট্রেনযাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের বচসা, হাতাহাতি। প্রতিবাদে রেললাইন অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, কলকাতায় আসার পথে, তৃণমূল সমর্থকরা ট্রেনের কামরার দরজা বন্ধ করে দেওয়ায়. শ্যামনগর স্টেশনে ট্রেনে উঠতে পারেননি। এই নিয়ে দু’ পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। প্রতিবাদে মিনিট কুড়ি রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। এই ঘটনায় কয়েকজন টিএমসিপি সমর্থককে আটক করেছে আরপিএফ।

WB News Live Updates: ‘রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব', হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর

‘রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। শুধু আমাদের রক্ত দেব না। প্রয়োজনে অন্যের রক্তও ঝরবে। বিজেপির নেতাদের একথা মাথায় রাখতে হবে। রক্ত গেলে দু’পক্ষের রক্তই যাবে। ‘কারণ আমরা কেউ চুড়ি পরে বসে নেই। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।

West Bengal News Live: আজ বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির

আজ বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির রোডম্যাপ তৈরি হবে এই শিবিরে। খোঁজা হবে নেতাদের মতবিরোধ মেটানোর উপায়ও। মানুষের মনে থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপির চিন্তন শিবিরকে কটাক্ষ করে দাবি তৃণমূলের।

WB News Live Updates: তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ

তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সিপিএমকে পাশে চাইলেন বিজেপি সাংসদ। সুকান্ত মজুমদারের পর এবার বার্তা সৌমিত্র খাঁর। ‘কারাত, ইয়েচুরিদের ভুলে বাংলায় শূন্য হয়েছে সিপিএম’, মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে জনপ্রতিরোধ গড়ে তোলার ডাক। একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা সৌমিত্র খাঁর। 

West Bengal News Live: এবার টিটাগড়ে তোলাবাজদের দৌরাত্ম্য, টাকা না দেওয়ায় দোকান ভাঙচুর, হামলা

এবার টিটাগড়ে তোলাবাজদের দৌরাত্ম্য। ব্যরাকপুর কমিশনারেট এলাকায় তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায় দোকান ভাঙচুর, হামলা। দোকান মালিকদের রড দিয়ে মারধরের অভিযোগ। মত্ত অবস্থায় হামলার অভিযোগ।

WB News Live Updates: জাতীয় পতাকা-বিতর্কে এবার জয় শা-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পাক-বধের সেলিব্রেশনে জাতীয় পতাকা-বিতর্কে এবার জয় শা-কে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, উড়নচণ্ডী রাজপুত্র জানেন না জাতীয় গৌরব কাকে বলে। এরপর সরাসরি জয় শা-কে সম্বোধন করে অভিষেক লেখেন, জাতীয় পতাকা প্রত্যাখ্যান করা শাসকের ভণ্ডামি। ওরা নাটক ভালবাসে, মূল্যবোধকে নয়। ভাঁওতাবাজিতে দক্ষ, কিন্তু দেশপ্রেমের অভাব। ট্যুইটে জয় শা-কে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live: জাতীয় সড়কে চলন্ত লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের, মৃত্যু দুই খালাসির

জাতীয় সড়কে চলন্ত লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের। মৃত্যু হল ম্যাটাডোরের দুই খালাসির। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ হাওড়ার ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ডানকুনিগামী পণ্যবোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরির পিছনে ধাক্কা মারে। ম্যাটাডোরের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ভিতরে আটকে পড়েন চালক ও দুই খালাসি। পরে গ্যাস কাটারের সাহায্যে দুই খালাসির মৃতদেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ম্যাটাডোরের চালক। লরি চালক পলাতক। 

WB News Live Updates: নবদ্বীপে সৎ বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

নদিয়ার নবদ্বীপে সৎ বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন মা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ ভোরে ঘটনাটি ঘটেছে নবদ্বীপের মালঞ্চপাড়ায়। মৃতের নাম ইন্দ্র দেবনাথ। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Live: এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে

এবার ২১ জুলাইয়ের সমাবেশের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল জেলে থাকায় দুর্নীতি-বিদ্ধ তৃণমূল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে আজ কী বার্তা দেন মমতা-অভিষেক, সেদিকেই সবার নজর থাকবে। 

WB News Live Updates: আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ

আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। ২১ জুলাইয়ের পর সবথেকে বড় এই সমাবেশে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির জন্য ২ বছর পর টিএমসিপি-র প্রকাশ্য সমাবেশ। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি ও কংগ্রেসে ভাঙন

পঞ্চায়েত ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুরে বিজেপি ও কংগ্রেসে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির ১৫ নম্বর মণ্ডলের সম্পাদক দীপক কর্মকার-সহ ৫০ জন কর্মী। শাসকদলে নাম লিখিয়েছেন শতাধিক কংগ্রেস কর্মীও। 

WB News Live Updates: মালদার মানিকচকের ভূতনির চরে ফের গঙ্গায় ভাঙন

তলিয়ে গিয়েছে নদী তীরবর্তী কৃষি জমি, বড় বড় গাছ। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। বিস্তীর্ণ এলাকা গঙ্গাগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ভাঙন রুখতে কী পদক্ষেপ, তা নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: মালদার মানিকচকের ভূতনির চরে ফের গঙ্গায় ভাঙন

মালদার মানিকচকের ভূতনির চরে ফের গঙ্গায় ভাঙন। গতকাল বিকেল থেকে কেশোরপুর কালুটনটোলা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গিয়েছে নদী তীরবর্তী কৃষি জমি, বড় বড় গাছ। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। 

WB News Live Updates: আজ বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির

আজ বৈদিক ভিলেজে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির তিন দিনের চিন্তন শিবির। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের প্রস্তুতির রোডম্যাপ তৈরি হবে এই শিবিরে। খোঁজা হবে নেতাদের মতবিরোধ মেটানোর উপায়ও। মানুষের মনে থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপির চিন্তন শিবিরকে কটাক্ষ করে দাবি তৃণমূলের।

West Bengal News Live: আজ মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশ

আজ মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। থাকবেন মমতা-অভিষেক। সভাস্থল পরিদর্শন অভিষেকের। জেলে পার্থ-অনুব্রত, কী বার্তা মমতা-অভিষেকের ? জল্পনা রাজনৈতিক মহলে।

প্রেক্ষাপট

আজ মেয়ো রোডে টিএমসিপির (TMC) প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভাস্থল পরিদর্শন অভিষেকের। জেলে পার্থ-অনুব্রত, কী বার্তা মমতা-অভিষেকের? জল্পনা রাজনৈতিক মহলে।


আজ বৈদিক ভিলেজে বঙ্গ বিজেপির (BJP) চিন্তন শিবিরে দিল্লির নেতারা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) রোডম্যাপ নিয়ে আলোচনার সম্ভাবনা। বাংলার নেতাদের ওপর ভরসা নেই, কটাক্ষ তৃণমূলের।


এসএসসি দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ। নিউটাউনে বিভিন্ন আবাসনে ফ্ল্যাট, হোটেল, রিসর্ট। টালির চালের ধর থেকে কীভাবে বিপুল সম্পত্তি ? তদন্তে সিবিআই।


উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করত প্রসন্ন। প্রদীপ মারফত যেত এসএসসির প্রাক্তন উপদেষ্টার কাছে। প্রদীপকে সামনে রেখে লেনদেন চালাতেন প্রসন্ন। দাবি সিবিআই সূত্রে।


জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। চোর ডাকাতরা পার্টির সম্পদ। বোঝাতে চাইলেও বুঝছেন না অভিষেক। বিস্ফোরক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।


শ্রীকান্তর মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীকে শোকজ। দলের সিদ্ধান্ত মেনে নেওয়া রীতি। প্রতিক্রিয়া কুণালের। যা বলার দল বলবে, জানালেন সায়ন্তিকা।


এবার বিরোধীদের জুতোপেটার হুমকি সৌগত রায়ের।


পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। দলীয় সভায় বিস্ফোরক উদয়ন।


ডুরান্ড ডার্বি সবুজ মেরুনের। ইস্টবেঙ্গলের সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় বাগানের। ম্যাচে আগাগোড়া দাপট সবুজ মেরুনের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.