West Bengal News Live : একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 29 Dec 2022 11:30 PM
WB News Live Updates: পদযাত্রায় ফিরবে হাল?

সাগর থেকে পাহাড় কর্মসূচির দ্বিতীয় দিনে কাকদ্বীপে পৌঁছল প্রদেশ কংগ্রেসের পদযাত্রা। অধীর চৌধুরীর নেতৃত্বে এদিন পাথরপ্রতিমা থেকে প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করেন কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচি থেকে ফের বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অধীর। তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

West Bengal News Live Updates: আসছেন মোদি, নজরে নিরাপত্তা

আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন চত্বর। বন্ধ ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের যাত্রাপথ।

WB News Live Updates: বিপুল-বিস্ফোরক উদ্ধার

লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার হয়েছে ৪০ কেজি আর্সেনিক সালফাইড। এই বিপুল পরিমাণ বিস্ফোরক সমেত ২ যুবককে গ্রেফতার করেছে STF। কোথায় নিয়ে য়াওয়া হচ্ছিল এই বিস্ফোরক? কীকারণে নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখছে এসটিএফ। 

West Bengal News Live Updates: আবাস তালিকায় নাম বাদ, ফরাক্কায় পঞ্চায়েত প্রধানকে কার্যত ঘাড় ধাক্কা

আবাস তালিকায় নাম বাদ, ফরাক্কায় পঞ্চায়েত প্রধানকে কার্যত ঘাড় ধাক্কা। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে নিগ্রহ। বেওয়া ২ গ্রাম পঞ্চায়েত প্রধানকে বাড়ি থেকে টানতে টানতে গ্রামে নিয়ে গেল স্থানীয় বাসিন্দারা। 'তালিকায় নাম থাকলেও কেন কেটে দেওয়া হয়েছে ?' পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের

WB News Live Updates: একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ

একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। শহরের বেশিরভাগ বড় রাস্তাতেই ভারী যান চলাচল বন্ধ থাকবে । হাওড়া ব্রিজের পরিবর্তে দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহারের পরামর্শ সাধারণ যাত্রীদের । হাওড়া ব্রিজের পরিবর্তে ভারী যান চলাচল করবে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে । কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। স্ট্র্যান্ড রোডে হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচলে নিষেধ। পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। বেন্টিঙ্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি বা এজেসি বোস রোড থেকে এপিসি রোড হয়ে যাবে ভারী গাড়ি। সাধারণ যাত্রীদেরও বিকল্প পথ ব্যবহারের পরামর্শ পুলিশের

West Bengal News Live Updates: বড়দিনের একটি অনুষ্ঠানে সজল-কুণাল সাক্ষাৎ

ঘরোয়া অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি নেতা সজল ঘোষের সাক্ষাৎ ঘিরে বিতর্ক চরমে। বড়দিনের একটি অনুষ্ঠানে সজল-কুণাল সাক্ষাৎ। বিজেপির উত্তর কলকাতার প্রাক্তন জেলা সভাপতি শিবাজি সিংহ রায়ের অনুষ্ঠানে দুজনের দেখা। দুজনকেই আমন্ত্রণ জানান শিবাজি, অনুষ্ঠানে দুজনের দেখা হওয়া ও কথাবার্তা ঘিরে বিতর্ক

WB News Live Updates: বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় সরব অভিনেতা ঋদ্ধি সেন

বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় সরব অভিনেতা ঋদ্ধি সেন। 'শিল্পীরা এগিয়ে আসুক, দেখা যাক, কতজনের গায়ে হাত তুলবে তৃণমূলের লুম্পেন গুন্ডা বাহিনী', ফেসবুকে প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের। 'নাট্য উৎসবকে বুড়ো আঙুল দেখিয়ে এরা দেখিয়ে দিল মানুষের থেকে কেকের মূল্য বেশি। সদ্য গজিয়ে ওঠে উৎসবের ভিড়ে আরেকটা উৎসব জুড়ে দেওয়া হোক, গণ ধোলাইয়ের উৎসব। এই গায়ে হাত তোলা আমাদের সকলের গায়ে হাত তোলা', ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ অভিনেতা ঋদ্ধি সেনের

West Bengal News Live Updates: সমবায় নির্বাচনেও গুলি চলার অভিযোগ উঠল

এবার সমবায় নির্বাচনেও গুলি চলার অভিযোগ উঠল। মুর্শিদাবাদের নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতির ভোট শুরুর আগেই 'গুলি'। পাটিকাবাড়ি হাইস্কুলের সামনে তুমুল উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। নওদার চাঁদপুর সমবায় সমিতিতে মোট ৯টি আসন। ১৯ জন প্রার্থী ও ৯৮১ জন ভোটার রয়েছেন

WB News Live Updates: হলদিয়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে অশান্তি

হলদিয়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে অশান্তি । আবাস-দুর্নীতির অভিযোগে উত্তেজনা। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির । 

West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি

নিয়োগ দুর্নীতির মধ্যেই বন্ধ শিক্ষকদের স্কুলে বদলি। ৩০ জুন পর্যন্ত বদলি শিক্ষকদের বদলি প্রক্রিয়া । বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

WB News Live Updates: জেলা পরিষদের বৈঠকে মন্ত্রীর উপস্থিতি নিয়ে সরব বিধায়ক

জেলা পরিষদের বৈঠকে মন্ত্রীর উপস্থিতি নিয়ে সরব বিধায়ক। জেলা পরিষদের সাধারণ সভায় খাদ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন বিধায়ক নারায়ণ গোস্বামীর। জেলা পরিষদের সাধারণ সভায় হাজির হন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কীভাবে জেলা পরিষদের টাকা অশোকনগরের পুর এলাকায় খরচা হল, তা নিয়ে প্রশ্নও তোলেন খাদ্যমন্ত্রী। জেলা পরিষদের সভায় খাদ্যমন্ত্রী আইনত থাকতে পারেন না, অভিযোগ নারায়ণ গোস্বামীর। নিমন্ত্রণ পেয়েছি বলেই এসেছি, মন্তব্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকট, কটাক্ষ বিজেপির

West Bengal News Live Updates: 'পাহাড়ে যে ক্ষমতায় এসেছে, সেই দুর্নীতি করেছে'

'পাহাড়ে যে ক্ষমতায় এসেছে, সেই দুর্নীতি করেছে', কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করুক, তৃণমূল ছেড়েই বিস্ফোরক বিনয় তামাঙ্গ। 

WB News Live Updates: মহিলার আপত্তিকর ছবি ভিডিও করার প্রতিবাদ করায় মহিলাকে বেধড়ক মারধর

মহিলার আপত্তিকর ছবি ভিডিও করার প্রতিবাদ করায় মহিলাকে বেধড়ক মারধর। উলুবেড়িয়ার গঙ্গারামপুরে প্রকাশ্যে চ্যালা কাঠ দিয়ে মহিলাকে মারধর। থানায় অভিযোগ করতে যাওয়ার সময় মহিলাকে বাধা দেয় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি মহিলা। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

West Bengal News Live Updates: প্রধানমন্ত্রীর যাত্রাপথ স্ট্র্যান্ড রোডের পাশে ঢেকে দেওয়া হয়েছে নীল-সাদা রঙের কাপড়ে

কাল কলকাতায় আসছেন মোদি। প্রধানমন্ত্রীর যাত্রাপথ স্ট্র্যান্ড রোডের পাশে ঢেকে দেওয়া হয়েছে নীল-সাদা রঙের কাপড়ে। বিরোধীদের অভিযোগ, ঝুপড়ি ঢাকতেই পর্দা দিচ্ছে তৃণমূল সরকার। পাল্টা পুরমন্ত্রীর দাবি, ওই এলাকা বন্দর কর্তৃপক্ষের। পোর্টের লজ্জা নিবারণ করছেন রাজ্য সরকার।

WB News Live Updates: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে অনুমান, শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে। প্রকাশের গাড়িতে মিলেছে তোশক, বালিশ, কম্বল। প্রশ্ন উঠছে, তবে কি পরিকল্পনামাফিক বিছানাপত্র রাখা হয়েছিল গাড়িতে? দেহ লোপাটের কোনও পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ

West Bengal News Live Updates: কলকাতায় অরিজিৎ সিংহর অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু

কলকাতায় অরিজিৎ সিংহর অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু। অ্যাকোয়াটিকায় পৌঁছল অরিজিৎ সিংহর টিম। গোটা কাণ্ডে ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা কুণালের

WB News Live Updates: তৃণমূল কাউন্সিলর-তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগ

বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার  অভিযোগের ঘটনায় গতকাল প্রতিবাদ সভার আয়োজন করেছিল পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। ঘটনার সমালোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। যদিও এদিনও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।   

West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা 

নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে হলফনামা জমা। হলফনামা জমা দিলেন প্রাথমিকের বিতর্কিত ৮৮ জন শিক্ষক। ২৬৮ জনের মধ্যে ৫৪ জন আগেই হলফনামা জমা দিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হলফনামা জমা দিয়েছিলেন

WB News Live Updates: 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল', শাসকদলকে একযোগে আক্রমণ বাম-বিজেপির

ইকো পার্কে অরিজিৎ সিংহর শো ঘিরে বিতর্ক। শাসকদলকে একযোগে আক্রমণ বাম-বিজেপির। 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল', বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্প, আক্রমণ মহম্মদ সেলিমের। 

West Bengal News Live: অরিজিৎ-এর অনুষ্ঠান নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্ট বললেন কুণাল?

কলকাতায় অরিজিৎ সিংহর অনুষ্ঠানের জন্য অ্যাকোয়াটিকায় জায়গা দেখা শুরু। ফেসবুক পোস্টে বিজেপিকে নিশানা কুণালের। 'বিজেপি বলছে চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া', গাওয়ায় ইকো পার্কের অনুষ্ঠান বাতিল হয়েছে। 'অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন ১৫ ডিসেম্বর। অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা ৮ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮ ডিসেম্বর। তাহলে 'গেরুয়া' যুক্তি আসে কী করে? অরিজিতের অনুষ্ঠান হবে, তবে অন্য জায়গায়। অ্যাকোয়াটিকায় আজও পরিদর্শন চলছে। সব ঠিক থাকলে ভাল ভাবেই অনুষ্ঠান হবে।সলমনের অনুষ্ঠানের ৩ লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে। সলমনের টিম মিলন মেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। অরিজিৎ বাংলার গর্ব, বিজেপি তাঁকে নিয়ে রাজনীতি করছে।', ফেসবুক পোস্ট তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের।


 


 

WB News Live: পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার হল। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সামশেরগঞ্জ থেকে উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জানিয়েছেন, ২৪ ডিসেম্বর খবর মেলে, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক দুষ্কৃতী। তাকে গ্রেফতারের পর, 
সামশেরগঞ্জে বাবু শেখের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাড়ির মালিক বাবু শেখ পালিয়ে গেলেও, আরও ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। 

West Bengal News Live: ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা

পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উদ্ধার হল তাজা বোমা। আজ সকালে ভাঙড়ের কাশীপুরে সোমনাথ কলোনিতে চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাশেই পড়েছিল বোমা ভর্তি ব্যাগ। কাশীপুর থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। চাষের জমিতে বোমা বাঁধা চলছিল, কাউকে আসতে দেখে দুষ্কতীরা পালায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

WB News Live: হলদিয়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে অশান্তি

হলদিয়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে অশান্তি। আবাস-দুর্নীতির অভিযোগে উত্তেজনা। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির।

West Bengal News Live: প্রাথমিকভাবে অনুমান, শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে

প্রাথমিকভাবে অনুমান, শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে। প্রকাশের গাড়িতে মিলেছে তোশক, বালিশ, কম্বল। প্রশ্ন উঠছে, তবে কি পরিকল্পনামাফিক বিছানাপত্র রাখা হয়েছিল গাড়িতে? দেহ লোপাটের কোনও পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live: রিয়া কুমারীর ময়নাতদন্তের রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য

বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে অনুমান, শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে। প্রকাশের গাড়িতে মিলেছে তোশক, বালিশ, কম্বল। প্রশ্ন উঠছে, তবে কি পরিকল্পনামাফিক বিছানাপত্র রাখা হয়েছিল গাড়িতে? দেহ লোপাটের কোনও পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: বাংলায় ভারত জোড়ো যাত্রা, আজ দ্বিতীয় দিন

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র অংশ হিসাবে, এ-রাজ্যেও পদযাত্রা শুরু করলেন অধীর চৌধুরীরা। গঙ্গাসাগর থেকে শুরু হল পদযাত্রা। শেষ হবে দার্জিলিঙে। চলবে ২৩ শে জানুয়ারি পর্যন্ত। আজ যাত্রার দ্বিতীয় দিন। যাত্রা শুরু হবে পাথরপ্রতিমা থেকে।

WB News Live: ইকো পার্কে অরিজিৎ সিংহর শো ঘিরে তুমুল রাজনৈতিক তরজা

ইকো পার্কে অরিজিৎ সিংহর শো ঘিরে বিতর্ক। শাসকদলকে একযোগে আক্রমণ বাম-বিজেপির। 'তৃণমূলের সঙ্গে না থাকায় অরিজিতের শো-বাতিল', বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূল-বিজেপির রাজনীতির শিকার শিল্প, আক্রমণ মহম্মদ সেলিমের।

West Bengal News Live: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, হাওড়া স্টেশনে জোর নিরাপত্তা

আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের জন্য SPG-এর তরফে হাওড়া স্টেশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩, এই তিনটি প্ল্যাটফর্ম।

WB News Live: খড়গপুর, মেদিনীপুরের পর এবার কালনা, ফের তৃণমূল পরিচালিত পুরসভায় শাসক-দ্বন্দ্ব প্রকাশ্যে

খড়গপুর, মেদিনীপুরের পর এবার কালনা। ফের তৃণমূল পরিচালিত পুরসভায় শাসক-দ্বন্দ্ব প্রকাশ্যে। পুর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানালেন ১২ জন তৃণমূল কাউন্সিলর। গতকাল পুরসভার গেটের সামনে সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন পুর চেয়ারম্যান। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পুরসভা পরিচালনারও অভিযোগ হচ্ছে। পুর চেয়ারম্যানকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ধরেননি। দলকে না জানিয়ে, প্রকাশ্যে প্রতিবাদ সমর্থনযোগ্য নয়, প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সভাপতির। 

West Bengal News Live: ঝাড়খণ্ডের অভিনেত্রীর দেহের ফরেন্সিক পরীক্ষা

বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রীর দেহের হবে ফরেন্সিক পরীক্ষা। ময়নাতদন্ত ছাড়াও ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক টিম। রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে আছে কি না, তা খতিয়ে দেখা হবে। খুনের আগে ধস্তাধস্তি হলে, রিয়ার নখে তার কোনও চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেন্সিক দল। 

WB News Live: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত তাঁর স্বামী

বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত তাঁর স্বামী। নিহত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার।


 

West Bengal News Live: ফিরল শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ

ফিরল শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা বাড়বে। ফলে বছর শেষ ও বর্ষবরণে শীতের আমেজ বজায় থাকলেও, জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই। 

WB News Live: বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগ

বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার  অভিযোগের ঘটনায় গতকাল প্রতিবাদ সভার আয়োজন করেছিল পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। ঘটনার সমালোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। যদিও এদিনও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।   

West Bengal News Live: টালার ট্যাঙ্ক থেকে জল সরবরাহে নতুন পরিকাঠামো

টালার ট্যাঙ্ক থেকে শহরবাসীর দুয়ারে আরও নির্ঝঞ্ঝাটে জল সরবরাহে তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো। চলছে ৪৮ ইঞ্চি ব্যাসের বড় পাইপলাইন বসানোর কাজ। সেই পাইপলাইন যাবে ট্রেসেল ব্রিজের মাধ্য়মে। শুরু হয়েছে সেই ব্রিজের কাজ।

WB News Live: দলকে কাঠগড়ায় তুলে তৃণমূল ছাড়লেন জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং

পাহাড়ে গণতন্ত্র বিপন্ন! দুর্নীতি বাড়ছে দেখেও সবাই চুপ! এই অভিযোগে দলকে কাঠগড়ায় তুলে তৃণমূল ছাড়লেন জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাং। তাঁর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে সবকিছু জানালেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিনয় তামাংয়ের দলত্যাগ প্রসঙ্গে কৌশলী প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live: ক্ষমতায় আসার ৯ মাসের মধ্যে পালাবদল ঘটল দার্জিলিং পুরসভায়

আস্থা ভোটের আগেই কার্যত ওয়াকওভার! উপস্থিতই হলেন না হামরো পার্টির কাউন্সিলররা! ফলে ক্ষমতায় আসার ৯ মাসের মধ্যে পালাবদল ঘটল দার্জিলিং পুরসভায়। অজয় এডওয়ার্ডের হামরো পার্টির বদলে, দার্জিলিং পুরসভার বোর্ড দখল করল অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। সমর্থন করল তৃণমূল। 

WB News Live: ১০০ দিনের কাজে ডিজিটাল হাজিরা

১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে উদ্যোগ কেন্দ্রের। নতুন বছরে বাধ্য়তামূলক করা হচ্ছে ডিজিটাল হাজিরা। পয়লা জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত।

West Bengal News Live: চাকরি নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্থানীয় কারখানায় স্থায়ী চাকরি করে দেবেন। বিনিময়ে নিয়েছিলেন ১ লক্ষ টাকা। কিন্তু হয়েছে ঠিকা শ্রমিকের চাকরি। হলদিয়া পুরসভার বিদায়ী কাউন্সিলর, তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ যুবকের। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live: ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি-বিতর্কে এবার গেরুয়ার ছোঁয়া

ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি-বিতর্কে এবার গেরুয়ার ছোঁয়া। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গাওয়ার পরই অনুমতি বাতিল করেছে রাজ্য় সরকারি সংস্থা হিডকো। যদিও, হিডকোর চেয়ারম্য়ান ফিরহাদ হাকিমের পাল্টা দাবি, কনসার্টের জন্য কোনও আবেদনই জমা পড়েনি।

প্রেক্ষাপট

কাকভোরে বাগনানে জাতীয় সড়কে ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী খুন। ছিনতাইয়ে বাধা পেয়ে শিশুকন্যার সামনেই শ্যুটআউটের অভিযোগ স্বামীর। মেলেনি ধস্তাধস্তির চিহ্ন। বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। গাড়ির মধ্যেই মিলল গুলির খোল। 


ইকো পার্কে অরিজিতের কনসার্টের অনুমতি ঘিরে বিতর্ক। মমতার সামনে রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ায় শো বাতিল? প্রশ্ন বিজেপির। অনুমতির আবেদনই করেনি, দাবি ফিরহাদের (Firhad Hakim)।

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ, এবার বিক্ষোভের মুখে সিপিএমের (CPIM) পঞ্চায়েত প্রধান। পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে তালা, ৯ ঘণ্টা পরে ঘেরাও মুক্ত। আবাসে দুর্নীতির অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ। কান্দিতে পঞ্চায়েত প্রধান ঘেরাও। বাসন্তীতে পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ। বিক্ষোভ বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রামেও।


এক ডাকে অভিষেকে নালিশ, ইস্তফা দিতেই গ্রেফতার মেচেদার পঞ্চায়েত প্রধান। কোলাঘাটে বোল্ডার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এক বহিষ্কৃত নেতাও গ্রেফতার। 


 ১০০ দিনের কাজে (100 Days Work) দুর্নীতি রুখতে উদ্যোগ কেন্দ্রের। নতুন বছরে বাধ্য়তামূলক করা হচ্ছে অ্যাপের মাধ্য়মে হাজিরা। পয়লা জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত।

৯ মাসের মধ্যেই পাহাড়ে পালাবদল। দার্জিলিং পুরসভার বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল। আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি ও গুরুঙ্গের ১৫ কাউন্সিলর পাহাড়ের পালাবদলের দিনই তৃণমূলে ধাক্কা। গণতন্ত্র বিপন্ন, উদ্বেগজনক পরিস্থিতির অভিযোগ তুলে ১ বছরেই দল ছাড়লেন বিনয় তামাঙ্গ। গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব।

শিক্ষার জাতীয় কমিটিতে ব্রাত্য বাংলা। ইউজিসি-র (UGC) ৫ কমিটিতে নেই বাংলার কেউ। পক্ষপাতিত্বের অভিযোগ শিক্ষামন্ত্রীর। রোটেশন অনুযায়ী কমিটিতে, পাল্টা দাবি কেন্দ্রের। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.