West Bengal News Live: ৬ ডিসেম্বর পর্যন্ত প্রাক্তন পর্ষদ সভাপতিকে ফের জেল হেফাজতের নির্দেশ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
বিধানসভা চত্বরেই বেনজির স্লোগান সংঘাত। ধর্নায় বসা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে আঙুল তুলে চোর স্লোগান শুভেনদুর। পাল্টা তৃণমূল।
শুভেন্দুদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননা থেকে প্ররোচনামূলক আচরণের অভিযোগ। তৃণমূলের নালিশ পেয়ে পুলিশ ডাকলেন স্পিকার। দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি।
৬ ডিসেম্বর পর্যন্ত প্রাক্তন পর্ষদ সভাপতিকে ফের জেল হেফাজতের নির্দেশ
অধ্যক্ষের কাছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল পরিষদীয় দলের নালিশ
আইনগত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ
ডিসি সেন্ট্রাল-সহ হেয়ার স্ট্রিট থানার আধিকারিকদের বিধানসভায় তলব
শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ
বিনা অনুমতিতে বিধানসভায় বিজেপির প্ররোচনামূলক সভার অভিযোগ
বিজেপির বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি তৃণমূল কংগ্রেসের
এক মামলায় জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে
দুপুরে গ্রুপ সি মামলায় জামিন, রাতে নবম-দশম মামলায় ফের গ্রেফতার
৬ ডিসেম্বর পর্যন্ত প্রাক্তন পর্ষদ সভাপতিকে ফের জেল হেফাজতের নির্দেশ
নবম-দশমে শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতারের আবেদন সিবিআইয়ের
সিবিআইয়ের আবেদনে সাড়া, জেলেই কল্যাণময়কে রাখার নির্দেশ আদালতের
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়
ফের যাদবপুর। ফের মেন হস্টেল। এবং ফের সেই র্যাগিং-এর অভিযোগ। নিরাপদ বোধ করছেন না বলে কর্তৃপক্ষকে চিঠি স্নাতকোত্তরের প্রথমবর্ষের পড়ুয়ার। ছাড়লেন মেন হস্টেল। প্রশ্নে কর্তৃপক্ষের ভূমিকা। সমালোচনায় সরব অধ্যাপকদের সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা।
হাসপাতাল থেকে ছাড়া পেলেই তুফানগঞ্জের বাড়িতে ফিরবেন উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া শ্রমিক মানিক তালুকদার। তারপর আবার ফিরবেন উত্তাখণ্ডে। যদিও স্বামীকে আর সেখানে ফিরে যেতে দিতে চান না স্ত্রী। সরকারের কাছে বাংলায় কাজের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
বিধানসভা চত্বরেই বেনজির স্লোগান সংঘাতে তৃণমূল-বিজেপি।
চাঁদের দক্ষিণ মেরু জয়। রাজভবনে গভর্নর অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হল ইসরোর চেয়ারম্যানকে। এস সোমনাথের হাতে পুরস্কার তুলে দিলেন সিভি আনন্দ বোস
মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি লক্ষ্য করে চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর। পাল্টা বিজেপির দিকে চোর চোর স্লোগান ধেয়ে এল তৃণমূলের দিক থেকে।
'বিজেপি কর্মীদের খুন করেছেন, বিজেপির কর্মীরা প্রত্যেক খুনের বদলা নেবেন'
'ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নেবেন বিজেপি কর্মীরা'
ধর্মতলার মেগা সমাবেশ থেকে সরাসরি মমতাকে নিশানা অমিত শাহের
সিএএ লাগু করবই করব, চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
'বিধানসভায় অসভ্যতা করছে, স্পিকারকে ব্যবস্থা নিতে বলব' শুভেন্দুকে আক্রমণ মমতার
বিধানসভায় শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়েও ধর্মতলার ম়্চ থেকে সরব হলেন অমিত শাহ
একদিকে তৃণমূলের কালা দিবস, অমিত শাহের সভা সেরে বিধানসভায় শুভেন্দু অধিকারী। চোর চোর স্লোগান তুলে তৃণমূলকে আক্রমণ।
দুর্নীতি নিয়ে ধর্মতলার সভা থেকে পার্থ-কেষ্ট-বালুর নাম করে তৃণমূলকে তীব্র আক্রমণে অমিত শাহ।
ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। কালো পোশাক পরে বিধানসভায় গেলেন তৃণমূলের বিধায়করা। কালকের পর আজও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত অম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা।
প্রেক্ষাপট
অমিত শাহকে (Amit Shah) তৃণমূলের দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ জানাতে ধর্মতলায় ড্রপবক্স বিজেপির। পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫১ হাজার চিঠি দিচ্ছে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন।
দুর্নীতি থেকে বঞ্চনার অভিযোগ, ধর্মতলার সমাবেশ থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ অমিত শাহর। পাল্টা বঞ্চনার অভিযোগেই বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদ তৃণমূলের।
ধর্মতলায় বিজেপির (BJP) মেগা সমাবেশে অমিত শাহ। কটাক্ষ করে কলকাতায় পোস্টার তৃণমূলের। তৃণমূলকে উৎখাতের ট্রেলার দেখছে রাজ্য, পাল্টা সুকান্ত।
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তদন্তে সহযোগিতা করতে হবে, থাকতে হবে কলকাতা পুর এলাকায়। নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।
১৭ দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে উত্তরকাশীর সুড়ঙ্গে মুক্তির আলো। ৪১ জন শ্রমিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা প্রধানমন্ত্রীর। প্রাথমিক চিকিৎসার পর এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হল ঋষিকেশ এইমসে।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেও চাকরি মেলেনি, তাই যেতে হয়েছে উত্তরকাশীতে। ফিরলে রাজ্যেই চাকরি চান, উদ্ধার হওয়া শ্রমিকের পরিবার।
ছাত্রমৃত্যুর ৪ মাসের মধ্যেই যাদবপুরের ফের র্যাগিংয়ের অভিযোগ। নিরাপদ বোধ করছেন না বলে কর্তৃপক্ষকে চিঠি স্নাতকোত্তরের প্রথমবর্ষের পড়ুয়া। ছাড়লেন মেন হস্টেল।
চাঁদের দক্ষিণ মেরু জয়। রাজভবনে গভর্নর অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হল ইসরোর চেয়ারম্যানকে। এস সোমনাথের হাতে পুরস্কার তুলে দিলেন সিভি আনন্দ বোস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -